এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • পরাণ বাগ্দী - ৩ 

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ১৫ জুন ২০২২ | ৭০৬ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • দেবমাল্য কলতানের ঘরে বসে আছে প্রায় চল্লিশ মিনিট। গোড়া থেকে আগা পরাণ মামলার সবটাই বলেছে সে কলতানকে। দেবমাল্যর কথার মাঝখানে একবারও ঢোকে নি কলতান। নিবিষ্ট মনে শুনে গেল ঘটনা পরম্পরা। 
    ---- ' আপনি যে কেসটা টেক আপ করেছেন এজন্য যথেষ্ট ধন্যবাদ আপনার প্রাপ্য। '
    ---- ' কলতানবাবু  আপনি আমাকে তুমি বললেই আমার ভাল লাগবে .... '
    ---- ' আচ্ছা .... বেশ তাই হবে .... ', কলতান হাসিমুখে বলে, ' ...... আমার কাছে একটা অদ্ভূত কিস্যা নিয়ে এলে ...... '
    ---- ' কিরকম ? '
    ----  ' না .... সাধারণতঃ আমার কাছে লোকে আসে অপরাধীকে ধরে দেবার জন্য, আর তুমি এলে অপরাধী ধরার জন্য নয় নিরপরাধীকে খালাস করার জন্য। আসল অপরাধী কে, যেন জানাই আছে।  ইউনিক ব্যাপার না ? তবে ....... এরকম কেস বছর চারেক আগে একটা এসেছিল। বৈষ্ণবঘাটায়। ঘোরালো কেস ছিল। কিন্তু ফাইনালি সাকসেসফুল হয়েছিলাম। সত্যি কথা বলতে কি .... এ ধরণের অ্যনেকডেটগুলো আদালতের মোকদ্দমা সংক্রান্ত ব্যাপার। এভিডেন্স অ্যন্ড উইটনেস রিলেটেড ফেনোমেনন। মামলা কিভাবে  সাজানো হবে সেটাই ভাইটাল রোল প্লে করে। তুমি লইয়ার হিসেবে ভালই জান যে ইটস নট অল দ্যাট ইজি ..... ' , তারপর আচমকা জিজ্ঞাসা করল, ' .... আচ্ছা অনন্ত মন্ডলের মার্ডার স্পটের আশেপাশে কোন বড় দীঘি আছে ? '
    ------ ' হ্যাঁ ... তা আছে ..... কিন্তু কেন ? ', দেবমাল্য জানতে চায়।
    ------ ' না .... এমনি জিজ্ঞেস করলাম। ..... আচ্ছা গোটা মামলায় একথা একবারও ওঠে নি যে পরাণ যদি খুনিই হয়ে থাকে সে খুন করে পালিয়ে গেল না কেন ...... ওখানে দাঁড়িয়ে রইল কেন ?  কোন শার্প উইপন্ দিয়ে খুন হয়েছিল নিশ্চয়ই ..... সে উইপন্ টা কোথায় গেল ? পুলিশ ট্রেস করার চেষ্টা করেনি ? ' 
    ------ ' সব কথাই তোলা হয়েছিল। কিন্তু দাঁড় করানো যায়নি। খুনের অস্ত্র মিসিং মানেই খুন হয় নি এমন নয় .... আর ফার্স্ট ইনস্ট্যান্সে  বডির ক্লোজেস্ট প্রক্সিমিটিতে যে ট্রেসড হয়েছে সেই অ্যপারেন্ট কালপ্রিট ..... এই বেসিসে কেসটা চলেছে তিন বছর ধরে। আমি জুরিস প্রুডেন্স ইনভোক করার চেষ্টা করেছিলাম..... যে মার্ডার করাটা এই অ্যকিউসডের নেচারের  পক্ষে অ্যবসোলিউটলি আনলাইকলি এবং তার কোন ট্যানজিবল  মোটিভ নেই। কিন্তু  সাবস্ট্যানশিয়াল এভিডেন্সের অভাবে ওগুলো এসট্যাবলিশড হয়নি। অন্তত দুটো লোকও যদি সাক্ষী হিসেবে এগিয়ে আসত ইন ফেভার অফ দা ডিফেনড্যান্ট তা হলে ওই স্ট্যান্ডপয়েন্টটা অনেক সলিড হত  হয়ত  ...... '   
    ------ ' হুমম্ ...... বুঝলাম .....আধিপত্যবাদ ও ক্ষমতার খেলা ..... এখানে খুনি কে বা কারা এবং তাদের মোটিভ কি তা বোঝা আপাতদৃষ্টিতে তেমন জটিল বলে মনে হচ্ছে না ...... '
    ----- ' হ্যাঁ .... মোটামুটি তাই ......  '
    ----- ' বডি পোস্ট মর্টেম হয় নি নিশ্চয়ই .... তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে গ্রামের শ্মশানে ...... তাই তো ? '
    ----- ' এগজ্যাক্টলি তাই ..... '
    ----- ' চেনা ছবি। যাক ..... আমাদের প্রাইমারি কাজ হল পরাণ বাগ্দীকে ছাড়িয়ে আনা। খুনি ধরাটা সেকেন্ডারি। '
    ----- ' এখন আমাকে কাজ শুরু করতে গেলে লোকেশান ভিজিট করতে হবে।'
    ----- ' শিওর ... কবে যাবেন বলুন .... '
    ----- ' হ্যাঁ .... কাল পরশু যাব আর কি ..... লোকেশান ভিজিট করতে হবে ..... লোকজনের সঙ্গে কথাবার্তা বলতে হবে .....কাজ অনেক....'
    ----- ' ওইটাই মুশ্কিল ..... এই মুখ খোলবার লোক পাওয়াটাই মুশ্কিল .... '
    ----- ' তা বললে তো হবে না .... ওটাই সবচেয়ে ইম্পর্টান্ট ..... কথা যাতে বলে সেই ব্যবস্থা করতে হবে। কেউ না কেউ তো থাকবেই। তাদের খুঁজে বার করাটাই প্রথম কাজ। তার পরের স্টেপ পরে ভাবব ..... আচ্ছা হৃদয়বাবু না কি যেন নাম বললে ..... ওদের সঙ্গীসাথীর সংখ্যা কেমন ? '
    ----- ' পয়সা হয়েছে। সঙ্গীসাথী তো জুটবেই ....তবে কার মনে কি আছে বলা মুশকিল। হৃদয়ের ভাই অনন্তর ব্যাপারও তাই ছিল। সঙ্গীসাথীদের মধ্যে কে বন্ধু, কে শত্রু বলা মুশকিল ......' , দেবমাল্য রুমাল বার করে ঘাড়ের ঘাম মোছে। গুমোট গরম পড়েছে।
    ----- ' ...... আপনি তাহলে কবে আসছেন ? '
    ----- ' খুব সম্ভবত পরশুদিন ...… কাল কিছু প্রিপারেশান আছে। কদিন থাকব তো ওখানে। নাহলে লোকজনের সঙ্গে আলাপ পরিচয় হবে কি করে ..... হাইকোর্টে অ্যপিল করা হয়ে গেছে ?'
    ----- ' হ্যা ..... করেছি ', দেবমাল্য জানায়।
    ----- ' আর একটা কথা। এক বান্ডিল ভাল দেখে বসিরহাটের গামছা কিনে রেখ তো .... '
    ----- ' গামছা ? '
    ----- ' শুনেছি ওদিকে ভাল গামছার খুব চাহিদা আছে ..... '
    ----- ' তাতে কি .... আপনি কি গামছা বিক্রি করবেন নাকি ? 
    ----- ' যদি ভাল লাভ পাই করব না কেন ? '

    ( ক্রমশঃ )

    **********************************************************************************
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • যোষিতা | 194.56.48.114 | ১৫ জুন ২০২২ ১৩:৪৭509024
  • জমে গেছে
  • Mousumi Banerjee | ১৫ জুন ২০২২ ১৭:১৩509030
  • জমজমাট
  • Anjan Banerjee | ১৬ জুন ২০২২ ০৮:৪৭509056
  • অনেক ধন্যবাদ । সঙ্গে থাকুন । 
  • বিপ্লব রহমান | ২৩ জুন ২০২২ ০৭:৩৭509290
  • দারুণ গল্প! 
     
    ধারাবাহিকের লিংক না থাকায় পড়তে অসুবিধা হয়। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন