এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বাকিসব  মোচ্ছব

  • ইউরো ২০২০ 

    b
    বাকিসব | মোচ্ছব | ০৮ জুন ২০২১ | ৫০৬৮ বার পঠিত | রেটিং ৪ (২ জন)
  • তা দ্যাখেন, অরিজিৎ আর গান্ধী বিদেয় নেবার পরে জেনুইন ফুটবল এন্থুসিয়াস্টরা  গুরুতে নেই। এদিকে ইউরো  ( ১ বছর দেরীতে ) শুরু হবে শুক্কুর / শনিবার   থেকে ।  এবারে আছে ছটা গ্রুপ। 


    এ ঃ টার্কি, ইটালি, ওয়েলস, সুইজারল্যান্ড। 


    বিঃ ডেনমার্ক, ফিনল্যান্ড, বেলজিয়াম, রাশিয়া 


    সিঃ হল্যান্ড, ইউক্রেন, অস্ট্রিয়া, উত্তর ম্যাসিডোনিয়া


    ডি:  ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, ইংল্যান্ড,  স্কটল্যান্ড।


    ই ঃ  পোল্যান্ড, স্লোভাকিয়া, স্পেন, সুইডেন ।


    এফঃ হাঙ্গেরি, পর্তুগাল , ফ্রান্স, জার্মানি


    প্রি কোয়ার্টার ফাইনালে প্রতি গ্রুপ থেকে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দল  উঠবে। এছাড়া  তৃতীয় স্থানাধিকারীদের মধ্যে প্লে অফ হয়ে আরো চারটে দল।  মোট ষোলোটি। 


    নিন প্রেডিক্ট করুন। 

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৯ জুন ২০২১ ২৩:৩৭734682
  • হুঁ

  • b | 14.139.196.12 | ২৯ জুন ২০২১ ২৩:৪৫734683
  • যীশু ভক্তের কথা শুনলো না। জালিম দুনিয়া। 

  • lcm | ৩০ জুন ২০২১ ০৯:৪৩734684
  • ইংল্যান্ড আজ ভালো খেলেছে। ৫৫ বছর বাদে জার্মানিকে হারিয়েছে। শুধু তাই নয়, এক সময় দেখলাম জার্মানির এক ডিফেন্ডার ইংল্যান্ডের এক খেলোয়াড়কে আটকানোর জামা ধরে টানছে। কালকের ঐ দুটো ম্যাচের পরে ভেবেছিলাম আজ ইংল্যান্ড-জার্মানি ম্যাচ খুব পানসে টাইপের হবে, তা হয় নি।

    ওদিকে, সুইডেন ইউক্রেন ম্যাচটাও ভালো হয়েছে। সুইডেনের এমিল ফোর্সবার্গ একটা গোল দিয়েছে, আরও একটা অসাধারণ শট ক্রশবারে আটকে গেল। অবশ্য ইউক্রেনের একটা প্রায় শিওর শট সাইড বারে আটকে গেছে।

  • b | 14.139.196.12 | ০৩ জুলাই ২০২১ ০৮:১৬734702
  • কাল বেলজিয়াম আর সুইজারল্যান্ডকে সাপোর্ট কচ্ছিলাম, আজ ইংল্যান্ডকে কর্ব। 

  • Tim | 2603:6011:6506:4600:f40a:523a:1622:1c85 | ০৩ জুলাই ২০২১ ০৯:৩২734703
  • আজ স্পেনের খেলা ভালো লাগলোনা। ইতালি বেশ ভালো খেলছে, দেখতেও ভালো লাগছে।

  • Tim | 2603:6011:6506:4600:f40a:523a:1622:1c85 | ০৪ জুলাই ২০২১ ০১:১৩734705
  • আজকেও সায়েব রা থেকে গেল মনে হচ্ছে

  • b | 14.139.196.12 | ০৪ জুলাই ২০২১ ১২:০৭734706
  • সায়েবরা মোমেন্টাম পেয়ে গেছে। এমনকি হ্যারিকেনও একাধিক গোল দিচ্ছে। সেটা অবিশ্যি সম্ভব হয়েছে "ছিলো ইউক্রেন হয়ে গেলো সোনালীশিবির " এই ঘটনার ফলে । এমনিতে গ্রেলিশ, ফোডেন, মাউন্ট আর স্টার্লিং যে দলে খেলছে, তাদের হাল্কা না নেওয়াই ভালো। 


    ডেনমার্কের খেলা ভালো লাগলো। যেমন লিভার তেমনই ফিভার। দ্বিতীয় গোলের সেন্টারটা  অসামান্য।  এই লেভেলে খেলতে পারলে ইংল্যান্ডের কপালে দুঃখ না থাকলেও চাপ আছে।  অস্ট্রিয়া বড্ড বেশি শিক (উচ্চারণডা কি শুদ্ধ হইলো?)নির্ভর মনে হলো। 

  • b | 14.139.196.12 | ০৪ জুলাই ২০২১ ১২:২৮734707
  • ছড়িয়েছি। ওটা অস্ট্রিয়া নয়, চেক রিপাব্লিক । 

  • Tim | 2603:6011:6506:4600:f40a:523a:1622:1c85 | ০৪ জুলাই ২০২১ ২০:৩৪734708
  • শিক ঠিক আছে, একটা ই আছে উচ্চারণে কোথাও, আবাপ ওটা ভালো করে লিখে দেবে।


    ইউক্রেন সেকেন্ড গোলটা খেয়ে ঘেঁটে গেল। 


    ডেনমার্কের সেকেন্ড গোলের সেন্টার আমিও মনে রেখেছি। ওরাও যদি ইংল্যান্ডকে হারাতে না পারে খুবই দুঃখ পাব।

  • aranya | 2601:84:4600:5410:21aa:e3b9:62ad:37e1 | ০৫ জুলাই ২০২১ ০২:৩৯734712
  • ডেনমার্ক - ইংল্যান্ড হাড্ডাহাড্ডি খেলা হবে। ইউক্রেন- এর কোয়ার্টার ফাইনালে ওঠার কথা নয়, রেড কার্ড দেখে ১০ জনে খেলতে না হলে সুইডেনই জিতত 

  • aranya | 2601:84:4600:5410:21aa:e3b9:62ad:37e1 | ০৫ জুলাই ২০২১ ০২:৪৬734714
  • ইতালি-র খেলা দেখে বেশ চমকেছি। অনেক দিন বাদে ফুটবল দেখছি, ইতালি বরাবর ডিফেন্সিভ খেলে বলেই জানতাম। এ এক অন্য ইতালি 

  • b | 14.139.196.12 | ০৮ জুলাই ২০২১ ০৯:১৯734733
  • কাল তো ইংল্যান্ড ভালৈ খেললো। রাইট আউট (সাকা ) অসম্ভব স্পিড। 


    যাক একটা জিতুক। চিরকেলের আন্ডারডগ। 

  • a | 202.53.63.194 | ০৮ জুলাই ২০২১ ১০:১৮734734
  • সায়েবরা জিতলে আর কান পাতা যাবে না আস্ফালনে। হারিকেন হয়ে উঠবে বিশ্বের সর্বকালের সেরা স্ট্রাইকার, রহিমবাবুকে মেসি রোনাল্ডোর সমকক্ষ ধরা হবে ইত্যাদি। তবে আমি পিকফোর্ডের খেলায় যাকে বলে ইম্প্রেস্ড। 

  • Tim | 2603:6011:6506:4600:f40a:523a:1622:1c85 | ০৮ জুলাই ২০২১ ১০:৩৩734735
  • ডেনমার্ক কেমন যেন দাঁড়িয়ে গেল। হ্যাঁ ইংল্যান্ড ভালো খেলেছে। 

  • sm | 2402:3a80:a54:7a39:0:5c:f456:4e01 | ০৮ জুলাই ২০২১ ১০:৫৯734736
  • ইংল্যান্ড অসম্ভব ভালো খেলেছে।ডেনমার্ক কে সেকেণ্ড হাফে দাঁড় করিয়ে রেখেছিল।টোটাল টিমটাই ভালো খেলেছে ।স্টার্লিং বেস্ট। সব থেকে ভালো লেগেছে সাউথ গেট   এর গেম      প্ল্যা্নিিিংং।


    লং পাসে খেলার স্টাইলে বদল এনেছে।মনে হচ্ছিল টিকি টাকা চলছে।


    ইংল্যান্ড জিতলে অবাক হবো না। দুটো টিম ই আমার ফেভারিট। মস্তিষ্ক বলছে ইতালি জিতবে,হৃদয় বলছে ইংল্যান্ড।

  • Tim | 2603:6011:6506:4600:2c2c:e3da:586d:2530 | ০৮ জুলাই ২০২১ ২১:৫৯734739
  • স্টার্লিং ভালো খেলছে। ওর ড্রিবলিং আর স্পিড খুবই দৃষ্টিনন্দন। ফাইনাল ইন্টারেস্টিং হবে। কিন্তু ইতালি অনেক বেশি প্রতিভাবান দল, ধারে এগিয়ে। কালকের পেনাল্টিটা থেকে গোল হয়না, এই নিয়মটা পাল্টানো উচিত। কতবার সেভ করবে রে বাবা !


    সুইজারল্যান্ড, ইউক্রেন, চেক রিপাবলিকের খেলায় আমি হতাশ। বিশেষ করে ফ্রান্স থাকলে আরো দুয়েকটা জোরালো লড়াই দেখা যেত। 

  • aranya | 2601:84:4600:5410:6918:f9b3:f474:3dda | ০৯ জুলাই ২০২১ ২০:১৮734741
  • আমি সেশ ৬০ মিনিট দেখেছি, স্টার্লিং-কে সবচেয়ে ভাল লাগল। ওর পায়ে বল পড়লেই মনে হচ্ছিল কিছু একটা হবে 

  • a | 49.199.21.166 | ১২ জুলাই ২০২১ ০৬:৪৬734754
  • সায়েবরা ঘরের মাঠে হেরেছে। 2 মিনিটে গোল দিয়ে ধরে রাখতে পারেনি, ইন ফ্যাক্ট পরে আর সেরকম ওপেনও করতে পারেনি। শেষে 3 টে পেনাল্টি মিস। সাউথগেট পেনাল্টি মারতে শিখিয়েছিল বোধয়। 


    তবে টিমটার ডিফেন্স আর গোলি ভাল। লোকে বলছে আরো পজিটিভ খেলা উচিত ছিল গিভেন গ্রেলিশ বা র‌্যাশফোর্ডের মত প্লেয়ারকে বসিয়ে রেখে। পরের বিশ্বকাপে চোখ থাকবে এদের দিকে

  • 4z | 67.70.151.52 | ১২ জুলাই ২০২১ ০৭:০৩734755
  • খারাপ লাগছে শাকার জন্য। এর দিকেও নজর রাখুন।

  • | ১২ জুলাই ২০২১ ০৯:৫০734757
  • এদিকে ইংল্যান্ড সাপোর্টাররা রাস্তায় রাস্তায় ঘুরে মারদাঙ্গা করে বেড়াচ্ছে।  ট্যুইটার ছেয়ে গেছে ওদের মারামারির ক্লিপিংসে। এই কারণে ইংল্যান্ড দলটাকে দুচোক্ষে দেখতে পারি না।

  • Tim | 2603:6011:6506:4600:f4a8:6976:73ca:a0f | ১২ জুলাই ২০২১ ১০:০৫734758
  • সাকা খুব ভালো খেলবে, দারুণ স্পিড, টাচ। ইংল্যান্ড দলটাকে আমিও দুচক্ষে দেখতে পারিনা কিন্তু কয়েকটা ভালো প্লেয়ার আছে নতুনদের মধ্যে। কাগুজে বাঘ না।

  • Abhyu | 47.39.151.164 | ১২ জুলাই ২০২১ ১০:১৭734759
  • আজকে খেলা দেখার সময় এই কথাই হচ্ছিল - সব কটা ভারতীয় ইতালিকে সমর্থন করছে - বাকিরা বলছে কেন, ভারতে বৃটিশ শাসন ছিল বলে? আমরা বললাম না, বৃটিশ মিডিয়া আর সমর্থকদের দুচক্ষে দেখতে পারি না।

    ভালো কথা, আর্জেন্টিনা জেতার পরে দমুদি কোপা আমেরিকা নিয়ে একটাও বাইট দেয় নি। খেয়াল করেছি।

  • Ramit Chatterjee | ১২ জুলাই ২০২১ ১০:৪৫734760
  • কাল ইংল্যান্ডের লজ্জা করলো না ওই 19 বছরের ছেলেটাকে শেষ পেনাল্টিটা নিতে বলল। ও তো জীবনে পেনাল্টি নেয় নি। বড় বড় প্লেয়ার রা কি করছিল ? আর 119 মিনিটে সঞ্চও আর কাকে যেন একটা নামাল, ওরা তো পেনাল্টির আগে অব্দি বল ই পায়ে পায়নি। এরকম সাব করা কি আদৌ উচিৎ ?

    তবে কাল মন ভরিয়ে দিয়েছে ইতালি। দারুন খেলেছে। চেলিনি আর বো নু চ্চি দারুণ। চেলিনি র তো পরের মাসে 37 হবে, ভাবা যায়। ইংল্যান্ডের থোঁতা মুখ ভোঁতা করে দেওয়ায় যারপরনাই আনন্দিত। তবে ওদের নির্ধারিত সময়েই জিতে যাওয়া উচিৎ ছিল। পেনাল্টি টা খুব বড় ব্যাপার। কেউ পর পর দুটো ম্যাচ পেনাল্টি তে জেতে নি। ইউরো তে। ইতালিয়ান রা বেশ চাপহীন ছিল। মজা করে খেলছিল। ভালো লেগেছে।

  • Ramit Chatterjee | ১২ জুলাই ২০২১ ১০:৪৮734761
  • মানচিনি র বদল গুলো একদম ঠিকঠাক ছিল। বিশ্বকাপ এর যোগ্যতা অর্জন না করতে পারা টিম কে ইউরো জেতানো সত্যিই কৃতিত্বের। ইতালি পুরো টিম গেম খেলেছে। স্পিনায্যলা থাকলে আরো ভালো হতো। 

  • Ramit Chatterjee | ১২ জুলাই ২০২১ ১০:৫৬734762
  • একটা জিনিস দেখে খুব অবাক হলাম। ইতালিয়ান কিপার দনুরোমা  নাকি ক্লাবহীন। আশা করি এইবার পেয়ে  যাবে। ও তো  প্লেয়ার অফ দা টুর্নামেন্ট ও হয়েছে। তবে এই বিষয়ে কোপার সাথে ইউরোর মিল আছে। দুটোর বেস্ট প্লেয়ার এরই এখন ক্লাব নেই। তবে আশা করি লিও মেসি বার্সা তেই আসবে।

  • b | 14.139.196.16 | ১২ জুলাই ২০২১ ১১:১৭734763
  • হ্যাঁ সাকা, র‌্যাশফোর্ড,  স্টার্লিং, ফোডেন, মাউন্ট, গ্রেলিশ এরা খুবই ভালো প্লেয়ার। লিনগার্ডও লিগে খুব ভালো খেলেছে, সাউথগেট কেন নেয় নি কে জানে? 


    ইটালির খেলা  এই প্রথম দেখলাম।  সেকেন্ড হাফে যা খেলছিলো, তাতে খেলাটা পেনাল্টি অবধি যায় না। ইংল্যান্ড ভেবেছিলো বাস পার্ক করে জিতে যাবে , সেটা হয় নি। আর অন্য দেশের মাঠে, যেখানে ৯০% সাপোর্টার অন্য দিকে , সেখানে ২ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে ম্যাচ বার কর , খেলার উপরে খুব উঁচু  লেভেলের দখল  ছাড়া  হয় না । 


    বিশ্বকাপের দিকে চোখ থাকবে। 

  • b | 14.139.196.16 | ১২ জুলাই ২০২১ ১২:৫৩734764
  • গান্ধীকে বড্ড মিস করছি। একেবারে আঁখো দেখা হাল বলতে পারতো। 

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন