এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 134.238.14.27 | ১১ জুন ২০২২ ১৩:৫৬508774
  • মহানবীর অপমান, খুব খারাপ কথা।

    কলকাতায় একটা রসিকতা খুব চলতো। দেবরাজ ইন্দ্রের সভায় দেবতারা খুব কাউমাউ করেন, তো নিয়ম হয়েছে নীরবতার। এবার তো স্ট্রিপটিজ শুরু হয়েছে, সবাই চুপ। ওদিকে হয়েছে কী, জগন্নাথের তো হাত নেই...
    এইবার যদি একপাল চাড্ডি এসে মহাজগন্নাথের অপমানের জন্যে আমার গ্রেপ্তারি চায় আমি যাবো কোথায়?

    সংখ্যাগুরু ও সংখ্যালঘুর ব্যাপরটা আলাদা, দেশ অগ্নিগর্ভ, নূপুর নবীন অত্যন্ত অসৎ উদ্দেশ্যে এইসব বলেছেন।

    কিন্তু যারা মহানবীর অপমানের ছুতোয় এই তাণ্ডব করছে, তারা মুসলিম সমাজের রিপ্রেজেন্টেটিভ নন। নূপুর শর্মার গ্রেপ্তারির দাবী জায়েজ, সমর্থন করি। কিন্তু তা 'অনুভূতিতে' আঘাতের জন্যে না, সাম্প্রদায়িক উস্কানীর জন্যে, নূপুর শর্মার উদ্দেশ্যের জন্য।

    কোন ধর্মীয় আইকনের 'অপমান'এর অভিযোগ আমার কাছে অর্থহীন।

    পিডোফিলিয়ার অভিযোগ, অবাস্তব কিছু হয়তো না। বড় বড় গ্রীক বীরদের বালক যৌনদাস থাকতো, কিন্তু আলেকজান্ডারকে পিডোফাইল বললে কারো গায়ে লাগবে না কারন তিনি ধর্মগুরু নন। মজা হল যারা দেড় দুহাজার বছর আগের লোকের পিডোফিলিয়া নিয়ে লম্ফঝম্প করছেন, খোঁজ নিলে দেখা যাবে তাঁদের বৃদ্ধ বা অতিবৃদ্ধ প্রপিতামহরা শখানেক বছর আগে বা নিকটতর অতীতেও হুলিয়ে ঐ করেছেন, গৌরীদান, কৌলীন্য প্রথা কত কিছুই তো ছিল। বর্তমান দক্ষিন পূর্ব এশিয়ার কত মিলিয়ন যেন বাল্যবিবাহের ৮৪% হিন্দু দেখলাম। তো, এত ঢাকঢাক গুড়গুড় করে আজ মহানবী কাল মহাযীশু পরশু মহাকৃষ্ণ, কত লোকের অপমান সামলানো যাবে?

    নূপুর শর্মা ফাঁদ পেতেছে, একদল আপদ সেই ফাঁদে পা দিয়েছে। এই তো।
  • রৌহিন | ১১ জুন ২০২২ ১৫:০৮508781
  • আলেকজান্ডারকে পিডোফাইল বললে লোকের গায়ে লাগবে না ঠিকই, রামকৃষ্ণকে বললে লাগবে কি না সেটা শাক্যজিত ভালো জানবে
  • Hmm | 2405:8100:8000:5ca1::b0:e5ee | ১১ জুন ২০২২ ১৫:২০508785
  • সারদা-বিবেকানন্দ-নিবেদিতার থ্রিসাম লিখলে যে কল্লা যাওয়া অবরোধ ভাঙচুর কিছুই হয় না সেটা তো জানেই
  • r2h | 134.238.14.27 | ১১ জুন ২০২২ ১৫:২২508786
    • রৌহিন | ১১ জুন ২০২২ ১৫:০৮
    • আলেকজান্ডারকে পিডোফাইল বললে লোকের গায়ে লাগবে না ঠিকই, রামকৃষ্ণকে বললে লাগবে কি না সেটা শাক্যজিত ভালো জানবে
     
    লাগবে, সবাই জানে।
    কথা হল সেটাকে আমরা প্রশ্রয় দেবো কিনা।
  • রৌহিন | ১১ জুন ২০২২ ১৫:৩৮508788
  • হুতো, সেটাকে আমরা প্রশ্রয় দেব কি না, এটাকে আমরা প্রশ্রয় দেব কি না, এটাই আমাদের প্রধান দ্বন্দ্ব। তারা সেই প্রশ্রয়ের মুখাপেক্ষী কি না, সেটা আমাদের বিচার্য হয়ে উঠছে না।
     
    তপনবাবুর লিঙ্কে দেখতে পাচ্ছি, অবরোধের ফলে ট্রেন আটকা পড়ায় অসুস্থ এক প্রৌঢ় মারা গেছেন। অবশ্যই দুঃখজনক - এবং যার যায়, তার যায়। একটা ছোট হোয়াট অ্যাবাউটারি বলতে পারেন, গতকাল পার্ক সার্কাসে একটি ২৩/২৪ বছরের মেয়ে গলায় গুলি লেগে মারা গেছে। ওখানে কোন আন্দোলন হচ্ছিল না। মেয়েটি সংখ্যালঘুও নয়, সুতরাং সম্ভাব্য জিহাদী বা ক্রিমিনাল, এমন ভাবনারও অবকাশ নেই। মেয়েটি আর তার হত্যাকারী মারা গেছে - একেবারে অকারণ মৃত্যু। সেই লিঙ্কটা খুঁজে পেতে এত কষ্ট করতেও হবে না। এমনি বললাম।
  • হুলো | 2405:8100:8000:5ca1::e6:77ad | ১১ জুন ২০২২ ১৬:৩৯508793
  • বা বা বা বা চাড্ডি হিন্দু সংহতি সব ঝাপিয়ে পড়েছে। আর এই রৌহীন কোভিড একটি  এমেনসি চক্কান্ত ছেড়ে মুসলিমদের নবীনুভুতিতে হাত বোলাচ্ছে।
    বা বা বা বা
  • r2h | 134.238.14.27 | ১১ জুন ২০২২ ১৮:৪৫508810
    • রৌহিন | ১১ জুন ২০২২ ১৫:৩৮
    • ...সেটাকে আমরা প্রশ্রয় দেব কি না, এটাকে আমরা প্রশ্রয় দেব কি না, এটাই আমাদের প্রধান দ্বন্দ্ব। তারা সেই প্রশ্রয়ের মুখাপেক্ষী কি না, সেটা আমাদের বিচার্য হয়ে উঠছে না।
       
    আমার কাছে 'আমরা' মানে যাঁরা যেকোন ধর্মানুভূতি ব্যাপারটাকে বিপজ্জনক ও সন্দেহজনক ভাবি। আর 'তারা' মানে যেকোন ধর্মের চাড্ডি। তো, যেকোন ধর্মের চাড্ডি অবশ্যই 'আমাদের' মুখাপেক্ষী নয়। নূপুর শর্মা বা তার মুসলিম কাউন্টারপার্ট।
    আর কোন চাড্ডি ফ্যানাটিককে আমি কোন ধর্মের বিপুল সংখ্যক সহিষ্ণু মানুষের রিপ্রেজেন্টেটিভ বলে বিশ্বাস করি না।

    আবারও, নূপুর শর্মা ফাঁদ পেতেছে, একদল আপদ সেই ফাঁদে পা দিয়েছে। 
    সেটা সেইসব লোকেদের দোষ না, লোকজন গড্ডলিকা। যাঁরা সেই গড্ডলিকা চালাতে পারতেন, দোষ তাঁদের।
     
    আর পার্ক সার্কাসের ঘটনার সঙ্গে এর কী মিল আমি অনেক ভেবেও বুঝলাম না, তাই মন্তব্য করলাম না।
  • r2h | 134.238.14.27 | ১১ জুন ২০২২ ১৮:৪৮508811
  • আর হ্যাঁ, রাজ্য সরকারের, পুলিশের সমাধানে নামা উচিত ছিল। না করে যা ক্ষতি হল সেটা ভয়ানক। এই পুরো অবরোধ ও অশান্তি ফিয়াসকোর দায় নিঃসন্দেহে রাজ্য সরকারের।
  • r2h | 134.238.14.27 | ১১ জুন ২০২২ ২১:০৪508825
  • মুসলমান মানেই 'ওরা', আর 'ওরা' ওদের ভালো বুঝবে, এই চিন্তাটার মধ্যে আমি একটা উৎকট লক্ষণ দেখি। 'ওরা' মুসলমান মানেই আলাদা কিছু তো না, 'আমাদের'ই মত, কেউ ওস্কালে রাগ হয়, পছন্দের আইকনকে গাল দিলে রাগ হয়। বাংলার ও ভারতের বাসিন্দা, করে কম্মে খেতে হয়, ঘর সংসার আছে। এমন কিছু আলাদা না।
    তো, সবার ভালো মন্দ সবাইকেই দেখতে হবে। ওরা 'ওরা' বলেই ওদের ভালোমন্দ নিয়ে 'আমরা' নাক গলাবো না, ব্যাপারটা গোলমেলে। প্রশ্রয়ের কিছু না, কেউ তো কারো বড়দা না। ব্যাপারটা উদ্বেগের, আর অসমর্থনের।
    প্রশাসনের এসবে প্রশ্রয় দেওয়া উচিত না বলে মনে করি।

    "...প্রসঙ্গত, ফুরফুরার অন্য এক পীরজাদা ত্বহাও অনুগামীদের হিংসার ঘটনা থেকে বিরত থাকার বার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘‘নূপুর শর্মাদের করা বিবৃতির জন্য বহু মুসলমান পথে নেমেছেন। রাস্তাঘাট অবরোধ করছেন। এটা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। মানুষকে কষ্ট দিয়ে অবরোধ ইসলাম শেখায়নি। এটা শরিয়তের শিক্ষা নয়। আপনাদের জানা নেই ওই বিক্ষোভে আরএসএস ঢুকে ঢিল ছুড়বে। আর তাতে বদনাম হবে মুসলমানদের।’’ ..."

    ধর্মগুরুদের বানী আমি বিশ্বাস করি না, তবে ধর্মপরিচয় নিয়ে কথা হচ্ছে, সেই হিসেবে এই কথাগুলো সেন্সিবল লাগলো।
  • aranya | 2601:84:4600:5410:30ed:95bf:8738:11a4 | ১১ জুন ২০২২ ২২:৩১508828
  • হুতো-র প্রতিটা পোস্ট ভাল লাগল 
  • aranya | 2601:84:4600:5410:30ed:95bf:8738:11a4 | ১১ জুন ২০২২ ২২:৩৪508829
  • ধর্ম ব্যাপার-টা এমন এক মহা ইয়ে হয়েছে, বলার না। বহু বহু বছর আগে কোন মানুষ কী ধর্ম বানিয়েছে, তাতে গাদা গুচ্ছ রিগ্রেসিভ জিনিস, এ নিয়ে দু মিনিট- ও সময় দেওয়ার কথা না। 
  • রৌহিন | ১১ জুন ২০২২ ২২:৩৮508830
  • " 'আমরা' মানে যাঁরা যেকোন ধর্মানুভূতি ব্যাপারটাকে বিপজ্জনক ও সন্দেহজনক ভাবি" - এই ভাবনাটা আমার বয়সের সাথে সাথে পালটে যাচ্ছে। আমি নিজে অধার্মিক - কিন্তু ধর্মানুভূতি মানেই তাকে সন্দেহের চোখে দেখব, এটাও এক ধরণের চাড্ডিত্ব বলে মনে হওয়া শুরু হচ্ছে আস্তে আস্তে। 
     
    "যেকোন ধর্মের চাড্ডি অবশ্যই 'আমাদের' মুখাপেক্ষী নয়। নূপুর শর্মা বা তার মুসলিম কাউন্টারপার্ট" - এটা একদমই একমত। তারা আমার মুখাপেক্ষী নয়। আরও মজার কথা, তাদের মধ্যে (দুই ধর্মের চাড্ডি) দ্বন্দ্বে আমরা স্টেকহোল্ডারও নই। আমরা আমাদের রাজনৈতিক এবং শ্রেণীগত ধারণা থেকে কোন এক পক্ষকে সমর্থন করতে পারি বা না করতে পারি। কিন্তু সমর্থনের নাম করে এক পক্ষকে ন্যারেটিভ সাপ্লাই করতে পারিনা। বলতে পারিনা যে, এটা আমাদের অ্যাজেন্ডা - তোমরা এই অ্যাজেন্ডায় লড়ো। লড়াই যারা করছে, তারা নিজেদের অ্যাজেন্ডাতেই লড়বে। সেটা আমার পছন্দ হলে সমর্থন করব, নইলে করব না - কিন্তু সেখানে আমরা তাত্ত্বিক নেতৃত্ব দিতে যাব না। আমরা বারবার সেটাই করতে যাচ্ছি। সব আন্দোলনের তাত্ত্বিক দায় শুধুই আমাদের, এই আমাদের ইলিউশন।
     
    "বাংলার ও ভারতের বাসিন্দা, করে কম্মে খেতে হয়, ঘর সংসার আছে। এমন কিছু আলাদা না" - বিশাল আলাদা - কারণ আমরা আলাদা করেই রেখেছি। আমরা লিবারালরাই এখনো অধিকাংশ বিশ্বাস করি ফুফু, আব্বু, আপু, এসব বাংলা নয় - আরবী শব্দ। নজরুল ইসলাম একটি আরবী নাম, বাঙালি নয়। রামধনুর জায়গায় রঙধনু লিখলে তা আদতে তোষণের নামান্তর। এত সবের পরে "এমন কিছু আলাদা নয়" বললে তো কেউ শুনবে না - যারা ভুক্তভোগী। এবং ঘটনা হল, তাদের কোথায় আঘাত লেগেছে, স্টেকটা ঠিক কোথায়, তা নিয়ে আমাদের কোন ধারণাই নেই। শুধু নবীকে কুকথা বলার জন্য এত বড় হুজ্জুতি, নাকি দীর্ঘদিন ধরে ভারত জুড়ে যা চলে আসছে, আখলাক - আফরাজুল, পেহলু, কামালদের সাথে যা হয়ে আসছে, এন আর সি, সি এ এ নিয়ে যা হচ্ছে, দিল্লী, হায়দরাবাদে যা হচ্ছে, এ তার বিরুদ্ধে মরিয়ার ডিফেন্স মেকানিজম? আমরা জানিনা - জানার চেষ্টাও করিনা - আমরা স্টেক হোল্ডার নই। "আলাদা নয়" বললে ঘুরায় হাসব কত্তা।
  • r2h | 134.238.14.27 | ১১ জুন ২০২২ ২২:৫০508833
    • রৌহিন | ১১ জুন ২০২২ ২২:৩৮
    • ..."বাংলার ও ভারতের বাসিন্দা, করে কম্মে খেতে হয়, ঘর সংসার আছে। এমন কিছু আলাদা না" - বিশাল আলাদা - কারণ আমরা আলাদা করেই রেখেছি। আমরা লিবারালরাই এখনো অধিকাংশ বিশ্বাস করি ফুফু, আব্বু, আপু, এসব বাংলা নয় - আরবী শব্দ। 
     
    না, আমরা করিনি। যারা করেছে, তাদের আমি 'আমরা' মনে কর না। অগৌরবে বহুবচন করার কোন মানে নেই।
  • r2h | 134.238.14.27 | ১১ জুন ২০২২ ২২:৫৮508835
  • আর আমরা স্টেক হোল্ডার নইই বা কেমন করে? শর্ট টার্মে না হলেও লং টার্মে আমরা সবাই স্টেক হোল্ডার।
  • Amit | 121.200.237.26 | ১২ জুন ২০২২ ০০:৩৩508843
  • মেন্ পয়েন্ট টা ঠিক কি ? ইসলামে কোনো ধর্ম নিয়ে কোনো রকম ইন্টোলরেন্স নেই ? এই বিক্ষোভ ইত্যাদি সবই আসলে এদ্দিন  এনআরসি -আখলাক - আফরাজুল, পেহলু, কামালদের সাথে যা হয়ে আসছে - জাস্ট তার বিরুদ্ধেই ?
     
     
  • aranya | 2601:84:4600:5410:d021:fe21:fab7:746e | ১২ জুন ২০২২ ০০:৫১508844
  • ধুর, কোরানের পাতা ওল্টালেই - আল্লা বিধর্মী-দের শাস্তি দেবেন; নারী হল শস্যক্ষেত্র, পুরুষ যথা ইচ্ছা গমন করিবে এ সব হবি জাবি অন্য ধর্ম বিরোধী, নারী বিরোধী কথা বার্তার ছড়াছড়ি। 
    আরব বেদুইন দের একটা গ্রুপ ব্যবসায়ীদের ক্যারাভান লুঠ করে পেট চালাত। তারা প্রফেট-কে বলল - প্রভু, আপনি আমাদের লুঠপাট করতে বারণ করছেন, কিন্তু আমরা তো অন্য কোন কাজ শিখি নি। কীভাবে জীবন ধারণ করব। তো প্রভু একটু ভেবে বললেন, ওদের আগে জিগ্গেস করবে, আল্লাকে মানে কিনা। মানলে ছেড়ে দেবে। না হলে তাদের সম্পদ কেড়ে নিতে পার । 
    ইসলাম বিশেষজ্ঞ ক্যারেন আর্মস্ট্রং-এর লেখায় এটা পড়েছি। ইসলামিক ধর্মগ্রন্থ + মহম্মদের জীবনী - দুয়েতেই হিংসা প্রমোট করা, ইনটলারেন্স - এসবের প্রচুর উদাহরণ পাওয়া যাবে। 
    ১৪০০ বছর আগে একজন মানুষ কলহরত কিছু ট্রাইব -কে একসূত্রে বাঁধতে চেয়েছেন। কিছু নির্দেশ দিয়েছেন, যেমন জাকাত প্রথা, যেগুলো আজকের দিনেও আমাদের ভাল লাগে। আবার অনেক কিছুই বলেছেন যা আজকের মানদন্ডে চূড়ান্ত রিগ্রেসিভ। 
    শান্তির ধর্ম বলে ঢাক পেটালেই তো আর তা হয় না। বিভিন্ন দেশে মাইনরিটি-দের ওপর অত্যাচার, উগ্রপন্থী হামলা সম্পূর্ণ অন্য কথা বলে 
  • aranya | 2601:84:4600:5410:d021:fe21:fab7:746e | ১২ জুন ২০২২ ০১:০২508845
  • ইসলামের যদি রিফর্ম হয়, মুসলিম দের মধ্যে থেকেই যদি কিছু মানুষ উঠে আসেন যারা বলবেন যে ধর্মগ্রন্থে বা প্রফেটের জীবনীতে যাই থাক না কেন, এই রিগ্রেসিভ ব্যাপার গুলো আমাদের খারাপ লাগছে, এসব আমরা মানি না, তাহলে ভাল হয়। ২০২২ সালেও আফগানিস্তানে শরিয়া আইন চলছে, জানি না মধ্য প্রাচ্যের কিছু দেশেও চলে কিনা - এসবের বিরুদ্ধে প্রতিবাদ মুসলিম সমাজ থেকেই ওঠা দরকার 
    হয়ত প্রতিবাদ হয়ও, মিডিয়ায় সেভাবে আসে না 
  • r2h | 134.238.14.27 | ১২ জুন ২০২২ ০১:১০508847
  • মিডিয়ায় আসে না আবার কেমন, পৃথিবীর আর্ধেক মিডিয়া তো ইসলাম কেমন খারাপ সেই বেচেই খাচ্ছে।
  • r2h | 134.238.14.27 | ১২ জুন ২০২২ ০১:১১508848
  • ও আচ্ছা, স্যরি, প্রতিবাদ। হ্যাঁ, ঠিক।
  • Amit | 121.200.237.26 | ১২ জুন ২০২২ ০১:১৬508849
  • হেহে। মিডিয়া ই তো সেন্সরড বেশীর ভাগ ইসলামিক দেশে। প্রতিবাদের খবর বেরোবে কোদ্দিয়ে ? 
     
    দ্যাখেন এসব বললে ভাববেন আমড়াগাছি করছি বা আন্টি-ইসলামিক। তার চেয়ে বরং বেটার মিডল ঈস্টের দেশগুলোতে (মানে দুবাই বাদ দিয়ে আর কি - ওরা জানে ব্যবসা করতে কি লাগে ) কয়েক মাস থেকে চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করে আসুন। তাপ্পর ভালো করে আলোচনা করা যাবে। 
     
    তদ্দিন নাহয় রাকৃমিকে শুবা বলেই টাইম পাস্ করা যাক ? 
     
    :) :) 
  • aranya | 2601:84:4600:5410:d021:fe21:fab7:746e | ১২ জুন ২০২২ ০১:২৩508850
  • গুগল করে দেখলাম, এই দেশ গুলোতে এখনো শরিয়া আইন চলে - সৌদী আরব, ​​​​​​​ইরান, ​​​​​​​ব্রুনেই, ​​​​​​​আফগানিস্তান, ​​​​​​​ইন্দোনেশিয়া, ​​​​​​​সুদান, ​​​​​​​পাকিস্তান, নাইজেরিয়া, ​​​​​​​কাতার 
  • r2h | 134.238.14.27 | ১২ জুন ২০২২ ০১:২৪508851
  • অরণ্যদা, রিগ্রেসিভের গল্প বলে আর কী লাভ। রিগ্রেসিভ জিনিসপত্র সর্বত্রই আছে। ভারতের কাস্ট সিস্টেম হাতের কাছে আছে। তর্কহীনভাবে বিশ্ব শান্তির বৌদ্ধ ধর্মের রাজা রক্তপাত করবেন না বলে শত্রুপক্ষের মহিলাদের আনাহারে মেরে ফেললেন। যে ঈশ্বরপুত্র সকল মানবের পাপ নিরসনের জন্যে ক্রুশে চড়লেন তার নামে যত লুঠপাট হয়েছে তার তুলনা নেই।

    আমি বলছি না ঐসব বইয়ে খুন খারাপির কথা নেই, নিশ্চয় আছে। তএ তাতে তেমন কিছু এসে যায় না। ভেড়ার ছানা না হলে তার ঠাকুর্দা জল ঘোলা করেছিল, খুনোখুনির জাস্টিফিকেশন বানানো সহজ, আবারা ইসলামের ছায়াতলেই সুফী সন্তরা আছেন।

    ধর্মগ্রন্থে কী আছে তা দিয়ে আর কী হয়। ইতিহাসের গতি বিচিত্র, তা তো আমরা জানিই।
  • Amit | 121.200.237.26 | ১২ জুন ২০২২ ০১:৩১508854
  • বরং কিছু দেশ আরো পেছনপানে হাঁটছে সামনে তাকানোর বদলে। আমি ব্রুনেইতে ছিলাম ১২ বছর আগে। শরিয়া আইন কাগজে কলমে থাকলেও সেভাবে কড়াকড়ি ছিলোনা। মানে সৌদি কুয়েত ইত্যাদির অভিজ্ঞতার সাথে তুলনা করলে। রামাদানের সময় ব্রুনেই মালয়েশিয়াতে দেখেছি খাবার দোকান দিব্যি খোলা - কেবল একটা পর্দা টাঙানো যাতে রাস্তা থেকে দেখা না যায়। একই জিনিস মিডল ইস্টে হল মুত্বা (ধর্মীয় পুলিশ ) এসে সোজা পেটায়। 
     
    রিসেন্ট কয়েক বছরে উল্টে ব্রুনেই তে শরিয়া আইনের কড়াকড়ি শুরু হয়েছে। আগে বেশির ভাগ মেয়েরা শুধু হেড স্কার্ফ পড়তো। এখন বোরখার কড়াকড়ি। রেগুলারে কথা হয় এখনো ওখানে বন্ধু দের সাথে এবং সবাই বলেছে গত ৮-১০ বছরে অনেক কিছু পাল্টে গেছে। 
     
    যারা ভাবেন তালি শুধু এক হাতেই  বাজে - তারা আসলে অন্য হাতটা দেখতেই  পান না। বা চান না। 
  • S | 2405:8100:8000:5ca1::d5:dda7 | ১২ জুন ২০২২ ০১:৩৪508855
  • এর বাইরেও বহু বহু মুসলিম মেজরিটি দেশ আছে যেগুলোতে শরিয়েত আইনের ধারে কাছে তো নেইই, বেশ কতগুলো ইন্ডিয়ার থেকেও বেশি লিবারল। সেই দেশগুলো আলোচনায় আসেনা কেন? ইন্ডিয়ার মধ্যেও তো কিছু হিন্দুপ্রধান রাজ্য অন্য হিন্দুপ্রধান রাজ্যগুলোর তুলনায় অনেক বেশি রিগ্রেসিভ। ওয়ার্স্ট টু বেস্ট কম্পেয়ার করে লাভ নেই। ইরান, সৌদি আরবকে মুসলিম দুনিয়ারও খুব কম লোকই আইডিয়াল দেশ বলে মনে করে। নেহাত তেলের পয়সা আছে, তাই একটু চুপ করে থাকতে হয়। সেই সৌদিতেও এখন আসতে আসতে প্রগতি আসছে।
  • aranya | 2601:84:4600:5410:d021:fe21:fab7:746e | ১২ জুন ২০২২ ০১:৩৬508856
  • হিন্দু শাস্ত্রে তো অনেক বই পত্তর আছে, কাস্ট সিস্টেম কে হিন্দু শাস্ত্র -এর শ্লোক  দিয়েই কাউন্টার করা যায়।  যীশু বা বুদ্ধের জীবনের উদাহরণ দিয়ে খ্রীষ্টান বা বৌদ্ধ-্দের অন্যায় কাজকর্ম কাউন্টার করা ​​​​​​​যায় 
    ইসলাম ​​​​​​​নিয়ে ​​​​​​​একটা ​​​​​​​সমস্যা ​​​​​​, ​​​​​​​আমার ​​​​​​​যা ​​​​​​​মনে ​​​​​​​হয়, ​​​​​​​ধর্মগ্রন্থে ​​​​​​​বা ​​​​​​​মহম্মদের ​​​​​​​জীবনীতে ​​​​​​​রিগ্রেসিভ ​​​​​​​আচরণ ​​​​​​​কাউন্টার ​​​​​​​করার ​​​​​​​উপাদান ​​​​​​​পাওয়া ​​​​​​​যাচ্ছে ​​​​​​​না। ​​​​​​​অতএব ​​​​​​​মানুষের কমন ​​​​​​​সেন্সের ​​​​​​​ওপর ভরসা ​​​​​​​করা ছাড়া ​​​​​​​উপায় ​​​​​​​নাই 
  • aranya | 2601:84:4600:5410:d021:fe21:fab7:746e | ১২ জুন ২০২২ ০১:৪১508857
  • 'এর বাইরেও বহু বহু মুসলিম মেজরিটি দেশ আছে যেগুলোতে শরিয়েত আইনের ধারে কাছে তো নেইই, বেশ কতগুলো ইন্ডিয়ার থেকেও বেশি লিবারল'
    - তা নিশ্চয়ই আছে।  এক্স সোভিয়েত ইউনিয়নের দেশ গুলো, যেমন কাজাখস্তান। তবে সেগুলোর ক্ষেত্রে আগেকার কমিউনিস্ট জমানার প্রভাব রয়েছে মনে হয় 
  • Amit | 121.200.237.26 | ১২ জুন ২০২২ ০১:৪৩508858
  • এক্সাক্টলি। কিন্তু যে দেশগুলোর কথা বলছেন - কাজাখস্তান - তুর্কমেনিস্তান - উজবেকিস্তান - তারা কত বছর সোভিয়েত কমুনিস্ট রেজিমে ছিল ? 
     
    টার্কি লেবানন জর্ডান এগুলোও নিশ্চয় সৌদি কুয়েতের থেকে অনেক বেশি লিবারাল। কিন্তু সেখানকার লোকেদের থেকেই শুনেছি আগের থেকে পিছিয়েছে। এগোয়নি। যেমন ইন্ডিয়া পেছোচ্ছে মোদির আমলে। 
     
    দ্যাকেন - ধর্ম মানেই লোকের মধ্যে সাবসেট তৈরী করা। ডিসক্রিমিনেশন আসবেই বই ডিফল্ট।হিন্দুদের যেমন ইন্টলারেন্স আছে জাতপাত ধর্ম নিয়ে , ইসলামেও আছে এবং স্কেল অফ গ্লোবাল টেরর দেখলে আরো বেশিই আছে। সেটাকে আটভাট লিখে এড়িয়ে যাওয়া বা চাপা দেওয়ার চেষ্টা টা আরো হাস্যকর। 
  • Amit | 121.200.237.26 | ১২ জুন ২০২২ ০১:৪৩508859
  • ওহ -অরণ্য অলরেডি লিখে দিয়েছেন :) 
  • aranya | 2601:84:4600:5410:d021:fe21:fab7:746e | ১২ জুন ২০২২ ০১:৪৬508860
  • ইসলামিক রিপাবলিক যেগুলো, তেমন কোন দেশ যদি নিজেদের সেকুলার ঘোষণা করে, ধর্ম - কে দেশ চালনা থেকে সরিয়ে ব্যক্তিগত আখ্যা দেয়, তবে একটা কাজের কাজ হয়।  
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন