এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বর্ণবৈষম্য এবং আমেরিকার পলিটিক্স

    S
    অন্যান্য | ০৭ জুন ২০২০ | ১৭৯২৯ বার পঠিত
  • পিনাকিদার নির্দেশে এই লেখা লিখছি। ইতিমধ্যেই মামুর পোস্ট পড়ে গেছে। আমিও সেই পোস্টে দুয়েকটা কথা লিখেছি। তাই ভেবে দেখলাম যে একটু অন্যরকম লেখা প্রয়োজন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • anandaB | 50.35.122.121 | ১০ জুন ২০২০ ০৮:১৬731959
  • @ar , খেয়াল করি নি এতক্ষণ, ভালো বলেছেন তো..... আমরা এন্টারটেনড হচ্ছি তার মানে, অন্ততপক্ষে উদেশ্য টা তাই.... নিজের ওপরেই বিরক্তি ধরে যায়
  • sm | 42.110.164.3 | ১০ জুন ২০২০ ০৮:২৬731960
  • তাহলে এতো বড় জনগণতান্ত্রিক বিপ্লব এর গতি অভিমুখ কোন দিকে? খালি প্রশাসন রেকোগ্নাইজ করলেই যথেষ্ঠ!!

    আর এতো বড় ইস্যুতে অস্ট্রেলিয়া সরকার পাব্লিক গ্যদারিং মানা করলো কেন?কি উপায়ে প্রতিবাদ হবে তাহলে!!

    আমি ও তো পাবলিক জমায়েত ছাড়া সব কিছুই করতে বলেছিলাম।কৃষ্ণ করলে লীলা...

  • lcm | 2600:1700:4540:5210:bd3f:7687:c049:9312 | ১০ জুন ২০২০ ০৮:৪১731961
  • যাক, তার মানে, এসএম-এর এই প্রটেস্ট নিয়ে কোনো অসুবিধে নেই, এটা ঠিকই আছে। কিন্তু আমেরিকার মানুষের জন্য খুবই চিন্তিত হয়ে পড়েছেন উনি, খুবই উতলা হয়ে পড়েছেন যে তাদের স্বাস্থ্যের কি হবে, তারা কোভিড আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পরবেন না তো, অসুখ আবার নতুন করে ছড়িয়ে দেবেন না তো। বেসিক্যালি মানুষকে গবেট বা ছাগল বলতে চাইছেন - বলছেন যে কতটা গবেট হলে মানুষ এখন এই সময়ে প্রতিবাদ করতে নামেন।

    তো, দেখুন এই ব্যাপারেও আমার কিছু বক্তব্য আছে (কোন ব্যাপারেই বা নেই) - ছাগল সারা পৃথিবী ভর্তি, ছাগলের কি অভাব আছে কোথাও। এটি ছাগলের প্রতিবাদ। আমাদের মতন স্মার্ট যারা, যারা ছাগল নই, তারা বাড়িতে বসে নেটে ভাট মারছি। কিন্তু তাতে করে কি ছাগলরা থেমে থাকবে, তারা খাড়া পাহাড়ের গায়ে দাঁড়িয়ে নিশ্চিন্তে এদিক ওদিক তাকাবে। ওরা তো জানেই না যে ওরা ছাগল। ওদের একটু দেখতে দিন, দেখুক।
  • ar | 71.174.88.163 | ১০ জুন ২০২০ ০৮:৪৬731962
  • @আনন্দবি

    না, আমরা এনটারটেইনড হচ্ছি না, কিন্তু মিডিয়ার, ভায়োলেন্সকে সূক্ষভাবে বিনোদনের মোড়কে উপস্থাপন করার প্রবণতা বেশ পুরোনো।
  • sm | 42.110.164.3 | ১০ জুন ২০২০ ০৯:০৬731963
  • lcm,আপনার মতন পণ্ডিত ব্যক্তি এমন কমেন্ট করবেন কেন?আপনার গত কালের পোস্ট টি ছিলো অসাধারণ।মানে বেশ কিছু পোস্টের মধ্যে চোখে পড়ার মতন।আমার একটি পোস্টের অংশ দিয়েই শুরু করেছিলেন,তাই একটু ফুট কাটছি।

    আপনার পোস্টের বক্তব্য ছিল, রেসিজম ছাপিয়ে ও যে জিনিষ টা বেশি প্রকট, তা হলো সিস্টেম ফেলিওর।

    আমি অনেক আগেই ৯ ই জুন ১৩.১৯এর পোস্টে ও,সিস্টেম ফেলিওর এর কথাই উল্লেখ করেছিলাম।একটা কুড়ি ডলার এর নোট এর জন্য,একজন কে শ্বাস রুদ্ধ করে মেরে ফেলা ও তারপর পোস্ট মর্টেম এর রিপোর্টে কারচুপি করার চেষ্টা, ইন্ডিকেট করে,পুরো সিস্টেম গেঁজেই গেছে।

    মানুষ এর প্রতিবাদ করবেই।প্রথমে প্রশাসন এর help চাইবে।প্রশাসন নিজেই এখানে দোষী।তখন হেল্প চাইবে বিচার ব্যবস্থার কাছে।বিচার ব্যবস্থার ওপর সন্দিহান হলে ;ঘোরতর বিপদ।

    দুটো উপায় আছে।গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার ফেলে দেওয়া।অথবা কল্লোল বাবুর মতন নৈরাজ্য।দ্বিতীয় অপশন টি স্বভাবতই বাদ।

    তাই প্রথম অপশনেই ফিরে আসি। ট্রাম্প কে ফেলে বাইডেন বাবু এলে কোন পরিবর্তন হবে?সম্ভবত নয়।কারণ গত একশ বছর এমন বাইডেন,ক্লিনটন,ওবামা,কেনেডি,রেগণ এসেছে এবং চলে গেছে। গান  'ল ' নিয়েও বিশেষ পরিবর্তন হয় নি।

    আমার মতে জমায়েত ,মিছিল,এই মুহূর্তে হেল্থ গ্রাউন্ডে; না মুমকিন।সোশ্যাল মিডিয়ায় প্রচার চলুক, সেনেটে প্রতিবাদ চলুক। অনশন চলুক।ভোট বয়কট করার কথা বলা হোক।প্রশাসন ভয় পাবে।

    নতুবা প্রতিটি গুলি চালানোর ঘটনার মতন,কিছুদিন প্রতিবাদ হবে,বাক বিতন্ডা হবে ও থিতিয়ে যাবে।আমার বক্তব্য পছন্দ নাই হতে পারে!

  • lcm | 99.0.80.158 | ১০ জুন ২০২০ ০৯:৩৭731964
  • এসএম,

    না, এটি পুলোশ সিস্টেম ফইলিওরের গল্প নয়।

    পুলিশ সিস্টেম তো ফেইলড সিস্টেম নয়, পুলিশ বেশ তৎপর, অ্যাক্সিডেন্ট হলে সঙ্গে সঙ্গে চলে আসে। একবার আমি এক সাংঘাতিক অ্যাক্সিডেন্টে পড়েছিলাম, লোক্যাল পুলিশের সহায়তা ভুলব না, তুষারঝড়ে আটকে যাওয়া মানুষকে দেখেছি পুলিশ গিয়ে উদ্ধার করেছে।

    জর্জ ফ্লয়েডের ঘটনাটি রেসিজিম সংক্রান্ত।

    একটি মার্সিডিজ বেঞ্জ SUV-থেকে (মোটামুটি দামি গাড়ির মধ্যেই পড়ে), গাড়ির মধ্যে থাকা অন্যদের সামনে থেকে, ২০ ডলারের বিল নিয়ে অভিযগে - কোনো সাদা লোককে নামিয়ে হাতকড়া পড়ায় না পুলিশ। পড়ালেও, তাকে জোর করে পুলিশের গাড়িতে তোলার সময় গলায় হাঁটু দিয়ে ৯ মিনিট চেপে ধরে থাকে না।

    একই অভিযোগে সাদা লোক এবং কালো লোক আলাদা ট্রিটমেন্ট পায়। এটা ডেলিবারেটলি করা। এটা ডিস্ক্রিমিনেশন। এটা রেসিজিম।

    পুলিশ বা মিলিটারিদের - একটা সুবিধে আছে, সব দেশে আছে - কোনো ক্রাইম করলে তাদের তেমন কৈফিয়ত দিয়ে হয় না। এটি যদি এমন হত, একজন সাধারণ নাগরিক গলায় হাঁটু দিয়ে চেপে কাউকে মেরে ফেলেছে, তাহলে তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে চালান করে দেওয়া হত হাজতে - পরে জেল বা ফাঁসি হত। কিন্তু পুলিশ বলে কিছু হয় না। মিলিটারি হলে কিছু হয় না।

    তাই পুলিশ যখন রেসিজিম করে, তখন মানুষ আরও অসহায় পরে। সেই অসহায়তার বিরুদ্ধে ফুঁসে ওঠা প্রতিবাদ এটি।
  • sm | 42.110.164.3 | ১০ জুন ২০২০ ০৯:৪৭731965
  • খালি রেসিজম দিয়ে,এই ফ্লয়েড এর মৃত্যুর পর তদন্ত প্রভাবিত করার ঘটনা এক্সপ্লেইন করা যাচ্ছে না।যে কেস এর ইম্প্যাক্ট দেশ জুড়ে,সেখানে অটপসি তে ভুল ভাল ক্লজ জুড়বে কেন? এতো তাড়া তাড়ি বেল মিলবে কেন? আমি তো এখনও বিচার ব্যবস্থার ওপর ভরসা রাখা পাব্লিক।নৈরাজ্য বাদী হইনি।জনগন কে কোনদিন ছাগল ভাবিনা।তবে সর্বদা কিছু সুযোগ সন্ধানী লোকজন থাকে,যারা নিজ স্বার্থে এসব আন্দোলন কে প্রভাবিত করে,নিজেদের মতন করে চালায়।

  • Amit | 203.0.3.2 | ১০ জুন ২০২০ ১০:০০731966
  • একজনের জল ঘোলা করার ফুল টাইম ধান্দা যথারীতি চলছে. আমার পোস্টে কোথাও লেখা হয়নি যে রেকোগ্নাইজ করলেই যথেষ্ঠ, এটাই লেখা হয়েছে যে রেকোগনিজে করাটাই একটা মেজর ফার্স্ট স্টেপ. কারোর ক্যান্সার হলে ডাক্তারের আগে বোঝা দরকার যে ক্যান্সার ই হয়েছে, তাকে এন্টাসিড দিয়ে কিছু হয়নি বলে বাড়ি পাঠানো ওই. রোগটাই না বুঝলে ট্রিটমেন্ট হবে কোদ্দিয়ে ?

    লসাগুদা যেটা লিখলেন 100-% সত্যি. একই অপরাধে এখানেও পুলিশ সাদা, এশিয়ান আর এবরিজিনেস দের সম্পূর্ণ আলাদা আলাদা ভাবে ট্রিট করে, সেটা সরকার থেকে স্বীকারও করেছে সেই সমস্যা গুলো, কিন্তু সব সমস্যার ওভারনাইট সমাধান নিয়ে কোনো প্রধান সেবক এখানে বসে নেই. তাই জমায়েত করতে মানা করে শুধু অনুরোধ করেছে, কিন্তু জমায়েত ভাঙতে মিলিটারি পুলিশ লেলিয়ে দেয়নি বা হুমকি ও দেয়নি.

    আন্দোলন টার আসল অভিমুখ বিন্দুমাত্তর না বুঝে , এই গভর্নেন্স এপ্রোচ এর ডিফারেন্স গুলো না বুঝে সেই কদিন ধরে একজনের করোনা, জমায়েত, ইলেকশন, তাতে রাশিয়ান ইনফ্লুয়েন্স, সোশ্যাল মিডিয়ায় অল্টারনেট প্লাবন, সেই প্লাবনে সরকারের ভেসে বা ডুবে যাওয়া ইত্যাদি র আবালপনা চলছে তো চলছেই. অবশ্য নতুন কিছু নয়.
  • lcm | 2600:1700:4540:5210:bd3f:7687:c049:9312 | ১০ জুন ২০২০ ১০:০০731967
  • "... রেসিজম দিয়ে ... ঘটনা এক্সপ্লেইন করা যাচ্ছে না..."

    ও, আচ্ছা, তার মানে আপনি এই ঘটনার মধ্যে রেসিজিম কিছু দেখতে পাচ্ছেন না। আপনি একা নন, প্রসিডেন্ট ট্রাম্প সহ এদেশেও অনেকে আছেন এমন।
    ---------
    "... কিছু সুযোগ সন্ধানী লোকজন থাকে, যারা নিজ স্বার্থে এসব আন্দোলন কে প্রভাবিত করে ..."

    কি আশ্চর্য! একদম এই কথাই প্রেসিডেন্ট ট্রাম্প সহ এখানে অনেকে বলছেন।
    ---------
  • Amit | 203.0.3.2 | ১০ জুন ২০২০ ১০:০৭731968
  • different people, different priorities. এটা অবভিয়াস.
  • sm | 42.110.164.3 | ১০ জুন ২০২০ ১০:১০731969
  • ওফ lcm, আপনার কাছে এই রকম পোস্ট এক্সপেক্ট করি না।আমি বলেছি খালি রেসিজম দিয়ে পুরো ব্যাপার টা একসপ্লেন করা যাচ্ছে না।

    ঘটনা পরবর্তী ব্যাপার গুলো সিস্টেম ফেলিওর ইন্ডিকের করে।খালি পুলিশি ব্যবস্থার ফেলিওর নয়।আরো গভীর ভাবে বিস্তৃত।

    আর এটাও ঠিক এই ধরনের আন্দোলন এর পেছনে থেকে কিছু সুযোগ সন্ধানী লোক নিজেদের মত প্রভাবিত করার চেষ্টা করে থাকে।একটি বৃহত্তর গোষ্ঠীর মধ্যে যদি ক্ষোভ জিইয়ে রাখতে পারি তো ইলেকশনে সুবিধে হতে পারে।এই আর কি!বিরাট আশ্চর্য্যের ব্যাপার নয় তো!

  • lcm | 2600:1700:4540:5210:bd3f:7687:c049:9312 | ১০ জুন ২০২০ ১০:১৪731970
  • তবে হ্যাঁ, সুযোগসন্ধানী লোক কি থাকে না, হুজুগে লোক কি থাকে না, গুজব ছড়ানোর লোক কি থাকে না - অবশ্যই থাকে। যেমন, সুযোগসন্ধানী লোক এই ফাঁকে গিয়ে দোকান ভাঙচুর করে জিনিসপত্র নিয়ে গেছে।

    কিন্তু, এতগুলো শহরে এতদিন ধরে যারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে, তার সবাই হুজুগে/স্বার্থান্বেষী/সুযোগসন্ধানী... এমনটা কি করে হয়। বেশির ভাগ প্রতিবাদী জনতাই ইয়াং - বয়েস ১৫ থেকে ৩০ এর মধ্যে।
  • Amit | 203.0.3.2 | ১০ জুন ২০২০ ১০:২৫731971
  • আচ্ছা ট্রাম্প ক্যাম্পেন গ্রুপ এ ইন্ডিয়া থেকে কাউকে রিক্রুট করেনা -?

    খোঁজ ন্যান না আপনারা যারা আছেন ওখানে . ভালো, ফ্রীল্যান্সার , মাগনায় খেটে দেওয়া ক্যান্ডিডেট আছে হাতের কাছেই মায়াপাতায়. ভ্যাকুয়াম থেকেও আন্টি ট্রাম্প কন্সপিরেসি বানিয়ে দেবে. KKK-র গায়ের রং এর ক্রিটেরিয়া মিলবে কিনা জানা নেই, কিন্তু ভক্তিতে আর ঘৃনায় 100-% অবিচল.

    কারোর ঠাকুরঘরের আর কলার কেস মনে এলে আমি নাচার.
  • sm | 42.110.164.3 | ১০ জুন ২০২০ ১০:২৫731972
  • আমি অবাক হচ্ছি,একটা নির্বোধ বক বক করেই চলেছে।কিছুদিন আগেই একটা তর্কে বলছিলো,অস্ট্রেলিয়া এবরিজিনস দের প্রবল যত্নে রাখে--))

    নিজেই বলছে,অস্ট্রেলিয়া সরকার পাব্লিক গ্যদরিং করতে মানা করেছে। তো,আমি একস্ট্রা কি বললাম!?

    একদিকে বলছে আলোচনায় কেন রাশিয়া ঢুকলো আর নিজেই ফিলার হিসাবে মাঝে মধ্যেই আমার এখানে মানে অস্ট্রেলিয়া, এবোরিজিনস,প্রধান সেবক এসব ঢুকিয়ে চলেছে। কি বলা যাবে,একে?

  • Amit | 203.0.3.2 | ১০ জুন ২০২০ ১০:৩০731973
  • বলতে না বলতেই কলার কাঁদি নিয়ে একজন দৌড়ে এলো যথারীতি. আকাটপনা আজকাল টিকেট ছাড়াই দিব্যি দেখা যাচ্ছে.
  • S | 2405:8100:8000:5ca1::ed:639e | ১০ জুন ২০২০ ১০:৩২731974
  • মারিজুয়ানা লিগালাইজেশানের ক্ষেত্রেও এরকম একটা লজিক ছিল যে পুলিশ মারিজুয়ানার নামে কালোদের বেশি ধরে। ভেবে দেখুন যে দেশে আগের তিনজন রাষ্ট্রপতিই স্বীকার করেছেন যে তাঁরা মারিজুয়ানা ট্রাই করেছেন, সেই দেশে মারিজুয়ানা নিয়ে এত বাছবিচার করে কেন? সার্ভে করে দেখা গেছে যে সাদা এবং কালোদের মধ্যে সমান সংখ্যক লোক মারিজুয়ানা বা ড্রাগস নেয় - আমার এগজ্যাক্টলি মনে নেই কোনটা। কিন্তু যতজন এই কারণে ইনকার্সেরেটেড হয়, তাদের ৯০% কালো। একজন কালোকে জেলে ভরার ক্ষেত্রে পুলিশ অনেকবেশি ততপর।
  • sm | 42.110.164.3 | ১০ জুন ২০২০ ১০:৩৩731975
  • lcm যাঁরা আন্দোলন করছে তাঁরা ' সুযোগ সন্ধানী এমন কথা কোথাও বলেছি? যেটা বলিনি,সেটা ও বলিয়ে দিলে তো মুশকিল!

    যা হোক,আন্দোলন এর উদ্দেশ্য যে মহৎ সে বিষয়েও কোন দ্বিধা দেখাই নি।

    খালি বলেছি ,এই প্যানডেমিক এর মুহূর্তে কাতারে কাতারে জমায়েত ঠিক নয়।প্রতিবাদের অন্য অনেক ধরন আছে।কি, কি আছে, তা ও বলে দিয়েছি। তারপরেও এতো!! স্ট্রেঞ্জ!

  • anandaB | 50.35.122.121 | ১০ জুন ২০২০ ১০:৩৯731976
  • এন্টারটেইনমেন্ট নিয়ে কথা হচ্ছিলো না একটু আগে? এই যে হাতে কলমে

    "https://www.yahoo.com/news/video-shows-prison-guard-mocking-013934802.html"

    মানে একদম খুল্লাম খুল্লা ঘৃণার চাষ, যত নভেম্বর এগিয়ে আসবে তত বাড়বে, এবং সম্ভবত আরও চার বছর কি তার বেশি দেখতে হবে, সোশ্যাল ফেব্রিক টাকে একদম পচিয়ে দেবার জন্য যা যা করা যায়
  • lcm | 2600:1700:4540:5210:bd3f:7687:c049:9312 | ১০ জুন ২০২০ ১০:৪২731977
  • প্রতিবাদ মিছিলে করোনা ভাইরাস নিয়ে একটা কনসার্ন তো আছেই, তবে বলছে যে বেশির ভাগ ইয়াং পপুলেশন, অনেকে মাস্ক পড়ে বেরিয়েছে, আর অনেক জায়গায় একদম গিজগিজে ভিড় নয়। আমাদের এখানে একটা মিছিলে দেখলাম প্রায় সবাই মাস্ক পড়ে হাঁটছে। টিভিতে ইন্টারভিউতে লোকজন বলছে যে তারা জানে করোনা রিস্ক আছে। করোনা না হলে নাকি, প্রতিবাদ আরও জোড়ালো হত।
  • lcm | 2600:1700:4540:5210:bd3f:7687:c049:9312 | ১০ জুন ২০২০ ১০:৪৬731978
  • ড্রাগ অ্যাডিকশন, বিশেষ এখনকার যে সব - ওপিয়ড, মেথ, মারিউআনা - এসব নাকি গরীব সাদাদের মধ্যে এখন বেশি, বিশেষ করে মিড-ওয়েস্টে, সাদার্ন স্টেটে। আর্বান কালোদের মধ্যেও আছে, তবে তারা সংখ্যাগরিষ্ঠ নয়।
  • sm | 42.110.164.3 | ১০ জুন ২০২০ ১০:৫৩731979
  • একটা জিনিষ মাথায় ঢুকছে না,কালোদের ওপর এই বৈষম্য বা অত্যাচার কয়েক শ বছরের পুরোনো।এটা একটা মাইন্ডসেট এর প্রতিফলন।এটা অন্তরের মধ্যে লালিত আছে।

    যেমন আপনি বললেন,ফ্ল্যাট এর ছেলে বস্তি তে থাকলে গালা গালি শিখে নেবে।প্রী ফিক্সড আই ডিয়া। পুলিশ জানে কালো লোকেদের মধ্যে অপরাধ প্রবণতা বেশি।তারা ঘেটো তে থাকে।এই নিয়ে বিরাট ব্যক্তিত্ব রা গান বানিয়ে সুপারহিট পর্যন্ত করে ফেলেছেন!

    আমার মতে রেসিজম এর প্রথম ধাপ হলো অবজ্ঞা ও তাচ্ছিল্য। রেসি জম আসে তারপর।

    কালো লোকেরা যদি মন থেকে ভাবে ;ঘেটো তেই থেকে যাবো,তাহলে এই ভূল ধারণা চলতেই থাকবে। প্রথম থেকেই কালোদের মনে ঢুকিয়ে দেওয়া হয়,তুমি বড় খেলোয়ার হতে পারো, বড় রক স্টার বা একটর হতে পারো; কিন্তু একাডেমিক ব্যাপারে বা অন্ত্রেপ্রেনিয়র হবার ব্যাপারে তোমার দক্ষতা কম।

    এখানেই রয়েছে মূল চালাকি।অনেকটা বাঙালির দ্বারা ব্যবসা হবে না,এরকম ব্যাপার।কারণ ব্যবসায় আছে মানি।আর মানি ব্রিংস পাওয়ার। অর্থাৎ তুমি রবীন্দ্রসঙ্গীত,কৃষ্টি নিয়ে ধুয়ে জল খাও,আমি টাকাকড়ি সামলাই।

    এশিয়ান লোকজন এই হীনমন্নতা কিছুটা কাটিয়ে উঠেছে ।চিনা বা জাপানীরা যে সাদাদের চেয়ে বেশি বুদ্ধিমান,সেটা উপলব্ধ হয়েছে।আমেরিকার ত্রিশ শতাংশ ডাক্তার বিদেশী।অন্যান্য প্রফেশনেও এশিয়ান রা ই এগিয়ে যাচ্ছে।তাই অবজ্ঞা ও তাচ্ছিল্য ধীরে ধীরে কমেছে।

    তাই বলেছিলাম,কালোদের উন্নতি তাঁরা নিজেরাই করবে বা তাদেরকে ই করতে হবে।

  • r2h | 49.37.10.63 | ১০ জুন ২০২০ ১০:৫৫731980
  • করোনার ব্যাপারটা তো আছেই।

    তবে মানুষ যখন একটা কজ নিয়ে, কোন কিছু নিয়ে মরিয়া হয়ে যায়, তখন অন্য সব উপেক্ষা করে। এই যে আমাদের দেশে শ্রমিকরা বাড়ি ফেরার জন্যে, অন্যদিকে নানান স্বেচ্ছাসেবকেরা ত্রাণ নিয়ে - দূরত্ব মানা যাচ্ছে না, কিন্তু ঐগুলো তর্কাতীতভাবেই বড় প্রায়োরিটি।

    ওখানেও, কারো ভাই বন্ধু প্রতিবেশী, এমনকি অচেনা লোক যাকে হয়তো মাঝে মাঝে কফিখানায় দেখি, তারা একটা কুৎসিত বিদ্বেষের শিকার হতে পারে যেকোন দিন, এইটার প্রতিবাদ করার জন্য সামাজিক নৈকট্য শারিরীক দূরত্বের থেকে বেশি দরকার - এমন মনে করতেই পারে কেউ, এই দুর্যোগেও।

    আর, বিকল্প নেই। সোশাল মিডিয়া পথে নামার বিকল্প না। সোশাল মিডিয়া দিয়ে পথে নামাটাকে ফেসিলিটেট করা যায়, প্রতিবাদের সঙ্গী জোটানো যায়, কিন্তু সোশাল মিডিয়া পথের বিকল্প নয়। যতক্ষন আমার কোন কিছু স্টেকে নেই, আমি একটা সেফটি ভাল্ভের ভেতর দিয়ে আমার প্রতিবাদ জানাচ্ছি, ততক্ষন সেই প্রতিবাদের থেকে কোন ভয় নেই।

    রাশিয়া আর আমেরিকার নির্বাচনের তুলনা হয় না, কারন একটা মহাশক্তিধর রাষ্ট্রের মদতে সোশাল মিডিয়া ম্যানিপুলেট করে ভোটার প্রভাবিত করা, আর নাগরিক উদ্যোগে, যেটা খুবই লুজলি সংগঠিত, সেখান থেকে এফেকটিভলি ভোট বয়কট অর্গানাইজ করা, এসব জাস্ট কবির কল্পনা।
  • sm | 42.110.164.3 | ১০ জুন ২০২০ ১০:৫৯731981
  • আমি নিজেই দেখলাম টিভিতে ফিউনেরাল অনুষ্ঠানে হলে, একসঙ্গে কয়েকশ লোকের জমায়েত।তাদের মধ্যে প্রচুর বয়স্ক পুরুষ ও মহিলা আছেন।খুব ঘনিষ্ঠ ভাবে তাঁরা কাছা কাছি আসছেন,পরস্পর কে স্পর্শ করছেন। একজন নিরাপত্তা রক্ষীর নাকে বা মুখেও মাস্ক নেই।চাপ দাড়ি হয়ে গালে সেঁটে আছে।

    হাত ধোয়ার চল তো সাহেব দের দেশে এমনিতেই বিশেষ থাকে না।

  • lcm | 2600:1700:4540:5210:bd3f:7687:c049:9312 | ১০ জুন ২০২০ ১০:৫৯731982
  • এসএম,
    আপনার বোধহয় ফান্ডামেন্টাল একটা ভুল হচ্ছে।
    এই আন্দোলন ঠিক কালোদের উন্নতির জন্য নয়, এই আন্দোলন কালোদের খুন আটকানো নিয়ে।
    স্লোগানগুলো লক্ষ্য করুন, অনেক সাদা লোকও এই স্লোগান নিয়ে হাঁটছেন -
    Dont kill black people
    Stop killing black people
    Black lives matter
  • r2h | 49.37.10.63 | ১০ জুন ২০২০ ১১:০৩731983
  • নিজেদের উন্নতি নিজেদের করতে হবে তো বটেই। তবে এই প্রসঙ্গে এই কথা বলা মানে অনেকটা, লোকটা খুন হলো কেন? খুন না হওয়া তো ওরই দায়িত্ব ছিল। নিজের প্রাণ নিজেকেই সামলে রাখতে হয় - এইরকম লাগছে।

    ঘেটোটা ঠিক শখ না বোধয়। অতীত, শিক্ষা, অ্যাকসেপ্টিবিলিটি, বাইরের লোকের সন্দেহ - অনেক কিছুই আছে। যেকোন মানুষই তার নিজের সামাজিক বৃত্তে থাকতে ভালোবাসে।

    আর আমেরিকার বেশি ডাক্তার বিদেশি কারন এশিয়ানরা সাদাদের থেকে বেশি বুদ্ধিমান - এমন কিছু অলরেডি প্রমাণ হয়ে গেছে নাকি? আমার ধারনা ছিল এর অন্য অনেক কারন আছে, যেমন ওদের দেশে কলেজ শিক্ষার খরচ, কলেজ শিক্ষা ছাড়াই চাকরির সুযোগ, জনসংখ্যার ঘনত্ব, পাড়াশোনা বা হোয়াইট কলার জব সম্পর্কে সাউথ এশিয়ান ও সাদাদের মানসিকতার তফাত - এইসব নানান কিছু।
  • S | 2405:8100:8000:5ca1::79d:b373 | ১০ জুন ২০২০ ১১:১৩731984
  • @হুতো, এশিয়ানরা আমেরিকাতে গিয়ে খুব উন্নতি করেছে - এটা ভুল ধারণা। আসলে খুব উন্নত এশিয়ানরাই আমেরিকাতে যাচ্ছে। মানে যারা এমনিতেই পড়াশুনায় ভালো, স্কিল্ড তারাই আমেরিকাতে আসছে। যারা আমেরিকাতে আসে, তারা নিজেদের দেশেও সবদিক দিয়েই প্রিভিলেজড (ব্যতিক্রম আছেই)। তারা আমেরিকাতে না গেলেও নিজেদের দেশেও খুব সুখেই থাকত, ভালো চাক্রি বাক্রি করত।
  • lcm | 2600:1700:4540:5210:bd3f:7687:c049:9312 | ১০ জুন ২০২০ ১১:১৪731985
  • অনেক বছর পর আমার এক পুরোনো বন্ধুর সঙ্গে গল্প হল, কলকাতায় থাকে।
    বলল, দ্যাখ একটা কথা কিন্তু মানতেই হবে, ভারতে গত দু মাসে ১৯৭ জন মানুষ মারা গেছেন হেঁটে বাড়ি ফিরতে গিয়ে, বা ট্রেনে করে বা যে কোনো প্রকারে নিজের বাড়ি যেতে গিয়ে - এ নিয়ে তেমন কোনো আন্দোলন নেই, করোনার মধ্যে কি করেই বা আন্দোলন হবে।
    কিন্তু দেখো আমেরিকায় একজন লোককে বিশ্রি ভাবে পুলিশ মেরে ফেলেছে, তাতে করোনার মধ্যেও লোক রাস্তায় নেমে প্রতিবাদ করছে, এটা ভেবে ভালো লাগছে।
  • sm | 42.110.164.3 | ১০ জুন ২০২০ ১১:২৮731986
  • আবার সেই যুক্তির অভিমুখ অন্যদিকে ঘুরে যাচ্ছে।সাদাদের থেকে এশিয়ানরা মোটেও বেশি বুদ্ধিমান নয়।ঠিক যেমন এশিয়ানরা ,সে জাপানী হোক বা চিনা বা ভারতীয় ;কালোদের থেকে বেশি বুদ্ধিমান নয়।

    কিন্তু স্ট্যাট ম্যাটার্স।দৃশ্য মানতা ম্যাটার্স।যখন গড় পরতা সাদা লোকজন হাসপাতালে গিয়ে দেখে ডাক্তার,নার্স অধিকাংশ বিদেশী,বা সিলিকন ভ্যালির বিরাট ওয়ারক ফোর্স ইন্ডিয়ানস বা চাইনিজ, ফাইন্যান্স এ এশিয়ান জনতা ভিড় করে আছে,ইউনি তে প্রফ দের অনেকে বিদেশী;তখন নিজেদের মনে সুপ্রিমেসি নিয়ে সন্দেহ জাগে, বৈকি। মনে ভয় হয়,খুব দ্রুত এরা এগিয়ে আসছে। এঁরা একদিন আমাদের থেকে মানদন্ড ছিনিয়ে নেবে।তাচ্ছিল্য আর অবজ্ঞা তখন কমে আসে।

    এশিয়ান দের এই মন্ত্র কেউ শেখায় নি।নিজেরাই বুঝে নিয়েছে। এখন তারা ব্যবসা, বানিজ্য এগুলোতে বেশি মন নিবেশ করছে।

    কালোদের ও একই স্ট্র্যাটিজি নিতে হবে। নয় তো ওই তোমরা ভালো গায়ক,ভালো খেলোয়াড় ; ইত্যাদি করে সাদারা মাথায় হাত বুলিয়ে দেবে ।

  • r2h | 49.37.10.63 | ১০ জুন ২০২০ ১১:৩৩731987
  • S, হ্যাঁ, আমারো তাই ধারনা - অধিকাংশ লোকজন ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েই ইমিগ্রেট করে, উঁচুতলায় ওঠার পরেই।

    অনেকে অবশ্য এসে নানা অড জব করে, ব্যাবসাপত্র করে অনেক উন্নতি করে, বাংলাদেশের লোকজন দেখেছি এমন অনেক; ওঁদের কী যেন অন্য ভিসা।

    একটা জিনিসের আমি প্রশংসা করি, অ্যাসাইলি বা গৃহীত রিফিজীদের নিজের পায়ে দাঁড়ানোর জন্যে অনেক গ্রান্ট, কর্মসূচী, সহায়তা এইসব আছে, নানান ননপ্রফিট সরকার আর অভিবাসীদের মধ্যে সেতু হিসেবে কাজ করে, ঐগুলো কাছের থেকে দেখেছি।
  • r2h | 49.37.10.63 | ১০ জুন ২০২০ ১১:৩৫731988
  • "চিনা বা জাপানীরা যে সাদাদের চেয়ে বেশি বুদ্ধিমান,সেটা উপলব্ধ হয়েছে।" - এটা পড়ে অন্যরকম মনে হয়েছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন