এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • বাংলা স্ল্যাং 

    সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ১০ ফেব্রুয়ারি ২০২২ | ৬৪১ বার পঠিত | রেটিং ৫ (২ জন)
  • অজিত রায় আর নেই। আপামর পাঠক সমাজ, অজিত রায়ের লেখা কখনও উদযাপন করেনি। মৃত্যুতে ক্ষণিক শোকপ্রকাশ দেখেছি। সমাজমাধ্যমের পাতায়। তারপর সে পাতা উল্টে গেছে। বদলে গেছে পৃষ্ঠাসংখ্যা, ক্যালেন্ডারের তারিখ। বইমেলা আসছে, কিন্তু একশটি পুস্তকালোচনায় অজিত রায়ের কথা আর নজরে পড়েনা। না পড়ারই কথা। ভূত আর তান্ত্রিক ছেয়ে আছে বাজারে। অজিত রায়দের সেখানে প্রবেশাধিকার নেই।
    বাংলা ভাষার অন্যরকম গদ্যলেখকদের এই এক ট্র‌্যাজেডি। তাঁরা দাঁতে দাঁত চেপে লিখে যান, তারপর চুপচাপ মরে যান। কপাল ভালো থাকলে সব দাঁত-টাত পড়ে, চুল-টুল উঠে যাবার পর এক আধটা পুরষ্কার পান। সন্দীপন চট্টোপাধ্যায় পেয়েছিলেন, এমন একটা বইয়ের জন্য, যা কস্মিনকালেও তাঁর শ্রেষ্ঠ লেখালিখির মধ্যে পড়েনা। উৎপল কুমার বসু পেয়েছিলেন, এমন একটা বইয়ের জন্য, যা, তাঁর ক্ষমতার প্রতিনিধিত্ব একেবারেই করেনা। বাঙালি লেখকের শুধু বার্ধক্য থাকে, যৌবন না। যৌবনের দাপাদাপি তো ফিল্মফেয়ার পুরস্কারের সম্পত্তি। নায়করা সেখানে পেশি দেখাবেন,নায়িকারা বিভঙ্গ। লেখকের পেশি থাকতে নেই, বিভঙ্গ তো নয়ই। যৌবনের দাপাদাপি, ছক-ভাঙা, এসব নিঃসঙ্কোচে মুছে দিয়ে, বাঙালি-লেখকের জীবন, সন্দীপনের ভাষায় বা-লের জীবন, বা-লের শবযাত্রা এবং বা-লের শোকজ্ঞাপন থাকে, তাও কপাল ভালো থাকলে। নচেৎ থাকে বা-লের বিস্মৃতি। একমাত্র ব্যতিক্রম হলেন নবারুণ ভট্টাচার্য, কিন্তু তাঁর জনপ্রিয়তা, খুব দুঃখের সঙ্গে বলতে হয়, মূলত খিস্তির কারণে। স্রেফ ওই অনিন্দ্যসুন্দর গদ্যভঙ্গিমার ভরসায় থাকলে, সেই জনপ্রিয়তায় তাঁর আর পৌঁছনো হতনা।
    এটা খারাপ-ভালোর কথা নয়। কারো মনে হতেই পারে, অমুক শুধু গিমিক দেয়, আসলে খারাপ লেখে। যদিও, বাংলার মতো একটা বিশ্বমানচিত্রে প্রান্তিক ভাষায় অন্যরকম সাহিত্য, সেই জগদীশ গুপ্ত থেকে হালের দেবেশ রায় অবধি, যে মানে, যে, উচ্চতায় পৌঁছেছে, লেখা হয়েছে, তা, শুধু বিস্ময়কর নয়, অলৌকিক বললেই হয়। এই ধারাবাহিকতায় দীক্ষিত লেখকরা, খারাপ লিখলেও, কতটা খারাপই বা লিখতে পারেন। মেগাসিরিয়ালের ঘরানার যেসব লেখাপত্র চলছে আজকাল, তার চেয়ে খারাপ লেখা সম্ভবই বা কীকরে। কিন্তু তার পরেও, এটা খারাপ-ভালোর প্রশ্ন নয়। বাজার থাকলেই জনপ্রিয় জিনিস থাকবে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু অন্য ঘরানারও একটা জায়গা থাকা দরকার। আলোচনা থাকা দরকার। আরও যা দরকার, গানের মতো, সিনেমার মতো, লেখাতেও যৌবনের ঔদ্ধত্যকে স্বীকার করার। একমত হবার নয়, কিন্তু স্বীকৃতি দেওয়াটা দরকার। এটা শুধু সরকারি স্বীকৃতি নয়। সবেতেই প্রতিষ্ঠানকে দুষে লাভ কী। বই-টই ছাপি, অন্যরকম বইয়ের খদ্দের খুব একটা কম না, টের পাই। কিন্তু পাঠকদেরও ভূত-প্রেতের জটাজাল ছিন্ন করে বিশেষ মতামত দিতে দেখিনা। অথচ তাঁরা ক্রিকেট নিয়ে লম্বা লেখা লেখেন, লেখেন সদ্য রিলিজ-পাওয়া সিনেমা নিয়ে। কারণ টা কী? কুঁড়েমি? "ধুর কী হবে?" "ও কেউ পড়বেনা?" জানা নেই।
    এ না হলে ভাষা টিকবেনা, বলা যাবেনা। এতদিন ধরে টিকেছে, এখনও টিকবে। এতদিন ধরে লোকে লিখেছে, এখনও লিখবে। কিন্তু ওই আর কি, বইয়ের দোকানে চেতন ভগত দাপাবে, কিন্তু জ্যোতিরিন্দ্র নন্দী থেকে অজিত রায় পর্যন্ত একটি র‌্যাকও বরাদ্দ হবেনা, এ বড় সুখের সময় নয়।
    যা হোক, অজিত রায়ের কথা লিখছিলাম। অজিত রায়ের দুখানা বই আমরা ছেপেছিলাম। হিরণ্যরেতাঃ আর বাংলা স্ল্যাং। বাংলা স্ল্যাং বইটা প্রেসে যাবে। পরের সংস্করণ। (বুঝতেই পারছেন, কেউ পড়ছেনা এমন নয়। কিন্তু লিখছেনা।) সেটা নিয়ে দুকথা লেখার ছিল। লিখতে গিয়ে হাবিজাবি এইসব লিখে ফেললাম। যেটা লিখব ভেবেছিলাম, তার মূল থিমটা ছিল, অজিত রায়দের টিকে থাকা দরকার। সেই জন্যই এই বইগুলোর থাকা দরকার। যদি কেউ মনে করেন, টিকিয়ে রাখার এই প্রচেষ্টার সঙ্গে থাকবেন, আংশিক অথবা সম্পূর্ণ দত্তক নিয়ে, তো জানাবেন। এটা একটু দাবীর মতো লেখা হয়ে গেল, আবেগের কারণে, কিন্তু দত্তক টত্তক বড় কথা নয়, অন্যরকম বাংলা লেখকদের নিয়ে একটু লিখবেন। ভূত-প্রেত, তন্ত্র-মন্ত্র, ক্রিকেট, বলিউড, নেটফ্লিক্সের হাতে পুরো বাজারটা ছেড়ে দেবেননা। তাহলেই হবে।

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিপ্লব রহমান | ১০ ফেব্রুয়ারি ২০২২ ১০:১১503875
  • গুরুতেই অজিত রায়ের সাথে আলাপ। তার লেখনি শৈলি, বিষয় বস্তু, ভাষা বিনির্মান ভাবনা তখন থেকেই খুব জ্বালাচ্ছে। 
     
    স্বীকার করি, অজিত রায়কে আজীবন মনে থাকবে। তার  মরণ নাই  ♥
  • Subhadeep Ghosh | ১০ ফেব্রুয়ারি ২০২২ ১১:৪৮503878
  • 'যোজন ভাইরাস'-এর মত উপন্যাস যে ভাষায় লেখা হয় সে ভাষা প্রান্তিক নয়, সে ভাষা আন্তর্জাতিক।  বাংলা স্ল্যাং-এর পরের সংস্করণ বেরোচ্ছে, খুবই ভালো লাগছে।
  • অমিতাভ চক্রবর্ত্তী | ১০ ফেব্রুয়ারি ২০২২ ১১:৫৮503880
  • আমার কাগজের বই পড়ার অর্থ শ্বাস নেওয়া আরও কঠিন হয়ে যাওয়া‌। তাই ই-বইয়ের খোঁজ করি। কিন্তু পছন্দের বাংলা ই-বই পাওয়া এখনও সুলভ নয়। অজিত রায়ের ই-বই পেলে এখনি কিনব। না পেলে দেশ থেকে কাউকে দিয়ে কাগজের বই-ই আনাতে হবে। আপনাদের ধন্যবাদ ওনার বই প্রকাশ করার এবং  চালিয়ে যাওয়ার জন্য।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন