এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  আলোচনা  রাজনীতি

  • চিলেতে বাম মোড়?

    সন্দীপন মজুমদার
    আলোচনা | রাজনীতি | ২৯ ডিসেম্বর ২০২১ | ২১৪৪ বার পঠিত | রেটিং ৫ (১ জন)

  • গ্যাব্রিয়েল পতনোন্মুখ দেবদূত নাকি ঈশ্বরের দিব্য মহিমায় স্নাত উড়ালসক্ষম ত্রাতা? আমি গ্যাব্রিয়েল বরিচের কথা বলছি, যিনি পঁয়ত্রিশ বছর বয়সে চিলের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট এবং অনেকটা বামপন্থী, নব্য বামপন্থী, স্বাধীন বামপন্থী। বরিচ নির্বাচিত হওয়ার পর বিভিন্ন দেশের বামপন্থী এবং কম্যুনিস্ট পার্টিগুলি তাঁকে স্বাভাবিকভাবেই স্বাগত জানিয়েছে। নির্বাচনকে সামনে রেখে যে ব্রড ফ্রন্ট গড়া হয় এবং পরে আরও পার্টির সম্মেলনে যে ফ্রন্টের নাম হয় আপ্রুএবো ডিগনিডাড (মর্যাদার অধিকার), চিলের কম্যুনিস্ট পার্টি তার গুরুত্বপূর্ণ শরিক। তার ওপর চূড়ান্ত পর্যায়ে বরিচের একমাত্র প্রতিপক্ষ হিসেবে যিনি ছিলেন, সেই হোসে আন্তোনিও কাস্ট একেবারে মার্কামারা নব্য-ফ্যাসিস্ট। তাঁর বাবা ছিলেন হিটলারের নাজি পার্টির সদস্য, যুদ্ধের পর রেড ক্রসের কাগজ জালিয়াতি করে চিলেতে পালিয়ে এসেছিলেন। আন্তোনিওর দাদা প্রয়াত মিগুয়েল কাস্ট ছিলেন স্বৈরতান্ত্রিক জেনারেল অগাস্তো পিনোশের ঘনিষ্ঠ অর্থনীতিবিদদের অন্যতম, যাঁরা শিকাগো বয়েজ ইকোনমিস্ট নামে পরিচিত ছিলেন। আন্তনিও সদম্ভে পিনোশের উত্তরাধিকারকে মহিমান্বিত করেন, মুক্ত বাজার অর্থনীতির জয়গান করেন, অভিবাসী, গর্ভপাত এবং সম-লৈঙ্গিক সম্পর্কের বিরোধিতা করেন। আদিবাসীদের স্বায়ত্তশাসনের বিরোধিতা করেন, কারণ তা নাকি দেশের ঐক্যের পরিপন্থী। চিলি বলিভিয়া সীমান্তে পরিখা খনন করে তিনি অবৈধ অনুপ্রবেশ আটকাতে চান। ডোনাল্ড ট্রাম্প আর জাইর বোলসোনারোর সঙ্গে দারুণ মিল যে আছে সেকথা বোঝাই যায়। তাই গ্যাব্রিয়েলকে চিলের ৫৬ শতাংশ ভোটদাতা নির্বাচিত করেছে দেবদূতের ভূমিকায়। কিন্তু প্রশ্ন আছে যে সেই ভূমিকায় গ্যাব্রিয়েল কতটা স্থিত হতে পারবেন? চিলে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক রবার্ট ফাঙ্কের কথায়, বরিচ আসলে লাতিন আমেরিকার সেই রাজনীতিবিদদের প্রতিনিধি যাঁরা যতটা বিপ্লবী মনে হয় আসলে ততটা নন।

    আমরা গ্যাব্রিয়েলকে চিনেছি ২০১১-১৩ সালের ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হিসেবে। সেই আন্দোলন শিক্ষার খরচ বৃদ্ধির বিরুদ্ধে শুরু হলেও, অন্যান্য সামাজিক সমস্যা এবং বৈষম্যের বিরুদ্ধেও তার জোরালো কণ্ঠস্বর ছড়িয়ে পড়েছিল সর্বত্র। গ্যাব্রিয়েল তখন চিলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সম্পাদক। তারপর ২০১৩ সালে নির্দল হিসেবে এবং ২০১৭ সালে ব্রড ফ্রন্টের প্রার্থী হিসেবে তিনি সংসদে ডেপুটি নির্বাচিত হন। ছাত্র আন্দোলনের সময় অবশ্য আরো বেশি প্রচারের আলোয় ছিলেন কম্যুনিস্ট পার্টির জনপ্রিয় ছাত্র নেত্রী ক্যামিলা ভ্যালেহো। এতটাই, যে ভ্যালেহো গার্ডিয়ান পত্রিকার পাঠকদের মধ্যে একটি অনলাইন নির্বাচনে ‘পার্সন অব দ্য ইয়ার’ নির্বাচিত হন। গ্যাব্রিয়েলের তাই প্রথাগত কম্যুনিস্ট পার্টির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে, বিভিন্ন প্রশ্নে মতপার্থক্য সত্ত্বেও। গ্যাব্রিয়েল জেতার পর বলেছেন, ‘চিলেকে যদি নয়া উদারবাদের আঁতুড়ঘর ধরা যায়, তাহলে এখন সেটাই তার গোরস্থান হবে।’ আর্থিক বৈষম্যের বিরুদ্ধে হবে তাঁর লড়াই। তাঁর প্রতিশ্রুতি ন্যূনতম মজুরি বাড়ানো, কাজের সময় সাপ্তাহিক ৪৪ ঘন্টা থেকে ৪০ ঘন্টায় কমানো, শিক্ষা এবং স্বাস্থ্যে মানুষের খরচ কমানো, সামাজিক সুরক্ষার পরিধি বাড়ানো, বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে লড়াই, আদিবাসী, সমকামী এবং ট্র্যান্সজেন্ডার মানুষের অধিকার প্রতিষ্ঠা ইত্যাদি। এরই সঙ্গে টাকার জোগানদারির জন্য ধনীদের ওপর কর বাড়ানো, মাইনিং রয়্যালটি বাড়ানো, ‘সবুজ কর’ বসানোর পরিকল্পনা রয়েছে তাঁর। আদর্শগতভাবে নয়া-বামদের যে মতবাদিক বৈশিষ্ট্য, যেমন নারীবাদ এবং পরিবেশ– সেসবই তাঁর বিবেচনায় আছে। বেসরকারি পেনশন ব্যবস্থার অবলুপ্তি ঘটিয়ে এক নতুন ও সার্বিক পেনশন ব্যবস্থার প্রচলন করতে চান তিনি। তা এই গ্যাব্রিয়েল যে বেশ বাম, তা বোঝা যাচ্ছে। কিন্তু তিনি একটা বিরাট কোয়ালিশনের নেতা। উপরন্তু বিরোধীরাও সেনেটে যথেষ্ট শক্তিশালী। তাই তাঁর প্রস্তাবগুলি রূপায়ণ করতে গেলে তাঁকে যথেষ্ট দৃঢ়তা দেখাতে হবে। তাঁর ওপর আরেকটি গুরুদায়িত্ব ন্যস্ত রয়েছে। পিনোশের প্রবর্তিত অগণতান্ত্রিক সংবিধান বাতিল করে নতুন সংবিধান তৈরি করতে হবে সেনেটকে।

    বরিচ চিলের কম্যুনিস্ট পার্টির বিভিন্ন অবস্থানের বিরোধিতা করেছেন। ভেনেজুয়েলা, কিউবা এবং নিকারাগুয়ার বাম বা কম্যুনিস্ট নেতৃত্বের তিনি সমালোচনা করেছেন গণতন্ত্রের প্রশ্নে, যেখানে চিলের কম্যুনিস্ট পার্টি তাদের সোচ্চার সমর্থক (বরিচ জেতার পর কিন্তু সবার আগে সেই দেশগুলি থেকেই অভিনন্দন বার্তা এসেছে)। চিলির বর্তমান সাংবিধানিক পরিবর্তনের জন্য যে সর্বদলীয় সহমত তৈরি হয়, বরিচের তার প্রতি সমর্থনও কম্যুনিস্ট পার্টির না-পসন্দ। বরিচ অবশ্য নিজেকে সমাজ-গণতন্ত্রী বলে পরিচয় দিতেই ভালোবাসেন। আপ্রুএবো ডিগনিডাদ ফ্রন্টের তরফ থেকে কাকে প্রেসিডেন্ট পদপ্রার্থী করা হবে - তাই নিয়ে নির্বাচন হয় গত ১৮ই জুলাই ২০২১। সেই নির্বাচনে বরিচ প্রায় ৬০ শতাংশ ভোট পেয়ে পরাজিত করেন কম্যুনিস্ট পার্টির মনোনীত প্রার্থী ড্যানিয়েল হাদুয়েকে। এই হাদুয়ে কিন্তু প্রার্থী হিসেবে ছিলেন জবরদস্ত। ৫৪ বছরের হাদুয়ে ২০১২ সাল থেকে রেকোলেতা শহরের মেয়র থাকাকালীন ‘জনগণের ফার্মেসি’ চালু করেন, যা পরে চিলের ১৫০ টি মিউনিসিপালিটি গ্রহণ করে। তিনটি ওষুধ কোম্পানির একাধিপত্য ভেঙে এর ফলে ওষুধের দাম ৩০ থেকে ৫০ শতাংশ কমে যায়। এছাড়াও ‘জনগণের পুস্তক বিপণি’, ‘জনগণের চশমা ভাণ্ডার’, ‘জনগণের রিয়েল এস্টেট’ এবং ‘মুক্ত বিশ্ববিদ্যালয়’ ইত্যাদি গড়ে তুলেছেন তিনি। হাদুয়ে নিজেও ঘোষিত নারীবাদী এবং গর্ভপাত আইনসিদ্ধ করার পক্ষে। কম্যুনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়া সত্ত্বেও পূর্বতন সোভিয়েত ইউনিয়নের ‘রাষ্ট্রীয় পুঁজিবাদী’ ব্যবস্থাকে চূড়ান্ত ব্যর্থ বলেন তিনি। তাই গ্যাব্রিয়েল এবং চিলির কম্যুনিস্ট পার্টির মধ্যে দূরত্ব যতটা আছে, নৈকট্য তার চেয়ে বেশি আছে বলেই মনে হয়। বরং লক্ষণীয় এটাই, যে একুশ শতকের বামপন্থা, অন্তত লাতিন আমেরিকায়, মানুষের গণতান্ত্রিক অধিকার বোধ এবং মর্যাদাকে গুরুত্ব দিয়ে, বিংশ শতাব্দীর মডেলগুলির ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে, বহুমুখী সাধনায় নিজেকে প্রকাশ করতে চাইছে। সাম্প্রতিক অতীতে হন্ডুরাস ও পেরুতেও সেই পথে সাফল্যের নজির তৈরি হয়েছে। ব্রাজিলও একই প্রক্রিয়ার ভেতর আছে। বিভিন্ন ধারাগুলির নৈকট্য বোধের মধ্যে তাদের স্বকীয়তা এবং সৃজনশীলতাকে বজায় রাখার প্রচেষ্টাকে রেজিমেন্টেড রাজনীতি দেখে অভ্যস্ত আমাদের চোখে কিছুটা নমনীয় ঠেকলেও সাধারণ নিপীড়িত মানুষ কিন্তু এই ধারাটিকেই গ্রহণ করছেন বিকল্প হিসেবে। অন্যদিকে একুশ শতকের পুঁজিবাদ বরং বিকল্পহীনতায় ভুগছে মনে হয়। কম্যুনিজমের ভূত ঠেকানোর জন্য তার যেমন উদারপন্থী, বুর্জোয়া গণতান্ত্রিক বিকল্পগুলি কার্যকর ছিল তা এখন যেন প্রাসঙ্গিকতা হারিয়েছে। আন্তোনিও কাস্টের মত নব্য ফ্যাসিস্টদের তাই প্রধান বিকল্প হিসেবে দেশে দেশে দেখা যাচ্ছে, আর্থিক উদারনীতির ধ্বজাধারী হিসেবে। এমনকি বুর্জোয়া শাসনে যে সামাজিক ন্যায়ের কথা অন্তত লিপ সার্ভিস হিসেবে বলা হত, গণতান্ত্রিক সমাজবাদের মধ্য দিয়ে কতিপয় ইওরোপীয় দেশে তার কিছু সদর্থক প্রয়োগও আমরা দেখেছিলাম, তারও আন্তর্জাতিক কোনো প্রয়োগমালা তৈরি হতে দেখা গেল না। স্তালিনের কথা একটু পালটে নিয়ে আমাদের কি তবে বলতে হবে, বুর্জোয়া শ্রেণি গণতান্ত্রিক সমাজবাদের পতাকাকে ধুলায় ফেলে দিয়েছে, নিপীড়িত মানুষের দায়িত্ব হল তাকে আবার সসম্মানে প্রতিষ্ঠিত করা? গ্যাব্রিয়েল বরিচ দেবদূত কিনা জানি না, কিন্তু আজ থেকে প্রায় অর্ধ শতাব্দী আগে প্রাসাদ অভ্যুত্থানে যে সালভাদোর আয়েন্দেকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, তাঁর পুনরুত্থানের ঋত্বিক তো বটেই। হ্যাঁ, চিলি বামদিকে মোড় নিচ্ছে।


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • আলোচনা | ২৯ ডিসেম্বর ২০২১ | ২১৪৪ বার পঠিত
  • আরও পড়ুন
    নবীন - Suvasri Roy
    আরও পড়ুন
    রসকষ - Suvasri Roy
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ranjan Roy | ২৯ ডিসেম্বর ২০২১ ২৩:৩৮502371
  • চিলির এমাসের নির্বাচন ও ফলাফল নিয়ে  যতটুকু জানা গেছে -- প্রবন্ধটি ভারসাম্য বজায় রেখে তার চমৎকার বিশ্লেষণ। 
  • | 2406:7400:63:5c13::101 | ৩০ ডিসেম্বর ২০২১ ০১:২৬502372
  • বাম বাম ব্যালবাম, দেশি লালু গুলো সব জায়গায় শুধু বাম দ্যাখে | নর্থ কোরিয়া ও নাকি একটা বামপন্থি বিপ্লবী রাষ্ট্র | 
     
  • | 2406:7400:63:5c13::101 | ৩০ ডিসেম্বর ২০২১ ০১:২৯502373
  • চিলি বামদিকে মোড় নিচ্ছে , কিছুদিন আগে কলকাতার স্টিয়ারিং সিপিএম বাম দিকে ঘোরাচ্ছিলো ,  বিপ্লব  এসেই গ্যালো |
  • Sandipan Majumder | ৩০ ডিসেম্বর ২০২১ ১০:২০502375
  • Ranjan Roy  অনেক  ধন্যবাদ। 
  • Kausik Gh | ৩০ ডিসেম্বর ২০২১ ১৯:৩৯502383
  • ভেবেছিলাম জগৎজোড়া সন্ধ‍্যার আলোআঁধারিতে হারিয়েই গেলো বোধহয়, মানুষের মানুষ হয়ে বেঁচে থাকার অন‍্য পথটা এখনো বেঁচে আছে !!
     
    সন্ধে নামার সময় হলেই
    পশ্চিমে নয় পুবের দিকে
    মুখ ফিরিয়ে ভাববো আমি
    কোন দেশে রাত হচ্ছে ফিকে।।
  • Sandipan Majumder | ৩০ ডিসেম্বর ২০২১ ২০:৪১502385
  • @Kausik Gh অনেক  ধন্যবাদ। 
  • dc | 2401:4900:3609:7353:e4d1:1e4b:c774:7a46 | ৩০ ডিসেম্বর ২০২১ ২২:০৩502388
  • জনগনের চশমা ভান্ডার কিরকম? সবাই এসে একটা করে চশমা নিয়ে যায়? 
  • aranya | 2601:84:4600:5410:1071:25c4:6f93:aaac | ৩০ ডিসেম্বর ২০২১ ২৩:৩২502393
  • বাম, ডান ইঃ নাম গুলো গুরুত্বপূর্ণ নয়। 
    সরকারী পলিসি দেশের মানুষের উপকার করছে কিনা, সেটাই বিবেচ্য। শিক্ষা, স্বাস্থ্য ফ্রি হলে ভাল, আবার ব্যাবসার ক্ষেত্রে প্রতিযোগিতা, ব্যক্তিগত উদ্যোগ -এসবও দরকার। কর্পোরেশন  মুনাফা করুক, কিন্তু উপযুক্ত শ্রম আইন, পরিবেশ আইন ইঃ দরকার, পুরোটাই balancing act
  • dc | 2606:54c0:36c0:128::ca:136 | ৩১ ডিসেম্বর ২০২১ ০৬:২৭502398
  • এহে, অরণ্যদা যথেষ্ট বামপন্থী না। বিপ্লবের পরের দিন আপনাকে দেওয়ালের পাশে দাড়াতে হবে। 
  • Ranjan Roy | ০১ জানুয়ারি ২০২২ ১৪:৩৫502408
  • অরণ‍্যর সঙ্গে সম্পূর্ণ সহমত। আজকে বামপন্থা এক দলীয় সরকার, এক সংবাদপত্র, রাষ্ট্রীয় খামার কম‍্যান্ড ইকনমি-- এই ব‍্যর্থ মডেল থেকে সরে আসছে। 
    আমার মতে আজকের ভারত যদি স্ক‍্যান্ডেনেভিয়ান দেশগুলোর মত ওয়েলফেয়ার স্টেট হতে পারে হেইডাই যথেষ্ট।
    বাসস্থান, খাদ‍্য, শিক্ষা ও চিকিৎসায় সরকারের নজরদারি চাই, আম্পায়ারের মত।
    সিপিএম বামপন্থার ইজারাদার নয়। একমাত্র মডেল নয়। আর উত্তর কোরিয়া একটি নিখাদ ফ‍্যাশিস্ত রাষ্ট্র।
    হিটলারের দলের নাম ছিল ন‍্যাশনাল সোশ‍্যালিস্ট পার্টি, তো?
    অরণ‍্য আবারও ঠিক।
    নামে কিবা আসে যায়!
  • dc | 122.174.68.75 | ০১ জানুয়ারি ২০২২ ১৫:৫৫502410
  • "বাসস্থান, খাদ‍্য, শিক্ষা ও চিকিৎসায় সরকারের নজরদারি চাই, আম্পায়ারের মত"
     
    আরে রাম ​​​​​​​রাম, ​​​​​​​সব ছেড়ে ​​​​​​​শেষে ​​​​​​​এইটুকু?এদিকে ছোটবেলার ​​​​​​​থেকে ​​​​​​​শুনে ​​​​​​​এলাম ​​​​​​​বিপ্লব এই ​​​​​​​আসছে, ​​​​​​​পুঁজিবাদ ​​​​​​​ভেঙে ​​​​​​​পড়লো ​​​​​​​বলে, ​​​​​​​তার ​​​​​​​কি হলো? আবার ​​​​​​​নাকি ​​​​​​​চিলিতে ​​​​​​​নিওলিবারালিজমের ​​​​​​​কবর ​​​​​​​খোঁড়া ​​​​​​​হবে? ​​​​​​​ওদিকে ​​​​​​​আপেল ​​​​​​​আর ​​​​​​​আমাজন ​​​​​​​তো ​​​​​​​ট্রিলিয়ন ​​​​​​​ডলার ​​​​​​​ছাড়িয়ে গেলো! হায় হায় :-( ​​​​​​​
     
  • dc | 122.174.68.75 | ০১ জানুয়ারি ২০২২ ১৬:০৯502411
  • যা বুঝতে পারছি, বিপ্লবের পরের দিন দেওয়ালের সামনে অনেকের সাথেই দেখা হবে।  
  • &/ | 151.141.85.8 | ০১ জানুয়ারি ২০২২ ১৬:২২502412
  • আমাজন এর একটা মা বদলে ম করে দিন, শেষে একটা তা জুড়ে দিন। ব্যস, ভাগযোগ করে নিন। বিপ্লবের দিকে এগিয়ে রইলেন।
  • &/ | 151.141.85.8 | ০১ জানুয়ারি ২০২২ ১৬:২৩502413
  • আর আপেল? নিউটনের নাম স্মরণ করে কচাকচ খেয়ে নিন।
  • Ranjan Roy | ০১ জানুয়ারি ২০২২ ২২:৫৮502420
  • ডিসি,
      ঠিক ওইটুকুই। ওটুকুই যদি কেওড়াতলার আগে দেখে যেতে পারি তখন বলব--ভগোমান, তুমি আছ। তুমহারে রাজ মেঁ দের হ্যায়, অন্ধের নহীঁ!  
      আর দেওয়ালে মুখ করে আপনার পাশে দাঁড়াতে পারলে সৌভাগ্য মনে করব। উদ্যত বন্দুককে চোখ মেরে কিছু নন-ভেজ জোকস  শোনাতে শোনাতে ঢলে পড়ব।ঃ))
    বাহাত্তুরে হয়ে জীবনের কাছে আমার আর কিছুই চাওয়ার নেই, মাক্কালী!!
  • ar | 173.48.167.228 | ০২ জানুয়ারি ২০২২ ০৮:১১502426
  • চিলতে বাম মোড়ইয়া!!

    সবাই অপেক্ষায় আছে!! এই আর কি!!
  • Sandipan Majumder | ০৩ জানুয়ারি ২০২২ ১০:৪৬502464
  • Ranjan Roy ঠিক বলেছেন। এই তাগিদ থেকেই আমি এই লেখাটি  লিখেছি। লেখার ভেতরেও সেই ঈঙ্গিত  আছে।
  • | 2406:7400:63:dfdd::100 | ০৩ জানুয়ারি ২০২২ ১৭:৫৬502474
  • লালুদা আফনে উত্তর কোরিয়া , হণ্ডুরাস  এইসব বিপ্লবী দ্যাশ গুলির বামপন্থা সম্বন্ধে একটা লম্বা লেখা নামান | তাতে একটু নারীবাদ আর সিআইএর চক্রান্ত মিশান | শীতের সন্ধ্যায় চা এর সাথে বেশ ভালো জমবে |
  • fc | 161.51.0.52 | ১২ জানুয়ারি ২০২২ ০৩:৩৭502633
  • একটি বামপন্থী কিন্তু ওয়েলফেয়ার স্টেট নিয়ে যদি কিছু লেখেন! সবাই বুঝবে যে সেটি একটি সোনার পাথরবাটি নয় 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন