এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • সত‍্য বৈ.../২/

    কৌশিক ঘোষ লেখকের গ্রাহক হোন
    ১১ অক্টোবর ২০২১ | ১১৯৬ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • যাহা বলিব সত‍্য বলিব, সত‍্য বৈ মিথ্যা বলিব না।
     
     
    মুরগিবৃত্তান্ত পড়ে তিনজন আমাকে ব‍্যক্তিগতভাবে জানিয়েছেন যে হাঁসকে পশু আর একই সাথে মুরগিকে পাখি মনে করা কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব নয়।
     
    তাঁদের মন ও মান রাখতে গেলে সত‍্যকে বিকৃত করতে হয়, শিক্ষক হয়ে সে কাজ করতে পারি না।  আরো  এইজন্য   পারিনা   যে   আজকের  ‘সত‍্য  বৈ'  শিক্ষকদের    নিয়েই।
     
    শিক্ষকদের নিয়ে   যে অজস্র কাহিনী প্রচলিত আছে‌, সেইসব লোককথায় শিক্ষকদের বেশ জটিল ও হিসেবি চরিত্র হিসেবে দেখানো হয়।
     
    আদপে শিক্ষকরা সরল মানুষ। যাকে তাঁরা সত‍্যবাদী বলে জানেন, তার হাত ছাড়েন না কখনো। আর যা তাঁরা সত‍্য বলে জানেন, তা অন্ধভাবে অনুসরণ করেন। একজন শিক্ষকই পারেন সত‍্যবাদী  ও সত‍্যকে এভাবে জীবনের সাথে জড়িয়ে নিতে।
     
    আজকের সত‍্যভাষণের কেন্দ্রে কোনো নায়ক নেই, মানে আমি নেই। একজন নায়িকা আছেন, ঘটনাচক্রে তিনি আমার সংসারজীবনেরও নায়িকা। এমনকি  নির্দেশনাও তাঁর। বাইশ বছর ধরে যে চিত্রনাট‍্য তিনি লিখছেন, সেখানে তিনি আমাকে ভিলেন বানিয়ে রেখেছেন।
     
    মাঝে মাঝেই মনে করিয়ে দেন যে তিনি না এসে অন‍্য কেউ এলে আমার জীবনতরী কোন্ না কোন্ অকুলে ভেসে যেতো, যেতোই। অন‍্য কেউ এলে কি হতো তা জানার আগ্রহ আমার   খুবই আছে, কিন্তু      ভদ্রমহিলার   হাইট  পুরো   পাঁচ   সাত।   আর   এক সময় ভলিবল টলিবল  খেলে হাতের পাঞ্জাও বেশ শক্ত।   আমার   মতো   নিরীহ  মাস্টারের  পক্ষে  উক্ত  অজানাকে  জানবার  চেষ্টা  করা  তাই কিঞ্চিৎ রিস্কি।
     
    যখনকার কথা বলছি, ভদ্রমহিলা তখন বাড়ি থেকে আটষট্টি কিলোমিটার দূরের এক স্কুলে পড়াতে যেতেন। প্রতিদিন   কষ্টকর   বাসযাত্রা।   এইরকম   সময়ে  সরকারি নির্দেশ অনুয়ায়ী সব শিক্ষকের বেতন দেবার ব‍্যবস্থা অনলাইন হয়ে গেলো। ডেটাবেস তৈরির জন‍্য সবাইকে ফর্ম ধরানো হলো।
     
    ফর্মে যেমন থাকে, ঐ নেম, ফাদার্স/হাজব‍্যান্ডস নেম, এ্যাড্রেস... ব্লা ব্লা ব্লা... শেষের দিকে এসে হাইট, আইডেন্টিফিকেশন মার্ক... ইত‍্যাদি ইত‍্যাদি।
     
    দিনটা মনে হয় রবিবার ছিলো, বা ঐরকমই কি একটা ছুটির দিন।  সকাল থেকে দিদিমণির ফোন বেজে চলেছে। ফোন ধরে দিদিমণি বারবার বলছেন "মিটার-সেন্টিমিটার, মিটার-সেন্টিমিটার… হ‍্যাঁ হ‍্যাঁ... ফোনের ক‍্যালকুলেটর বের করে হিসেব করে নে।"
     
    সাহস করে আমি   একবার   জিগ্যেস করলাম, "কে এতো ফোন করছে তোমাকে ?"
     
    "তনিমা, বন‍্যা, ইয়াসমিন ওরা করেছে। কেন ?" শেষের কেন-র সাথে আগুনঝরা দৃষ্টিও যোগ হলো।
     
    চাঁদ বললেই কেমন যেন  শীতলতার অনুষঙ্গ আসে। ভদ্রমহিলার নাম কে যে চন্দ্রা রেখেছিলো, হওয়া উচিৎ ছিলো সূর্যা, ছ'হাজার ডিগ্রি সেলসিয়াসে থাকেন সব সময়।
     
    উনি  একটা 'কেন' ছুঁড়ে দিয়েছেন, আমাকেও সাফাই দিতে হয়। বললাম হঠাৎ সবাই এতো ফোন করছে দেখে আমার জানার ইচ্ছে হয়েছে।
     
    জানা গেলো যে ঐ ফর্মটা সবাই ফিল আপ করছে, সেখানে যার যা অসুবিধা হচ্ছে, সবকিছুর মুশকিল আসান তাদের  চন্দ্রাদির কাছে।
     
    যথাসময়ে কিছু   ফর্ম পূরণ হয়ে চলে এলো চন্দ্রাদির হাতে।
     
    এবার দিদিমণি পড়লেন আমাকে নিয়ে, "ফর্মগুলো একবার চেক করা দরকার,   বুঝলে ? প্রথমে আমি চেক করে তোমাকে দিই, তুমি আরেকবার খুঁটিয়ে দেখো।"
     
    সব মিলিয়ে আটটা ফর্ম। তার মধ‍্যে পাঁচটায়  দিদিমণিদের উচ্চতা দেখে চোখ উল্টে যাবার যোগাড়।
     
    তনিমা দাস  ৫ মিটার  ২ সেন্টিমিটার
    ইয়াসমিন্নেসা বেগম  ৫ মিটার
    বন‍্যা সরকার  ৪ মিটার ১১ সেন্টিমিটার
    সুমি খাতুন  ৫ মিটার ১ সেন্টিমিটার
    রজনী বসু  ৪ মিটার ১০ সেন্টিমিটার
    প্রসঙ্গত,   আমার   শোবার   ঘরের ছাদ একটু   উঁচু,  মেজে   থেকে   চার   মিটারের  মতো।
     
    চন্দ্রাদিকে এবং চন্দ্রাদির "ফুট ইঞ্চি দিস না, মিটার সেন্টিমিটারে কর," এই বাণীকে চিরসত‍্য ধরে নেওয়া, এরকম  উচ্চ   মানের   সত‍্যানুরাগ দেখানো   সাধারণ  জীবের   কর্ম   নয়।
     
    এর চেয়েও বেশি   দুঃখের ঘটনার সাক্ষী হয়েছি চন্দ্রার  সৌজন্যে।   তবে  সে   ঘটনা শুধু   দুঃখের নয়,  করুণ।  হৃদয়বিদারকও বলতে পারেন।
     
    এই দ্বিতীয় ঘটনাও একই   গোত্রের,   মানে   স‍্যালারিসম্পৃক্ত। যে ব‍্যাঙ্কে ওঁদের স‍্যালারি হতো   তখন, তারা কে জানে কেন একাউন্ট ওপেনিং ফর্মের মতো একটা ফর্ম দিয়েছিলো ওঁদের স্কুলে। কেন দিয়েছিলো  তখন জানতাম, এখন ভুলে গেছি। এ কাহিনীতে সে 'কেন' অপ্রয়োজনীয়।  প্রয়োজনীয়   হচ্ছে   ফর্মটা।
     
    এই ফর্মও ধ্রুপদী কায়দায় নেম, ফাদার্স/হাজব‍্যান্ডস নেম,   এ্যাড্রেস হয়ে সিগনেচার ইন ফুল পর্যন্ত বিস্তৃত।
     
    হৃদয়বিদারক ঘটনার শুরু ফর্ম জমা দেবার দিন সন্ধ‍্যার পর থেকে।
     
    ভিলেন আমি বাসস্ট‍্যান্ডে বাইক নিয়ে দাঁড়িয়ে গৃহলক্ষ্মীর আগমন প্রতীক্ষায়। জ‍্যামের কারণে দু'ঘন্টার বাসজার্নি সাড়ে তিন ঘন্টায় পরিণত, ঘর্মাক্ত নায়িকা বাস থেকে নেমে বাইকে উঠতে যাচ্ছেন। প্রায় সাড়ে সাতটা বাজে, এপ্রিল মাস। জঘন্য  গরম,   হেলমেটবদ্ধ মাথা ঘাড়ের উপর থেকে খুলে রেখে দিতে ইচ্ছে করছে। এমন সময় ফোন বেজে উঠলো দিদিমণির কাঁধব‍্যাগে।
     
    ফোন করেছেন বড়দি,   মানে   প্রধান শিক্ষিকা। পরের দিন চন্দ্রা ম‍্যাডাম এবং অন‍্য দিদিমণিবৃন্দ যেন ফার্স্ট আওয়ারেই   ব‍্যাঙ্কের ম‍্যানেজারের সঙ্গে দেখা করেন।  ম‍্যানেজার   নাকি   ফোন   করে   বড়দির   কাছে   স্কুল  রেকর্ড   অনুযায়ী   দিদিমণিদের  সব্বার   ম‍্যারিট‍্যাল  স্ট্যাটাস   অর্থাৎ  বিয়ে  হয়েছে   কিনা   এবং  স্পাউসের   নাম  জানতে   চেয়েছেন।
     
    ঠিক   এর   পরে   পরেই   ম‍্যানেজারের   ফোন।  ম‍্যারেড না আনম‍্যারেড,   সে   প্রশ্ন  তো   করলেনই।   আরো কিছু তথ‍্য ম‍্যানেজার চেয়েছিলেন সেদিন। কতোদিন বিয়ে হয়েছে, কোন বাড়িতে থাকেন, হাজব‍্যান্ডের বাড়িতে, নাকি আলাদা  থাকেন,  এইরকম সব।
     
    ঘোর সন্দেহজনক এইসব প্রশ্নে চমকে গেলাম দুজনেই। গন্ডগোল কিছু   হয়েছে তা   বেশ বোঝা যাচ্ছে,   বড়দি   বা ম‍্যানেজার স্পষ্ট করে   বললেন না   কিছু। সিদ্ধান্ত নিলাম পরের দিন দুজনে মিলে ব‍্যাঙ্কে যাবো।
     
    পরের দিন গেলাম বাইক নিয়ে আটষট্টি কিলোমিটার দূরের ব‍্যাঙ্কে। এমনিতে দুশো  আড়াইশো  কিলোমিটার দূরত্বে বাইক চালিয়ে যেতে আমরা দুজনেই অভ‍্যস্ত। আজ বেশ চাপে আছি।
     
    ব‍্যাঙ্কে পৌঁছলাম। ছোট্ট   ব্র‍্যাঞ্চ।  ভেতরে গিয়ে পরিচয় দিতেই একজন কর্মচারী "ওওও, তাহলে  আপনিই চন্দ্রা দাস ঘোষ !!" বলে ম‍্যানেজারের কাছে নিয়ে গেলেন।
     
    যাবার পথে চোখের  কোণ  দিয়ে  দেখছি অন‍্য ব‍্যাঙ্ককর্মীদের মাথা ঘুরে যাচ্ছে আমাদের দিকে। ওঁদের   দৃষ্টি স্ক‍্যান করছে আমাদের।
     
    ম‍্যানেজারের ঘরে তনিমা, ইয়াসমিন, কান্তা, রুবি, বন‍্যা, সুমি, রজনী, ঐশ্বর্য্য, ওরাও বসে আছে। অর্থাৎ   ওদের কাছেও ফোন গেছিলো ব‍্যাঙ্ক থেকে।
     
    সবার মুখ থমথমে। ম‍্যানেজার   আগেই হয়তো অমিষ্টভাষণ করে   থাকবেন।
     
    আপাতত   প্রথম এ্যাটাক আমাকে। "আপনি কে   ভাই?"
    আত্মপরিচয়   দিলাম। 
    "ওঃ, আপনিই সেই কৌশিক ঘোষ," এখানে  ‘সেই কৌশিক ঘোষ’ মানে কি কে জানে।
    পরের  বাক‍্যে   ম‍্যানেজার   আরেক ধাপ এগোলেন, "আপনি   মশায়   ভাগ‍্যবান পুরুষ।"
     
    যাচ্চলে। লোকটা ফার্মা’জ লাস্ট থিওরেম নামাচ্ছে মনে হচ্ছে। আমি আবার ভাগ‍্যবান কেন ?
    ম‍্যানেজার বোধহয় আমার চোখে অনুচ্চারিত প্রশ্ন ধরতে পারলেন।  খুব পরিচিত ফর্মের একটা বান্ডিল নিয়ে ফেলে দিলেন সামনে।
    "কৌশিকবাবু, আপনি নিজে একবার প্রতিটি ফর্ম খুঁটিয়ে দেখে নিন,   প্লিজ।"
     
    আগেই বলেছি হৃদয়বিদারক ঘটনা।
     
    পূরণ করা ফর্মগুলোর কোনোটায় ক‍্যান্ডিডেটের নাম তনিমা দাস, পরেরটায় ইয়াসমিন্নেসা বেগম,   আবার কোনোটায় রুবি রায়চৌধুরী।   বাকিগুলোর   প্রত‍্যেকটায়   এরকম    একেকজন   দিদিমণির  নাম  লেখা।
     
    প্রতিটিতেই ফাদার্স/হাজব‍্যান্ডস   নেমের   প্রথমটা,   অর্থাৎ   ফাদার্স,   কেটে   দেওয়া  হয়েছে,  এবং  হাজব‍্যান্ডস নেম লেখা আছে কৌশিক ঘোষ। আর এ্যাড্রেসের পাশে   যা লেখা আছে সে   ঠিকানায়   চন্দ্রা   ম‍্যাডাম  তাঁর  ডোমেস্টিক  হাজব‍্যান্ডটিকে  প্রশ্রয় দিয়ে আসছেন প্রায় দু’দশক  ধরে।
     
    তদন্তে প্রকাশ   পেলো ওরা প্রত‍্যেকেই চন্দ্রাদির ফর্ম দেখে হুবহু কপি করে জমা   দিয়েছে। শুধু    প্রথমে   নিজের   নামটুকু   লিখেছে।   তারপরে   আর    কোন্   কলামে   কি   লিখতে   হবে,   তা   না    দেখে   স্রেফ   চন্দ্রাদির   ডেটাগুলোকে   কপি,   এ্যান্ড   দেন   পেস্ট।
     
    যৌবনে  ছাত্ররাজনীতির  পথে  হেঁটে  বিপ্লবের  স্বপ্ন  দেখেছিলাম।  প্রৌঢ়ত্বে  পৌঁছে  জানলাম  যে  শুধু  অন‍্যের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান নয়, অন‍্যের আরো অনেক কিছুই আমাদের  বলে ঘোষণা করা যায়।  ভুল করে হলেও  করা যায়।
     
    ফিরে  আসার পথ ধরলাম।   দুজনেই   চুপ।   বাইক  চালাতে   চালাতে   আটষট্টি কিলোমিটার দূরত্ব   আর  কিছুতেই   শেষ   হয়   না। মনে হচ্ছিলো  আটশো কিলোমিটার পাড়ি   দিচ্ছি।
     
    ঐ   যে   বারবার বলছি না,   বড়োই হৃদয়বিদারক?   হৃদয়ঘটিত   বিষয়   বুঝতেন   এমন  এক   কবি   লিখে  গেছেন  ‘এমন  কেন  সত্যি   হয়   না   আহা।’  অবশ‍্য   তিনি  লিখেছেন  বীরপুরুষদের  প্রসঙ্গে,  আমি  ক্ষীণজীবি  মাস্টার  মাত্র।
     
    পুনশ্চ  ২ :
    সত্য বৈ ১-এর মতো  ২-এর বেলাতেও আমার  সংশয়  আছে যে কেউ কেউ এসব   ঘটনাকে  অসম্ভবের  তালিকায় রাখবেন।  কিন্তু  যা  রটে,  তার  কিছু  যেমন  নিশ্চয়ই বটে,  ঐরকমই,  যা লেখে, তার সবটাই নিশ্চয়ই  দেখে।
    অবিশ্বাসীচমূর  অবগতির  জন‍্য  জানাই যে  দ্বিতীয়  ঘটনার পরে কিন্তু প্রায় তিন সপ্তাহ দাম্পত‍্য চোখ রাঙানি দেখতে হয়নি। সহকর্মীদের কান্ডে  চন্দ্রা লজ্জিত হয়েছিলেন  হয়তো।
    তবে হ‍্যাঁ,  বাঘিনী যতোই নরম স্বরে ডাকুক না কেন, হালুম কি আর মিঁয়াও হয় ?
     

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 2605:6400:30:f9e9:f91e:92a9:9cb1:1b74 | ১৩ অক্টোবর ২০২১ ০৮:১৯499495
  • এইসব টুকলিবাজ দিদিমুনিরা ওইজন্যেই নোটের বাইরে একটা শব্দ লেখা দেখলেই নম্বর কাটে আর প্রশ্ন করলেই গার্জেন কল করে।
  • কৌশিক ঘোষ | ১৩ অক্টোবর ২০২১ ১২:১৮499510
  • @বিপ্লব রহমান
    প্রায় জ্বলন্ত আগুনের মধ‍্যে দিয়ে হেঁটে যাওয়ার মতো অভিজ্ঞতা।
    @√
    কয়েকজন আমাকে পতিত্বে বরণ করার চেষ্টা করছিলো, আর আপনি তাদের টুকলিবাজ বলে দাগিয়ে দিলেন ! আপনি ভারি হিংসুটে। 
  • Soma Banerjee | 2409:4060:2e08:4301:2fc4:c617:a483:e5a | ২৫ মে ২০২২ ২০:১৬508057
  • অপূর্ব!
  • Amit | 121.200.237.26 | ২৬ মে ২০২২ ০৪:০১508060
  • জব্বর হয়েছে এটা। ভাগ্যিস এই মহিলা ​​​​​​​দের ​​​​​​​কেও ​​​​​​​ওখানেই ​​​​​​​ক্লেম ​​​​​​​করে ​​​​​​​বসেন ​​​​​​​নি ​​​​​​​যে এই কৌশিক বাবুই ​​​​​​​তার আসল ​​​​​​​স্বামী। ​​​​​​​কুরুক্ষেত্রর ​​​​​​​রিপিট ​​​​​​​টেলিকাস্ট ​​​​​​​হয়ে ​​​​​​​যেত ​​​​​​​এক্কেরে। 
     
    তবে এই ইঞ্চি ফুট সেন্টিমিটার এর গড়বড় যে কত দেশে কত জায়গায় দেখেছি আর বলার নয়। মানে ইঞ্জিনিয়ারিং ডিসাইন লেভেল এর ভুল রীতিমতো কনস্ট্রাকশন লেভেলে এসে ধরা পড়েছে এটাও অনেকবার দেখা। 
     
    দুনিয়ায় বাকি সব কিছুর মতো এটাও পুরো আমেরিকান দের ই দোষ- ইন ফ্যাক্ট এটা ১০০-%। পুরো দুনিয়ায় একখান মাত্তর স্ট্যান্ডার্ড মেট্রিক সিস্টেম এডপ্ট করলেই ল্যাটা চুকে যেত। তা নয়। গ্যালন গ্যালন পেট্রল আর ফুট-লং স্যান্ডউইচ এর লোভে শালারা সব গড়বড় করে রেখেছে। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন