এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • সব মরণ নয় সমান

    সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ১৯ আগস্ট ২০২১ | ১২৫৯ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • সব মরণ নয় সমান। আফগানিস্তান নিয়ে দুনিয়া চিড়বিড়িয়ে অস্থির, ওদিকে শিশিরের শব্দের মতো চুপচাপ এসব প্রাতিষ্ঠানিকভাবে চলতেই থাকে সৌদি টৌদিতে। ২০১৬ তেই সেখানে শুভ নববর্ষের সূচনা হয়েছিল একসঙ্গে জনা পঞ্চাশ লোকের গণজবাই দিয়ে। এদের মধ্যে জনা চারেককে মারা হয়েছিল গুলি করে, বাকিদের স্রেফ মুন্ডু কেটে খাল্লাস। খতমের লিস্টিতে এক দিকে যেমন রয়েছেন 'সন্ত্রাসবাদী'রা, অন্যদিকে আছেন জনপ্রিয় শিয়া নেতা আল-নিমর, যিনি আর কিছু না, স্রেফ সংখ্যালঘু শিয়াদের সমানাধিকার চেয়েছিলেন। না, তালিবানদের কাণ্ড না, রীতিমত সৌদি আদালতের নির্দেশেই এই মুন্ডু কাটার কারবার।

    আঁতকে ওঠার কিছু নেই, ও দেশে ক্ষতিকর লোকেদের ধরে প্রকাশ্যে মুন্ডু কেটে নেওয়াই দস্তুর। এই পবিত্র কাজের জন্য দেশের রাজধানীতে রয়েছে এক নির্দিষ্ট চক, যেখানে রীতিমত ঢাকঢোল পিটিয়ে নরবলি চলে। রাজদ্রোহী দুষ্টু লোকেদের মাথা কেটে নেওয়া হয়, ফিনকি দিয়ে রক্তটক্ত ছোটে, আর চারদিকে লোকজন জমিয়ে দেখে এই নরবধ অপেরা। এ অবশ্য নেহাতই লঘু শাস্তি। কঠিনতম শাস্তিগুলি শুনলে পেটের নাড়িভুঁড়ি অবধি শিউরে উঠবে। সেসব বরাদ্দ আছে বিশেষ লোকেদের জন্য। দুশ্চরিত্রা নারীরা তাদের মধ্যে অন্যতম। বিবাহিত কোনো মহিলা পরপুরুষের সঙ্গে পাপকার্যে লিপ্ত হলে তার একমাত্র শাস্তি হল ধীরেসুস্থে অনুতাপ করতে করতে পটল তোলা। অনুতাপ করতে সুবিধে হবে বলে পাপী ও অপরাধীকে প্রথমে মাটিতে আধখানা পুঁতে দেওয়া হয়, বেঁধে দেওয়া হয় হাত। আর তার পর চারদিক থেকে ঘিরে ধরে প্রাজ্ঞ জনতা একটা একটা করে পাথর ছুড়ে মারে। মেয়েটা ছটফট করে, হাউমাউ করে, নাক ফট করে ফেটে যায়, চোখ গেলে যায়, ফাটা মাথার ফাঁক দিয়ে গলগলিয়ে বেরিয়ে আসে ঘিলু। এ সব দেখে এক আধটা লোক ভিরমি খায় না তা নয়, কিন্তু সে তো পাঁঠাবলি দেখেও হয়।

    পশ্চিমী মিডিয়ার এ নিয়ে কোনো তাপ-উত্তাপ নেই, কারণ সৌদি হল দুধেল গাই। প্রচুর তেল, প্রচুর পয়সা, কনট্র‌্যাক্টের পাহাড়। বহুজাতিকগুলো ফেঁপে লাল। তাই সৌদি নিজেদের দূতাবাসে ডেকে আমেরিকার স্থায়ী বাসিন্দাকে পিটিয়ে মারলেও আমেরিকা মানে-মানে চেপে যায়। একগাদা সৌদি নাগরিক প্লেন উড়িয়ে টুইন টাওয়ার ভেঙে ফেললে সৌদিকে নয়, আমেরিকা আক্রমণ করে প্রথমে ইরাক তারপর আফগানিস্তানকে। ইরাক আক্রমণটা তো বিশ্বের বৃহত্তম জালিয়াতি, কাঁচা ঢপ দিয়ে যুদ্ধ বাধানো। অন্য কোনো দেশ করলে এতদিনে যুদ্ধাপরাধে বিচার হয়ে যেত, কিন্তু বুশ এখনও সোনামুখ করে হিরো হয়ে বসে আছেন। গোটা পশ্চিমী মিডিয়া এই কাঁচা ঢপ ছড়িয়ে মধ্যপ্রাচ্যটা গোল্লায় দিতে মদত দিয়েছিল। এখন আফগানিস্তান থেকে হটে আসতে হচ্ছে বলে মড়াকান্না জুড়েছে। প্রশ্ন করতে ইচ্ছে করে, এই শ্মশানটা বানিয়েছিল কে? কে মুজাহিদিনদের ট্রেনিং দিয়েছিল? ইন্দোনেশিয়া থেকে সৌদি পর্যন্ত মৌলবাদকে কে মদত দিয়ে গেছে এবং যাচ্ছে? একটি কথাও শুনছিনা সেই নিয়ে।

    আরেকটা জিনিস, বিগত কয়েক দশক ধরে পশ্চিমী মিডিয়ার পেট বিষয়। আইডেন্টিটি পলিটিক্স। এখন তারা পড়েছে স্রেফ আফগান মহিলাদের নিয়ে। হ্যাঁ, আফগান মহিলাদের ওখানে নিঃসন্দেহে চোদ্দটা বাজিয়ে দেওয়া হবে। সৌদির মতো অবস্থা হবে। কিন্তু সমস্যাটা কি শুধু মহিলাদের? নাজিবুল্লা মহিলা ছিলেন? যারা প্লেনের চাকা ধরে ঝুলে পড়ছে, তারা মহিলা? কী পরিমান ভয় থাকলে ওই কাজ করা যায়? শহরে শহরে, পশ্চিমী মিডিয়ার রিপোর্ট অনুযায়ীই, সত্যি মিথ্যে জানিনা, যাদের ধরে কোতল করা হচ্ছে, তারা মহিলা? এদের কি বিপদ কম, না নরমেধ যজ্ঞ ইদানিং একটু কম বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে? পুরো সমস্যাটাই তো মানবাধিকারের। তার চেয়েও বড় কথা হল, এই ঘোঁট কীকরে পাকল, সেটা তো হিসেব থেকে বাদই। কথা হল, সেটা বাদ দিয়ে এই সমস্যার সমাধান হবে? ঘন্টা হবে। এ তো সারা গায়ে যখন সেপটিক, তখন স্রেফ ল্যাজের চিকিৎসা চলছে। ডান-বাম সমস্ত রাজনৈতিক মহলেই। আসল কথাটা কোথাও নজরে পড়লনা, যে, সৌদিকে মাথায় তুলে রাখব, আর মৌলবাদের বিরুদ্ধে ফাইট দেব, এ কি হয়? একটা দেশকে কয়েক দশক ধরে চুষব, আর তার বিরুদ্ধে রিভোল্ট হবেনা, সে কি হয়? "প্রগতিশীল" ফাইটারদের আগেই তো ফৌত করে দেওয়া হয়েছে, এখন গোঁড়া মৌলবীরাই রিভোল্ট করবে। ইরাকে করেছে, আইসিস। আফগানিস্তানে হয়েছে, তালিবান। তাদের সঙ্গে এঁটে উঠতে পারেনি, ডিলও হয়েছে শোনা যাচ্ছে। কে জানে, ডিলের জন্যই হয়তো বৃহত্তর চিত্রটা নিয়ে কোনো হইচই নেই। কেঁচো খুঁড়তে কী বেরোবে কেউ জানেনা। তাই, সব মরণ নয় সমান।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিপ্লব রহমান | ২০ আগস্ট ২০২১ ১৩:৩২496904
  • সৈকত দার কী জিহাদী ডর নাই? মুন্ডু কাটা, পাথর নিক্ষেপ, সবই শরিয়তি বিধান। 


    দ্বীনের পথে আসুন, শ্লোগান ধরুন, আমরা সবাই তালিবান, বাংলা হবে আফগান! :পি 

  • aranya | 2601:84:4600:5410:8c72:b37:2a0f:ff8d | ২০ আগস্ট ২০২১ ১৯:২৮496913
  • শরিয়তি বিধানের তো বদল হওয়া দরকার, সংস্কার দরকার। হিন্দু সমাজে সতীদাহ যেমন বন্ধ হয়েছে 


    কোরানের একটি শব্দ- ও বদলানো যাবে না - এমনটা ভাবলে তো কোন সংস্কারই সম্ভব না, বিধর্মীরা চিরদিনই শাস্তিযোগ্য বলে গণ্য হবে 

  • aranya | 2601:84:4600:5410:8c72:b37:2a0f:ff8d | ২০ আগস্ট ২০২১ ১৯:৪১496914
  • শরিয়া আইন বোধহয় কোরান আর হাদিশ-এর  ওপর ভিত্তি করে।  


    মুসলিম দের ভিতর থেকে সংস্কারের চেষ্টা কিভাবে চলছে, বিভিন্ন দেশে বা গোষ্ঠীতে তা জানতে ইচ্ছা করে। 


    বিপ্লব, লিখবেন ? 

  • aranya | 2601:84:4600:5410:8c72:b37:2a0f:ff8d | ২০ আগস্ট ২০২১ ১৯:৪৯496915
  • সৌদি দুধেল গাই, তাকে কেউ ঘাঁটায় না, এটা একটা বিশাল সমস্যা তো বটেই। শুধু নিজের দেশে মধ্যযুগীয় বর্বরতা চালাচ্ছে এমন তো নয়, সৌদির টাকায় বাংলাদেশের সমাজ, ধর্মনিরপেক্ষ বাতাবরণ পাল্টে যাচ্ছে - মসজিদ, মাদ্রাসা র ছড়াছড়ি - কাল রাতেও এক বাংলাদেশী বন্ধু এ নিয়ে দুঃখ করছিল।  ভারতেও হুলিয়ে সৌদি ফান্ডিং আসে 

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন