এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • imdb 6.5 

    প্রিয়তমাসু লেখকের গ্রাহক হোন
    ২৯ মে ২০২২ | ৯৩৫ বার পঠিত
  • এক বন্ধুর সঙ্গে দেখে এলাম "অপরাজিত" ৷   একটা দৃশ্যে আমার চোখ ভিজে গেল, সেটা হরিহরের ঘরে ফেরার পরের দৃশ্য ৷ পথের পাঁচালী দেখতে গিয়েও ওইখানেই চোখ ভেজে , এখানেও ভিজল দূর্গার কথা ভেবেই ৷ প্রাণের প্রাচূর্যে উচ্ছল এক কিশোরী যাকে মেনে নিতে হয়েছে, জীবনে আনন্দের সব উপকরনে তার অধিকার নেই I তার ভাই অপুকে তার মা বেশী ভালবাসে , অন্যায়ভাবে বেশী ভালবাসে । পরের ঘরে চুরি করতে গিয়ে সে প্রায় ধরা পড়ে যায় .. একঘর লোকের সামনে ৷ বড় নির্মমভাবে তাকে মেরেছিলেন বিভূতিভূষন I আমি পথের পাঁচালী পড়েছিলাম ক্লাস সেভেনে ৷ সেই জন্যেই হয়ত পথের পাঁচালী সিনেমাটা কোনোদিনই আমার পুরোটা দেখা হয়নি I কেটে কেটে দেখা ৷ সত্যজিৎের ক্যালকাটা ট্রিলোজি সে তুলনায় অনেক বেশী ভাল লাগে l এই গেল খানিকটা আলগা ব্যাকগ্রাউন্ড ( আত্মপ্রচার ) , এবার অপরাজিত রায়ের গল্পে ফিরি ৷ প্রথমত আমি গল্পে খুব চমক দেওয়ার মত কিছু পেলাম না ৷ বেশীরভাগ টাই জানা ৷ গল্পটিতে অপরাজিত-পত্নী এত একমাত্রিকভাবে প্রেমময় , সন্দেহ হয় চরিত্র নিয়ে কোনো রকম গবেষনা বা এক্সপেরিমেন্টের দিকে ডিরেক্টার যান নি ৷ ডিরেক্টর সত্যজিৎ থুড়ি অপরাজিতকে বাসে দাঁড় করিয়ে ও বসিয়ে পথের পাঁচালী পড়িয়েছেন ৷ এটা অতিকথন ও বিশ্বাসের অনুপযুক্ত ৷ শুটিং এর সেটে তীব্র ঝড় উঠেছে এমন দৃশ্যে পেছনের গাছের ডালপালা নড়ার কোনো লক্ষন নেই ৷ ঋত্বিকের "নাগরিক" তৈরি হয়েছিল পথের পাঁচালীর আগে (যদিও অফিসিয়াল রিলিজ অনেক পরে), কোনো কারনে ডিরেক্টার এই তথ্যটা দেওয়ার উপযুক্ত মনে করেন নি ৷ বিভূতিভূষন মুখোপাধ্যায় নামে বাংলা সাহিত্যে আরো একজন লেখক আছেন , সম্ভবত এটাও পরিচালকের নজর এড়িয়ে গেছে ৷ পুরো সিনেমাটা জুড়ে দর্শককে অনেক তথ্য স্পুন ফিড করার চেষ্টা আছে , সাবটলিটির অভাবটা বড্ড চোখে লাগে ৷ সম্ভবত, এইসব কারনেই আমার বন্ধুটি হল থেকে বেরিয়েই বললেন , "এটার imdb হওয়া উচিত 6.5 "  ৷
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সাধারন  দর্শক  | 2402:3a80:1a44:d038:1ef6:2e70:51f4:f5fc | ৩১ মে ২০২২ ১০:০৬508293
  • এতো  নেগেটিভ  কেন  ? অনেকদিন  পরে  সত্যজিৎকে  নিয়ে  কিছু  করার  চেষ্টা, আমার  খুবই  ভালো  লেগেছে  সিনেমাটি  
     
     
  • Prabhas Sen | ০১ জুন ২০২২ ০৭:৪০508339
  • এত নাম বদলানোর দরকার ছিল কি? পথের পদাবলী!  তবে সব মিলিয়ে ভালো লাগলো।
  • প্রিয়তমাসু | ০২ জুন ২০২২ ১৫:৫০508399
  • ঠিক নেগেটিভ হওয়ার চেষ্টায় লিখিনি , হয়ত আঁতলামো দেখানোর একটা লোভ থাকতে পারে ভেতরে, খুব নিশ্চিত নই ৷ 
     
    যাইহোক, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ মুভিটি নিয়ে মতামত দেওয়ার জন্য । ভাল থাকবেন ৷
  • Sobuj Chatterjee | ০২ জুন ২০২২ ২০:৩৯508407
  • বলার মতো অনেক কিছুই থাকতে পারে। অনেকদিন বাদে হলে বসে হালের একটা ছবি সাদা কালোয় দেখলাম। বাঙলা ছবিতে এই বাজারে দুপুর রোদে মানুষ দেখতে যাচ্ছে সেটা কেবলই হুজুগ নয়। ফিল্ম টা  তথ্যচিত্র  হতে হতেও হয়নি সেটা পরিচালকের কৃতিত্ব। স্বপ্নের  আমদানি টা বেশ ইন্টারেস্টিং লেগেছে। সবমিলিয়ে বাঙলা ছবি পয়সা পাচ্ছে গতানুগতিক না হয়েও, সেটা গুরুত্বপূর্ণ। 
  • প্রিয়তমাসু | ০২ জুন ২০২২ ২২:৩৩508412
  • মুস্কিলটা হচ্ছে সিনেমাটা গতানুগতিকের বাইরে খুব একটা বেরোয়নি আবার সুবিধেটাও হচ্ছে সিনেমাটা গতানুগতিকের বাইরে খুব একটা বেরোয়নি ৷ বেরোলে জনপ্রিয় হত না । সুবিমল মিশ্রের লেখা ধার করে বলি , কোনো নতুন কিছু করার চেষ্টা জনপ্রিয় হওয়া মুস্কিল , নতুন কিছু আক্সেপ্ট করতে সময় লাগে । কোন লেখা প্রথমেই খুব জনপ্রিয় হলে বুঝতে হবে গতানুগতিকের সঙ্গে খুব ব্যবধান তার নেই ৷
  • Sobuj Chatterjee | ০৩ জুন ২০২২ ১১:১২508424
  • জনপ্রিয়তার মাপকাঠি গতানুগতিকতা না গতানুগতিকতা র মাপকাঠি জনপ্রিয়তা সেটা যদি একটু বুঝিয়ে বলেন। প্রশ্ন হলো কেউ কিছু একটা বলে দিলেন, তার পারসপেক্টিভ  হয়তো অন্য কিছু ছিল। আমরা আমাদের দিকে ঝোল টানার উদ্দ্যেশ্যে প্রায়শই সেই উদ্ধৃতি দিয়ে থাকি। Old proverbs are  made new. এটা দৃষ্টিকোন রিভিউ করার ব্যাপার। 
  • প্রিয়তমাসু | ০৩ জুন ২০২২ ১২:৫৫508427
  • আমি আগেই লিখেছি , গল্পের বা পরিচালনার মধ্যে একেবারেই নতুনত্ব কিছু আমি পাইনি । আর আমি যা উদ্ধৃত করছি তা সম্পর্কিত মনে করেই করছি, আপনার সন্দেহ থাকলে আপনাকে একটু খেটে ব্যাপারটা কতটা আউট অফ কনটেক্সট সেটা চেক করে জানাতে পারেন । নাহলে এধরনের অদ্ভূত অভিযোগের কোনো মানে নেই I
  • Sobuj Chatterjee | ০৩ জুন ২০২২ ১৪:৩৮508433
  • দেখুন অভিযোগ আপনার কাছে অদ্ভুত লাগতে পারে ,আদতে যা নয়। ধরেই নিলাম আপনি  একজন বোদ্ধা মানুষ যিনি ফিল্মের ভালো মন্দ স্বচ্ছন্দে বোঝেন! কিন্তু আপনার রিভিউতে কেবলমাত্র কিছু টেকনিক্যাল ত্রুটির উল্লেখ আছে যেগুলো অবশ্যই ক্ষমার অযোগ্য। কিন্তু সে তো অনেক ভালো ফিল্মেই থাকে। 
    দ্বিতীয়ত আপনি ভালো ফিল্ম এবং বাজে ফিল্ম নির্ধারণ করেন কোন মাপকাঠিতে তার কোনো সঠিক উল্লেখ বা ব্যখ্যা নেই। ফিল্ম তো একটা কমপ্লেক্স  আর্ট।  এর অনেক গুলো দিক থাকে। সেই গুলি পুরোপুরি পর্যালোচনা না করে একবার দেখেই তাকে ভালো নয় বলা যায় না। আর অনীক দত্ত সত্যজিৎ রায় নয়। 
    'বজ্রের মতন কঠিন আর কুসুমের মতো কোমল '
    মার্কা রিভিউ আজকাল আকছার। আপনার কাছে অনুরোধ যে আপনার যে নতুন প্রত্যাশা সেটা ঠিক কি ধরনের যদি বলেন।বিষয় গত  মতাদর্শ গত, আঙ্গিক গত বা অন্য কিছু? জানতে পারলে সমৃদ্ধ হবো।।
  • প্রিয়তমাসু | ০৩ জুন ২০২২ ১৬:৫৫508438
  • না, আমি মুভির বোদ্ধা হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করছি না ৷ ফলে আপনার ইঙ্গিতটা মাঠে মারা গেছে ৷ আমি অপরাজিত দেখে এসেছি যা মনে হয়েছে লিখেছি । আমি ফিলিমের গল্প নিয়ে লিখেছি দু একটা ইতি উতি ইনকনসিস্টেন্সী যা চোখে পড়েছে তা নিয়ে লিখেছি ৷ এবার আমার কেন ভাল লাগল না আমার ফিলিম মাপার স্কেল কী... এরকম প্রশ্নের খুব সোজা কোনো উত্তর হয় না  ৷ মানুষ একটা শিল্পকে মাপে সেই শিল্প নিয়ে তার অভিজ্ঞতা কদ্দূর শুধু তাই দিয়ে নয় রুচি বলেও একটা ব্যাপার থাকে ৷ ফলে প্রিয় চলচ্চিত্রের প্রশ্নে ভাস্কর হাজারিকার আমিষেরও নাম করা যায় , মেঘে ঢাকা তারা, ষ্টকার বা ব্রেথলেসেরও নাম করা যায় কিন্তু একটা সিনেমা আমার ভাল লাগা যুক্তিযুক্ত কিনা সেটা কত মুভি দেখেছি সেই কম্পিটিসান করে ঠিক করতে হবে এমন তো আর না ৷ এটা মূলত রুচির ব্যাপার আর কমেন্ট পড়ে একটা গোটা মানুষের রুচি মাপকাঠিতে মেপে ফেলার সামর্থ্য আপনার আছে এমন বিশ্বাস আমার নেই ৷ এই গেল মাপকাঠির প্রসঙ্গ ।
     
    এবার আসি লেখক সুবিমল মিশ্রের ওই উদ্ধৃতির বিষয়ে ৷ ওটা আপনি ভদ্রলোকের লেখা বইসংগ্রহ -এর (প্রকাশনা - গাঙচিল) প্রথম খন্ডেই পেয়ে যাবেন ৷ যদি কতটা অপ্রাসঙ্গিক জিনিস আমি গোঁজামিল দিচ্ছি সেটা ভেরিফাই করার পরিশ্রম না করতে চান তাহলে অকারন এসব আলগা অভিযোগ না করলেই ভাল হয় ৷  
     
    যাইহোক, আপনার সঙ্গে অপরাজিত-সংক্রান্ত আলোচনা ( বা তর্ক) করে খুবই ভাল লাগল l আমি হয়ত এই আলোচনাটা আর চালিয়ে যাওয়ার সুযোগ পাব না ৷ ভাল থাকবেন ৷
     
     
  • Sobuj Chatterjee | ০৩ জুন ২০২২ ২৩:০২508454
  • ধন্যবাদ। আপনিও ভালো থাকুন। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন