এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I hate commies | 80.189.105.105 | ২৭ জানুয়ারি ২০২২ ২২:৫৬503168
  • UK এর ONS (Office of National Statistics) recently একটা  freedom of information requests এর জবাবে জানাতে বাধ্য হয়েছে ২ বছরে UK তে শুধুমাত্র covid এর জন্য মারা গেছে এরকম লোকের সংখ্যা just 6,183. সংখ্যাটা ১৫০,০০০ নয়, যা কিনা এতদিন সরকার আর media প্রচার করেছে।
  • Imroz Nawaz Reza | ২৭ জানুয়ারি ২০২২ ২৩:২১503170
  • চমৎকার লিখেছেন। যদি দু-একটা বীজ ভিজে ওঠে....
  • Ranjan Roy | ২৭ জানুয়ারি ২০২২ ২৩:৩৪503171
  • শুধুমাত্র covid এর জন্য মারা গেছে এরকম লোকের সংখ্যা?  
    ১  তার মানে কি যে বিশাল সংখ্যক মানুষ কোমর্বডিটি  নিয়ে দিব্যি বেঁচে ছিলেন কিন্তু করোনা ভাইরাস শরীরে ঢোকায় চটপট টিকিট কাটলেন তাঁরা এই ডেটা সেটের বাইরে?
    ২ আমার ভাই, যে করোনার ট্রিটমেন্ট শেষ হলে বাড়ি আসার দিন হার্টফেল করল  তারমত লোকেরা  এই ডেটায় থাকবেন না?
     ৩ প্রখ্যাত টিভি জার্নালিস্ট বিনোদ দুয়া ও তাঁর ডাক্তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হলেন। স্ত্রী ফিরলেন না, বিনোদ দুর্বল শরীরে বাড়ি ফিরে এলেন এবং কয়েক মাস পরে মারা গেলেন। বিনোদের মত কেস এই ডেটার বাইরে?
       শুধু জানতে চাইছি।
  • I still hate commies | 80.189.105.105 | ২৮ জানুয়ারি ২০২২ ০০:৪৩503175
  • Comorbidity নিয়ে এত হাহাকার করলে, আর comorbidity র case গুলোকে covid হিসেবে count করলে vaccine এর বেলাতেও সেটা করছেন না কেন? Vaccine নেওয়ার ২৮ দিনের মধ্যে মারা গেলে সেটা vaccine death বলে count করুন। তারপর দেখবো আপনাদের statistics কোথায় থাকে।
  • Commie cockroaches | 80.189.105.105 | ২৮ জানুয়ারি ২০২২ ০১:৫৭503177
  • বিনোদ দুয়া "কয়েক মাস পরে" মারা গেছেন বলে চোখের জল ধরে রাখতে পারছেন না, আর vaccine নেওয়ার কয়েক মাস পরে যেসব মানুষ heart attack, stroke আর cancer এ মারা যাচ্ছেন তাঁদের নিয়ে তো কারুর কিছু যায় আসে না। সেই case গুলো তো media র report করা বারণ।
    তাই আর বেশি সমবেদনা আর সংবেদনশীলতার নাটকগুলো না করলেই ভালো হয়। ওই খেলাটা আমরা বুঝে গেছি।
  • Partha Banerjee | ২৮ জানুয়ারি ২০২২ ০৭:২০503178
  • আমার বন্ধু জ্যোৎস্না ঘটক ও তাঁর স্বামী তপন ঘটক দুজনেই ভীষণভাবে করোনা আক্রান্ত হয়েছিলেন। জ্যোৎস্না আজকে এই কথাগুলো লিখে পাঠিয়েছেন।
    ____________

    "করোনা যে কতটা ভয়ঙ্কর,  সেটা আমি এবং আমার মতো আরো হাজার হাজার মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছি। তপনকে  যমের দুয়ার থেকে ফিরিয়ে এনে দিলেন যে সব ডাক্তার এবং যাদের অকৃত্রিম ভালোবাসা আর শুভেচ্ছা আমরা দিনের পর দিন পেয়েছি তাঁদের সবাইকে আমাদের অসংখ্য ধন্যবাদ, অনন্ত ভালোবাসা আর নমস্কার জানালাম।"
  • ar | 173.48.167.228 | ২৮ জানুয়ারি ২০২২ ০৮:২৫503180
  • ভ্যাক্সিন নেওয়ার পরে ক্যানসার হয়ে মারা গেছেন, এই রকম কখনো শুনিনি। এইটা চাড্ডিদের ববি কেনেডির ছেলের থেকে নতুন আমদানি করা থিওরী।

    England + Wales এর সপ্তাহ ১, ২০২০ থেকে ১৪ই জানুয়ারী, ২০২২ অবধি টোটাল সংখ্যাটাঃ ১৬১৭৩৫।
    https://www.ons.gov.uk/peoplepopulationandcommunity/birthsdeathsandmarriages/deaths/datasets/weeklyprovisionalfiguresondeathsregisteredinenglandandwales

    আগের লিঙ্কের ৯০+ বয়সের ৫২০ জন পুরুষ এবং ৯৭১ মহিলার ক্ষেত্রে ডেথ সার্টিফিকেটে শুধুই কোভিড-১৯ এর উল্লেখ আছে। ৬১৮৩ জনের (দুই বছরের মোট সংখ্যার তুলনায় নগণ্য) খুব সম্ভবত আর কিছু চেক করার সময় পাওয়া যায়নি বা জানাই যায়নি। বাকীদের ক্ষেত্রে অন্য সিম্পটম ছিলো (বা জানা গেছে) তাই লেখা হয়েছে।
    এক বছরের কম বয়সের বাচ্চার আন্ডারলাইং কন্ডিশন প্রথমদিকে জানা যায়নি, তাই লেখেনি। ২০২১-২০২২ তে যেখানে জানতে পেরেছে, পরে সেখানে সেইভাবেই সার্টিফিকেট ইস্যু করেছে। ঐ এজ গ্রুপে, সাধারণত ইমম্যাচিওর ACE2 R আর ক্রমাগত ডেভেলপিং ইমম্যাচিওর ইমিউন সিস্টেম থাকার ফলে ছোটো বাচ্চাদের একটু প্রোটেক্শন থাকে।

    পুনঃ- শুধু কোভিড ভ্যাক্সিন নেওয়ার জন্য কয়েক মাস পরে লোকের হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয় না, কখনো হয়নি। বরং উল্টোটা সত্যি, হাই রিস্ক কার্ডিয়াক পেশেন্টরা বা সিভিয়ার ইমমিউনো কম্প্রোমাইজড ক্যানসার পেশেন্টরা ভ্যাক্সিন বা অ্যান্টিবডি ট্রীটমেন্টে ভাল ফল পেয়েছেন।

     
  • dc | 122.183.150.236 | ২৮ জানুয়ারি ২০২২ ০৮:২৯503181
  • অ্যান্টি ভ্যাক্সার রা আবার স্ট্যাটিসটিক্স নিয়েও মাথা ঘামায়! বাপরে! :d
  • Commie idiots | 80.189.105.105 | ২৮ জানুয়ারি ২০২২ ১২:৪৫503187
  • Vaccine এর পর heart attack, stroke, আর cancer এর খবর শুনবেন আর কি করে। আপনাদের বেদ, মানে corporate media তো সে খবর গুলো suppress করে, আর আপনারা অনেকদিন আগে থেকেই মগজ ধোলাই হয়ে বসে আছেন, তাই নিজেদের অনুসন্ধান করার ক্ষমতাও নেই।
  • a | 220.244.161.183 | ২৮ জানুয়ারি ২০২২ ১৯:১৭503191
  • যাক গুরুতে এই ভ্যাকসিন বিরোধী ভয়েস আসাটাই বাকি ছিল, এতদিনে গুরু একটা সার্থক সর্বাঙ্গসুন্দর সামাজিক মাধ্যম হয়ে উঠল। কর্তৃপক্ষকে জানাই অশেষ অভিনন্দন আর লাল সেলাম 
  • kaktarua | 99.245.204.9 | ২৮ জানুয়ারি ২০২২ ২৩:১৩503193
  • কেঊ কোন মতামত দিলে সেটাকে একটা লেবেল এ দাগিয়ে দেওয়াকে বলে রিগ্রেসিভ লিবেরালিজম। যেটা শেষে গিয়ে রাইট উইং কেই স্ট্রং বানায়। আমি নিজে তিনটে ভ্যাকসিন নিয়ে ফেলেছি। কিন্তু চোখের সামনে বন্ধুকে (৪০ বছর) দেখেছি ভ্যাকসিন নেওয়ার এক সপ্তাহের মধ্যে স্ট্রোক হতে। তিনমাস হাজারো টেস্ট এর পর ডাক্তার রিপোর্ট (undecided). কানাডায় ভ্যাকসিন ম্যান্ডেট এর জন্য চাকরিও চলে গেছে . ডাক্তার বলে দিয়েছে ভ্যাকসিন এর জন্য হওয়া পসিবলে কিন্তু মেডিক্যাল সার্টিফিকেট দিতে পারবে না কারণ কোর্ট e প্রুভ করতে পারবে না। চোখের সামনে পা থেকে মাথা পর্যন্ত লিবারেল কে দেখছি রাইট উইং হয়ে যেতে। কারণ সেও এখন আন্টি ভ্যাক্সার। 
  • দেবাশিস্‌ ভট্টাচার্য | 103.217.235.171 | ২৯ জানুয়ারি ২০২২ ১৫:২৩503217
  • সংক্ষিপ্ত, কিন্তু ঠিকঠাক লেখা। অভিনন্দন। 
  • Ranjan Roy | ২৯ জানুয়ারি ২০২২ ২৩:৩৭503249
  • যাদের যাদের মগজ ধোলাই হয়নি এবং যাদের 'অনুসন্ধানের ক্ষমতা আছে , তাঁরা এখানে ডেটা দিন না, সাগ্রহে শুনব। এতক্ষণ ধরে শুধু গালমন্দই দেখছি। আপনারা রিয়েল কেস  এবং ডেটা দিন না! অসুবিধে কোথায়?
  • lcm | ৩০ জানুয়ারি ২০২২ ০০:৩০503255
  • ওহ! The Blaze - এর প্রতিবেদন।

    ব্লেজ হল গ্লেন বেক (Glen Beck) এর পাবলিকেশন। গ্লেন বেক হলেন যাকে বলে কন্সপিরেসি গুরুদেব। ইনি আগে ফক্স নিউজে ছিলেন। তখন ওবামা নিয়ে ইনি বেশ গুলগপ্পো টপ্পো ফেঁদে জমিয়ে বসেছিলেন। কিন্তু উনি কন্সপিরেসি মিথ্যাকে এমন পর্যায়ে নিয়ে গেছিলেন যে ফক্স নিউজ একে ফায়ার করাতে বাধ্য হয়।

    এনার থিওরি ছিল যে জর্জ বুশ ফোন কল করে বিন লাদেন কে বলেছিলেন টুইন টাওয়ার অ্যাটাক করতে - এটা শুনে ক্রিস ম্যাথুজ ( আর একজন ফক্স নিউজ অ্যান্কর) বলেছিলেন যে এনার মাথা খারাপ আছে।

    আর এনার মানসিক সুস্থতা নিয়ে অনেকেই প্রশ্ন করেন, এই যেমন যখন এই জিনিস করেন উনি - In November 2012, Beck attempted to auction a mason jar holding an Obama figurine described as being submerged in urine (in fact, submerged in beer). Bidding reached $11,000 before eBay decided to remove the auction and cancel all bids. 

    তো যাই হোক, ফক্স থেকে বিতাড়িত হয়ে ইনি ইএ ব্লেজ (Blaze) প্রকাশনা খোলেন।

    বুঝতেই পারছেন, এখানে প্রকাশিত কোনো বক্তব্য বা তথ্যই কেউ খুব একটা বিশ্বাস করে না।
  • Commie cockroaches | 80.189.105.105 | ৩০ জানুয়ারি ২০২২ ০০:৩৩503256
  • Yes, go after the person because you can't argue on data. Typical commie tactic as always.
  • lcm | ৩০ জানুয়ারি ২০২২ ০০:৩৬503258
  • বাই দ্য ওয়ে, এই যে ইউকে এর ওয়েব সাইট ডেইলি এক্সপোজ (Daily Expose) - এরা হল এক ফেক নিউজ ফ্যাক্টরি। ইন ফ্যাক্ট, এই প্রকাশনাঅকে বিবিসি একটা আর্টিকল বলেছিল - ... the king of pandemic misinformation in UK ...

    আর একটি সংস্থা, তারা ডেইলি এক্সপোজ এর সাংবাদিকদের আজও মিট করতে পারে নি, সব ভুয়ো নম্বর।

    Founded in November 2020 and based in the United Kingdom, The Daily Expose publishes Covid-19 conspiracy and anti-vaccination news. The website completely lacks transparency as they do not provide an about page, disclose authors, editors, or owners.

    On April 2, 2021, The Daily Expose reports that Twitter suspended them for 12 hours due to violations.
  • lcm | ৩০ জানুয়ারি ২০২২ ০০:৩৯503260
  • বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নই উঠছে না - কোনো তথ্যসূত্রই তো নেই। রিপোর্টিং ডিটেইল নেই, সোর্স নেই, কিস্যু নেই।
  • Commie cockroaches | 80.189.105.105 | ৩০ জানুয়ারি ২০২২ ০১:১৯503263
  • ওরে গাধার দল, সবার বড়ো source of misinformation হল WHO, FDA, CDC, দালাল মিডিয়া, আর তোদের মত কিছু ফেউ ধরা low level এর শস্তা দালাল। Data চেয়েছিলি, data দেওয়া হয়েছে। পারলে data দেখে claim গুলো refute কর। আর না পারলে চুপ করে থাক, বাজে বকিস না।
  • lcm | ৩০ জানুয়ারি ২০২২ ০১:৪৯503264
  • আহা! ডেটা কালেকশন মেথড, ডেটা সোর্স, টাইমলাইন, লোকেশন -- সেসব জানাতে হবে তো। নইলে তো আমি নিজেই ডেটা হাতে হাতে বানিয়ে দিয়ে বলতে পারি - এই যে ডেটা দিলাম। তাহলে কি করে হবে?
  • ar | 173.48.167.228 | ৩০ জানুয়ারি ২০২২ ০৭:৫৫503272
  • যদি স্ট্যাটিসটিক্সের মডেল আর মডেলদের স্ট্যাটিসটিক্স হতে পারে (ডিডি উবাচ!!), তাহলে অ্যান্টি-ভ্যাক্সদের স্ট্যাটিসটিক্স(!!) থাকবে না কেন??

    বিগ মিডিয়া হাউসের নাম যদি গ্লেন বেক আর অ্যালেক্স জোনস হয় তাহলে এই নিয়ে লেখা মানে সময় নষ্ট। স্যান্ডি হুকের ঘটনার পরে অ্যালেক্স জোনস তাকে giant hoax বলে ব্র্যান্ড করার চেষ্টা করেছিলো। এই দুই নমস্যকে সোর্স ধরে ভ্যাক্সিন বিরোধী প্রচার নতুন কিছু নয়। এখন বাংলা ভাষায় করা হচ্ছে, এই আর কি!!

    কেন্দ্রের সরকার বা রুলিং পার্টির সমালোচনা করার পরে বিরোধী স্বরকে, "দেশদ্রোহী, নন-ইন্ডিয়ান, কমি, না পোষালে পাশের দেশে চলে যা" এই সব দীর্ঘদিন ধরে বলার (দাগানোর) পরে একই দলের সমর্থকদের "আমাদের দাগিয়ে দেওয়া হচ্ছে"র ভিক্টিম-প্লে করতে দেখলে হাসি পায়।

    পোষ্ট-্ভ্যাক্সিন মায়োকার্ডিয়াল ইনফ্র‌্যাক্সন, স্ট্রোক, আর পালমোনারী এম্বোলিসম, রেয়ার, কিন্তু এখন well-documented। ৪০ বছর বয়সে স্ট্রোক হওয়া খুবই দুঃখের ব্যাপার, তা যে কারণেই হোক না কেন। কিন্তু প্রচুর হাই-রিস্ক কার্ডিয়াক পেশেন্ট তিনটে ডোজ নিয়েও একদিনের মাইল্ড সাইড এফেক্টের পরে ভালো আছেন। এমন ধরনের পেশেন্টদের quality of life" ভ্যাক্সিন আসার পরে বেশ উন্নতি হয়েছে। পোষ্ট-্ভ্যাক্সিন মায়োকার্ডিটিস কিন্তু গুটিবসন্তের টীকার ক্ষেত্রেও ডকুমেন্টেড। তো সাইড এফেক্ট আছে বলে গুটিবসন্তের টীকা বন্ধ করে দিলে তো মুশকিল!!
    https://jamanetwork.com/journals/jama/fullarticle/2788346
    https://jamanetwork.com/journals/jama/fullarticle/2786667

    দুটো ফেক খবরের লিঙ্ক দেখলাম। এই দুটো মনে হয় ববি কেনেডির ছেলেরই মাথা থেকে বেরিয়েছে। আমার বাড়ি থেকে দু ব্লক পরেই হাই স্কুল। বড় স্কুল ডিস্ট্রিক্ট বলে প্রায় সাড়ে চার হাজারের ওপর শিক্ষার্থী। ৯৫+% সম্পুর্ণ টীকাকরণের পরে নিয়মিত ক্লাস হয়ে চলেছে। এখনো ছাত্র-্ছাত্রীদের বিশেষ ক্ষয়্ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। আরো বলি, ভ্যাক্সিন নিয়ে গুচ্ছ গুচ্ছ ছেলেমেয়ে নিয়মিত টাউন সকারে অংশগ্রহণ করে। প্রথম ডোজ বা দ্বিতীয় ডোজ নিয়ে মাঠে এসে মাক্স পরে দিব্যি খেলে যাচ্ছে। টীকা নিয়ে ইন্ডোর বা আউটডোর অ্যাথলেটিকস প্রোগ্রামেও নিয়মিত অংশ নিচ্ছে। কিছু প্রোটোকল মেনে চলতে হয়, এই যা। ওমিক্রনের ঢেউতে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হচ্ছে, ক্লাস কিন্তু অনলাইন হয়ে যায়নি।

     
  • | ৩০ জানুয়ারি ২০২২ ০৮:৩৫503273
  • এই আরশোলাবাবু মনে হচ্ছে  সফটওয়্যার টেস্টার. ডেটা বলতে টেস্ট ডেটা বোঝে যা সিনারিও ধরে এক্সেল ফাইলে বানানো হয়।  আর এক্সেলে বানানো বলেই  সোর্স বা মেথডোলজির বালাই নেই।:-))) 
     
    কথা হল অ্যান্টি ভ্যাক্সাররা থাক ভ্যাক্স না নিয়ে। শুধু তাদের পাবলিক প্লেস অ্যাকসেস বন্ধ করুক সরকার। থাকুক তারা নন্দলাল হয়ে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন