এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  আলোচনা  বিবিধ

  • ধনঞ্জয় চট্টোপাধ্যায় – এক অসঙ্গতির উপাখ্যান (চতুর্থ পর্ব)

    সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    আলোচনা | বিবিধ | ২২ আগস্ট ২০১৫ | ২৭২৩ বার পঠিত
  • পর্ব চার – উপসংহার 

    ১৯।

    এই লেখাও তো এক আখ্যান। সব মিলিয়ে এর নাম অসঙ্গতির উপাখ্যান। সরকারি এবং আদালত-স্বীকৃত আখ্যানে উপেক্ষিত অসঙ্গতিগুলিকে এখানে খুঁড়ে বার করা হয়েছে (এই লেখার বিগত তিনটি পরিচ্ছেদে যা বলা হয়েছে, ধনঞ্জয়ের বিরুদ্ধে ব্যবহৃত প্রমাণ মোটামুটি সেইকটিই -- এই কটির উপর দাঁড়িয়েই ধনঞ্জয়কে সাজা দেওয়া হয়।)। কিন্তু এই অসঙ্গতির উপাখ্যানের শেষে বিষয়টা কি দাঁড়ায়? ধনঞ্জয় কি অপরাধী? এর উত্তর এই আখ্যানের জানা নেই। কিন্তু তার মানে এই নয়, এই লেখাটি উপসংহার বা সিদ্ধান্তবিহীন। “অপরাধী” কিংবা “অপরাধী নয়” সেটা এই উপাখ্যান থেকে বলা সম্ভব নয়। সেটা এর উদ্দেশ্যও নয়। কিন্তু পুরো আইনী প্রক্রিয়া খুঁটিয়ে দেখে পুরো প্রক্রিয়াটির একটা সাধারণ চলন এই উপাখ্যানে পাওয়া যায়। সেটা নিয়ে কিছু সিদ্ধান্তেও পৌঁছনো যায়। পুরো প্রক্রিয়াটি দেখলে দেখা যায়, ধনঞ্জয়ের খুনের সরকারি আখ্যান একটি হাইপোথিসিস। তার মধ্যে কয়েকটি অনু আখ্যান আছে। প্রতিটি অনু আখ্যানেই রয়েছে কিছু অসঙ্গতি। এর মধ্যে যেকোনো একটি অনু আখ্যানকে যদি আলাদা করে দেখা হয়, এবং খুঁটিয়ে নজর করা হয়, তবে এই অসঙ্গতিগুলি প্রবল হয়ে ওঠে। অনেক ক্ষেত্রে এতটাই বড়ো হয়ে ওঠে, যে, সে অনু আখ্যানটিকে ভেঙে ফেলারই উপক্রম করে। 

     এই অসঙ্গতির কারণ হল, প্রতিটি অনু আখ্যানই আসলে নানা বয়ানের সমাহার। এই বয়ানগুলির মধ্যে কেউ কেউ, অন্তত এই মামলায় আখ্যানটিকে আমূল বদলে ফেলার ক্ষমতা রাখে, যেমন হয়েছিল আকিরা কুরোসাওয়ার সুবিখ্যাত ক্লাসিক রশোমনে। সেও এরকমই এক বিচারের কাহিনী। একটি ঘটনারই  বিবরণ, যা সম্পূর্ণ বদলে যেতে থাকে প্রতিটি প্রত্যক্ষদর্শীর বয়ানে। এক আখ্যানের খুনি ডাকাত অন্য আখ্যানে হয় বীর যোদ্ধা, এক আখ্যানের খুন অন্য আখ্যানে আত্মহত্যায় পর্যবসিত হয়।

    ধনঞ্জয়ের মামলা অবশ্যই রশোমন নয়, যেখানে, কোনো সন্দেহ নেই, শিল্পের প্রয়োজনে তৈরি হয়েছিল আখ্যানের তুমুল বদলে যাওয়া। কিন্তু তারপরেও, এ নিয়েও কোনো সন্দেহ নেই, যে, ধনঞ্জয় মামলাতেও কিছু বয়ান আদালত-স্বীকৃত কাহিনীটিকে সম্পূর্ণ বা কিয়ংদংশে বদলে দেবার ক্ষমতা রাখে। তারা শেষ পর্যন্ত আলাদাই হয়ে যাবে, না একটি নির্দিষ্ট পরিণতির দিকে অঙ্গুলীনির্দেশ করবে, সেই সিদ্ধান্ত, ওই আখ্যান থেকে নেওয়া যায়না। কাহিনীর প্রতিটি অনু আখ্যান সম্পর্কেই এটি কমবেশি সত্য। সামগ্রিকভাবে, এক কথায় বললে, ধনঞ্জয় অপরাধী কিনা, এক লাইনে সেই সিদ্ধান্ত, প্রাপ্ত সাক্ষ্য থেকে নেওয়া মুশকিল। কারণ, সেখানে সঙ্গতির চেয়ে অসঙ্গতিই বেশি।  

    তাহলে আদালত-স্বীকৃত আখ্যানে সিদ্ধান্ত নেওয়া হল কি করে? সেটাও আমরা অনুসন্ধান করে দেখেছি। আমরা দেখেছি যে, দেখার ভঙ্গীটা যদি বদলে ফেলা যায়, যদি কোনো একটি নির্দিষ্ট অনু আখ্যান দেখার সময় ভেবে নেওয়া হয়, যে, বাকি অনু আখ্যানগুলি অসঙ্গতিহীন, তাহলে বাকি আখ্যানগুলির সঙ্গতির চাপে(একে আমরা চালু লব্জ অনুযায়ী পিয়ার প্রেশার বলতে পারি) এই নির্দিষ্ট অনু আখ্যানের অসঙ্গতিগুলি উপেক্ষণীয় হয়ে দাঁড়ায়। ওই নির্দিষ্ট অনু আখ্যানের অসঙ্গতিগুলিকে উপেক্ষা বা সম্পাদনা করে তৈরি হয় সামান্য পরিবর্তিত একটি অনু আখ্যান। এবং প্রতিটি অনু আখ্যানের ক্ষেত্রেই এই পদ্ধতিটি অবলম্বন করলে সবশেষে আমরা পাই নিটোল একটি কাহিনী। আপাতভাবে অসঙ্গতিহীন একটি খুনের কাহিনী। সরকারি আখ্যান হয়ে ওঠে আদালত-স্বীকৃত আখ্যান।

    কিন্তু আমরা সবাই জানি, পিয়ার প্রেশার তখনই তৈরি হয়, যখন পিয়ার তৈরির আগেই তৈরি হয় একটি গল্প। (“বন্ধুরা সবাই রোগা আমি মোটা”, এটা রোগা হবার পিয়ার প্রেশার তখনই তৈরি করতে পারে, যদি “রোগা হওয়া মোটা হবার চেয়ে ভালো/স্বাস্থকর/স্মার্ট” এরকম একটি গল্প আগেই তৈরি থাকে, যে গল্পটি প্রশ্নের ঊর্ধ্বে,  গিভন বা প্রদত্ত)। একই ভাবে একটি অনু আখ্যানের উপর বাকিগুলি “বাকি সবাই অসঙ্গতিহীন, তুমি কিন্তু নও”  বলে চাপ তখনই তৈরি করতে পারে, যদি এ বিষয়েও আগেই একটি গল্প তৈরি থাকে। তৈরি গল্প মানে, বলাবাহুল্য, এখানে ম্যানুফ্যাকচার্ড স্টোরি নয়, বরং গিভন বা প্রদত্ত। অর্থাৎ যা পূর্বসত্য। নতুন করে প্রমাণিত হবার দায় নেই। বা হবার প্রয়োজন নেই। খুব সংক্ষেপে, “পালিয়ে পালিয়ে থাকার পর ধরা যখন পড়েছে দোষটি স্বতঃসিদ্ধ, বিচার শুধু শাস্তিদানের জন্য” এরকম, বা এইজাতীয় একটা পূর্বসত্যের উপস্থিতি এখানে প্রয়োজন।  

    অবিকল এরকম পূর্বসত্যসহ একটি বিচারের বর্ণনা আমরা পাই ফ্রানৎস কাফকার লেখা “ট্রায়াল”এ, যেখানে জনৈক ব্যাঙ্ক অফিসার যোসেফ কে কে তার তিরিশ বছরের জন্মদিনে দুজন অজানা লোক এসে গ্রেপ্তার করে কোনো এক অনুল্লেখিত অপরাধের জন্য। এরপর পুরো আখ্যানটিই জোসেফ কের বিচারপ্রক্রিয়ার বিবরণ, যেখানে অপরাধটিই থেকে যায় অনুল্লেখিত, যেন সেটি একটি পূর্বসত্য, যা উল্লেখেরই অপেক্ষা রাখেনা। পুরো    বিচারপদ্ধতিটিই হয়ে দাঁড়ায় কেবলমাত্র শাস্তিদানের একটি প্রক্রিয়া, যেখানে অপরাধটি একটি পূর্বসত্য, গিভন বা প্রদত্ত। অবশেষে, বিচার প্রক্রিয়ার শেষে দুজন ঘাতক এসে জোসেফ কে কে “কুকুরের মতো” হত্যা করে তার পরবর্তী জন্মদিনে।

    ট্রায়াল একটি গল্পকথা, গল্প হিসেবেই, এই আখ্যানটি আমাদের পূর্বতন রশোমন নামক আখ্যানটির উল্টোদিকে দাঁড়িয়ে থাকে। বিচারপ্রক্রিয়ার বর্ণনা হিসেবে এরা যেন দুটি আলাদা মেরু, দুই বিপরীত পদ্ধতির দুটি চরমতম উদাহরণ। এবং, বলতে দ্বিধা নেই, যে, ধনঞ্জয়ের বিচারপ্রক্রিয়ার আখ্যানটি, এই দুই বিপরীত মেরুর মধ্যে দ্বিতীয়টি, অর্থাৎ ট্রায়ালেরই বেশি কাছাকাছি। এখানেও, আখ্যানের পূর্বসত্যটি বিরাজমান, বিচারের প্রক্রিয়াটি যেন শুধু শাস্তিদানের প্রক্রিয়া, যেখানে “অপরাধ” নামক পূর্বসত্যটি অন্য কোনো আখ্যানের দ্বারা ইতিমধ্যেই নির্ধারিত। সেই পুর্বসত্যটি ঠিক কী, এখানেও জানার কোনো উপায় নেই, কারণ তা আখ্যানের বাইরে। 

    ২০।

    কিন্তু এটা তো ঠিক ফিকশন নয়, যে, আমাদের সতত টেক্সটের মধ্যেই বিরাজ করতে হবে। তাই ধনঞ্জয় “অপরাধী”, এই পূর্বসত্যটি কীভাবে বেড়ে উঠল সেটা, আমাদের আয়ত্ত্বের সম্পূর্ণ বাইরে নয়। আদালতের প্রক্রিয়ার বাইরে, আমরা লক্ষ্য করেছি, “পলাতক ধনঞ্জয়”এর আখ্যানটি তৈরি হয় প্রায় তাৎক্ষণিকভাবেই। খুন জানাজানির কয়েকঘন্টার মধ্যেই। তার আগেও হতে পারে, কিন্তু সেটা আমাদের জানা নেই। এই প্রাথমিক কাহিনীটি ঠিক কীভাবে তৈরি হল, সেটা নিয়ে এই লেখায় আলাদা করে কিছু বলা সম্ভব নয়, তার জন্য পৃথক অনুসন্ধান প্রয়োজন, আলাদা করে করা যেতে পারে, কিন্তু তার ফলশ্রুতিটি জ্বাজ্জ্বল্যমান। গণমাধ্যমে, সংবাদপত্রে ছাপা হয়ে যায় নৃশংস খুন ও ধর্ষণের বিবরণ, সঙ্গে সম্ভাব্য অপরাধী ও পলাতক ধনঞ্জয়ের বৃত্তান্ত। চাপ তৈরি হয় পুলিশের উপরে। ধনঞ্জয়ের  খুনের ঘটনার রাতেই ফ্ল্যাটবাড়িতে উপস্থিত হন স্বয়ং ডিসিডিডি। মামলার দ্রুত ফয়সালার জন্য দরকার হয়ে পড়ে একটি কাহিনীসূত্র। পলাতক ধনঞ্জয়ের আখ্যানটি প্রাথমিকভাবে সর্বত্রই গৃহীত হয়।

    এর পরের প্রক্রিয়াটি প্রায় স্বনিয়ন্ত্রিত। “নৃশংস খুন ও ধর্ষণ”এর বিবরণ যখন আসে জনসমাজে, তখন সেটা আর নির্দিষ্ট একটি অপরাধের ঘটনা থাকেনা। সেটি সামাজিক চেহারা নেয়। একটি “খুন ও ধর্ষণ” আর একটিমাত্র খুন বা ধর্ষণ থাকেনা, সমাজের যাবতীয় খুন ও ধর্ষণের প্রতীকে পরিণত হয়। নির্দিষ্টতা বা স্পেসিফিসিটি নষ্ট হবার ফলে, একটি ঘটনাই বহন করতে থাকে অনুরূপ সমস্ত ঘটনার সামাজিক চাপ। সামাজিকভাবে যেহেতু “খুন ও ধর্ষণ” আলাদা করে প্রমাণ করার কিছু নেই, ওসব যে ঘটে তা স্বতঃসিদ্ধ, সেই স্বতঃসিদ্ধের ছায়া এসে পড়ে প্রতীক হিসেবে প্রতিনিধিত্ব করা এই নির্দিষ্ট ঘটনাটির ক্ষেত্রেও। সামাজিকভাবে পুরো প্রক্রিয়াটাই হয়ে দাঁড়ায় “খুন ও ধর্ষণ” নামক পূর্বসত্যকে শাস্তিদানের প্রক্রিয়া। এই প্রতিনিধিত্বমূলক ঘটনাটিকে দেখার প্রক্রিয়া হয়ে দাঁড়ায় কেবলমাত্র একটি “দৃষ্টান্তমূলক” শাস্তি চাইবার ও দেবার প্রক্রিয়া। দৃষ্টান্তমূলক শব্দটি নিজেই এখানে দেখিয়ে দেয়, শাস্তি আর একটিমাত্র শাস্তি নয়, সমাজের সামনে তার দৃষ্টান্ত হয়ে ওঠার চাপ আছে। এই চাপে “সম্ভাব্য অপরাধী”র আখ্যানে “সম্ভাব্য” শব্দটির গুরুত্ব ক্রমে কমতে থাকে। চাপ যত বাড়ে আখ্যানে সম্ভাব্য অপরাধী ততই অপরাধী হয়ে দাঁড়ায়, যার অপরাধ আর প্রমাণের অপেক্ষা রাখেনা, বরং অপরাধটাই পূর্বসত্য, বিচারটা আসলে কেবলমাত্র শাস্তিদানের, এবং দৃষ্টান্তমূলক শাস্তিদানের।

    এই প্রক্রিয়ায় আদালত হয়ে ওঠে একটি সামাজিক শাস্তিদানের মঞ্চ। আদালতের রায়েও বিষয়টি সুস্পষ্ট। ধনঞ্জয় আপিল মামলায় ভারতের সর্বোচ্চ আদালত তার মৃত্যুদন্ডকে বহাল রাখার রায়ের শেষ অংশে জানায়, “In recent years, the rising crime rate particularly violent crime against women has made the criminal sentencing by the courtsa subject of concern.” অর্থাৎ শুধু এই অপরাধটুকুই নয়, সামগ্রিক নারী-নির্যাতন এবং নারীর উপর হিংস্র অপরাধের বৃদ্ধির গোটা চালচিত্রটিই এখানে বিবেচ্য। এবং মৃত্যদন্ড বহাল রাখার সিদ্ধান্ত জানানোর ঠিক আগের অনুচ্ছেদে সর্বোচ্চ আদালত আরও জানায়ঃ “Imposition of appropriate punishment isthe manner in which the courts respond to the society's cry for justice against the criminals.Justice demands that courts should impose punishment befitting the crime so that the courts reflect public abhorrence of the crime. The courts must not only keep in view the rights of the criminal but also the rights of the victim of crime and the society at large while considering imposition of appropriate punishment.”

    এইভাবেই গোটা বিষয়টিই নির্দিষ্টতা হারিয়ে হয়ে ওঠে এক সামাজিক শাস্তিদানের প্রকল্প। সমাজের দাবী, সমাজের চাহিদা, এসবের আকারে জন্ম হয় এক বিপুল ও শক্তিশালী পূর্বনির্ধারিত আখ্যানের। ব্যক্তি অপরাধী এই শক্তিশালী আখ্যানের সামনে ছোট্টো এক খড়কুটো মাত্র।

    ২১।

    এখানেই এই উপাখ্যান শেষ হতে পারত। কিন্তু মানুষের মৃত্যর পরও তার ছায়া থেকে যায়, আর উপসংহারের পরেও থেকে যায় পরিশিষ্ট। ২০১৩ সালে শঙ্কর কিষ্ণরাও খাড়ে বনাম স্টেট অফ মহারাষ্ট্র মামলায় রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট তার পূর্বতন মৃত্যুদন্ডের সিদ্ধান্তগুলি খতিয়ে দেখে। ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সেই মামলার রায়ের কিয়দংশ উদ্ধৃত করা হয়। এটা কোনো আপতিক ঘটনা নয়, যে, আমরা আগের পরিচ্ছেদে ওই মামলার যেদুটি অনুচ্ছেদ থেকে উদ্ধৃতি দিয়েছি, সুপ্রিম কোর্টও উদ্ধৃত করে সেই দুটি অনুচ্ছেদ থেকেই। এবং তারপর এক লাইনে মন্তব্য করা হয়, “Prima facie, it is seen that criminal test has not been satisfied, since there was not much discussion on the mitigating circumstances to satisfy the ‘criminal test’.”

    খুব ছোটো করে এর মানে এইরকম, যে, ধনঞ্জয়ের শাস্তিদানের ক্ষেত্রে কেবলমাত্র সেই পারিপার্শ্বিকতাগুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে, যারা দন্ডদানের পরিমাপ বাড়ায় (অ্যাগ্রাভেটিং সারকমস্ট্যানসেস)। যাতে দন্ডদানের পরিমাপ কমে, সেই পারিপার্শ্বিকতা (মিটিগেটিং সারকমস্ট্যানসেস) কে দেখা হয়নি। দার্শনিকভাবে দেখলে, এও এক পূর্বনির্ধারিত আখ্যানের একরকম স্বীকৃতি, যার চাপে কিছু পারিপার্শ্বিকতাকে উপেক্ষা করা হয়, আর কিছু পারিপার্শ্বিকতাকে দেওয়া হয় অধিকতর গুরুত্ব। 

    এই স্বীকৃতির অবশ্য আলাদা করে কোনো মানে নেই। কারণ এই রায় আসে ২০১৩ সালে। সেভাবে দেখলে এই লেখারও আর কোনো মানে নেই। কারণ ধনঞ্জয় ফাঁসিকাঠে ঝুলে পড়েছে আজ থেকে বহুদিন আগে, ২০০৪ সালের আগস্ট মাসের এক দিনে। শোনা যায়, সেটাই ছিল তার উনচল্লিশতম জন্মদিন। 

     (সমাপ্ত)


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • আলোচনা | ২২ আগস্ট ২০১৫ | ২৭২৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • pi | 24.139.209.3 (*) | ২২ আগস্ট ২০১৫ ০২:৪৪86917
  • sch, আপনি কি এটা দেখেছেন ?

    "খ। ধর্ষণ কি প্রমাণিত? -- পোস্ট মর্টেম রিপোর্ট অনুযায়ী হেতালের শরীরে একুশটি আঘাত পাওয়া গিয়েছিল। কিন্তু নিম্নাঙ্গে আঘাত একটিও না। হাইমেনে চিড় বা ফাটল পাওয়া গিয়েছিল। যোনির ভিতরে বীর্য পাওয়া গিয়েছিল। কিন্তু কোনো ডিএনএ টেস্ট হয়নি।

    ময়নাতদন্তের চিকিৎসকের আদালতের বয়ান থেকে কোট করে দিই। "Hymen showed fresh tear at 4, 5 and 7'o clock position with evidence of extra-vassasion of blood in margin." চিকিৎসক আরও বলেছেন, "she was subjected to sexual intercourse."

    পোস্ট মর্টেম সিপোর্টে কি ধর্ষণের কথা ছিল? চিকিৎসক আদালতে বলেন "I did not write anything in the post mortem examination report about the rape. .. I mentioned about the rape in reply to the queries made by police."।

    অর্থাৎ, তিনি ময়নাতদন্তের রিপোর্টে "ধর্ষণ" লেখেননি। কিন্তু পুলিশের প্রশ্নের উত্তরে প্রসঙ্গটি তুলেছিলেন। সেই প্রশ্নোত্তরও ডকুমেন্টেড আছে। পুলিশের প্রশ্ন খুব সোজা ছিল। "এটা কি ধর্ষণ?" ডাক্তারের পুরো উত্তরটা আর টাইপ করছিনা। কিন্তু উনি আদালতে যা বলেছিলেন, পুলিশের প্রশ্নের উত্তরেও মোটামুটি সেই জিনিসই বলেন। অর্থাৎ "she was subjected to sexual intercourse." (বাকি আরও টেকনিকাল ডিটেল দিয়েছিলেন, আর টাইপ করলাম না)।

    তাহলে ধর্ষণ না নয়? আদালতে ডাক্তার বলেন, পুরো রিপোর্ট দেখলে মনে হয় এটা খুন এবং ধর্ষণের ঘটনা। "I had an impression while looking into ext. 17 that the deceased had been raped and killed."

    সমস্ত প্রাসঙ্গিক জিনিসগুলোই লিখে দিলাম। ধর্ষণ কি প্রমাণিত?, এর উত্তর এখান থেকেই পাওয়া যাবে।"

    দেবাশিসবাবুদের টকে সেদিন এও শুনলাম, যে ডাক্তার আদালতে বলেছিলেন, কাগজ পড়ে ওঁর মনে হয়েছিল ধর্ষণ হয়েছিল। কাগজে পড়ে অর্থাৎ কী পরিস্থিতিতে দেহ পাওয়া গেছিল। আর পুলিশের কথার ভিত্তিতে। শুনে মনে হল, ডাক্তার বলেছেন ধর্ষণ হয়েছে, পুলিশের কথার ভিত্তিতে। আর আদালত বলেছে, ধর্ষণ হয়েছে ডাক্তারের কথার ভিত্তিতে। ডাক্তারের ইম্প্রেশনের ভিত্তিতে । এরকম কিছু।
  • pi | 24.139.209.3 (*) | ২২ আগস্ট ২০১৫ ০২:৪৬86918
  • ওঁরা কাজ শুরু করেন ২০০৪ এর পর। কে কী সেফ খেলেছে জাতীয় মন্তব্যগুলো একটু জেনে বা জানার চেষ্টা করলে হয়তো ভালো হত।
  • sch | 233.223.131.253 (*) | ২২ আগস্ট ২০১৫ ০২:৫৭86919
  • pi খুবই দুঃখিত এই অংশটা আম অনেক খুজেও দেখতে পাই নি। আসলে মূল লেখাটাই মন দিয়ে পড়েছি আলোচনা হয়তো অতটা চোখে পড়ে নি। মোবাইলে পড়ার দোষ। ক্ষমা চেয়ে নিলাম

    তবে একটা খুন ও ধর্ষণের মামলায় যদি ধর্ষণ্টাই ঠিকঠাক প্রমাণ না হয় তাহলে মনে হয় আর কিছু আলোচনা করার প্রয়োজন থাকে না। জিজ্ঞাসা থেকে যাচ্ছে -

    ১) "যোনির ভিতরে বীর্য পাওয়া গিয়েছিল। কিন্তু কোনো ডিএনএ টেস্ট হয়নি।"
    কেন? ধনঞ্জয়ের উকিল DNA test চায় নি কেন? সেই সময় কি খুব কঠিন ছিল এটা করা। ধরে নি ধনঞ্জয়ের উকিল করাপ্ট, তাহলে APDR বা অন্য কেউ উকিল দেয় নি কেন?

    ২) "she was subjected to sexual intercourse." - এর মানে কি she was involved in sexual intercourse? সেটা কি মৃত্যুর পরে করা সম্ভব?

    ভারতীয় বিচার ব্যবস্থায় ধর্ষণের প্রুফ কি ভাবে হয়? যদি আসামী নিজে সনাক্ত করতে না পারে? আইন কি বলে?
  • sch | 233.223.131.253 (*) | ২২ আগস্ট ২০১৫ ০২:৫৮86920
  • ভুল লিখলাম - আসামী না - যদি affected person নিজে নিজে সনাক্ত করতে না পারে?
  • pi | 24.139.209.3 (*) | ২২ আগস্ট ২০১৫ ০৩:১৭86921
  • মৃত্যুর পরের কথা আসছে কেন ?

    ফরেনসিক হতনা এমন নয়। ওখানে স্যাম্পল কিছু 'ডিজিনারেট' হবার কথা বলা হয়েছিল।
  • sch | 233.223.131.253 (*) | ২২ আগস্ট ২০১৫ ০৩:৩০86922
  • যদি এটা সাজানো ঘটনা হয় ইন্টারকোর্শ মৃত্যুর পরেও কেউ করে থাকতে পারে - মৃতদেহের সাথে সঙ্গমের ঘটনা কিন্তু পড়া গেছে, । প্রশ্ন হল ইন্ডিয়ান জুদিশিয়াল সিস্টেম কি উইদাউট প্রত্যক্ষদর্শী উইদাউট ফরেনশিক ধর্ষক ডিসাইড করতে আলাউ করে?
  • Boltzman Machine | 117.167.108.61 (*) | ২২ আগস্ট ২০১৫ ০৪:৩২86904
  • আইএসআইয়ের প্রফেসরদের তত্ত্বটার ডিটেলস আর কিছু আলোচনা থাকবে আশা করেছিলাম। ওঁদের কোনো লেখার পয়েন্টার পেলেও হত যেখানে পুরো অ্যানালিসিস আছে। নাকি ওঁরাও এইটুকুই বলেছেন?
  • Boltzman Machine | 151.0.12.140 (*) | ২২ আগস্ট ২০১৫ ০৪:৩৮86905
  • সরি, প্রশ্নটাই ভুল হয়েছে।

    বলতে চাইছি যে ওঁরা কি শুধু অসঙ্গতিগুলো পয়েন্ট আউট করে দেখাতে চেয়েছেন যে হাফকুকড তদন্তের ভিত্তিতে শাস্তি হয়েছে? কাগজে লিখেছিলো যে অন্য প্লজিবল এক্সপ্ল্যানেশনও দিয়েছেন?
  • pi | 122.79.37.63 (*) | ২২ আগস্ট ২০১৫ ০৫:৩৭86906
  • ওনারা বিকল্প তত্ত্বও দিয়েছেন।
  • a | 186.126.237.214 (*) | ২২ আগস্ট ২০১৫ ০৫:৪১86907
  • ওনাদের কিছু বক্তব্য এখানেও আছে

    Role of the family: The rape and murder allegedly happened in the very short time between 5:20 PM and 5:50 PM, while the victim’s mother was out of the house. However there was a delay of three hours between the discovery of Hetal’s body by her mother and the calling in of the police, allowing for tampering of evidence. The mother’s immediate naming of Dhananjoy as the culprit, the inconsistencies in the statements of other family members, and the fact that the family wrapped up their flourishing jewelry business in the city within six months of the crime and left Kolkata – all raise questions about the role of the family, and the possibility of an honour killing, especially given that sexual intercourse had preceded the murder.

    http://www.pudr.org/?q=content/murderers-dhananjoy-hazir-ho-abolish-death-penalty
  • a | 186.126.237.214 (*) | ২২ আগস্ট ২০১৫ ০৫:৪৬86908
  • আসল খুনি কে? যারা টাকা ছড়িয়েছিল যাতে ওপর থেকে চাপ আসে আর পুলিশ প্রশাসন নড়ে বসে যাতে অন্য কাউকে ফাঁসানো যায়? সেক্ষেত্রে যারা টাকা ছড়িয়েছিল আর যারা টাকা খেয়েছিল এই দুই পক্ষ জানবে আসল খুনি কে। যারা ফাঁসি দেবার দাবিতে বিশেষ তৎপর হয়ে উঠেছিলেন তাঁদেরো দুয়েকজন হয়তো জানতে পারেন।
  • a | 186.126.237.214 (*) | ২২ আগস্ট ২০১৫ ০৫:৫১86909
  • তদন্ত হাফকুকড নাও হতে পারে। ফাঁসি হওয়ায় যাদের লাভ হয়েছিল তাদের দিক থেকে দেখলে it was very well cooked indeed.

    'বিষয়টা একটু অদ্ভুতই। বস্তুত ধনঞ্জয়ের উকিলই যখন ধনঞ্জয়ের বয়ানের উল্টো কথা বলেন, তখন মনে হয়, এ যেন শুধু নিয়মরক্ষার খেলা।' (দ্বিতীয় পর্ব থেকে) - সঠিক পর্যবেক্ষন।
  • | 24.99.18.25 (*) | ২২ আগস্ট ২০১৫ ০৬:৩৬86910
  • ২০০৪ এ বেশ মনে আছে আবাপ ধারাবাহিকভাবে ধনঞ্জয় কী করছে, কী খাচ্ছে মাথা গুঁজে বসে আছে না তুলে এই নিয়ে এমন কুৎসিৎ রিপোর্টিং চালিয়েছিল ....... আর সেইসাথে বাকী রক্তলোলুপ জনগণের ফাঁসির দাবী, এক্ষুণি হোক জাতীয় উল্লাস ......

    মোটামুটি তার কিছুদিন আগেই বোধহয় সোনিয়া গান্ধী থানুর মৃত্যুদন্ড না দেওয়ার পক্ষে বক্তব্য রেখেছিলেন।
  • Boltzman Machine | 117.167.108.173 (*) | ২২ আগস্ট ২০১৫ ০৬:৫৮86911
  • ওঁদের বিকল্প তত্ত্ব নিয়ে একটা পর্ব হলে ভালো হত।
  • | 24.99.18.25 (*) | ২২ আগস্ট ২০১৫ ০৭:০৬86912
  • হুঁ ওঁরা যদি বিকল্প তত্ত্ব দিয়ে থাকেন, তো সেটা নিয়ে একটা পুনশ্চ পর্ব হোক সৈকত।
  • সে | 94.75.173.148 (*) | ২২ আগস্ট ২০১৫ ০৭:২৫86913
  • অনার কিলিং হয়েছিল - এই ধরণের একটা আভাস ছিল আলোচনায়। পুরো লেখায় সেটা অনুপস্থিত। কিছুটা আধা খ্যাঁচড়া গোছের লাগল। ২০০৪এ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব এর কাছে স্বামীর প্রাণ ভিক্ষা করতে যান ধনঞ্জয়ের স্ত্রী।
    এই অধ্যাপকদ্বয় তখন কোনো পেপার পাবলিশ করলেন না কেন? এতবছর পরে শুধু অ্যাকাডেমিক ইন্টারেস্ট থেকে, নাকি বৌদ্ধযুগে সেটা সেফ হোতোনা বলে?
  • সে | 94.75.173.148 (*) | ২২ আগস্ট ২০১৫ ০৭:২৯86914
  • খুন ধর্ষণের সিরিজ খুবই পপুলার হয়। পুনশ্চ পর্ব হলে বেস্টসেলার হতে বাধ্য।
  • রৌহিন | 113.42.127.237 (*) | ২২ আগস্ট ২০১৫ ১০:২৮86915
  • দ যেটা বলেছেন সেটা অবশ্যই ভেবে দেখার মত। মাত্র কিছুদিন আগেই সোনিয়া গান্ধী বলেছেন তিনি থানুর মৃত্যুদন্ড চান না। রক্তলোলুপ জনতা, যাঁরা হামেশাই যুক্তি দিয়ে থাকেন "এরকম ঘটনা আপনার বাড়ির লোকের সঙ্গে ঘটলেও কি মৃত্যুদন্ডের বিরোধিতা করতে পারবেন?" জাতীয় প্রশ্নে, নিজেদের বঞ্চিত মনে করছেন আরেকবার এম্ফিথিয়েটারের নাটকটা মিস করে গিয়ে। এই সময় ফাঁসিটা হওয়া তাই দরকার ছিল। "হোক না সে যে কোন লোক"।
  • sch | 132.160.114.140 (*) | ২২ আগস্ট ২০১৫ ১০:৫৫86916
  • ধর্ষণের এভিডেন্স নিয়ে কিন্তু কিছু পেলাম না। মানে ধর্ষণ হয়েছিল এটা প্রমাণ হয়ই নি ? আর যদি হয়েও থাকে ধনঞ্জয় যে ধর্ষক সেটা circumstancial evidence দিয়ে প্রুভ করা হয়েছিল। কোনো মেডিক্যাল প্রুভ দিয়ে না? ইন্ডিয়ান জুডিসিয়ারিতে এরকম সিস্টেম আছে? ধর্ষকের অপরাধ প্রুভ না করেও তাকে ধর্ষক বলে চিহ্নিত করা যায়?
    জানতে চাইছি - কিছুই তো জানি না
  • কল্লোল | 230.226.209.2 (*) | ২৪ আগস্ট ২০১৫ ০৫:৪৪86923
  • স্চ। APDR কোনভাবেই ধনঞ্জয়ের মামলর সাথে জড়িত ছিলো না। তাই উকিল দেবার প্রশ্নও ওঠে না।
    ধনঞ্জয়ের ফাঁসী কার্যকর করার নির্দেশ এলে APDR তার বিরোধী প্রচার শুরু করে, কারন তারা নীতিগতভাবে মৃত্যুদন্ডের বিরোধী।
  • ঊমেশ | 118.171.128.168 (*) | ২৪ আগস্ট ২০১৫ ০৯:৫৮86924
  • আমি কিছু লেখার আগে দুটো প্রশ্ন করতে চাই, যেটা এই লেখার মধ্যে পাইনি।

    প্রথমঃ যে সময় ঘটনাটা ঘটেছিল বলে পুলিশী বা হেতাল পরিবারের দাবী সেই সময় ধনন্জয় কোথায় ছিল? ও যে বিল্ডিং ভেতরে ছিল সেটা লেখক বা গবেষক দের লেখা থেকে পরিষ্কার, কিন্তু বিল্ডিং এর কোথায়?
    ৩০-৪০ মিনিট ধরে কোথাও তো ছিল?

    দ্বিতীয়ঃ ধনন্জয় সঙ্গে সঙ্গে পালালো কেন?
    ধনন্জয় উপর থেকে নেমে আসার পর ওর আর কোনো উপস্থিতির খবর পাচ্ছি না। মা ফিরে আসার পর আর দরজা ভাঙ্গার আগে পর্যন্ত তো কেউ জানতো না কি হয়েছে, কিন্তু ধনন্জয় তার আগে থেকে মিসিং, কেন?

    আমি দাবী করছি না ধনন্জয় আসামী, কিন্তু এই দুটো পয়েন্ট ওর বিরুদ্ধে যাচ্ছে। যে কেউ এই খান থেকে ধরে নেবে, ঐ আসামী।
  • কল্লোল | 230.226.209.2 (*) | ২৪ আগস্ট ২০১৫ ১১:১০86925
  • ১৭ নং পয়েন্ট (৩য় পর্ব)
    "ধনঞ্জয়ের বয়ানানুযায়ী, সে ছুটি নিয়ে ভাইয়ের পৈতে আর বৌয়ের অপারেশনের জন্য বাড়িতে এসেছিল। "

    ধনঞ্জয় বলেছে সে পালায় নি।
    ছুটি নিয়েছিলো কিনা, পৈতে ছিলো কিনা, বৌয়ের অপারেশন দরকার ছিলো কিনা - আদালতে কেউ এসব প্রশ্নই তোলে নি।
  • Born Free | 113.251.48.48 (*) | ২৪ আগস্ট ২০১৫ ১২:১৮86926
  • একটা prosno আছে। Eto din বাদে কি মামলা reopen করা যায়? আসামিকে ঝোলানো হয়ে গেছে, তবুও। The বডি ইস ডেড but the রেপুটেশন কান স্টিল be saved ।
  • ঊমেশ | 118.171.128.168 (*) | ২৪ আগস্ট ২০১৫ ১২:৫১86927
  • কিন্তু এই প্রতিবেদন টা পড়তে পড়তে মনে হয়েছে ধনঞ্জয় সিড়ি বা লিফটে করে নেমে আসার পর থেকেই মিসিং।
    দরজা ভাঙ্গার সময় ধনঞ্জয় ঘটনাস্থলে ছিল না বলেই মনে হয়েছে।
    আর সেই ৪০ মিনিট কোথায় ছিল সেটাও মিসিং।
  • ঈশান | 202.43.65.245 (*) | ২৭ আগস্ট ২০১৫ ০৩:৫৫86929
  • অবিকৃত অবস্থায় পত্রিকায় পুরোটা প্রকাশ করলে অবশ্যই সম্মতি আছে। মেলও করতে পারেন। bsaikat অ্যাট gmail.com।
  • Arijit Ganguly | 24.141.106.37 (*) | ২৭ আগস্ট ২০১৫ ০৫:২৩86928
  • Would like to get your concent to publish this write up in one of our Magazine by APDR central/district/branch
  • b | 24.139.196.6 (*) | ২৮ আগস্ট ২০১৫ ০৩:৩৮86930
  • এ পি ডি আর কি কেসটা রি ওপেন করার কথা ভাবছে?
  • pi | 24.139.209.3 (*) | ০১ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৪৭86933
  • হুতো, প্রথম লেখাটাও কি সম্রাট কর ভৌমিকের ? কোথায় বেরিয়েছিল, দৈনিক খবরে ?
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন