এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বর্ণবৈষম্য এবং আমেরিকার পলিটিক্স

    S
    অন্যান্য | ০৭ জুন ২০২০ | ১৭৭৮৮ বার পঠিত
  • পিনাকিদার নির্দেশে এই লেখা লিখছি। ইতিমধ্যেই মামুর পোস্ট পড়ে গেছে। আমিও সেই পোস্টে দুয়েকটা কথা লিখেছি। তাই ভেবে দেখলাম যে একটু অন্যরকম লেখা প্রয়োজন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 2405:8100:8000:5ca1::7f9:2d18 | ১৩ জুন ২০২০ ০২:০৯732093
  • আমার সঙ্গে প্লেনে একবার একটা ছেলের আলাপ। পাশের সীটে বসেছে। নেব্রাস্কার একটা ইউনিতে সোশিওলজি বা ঐরকম কিছু একটা পড়ায়। আর এই ইন্ডিয়ান মানেই প্রথম প্রশ্ন কি কর? মানে মেপে নিচ্ছে যে নিজের থেকে বড়লোক না গরীব। বললাম। তারপরই প্রশ্ন বিয়ে হয়েছে কিনা। যাইহোক। এই প্রশ্নের উত্তরে তাকেও জিগাতে হয় যে তার বিয়ে হয়েছে কিনা। জানালো যে না, কিন্তু গার্লফ্রেন্ড আছে। আমি প্রশ্ন করলাম যে গার্লফ্রেন্ড কোথায় থাকে? উত্তরটা এগজ্যাক্টলি মনে নেই। আমি শুনে বলছি যে ও তাহলে মিড ওয়েস্টার্ণ? বেশ কয়েকবার বলার পরেও দেখি বোঝেনা। শেষে বললো যে হ্যাঁ হোয়াইট। আমি বুঝলাম যে এইটা বলার জন্যই এত উতলা।
  • sm | 42.110.137.92 | ১৩ জুন ২০২০ ০২:১২732094
  • এই সমস্যা বাঙালির নেই।আমরা হলুম গিয়ে মা কালির সন্তান।কালো মায়ের কালো ছেলে।
    আমাদের কালো কৃষ্ণ কি বলছে --
    যশোমতি মাইয়া সে বোলে নন্দলালা,
    রাধা কিঁউ গোরি ম্যায় কিঁউ কালা?
  • কাকা হে | 2001:b60:1000:151:236:18:52:1 | ১৩ জুন ২০২০ ০২:২০732095
  • আমেরিকার গপ্পো শুনে শুনে কান পচে গেল। ইদিকে সব গল্পই নিজের মহত্বের। কি বোরিং কি বোরিং ! ধুস

  • S | 2405:8100:8000:5ca1::5d3:4001 | ১৩ জুন ২০২০ ০২:২৫732096
  • টইয়ের নাম পড়তে জানলে এইরকম বোকা বোকা মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখতে পারতে হে।
  • sm | 42.110.137.92 | ১৩ জুন ২০২০ ০২:২৯732097
  • কজন বাঙালি কালো দের সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়েছেন,এ যাবৎ।আমি একটি উদাহরণ জানি।

  • Atoz | 151.141.85.8 | ১৩ জুন ২০২০ ০২:৩৪732098
  • "গৌরবর্ণাং সুরুপাঞ্চি সর্বালঙ্কার ভূষিতাং" এইসব মন্ত্র শুনতে শুনতে, কাগজে পাত্রী চাই কলামে "গৌরবর্ণা, প্রকৃত সুন্দরী ব্যতীত যোগাযোগ নিষ্প্রয়োজন" এইসব দেখতে দেখতে যারা বড় হয়, তারা এইসব ব্যাপারগুলোকেই মূল্য দিতে শেখে, সে আর অস্বাভাবিক কী?
    আরে একজন বলছিল সে খুবই কালো, ছোটোবেলা নাকি আরও বেশি কালো ছিল, তো তার যখন বছর সাত- আট, পাশের বাড়ির ছেলেমেয়েদের সঙ্গে খেলা করছে, তাদের মাসতুতো ভাইবোনেরা নতুন অতিথি এসেছে তাদের বাড়ি। সেই তুতো ভাইবোনেদের মধ্যে একজন এই বাচ্চাটিকে জিগ্গেস করেছে, "তুমি বুঝি ওই বাড়িতে কাজ করো? খাওয়াপরা দিয়ে রেখেছে? নাকি মাইনেও দেয়?"
    প্রায় জন্ম থেকে ঢুকে গেছে এইসব ব্যাপার, আমাদের তো আবার রঙের সঙ্গে সামাজিক অবস্থানও অ্যাডিশনাল ফ্যাকড়া। জাত পাত ধর্মাধর্ম টাকাকড়ি ---কত ফ্যাকড়া। রীতিমতন গোটা চার পাঁচ ইয়ে লাগে।
  • কাকা হে | 2001:b60:1000:151:236:18:52:1 | ১৩ জুন ২০২০ ০২:৪৩732099
  • আমেরিকা কেবল আমিই চিনি ঢাক পেটানো এবং বাকি মূর্খ লোকজনকে আমেরিকা বিষয়ে শিক্ষিত করার মহান প্রচেষ্টা তো একটি টইতে সীমাবদ্ধ নয় ।

  • ভাইপো হে | 197.189.202.15 | ১৩ জুন ২০২০ ০২:৫২732100
  • America  তো ঢাক পেটানোর ওপর দাঁড়িয়েই আছে 

    সাধারণ লোক কে জিজ্ঞেস করলে যেকোনো আমেরিকান জিনিস সুপারলেটিভ ছাড়া বর্ণনা নেই 

    অন্তত এটা ঠিক যে গুরু তে আমেরিকা প্রবাসী রা কাল্টুরে (!!) তা ভালো রপ্ত করেছে 

    প্রতি আক্রমণ আসছে , হুশিয়ার কাকা 

  • Amit | 203.0.3.2 | ১৩ জুন ২০২০ ০২:৫৮732101
  • তাহলে একটা কাজ করা যাক বরং ? গুরুতে ঠিক কি কি বিষয় নিয়ে আলোচনা হবে, যাতে সক্কলের ইন্টারেস্ট আছে , কেও বোর হবেনা , তার একটা পলিটিকালি কারেক্ট লিস্টি লাগিয়ে দেওয়া হোক.

    সেই লক্ষ্মন রেখার বাইরে গেলেই মন্তব্য ডিলিট.
  • Atoz | 151.141.85.8 | ১৩ জুন ২০২০ ০৩:০৩732102
  • এই থ্রেডটা তো নাম দিয়েই আমেরিকা। তাহলে সেখানে কী আলোচনা হবে?
    ধরুন, একটা থ্রেডের নাম, "নন্দোৎসবের গান"। তো সেখানে তো আর "হায় হুকু হায় হুকু হায় হায়" নিয়ে আলোচনা হবে না?
    ঃ-)
  • S | 2405:8100:8000:5ca1::695:eb0f | ১৩ জুন ২০২০ ০৩:৩০732103
  • চেনা লোকজন অচেনা নিক নিয়ে লিখে কি লাভ? সবই তো বোঝা যায় যে কে লিখছে। এর আগেও তো এই নিয়ে বক্তব্য রেখেছে। যাগ্গে এই টই পড়ে যদি মনে হয় যে আমেরিকার ঢাক পেটানো হচ্ছে, তাহলে সেলোক কখনো ঢাক দেখেছে কিনা সন্দেহ হয়।

    এনিওয়ে আসল আলোচনায় ফেরা যাক।
  • Amit | 203.0.3.2 | ১৩ জুন ২০২০ ০৩:৫৮732104
  • S কিন্তু এটা একদম ঠিক পয়েন্ট আউট করেছেন যে ট্রাম্প ইচ্ছে করে এখন খুঁচিয়ে খুঁচিয়ে রেসিজম ইস্যুটাকে চাগিয়ে তুলছে যাতে ওর মূল সাপোর্ট বেস ইনট্যাক্ট থাকে. টুলসে র রালি হোক বা ওর রেগুলার ওয়াশিংটনে র ডেমোন্সট্রেটরস দের কে টার্গেট করে করে টুইট, ওর স্ট্রাটেজি একদম ক্লিয়ার. বাকি ভোট এলো কিনা দেখার দরকার নেই, কোর, রেডিক্যাল ভোটবেস যেন ঠিক থাকে. বাকিরা স্ক্যাটার্ড হলে কোনো সমস্যাই নেই , এমনিতেই US এ ভোটিং রেট খুব কম. কিছু কালো, এশিয়ান আর হিস্পানিক দের বুথ অব্দি যেতে না দিলেই হলো.

    ঠিক যেমন BJP র দাঙ্গাবাজ গুলো করে. ইলেকশন এলেই যত রাজ্যের ডেভেলপমেন্ট, কর্মসংস্থান, GDP, হেলথ কেয়ার - সব পাবলিক ইসু টেবিল এর তলায় রেখে শুধু এন্টি মুসলিম আর এন্টি পাকিস্তান রেটোরিক্স. তাতেই কাজ শেষ.

    ফ্যাসিস্ট রেজিমের সাথে ডেমোক্রেসির সোজা রাস্তায় লড়া মুশকিল সব দেশেই. প্লেয়িং ফিল্ড টাই আলাদা.
  • Atoz | 151.141.85.8 | ১৩ জুন ২০২০ ০৩:৫৯732105
  • দেখেছে। জয়ঢাক। শুনেছেও গুপীর গানে।
    ঃ-)
  • Atoz | 151.141.85.8 | ১৩ জুন ২০২০ ০৪:০৮732106
  • কয়েকটা পোস্ট আগে কলকাতা থেকে প্রকাশিত বাণী প্রকাশন এর ছোটোদের ইংরেজি শেখানোর বইটার প্রচ্ছদে যে তিনটি শিশুর ছবি, সেই শিশু তিনটিকে ভালো করে লক্ষ্য করুন।
  • aka | 2600:1005:b165:8b41:e0a0:95ea:28a0:cc7a | ১৩ জুন ২০২০ ১০:৪১732113
  • একটা গ্রস ওভারঅল বক্তব্য আছে। পড়ে টড়ে মনে হচ্ছে যে সাদা মানেই রেসিস্ট, কালোদের বা অন্যান্য সম্প্রদায়ের লোকজনকে খুব নীচু চোখে দেখে। ব্যাপারটা কি এতটাই “সাদা - কালো“?

    ১৯৬৫ র সেলমা মার্চ থেকে শুরু করে আজকের জর্জ ফ্লয়েডের মৃত্যুর পরে সারা দেশে বহু বহু সাদারা প্রতিবাদ করছে, মার্চে চলেছে। একটা দেশের সেই লিবারাল ট্র‌্যাডিশনকে অ্যানালিসিস না করলে অন্ধের হস্তী দর্শন হয়ে পড়ছে।

    সিভিল রাইটস মুভমেন্ট থেকে আজ অবধি দেশটা অনেক্দুর হেটেছে সেটা সাদাদের অ্যাক্টিভ পর্টিসিপেশন ছাড়া সম্ভব ছিল না।

    বর্তমান ইস্যুটা বোধহয় আর একটু সীমাবদ্ধ। পুলিশি বর্বরতা এবঙ্গ পুলিশের মধ্যে রেসিসিজমের ফলে পুলিশের কালোদের প্রতি বর্বর আচরণ কমানো ইমিডিয়েটলি দরকার। তারজন্য আইন আসা উচিত, পুলিশের মধ্যে রিস্ট্রাচাকরিঙ্গ প্রয়োজন।

    ট্রাম্প এফেক্ট আছে, অনেকের মধ্যেই হোয়াইট সুপ্রেমিসিস্ট মনোভাব আছে এগুলো যেমন সত্যি, তার সাথে এটাও সত্যি যে বহু সাদারা সেটাকে পিছনে ফেলে এগিয়ে এসেছে নইলে এক জর্জ ফ্লয়েডের মৃত্যুত একটা আন্তর্জাতিক খবরে পরিণত হত না। এইটুকু কৃতিত্ব দেশটার ও সাদাদের লিবারাল ট্র‌্যাডিশনকে দিতেই হয়, নইলে সত্যের অপলাপ হয়।
  • r2h | 2405:201:8805:37c0:f44c:6d6:c007:940d | ১৩ জুন ২০২০ ১০:৫৭732114
  • আমার অবশ্য কারো কোন লেখা পড়ে সাদা মানেই রেসিস্ট এটা মনে হলো না, ইনফ্যাক্ট এরকম কোন স্টেটমেন্ট ইটসেল্ফ একটা রেসিস্ট প্রোফাইলিং।

    খুবই সত্যি কথা, বহু সাদা লোক এই সমস্যাটাকে রেকগনাইজ করে এবং তার প্রতিবাদ করে। ন্যাড়াদা সেদিন বলছিল অপ এড বইপত্র খবর তো পড়াই যায়, ব্যক্তিগত অভিজ্ঞতা কী, ঐটা পড়ে একটু ভরসা পেলাম, কারন সব আলোচনায় ব্যক্তিগত অভিজ্ঞতা মনে করার বদভ্যাস আমার।

    আটলান্টাতেই আমাদের চেনা সাদা ভদ্রমহিলা, খুবই সিনিয়ার, ওঁর দত্তক ছেলে কালো।

    প্যান্টস্যুট নেশন বলে একটা ফেবু গ্রুপ আছে, ওটা অবশ্য তৈরী হয়েছিল ট্রাম্পের বিরুদ্ধে হিলারীর সমর্থনে, ভোটরঙ্গ চুকে যাওয়ার পর ওটা একটা ডাইভার্সিটি সাপোর্ট গ্রুপে পরিবর্তিত হয়েছে, ওখানে লোকজনের ব্যক্তিগত অভিজ্ঞতা মতামত পড়ি মাঝে মাঝে, এনকারেজিং। আটলান্টায় থাকলে একটা আন্ডার গ্রাউন্ড কিচেনে যাওয়া হয় মাঝেসাঝে, ডাইভার্স লোকজন নানান রকম, কোহাউসিং কম্যুনিটির মধ্যে; সিনিয়র সাদা পেট্রনও অনেক দেখতে পাই; তো এইসব ব্যাপারও তো আছেই।

    আমি এখনো বিশ্বাস করি সভ্যতা সামনের দিকেই চলেছে, মাঝে মধ্যে হোঁচট খাওয়ার উপক্রম হয় বটে, তবে সমস্যাগুলোকে অন্তত রেকগনাইজ করলে ব্যাপারটা অপেক্ষাকৃত সরল হয়, এইটুকুই।
  • pi | 2409:4065:414:da95:55a9:29c0:37ea:1045 | ১৩ জুন ২০২০ ১১:৪৭732115
  • sm | 42.110.137.92 | ১৩ জুন ২০২০ ০২:১২732094
    এই সমস্যা বাঙালির নেই।আমরা হলুম গিয়ে মা কালির সন্তান।কালো মায়ের কালো ছেলে।
    আমাদের কালো কৃষ্ণ কি বলছে --
    যশোমতি মাইয়া সে বোলে নন্দলালা,
    রাধা কিঁউ গোরি ম্যায় কিঁউ কালা?

    ----

    এটা পড়ে কী বলব, হাসব না কাঁদব, বুঝে পেলাম না।
  • S | 2405:8100:8000:5ca1::3cc:26e1 | ১৩ জুন ২০২০ ১২:১০732117
  • আকাদা যে লেখাগুলো পড়েননি, সেটা আকাদার মন্তব্য পড়েই বোঝা গেল।
  • Amit | 203.0.3.2 | ১৩ জুন ২০২০ ১২:৩৪732118
  • সব সাদা white সুপ্রিমেসিস্ট, এটা এক্কেবারেই কোথাও বলা হয়নি. সব দেশেই রং নির্বিশেষে অনেকেই এগিয়ে এসেছেন, আমার পাড়ায়, অফিসে 90-% এর বেশী সাদা লোকজন, তারা অনেকেই আক্টিভলি বা সোশ্যাল মেডিয়ায় এটার প্রোটেস্ট করছেন. কিন্তু একটা ট্রাম্প এর বড়ো সাপোর্ট বেস আছেই , নাহলে ভোটে জিতলো কিকরে.

    আর একটা ছোট, কিন্তু মিলিট্যান্ট, সুপ্রিম্যাস্সিস্ট, র্যাডিক্যাল এবং আর্মড গ্রুপ এর সামনে অনেক বেশি পপুলেশন এর সাইলেন্ট মেজরিটি ও অনেক সময়েই ভয়ে চুপ করে যায়. তাই এক্টিভ প্রোটেস্ট দরকার যাতে স্বরটা অনেক দূরে পোঁছায়.
  • sm | 2402:3a80:ab2:27d4:0:61:9a0d:de01 | ১৩ জুন ২০২০ ১২:৪৭732119
  • তাহলে কি খাড়াইলো?   ৯০শতাংশ সাদা প্রটেস্ট করছে।ম মনে খুব অনুতপ্ত। এশিয়ানরা ভয়ানক ক্ষুব্ধ।কিন্তু বাকি দশ শতাংশ সাদাই ভোট এর হিসাব উল্টে দিচ্ছে। স্ট্রেঞ্জ!!

  • S | 2405:8100:8000:5ca1::69f:da87 | ১৩ জুন ২০২০ ১২:৫০732120
  • আমি এখানে ব্যক্তিগত এক্সপেরিয়েন্স যতটা পারবো কম লিখবো। কারণ যেমন আগেও লিখেছি, আমি একদম কনজারভেটিভ, রেড স্টেটে থাকি। আগেও তাই ছিলাম। আমার আশেপাশের প্রায় সবাই রিপাব্লিকান বা খুব বেশি হলে লিবারেটেরিয়ান। বন্ধুবান্ধব, চেনাশোনা, কোলিগ, প্রতিবেশি, ছাত্র। বিশেষ করে এই শেষ গ্রুপটিকে নিয়ে আমি খুবই প্রোটেক্টিভ। তাই আমি পার্সোনাল এক্সপেরিয়েন্স লিখবোনা। আমার বেশিরভাগ চেনাশুনা, বন্ধুবান্ধবরা সবাই রিপাব্লিকান, কয়েকজন লিবারেটেরিয়ান।

    একটা মজার ব্যাপার ঘটেছে এখানে। সেদিন আমার শহরের বিএলেম মার্চে মোটামুটি বেশিরভাগই সাদা, বেশ কিছু নেটিভ আমেরিকান, আর কিছু কালো লোকজন গেছে। এদিকে রাস্তার অন্যদিকে কিছু ছেলেপিলে কাঁধে এ আর ১৫ ঝুলিয়ে উসখুশ করছে। বিএলেম প্রোটেস্টারদের অনেকেই একটু অসন্তুষ্ট এবং কনসার্নড। হ্ঠাত তাদের মধ্যে কয়েকজন কাঁধে বন্দুক ঝুলিয়ে প্রোটেস্টারদের সামনে দিয়ে "ব্ল্যাক লাইভস ম্যাটার" স্লোগান তুলতে তুলতে মিছিল করে গেছে। কিছুক্ষনের জন্য বিএলেম প্রোটেস্টাররা চুপ করে গেছে, তারপর খুব হৈ হৈ করে উঠেছে যে দেখো সেকেন্ড অ্যামেন্ডমেন্ড লোকজনের মধ্যেও বিএলেম সাপোর্টার আছে।
  • sm | 2402:3a80:ab2:27d4:0:61:9a0d:de01 | ১৩ জুন ২০২০ ১২:৫৩732121
  • আবার সিঁড়ি ভাঙ্গা অঙ্কের মতো, বহু সিঁড়ি ভেঙ্গে, শেষে অঙ্কের উত্তর এসে গেছে।ট্রাম্প খারাপ।ট্রাম্পের একটা বড় সাপোর্ট বেস আছে।

    বলি আন্দোলন টা কি নিয়ে?ট্রাম্প কে হারানো, নাকি বৃহত্তর ইস্যু? কারণ বাইডেন এলেও বিশেষ কিছু পরিবর্তন হবে না।

  • Amit | 203.194.21.162 | ১৩ জুন ২০২০ ১৩:৪২732122
  • মায়ের থেকে মাসির দরূদ যে আসলেই বেশি , গুরুর পাতায় কিন্ত প্রায়ই দেখা যায়.
  • r2h | 2405:201:8805:37c0:c06b:6b41:e8d1:3561 | ১৩ জুন ২০২০ ১৬:৪১732123
  • @Atoz ১৩ জুন ২০২০ ০৪:০৮, এই ব্যাপারটার কারন একটু আলাদা।
    এইরকম বইপত্র সাধারণত যতদূর সম্ভব কম এফর্ট ও রিসোর্স খরচ করে বানানো হয়; শিল্পী, ফটোগ্রাফার এসবের পেছনে খরচ করা হয় না। তাই ছবিছাবার জন্যে স্টক ফটোগ্রাফি, এবং রয়ালটি ছাড়া, অথবা এমন কোন ছবি যার রয়ালটির জন্যে কেউ খুঁজতে আসবে না। সেসব দিক দিয়ে এসব ছবি সহজলভ্য আর সাশ্রয়ী। এরকম খেলাধূলা করা দেশি বাচ্চার ছবি বেশি পাওয়া যায় না, গেলেও ফটোগ্রাফার ধারে কাছেই আছে, না বলে পয়সা না দিয়ে ঝেঁপে দিলে ক্যাঁক করে ধরবে।
  • sm | 2402:3a80:ab2:27d4:0:61:9a0d:de01 | ১৩ জুন ২০২০ ১৮:১৪732131
  • তা, অস্ট্রেলিয়ায় সাদা মাসি ও সাদা মেশোরা ,কালো দের যত্ন নিচ্ছে না?? অস্ট্রেলিয়ার লোকজন তো খুব ভালো। বিচলিত বাবু,কটা মিছিলে হাঁটলেন?

  • Amit | 203.194.21.162 | ১৩ জুন ২০২০ ২৩:১৫732134
  • আরে এতো খুব সহজ হিসেব. আপনি যত বার এই পাতায় সেন্সিবল কথাবার্তা বলে উঠতে পেরেছেন (খুব কষ্টের যদিও), ঠিক ততগুলোই মিছিলে হাটলাম. এবার আয়না দেখলেই নিজে গুনে ফেলতে পারবেন.
  • sm | 42.110.166.142 | ১৩ জুন ২০২০ ২৩:৪৮732135
  • এখানে এতো লোক মিছিলে হাঁটছে আর জনতা বলছে কি না,মিছিলে এশিয়ান (ভারতীয়)চোখেই পড়ছে না!!স্ট্রেঞ্জ!!

  • Amit | 203.194.21.162 | ১৩ জুন ২০২০ ২৩:৫৪732136
  • গোনা শেষ হলো ? একটু সময় লাগবে বোঝা যাচ্ছে. এতো দিনের জমানো আবর্জনা সরিয়ে খোঁজা কি সোজা কথা.
  • sm | 42.110.166.142 | ১৪ জুন ২০২০ ০০:১৭732137
  • মিথ্যে পোস্ট করার জন্য কতো রেট?

  • Amit | 203.194.21.162 | ১৪ জুন ২০২০ ০০:১৯732138
  • গোনা হয়নি এখনো ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন