এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  আলোচনা  বিবিধ

  • ভারতীয় অর্থনীতির পুনরুত্থান এবং শ্রমিকের অপরিহার্যতা

    মৈত্রীশ ঘটক লেখকের গ্রাহক হোন
    আলোচনা | বিবিধ | ০৯ জুলাই ২০২০ | ৫১০১ বার পঠিত
  • পরিযায়ী শ্রমিকেরা কোথায় থাকেন, কোথা থেকে আসেন আমরা কেউ জানিনা। তবুও তাঁরা আছেন, সর্বত্র।

    হাইরাইজ থেকে হাইওয়ে, কারা বানায় এই সব? এই পরিযায়ী কর্মীবাহিনী –যাঁরা কাজ করে চলেন নীরবে । দিনে এবং রাত্রে, কোনরকম কর্ম-নিরাপত্তা ছাড়া, সামাজিক সুরক্ষা বলয়ের বাইরে, অসহনীয় দারিদ্র্য এবং অব্যবস্থার মধ্যে। তবুও বিজ্ঞাপনের বোর্ডে যে নামগুলো জ্বলজ্বল করে সেখানে কিন্তু তাঁরা কোথাও নেই, দেশের অর্থনৈতিক প্রগতির এইসব উজ্জ্বল দৃষ্টান্তের ভিত্তিপ্রস্তরে তাঁদের নাম অনুপস্থিত। গৃহ-পরিচারক থেকে ড্রাইভার, রাস্তার সবজি বিক্রেতা বা রাস্তার ধারের খাবারের দোকান দিয়ে বসা মানুষটি, আপনার পাড়ার কিরানা স্টোরটির মালিক – কোন পে রোল, পেনশন প্ল্যান, বা ট্যাক্স রেজিস্টারে এঁদের নাম নেই – তবুও, এঁদের সরিয়ে দিলে প্রায় সঙ্গে সঙ্গে আমাদের শহুরে এবং আধা শহুরে অভ্যস্ত জীবনযাত্রা হয়ে পড়বে পঙ্গু ও বিপর্যস্ত। যেমন এই মুহূর্তে চলছে।

    সাধারণতঃ সুখের দিনে এই শ্রমিকেরা থাকেন অদৃশ্য, তাঁরা যে আছেন, সেটাই আমাদের মনে থাকে না। আর সময় খারাপ হলে এঁরা পান চরম অবহেলা আর নিষ্ঠুরতা। যেমন আমরা দেখেছি এই নিদারুণ দাবদাহে ধুলিমলিন এই পরিযায়ী শ্রমিকেরা মাইলের পর মাইল হেঁটে ফিরছেন তাঁদের গৃহের উদ্দেশে। উডি গাথরীরর সেই গানের লাইনগুলি মনে পড়ে যায় – “I ain’t got no home in this world anymore”। তাঁদের অনেকের ক্ষেত্রেই এই কথাগুলি যেন আক্ষরিকভাবে ফলে গেছে – কেউ হয়তো মরেই গেছেন, অন্যরা গ্রামে ফিরে পেয়েছেন বিরূপ অভ্যর্থনা। এঁরা ঘর ছেড়েছিলেন দারিদ্রের ধাক্কায়, আরেকটু ভালো থাকার আর ফেলে আসা পরিবারকে আরেকটু ভালভাবে প্রতিপালন করতে পারবেন, এই আশায়। কিন্তু যখন দূঃসময় এলো, তাঁদের আপন করে নেওয়া সেই “নতুন ঘর” কিন্তু তাঁদের আপন করে নেয়নি।

    এই মানবিক ট্র্যাজেডি হয়তো সবাইকে সমানভাবে স্পর্শ করবেনা। আরো আবেগহীন, বাস্তববাদী দৃষ্টিতে দেখলে কেউ বলবেন, যে প্রথমে জনস্বাস্থ্যের সঙ্কটের মোকাবিলা করতে হবে, তারপর অর্থনৈতিক বৃদ্ধির চাকা আবার চালু করতে হবে। কথাটা ঠিক। কিন্তু এই বৃদ্ধির চাকা বিষয়টা আসলে কী? আপনি মনে করতেই পারেন এ হল পুঁজি জোগাড় করা (যেমন, নতুন যন্ত্র এবং কারখানা পত্তন) এবং উৎপাদনশীলতা বৃদ্ধি (যেমন, উন্নততর প্রযুক্তি এবং বিভিন্ন সাংগঠনিক পদ্ধতির প্রয়োগের মাধ্যমে)। কিন্তু ঘটনা হচ্ছে কোন পুঁজিই শেষ অবধি নিজে নিজে উৎপাদন করতে পারে না – সেজন্য তার চাই শ্রমিক। ভারতের মত দেশে এই শ্রমিকদের একটা বড় অংশ আসেন পরিযায়ী হয়েই, গ্রাম গ্রামান্ত থেকে। কম উৎপাদনশীল কৃষিক্ষেত্র থেকে অধিক উৎপাদনশীল শিল্প ও পরিষেবার ক্ষেত্রর পরিধির প্রসার হল অর্থনৈতিক উন্নয়নের পথের প্রগতির লক্ষণ । প্রধানত এই পরিযায়ী শ্রমিক নামক সম্পদের চলাচলেই গড়ায় “বৃদ্ধির চাকা”। এই চলাচল বন্ধ হলে, বৃদ্ধির চাকাও থেমে যাবে, কারণ সীমিত পরিমাণ স্থানীয় শ্রমিক দিয়ে কাজ করাতে হলে শ্রমিকের শ্রমমূল্য বেড়ে যাবে বহুগুণ, তাতে বিনিয়োগকারীদের পোষাবেনা ।

    এই পরিযানের পিছনে প্রধান কারণ শহরাঞ্চলে জীবনধারণের বাড়তি সুযোগ সুবিধা যা গ্রামাঞ্চলে অপ্রতুল। ম্জার কথা হল, পরিযান নিয়ে বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে গ্রামাঞ্চল থেকে যত মানুষের কাজের জন্য শহরের দিকে যাবার কথা, প্রকৃতপক্ষে তার চেয়ে অনেক কম মানুষ আসলে গ্রাম থেকে শহরে যান। এর প্রধান কারণ হিসাবে উঠে এসেছে ঝুঁকি নিতে না চাওয়ার মানসিকতা । শহরাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলের মানুষের গড় আয় কম হলেও গ্রামীণ জীবনযাত্রা অপেক্ষাকৃত সহজ যাপন-ভিত্তিক এবং সামাজিক সম্পর্কের জেরে গড়ে ওঠা এক স্বাভাবিক নিরাপত্তা বলয়ের মধ্যে তাঁরা বাস করেন। খুব গরীব ঘরের মানুষেরা অনেক সময়েই দেশ-ঘর ছেড়ে যাবার, শহরে গিয়ে থাকার যে আনুষঙ্গিক খরচ এবং মানসিক চাপ তা বহন করতে চান না – বিদেশ-বিভুঁইয়ে গিয়ে শেষে স্বপ্ন পুরণ না হলে কী হবে এই ভয়ের বশবর্তী হয়ে। বর্তমান সঙ্কটের সময়ে পরিযায়ী শ্রমিকদের ভয়াবহ অভিজ্ঞতা এই প্রবণতাকেই আরো বাড়িয়ে তুলবে এবং ভবিষ্যতে সম্ভবত এই পরিযায়ী শ্রমিকের সংখ্যা আরো কমবে।

    লকডাউনপর্ব শেষ হলে এর প্রভাব কী হতে পারে? আমরা একটা বোতাম টিপব আর বৃদ্ধির চাকা আবার গড়াতে শুরু করবে, যেমনটা বেন বার্নাঙ্কে, মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের প্রাক্তন চেয়ারম্যান, বলেছেন মার্কিন অর্থনীতির ক্ষেত্রে? বার্নাঙ্কে বলেছেন এই বর্তমান অর্থনৈতিক সঙ্কট কোন প্রাকৃতিক বিপর্যয়ের মত, কারণ ১৯৩০-এর মহামন্দা বা ২০০৮-এর আর্থিক সংকটের মূলে ছিল মানুষের তৈরী প্রতিষ্ঠানগুলির বিভিন্ন সমস্যা, এক্ষেত্রে সেটা সত্যি না। তাই তাঁর অনুমান, জনস্বাস্থ্যের সঙ্কট প্রশমিত হলে, যত দ্রুত অর্থনৈতিক মন্দা এসেছে, ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়াও সেরকমই দ্রুত হবে।

    বার্নাঙ্কের অনুমান মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে কতখানি সঠিক তা সময়ই বলবে কিন্তু একথা মোটামুটি বলাই যায় যে ভারতের মত উন্নয়নশীল দেশের ক্ষেত্রে, যেখানে অসংগঠিত ক্ষেত্র অর্থনীতিতে উন্নত দেশগুলির তুলনায় অনেক বেশি গভীর এবং ব্যাপকতর প্রভাব বিস্তার করে থাকে সেখানে এই যুক্তি একেবারেই খাটে না। যে কোন অর্থনৈতিক ক্ষেত্রেই বিশ্বাস এবং ভাবমুর্তির একটা বড় ভূমিকা থাকে অসংগঠিত ক্ষেত্রে এগুলির ভূমিকা আরও বেশি যেহেতু এখানে কোন চুক্তি বা আইন নেই। নিয়োগ থেকে শুরু করে মাইনে, কাজের দায়িত্ব ও মূল্যায়ন সবই মুখের কথার ভিত্তিতে হয়ে থাকে - উদাহরণস্বরূপ গৃহপরিচারকদের কথা ভাবা যেতে পারে।

    সুতরাং এই ধরণের অর্থনীতিতে সামাজিক সম্পর্কের কাঠামো (social networks) এবং বিশ্বাস খুব বড় ভূমিকা নিয়ে থাকে। লোক নিয়োগের ক্ষেত্রে সৎ কিনা, বা কাজে ফাঁকি দেয় কিনা, এগুলো লোকের কথা ও সুপারিশের ওপর ভিত্তি করেই হয়। কিন্তু এক ধাক্কায় অনেকে দেশে চলে গেলে, এই চ্যানেলগুলো সব ওলোটপালোট হয়ে যায়, আবার নতুন লোকের সাথে সম্পর্ক ও বিশ্বাস গড়ে উঠতে সময় লাগে। সুতরাং এদেশে অন্তত এই যে একবার সঙ্কট কেটে গেলেই আবার সব স্বাভাবিক হয়ে যাবে এবং আবার গ্রাম থেকে শহরে যাবার পরিযায়ী শ্রমিকের ঢল নেমে আসবে, এমন ভাবনা অবাস্তব। শহরে মজুরি উল্লেখযোগ্যরকম বাড়লে এবং যে সব যোগসূত্রের মাধ্যমে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক জোগাড় করা হয়ে থাকে সেগুলিকে আবার পুনর্গঠিত করে তুলতে পারলে তবেই আবার শ্রমিকের জোগান স্বাভাবিকের দিকে এগোবে। মালিকপক্ষ অবশ্যই এই দেওয়াল লিখন পড়তে পারছেন। তারই ফল হিসাবে কিছু রাজ্যে শ্রমের আইন আলগা করার যে চেষ্টা চলল, তার পেছনে এই দুশ্চিন্তার ছাপ স্পষ্ট।

    গরীব মানুষকে ত্রাণ দেবার সময়ে বারবার বাজারপন্থী অর্থনীতিবিদ বা ব্যবসায়ীরা যে কথাটা বলে আসেন তা হল “বিনামূল্যে” কিছু পাওয়া যায় না। সেই একই বাজারের যুক্তি কিন্তু একথাও বলে যে সস্তায় যেমন ভালো মানের জিনিস পাওয়া যায়না, তেমন ভালো মানের শ্রমও পাওয়া যায়না। শ্রমিককে কাজে ফিরিয়ে আনবার একমাত্র উপায় হল কাজের পরিবেশ ও জীবনযাত্রার মানের উন্নতি এবং অধিকতর মজুরির সংস্থান – জোর জবরদস্তি নয়। ভারতের মত দেশে যেখানে প্রায় ৯০% শ্রমিকই কাজ করেন অসংগঠিত ক্ষেত্রে এবং যাদের কোনরকম কাজের নিরাপত্তা বা অবসরকালীন সুবিধা ইত্যাদি কিছুই নেই, তাদের জন্য সরকারের দ্বারা প্রবর্তিত সুরক্ষাবলয় যথেষ্ট শক্তিশালী হতেই হবে এই বিপর্যয় কেটে গেলে তাদের কাজে আবার ফিরিয়ে আনায় উৎসাহিত করতে।

    এবং এই সুরক্ষাব্যবস্থায় ন্যুনতম করণীয়ের মধ্যে পড়বে রেশন কার্ডের গতিশীলতা – অর্থাৎ দেশের যেখানেই থাক পরিযায়ী শ্রমিকেরা যেন সেই কার্ডের বিনিময়ে খাদ্য পেতে পারেন এবং তার মাধ্যমে গণবন্টন ব্যবস্থার অংশীদার হতে পারেন। একই সঙ্গে তাদের বর্তমান বরাদ্দের তুলনায় উল্লেখযোগ্যরকমের বেশি অনুদানের ব্যবস্থাও করতে হবে (এই রিলিফ প্যাকেজে যা বলা হয়েছে তার চেয়ে) – সরাসরি অ্যাকাউন্টে টাকা দেওয়া এবং গণবন্টন ব্যবস্থা উভয়ের মাধ্যমে। কারণ, “বিনামূল্যে কিছু পাওয়া যায় না” – পরিযায়ী শ্রমিকেরা কাজে না ফিরলে দেশের অর্থনীতির চাকা গড়াবে না।


    ৮ই মে ২০২০
    মৈত্রীশ ঘটক লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এর প্রোফেসার এবং ডেভেলপমেন্ট ইকোনমিক্স প্রোগ্রাম, STICERD এর ডিরেক্টর।

    লেখাটি 'হিন্দুস্থান টাইমস' পত্রিকায় প্রকাশিত (মূল লেখার লিংক) এবং লেখকের অনুমতিক্রমে অনুদিত।

    অনুবাদ: রৌহিন ব্যানার্জী

    থাম্বনেল গ্রাফিক্স: স্মিতা দাশগুপ্ত
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • আলোচনা | ০৯ জুলাই ২০২০ | ৫১০১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sekhar Sengupta | ০৯ জুলাই ২০২০ ১৫:৫০95023
  • অষ্টম পরিচ্ছদে লেখা হয়েছে যেঃ-" শহরে মজুরি উল্লেখযোগ্যরকম বাড়লে এবং যে সব যোগসূত্রের মাধ্যমে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক জোগাড় করা হয়ে থাকে সেগুলিকে আবার পুনর্গঠিত করে তুলতে পারলে তবেই আবার শ্রমিকের জোগান স্বাভাবিকের দিকে এগোবে। মালিকপক্ষ অবশ্যই এই দেওয়াল লিখন পড়তে পারছেন। তারই ফল হিসাবে কিছু রাজ্যে শ্রমের আইন আলগা করার যে চেষ্টা চলল, তার পেছনে এই দুশ্চিন্তার ছাপ স্পষ্ট।"

    শ্রম আইন সংস্কারের ফলে  তো শহরে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের মজুরি হ্রাসেের  সম্ভাবনা আরো প্রকট হয়ে উঠবে। সেক্ষেত্রে গ্রামীণ বেকা রত্ব বাড়ার ও সার্বিকভাবে শ্রমিকদের মজুরি  কমার সম্ভাবনা প্রবল হবে বলে মনে হয়।

  • স্বাতী রায় | 117.194.45.160 | ০৯ জুলাই ২০২০ ১৭:৩৯95025
  • ঝরঝরে অনুবাদ। ধন্যবাদ রৌহীন।

    "পরিযান নিয়ে বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে গ্রামাঞ্চল থেকে যত মানুষের কাজের জন্য শহরের দিকে যাবার কথা, প্রকৃতপক্ষে তার চেয়ে অনেক কম মানুষ আসলে গ্রাম থেকে শহরে যান।" এইটা নিয়ে আরো বেশি জানা যায় কোন ভাবে ?
  • Prativa Sarker | ০৯ জুলাই ২০২০ ১৮:২৪95028
  • প্রয়োজনীয় লেখাটা অনুবাদ করবার জন্য গুরুচন্ডালীকে ধন্যবাদ। অত্যন্ত ঝরঝরে অনুবাদ।

  • রৌহিন | ০৯ জুলাই ২০২০ ১৮:৫৬95034
  • @শেখরদা - সেটাই আশঙ্কা। শ্রম আইন নিয়ে এত তদ্বিরের পিছনে বোধ করি সেটাই আসল কারণ। এতে শ্রমিকের মজুরি কমার আশঙ্কা প্রবল। কিন্তু তার সরাসরি ফল যেটা হবে, সেটা হল পরিযান কমবে। এমনিতেই এই অরডিলের পর অনেকেই মনে করছেন গ্রামে একটু কষ্ট করে থাকাই বরং ভাল - সেই প্রবণতা আরো বাড়বে। শ্রমিকের জোগান কমলে মালিকপক্ষ মজুরি বাড়াতে বাধ্য হবেন অথবা অন্য পন্থা নেবেন - এই অন্য পন্থাটাকেই ভয়। এক অদ্ভুত প্যারাডক্সের দিকে এগিয়ে যাচ্ছি আমরা, আমাদের অর্থনীতি।

    @স্বাতীদি এটার আরো লিঙ্ক খুঁজছি - পেলে তোমায় জানাব

  • কুশান | 202.78.232.110 | ০৯ জুলাই ২০২০ ১৯:০৫95035
  • দরকারি লেখা। ধন্যবাদ রৌহীন। চমৎকার অনুবাদ করেছ। শেয়ার করা প্রয়োজন।
  • শেখর সেনগুপ্ত | 115.97.130.14 | ১০ জুলাই ২০২০ ১০:১৪95046
  • আরে রৌহিন! এমন সাবলীল অনুবাদের জন্য তোমায় ধন্যবাদ জানাতেই ভুলে গিয়েছিলাম। 

     অসংগঠিত ক্ষেত্রে কাজের সন্ধানে এবং বেশি মজুরির প্রত্যাশায় এক রাজ্য থেকে অন্য রাজ্যে  যারা যান, তাঁদের ব্যাপারে সঠিক পরিসংখ্যান না থাকার ফলে এটা বলা মুশকিল যে  এই মহামারীর কালে কত সংখ্যক শ্রমিক নিজ নিজ  রাজ্যে ফিরে এসেছেন আর কত সংখ্যক ভিন রাজ্যে রয়ে গেছেন। আর নিজের রাজ্যে ফিরে আসা শ্রমিকদের মধ্যেও কত সংখ্যক আবার কাজের সন্ধানে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছেন সে সম্পর্কেও কোনও তথ্য জানা আছে কি? তাছাড়া রাজ্যের ভিতরেও তো গ্রাম থেকে শহরে মাইগ্রেশন অনেকদিন ধরেই চলে আসছে। পরিযানের বিষয়ে পূর্ণাঙ্গ তথ্যের অভাবে ও অসংগঠিত শ্রমিকদের ট্রেডইউনিয়নের অনুপস্থিতিতে কোনও স্থির সিদ্ধান্তে আসা মুশকিল।      

  • শেখর সেনগুপ্ত | 115.97.130.14 | ১০ জুলাই ২০২০ ১৩:১৩95053
  • @রৌহিন, পুনেতে অটো ইন্ডাস্ট্রির তরফ থেকে পরিযায়ী শ্রমিকদের আবার কর্মস্থলে ফিরিয়ে আনার দাবী উঠেছে। আজকের গণশক্তির খবর।  লিংকটা দিলাম।

  • পারমিতা। | 1.23.214.217 | ১২ জুলাই ২০২০ ১১:৫৯95153
  • ভালো অনুবাদ।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন