এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • কীভাবে আর এস এস ও বিজেপি জাতীয় ফ্যাসিস্ট শক্তির মোকাবিলা করা যায়। 

    Partha Banerjee লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ০৪ সেপ্টেম্বর ২০২১ | ২৮৯৯ বার পঠিত
  • একটি সংক্ষিপ্ত আলোচনা। 
    ___________________________________________
     
    অনেকে আমাকে বলেন, দাদা, আপনি যেসব কথা লেখেন, আমরা আগে কখনো তা শুনিনি। এই আপনি যে এতকাল আর এস এস করেছেন। আপনার দৃষ্টিভঙ্গী আর পাঁচজনের থেকে একেবারেই আলাদা। আপনি ওদের যেভাবে চেনেন, আমরা তো চিনিনা। তাই বুঝতে পারিনা, কীভাবে ওদের মোকাবিলা করা যাবে -- অন্ততঃ তাত্ত্বিক ও বাস্তব জগতের দিক থেকে। অন্ততঃ ভাবনাচিন্তার ক্ষেত্রে। আমাকে তাঁরা বলেন, আপনি একটা পথ দেখান। আমরা হতাশ, এবং ভীত সন্ত্রস্ত। 
     
    আমি লিখে যাই প্রতিদিন। জানিনা, লিখে কী লাভ হচ্ছে। আবার শুনি, আমার লেখা এখানে বেরিয়েছে, সেখানে বেরিয়েছে। কিন্তু আমাকে অনেকে জানান না মোটেই যে তাঁদের কাগজে আমার লেখা বেরিয়েছে। পরে জানতে পারি। কিন্তু তাও ভেবে আনন্দ হয়, আমার আলোচনা আরো হাজার দুহাজার মানুষ পড়ছেন, এই ফেসবুক ও সোশ্যাল মিডিয়ার বাইরে। যত মানুষ পড়েন, ততই ভালো। মানুষের ভাবনাচিন্তা করার স্বভাবটাই নষ্ট করে দিচ্ছে এই সোশ্যাল মিডিয়ার দিবারাত্র তর্জনগর্জন এবং ভার্বাল ভায়োলেন্স -- শব্দ-হিংসা। আমাদের কাজ হলো, এই কাদা ছোঁড়াছুঁড়ির বাইরে গিয়ে মানুষের মনের কাছে পৌঁছোনো। 
     
    এই কাজটা করতে গেলে বড় বড় কথা না বলে যেসব কথা সাধারণ মানুষ সহজেই বুঝতে পারেন, সেভাবে কথা বলা দরকার। বড় বড় আঁতেল কথাবার্তা কেউ আর পছন্দ করেন না। এমনিতেই এসব কথা পড়ার ও ভাবার লোকজন এতই কম। তাও, আমার ধারণা, সংযত ভাষায়, ইংরিজিতে যাকে বলে কম্প্যাশন (বাংলায় বলে ভালোবাসা ও মমত্ব), সেভাবে কথা বললে এখনো অনেকে শোনেন। আমাদের কাজ হলো, সেই পরিসরটা ক্রমাগত বাড়ানো। 
    __________________________________________
     
    এই বিজেপি, আর এস এস, এবং তাদের সম্পর্কে সঠিক আলোচনা করতে গেলে কয়েকটা জিনিষ করা জরুরি। 
     
    ____________________
     
    (১) বুঝতে হবে, বিজেপি অথবা আর এস এস জাতীয় শক্তিকে যাঁরা সমর্থন করছেন, তাঁরা সবাই শত্রুও নন, হিংস্রও নন, এমনকি সকলে ধর্মান্ধ, চরমপন্থী জীব নন। 
    ____________________
     
    ভারতের মতো একটা বিরাট দেশের একশো কুড়ি কোটি লোকের মধ্যে যেখানে তারা অন্ততঃ পঞ্চাশ কোটি মানুষের সমর্থন পেয়ে ক্ষমতায় এসেছে দ্বিতীয়বার, সেখানে সেই পঞ্চাশ কোটি মানুষের সবাইকে হিংস্র, বুদ্ধিহীন, এবং ধর্মান্ধ ভাবা একেবারেই মূর্খতা। ঠিক যেমন এখানে এই আমেরিকায় কোটি কোটি লোক ট্রাম্পের মতো একটা মিথ্যাচারী জাতিবিদ্বেষী ও বর্ণবিদ্বেষী লোককে ক্ষমতায় বসিয়েছে। ট্রাম্প লোকটা অসভ্য, বর্বর হতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে তাকে যারা সমর্থন করছে, তারা সবাই অসভ্য, বর্বর। 
     
    _________________________
     
    (২) প্রধানতঃ মিডিয়া মগজধোলাইয়ের কাজটা করে যাচ্ছে বলে সঠিক আলোচনা হয়না, এবং অধিকাংশ মানুষ অর্থনীতি, বিশ্বায়ন, আন্তর্জাতিক অর্থ তহবিল, বিশ্বব্যাংকের খেলা, পেট্রো-রাজনীতি এসব বিষয় ভালো বুঝতে পারেননা। 
    ___________________________
     
    হয় এসব বিষয় আলোচনা খুব জ্ঞানীদের মতো করা হয়, বা জটিল করে তোলা হয়। মানুষ ধরতেই পারেননা যে অর্থনীতি জিনিষটা আমাদের জীবনকে কীভাবে রক্তের শিরা উপশিরার মতো নিয়ন্ত্রণ করছে। শাসকশ্রেণী চায়না, সাধারণ মানুষ অর্থনীতির মারপ্যাঁচ ধরে ফেলুক। অথচ, প্রতিদিনের জীবন আমাদের অর্থনীতি-কেন্দ্রিক। এক মার্কিন ডলারে কেন এখন ভারতীয় মুদ্রা এক ঐতিহাসিক, সর্বনিম্ন অবস্থায় এসে পৌঁছেছে, তা বুঝতে না পারলেও তার কারণে আমার নিজের ওয়ালেট বা ব্যাঙ্ক ব্যালেন্স কীভাবে ক্ষতিগ্রস্ত হবে, তা বোঝা অবশ্যই দরকার। খুব সহজ উপায়ে মানুষকে এই বিজেপি আর এস এস জাতীয় ফ্যাসিস্ট শক্তির মিথ্যা ও ফাঁকা ভোট-প্রতিশ্রুতিগুলোকে নগ্ন করে দেওয়া সম্ভব। 
     
    হাজার উদাহরণ এখন আমাদের চোখের সামনেই আছে। দৈনন্দিন খরচ, ব্যাংকের সুদ কমিয়ে দেওয়া, পেনশন বন্ধ, ব্যক্তিগত ঋণের পরিমাণ, স্বাস্থ্য ও শিক্ষার খরচ, ট্রেনভাড়া, বাসভাড়া, তেল, গ্যাস, কয়লা। ইত্যাদি ইত্যাদি। বেকারত্ব, নির্বিচারে ছাঁটাই, শ্রমিক ইউনিয়ন ধ্বংস। এগুলো বোঝার জন্যে অর্থনীতিবিদ হতে হয়না। 
     
    __________________
     
    এবং (৩) এই ফ্যাসিস্ট শক্তিগুলোর নিজেদের হিপোক্রিসিগুলোকে উন্মোচিত করে দেওয়া। 
    ___________________
     
    অর্থাৎ, তারা কী প্রীচ করে এবং কী প্র্যাকটিস করে -- কথা ও কাজের মধ্যে যে আকাশপাতাল তফাৎ। এই বিজেপি ও আর এস এস চিরকাল স্বদেশী অর্থনীতির কথা বলে এসেছে, ভারতীয়ত্ব রক্ষার কথা বলে এসেছে, এবং বিদেশী অর্থ ও সংস্কৃতি ভারতকে বেনোজলের মতো ভাসিয়ে নিয়ে যাওয়ার বিপদ সম্পর্কে সাবধান করে দিয়েছে। 
     
    এখন, তারা ঠিক উল্টো কাজ করছে। ভারতীয় বাজার এখন একদিকে আম্বানি, আদানি, আর একদিকে মার্কিনি ও বহুজাতিক কর্পোরেশন সম্পূর্ণ দখল করে নিয়েছে। সামাজিক দিক থেকেও তাই -- প্রধানতঃ মার্কিনি টিভি ও বিনোদন, পর্ণোগ্রাফি, খাদ্য পানীয়, এবং টেকনোলজি বিদেশী শক্তিগুলো গ্রাস করে ফেলেছে। বিজেপি ও আর এস এস কোনো কথা বলেনা। 
     
    সেটাই বিরাট হিপোক্রিসি। মুখে এক, কাজে আর এক। সুতরাং, বিজেপি ও আর এস এস সৎ, সেই ব্যাপারটা উলঙ্গ করে দেওয়া যায় সহজেই। তারপর তো ওই বিজয় মাল্য, নীরব মোদী, ভোটের সময়ে ও পরে কোটি কোটি কালো টাকার খেলা, বিদেশ থেকে ডলার ও পাউন্ড পাচার -- এসব আছেই।  
    __________________
     
    এর ফলে, এমনকি শুধু যদি ভারতের ৮০ শতাংশ হিন্দুর কথাও আমরা ধরি, যা কিনা ১২০ কোটির মধ্যে ৯৬ কোটি, তাদের অবস্থারও ক্রমশই পতন হচ্ছে। কেবলমাত্র ধনী হচ্ছে সেই উপরের ১ শতাংশ। এখন ১২০ কোটির ১ শতাংশও হলো ১ কোটি ২০ লক্ষ মানুষ। কম নয়। তার মধ্যে ফিল্মস্টার আছে, ক্রিকেট প্লেয়ার আছে, সানি লিওন আছে, বম্বের স্টক মার্কেট আছে, আরো অনেক ব্যবসায়ী আছে। তারা ক্রমশই ধনী হচ্ছে। 
     
    ____________________
     
    সুতরাং, বিজেপি ও আর এস এস হিন্দুদেরও কোনো কল্যাণ করছেনা। শুধু তাদের কাজে লাগাচ্ছে। 
    ____________________
     
    মানুষকে খুব সাধারণ উদাহরণ দিয়ে দেখতে হবে, গত পাঁচ বছরের তাদের আর্থিক অবস্থা কি ভালোর দিকে গেছে, না খারাপের দিকে। এবং সামনের বছরগুলোতে কীভাবে তারা অবস্থার উন্নতি হবে বলে আশা করছে। 
     
    বড় বড় তত্ত্বকথা, কিংবা হাজার রেফারেন্স ও স্ট্যাটিস্টিক্সের কোনো দরকার নেই। 
    ___________________
     
    নিউ ইয়র্ক
     

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ব্লগ | ০৪ সেপ্টেম্বর ২০২১ | ২৮৯৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ভারতীয় | 2405:201:9002:30a1:fc4d:1a99:f814:6b9c | ০৪ সেপ্টেম্বর ২০২১ ২২:২৭497614
  • এইসব আবোলতাবোল বকাগুলো দেশে এসে বললে হয় না ? নিজের তো ভালোই গুছিয়ে নিয়েছেন ! দেশের মানুষের জন্য এবারে দরদ উথলে উঠছে !!!!
     
     
    হিপোক্রিট হনুমান যতসব !!!!
  • Ranjan Roy | ০৪ সেপ্টেম্বর ২০২১ ২৩:৪০497623
  • ঠিক কোন্ কথাগুলো আবোলতাবোল যদি একটু বুঝিয়ে বলেন?
  • Partha Banerjee | ০৫ সেপ্টেম্বর ২০২১ ০১:০০497624
  • রঞ্জন, ওদের কাছে উত্তর পাবেন না। ওরা উত্তর দেবার জন্যে এখানে আসেনা। বিষ্ঠা ছড়িয়ে যাবার জন্যে আসে। যাতে অন্যরা দুর্গন্ধে মুখ ঘুরিয়ে চলে যায়। এটাই ওদের স্ট্র্যাটেজি। 
  • guru | 103.135.228.155 | ০৫ সেপ্টেম্বর ২০২১ ২১:১২497689
  • রঞ্জন ঠিকই লিখেছেন ।অনেক অনেক ধন্যবাদ সত্যি কথাটি বলার জন্য . কিন্তু ঘটনা হলো আম্রিগার পুঁজি সারা পৃথিবীকে ছিবড়ে করে ফেলেছে চীন রাশিয়া পাকিস্তান ইরাক ইরান আফগানিস্তান তুরস্ক সব সব শেষ | আমার নিজের দেশের অবস্থা নিয়ে অসহায় লাগছে .
     
    মিডিয়া মগজধোলাইয়ের আর শব্দ-হিংসার আরো বড়ো একটা কারণ হলো মানুষের চোখটি সবসময় ঘুরিয়ে রাখা যাতে সে আসল সত্যগুলো নিয়ে প্রশ্ন না করে | তাই সবসময় টিভি খুললেই লাভ-জিহাদ , পাকিস্তান আর এখন নতুন সংযোজন তালিবান | দৃষ্টি ঘোরাতে আর কি চাই ? UP ইলেক্শনটাও মোটামুটি মারা হয়েই গেছে .
     
    কিন্তু রঞ্জন আপনি কি মনে করেন এর সমাধান কি ?
  • aranya | 2601:84:4600:5410:5970:dc2f:143a:ee2d | ০৬ সেপ্টেম্বর ২০২১ ০৪:৫৬497707
  • আম্রিগার পুঁজি চীন-কেও ছিবড়ে করে ফেলেছে !!!!! 
    আমার তো ধারণা ছিল চীন- ই এখন আর্থিক ক্ষমতায় পৃথিবীতে এক নম্বরে। গুরু খিল্লি করছেন মন লয় :-)
  • aranya | 2601:84:4600:5410:5970:dc2f:143a:ee2d | ০৬ সেপ্টেম্বর ২০২১ ০৪:৫৯497708
  • 'বিজেপি ও আর এস এস হিন্দুদেরও কোনো কল্যাণ করছেনা। শুধু তাদের কাজে লাগাচ্ছে'
    - খুবই সত্যি ​​​​​​​কথা। ​​​​​​​এটা ​​​​​​​তথ্য ​​​​​​​সহযোগে ​​​​​​​ব্যাপক ​​​​​​​প্রচার ​​​​​​​দরকার, ​​​​​​​মূল ​​​​​​​ধারার ​​​​​​​সংবাদ ​​​​​​​মাধ্যমে। ​​​​​​​
  • Ranjan Roy | ০৭ সেপ্টেম্বর ২০২১ ১৩:২৫497791
  • গুরু
    না, সমাধান আমার জানা নেই। বড় ক্লান্ত লাগে মাঝে মাঝে। একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা।
    তবু একটা চেষ্টা চালিয়ে যাই। ফ্যাক্ট গুলোকে সামনে আনার। হিন্দি বলয়ে সোশ্যাল মিডিয়ায় কীভাবে প্রচার হয় ভাবা যায় না। অনেক বাঙালী হোয়া গ্রুপ এতে সামিল।
    যেমন অনেকে মনে করেন ইন্দিরার স্বামী ফিরোজ গান্ধী আসলে ফিরোজ খান।  মারা যাওয়ায় ইউপির অমুক কবরখানায় তাঁর শেষ্কৃত্য করা হয়েছিল। কোন ডকুমেন্ট নেই ,শুধু কিছু লোকের কথাই যথেষ্ট। আমি যখন রেকর্ড তুলে  দেখাই যে উনি পার্শী, ফিরোজ গ্যান্ডহি, এবং মুম্বাইয়ের কোন পার্শী শবগৃহে তাঁর বাবার বডি ছিল তার রেকর্ড/রেজিস্টার আছে। আরো বলি যে উনি সাংসদ ছিলেন ফলে তাঁর কাজকম্ম পাবলিক ডোমেইনে রয়েছে এবং কোন পার্শী শবগৃহে তাঁরও বডি রাখা ছিল তারো রেকর্ড আছে তখন চুপ। কিন্তু একমাস পরেই ইন্দিরা গান্ধীর শবদেহের সামনে পুত্র ও পৌত্রদের ছবি দেখিয়ে বলে --দেখ , কীভাবে মুসলিম কায়দায় হাত জোড় করেছে, এরপরও বিশ্বাস করনা যে ওরা আসলে ছদ্মবেশি মুসলিম?
    আমি বিরক্ত হয়ে বলি--এটাও বলুন নিহত হবার পর ইন্দিরাকে ও রাজীবকে কবর দেয়া হয়েছিল, দাহ করা হয়নি!
    কালকে আবার একটা সাদাকালো ছবি পোস্ট করেছে-- জ্যোতিবাবু ও মমতার সৌজন্য সাক্ষাতের।
    দেখ, জ্যোতিবাবু কেমন মুসলিম কায়দায় মমতাকে অভিবাদন করছেন! আসলে উনি মমতাজ বেগম তো !
    এমন বুদ্ধিহীনতার চাষ চলছে চারদিকে যে--!
    এটাও দেখুনঃ কংরেসের হাতে পাকিস্তানের ও বাংলাদেশের জন্ম, ভারত তিনটুকরো।
    লিখলাম-- ১৪ই আগস্ট পাকিস্তান জন্মেছে, ভারতের একদিন আগে-- বৃটিশ সরকারের সময়ে। আর বাংলাদেশ হয়েছে পাকিস্তানকে দু'টুকরো করে। এবং পাকিস্তানকে ঘরে ঢুকে কেউ যদি মেরে থাকেও  তার নাম ইন্দিরা গান্ধী, ইছোগিল খাল অব্দি গিয়েছিল ভারতের ফৌজ।
    ক্লান্ত লাগে।
    আম্বানী কিনে নিয়েছে এনডিটিভির নির্ণায়ক শেয়ার। রবীশের বিশেষ একটা প্রোগ্রাম বন্ধ করিয়ে দিয়েছে। কিন্তু সত্য হিন্দি, নিউজ লন্ড্রী, ব্যানার্জির 'দেশভক্ত' চ্যানেল এবং রাঠির চ্যানেল সিরিয়াস কাজ করে চলেছে।
    নিউজ ২৪ ঘন্টায়  সন্দীপ চৌধুরি তথ্যসমৃদ্ধ ডিবেট করিয়ে সরকারের খোলাখুলি সমালোচনা করছেন। এগুলো আশার কথা।
    আরেকটা  আশার ব্যাপার--এদের রেটোরিক ফুরিয়ে আসছে। নতুন গল্প আর নেই। প্রচন্ড আর্থিক সঙ্কটের মুখে খুলে পড়ছে অনেক মিথ্যার মুখোশ।
    হতাশা--সমস্ত বিরোধী দলগুলো নিজের নিজের জমিদারি বাঁচাতে ব্যস্ত। ফলে বিরোধী বিকল্প গড়ে উঠছে না। ভোট ভাগ হবে।
  • | ০৭ সেপ্টেম্বর ২০২১ ১৪:৩১497794
  • রবীশ কুমারের কোন প্রোগ্রাম বন্ধ হল?
    প্রাইম টাইম তো কালও দেখলাম। ওটা চলছে। হ্যাথওয়ে নাকি ওদের কেবল থেকে এনডিটিভি বাদ দিয়েছে, রবীশ বলছিলেন। 
  • Ranjan Roy | ০৭ সেপ্টেম্বর ২০২১ ১৯:৫১497801
  • দ 
    আপনিই ঠিক। সম্ভবতঃ বিভিন্ন কেবলদের বলেছে রবীশের প্রোগ্রাম না দেখাতে। আমি ঠিক ফলো করতে পারিনি।
  • জিৎ | 2409:4060:404:b271:e801:29b5:d33c:afee | ০৭ সেপ্টেম্বর ২০২১ ২১:৪৭497805
  • অর্থনীতি বেহাল, ক্রয়ক্ষমতা কমছে, চাকরি নেই, শ্রমিকের অধিকার কেড়ে নেওয়া - এসব নয়া উদারবাদী নীতির ফল। বিরোধীরা ক্ষমতায় এলে নয়া উদারবাদী নীতিকে বর্জন করা হবে এরকম তারা এখনও কেউ বলেনি। Cosmetic changes কিছু হতে পারে। অর্থনীতি বিগড়ে যাওয়াতেই fascism এর উত্থান। আসামে বাঙালিকে টার্গেট করে NRC করা কি ফ্যাসিবাদী কায়দা নয়? তার বিরোধিতা তো কোন বিরোধী দল করেনি, সাপোর্ট ই করেছে। তাহলে তাদের ফ্যাসিবাদী বলা যাবে না কেন? যে দলই আসবে সেও একই ভাবে সমস্যা থেকে মানুষের নজর ঘুরিয়ে দেবে।
  • সৃষ্টিছাড়া সাম্যবাদী | 2405:201:8003:9807:1c6e:afd3:35a5:6005 | ০৯ সেপ্টেম্বর ২০২১ ০৮:৫৪497864
  • মাননীয়ার অনুদান প্রসাদ অন্ন ভোগী হয়ে, বাংলা হাফপ্যান্ট পরা বাক তল্লা করে। পথে নেমে লড়াই করবে বঙ্গবাসী! ফু হ
  • Soumitra Sasmal | ১০ সেপ্টেম্বর ২০২১ ১৬:০০497911
  • ওহে রঞ্জন আপনি সত্যিই ক্লান্ত। খানিক বিশ্রাম নিন। তারপরে না হয় দেশে ফিরে আসার চেষ্টা করুন। তারপরে আর কি ভোটে দাড়িয়ে পড়ুন। আপনার হয়ে প্রচার টা গুরুই করে দেবে।
    ক্ষমতা থাকলে যেখানে আছেন সেইখানে এমন কোনো আরটিকেল লিখুন, আর ডোনাল্ড ট্রাম্প কে অসভ্য বর্বর বলে গালাগাল দিন । আমি তো দেখতে পাচ্ছি, মমতা ব্যানার্জীর মত এমন নিম্ন রুচির মিথ্যেবাদী মহিলা সারা ভুভারতে আছে কিনা! কিন্তু আপনাদের মত কুশীলবদের কলম থেকে একফোঁটা কালি নিঃসৃত হয় না তার নিন্দায়।
    আজব লোক মশাই আপনারা! Nirod C Chowdhury মহাশয় বেচেঁ থাকলে হয়তো, আপনাদের জন্যে সঠিক বিশেষণ দিতে পারতেন।
  • Soumitra Sasmal | ১০ সেপ্টেম্বর ২০২১ ১৬:০৩497912
  • ওহে পার্থ ব্যানার্জি মহাশয়, আপনাদের বিষ্ঠা কি অতি সুগন্ধী যুক্ত? যার সু ঘ্রাণে আপামর জনগণ আপনাদের দিকে আকৃষ্ট হয়ে পড়বে? 
  • Somenath Guha | ১১ সেপ্টেম্বর ২০২১ ১২:৩৬497950
  • ভালো লিখেছেন পার্থ। সাধারণ উদাহরণ দিয়ে মানুষকে বোঝাতে হবে। বাকতল্লা করে লাভ নেই।
  • সন্তোষ বন্দোপাধ্যায় | 2401:4900:314e:3d74:0:64:be5:5001 | ১৩ সেপ্টেম্বর ২০২১ ১৮:৫০498074
  • শ্রদ্ধেয় পার্থ বাবু কথা গুলো স্বদেশ না বিদেশ থেকে বলছেন সেটা বিচার করতে যারা বসলেন তারা ঠিক করলেন না। যেটা সত্যি এবং যা বললে ওনাকে ইউ এ পি এ বা রে কোন সিডিসাস মামলায় ফাঁসিয়ে দেবে এই অসভ্য বর্বর সরকার ।আমরা বেরটোলট ব্রেস্ট, চার্লস চ্যাপলিন বা ইদানীং কালের কুনাল কামরা, দেবাঙগনা , সারজিল আহমেদ দের প্রতি কি হয়েছে দেখেছি।এই সরকার তথা ঐ নাগপুর বাসী হাফ প্যান্ট ওয়ালা দের ন্যাঙটো করছেন পার্থ বাবু।সেটা আমরা হয় বুঝি না, নাহয় বোঝার ভান করি, আর নাহয় মস্তিস্ক কে বিক্রি করে দিয়ে ফেলেছি। আসল কথা গুলো বলতে চাইছেন পার্থ বাবু, সে লন্ডন থেকে না বারাসত থেকে বিচারয নয়।
  • Sobuj Chatterjee | ১৩ সেপ্টেম্বর ২০২১ ২১:৫৭498083
  • পার্থ বাবু সোজা সাপ্টা ভাবে ভূমিকা না করে যা বললেন সেটা crystal clear. কিন্তু আমার প্রশ্ন হলো গনতান্ত্রিক ভাবে মোকাবিলা করা ছাড়া আর কি উপায় আছে? সারা ভারতে এমন একজন নেতার কথা বলুন যে এই স্বৈরতান্ত্রিক ব্যাবস্থার বিরুদ্ধে বিশ্বাসযোগ্য ভাবে  মুখ হতে পারে। তার প্রতি মানুষের আস্থা আছে বা থাকবে!!
  • Partha Banerjee | 38.108.247.6 | ১৫ সেপ্টেম্বর ২০২১ ২০:৫০498171
  • সন্তোষ বন্দোপাধ্যায় -- ওদের উত্তর নেই। শুধু আছে অশ্লীলতা, হিংসা ও ঘৃণা। আর জরুরি বিষয়গুলো থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়া -- বিভিন্ন রাস্তায়। ভোটের আগে পুলওয়ামা-বালাকোট। যার কোনো তদন্তই হলোনা। অর্থনীতি ভেঙে পড়েছে? পেট্রল ১০০ টাকা, রান্নার গ্যাসের সিলিণ্ডার ১০০০ টাকা, পোস্তর মতো সামান্য বস্তু ২৫০০ টাকা কিলো? করোনাতে ৫ লক্ষ মৃত্যু? নারীনির্যাতন আকাশছোঁয়া? চাকরি বাকরি নেই? এক ডলার এখন ৭৫ টাকার কাছাকাছি? ওসব নিয়ে কথা বোলোনা। তোমাকে দেশদ্রোহী আখ্যা দেওয়া হবে। রাস্তায় একা পেলে খুন করা হবে। সোশ্যাল মিডিয়াতে তোমাকে ব্যক্তিগত আক্রমণ করা হবে। ফ্যাসিবাদের সমস্ত লক্ষণই স্পষ্ট। মিডিয়া কিনে নিয়েছে আম্বানির দল। গোয়েবলসরা নিরন্তর সক্রিয়। 
     
  • Soumitra Sasmal | ১৬ সেপ্টেম্বর ২০২১ ১৪:৫৭498197
  • পার্থ ব্যানার্জি   -
    আপনি হয় মিথ্যেবাদী না হয় ইচ্ছাকৃত ভাবে ভুল তথ্য দেন।
     
    ১।  করোনায়  এখনও পর্যন্ত মৃত্যু ৪৪৩৯২৮ । 
    ৫ লক্ষ নয়। আপনাদের আমেরিকার চেয়ে অনেক কম।
    ২। JK পোস্ত  ১০০ গ্রাম ১৮৩ টাকা। তাহলে খোলা অবস্থায় কিনলে আরো কিছু কম পাবো। কোনো অবস্থায় ২৫০০/কেজি নয়।
    ৩। আমি শেষ এলপিজি কিনেছি ৮৬১ টাকায় ভর্তুকি ছাড়া। ১০০০ নয়।
    ৪। 1 USD = 73.48
     
    আপনি বলবেন, ওই হলো আর কি! 
    না হলো না। আপনারা ইচ্ছাকৃত ভাবে এই ভাবেই চলেন। 
    হ্যা পেট্রোলের দাম ১০০ র উপরেই। তার মধ্যে কে কত আয় করে সেটাও জানানোর প্রয়োজন আছে বটে।
    (আপনিও কি গোয়েবলস এর পদ্ধতি নিচ্ছেন?)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন