এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 132.164.234.236 (*) | ২০ জুন ২০১৬ ০১:২৯81083
  • আর, আবারো, ডেটা ফাজিংটা ধরছিনা, যদিও এভাবে মনগড়া তথ্যের ওপর ডিবেট করে কি লাভ তাও জানিনা।
  • avi | 113.24.86.24 (*) | ২০ জুন ২০১৬ ০১:৩৬81084
  • তীব্র প্রতিবাদ :
    ১) ১৯৩০ সালে বিদ্যাসাগর মশাই হাঁটতেন না।
    ২) রোদ্দুর রায়ের গান মোটেই খিল্লিযোগ্য নয়। বরং খিস্তিযোগ্য বলতে পারেন। ওনার যুগান্তকারী "ধুর বাল" গানটি স্মর্তব্য।
    ৩) মূল লেখায় গাড়ির পাশে হাসপাতাল নিয়েও বক্তব্য রয়েছে, যা এই ১০-১২ পাতা জুড়ে কোনো গুরুত্বই পায় নি। ভাসকুলার সার্জারি সভ্যতার অভিশাপ, নাকি কর্পো হাসপাতাল, তাই নিয়ে কোনো আলোচনা নেই।
  • dc | 132.164.234.236 (*) | ২০ জুন ২০১৬ ০১:৪৩81085
  • ২ নংটা আলাদা ডিবেটের দাবী করে :p
  • Abhyu | 85.137.6.220 (*) | ২০ জুন ২০১৬ ০২:২১81086
  • য্তদূর মনে পড়ে ইউটিউবে রোদ্দুর রায়ের কোনো এক রবীন্দ্রসঙ্গীতের তলায় কমেন্ট দেখেছিলাম - অমানুষিক প্রহারই একমাত্র ওষুধ।
  • Atoz | 161.141.85.8 (*) | ২০ জুন ২০১৬ ০৩:১১81087
  • এই কিংব্দন্তী রো রা কে এখনও দেখা হয় নাই আমার। হায়!
  • Musca domestica | 117.167.108.60 (*) | ২০ জুন ২০১৬ ০৩:২৯81088
  • দেখুন, রো রা এর নিন্দে করবেন্না। অমন প্রতিভা মিলেনিয়ামে একজনই হয়।
  • dc | 132.164.234.236 (*) | ২০ জুন ২০১৬ ০৩:৩৫81089
  • একমত। Atoz সময় করে দেখে নিন, এই প্রতিভা মিস করবেন না। এটা দিয়ে শুরু করতে পারেন, তারপর তো সিরিজে দেখতে থাকবেনঃ

    আর হ্যাঁ, ভিডিওটা দুবার দেখবেন - একবার অডিও সহ, একবার অডিও ম্যুট করে। আর সবশেষে চেলোমমের অংকটা অরেকবার পড়ে নেবেন।

  • ঈশান | 214.54.36.245 (*) | ২০ জুন ২০১৬ ০৩:৩৭81090
  • দ্যাখেন, আমার মনে হচ্ছে, সমস্ত দিক থেকেই তক্কোটা এক্সট্রিমে যাচ্ছে। ফাঁকতালে ইভান ইলিচ গাল খেয়ে গেলেন। :-) সে যাই হোক, কাজেই যুযুধান পক্ষদের এবার একটু শান্ত হতে অনুরোধ করব। ইভান ইলিচকে নিয়ে একটা টই বা লেখা লিখুননা কেউ। আমার হাতে এই মুহূর্তে সময় নেই, নইলে খুলতাম। আমার জন্য অপেক্ষা করতে হলে একটু টাইম লাগবে। তবে বিষয়টা ইন্টারেস্টিং, এক্সপ্লোর করলে ঠকবেন না।
  • rathin | 204.150.168.95 (*) | ২০ জুন ২০১৬ ০৩:৫৩81029
  • USA National Household Travel Survey রিপোর্ট ২০০৯ সালে ডোমেস্টিক ভেহিকল অ্যাভারেজ স্পিড ৩১ মাইলস।
    The Average Driver
    Spends 55 minutes a day behind the wheel
    Drives 29 miles a day
    https://www.rita.dot.gov/bts/sites/rita.dot.gov.bts/files/subject_areas/national_household_travel_survey/daily_travel.html

    কিন্তু ইটা সারা দেশের হিসেবে ধরা হয়েছে ইন্চ্লুদিং freeways .। শহরে অ্যাকচুয়াল স্পিড অনেক কম.। data সামান্য ভুল হলেও কন্সেপ্তুয়াল্লি দেবব্রত ভুল কিছু বলেনি.।সাইকেল নিয়ে যারা ব্যঙ্গ করছে তারা একটা প্রাকটিক্যাল স্টাডি দেখুক.। "With the newly launched Metro Line to Santa Monica gaining so much fanfare, THR devised a race to determine the fastest way to get from downtown L.A. to the beach during rush hour — on a train, a car or even a bicycle."

    result কি হয়েছিল দেখা যাক।
    "RACE RECAP Car Guy wins by a nose, completing a 14.8-mile drive in 55 minutes. The cost of the trip (excluding gas, insurance, depreciation, impact on environment and regular detailing) is $1.00. Second place went to Bike Guy, finishing a no-cost 15.9-mile ride in 59 minutes. Third place was awarded to Metro Guy, who did roughly a quarter mile of walking and a 15.2-mile train ride in 64 minutes. The total cost of the trip was $2.75, excluding muffins. "

    অর্থাত গাড়িতে লেগেছে ৫৫ মিনিট.। তেল দুষনের খরচা ধরা হয়নি। cost excluding gas, insurance, depreciation, impact on environment and regular detailing) is $1.00 । সাইকেলে একটু বেশি ডিসটেন্স কভার করেছে , সময় লেগেছে ৫৯ মিনিট.।টোটাল cost is ০। এই চার মিনিট সময় বাচানোর জন্য এত টেকনোলজি যার অন্য ইমপ্যাক্ট খুব বেশি.। অসভ্যের মত যারা হ্যা হ্যা করছে একটু পড়ে দেখুক।
  • T | 190.255.250.123 (*) | ২০ জুন ২০১৬ ০৩:৫৫81091
  • আমরা তো শান্তই আছি স্যার। খিল্লি সহকারে খিল্লি কচ্চি। অ্যামনকি নিয়ম মেনেও হচ্ছে।
    তবে হ্যাঁ, ঈশানদা যদি ইলিচ বুঝে থাকে তবে অবশ্যই যেন টই খুলে লেখে। ইভান ইলিচের নির্মোহ ব।
  • rathin | 204.150.168.95 (*) | ২০ জুন ২০১৬ ০৪:০২81030
  • পাবলিক ট্রান্সপোর্ট গ্রীন ট্রান্সপোর্ট এসবে জোর দেওয়া হচ্ছে পৃথিবীর সব দেশে ইন্চ্লুদিং চীন.। us ইস টি অনলি এক্সেপশন যেখানে ফসিল ফুয়েল লবি প্রাইভেট কার ছাড়া আর কিছু চলতে দেয়না.। এতগুলো so called সচেতন প্রবাবলি লেফট মানুষ এই কথা জানেনা.। unbelievable ।
  • Rumi | 37.63.191.26 (*) | ২০ জুন ২০১৬ ০৪:১৩81032
  • সকলেই বলেছে তারা ভালো রাস্তা,কঠোর নিয়মকানুন ইত্যাদি চায়।সাইকেল চালিয়ে যাবার উপযুক্ত পরিকাঠামো তৈরি হোক, তারপর লোকে সেই সব নিয়ে ভাববে।যদ্দিন না হবে, লোকে গাড়ি চড়বে । আমেরিকা দেশটি কেবল মাত্র এল এ আর নিউ ইয়র্ক জাতীয় বড় শহর দিয়ে তৈরি না, বাকি সর্বত্র লোক টিকে থাকার জন্যে গাড়ি চালাঅতে বাধ্য। অসভ্য জাতীয় শব্দ এত পটাপট লিখে ফেলবেন না, আপনার বাক্য আপনার রুচির পরিচয় দেয়।
  • R2h | 76.87.87.89 (*) | ২০ জুন ২০১৬ ০৪:১৪81092
  • আপনারা রোদ্দুর রায় কে অসম্মান করছেন? মর্মপীড়ের ভয় নাই আপনাদের? আপনারা কি সভ্যতার অভিশাপ?
  • T | 190.255.250.123 (*) | ২০ জুন ২০১৬ ০৪:১৭81093
  • :))
  • avi | 113.24.86.24 (*) | ২০ জুন ২০১৬ ০৪:১৮81094
  • সেই কোনকালে প্রফেট গান লিখে গেলেন, "আমাকে ভাবায়, রোদ্দুর রায়।" তারপর কত বছর কেটে গেল, কত চন্দ্রভূক অমাবস্যা কেটে গেল, কিন্তু কোনো শালা জাগলো না। :-(
  • ... | 190.129.47.107 (*) | ২০ জুন ২০১৬ ০৪:১৮81033
  • Baire theke ei pujoy bari phirbo kikore? Debu babu ki airplane allow korben?

    Kintu Kolkata thekeo to aabar 150 km jete hobe. Debu babu jodi bag tag gulo ektu mathay kore pouche dyan.

    Ami nahoy apnar pichu pichu ektu koshto kore hente nebo.
  • rathin | 15.255.80.27 (*) | ২০ জুন ২০১৬ ০৪:২১81034
  • Re: তাহলে, শিকার শুরু হয়ে যাক
    Comment from Rumi on 19 June 2016 06:47:03 IST 37.63.177.238 (*) #
    দেবব্রতবাবুর শেষপোস্ট পড়ে চোখ কপালে উঠে গেলেও ওনার কাছে জানতে চাই, গাড়িকে কী দিয়ে রিপ্লেস করবো? গোরু, গাধা,ঘোড়া,পালকি?নিশ্চয় যাতায়াত তুলে দিতে বলছেন না?

    Re: তাহলে, শিকার শুরু হয়ে যাক
    Comment from Rumi on 19 June 2016 07:16:43 IST 37.63.177.238 (*) #
    হন্টন কোনো বিকল্প হতে পারে না।রুবি থেকে রোজ ডাল্হৌসি যেতে হলে পা খুলে টাকে উঠে যাবেঃ( দেবব্রতবাবুর ভাবনাটা জানতে চাই।

    This is what you said. "সাইকেল চালিয়ে যাবার উপযুক্ত পরিকাঠামো তৈরি হোক, তারপর লোকে সেই সব নিয়ে ভাববে।" who said this here? please quote.
  • dc | 132.164.234.236 (*) | ২০ জুন ২০১৬ ০৪:৩৭81035
  • rathin বাবু, আপনি বলছেন যে অ্যাভারেজ স্পিড ৩১ mph বা ৫০ kmph। গাড়ির পক্ষে অন অ্যাভারেজ এটা তো যথেষ্ট ভালো স্পিড! আপনি কি এর থেকেও বেশী অ্যাভারেজ স্পিড চান নাকি?

    আর পাব্লিক ট্রান্সপোর্টে, গ্রিন ট্রান্সপোর্টে জোর দেওয়া হচ্ছে এটা এক্কেবারে ঠিক বলেছেন। কিন্তু দেবব্রতবাবু তো ট্রান্সপোর্ট জিনিসটাই উঠিয়ে দিতে চান! উনি সোলার এরও বিরুদ্ধে। আপনারও কি সেরকম মত?
  • Abhyu | 85.137.6.107 (*) | ২০ জুন ২০১৬ ০৪:৪৫81036
  • আগে বলি নি, এখন বলছি। সাইকেল চালানোর উপায় থাকলে আমি বাড়ি থেকে ইউনিভার্সিটি সাইকেলে চড়েই যেতাম। বাজারও করতাম সাইকেলেই। কিন্তু আমেরিকার যে গ্রামে আমি থাকি সেখানে সে উপায় নেই। ভালো পাবলিক ট্রান্সপোর্টও নেই। যখন ইউরোপে ছিলাম তখন গাড়ি কেনার কথা ভাবি নি কারণ রিলায়েবল বাস সার্ভিস ছিল। এখানে সেটাও নেই।
  • ঈশান | 202.43.65.245 (*) | ২০ জুন ২০১৬ ০৪:৪৬81096
  • আর ইলিচ নিয়ে অবশ্যই লিখব, সময় পেলেই।
  • ঈশান | 214.54.36.245 (*) | ২০ জুন ২০১৬ ০৪:৪৬81095
  • কীসের নিয়ম? বুঝলাম না। ভাটে তো কনস্ট্যান্ট চলছে। এইমাত্র দেখলাম।

    সরাসরি কনফ্রন্ট করার বা বলার ক্ষমতা না থাকলে এইগুলো হয়। এসেত্রে হয়তো তা নয়, কিন্তু সেরকমই ধারণা জন্মাচ্ছে, কী আর করা যাবে।
  • Bhagidaar | 34.49.119.28 (*) | ২০ জুন ২০১৬ ০৪:৫০81037
  • সে তো বলেই দেওয়া হচ্ছে অ্যাভারেজ স্পীড। শহরে যেমন ৩১-এর থেকে কম, ফ্রীওয়েতে তেমন ৩১-এর দ্বিগুন। অ্যাভারেজ নিয়েই তো কথা হচ্চে।
    এবার সাইকেলে একজন যেতে পারবে, গাড়িতে সেখানে ৫জন যেতে পারে চাইলে।

    আপনি যে উদাহরণটা দিয়েছেন এটা একটা সাইক্লিং-এর পক্ষে রিসনেবল ডিস্টেন্স (একটু বেশির দিকে যদিও)। এটাই যদি 14.8 না হয়ে 48 মাইল হত তাহলেও সাইকেল রিসনেবল থাকত কি?

    গাড়িকে সাইকেল/স্লো ট্রন্স্পোর্ট-উপোযোগি ঘিন্জি জায়্গায় চালিয়ে দেখালেন সাইকেল প্রায় সমান সমান যায়। কিন্তু আমি যদি সাইকেল আর গাড়িকে ফ্রীওয়েতে তুলি?
  • T | 190.255.250.123 (*) | ২০ জুন ২০১৬ ০৪:৫২81097
  • আরে কি মুশকিল! ওটুকুও ছাড় দেবে না! যা ত্তারা।

    আচ্ছা বিদ্যাসাগর রোজ ডেলিপ্যাসেঞ্জারী কত্তেন কিনা, কল্লে কিভাবে কত্তেন সেই ইনিশিয়াল খিল্লি তো এখানে করা হয়েছে। উনি নিশ্চয় দেখেছেন। সরাসরি কনফ্রন্টই তো করা হ'ল। নোটিস পিরিয়ড কদ্দিনের রে বাবা। উনি তো অ্যাত কিছু বললেন, কাঁঠাল মাছি ইত্যাদি, কই ওইটে তো কিছু বললেন না।

    এরপরও ভাটে কিচ্ছু বলতে পারব না? ক্ষী মুশকিল।
    হায়, নিজের বলার ক্ষমতা না থাকার ফলে লজ্জিত হয়ে পড়ছি।
  • rathin | 195.100.85.147 (*) | ২০ জুন ২০১৬ ০৪:৫৫81038
  • দেবব্রত ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট জিনিসটাই উঠিয়ে দেবে বলেনি বলেছে sport utility vehicle আপদ। hopefully you know the difference । ড্রাইভ ইস অ স্পর্ট .এই craze এর এগেইনস্ট এ বলা হয়েছে। ইস ইত রিয়েলি স দিফ্ফিকাল্ত ?
  • dc | 132.164.234.236 (*) | ২০ জুন ২০১৬ ০৪:৫৮81098
  • এখানে বুঝি সরাসরি কনফ্রন্ট করা হয়নি আর স্পেসিফিকালি সেনটেন্স কোট করে সোর্স চাওয়া হয়নি?
  • dc | 132.164.234.236 (*) | ২০ জুন ২০১৬ ০৪:৫৮81039
  • আরে আমিও তো বাড়ির আশেপাশে, বাজার করতে, বা চট করে কোথাও যেতে স্কুটারে করে যাই (চেন্নাইতে)। সাইকেল নেই, নাহলে সাইকেল চড়েই যেতাম। তাবলে বাড়ি থেকে অফিস সাইকেল করে যাবো নাকি? বা কিছুটা দুরে কোথাও, ফ্যামিলি নিয়ে ট্রাভেল করলে, সাইকেল চড়বো নাকি? মানে সাইকেল বনাম গাড়ি তর্কটাই কিকরে আসছে বুঝছিনা, যেখানে দুটোর ব্যাবহার আলাদা।
  • Musca domestica | 127.194.29.222 (*) | ২০ জুন ২০১৬ ০৫:০০81099
  • সরাসরি কনফ্রন্ট কি একতরফা হয় নাকি? উনি মাছি কাঁঠালপাতা দিয়ে ডন কিহোটে মোডে চলবেন আর আমাদের বেলা আঁটিশুঁটি ফেয়ার প্লে? ব্যোম ভোলা!
  • Arpan | 24.195.225.133 (*) | ২০ জুন ২০১৬ ০৫:০৩81100
  • আগে ভাট পড়ে পরে টই পড়লে ওরকম মনে হতেই পারে।

    কিন্তু টইয়ের বিষয়বস্তু একটু আধটু ট্রিকল ডাউন করে ভাটে যাবেই। ও নিয়ে বেশি বললে মাছিরা বেশি করে গিয়ে ভনভন করবে।
  • Musca domestica | 127.194.29.222 (*) | ২০ জুন ২০১৬ ০৫:০৪81101
  • আর হাউজ ফ্লাই (মানে মাসকা ডোমেস্টিকা) দের আটকানো যায় না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন