এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বর্ণবৈষম্য এবং আমেরিকার পলিটিক্স

    S
    অন্যান্য | ০৭ জুন ২০২০ | ১৭৭৮৪ বার পঠিত
  • পিনাকিদার নির্দেশে এই লেখা লিখছি। ইতিমধ্যেই মামুর পোস্ট পড়ে গেছে। আমিও সেই পোস্টে দুয়েকটা কথা লিখেছি। তাই ভেবে দেখলাম যে একটু অন্যরকম লেখা প্রয়োজন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 42.110.164.6 | ০৯ জুন ২০২০ ১০:২৭731923
  • এতক্ষণ আজে বাজে না বকে,পরিষ্কার করে বলুন,লাখে লাখে লোকের জমায়েত এই প্যান্ডেমি ক এর সময় সমর্থন করেন? হ্যাঁ কি না।

    আবর্জনা সাফের কথা পরে হবে। লন্ডনেই প্রায় হাজার দশেক লোকজনের জমায়েত হয়ছে।ইউ কে তে কোন অঘটন ঘটেছে? এতোদিন এরকম প্রতিবাদ ধারাবাহিক চলে নি কেন?

    এর পর আর একটা প্রশ্ন করি।কালো দের থেকে কার্ল লুইস হয়,মাইকেল জ্যাকসন হয়,টাইসন হয় কিন্তু জেফ বেজস, জুকের বার্গ,বিল গেটস,ওয়ারেন বাফেট হয় না কেন?

    লক্ষ্য করুন ভয়নক পণ্ডিত বা পড়াশোনায় দিগ গজের উল্লেখ করি নি কিন্তু!

  • Amit | 203.0.3.2 | ০৯ জুন ২০২০ ১০:৫০731924
  • ডিসক্রিমিনেশন এর বিরুদ্ধে আন্দোলনকে নিশ্চয় 100-% সমর্থন করি. যেকোনো সেনসিবল লোকই করে. এবার তার জন্যে জমায়েত হলে কি আর করা যাবে বা কারোর ভালো খারাপ লাগলেই বা কিকরা যাবে ? লোকে কতটা ডেসপারেট হলে এই অবস্থায় করোনা র ভয় নিয়েও বিক্ষোভে আসে সেটাও কেও চিন্তা করে দেখতে পারে, অবশ্য চিন্তার ইচ্ছেটা ও থাকা দরকার. ট্রাম্প এর KKK ক্ল্যান এর লোকজন লক ডাউন তোলার জন্যে বন্দুক নিয়ে মিছিল করেছে গতমাসে , তখন এই করোনা ছড়ানোর প্রশ্নটা তোলা হয়নি কেন ?

    আর হ্যা, সাদাদের মধ্যেও আদতে কটা বেজস, গেটস বা জুকেরবার্গ আছে, সেটা সাদা পপুলেশন এর ঠিক কত % জানলে ভালো হয় আগে. ঘরে ঘরে এদের কেও জন্মাতে দেখেছে কি ?

    এই সব আন্দোলন এ দিন আনা দিন খেটে খাওয়া মানুষরা করছে যারা ডিস্ক্রিনশন এর শিকার তাদের রোজকার জীবনে , হাতে গোনা জিনিয়াসরা নয়. তারমানে আবার যে তারা এটার বিরুদ্ধে , সেটাও কেও এখনো তারা বলেননি. যেমন NRC/ CAA আন্দোলন হলে কেও আজীম প্রেমজী কে জিগেশ করেনি তিনি গিয়ে ধর্নায় বসেননি কেন. তার মানে এটাও দাড়ায়না যে তিনি সেই আন্দোলনের বিরুদ্ধে.
  • anandaB | 50.35.122.121 | ০৯ জুন ২০২০ ১০:৫৭731925
  • এই যে, বলতে না বলতেই আরও এক প্রিভিলেজড এর কান্ড

    "https://www.yahoo.com/news/youre-going-back-mexico-woman-024138384.html"

    তবে এই কাহিনীর কিছুটা happy ending ও আছে এবং very well deserved
  • sm | 42.110.164.6 | ০৯ জুন ২০২০ ১১:০৯731926
  • এই বার ভুল ভাল যুক্তি শুরু হয়েছে।ট্রাম্প এর সমর্থক দের মিছিলকে সমর্থন করেছি? বা হয়কেউ করেছে? মাইওয়ে নয় হাইওয়ে!?

    কালোদের ওপর অত্যাচার,বৈষম্য; শতাব্দী প্রাচীন।জর্জ ফ্লয়েড কে ভগবান ও ফেরাতে পারবে না। তাহলে কাতারে কাতারে লোকের মিছিল করে, কি লাভ হচ্ছে?আরো কিছু কভিড এর শিকার হোক!এটা বুদ্ধি মত্তার পরিচয়?আবেগ এখানে বুদ্ধি নাশ করেছে।

    একশ বছর আগে ভারতীয় আর ব্ল্যাক দের মধ্যে বিশেষ পার্থক্য ছিলো না। রেসিজম এর প্রেক্ষিতে ।গান্ধী কে ট্রেন থেকে নামিয়ে দিয়েছিল। জামশেদ জি কে হোটেলে ঢুকতে দেয় নি।

    আজ ওই টাটাই হোক,বা প্রেমজি হোক বা পিচাই হোক বা এশিয়ান দের সামগ্রিক উন্নতি হোক, সাদারা ইন্ডিয়ান একটু অন্য চোখে দেখে।চিনা,জাপানিরা এতো উন্নতি করেছে যে, গড় পর তা সাদা জনতা ভাবে, ওরা আমাদের থেকে বেশি বুদ্ধিমান জাত। এটা কিন্তু নিজেরাই এচিভ করেছে।সাদারা হাত ধরে তুলে ধরে নি। এতে করে রেসিজম না কমলেও,তাচ্ছিল্য আর অবজ্ঞা কমেছে।ধীরে ধীরে এটাই রেসিজম কমিয়ে দেবে বা কমাতে বাধ্য করবে।

  • Amit | 203.0.3.2 | ০৯ জুন ২০২০ ১১:১৯731927
  • এক্সাক্টলি. এইটাই তো পয়েন্ট. কিছুতে প্রশ্ন না করা মানেই যে সেটাকে সমর্থন করা দাড়ায়না , আজকের মতো এইটুকু বুঝলেই যথেষ্ট.

    তো জর্জ ফ্লয়েড এর মৃত্যুর জন্যে মিছিল করলে যখন কারো কারোর এতো আপত্তি (সে ফিরবেনা জেনে বড়ো দুঃখ পেলাম, যারা করছে তারা জানতোনা এইটা), তখন ঠিক কিভাবে এসব ডিস্ক্রিমিনাসন এর বিরুদ্ধে 100-% নিরাপদ প্রতিবাদ করা উচিত সেটাও নিশ্চয় তারা নিজে জানবেন. তাদের নিশ্চয় আকাশছোয়া অভিজ্ঞতা আছে সেগুলো নিজে করার, অনেক জায়গায় করে এসেছেন নিশ্চয় ? থিওরি এবং প্রাকটিস ?

    তো সেসব ও একটু শেয়ার হোকনা ? জেনে গুরুভাই বোনেরা ঋদ্ধ হোক.
  • sm | 42.110.164.6 | ০৯ জুন ২০২০ ১১:৩২731928
  • এই বার শুরু হলে অপযুক্তি।এর পর আসবে কু যুক্তি। সব্বাই সব কিছু জানে।জেনেই নির্বোধের মতোন আচরণ করে।জমায়েত হয়। নিয়ম্ বিধি চুলোয় যায়।

    বিকল্প কিন্তু ছিলো।সোশ্যাল মিডিয়া ছিলো। কোর্ট ছিলো। সেনেটে প্রতিবাদ ছিলো।ভোট বয়কট ছিলো। 

    উল্টে কি হলো!কিছু লুঠ পাট হলো।ফিজিক্যাল ডিস্ত্যানস অগ্রাহ্য করা হলো।নিউজিল্যান্ড হবার স্বপ্ন পিছিয়ে গেলো।

    আর আমার পার্টিসিপেশন!সেটা আপনার পরিযায়ী শ্রমিকদের দুঃখে চোখ ভেজানোর মতোই সমবেদনায় ভরপুর!

  • sm | 42.110.164.6 | ০৯ জুন ২০২০ ১১:৪৭731929
  • ওহ, জুকারবার্গ,বেজোস, গেটসের প্রসঙ্গ বা নাম কেন উল্লেখ করলাম,সেটার মানেই ধরতে পারেন নি,দেখছি। কাটান দেন।

  • Amit | 203.0.3.2 | ০৯ জুন ২০২০ ১১:৫৭731930
  • কেও অন্যের সম্মন্ধে কিছু না জেনে মায়াপাতায় কাদা ছুড়তে চাইলে ছুড়তেই পারেন. কেও কেও যেমন এখানে কাদা ছুড়তেই আসেন. তাতে আমার কিস্যু এসে যায়না. রাস্তায় চলতে গেলে জুতোয় কাদা লাগলেও লোকে এর থেকে বেশি পাত্তা দেয়.

    এখানে বিশদে লেখার কোনো দরকারই নেই. কিন্তু যারা বাকিদের দিকে আঙ্গুল তোলেন , তাদের অবগতির জন্যে শুধু বলা যে সবাই শুধু মায়াপাতায় মায়াকান্না কেঁদে কাজ শেষ করেনা. বেশ কয়েকটা NGO-র সাথে আমি ব্যক্তিগতভাবে যুক্ত যারা ঊনদেরপ্রিভিলেজেড লোকেদের জন্যে কাজ করেন এবং যতটা সাধ্য তাদেরকে সাহায্য করার চেষ্টা করেছি গত দুমাসে. এবং এখানেই আরো অনেককে জানি যারা আরো, আরো অনেক বেশি করেছেন. নাম করে তাদেরকে ছোট করার কোনো ইচ্ছে নেই.
  • r2h | 2405:201:8805:37c0:e558:af22:8c87:baa8 | ০৯ জুন ২০২০ ১১:৫৯731931
  • সেনেট কোর্ট ভোট বয়কট ঐসব যথেষ্ট উপায় হলে গণাঅন্দোলনের ধারনাটাই তৈরী হতো না। সোশাল মিডিয়া থেকে অর্গানাইজ করা যেতে পারে, কিন্তু পথে তো নামতেই হবে। সোশাল মিডিয়া পথে নামার বিকল্প, এইটা সিরিয়াসলি বলা, বিশ্বাস করতেই অসুবিধে হচ্ছে।

    আর ফিজিক্যাল ডিস্টেনসিং, গুরুত্বপূর্ণ তো বটেই। এবার কার কাছে কোনটা প্রায়রিটি, সেইটা ম্যাটার করে। আমি দেখছি রাস্তায় ছিনতাই হচ্ছে, আমি সোশাল ডিস্ট্যান্সিংএর কথা ভেবে দু'তিনটে লোক জুটিয়ে আটকানোর বদলে ফেসবুকে ছিনতাইবিরোধী পোস্ট করলাম, এইটা চাপ।

    গান্ধীজির নাম এলো। উনিও তো মিছিল টিছিল, আন্দোলন করেছেন, পথে নেমেছেন, সত্যাগ্রহ ইত্যাদি করেছেন, ওঁর অনুগামীরা লাঠিটাঠিও খেয়েছেন। লুটিং কেউ সমর্থন করছে না। কিন্তু অনেক মানুষ এই সময় লুটিংএর থেকে পুলিশ অ্যাট্রোসিটিকে বেশি ইভিল ভাবছে, যেটা আনডারস্ট্যান্ডেবল। কিন্তু ট্যাক্সপেয়ার মানি একটা কুমীরছানা। ওদের দেশে গরীবদের জন্যে ইন্স্যুরেন্সকে এবং আমাদের দেশে কানহাইয়া কুমারের পিএইচডি কে অনেকে ট্যাক্সপেয়ার মানির অপচয় ভাবে। তো কী আর করা।
  • sm | 42.110.164.6 | ০৯ জুন ২০২০ ১২:০৯731932
  • এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া একটা জোরালো বিকল্প।ভোট বয়কট হলো চূড়ান্ত বিকল্প।যদি প্রশাসন বিন্দু মাত্র আভাস পায় ,বিপুল সংখ্যক লোক ভোট বয়কট করতে পারে।গণতান্ত্রিক কাঠামোই ভেঙ্গে পড়বে।প্রশাসন পায়ে লুটিয়ে পড়বে।

    কিন্তু প্যান ডেমিক এর বাজারে লক্ষ লক্ষ লোকের মিছিল কাম্য নয় মোটেই।এটা কোন মতেই রাস্তায় ছিনতাই আটকানো বা খুন খুনি রোখার জন্য এগিয়ে যাবার সঙ্গে তুলনীয় নয়।অন্তত স্কেল এর মাপে।

    এই জমায়েত এর দরুন হাজার হাজার লোকের কোভিড হতে পারে।তাদের ক্যাজুয়ালটির সংখ্যা বিপুল হতে পারে।এর দায়িত্ব কে নেবে? শুধুই আবেগ!!

  • Amit | 203.0.3.2 | ০৯ জুন ২০২০ ১২:১৪731933
  • বই দা ওয়ে, এখনো অবদি ঠিক কোন কোন দেশে সোশ্যাল মিডিয়ায় আন্দোলনের জেরে বিপুল সংখ্যক লোক ভোট বয়কট করেছে ? বা গণতান্ত্রিক কাঠামোই ভেঙ্গে পড়েছে ? বা ।প্রশাসন পায়ে লুটিয়ে পড়েছে ?

    কোনো প্রাক্টিকাল উদা আছে ? নাহলে এটাও হাওয়াবাজির লিস্টিতে এড হবে যথারীতি.
  • sm | 42.110.164.6 | ০৯ জুন ২০২০ ১২:২৫731934
  • আবার বলছি,আপনার সঙ্গে তর্ক করা আর নির্বোধ কে নিয়ম মেনে চলতে বলা একই ব্যাপার।গেটস, বেজস্,এঁদের নাম কেন করেছি বোঝেন নি।

    তেমনি সোশ্যাল মিডিয়া কেন বিকল্প বলেছি,সেটাও বোঝেন নি। প্রথমত এটা গান্ধী,বা  লুথার কিং এর সময় নয় ।তখন সোশ্যাল মিডিয়া ছিলো ও না।

    দুই,বর্তমান পরিস্থিতির জন্য মিছিল জমায়েত ভুল ডিসিশন।কারণ প্রচুর কভিড  সংক্রমণ বা মৃত্যু বাড়লেই, প্রশাসন আন্দোলন কারীদের দিকে আঙ্গুল তুলে দেবে।ইহাদের জন্যই ,উহা ঘটেছে। সুতরাং, বিকল্প পথ গুলো ধরে এগোনই বুদ্ধিমানের কাজ।এই সামান্য জিনিষ বুঝতে এতো কষ্ট!

  • Amit | 203.0.3.2 | ০৯ জুন ২০২০ ১২:৩১731935
  • নির্বোধ কিছু লোকে এতো কষ্ট করে মায়াপাতায় খোঁজে কেন কে জানে. নিজের ঘরে আয়না দেখলে অনেক সহজেই খুঁজে পেতে পাত্রে. তবে তাতে আবার নিজের গাত্রদাহের সম্ভাবনা বেশি.
  • r2h | 2405:201:8805:37c0:925:9aa8:b8c4:aa4c | ০৯ জুন ২০২০ ১২:৩৮731936
  • স্বাভাবিক। রাস্তায় ছিনতাইয়ের থেকে এই সমস্যাটা অনেক বড় যে। তাই প্রতিবাদের স্কেলও অনেক বড়।

    আর ভোট বয়কট টয়কট, সোশাল মিডিয়া রাস্তায় নামার বিকল্প নয়। বিশেষ করে এটাকে স্বতঃস্ফূর্ত আন্দোলন ভাবলে, এখানে তো গান্ধী বা কিং জুনিয়ারের মত নেতা নেই, বিপুল সংখ্যক মানুষ একটা ড্রাস্টিক সিদ্ধান্তে একমত হবে এমন সম্ভাবনা অত্যন্ত কম, নেই বললেই চলে।
  • sm | 42.110.164.4 | ০৯ জুন ২০২০ ১২:৫৩731937
  • তাহলে বলছেন,এমন লাখ লাখ মানুষের জমায়েত চলুক? কোভিড বেড়ে গেলে বাড়ুক।সেই হেতু, বহু রোগী মারা গেলে যাক। কোল্যাটারাল ড্যামেজ!?

    এর চেয়ে একটু ধীর পেসে এগুলে ভালো হতো না কি? যাউক গা,যে যা করে করুক।

  • Amit | 203.0.3.2 | ০৯ জুন ২০২০ ১৩:০০731938
  • জনআন্দোলন কবে কোথাও কি কোনটা ঠিক, ভুল এইসব রুলবুক মেনে হয়েছে- ? এসব জাস্ট ঘটে যায়. পরে ইতিহাসে তার কাটাছেঁড়া চলে.
  • r2h | 2405:201:8805:37c0:925:9aa8:b8c4:aa4c | ০৯ জুন ২০২০ ১৩:০৩731939
  • না, কেন চলতে হবে? সরকার নমনীয়তা দেখাক, রাষ্ট্রপতি ক্ষমা চান, আন্দোলনকারীদের দাবী নিয়ে আলোচনায় বসুন তাহলেই তো মিটে যায়। লক্ষ লক্ষ লোকের বিপদ, এদিকে সরকার গোঁ ধরে বসে থাকবে, এ কেমন কথা।

    সাধারন মানুষকে তো যা করতে হয় তা করতেই হয়। এই যে আমাদের দেশে মানুষ এই বিপদের ঝুঁকি নিয়ে হুড়যুদ্ধ করে বাসে চেপে আপিস যাচ্ছে, আর তো কোন অপশন নেই। আন্দোলনকারীদের হাতেও অপশন নেই, সরকার সেই অপশন দিতে পারে। না দিলে লোক আর কী করবে।
  • sm | 42.110.164.4 | ০৯ জুন ২০২০ ১৩:০৭731940
  • ঘটে বুদ্ধি থাকলে,এমন প্রলাপ কেউ বকে না।দুদিন পরেই ট্রাম্প প্রশাসন আন্দোলন কারী দের অবিমৃষ্য কারিতার দিকে আঙুল তুলবে।জনআন্দোলনের অন্য মানে বার করে দেবে।এ হলো,জেনে শুনে ফাঁদে পা দেওয়া। পঁচা শামুকে পা কাটা। চোরা বালির ওপর জেনে শুনে হাঁটা। কুমীরের মুখে হাত দেওয়া।

  • r2h | 2405:201:8805:37c0:925:9aa8:b8c4:aa4c | ০৯ জুন ২০২০ ১৩:১০731941
  • না, অত বুদ্ধি তো আমার ঘটে নেইই, যে পথে নামার বিকল্প হিসেবে ফেসবুক পোস্টের কথা ভাববো। অন্দোলনকারীদেরও দেখা যাচ্ছে নেই।

    পৃথিবীর বেশিরভাগ মানুষ মূর্খ, তা কী আর করবেন, কষ্ট করে একটু মানিয়ে নিনঃ)
  • sm | 42.110.164.4 | ০৯ জুন ২০২০ ১৩:১৯731942
  • এই যে শুনলাম,রাশিয়া কি সব ফেসবুক,ইন্টারনেট ব্যবহার করে হিলারি কে হারিয়ে দিলো!কি ভুল শুনলাম?

    দুই,মেন উদ্দেশ্য কি?সরকার ফেলে দেওয়া না জাস্টিস?

    সরকার ফেলে বাইডেন আসলে কালোদের সমস্যা, রেসি জম মুছে যাবে?

    দুই,জাস্টিস পাওয়া? সে তো কোর্ট দেবে!এটা তো পুরো সিস্টেম ফেলিওর এর ব্যাপার। দুনিয়ায় আর কোন দেশ আছে,যে খানে কুড়ি ডলার এর ফেক নোট দিলে,গলায় পা দিয়ে মেরে ফেলে!?এটা বাইডেন এসে চেঞ্জ করে দেবে!স্ট্রেঞ্জ!

  • r2h | 2405:201:8805:37c0:925:9aa8:b8c4:aa4c | ০৯ জুন ২০২০ ১৩:২৪731943
  • লোকজন সরকার ফেলতে চাইছে নাকি? আন্দোলনকারীরা সব বাইডেনের চর? প্রতিবাদের উদ্দেশ্য বাইডেনকে আনা? রাশিয়া ফেসবুকে পোস্ট করে করে হিলারীকে হারিয়ে দিয়েছে? রাশিয়ার মত একটা দেশের হাতে যা ক্ষমতা পয়সাকড়ি প্রভাব আছে প্রতিবাদকারীদের হাতেও তাই আছে?

    যাহ, এসব কিছুই জানতাম না। সরি, জানেনই তো, ঘটে বিশেষ কিছু নেই। থাক, এইগুলো জেনে এসে বরং আপনার সঙ্গে তর্ক করবো।
  • sm | 42.110.164.4 | ০৯ জুন ২০২০ ১৩:২৮731944
  • রাশিয়া কি কি কাঠি করেছিল বলুন?

    আন্দোলন কারি দের কি উদ্দেশ্য বলুন?

    সত্যি উপকৃত হবো।ছোট করে লিখুন। দয়া করে লিঙ্ক না দিলে বা খুব কম দিলে বাধিত হবো।

  • lcm | 99.0.80.158 | ০৯ জুন ২০২০ ১৫:০০731945
  • "... জর্জ ফ্লয়েড কে ভগবান ও ফেরাতে পারবে না। তাহলে কাতারে কাতারে লোকের মিছিল করে, কি লাভ হচ্ছে?... "

    ঠিকই তো, জর্জ ফ্লয়েড আর ফিরে আসবেন না। তাহলে কিসের এই প্রতিবাদ। কেন এই প্রতিবাদ।

    এখানে দুটো ব্যাপার আছে। এক বর্ণবৈষম্য। দুই, একটি সিস্টেম যা বৈষম্য বজায় রাখতে সাহায্য করছে।

    এই দ্বিতীয় বিষয়টি নিয়ে বলতে চাই।

    ঘটনাটি ঘটে হেনেপিন কাউন্টিতে যার মধ্যে মিনিয়াপোলিশ শহর অবস্থিত। হেনেপিন কাউন্টি মেডিক্যাল এক্সামিনার্স অফিস থেকে ময়না তদন্তের একটি ২০ পাতার রিপোর্ট আসে। ডঃ অ্যান্ড্রু বেকার এই রিপোর্ট লেখেন। রিপোর্টটা এখানে আছে - https://www.hennepin.us/-/media/hennepinus/residents/public-safety/documents/Autopsy_2020-3700_Floyd.pdf

    এই রিপোর্টে মূল কারণ দেখানো হয় "CARDIOPULMONARY ARREST"

    উইকি থেকে ... ... কার্ডিয়াক অ্যারেস্ট তখনই হয় যখন হার্ট রক্ত সঞ্চালন করা বন্ধ করে দেয় ৷ কার্ডিয়াক অ্যারেস্টের সবচেয়ে বড় কারণ হল অনিয়মিত হৃদ স্পন্দন বা Ventricular fibrillation ৷ এই পরিস্থিতি তখনই হয় যখন রক্তে অধিক মাত্রায় ফাইব্রিনোজেন পাওয়া যায় ৷ এর জেরে হৃদপিন্ডে রক্ত সঞ্চার করা বন্ধ হয়ে যায় ... ...

    যাই হোক, এই রিপোর্টে ফাইনাল ডায়াগনোসিস সেক্শনে লেখা আছে -
    "46-year-old man who became unresponsive while being restrained by law
    enforcement officers; he received emergency medical care in the field
    and subsequently in the Hennepin HealthCare (HHC) Emergency
    Department, but could not be resuscitated. "

    অর্থাৎ, পুলিশ যখন জর্জকে গ্রেপ্তার করার চেষ্টা করে সেই অবস্থায় উনি সংজ্ঞাহীন হয়ে পড়েন, ওখানেই এমার্জেন্সি মেডিক্যাল কেয়ার পান, এবং পরে তাকে হেনেপিন হেলথকেয়ারে এমার্জেন্সিতে আনা হয় - কিন্তু তাকে বাঁচানো যায় নি।

    সিএনএন নিউজে লিখেছে -
    The report listed several additional factors as "significant conditions" contributing to Floyd's death, including heart disease, high blood pressure and intoxication from the powerful opioid fentanyl, as well as recent methamphetamine use.

    মোটক্থা, মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছে - গ্রেপ্তার চলাকালীন জর্জের কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং যার ফলে তিনি মারা যান। বাই দ্য ওয়ে, জর্জ কোভিড-১৯ পজিটিভ ছিল সে কথা রিপোর্টে বলা হয়েছে।

    এই রিপোর্টের ওপর ভিত্তি করে ঠিক হয় যে এটি হোমিসাইড কেস, মার্ডার কেস নয়। এই দুই-এর মধ্যে তফাৎ গুগল করে দেখে নিন।

    এরপর, জর্জের ফ্যামিলি দুজন ডাক্তারকে দিয়ে প্রাইভেট অটাপসি করান - এনারা হলেন ডঃ মাইকেল ব্যাডেন এবং ডঃ অ্যালেসিয়া উইলসন । ডঃ ব্যাডেন আগে ছিলেন নিউইয়র্ক শহরের চিফ মেডিক্যাল এক্সামিনার, আর, ডঃ উইলসন হলেন ইউনিভার্সিটি অফ মিশিগান এর মেডিক্যাল কলেজের অটাপ্সি ও ফরেনসিক ডিপার্টমেন্টের ডিরেক্টর। গত বছর জেলের মধ্যে জেফরি এপস্টিনের মৃত্যুর অটাপ্সি করেন ডঃ ব্যাডেন এবং সিদ্ধান্ত দেন যে আত্মহত্যা নয় ওকে জেলের মধ্যে শ্বাসরোধ করে মারা হয়েছিল।

    যাই হোক, জর্জের মৃত্যু নিয়ে এরা যা বলেন তা হল মোটামুটি এই -

    - The autopsy found that sustained pressure on the right side of Floyd’s carotid artery impeded blood flow to the brain, and the weight on his back, handcuffs and positioning were contributing factors that impaired the ability of his diaphragm to function.
    - The doctors who conducted the autopsy concluded that Floyd likely died at the scene.
    ...
    ...

    বেসিক্যালি, হার্টের অসুখ বা মাদ্ক দ্রব্যের জন্য নয় - ন' মিনিট ধরে হাঁটু দিয়ে চাপ দেওয়ার ফলে "শ্বাসরোধে" মৃত্যু হয়েছে জর্জের।

    এই রিপোর্টের ভিত্তিতে, হোমিসাইড থেকে কেসটি মার্ডার কেসে আসে। যদিও ফার্স্ট ডিগ্রি মার্ডার নয়।

    এবার ধরা যাক, ওই মহিলা ঘটনাটির ভিডিওটি করেন নি, বা যখন এই ঘটনাটি ঘটে তখন আশেপাশে কেউ ছিল না, এমন হতেই পারত। ডঃ ব্যাডেন বা ডঃ উইলসন এর মতন নামী ডাক্তার দিয়ে ইন্ডিপেন্ডেন্ট অটাপ্সো করানোর ক্ষমতা সবার নেই, সব ঘটনা জর্জের মৃত্যুর মতন সবাই জানতেও পারে না।

    তখন হয়ত একটি স্থানীয় খবর হত - মিনিয়াপোলিশে গ্রেপ্তার চলাকালীন অসুস্থ হয়ে এক্জন মারা যান, সঙ্গে যোগ হত যে ব্যক্তি কোভিড আক্রান্ত, এমনকি হয়ত এও আলোচনা হত ঐ পুলিশটি এখন করোনা আক্রান্ত নয় তো, পুলিশের কাজ কি কঠ্ন ইত্যাদি। হাঁটু দিয়ে ৯ মিনিট চেপে শ্বাসরোধের উল্লেখ মেডিক্যাল রিপোর্টে নেই, কোথাও নেই।

    তার মানে, পুলিশের সিস্টেম, অটাপ্সি - ময়না তদন্ত, করোনার রিপোর্ট, মেডিক্যাল এক্সামিনারের ২০ পাতা রিপোর্ট --- এই সব মিলিয়ে যে সিস্টেম, যে সিস্টেম অতি পরিচিত, যে সিস্টেমে সবাই বিশ্বাস করে, ভরসা করে, যা আমাদের চোখের সামনে আছে - তা দিয়ে সহজেই একটি খুনকে ধামাচাপা দেওয়া যায়, দেওয়া হয়, কেউ কোনোদিন জানতেও পারত না যে খুন হয়েছিল।

    এই যে সিস্টেম - এটির বিরুদ্ধে প্রতিবাদ।
  • S | 2405:8100:8000:5ca1::62e:f1b | ০৯ জুন ২০২০ ১৫:০৮731946
  • লসাগুদা দারুন লিখেছেন। থ্যান্কু।
  • Amit | 203.194.21.162 | ০৯ জুন ২০২০ ১৫:৩৬731947
  • Lলসাগু দার লেখাটা সত্যি ভালো. তবে সমস্যা হলো এখানে বিশেষ কিছু কিছু লোকে নিজেরা প্রিভিলেজেড ব্যাক গ্রাউন্ড থেকে এসে সমাজে যে আদৌ ডিসক্রিমিনেশন বলে কিছু আছে আর অনেকেই তার শিকার হতে পারে সেই সিম্পল সত্যি টাকে স্বীকার করার সাহস নেই. তাই বারবার টিপিকাল ভিকটিম ব্লেমিং করে বা আটভাট হেজিয়ে সত্যি টাকে ঘেঁটে দেওয়ার আপ্রাণ চেষ্টা চলতেই থাকে, চলতেই থাকে. এ জিনিস প্রথম বার নয়, শেষ তো নয়ই. বহু নমুনা ছড়ানো আছে বহু পাতায়.
  • sm | 42.110.164.4 | ০৯ জুন ২০২০ ১৬:০৮731948
  • এটাই তো আগের পোস্টে বলেছি,এটা পুরো সিস্টেম ফেলিওর।প্রথমেই এমন একজন কে  ফোর্স ফুলি অ্যারেস্ট করার চেষ্টা;যে কিনা একটা কুড়ি ডলার এর ফেক নোট দিতে গিয়েছিল! নাম,ধাম নিয়ে কোর্টে চার্জ আনতে পারতো।ফোর্স ফুলি রেস্ট্রেইন করার বিশেষ দরকার ছিলো না।

    দুই,এমন ফোর্স দেওয়া হলো,যাতে বার বার ভিকটিম ও পার্শ্ববর্তী জনতার রিকোয়েস্ট করা র পর ও মেরে দিলো।

    তিন,ঘটনার প্রত্যক্ষ দর্শী থাকা সত্বে ও,ধামা চাপা র চেষ্টা করা হলো।ভুল অটপসী রিপোর্ট তৈয়ারী হলো। ওই পুলিশ এর বোধ হয় বেল ও মিললো।

    এটা রেসিজম এর চেয়েও পুরো সিস্টেম যে গেঁজে গেছে সেটাই নির্দেশ করে। এরকম হাই এটেনশন কেস এর সঙ্গে সঙ্গেই ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারী হওয়া উচিত।আমাদের দেশে সী বি আই যেমন।

    নিশ্চয় হয়েছে।তারপর ও কি করে এমন ভুল ভাল অটপসি রিপোর্ট দিতে লোকজন সাহস পায়!!

    সিস্টেম যেমন আছে।তার গলদ ও থাকবে। প্রতিবাদ ও থাকবে। এমন নয়,সরকার পাল্টালে সিস্টেম বিরাট চেঞ্জ হয়ে যাবে।

    কিন্তু কাতারে কাতারে লোক জমায়েত হলে,ইনফেকশন যে বেশি ছড়াবে,এটা সু নিশ্চিত।একটি জর্জের জায়গায় অনেক জর্জের মৃত্যু হতে পারে। আমার বক্তব্য ছিলো এই মুহূর্তে জমায়েত ব্যতিরেকে প্রতিবাদ হওয়া উচিত।

    ভারতের লক জন ভিড় বাসে যেতে বাধ্য হচ্ছে,সেটা তুলনায় আসে না।মানুষ পেটের তাগিদে বেরিয়েছে। তাদের কেউ স্বাস্থ্য কর্মী,কেউ নিরাপত্তা রক্ষী,কেউ ব্যাংক কর্মী। এটা ভারত সরকার যতটুকু ট্রান্সপোর্ট প্রোভাইড করতে পেরেছে,সেই হিসাবে অনুসৃত হচ্ছে।কারণ স্বাস্থ্য কর্মী না গেলে,চিকিৎসা করবে কেডা?

    আমেরিকার ক্ষেত্রে ফিজিক্যাল ডিসটেন্স ভায়ো লেট হচ্ছে,প্রতিবাদের নামে।সেটা অন্য ভাবে করা যেতেই পার তো।

  • Amit | 203.0.3.2 | ১০ জুন ২০২০ ০৫:২৬731956
  • latest salvo from Trump: "President suggests 75-year-old man assaulted by Buffalo police was anti-fascist ‘provocateur’"

    https://www.ft.com/content/41440626-d222-47e1-b0c0-3a924dce4ffc

    এই আকাট টা যদি সোশ্যাল মেডিয়ায় নিজের ভার্বাল ডায়েরিয়া একটু কম করতে পারতো, তবে অবস্থা এতটা বাজে হোতোইনা. আমাদের এখানেও BLM প্রোটেস্ট হয়েছে সব শহরে, কিন্তু গভট থেকে ইস্যুটাকে রেকোগনিজে করে শুধু পাবলিককে অনুরোধ করেছে গ্যাদারিং না করতে, ব্যাস. সবদেশেই রেসিজম এর যা ইতিহাস, এ মুছতে আরো 100 বছর লাগবে, কিন্তু যারা পাওয়ারে আছে, তাদের এটাকে রেকোগনিজে করাটাই একটা মেজর ফার্স্ট স্টেপ. সেটা যদি শুধু লোক দেখানোর জন্যেও হয়, সেটাও ভালো.

    ট্রাম্প এর মতো ন্যাকেডলী রেসিস্ট লোক সেটুকু করার দেখাতে পারছেনা, শুধু লেফটদের গালাগাল দিয়ে ডিভার্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে.
  • anandaB | 50.35.122.121 | ১০ জুন ২০২০ ০৭:১৪731957
  • এই যে লিগাল সিস্টেম এর ইতরামি শুরু হলো, এখন আগামী কয়েক মাস ধরে এই সব চুতিয়াগিরি দেখতে হবে... হাঁটু কি সত্যি গলার ওপরে ছিল নাকি তুলোর বালিশের প্যাডিং ছিল....আর এই বেলা ট্যাক্স পেয়ার দের পয়সার শ্রাদ্ধ হয় না

    "https://www.yahoo.com/entertainment/lawyer-george-floyds-arresting-officer-claims-questionable-knee-floyds-neck-060726038.html"

    সরি, এর থেকে ভদ্র ভাষায় লেখা গেল না
  • ar | 71.174.88.163 | ১০ জুন ২০২০ ০৭:৩১731958
  • এবং এটা ইয়াহু এনটারটেইনমেন্ট সেকশ্যনের খবর!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন