এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 125.187.44.67 (*) | ০১ জানুয়ারি ২০১৮ ০৫:৪৫83229
  • এদানিনের ছাত্র ভর্তি নিয়ে একটু গলা নামিয়ে কথা বলাই ভাল। নামি বেশ কিছু কলেজ বাদ দিলে বাকি গুলোয় সকলই তোমার ইচ্ছাতেই কাজ চলে। ক্যামেরা বন্দী চোরেদের আমলে ওসব নিয়ে এখন আর কেউ মাথাও ঘামায় না।

    তো আগের কং সরকারের অর্থনীতিকে আমি আবার কখন বিপ্লবী আখ্যা দিলাম? কং যা করতে একটু ঘোমটা টানত সেটা বিজেপি নগ্নভাবে করছে! আমার আপত্তি শুধু এক তরফা ভাবে আধিকারিকদের মুন্ডুপাত করা নিয়ে।
  • dc | 120.227.244.233 (*) | ০১ জানুয়ারি ২০১৮ ০৫:৪৯83230
  • "ছাত্র ভর্তি করার সময় শিক্ষা মন্ত্রীর নির্দেশে কম নম্বর পাওয়া ছাত্র ভর্তি করতে পারবেন?"

    আমি যদ্দুর জানি পশ্চিম বঙ্গ সহ সারা দেশে গত পঞ্চাশ বছর ধরে এই প্রশ্নের উত্তর সহজ হ্যাঁ। শিক্ষা মন্ত্রী নির্দেশ দিলে ছাত্র ভর্তি করবে না, এরকম স্কুল ভূভারতে কখনো ছিল বা আছে নাকি?
  • PT | 125.187.44.67 (*) | ০১ জানুয়ারি ২০১৮ ০৬:০৫83231
  • sm আর আমি বোধহয় দুটো আলাদা দেশে বাস করি। ওনার দেশে সরকার মূলতঃ নিষ্পাপ। যে সকল অন্যায় হয় তা ঐ আধিকারিকদের আর প্রিন্সিপালের লেভেলেই সীমাবদ্ধ!!
    কিন্তু আমার দেশে, এই ধরুন সকাল থেকে তারস্বরে রবীন্দ্রসঙ্গীত চলছে সরকারি দলের আপিস থেকে। এক্কেবারে আমার কানের গোড়ায়। জানি জানি এটা সরকারের দায়বদ্ধতা আমাদের রাবীন্দ্রীক করার জন্যে!! কিন্তু এ পাড়ায় কার বাপের ঘাড়ে কটা মাথা আছে যে পুলিশে গিয়ে কম্প্লেন জানায়? কিন্তু এই লুম্পেনীয় রাবীন্দ্রিকতা করে আমার কানের শ্রাদ্ধের জন্যে কি পাড়ার ছটু নেতা দায়ী?
  • sm | 52.110.202.177 (*) | ০১ জানুয়ারি ২০১৮ ০৬:১৪83232
  • কোন দিন ই করতে পারবেন না। বোল্ড অক্ষরে। জয়েন্ট এ কম মার্ক পাওয়া একটা ছাত্র কে কেউ উপর এ ভর্তি করুক তো দেখি। অন্যান্য বেশি মার্ক পাওয়া ছাত্র দের টপকে।
    এস এস সি তে নিচু র্যানক এর ক্যান্ডি ডেট কে চাকরি দিয়ে দেখুক তো! আপনিই বলেন না,এস এস সি এসে এসব জলি বাজি কমেছে। এটা বাম সরকারের কৃতিত্ব!দু রকম কথা বললে চলবে কেন?
    আর এখানে আধিকারিক দের সমালোচনা তো হবেই।
    আপনি কি চিট ফান্ডে জড়িত বা নারদা কাণ্ডে জড়িত লোকেদের সমালোচনা থেকে বিরত থাকেন নাকি না বলেন এগুলো সব রাজনৈতিক নেতাদের নির্দেশেই হয়েছে কিন্তু চিট ফান্ডের মালিক দের কুনো দোষ নাই।
  • PT | 125.187.44.67 (*) | ০১ জানুয়ারি ২০১৮ ০৬:১৭83233
  • আরে মহায় ক্লাশ ছেড়ে মাসে নামুন.....
    একবার দীনবন্ধু এন্দ্রুজে ছাত্র ভর্তি করা নিয়ে হোম ওয়ার্ক করবেন নাকি? বিজয়গড় কলেজের ভূগোলের রেট গত বছরে ২০০০০/- ছিল।
  • S | 55.112.70.176 (*) | ০১ জানুয়ারি ২০১৮ ০৬:২৪83234
  • "জয়েন্ট এ কম মার্ক পাওয়া একটা ছাত্র কে কেউ উপর এ ভর্তি করুক তো দেখি"

    এতো আমাদের সময়ই হয়েছে। এখনো যে হচ্ছে সেতো না জেনেও বোধয় বলা যায়।
  • dc | 120.227.244.233 (*) | ০১ জানুয়ারি ২০১৮ ০৬:২৮83235
  • যাকলা এ তো নতুন জানছি! জয়েন্টে কম নম্বর পেয়েও ভর্তি হয়নি? আমি কি তাহলে ছোটবেলার থেকে অন্য কোন পবতে বড়ো হলাম?

    আর শুধু জয়েন্ট কেন, যেকোন পরীক্ষায় কম নম্বর পেয়ে ভর্তি হয়নি? পব সহ ভারতের যে কোন রাজ্যে?
  • sm | 52.110.202.177 (*) | ০১ জানুয়ারি ২০১৮ ০৬:৩৩83236
  • আপনি কলেজ ছেড়ে ব্যাঙ্কে মনোনিবেশ করুন। দীনবন্ধু কলেজ এর রেফারেন্স এনে টই পথভ্রষ্ট করার দরকার নেই।
    রাজনৈতিক চাপ সদা সর্বদা থাকবে। দল বদল হবে কিন্তু আমল তন্ত্র থেকেই যায়। তাদের কাজের দায় রাজনীতির ওপর চাপিয়ে দিলে চলে ন।
    তাহলে ব্যাঙ্কের রুলস এন্ড রেগুলেশন ,অডিট এগুলো থাকার কোন মানেই হয় না।
    বাম দল গুলো প্রতিবাদের পথ ছেড়ে; আদনি -আম্বানি দের দরজায় হত্যে দিয়ে পড়ে থাকতে পারে!
  • PT | 125.187.44.67 (*) | ০১ জানুয়ারি ২০১৮ ০৬:৩৯83237
  • "ধরা যাক আপনি কলেজ এর প্রিন্সিপাল" বলেছিলেন বলে কলেজে ঢুকেছিলাম। তো ঠিক আছে আবার ব্যাঙ্কে ফেরা যাক।
    তাহলে এবার আপনার ব্যাখ্যা শোনা যাকঃ
    "ব্যাঙ্কের রুলস এন্ড রেগুলেশন ,অডিট এগুলো" থাকা সত্বেও তাহলে "এই বিপুল পরিমান এন পি এ এক্যুমুলেট করেছে ২০০৮ সাল অন ওয়ার্ডস "-কি করে?
  • sm | 52.110.202.177 (*) | ০১ জানুয়ারি ২০১৮ ০৬:৪০83238
  • ডিসি, আমি জয়েনটেতে নিচু র্যানক করে ভালো ডিপার্টমেন্ট এ টপকে ভর্তি হয়েছে এমন অবভিয়াস ইনসিডেন্ট দেখি নি। মুখ্যমন্ত্রীর কোটা দেখেছি, এডমিশনের কমপ্লিট হবার পর খালি আসনে, নিচু র্যানকের ছাত্র ভর্তি হতে দেখেছি কিন্তু সর সরি টপকে ভর্তি হতে দেখিনি। হতে পারে এক আধটা ইনসিডেন্ট ঘটেছে।কিন্তু সেগুলো ব্যতিক্রম বা ঘোরতর গুপির কেস।
  • sm | 52.110.202.177 (*) | ০১ জানুয়ারি ২০১৮ ০৬:৪৯83239
  • ব্যাংকের কথা তেই ফিরে আসি। ব্যাঙ্কের এই বিপুল অনাদায়ী ঋণের জন্য আপনি খালি রাজনৈতিক চাপ কেই দায়ী করেছেন। অন্যান্য কোন ফ্যাক্টর যে ধর্তব্যের মধ্যেই ধরছেন না।
    আমার বক্তব্যে সবকটা ফ্যাক্টর কেই ধরা হয়েছে। আমলা তন্ত্র কেবল রাজনীতি বিদ দের কথা শুনে চললে দেশের অস্তিত্ব সংকট হয়। বিচার ব্যবস্থা বলে কিছু থাকে না।
    বড় বড় কোম্পানি মালিক রা পৃথিবীর সবদেশেই লবি করে। কিন্তু তারাই শেষ কথা নয়।
  • PT | 125.187.44.67 (*) | ০১ জানুয়ারি ২০১৮ ০৬:৫৫83240
  • তাহলে প্রায় এক দশক ধরে "এই বিপুল পরিমান এন পি এ এক্যুমুলেট করেছে ২০০৮ সাল অন ওয়ার্ডস "-কি করে? কারো কোন শাস্তি হয়েছে বলেও তো জানা নেই।
    এই সরকার রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্কগুলোকে কেন কড়া নির্দেশ দিচ্ছে না ঐ সব ব্যবসায়ীদের নাম কাগজে কাগজে ছাপিয়ে দিতে?
  • sm | 52.110.202.177 (*) | ০১ জানুয়ারি ২০১৮ ০৭:১২83241
  • বড় সর ঘটনা চাপা দেওয়ার জন্য বড় ঢাকনা ও রেডি থাকে
    । প্রথমে আসবে নীতি পঙ্গুত্বের বাহানা, তার পর আসবে সিম্পলি বুইতে পারিনি; এতো বড় লোকসান হতে পারে। তার পর কোমর বেঁধে নামবে মিডিয়া। বিভিন্ন সাফাই দেওয়া চলবে।
    এমন কি কিছুদিন পরে এমনি লেখা বেরোবে যাঁরা ব্যাংকে ফিক্সড ডিপোজিট রাখতে পারে ; তাঁরা সমাজের ক্রিমী লেয়ার। তারা বেসিক্যালি যোত দার টাইপের লোক!
    ওদের টাকা হাপিস করাই যায়।
    কোম্পানি তো লস খেতেই পারে। সুতরাং ঋণ শোধের জন্য কেউই দায়ী ন য়!
  • কল্লোল | 233.191.58.231 (*) | ০১ জানুয়ারি ২০১৮ ০৮:০৯83242
  • সবাই হয়ত বণিকের অঙ্গুলীহেলনে চলতে চায় না
    হয়তো। তবে কি, ন চাইলেও চলতেই হয়। এই আর কি।
  • শিবাংশু | 55.249.72.150 (*) | ০১ জানুয়ারি ২০১৮ ০৯:০৩83243
  • অরণ্য,

    আদানির ঋণ ও স্টেটব্যাংককে নিয়ে অনন্ত চর্চা হয়েছে। বস্তুস্থিতিটি এখানে আলোচনা করা যাবেনা। তবে একটি পুরোনো হলেও প্রাসঙ্গিক তথ্যের লিংক দিচ্ছি, যেটা অসত্য নয়।

    https://in.reuters.com/article/india-adani-sbi/sbi-to-turn-down-adanis-1-billion-australian-loan-request-sources-idINKBN0M914T20150313
  • amit | 213.0.3.2 (*) | ০২ জানুয়ারি ২০১৮ ০৫:১৫83246
  • এই টইতে মূল উদ্দেশ্য ছিল রিলায়েন্স র সাথে স্টেট ব্যাংকের জেভি তে যাওয়া ঠিক সিদ্ধান্ত কিনা, এবং তাতে সাধারণ গ্রাহকের কতটা সুরক্ষা থাকতে পারে, সেটা নিয়ে আলোচনা। স্টেট ব্যাংক এর কর্মদক্ষতা বা সার্ভিস নিয়ে হাজার প্রশ্ন, বা অভিযোগ থাকতে পারে, তাদের কর্মী বা কর্তারা বেকার, নিস্কর্মা হতে পারে, কিন্তু তার কোনোটাই কি এই জেভি তে গেলে শুধরে যাবে ? নাকি সাধারণ গ্রাহক দের রিস্ক আরো বাড়বে ? রিলায়েন্স এর সাথে ONGC-এর জেভি এর অভিজ্ঞতা যথেষ্টই তিক্ত, কিন্তু এখন ওদের নিজেদের সরকার, ছাপ্পান্ন ইঞ্চির জোরে কেও কিচ্ছু করতে পারবে না। এক যদি সবকটা মেজর বিরোধী দল আর এমপ্লয়ী ইউনিয়ন এক সাথে বড়ো করে আন্দোলন না করতে পারে, আটকানো সহজ হবে না।

    যেকোনো PSU-তে ডিরেক্টর পোস্টিং সবকটা পলিটিকাল পোস্টিং, খুঁটি না থাকলে কেও পায়না। নিজের অভিজ্ঞতা থেকে বলি, একটা নবরত্ন PSU-তে যখন কাজ করি, ১৯৯৭ এ সেখানে একটা বিশাল দুর্ঘটনা হয়, প্রায় ৬০ জন লোক মারা যায়। তখনকার প্লান্ট এর যিনি GM, খুঁটির জোরে তার চুল ও কেও ছুতে পারে নি। তিনি যথারীতি প্রমোশন পেয়ে চেয়ারম্যান হন এবং অবসরের পরে রিলায়েন্স এ অনারারি ডিরেক্টর হয়ে জয়েন করেন। নামটা আর দিলুম না।

    শিবাংশু যে লিংক দিয়েছেন, সত্যি। রিসেন্টলি ডিসেম্বর এ দুটো বড়ো চীনা ব্যাংক-ও আদানীকে লোন দিতে অস্বীকার করেছে। কিন্তু আদানি ও কম ঘুঘু নয়, একটা অস্ট্রেলিয়ান প্রফেশনাল লবি ফার্ম কে রিসেন্টলি এমপ্লয় করেছে, সরকার আর বিরোধী দুটো পার্টিকেই লবি করার জন্য। বিসনেস আর পলিটিক্স সব দেশেই হাত ধরাধরি করে চলে, কোথাও খুল্লাম খুল্লা, আর কোথাও ভদ্র মুখোশ পরে, এই যা তফাৎ।
  • sm | 52.110.198.130 (*) | ০২ জানুয়ারি ২০১৮ ০৯:০৯83247
  • এরা কি টই এর হেডিং পড়েনা, না মর্মার্থ বোঝেনা! স্টেট ব্যাংক কার হতে?মনে সরকারী হতে থাকবে ন ধীরে ধীরে প্রাইভেট ব্যাংকে পরিণত হবে। জে ভি তো জাস্ট একজম্পল। এরকম জে ভি অনেক আছে। এতে আশু কোন বিপদ নাই।
    আসল বিপদ তো নিজের তৈয়ারী করা এন পি এ।
    এনিওয়ে ভারতীয় ব্যাংক ও করাপশন দিয়ে সার্চ করলে ই প্রচুর আর্টিকেল আসবে।
  • | 144.159.168.72 (*) | ০৩ জানুয়ারি ২০১৮ ০৫:০৮83248
  • ৫৬" তো আম্বানীর পকেটের ভেতরে বটেই। তবে এই আম্বানীবাবুই শুন্যর দশকের শেষের দিকে বোধহয়, কংগ্রেস সম্পর্কে বলেছিলেন না ইয়ে তো আপনাই দুকান হ্যায়। তো আপনা দুকান থেকে চাট্টি লোনোফোন যুগাড় করে নিয়েছে, সেইটে না ভোলাই ভাল।
  • sm | 116.203.177.100 (*) | ০৩ জানুয়ারি ২০১৮ ০৫:৩২83252
  • পড়বার মতন জিনিস ! ব্যাংক গুলোর বদামি!
    এপ্রিল থেকে নভেম্বর অবধি ন্যূনতম ব্যালান্স না রাখার অপরাধে স্টেট্ ব্যাংক প্রায় ১৭০০ কোটি টাকা জরিমানা বাবদ আয় করেছে , যেটা নাকি গত ত্রৈমাসিকে ওই ব্যাংকের নিতে মুনাফা রাফলি ,১৫৮১ কোটি টাকার চাইতে ঢের বেশি! এটা নাকি জনদরদী ব্যাংক! এর পরে সাফাই আসবে,সবই সরকার থুড়ি বণিক দের অঙ্গুলী হেলনে হয়েছে! আধিকারিক দের হাত পা বাঁধা!
    অবিশ্যি সবকটা ব্যাংকই এই ধরণের বদমায়েশি শুরু করেছে।এফেক্টেড হচ্ছে খুব গরিব লোকজন।যাদের ৩০০০ টাকা ন্যূনতম ব্যালান্স হয়তো অনেক সময় থাকে না।
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=37153&boxid=143158915
    আর একটা খবর ও চমকপ্রদ!
    অভিনব উপায়ে জালিয়াতি!
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=37158&boxid=14926317
    গুগুল সার্চ করলে প্রচুর ব্যাংকিং রিলেটেড কোরাপশনের উদাহরণ আসছে। লিংক দিয়ে ভারাক্রান্ত করতে চাই না।
    যাঁরা খুব উঁচু ধারণা পোষণ করেন; তাঁরা পড়ে দেখতে পারেন।
  • dc | 120.227.241.64 (*) | ০৩ জানুয়ারি ২০১৮ ০৫:৪৪83249
  • দুএকদিন আগে স্টেট ব্যাংক বেস রেট আর বিপিএলার রেট ৩০ বিপি কমাল। এতে অবশ্য পুরনো হোম লোন গ্রাহকদের সুবিধে হবে, যাঁরা এমপিএলারে আছেন তাঁদের রেট একই থাকবে।
  • dc | 120.227.241.64 (*) | ০৩ জানুয়ারি ২০১৮ ০৫:৪৮83250
  • কিন্তু অমিত বাবুর পোস্টে দ্বিমত আছে। দুটো বিজনেস এনটিটি নিজেদের মধ্যে জেভিতে যাবার সিদ্ধান্ত নিয়েছে। বিরোধী পার্টি বা যেকোন পলিটিকাল পার্টি এর বিরুদ্ধে বলতে যাবে কেন? কর্মী ইউনিয়নও সেভাবে কিছু বলতে পারেনা, কারন এরকম স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নেওয়ার প্রেরোগেটিভ শুধু ম্যানেজমেন্টের থাকে।
  • amit | 149.218.43.48 (*) | ০৩ জানুয়ারি ২০১৮ ১০:০২83251
  • একমত ডিসি। কোনো দোল বা কর্মী ইউনিয়নও লেগালি কিছু বলতে পারেনা। ব্যক্তিগত ভাবে বা সমষ্টিগত ভাবেও আমার কিছু করার ক্ষমতা নেই , শুধু নাগরিক হিসেবে নিজের মতামত দিচ্ছি। জাস্ট ভাট হিসেবেই নেবেন।

    এটা দুটো সম্পূর্ণ বেসরকারি কোম্পানি হলে আদৌ কথাটা বলতুম না। যেহেতু স্টেট ব্যাঙ্ক এখনো একটা পিএসইউ এবং পিএসইউ ম্যানেজমেন্টের আদৌ ডিসিশন মেকিং ক্ষমতা থাকেনা, সেই জন্যই আমার ভয় যে পলিটিকাল প্রেসার এ এই জেভি করা হচ্ছে, এবং হয়তো রিলায়েন্স তাদের অংশীদারির তুলনায় অনেক বেশি বেনিফিট পাবে বা উল্টোদিকটা হবে। আফটার অল একদিকে আম্বানির নিজের তাবেদার সরকার (বিজেপি বা কংগ যেই আসুক না কেন), অন্য দিকে নিধিরাম সর্দার পিএসইউ ম্যানেজমেন্ট। প্লাটফর্ম ঠিক ইভেন নয়।

    ব্যক্তিগত ভাবে আমার ইচ্ছে, SBI তাদের যাবতীয় অপদার্থতা নিয়েও এখন যে ভাবে আছে, সেভাবেই থাকুক। এই মুহূর্তে আম্বানির সাথে যাওয়াটা বেশ ঝুঁকির। ব্যাস, এটুকুই বলার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন