এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • সৌপ্তিক কান্ড - ১১

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ১৮ মে ২০২২ | ৫৬১ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • পাড়ায় ঢুকতে ঢুকতে পাঁচটা বেজে গেল । স্বস্তিক দাঁড়িয়ে ছিল রাস্তার মোড়ে । ঠিক দাঁড়িয়ে ছিল না , ওখানে অস্থির পায়চারি করছিল । রুদ্রা হাঁচোড়পাঁচোড় করে এসে পড়ল সেখানে ।
    ----- ' কি হল ..... কতক্ষণ দাঁড়িয়ে আছ ? ' তাড়াহুড়ো করে আসতে গিয়ে হাঁফিয়ে গেছে রুদ্রা ‌।
    ----- ' তা ... প্রায় কুড়ি মিনিট হবে ..... '
    ----- ' এত ট্র্যাফিক জ্যাম .... কি বলব .... চল ওদিকে চল ..... '
       রায়পাড়ার পার্কে ঢুকে দুজনে বসল । 
    ----- ' তারপর .... বল .... কি হয়েছিল ? '
    ----- ' আমি তেলকলের পাশের দোতলা  বাড়িটার পাশ দিয়ে যাচ্ছিলাম । পুরণো বাড়ি , মেইনটেনেন্স নেই । ঠিক বাড়িটার সামনে দিয়ে যাচ্ছি ..... তখন  ফুলগাছ সমেত একটা বিশাল সাইজের টব এসে পড়ল নীচে । পড়ল ঠিক আমার ছ ইঞ্চির মতো পিছনে ।  আমার  মাথায়ই পড়ার কথা । জাস্ট বাই চান্স পড়ল না ।  পড়লে একেবারে স্পট ডেড । কিচ্ছু করার ছিল না ।
    রুদ্রা শিউরে উঠল । স্বস্তিককে জড়িয়ে ধরল ।
    ----- ' কি বলছ  !... ওফ্ ..... ' রুদ্রার ঘনঘন শ্বাস পড়তে লাগল । ' .... কি করে হল এটা .... '
    ----- ' কি জানি ..... দোতলার বারান্দা থেকে টবটা পড়ে গেল কি করে ! ' স্বস্তিক বলে ।
    ----- ' ওটা কাদের বাড়ি ? '
    ----- ' তা ঠিক জানি না । তবে মৃদুলের কোন এক আত্মীয়ের বাড়ি বলে শুনেছিলাম । মৃদুলকে দু একবার ওই বাড়িতে যেতে দেখেছি ।'
    ----- ' ও ......।  মৃদুল জানে ঘটনাটা ? '
    ----- ' হ্যা .... লোকজন তখন আমাকে সরিয়ে নিয়ে গিয়ে সামনের দোকানটায় বসাল .... আমি খুব নার্ভাস ফিল করছিলাম .... এমন সময়ে মৃদুল কোথা থেকে এসে হাজির হল ।  অফিস যায়নি বোধহয় । ও..ই আমাকে সঙ্গে করে বাড়ি পৌঁছে দিল । বলল, খুব বেঁচে গেছিস .... ওখানে থেকে টবটা পড়ল কি  করে ..... আশ্চর্যের ব্যাপার ..... কেউ ঠেলে ফেলে  দিল না তো ..... আচ্ছা আমি খোঁজ নিয়ে দেখছি ..... ওটা আমার এক দূর  সম্পর্কের পিসীর বাড়ি ..... '
    ----- ' তাই নাকি ? বেশ ফিশি ব্যাপার তো ..... পাড়ার লোকজন চার্জ করেনি বাড়ির লোকেদের ? ' রুদ্রা জিজ্ঞাসা করে ।
    ----- ' হ্যা  ... করতে যাচ্ছিল । কিন্তু ও বাড়িতে কেই বা আছে বুড়োবুড়ি ছাড়া ..... আর সব তো বাইরে ..... তাই কিছু করা হল না ..... তাছাড়া মৃদুল এসে ঝামেলাটা সামলে নিল ..... বৃষ্টির জলে নিশ্চয়ই কার্নিশ স্লিপারি হয়ে গেছে ..... ওনারা বয়স্ক মানুষ, কি বা করবেন .... এইসব বলল .... '
    ----- ' ও ..... তা হবে .... মৃদুল তো ভাল   ছেলে..... বলছি যে কলতান গুপ্তকে তো জানাতে হবে ব্যাপারগুলো ..... এই ব্যাপারটা .... আমার মোবাইলে মেসেজের ব্যাপারটা  ..... '
    ------ ' হ্যা ... জানাচ্ছি । তোমার ব্যাপারটা শিওর অভিষেকের শয়তানি ..... বাস্টার্ড .... '
    স্বস্তিক ওখান থেকেই কলতানকে ডায়াল  করল। সন্ধের ছায়া নেমে আসছে ধীরে ধীরে ।
    **************    ************   ***********
    কলতান প্রথমে দীপ্সিতাকে ফোন করল ।
    ----- ' হ্যা .... বলুন স্যার .... '
    ----- 'শোন দীপ্সিতা ..... তুমি ওকে একটা মেসেজ কর । '
    ----- ' কাকে ? '
    ----- ' ওই ... যে তোমাকে মেসেজ করে বিরক্ত করছে ....'
    -----' সে কি !  কি লিখব ? '
    ----- ' লিখবে যে তুমি ওর সঙ্গে দেখা করতে চাও
    কাল বিকেল ঠিক সাড়ে চারটের সময়ে লেকের পাশে । '
    ----- ' বলছেন কি স্যার ! '
    ------ ' কোন ভয় নেই ..... আমি আছি । যেটা বললাম সেটা কর ..... তোমার প্রবলেম কালকেই সলভড হয়ে যাবে .....  এটা আগেই করা যেত ..... কিন্তু আমি এক ঢিলে দুই পাখি মারতে চাইছি ..... '
    ----- ' দুই পাখি ..... মানে ? '
    ----- ' সেটা পরে জানতে পারবে । আচ্ছা রাখছি এখন । কি রিপ্লাই দেয় জানিও .... আর একটা কথা ভেনু, টাইম এবং ডেট কোনমতেই চেঞ্জ করতে রাজি হবে না ..... '
    ----- ' আচ্ছা স্যার ..... '
    ----- ' রাখছি এখন ..... দরকার হলে ফোন করো .... '
        কলতান এবার স্বস্তিককে ফোন লাগাল ।
    ------' হ্যালো ..... স্বস্তিক .....ঠিক আছ তো ? '
    ----- ' এই আছি আর কি …... এত বড় ফাঁড়া গেল .... '
    ----- ' হ্যা শোন .... একটা প্ল‌য় এক্সিকিউট করতে হবে । রুদ্রার কোঅপারেশান চাই ....'
    ----- ' কিরকম ? '  
    ----- ' রুদ্রাকে বল ওই লাউজি মেসেজগুলোর একটা রিপ্লাই দিতে । লিখবে যে রুদ্রা ওর সঙ্গে দেখা করতে চায় কাল বিকেল ঠিক সাড়ে  চারটেয় এসপ্ল্যানেডে গ্র্যান্ড হোটেলের সামনে ।ঠিক সাড়ে চারটেয় .... পৌনে পাঁচটা হলে হবে না ....ইউ গেট মাই পয়েন্ট ? '
    ----- ' কি বলছেন কি স্যার ! রুদ্রা এতে রাজি হবে ? '
    ------ ' রাজি না হলে কিছু করার নেই ....কেসটা যেখানে আছে সেখানেই থাকবে । প্রবলেম ফেস করে যেতে হবে ......'
    ------ ' না স্যার ..... তা হয় না .... আমি রুদ্রাকে সব বলব ..... 
    ----- ' হ্যা কথা বল ..... আমি সঙ্গে আছি । কোন ভয় নেই । মেসেজটা আজ করবে না । কাল দুপুর তিনটে নাগাদ করে যেন । মেসেজের ফিড ব্যাকটা আমাকে অবশ্যই দেবে । আর একটা কথা ..... লোকটা যতই বলুক, দেখা করার জায়গা, ডেট এবং সময় কোনমতেই চেঞ্জ   করবে না .... বুঝেছ ? ' 
    ------ ' হ্যা স্যার  ... খানিকটা বুঝতে পেরেছি .... দেখছি আমি .... রুদ্রাকে বলি .... '
    ----- ' হ্যা দেখ ..... কিন্তু উইদাউট ফেল .... ঠিক আছে ? '
                      
                         **************
    মোহন সিং চেয়ারে বসে ঘুমে ঢুলছিলেন । সারাদিন অনেক ঝকমারি গেছে । সোনারপুর স্টেশনের কাছে দু দলে বিশাল মারামারি হয়েছে । চারজন হাসপাতালে । ছ জন অ্যরেস্ট হয়েছে। প্রচুর ধকল গেল । তার ওপর আজ আবার নাইট ডিউটি । শরীর খুব ক্লান্ত । চোখ জড়িয়ে আসছে ঘুমে । দুজন কনস্টেবল বাইরে বসে বসে মোবাইলে কি সব দেখছে আর মাঝে মাঝে খিলখিল করে হাসছে । রাত বারোটা বাজল । মোহন হিটারে এক কাপ চা বানিয়ে নিয়ে নিজের চেয়ারে বসলেন ।  সবে একটা চুমুক দিয়েছেন এমন সময়ে টেবিলের ওপর রাখা  মোবাইল বাজতে লাগল । 
    মোহন সিংজি দেখলেন , কলতান গুপ্তর ফোন ।
    ----- ' হ্যালো .…. মিস্টার গুপ্ত ..... এখনও ঘুমোননি ..... '
    ----- ' আমাদের কি আর ঘুমোবার উপায় আছে ? আর ঘুমোলেও ঘুমিয়ে ঘুমিয়েও চিন্তা করতে হয় । '
    ------ ' আমাদেরও একই অবস্থা ..... আজ সারাদিন যা গেল ...... ওই সোনারপুরে স্ট্রীট ফাইট ..... যাক, বলুন ...... '
    ----- ' বলছি যে .... কাল  তিনটে ছোট ছোট অপারেশান আছে ..... আপনার হেল্প ছাড়া তো কিছু করতে পারব না .... '
    ----- ' হ্যা ... বলুন না .... আপনাকে হেল্প করতে পারলে আমার ভাল লাগবে । আমি আপনার একজন অ্যডমায়ারার । '
    ----- ' সো কাইন্ড অফ ইউ .... যেটা বলছিলাম ..... কাল দুটো খাঁচা পাতব । একটা লেকে, আর একটা এসপ্ল্যানেডে ..... '
    ------ ' আচ্ছা আচ্ছা .....বুঝতে পেরেছি .... ওই মোবাইল কেস তো ..... ডিকয় ফিক্স করতে হবে ? '
    ----- ' না না ..... ডিকয় লাগবে না .... ওটা আমি অ্যরেঞ্জ করব ... আপনার শুধু দু জায়গার জন্য দুজন করে চারটে লোক দিতে হবে ......  সিকিউরিটি বলতে পারেন .... বোঝেনই তো ....'
    ----- ' ইয়েস স্যার ...... ইটস অ্যজ ক্লিয়ার অ্যজ ওয়াটার । তবে এসপ্ল্যানেডটা তো আমার  আন্ডারে নয় । নিউ মার্কেট থানার আন্ডারে । আমি ওদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেব । অসুবিধে হবে না আশা করি । ' 
    ----- ' থ্যাঙ্কস এ লট .....আর একটা কথা ..... সুর ফার্মেসিতে একটা এনকোয়্যারি করতে হবে ...... '
    ------ ' হ্যা বলুন ...... '
    কলতান বলল ঘুমের ওষুধ সম্পর্কিত কিছু কথা  , যা বেশি মাত্রায় খেলে হৃৎদৌর্বল্য অবশ্যম্ভাবী । ওসি মোহন সিংজি মন দিয়ে শুনলেন ।
        ( আগামী পর্বে সমাপ্য )
    ************************************************************************************

        
      

     
     
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিপ্লব রহমান | ১৬ জুন ২০২২ ০৬:১০509049
  • খানিক বিরতি দিয়ে পড়ছি। বাঘবন্দি খেলা বটে! 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন