এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • সৌপ্তিক কান্ড - ৯ 

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ১৬ মে ২০২২ | ৫৪৭ বার পঠিত | রেটিং ৪.৫ (২ জন)
  • মেসেজে ইংরেজি হরফে যা লেখা আছে সেটা হল ------ Je gache se to ar firbe na .....  michi michi mon kharap kore luv ki ....  Notun kore jibonta suru karo ... tomar  anek kichu pabar ache e jibon theke.... ami sob samay tomar sange achi.... sob samay tomar katha chinta kori .... tumio amar katha ektu bhebo .... ami tomar pratikhyay bose achi ..... amake nirash koro na please ...... your most dedicated lover ..... numberless kisses ..... 
    কোন নাম নেই । নম্বর অজানা ।
    দীপ্সিতা এসব কান্ডে একেবারেই আনাড়ি । সে কুলকুল করে ঘামতে শুরু করল । কলতান স্যারের কথা মনে পড়ে গেল হঠাৎ । সে তাড়াতাড়ি ডায়াল করল কলতানকে । 
    ----- ' হ্যা ... বল দীপ্সিতা .... কি হয়েছে ? '
    ------ ' স্যার ..... আমার মোবাইলে একটা মেসেজ এসেছে ..... আননোন নাম্বার .....'
    ------ ' তাই নাকি ..... এসেছে !  খুব ভাল .... এ তো মেঘ না চাইতেই জল .....'
    ------ ' কি বলছেন স্যার !  আমি ভীষণ নার্ভাস হয়ে পড়ছি ..... '
    ----- ' আরে দূ..র .... এতে নার্ভাস হবার কি আছে বোকা মেয়ে .....  তুমি শুধু মেসেজটা ফরোয়ার্ড করে দাও আমায় .... আর কিছু করতে হবে না ..... কোন ভয় নেই ... ঠিক আছে ? গুড নাইট ...'  কলতানের লাইন কেটে যায় । 
    দীপ্সিতা কাঁপা কাঁপা আঙুলে কলতানকে ফরোয়ার্ড করে দিল মেসেজটা । 

        পরদিন সকাল নটার সময়ে কলতান পল্লব ধরকে একটা ফোন করল ।  পল্লব ধর টেলকম ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার । ওর সঙ্গে অনেক কাজ করেছে । সাইবার কাজকর্মের ব্যাপারেও ওর তুখোড় পারদর্শিতা আছে । 
    ------ ' হ্যালো পল্লব.... গুড মর্নিং .... সকাল সকাল একটু বিরক্ত করছি ..... '
    ----- ' না না ..... কি যে বলেন ! ইটস মাই প্লেজার যে আপনি আমাকে মনে করেছেন ..... নতুন কোন কেস ? '
    ------ ' হ্যা .... ওই আর কি ..... ' 
    ----- ' বলুন  বলুন ..... 
    ----- ' আমি একটা মেসেজ ফরোয়ার্ড করছি তোমায় । এর অপারেটিভ লোকেশান এবং সাবস্ক্রাইবারের নামটা চাই ।  পাওয়া যাবে ?
    ----- ' ঠিক আছে .... নিশ্চয়ই পাওয়া যাবে । তবে এই কেসটার এগেনস্টে একটা জি ডি থাকলে ভাল হয় ।  না হলে কল বা মেসেজ ট্র্যাক করাটা আইনত আনএথিক্যাল হয়ে যায়।'
    ----- ' হুঁ ..... বুঝতে পেরেছি .... আচ্ছা  দেখছি....'
    ----- ' কিছু মনে করলেন না তো .....'
    ----- ' নট অ্যট অল .... নট অ্যট অল ..... আমি দেখছি ব্যাপারটা .... নেভার মাইন্ড ... রুল তো মানতেই হবে । '
    ----- ' তবে আপনি টেক্সটা ফরোয়ার্ড করে দিন । কিন্তু আমার নাম্বারে না । আমি একটা নাম্বার দিচ্ছি । এটা অফিসিয়াল নাম্বার ..... আমারই
    কন্ট্রোলে । আমি অফিসে গিয়ে ওটা প্যানেলে ঢুকিয়ে নেব । অসুবিধে হবে না ।'
    ----- ' অলরাইট ।  নাম্বারটা দাও .... '
    ----- ' দিচ্ছি .... '

        রেলিং -এ হাত রেখে লেকের জলের দিকে  তাকিয়ে দাঁড়িয়ে ছিল রুদ্রা । পাশে দাঁড়িয়ে আছে স্বস্তিক কটা ছোট ছোট ইঁটের টুকরো হাতে নিয়ে । টুপ টুপ টুপ করে ইঁটের টুকরো ছুঁড়ছে জলে । জলে বৃত্ত ছড়াচ্ছে সিরসির করে। জলের ওপর জলের দাগ .... মিলিয়ে যায় ধীরে ধীরে। আবার একটা টুকরো পড়ে .... টুপ ..... আবার জলে ফোটে জলের দাগ । কুচো মাছেরা কিলবিলিয়ে ভেসে ওঠে জলের ওপরতলায় । তারপর আবার পালিয়ে যায় জলের তলায় ।   
    ----- ' স্বস্তিক ..... কি হচ্ছে ..... কেন ওদের ডিসটার্ব করছ ? ওদের থাকতে দাওনা পিসফুলি ....আমার বাজে লাগে .... ' 
    স্বস্তিক ইঁটের টুকরো মারা থামিয়ে দিল । 
    ----- ' তুমি কি আর কোথাও সি ভি পাঠিয়েছ ?'
    ----- ' হ্যা... পাঠিয়েছি দুটো কর্পোরেট কোম্পানিতে । ওয়েস্ট বেঙ্গলের বাইরে ..... ' 
    ----- ' আমার মাস্টারসটা কমপ্লিট হলে আমাকেও অ্যপ্লাই করতে হবে । কি যে হবে দুজনের যদি দু জায়গায় পোস্টিং হয় । '
    ----- ' হ্যা .... সেটাই তো চিন্তা .... ' স্বস্তিক বলে । 
    ----- ' আমাদের রিলেশানের ব্যাপারটা বাড়িতে জানিয়েছ ?
    ----- ' না ..... জানাব । তুমি জানিয়েছ ? '
    ----- ' মাকে বলেছি ..... প্রবলেম হবে না মনে হয় ..... এক্ষুণি তো বিয়ে হচ্ছে না ..... কেরিয়ার সেটলড না হলে এগোন যাবে না .....  কে কোথায় চাকরি পাই ..... ' , রুদ্রা জানায় ।
    নিতান্তই অল্পবয়স্ক দুই যুবক যুবতী অভিজ্ঞ দম্পতীর ভঙ্গীতে কথা বলতে লাগল । 
    সন্ধের ছায়া নেমে আসছে । জলের রঙ ধূসর হয়ে এল । জায়গাটায় লোকজন তেমন নেই । 
    জলাশয় ঘিরে অনেক গাছ । গাছগুলো কূলায় ফেরা পাখির কাকলিতে মুখর হয়ে উঠেছে ।
    স্বস্তিক বলব কি বলব না ভাবতে ভাবতে  অস্বস্তিময় প্রশ্নটা মুখ দিয়ে বার করে ফেলল ।
    ------- ' অভিষেক আর কল দিয়েছিল নাকি ? '
    ------ ' ও হ্যা ...... বলতে ভুলে গিয়েছিলাম ..... কাল রাত্রে আবার ফোন করেছিল ..... ও : ইম্পসিবল ..... '
    ------ ' কি বলছিল ? '
    ------ ' কিছুই না .... অপ্রাঙ্গিক কথা সব । এই ..... লাইফটা কি একঘেয়ে হয়ে গেছে , তুমি নতুন কিছু করার কথা ভাবছ ? আমাকেও তোমার সঙ্গে নিও , তোমার মতো কাউকে পাশে পেলে অনেক কিছু করে ফেলতাম ...... এইসব ইনকোহেরেন্ট অর্থহীন কথাবার্তা ..... '
    স্বস্তিকের মন রাগ এবং অস্বস্তির মিশেলে  তেঁতো হয়ে ওঠে । এতক্ষণের মনোরম আবেশ নিমেষে উবে যায় ।
    ------ ' উঃ : .... একেই বলে স্টিকিং বাসটার্ড ....'
    ----- ' এ..ই কি হচ্ছে ! মুখ খারাপ করছ কেন ?'
    ----- ' তাছাড়া কি করব ? ইনটলারেবল .... তুমি ওর ফোন রিসিভ করছ কেন ? ফোন ওঠাবেই না । '
    ----- ' এবার থেকে সেটাই করব .... যত ঝামেলা
    ...... একে সামনে এগজামের প্রেসার ..... তার ওপর এইসব ..... '
    দুজনেই চুপ করে রইল কিছুক্ষণ । বিষয়টা থেকে বেরিয়ে বোধহয় অন্য কোন প্রসঙ্গে ঢোকবার কথা ভাবছিল ওরা ।  
    সন্ধের ছায়া আরও গাঢ় হয়ে এল । একজন রাজনৈতিক নেতার ব্যাপারে উত্তেজিতভাবে তর্ক করতে করতে দ্রুতপায়ে ওদের পিছন দিয়ে চলে গেল তিনটে লোক । তারা স্বস্তিক এবং রুদ্রাকে খেয়ালই করল না । 
     কিন্তু খানিক তফাত থেকে একজন তাদের খেয়াল রেখে চলেছে ।  আধো অন্ধকারে গাছের শরীরে মিশে একজন তাদের দুজনকে স্থির দৃষ্টিতে নজর রেখে চলেছে । হঠাৎ ঠান্ডা ঠান্ডা ঝুরো হাওয়া দিতে আরম্ভ করল । লেকের জলে কাঁপন ধরল মৃদু মৃদু । 
    স্বস্তিক বলল , ' চল চল ..... এখানে আর দাঁড়ান ঠিক না ‌।  বৃষ্টি আসছে .....'
    দুজনে হাঁটতে লাগল বাসরাস্তার দিকে । গাছের আড়ালের মানুষটি কোন দিকে সরে গেল ঠিক ঠাওর করা গেল না ।
      
       রাত্রে কলতান  দীপ্সিতাকে ফোন করল ।
    ------ ' হুঁ ... দীপ্সিতা ..... তুমি ঠিক আছো তো ? আর কোন কল বা মেসেজ এসেছিল ?'
    ------ ' না স্যার .... আর কিছু আসেনি ..... কিন্তু আমার ভীষণ ভয় করছে ..... বাড়িতে অসুস্থ বাবা মা ছাড়া আর তো কেউ নেই ..... '
    ------ ' কোন ভয় নেই । কিচ্ছু হবে না । আমি ট্র্যাক রাখছি । মোবাইলে আর কিছু এলে আমাকে সঙ্গে সঙ্গে জানাবে । আমি কাল তোমার বাড়ি যাব সকালের দিকে । পুলিশে একটা জি ডি করাতে হবে ।'
    ------ ' ঠিক আছে স্যার .... যা ভাল বোঝেন .....'
    ----- ' ঠিক আছে ....গুড নাইট ....'

        এরপর হালদারবাবুকে ফোন লাগাল কলতান ।
    ------ ' আরে মশাই ..... কোথায় থাকেন .... সারাদিনে প্রায় দশবার ফোন করেছি । শুধু বলে পরিষেবার বাইরে ..... ' 
    ----- ' আরে .... আর বলেন কেন ..... মগরাহাটের ওদিকে গিয়েছিলাম ব্যবসার কাজে । এমনই জায়গা যে নেটওয়ার্ক পাওয়া যায় না । কি মুশকিল ! এই আধঘন্টা আগে ফিরেছি .... তারপর বলুন কি খবর .... হল কিছু ?'
    ------ ' হ্যা , হবে তো নিশ্চয়ই .... নইলে আ‌র আমি আছি কি করতে ? আচ্ছা একটা কথা জিজ্ঞেস করা হয়নি .... আপনি দীঘার পুলিশ স্টেশনে কোন এফ আই আর বা জি ডি করেছিলেন ? ' 
    ----- ' না না .....দীঘায় জি ডি বা এফ আই আর করব কিসের বেসিসে , কার এগেইনস্টে ? তবে যেহেতু আমার ব্যাক অফ দা মাইন্ডে কেসটা রিওপেন করার প্ল্যান ছিল আমি এখানে লোক্যাল পুলিশে একটা জি ডি করেছিলাম ..... যে আমার ছেলের মৃত্যুর ব্যাপারে আমার কিছু প্রশ্ন আছে । আমার মনে হয় যে , এ মৃত্যুটা স্বাভাবিক নয় । তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি যাতে তারা এ ব্যাপারে যথাযথ অনুসন্ধানের মাধ্যমে সত্য উদঘাটনের চেষ্টা করেন ...... এই রকম ধরণের আর কি ....'
    ----- ' বাহ্ বাহ্ ...... এক্সেলেন্ট । আমি এটা জানার জন্যই ফোন করেছিলাম । ঠিক আছে ।জি ডি-র একটা কপি আমাকে দেবেন । এতদিন লাগেনি, এবার লাগবে । আর একটা কথা ...... আপনার কাছে সৌপ্তিকের আর কোন প্রেসক্রিপশান আছে ? '
    ----- ' না না ..... যা ছিল সব তো দিয়ে  দিয়েছি ...... '
    ----- ' আচ্ছা ঠিক আছে ..... ধন্যবাদ .... আপনি এখন রেস্ট নিন ..... রাখছি ...কেমন ...' 
        
        কলতান ভাবল , দুইয়ে দুইয়ে তো চারই হয় ।
    হালদারবাবুর দেওয়া প্রেসক্রিপশানগুলোয় কিন্তু ঘুমের ওষুধ লেখা আছে অ্যটিভ্যান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম । অথচ ...... । দু মিলিগ্রামের মাত্রা কে ধরাল সৌপ্তিককে ? 

    ( ক্রমশঃ )

    ************************************************************************************

        

     

     
     

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিপ্লব রহমান | ২৬ মে ২০২২ ০৬:৩৪508061
  • শুধু হোয়াটসঅ্যাপ ম্যাসেজ ফরোয়ার্ড করলেই ট্র‍্যাক করা যায়? নম্বর লাগবে না? খটকা... frown
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন