এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  আলোচনা  অর্থনীতি

  • অফলাইন,অনলাইন, সিলভারলাইন

    রঞ্জন সেন
    আলোচনা | অর্থনীতি | ০৫ অক্টোবর ২০২০ | ২৮০৪ বার পঠিত
  • কোলাহলের আড়ালে লুকিয়ে থাকে চাপা কান্না। সংগঠিত প্রতিবাদের দাপটে চোখে পড়েনা নীরব উপেক্ষা। করোনা-সময়ে বাংলার গ্রামগঞ্জে ছড়িয়ে থাকা লোকশিল্পীদের অবস্থা অনেকটা সেরকম। একেই সংগঠিত নয়, তার ওপর নেই সংখ্যার জোর, কাজেই লোকশিল্পীদের কথা শোনার লোকও কম। ঐতিহ্যবাহী যে শিল্প পরম্পরাগুলিকে নিয়ে বাঙালি গর্ব করে করোনার কোপে সত্যি তাদের বেশ দূরাবস্থা। এপ্রিল থেকে জুন ছিল গ্রামীণ শিল্পীদের কাজের মরশুম। কথকতা, সাধুসেবা-ভাগবতপাঠ, ভক্তিগীতি, কীর্তন সহ রাতভোর চলা বহু গ্রামীণ আসরই বাতিল হয়েছে। এবছর সেগুলি আর হওয়ারও কোন সম্ভাবনা নেই। পুজোর মুখে এবার কোপ পড়তে শুরু করেছে শহর ও দেশবিদেশের অনুষ্ঠানের ওপর। ‘নতুন স্বাভাবিকতা’র দাপটে প্রায় সব অনুষ্ঠানই বাতিল। বাউল-ফকির, ছৌ, পটুয়া, নাটুয়া, রাইবেঁশে কোন শিল্পীই ভালো নেই। সারা বছর এই অনুষ্ঠানগুলির দিকেই তাকিয়ে থাকেন বহু লোকশিল্পী।

    লোকসংস্কৃতি বিশেষজ্ঞদের হিসেবে ইতিমধ্যেই বাংলার বাউল, ছৌ, রাইবেঁশে এবং গম্ভীরা শিল্পীদের অর্ধেকেরও বেশি অনুষ্ঠান করোনার কারণে বাতিল হয়ে গেছে। ছৌ নাচের শিল্পীদের সঙ্গে ক্ষতিগ্রস্থ হয়েছেন ছৌ মুখোশ কারিগরেরাও। তাদের প্রায় ৪০ শতাংশ ব্যবসা কমেছে। বাংলার গ্রামীণ হস্তশিল্পীদের ব্যবসার সময় সেপ্টেম্বর থেকে মার্চের মাঝামাঝি। দুর্গাপুজোর থিম নির্ভর মণ্ডপসজ্জা বেশ কয়েক বছর ধরেই বাংলার গ্রামীণ হস্তশিল্পীদের জীবিকার এক বড় অবলম্বন। বিভিন্ন জেলার হাজার হাজার শিল্পী অংশ নেন এই কাজে। এরপর শীতকালীন উৎসব, মেলা, পর্যটকদের আনাগোনার কারণেও তাদের ব্যবসা ভালো হয়। করোনার জন্য এ বছর তাদের ব্যবসা যে মার খাবে তা বুঝতে কোন বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। পিংলার কয়েকজন বিখ্যাত পটুয়া জানালেন, এ বছর এখনও তারা কোন ডাক পাননি। অন্যান্যবার এ সময় বুকিং হয়ে যায়।

    আয় নেই তাই অনিশ্চয়তা গ্রাস করেছে তাদের। অনেকে বলবেন, কেন লোকপ্রসার প্রকল্পের সহায়তা আছে, সরকারি রেশন আছে, বাবুদের দেওয়া রিলিফ আছে, সমস্যা কোথায়? সমস্যাটা হল, পেশাগত কাজ বাবদ আয় কখনোই কোন অনুদানের বিকল্প নয়। তার থেকেও বড় কথা হল, এই মানুষগুলি বাঁচেন তাদের শিল্প পরম্পরাকে ঘিরে। সেটাই তাদের আনন্দ, গর্ব এবং জীবন। নিজেদের ভালোবাসার জিনিসটাকে ধরেই তারা জীবিকার রাস্তা গড়তে চান। তা না করতে পারলে হীনমন্যতা আর মানসিক অস্থিরতায় ভোগেন।

    আমাদের উন্নয়ন, পরিকল্পনা সবকিছুতেই সংখ্যা একটা বিষয়। কিন্তু যারা দেশ তো বটেই বিদেশের দরবারেও দেশের সাংস্কৃতিক পরম্পরাগুলিকে তুলে ধরছেন; যাদের কাজের সুবাদে ছৌ নাচ ইউনেস্কোর ঐতিহ্যবাহী পরম্পরার আন্তর্জাতিক তালিকায় স্থান পেয়েছে; পটচিত্রের নাম জানেন সারা পৃথিবীর শিল্প রসিকরা; তারা কী আর একটু গুরুত্ব আশা করতে পারেন না? হতাশার অন্ধ গলি থেকে এরা বেরোবেন কীভাবে, এগোবেন কোন পথে সেটাই এ মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন।

    চিরকাল অফলাইন হয়ে থাকা দেশের গ্রামীন শিল্পীদের অনলাইন অনুষ্ঠানের সাফল্য এই প্রশ্নের উত্তর দিয়েছে, দেখাচ্ছে এগোনোর রাস্তা। শুধু ভারতে নয়, এ ঘটনা ঘটছে সারা বিশ্বে। সারা পৃথিবীর লোকশিল্পীদের ৬১শতাংশই অসংগঠিত শিল্পের অংশ। এদের প্রায় ৪০শতাংশ মহিলা। করোনা এদের সবারই জীবন ও জীবিকায় ধাক্কা দিয়েছে। তথ্য বলছে এদের অনেকেই অনলাইন অনুষ্ঠান ও হস্তশিল্প সামগ্রীর অনলাইন বাণিজ্যের মাধ্যমে বেঁচে থাকার রাস্তা দেখতে পেয়েছেন। বিশেষ করে অনলাইন অনুষ্ঠানে বাংলা ও রাজস্থানের হস্তশিল্পীদের সাফল্য হয়ে উঠেছে এই দুঃসময়ে তাদের বাঁচার সিলভারলাইন।

    কয়েকটা উদাহরণ দেওয়া যাক। কোভিড ও আমফান বিধ্বস্ত সুন্দরবন সংলগ্ন উত্তর ২৪পরগনার হিঙ্গলগঞ্জে ৬৮জন ভাটিয়ালি শিল্পীর বাস। এদের মধ্যে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী সৌরভ মণি সহ বিষ্ণুপদ সরকার, রফিকুল ইসলাম প্রমুখ। এই লকডাউনের সময়েই সৌরভ অনলাইন অনুষ্ঠান করেছেন, সেই অনুষ্ঠান দেখেছেন ৪৫০০ মানুষ। এই সাফল্যে উৎসাহিত হয়ে অন্যান্য ভাটিয়ালি শিল্পীরাও অনলাইন অনুষ্ঠানের দিকে ঝুঁকেছেন। তার জন্য নিয়মিত রিহার্সাল দিচ্ছেন তারা। গত ২৯শে মার্চ থেকে মে’র মাঝামাঝি অবধি পাওয়া একটা হিসেব থেকে দেখা যাচ্ছে বাংলার ৪৮জন লোকশিল্পী ২৭টি অনলাইন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। গ্রামবাংলার লোকশিল্পীদের জীবনে এ এক অন্যরকম অভিজ্ঞতা। প্রযুক্তি ও শিক্ষায় পিছিয়ে থাকা নদীয়া, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়ার লোকশিল্পীরা এমন অনুষ্ঠান এর আগে কখনও করেননি। প্রথম অনুষ্ঠান কিন্তু প্রতিক্রিয়া ও ফলাফল শুনলে চমকে যাবেন। সারা বিশ্বের প্রায় ১ লাখ ১০হাজার মানুষ তাদের অনুষ্ঠান দেখেছেন। লাভ সাইন, লাইকস, কমেন্টস এ ভেসে গেছেন তারা। এদের অনেকে আগে বিদেশে অনুষ্ঠান করেছেন। কিন্তু অনলাইন অনুষ্ঠান এই প্রথম। অনেককেই প্রথমে এ কাজে রাজি করানো যায়নি। এখন তাদেরই উৎসাহ সবচেয়ে বেশি।

    গরিব গ্রামীণ শিল্পীদের এটা একটা বড় সাফল্য। এই সাফল্যকে মোটেই কোন বিক্ষিপ্ত ঘটনা বলা যাবে না। একই রাস্তায় হেঁটে সাফল্য পেয়েছেন রাজস্থানের লাঙ্গা ও মাঙ্গানিয়ার সম্প্রদায়ের শিল্পীরা। করোনার সময়েই রাজস্থানের মরু অঞ্চলের ১১৭জন শিল্পী ৩১টা অনলাইন অনুষ্ঠান করেছেন। মজার ব্যাপার হল অনুষ্ঠানের সময় এরা অনেকেই বুঝতে পারেন নি ব্যাপারটা কী হচ্ছে? কোন দর্শক নেই, হাততালি নেই তাহলে কারা শুনছেন তাদের গান? অনলাইনে অনুষ্ঠান দেখে তো তাদের চক্ষু চড়কগাছ! পৃথিবীর নানা প্রান্তের ১ লাখ ২৪ হাজার দর্শক তাদের গান শুনেছেন একথা জেনে বিস্মিত হয়েছেন তারা। অনলাইনে যে এত মানুষ গানবাজনা শোনেন, তা নিয়ে নিজেদের মতামত জানান, শো বুক করেন এসব অভিজ্ঞতাই তো তাদের ছিল না। এই অভিজ্ঞতা তাদের অনলাইন সম্পর্কে উৎসাহী করে তুলেছে।

    সব লোকশিল্প ও সংস্কৃতিরই একটা আন্তর্জাতিক চাহিদা রয়েছে। এর মধ্যে দিয়েই একটি দেশ আরেকটি দেশের সংস্কৃতির শিকড়ে পৌঁছতে পারে। স্থানীয় মানুষও পৌঁছতে পারে তাদের সভ্যতা ও সংস্কৃতির উৎসে। একারণে অনলাইন অনুষ্ঠানকে জনপ্রিয় করার জন্য ঐতিহ্যবাহী শিল্প ও পরম্পরা নিয়ে কাজ করে চলা আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কোও উৎসাহ দেয়। তাদের মতে, কোভিডের সময়ে অনলাইন অনুষ্ঠানগুলি মানুষের পারস্পরিক বন্ধনকে আরও শক্তিশালী করে তুলতে পারে।

    ইউনেস্কো তো বটেই পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন লোকশিল্প ও সংস্কৃতির বিশেষজ্ঞরাও অনলাইন অনুষ্ঠানের ওপর গুরুত্ব দিচ্ছেন। তাদের মতে, এতে শিল্পীরা সারা পৃথিবীর দর্শক ও শ্রোতাদের কাছে পৌঁছতে পারবেন। অনলাইনে অনুষ্ঠান করার রীতিনীতিগুলি সম্পর্কে অভিজ্ঞ হয়ে উঠলে তাদের আয়ও বাড়বে। দর্শক-শ্রোতা ও ক্রেতাদের নতুন বাজার ধরতে পারবেন তারা। তবে শুধু আবেগের বন্যায় ভেসে যাওয়া নয়, গানবাজনার পাশাপাশি এবিষয়ে তাদের উপযুক্ত প্রশিক্ষণও দিতে হবে। অনলাইন প্রেজেন্স বজায় রাখা এবং অনুষ্ঠানের নিয়মকানুন সম্পর্কে তাদের প্রাথমিক শিক্ষারও প্রয়োজন রয়েছে। তবে শিল্পীদের যা উৎসাহ দেখছি তাতে মনে হচ্ছে স্বাভাবিক বোধবুদ্ধি ব্যবহার করে এসব ব্যাপারে দক্ষ হয়ে উঠতে তাদের খুব বেশি সময় লাগবে না। একেবারে প্রাথমিক স্তরে এ সংক্রান্ত কিছু কাজকর্ম ও কর্মশালা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে।

    মারি, মন্বন্তর, মড়ক, মহামারি, অতিমারি লোকশিল্পীরা কম দেখেননি। সেসব অতিক্রম করেই তাদের পথ চলা। ঝুমুর গান, ভাওয়াইয়া গান, কবি গান, পটচিত্র, মঙ্গলকাব্য, লোকশিল্পে আমাদের ফেলে আসা দুঃসময়ের বর্ণনা এখনও জীবন্ত হয়ে আছে। শীতলা মঙ্গল কাব্যে শুনি কলেরা ও বসন্তের দেবী মা শীতলাকে তুষ্ট করার গান। আবার ‘চল মিনি আসাম যাবো দেশে বড় দুখ রে’ গানে শুনি, মন্বন্তরের দুঃসময়ের বর্ণনা। সেসব এখন ইতিহাসে ঢুকে গেছে। করোনাও নিশ্চয় জায়গা পাবে একালের লোকশিল্পীদের রেখা-লেখা-গানে। আবার কোন রমেশ শীল, চিত্তপ্রসাদ, সোমনাথ হোড়, সুভাষ মুখোপাধ্যায়, হেমাঙ্গ বিশ্বাস, সুনীল জানা’দের মত মানুষেরা লেখায়-রেখায়-কবিতা-গান-ছবিতে ফুটিয়ে তুলবেন এই দুঃসময়ের বর্ণনা। জানাবেন, কীভাবে অনলাইন হয়ে উঠেছিল লোকশিল্পীদের এগোনোর রাস্তা, বেঁচে থাকার সিলভারলাইন।


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • আলোচনা | ০৫ অক্টোবর ২০২০ | ২৮০৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন