এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  আলোচনা  বিবিধ

  • ভারতের নোট এবং ভেতরের গোপন কাহিনী

    দেব আচার্য ( মুল রচনাঃ অনিরুধ শেঠি) লেখকের গ্রাহক হোন
    আলোচনা | বিবিধ | ২৭ নভেম্বর ২০১৬ | ৬৭২০ বার পঠিত
  • ৫০০-১০০০ এর নোট বাতিল কেন ? মোদীর এবং সরকারী যুক্তি - ফেক ভারতীয় কারেন্সির  মাধ্যমে সন্ত্রাসবাদী,ড্রাগ এবং আর্মস স্মাগলারদের মত সরকারবিরোধী কার্যকলাপের অর্থের স্রোত বন্ধ করে দেওয়া । ৭০ বছর ধরে চলে আসা কালো অর্থ ব্যবস্থার মাজা ভেঙ্গে দেওয়া ইত্যাদি । কিন্তু যদি ধরুন আমাদের নূতন নোট ছাপবার দ্বায়িত্ব সরকার এমন এক কোম্পানির ওপর ন্যস্ত করে যাঁদের ভারত সরকার ইতিমধ্যে পাকিস্তানে নকল  ভারতীয় টাকা  ছাপানোর কাজে সহায়তা করবার অপরাধে ব্ল্যাক লিস্টেড করে রেখেছে ? চমকে উঠবেন না ! পড়তে থাকুন, আপনার -আমার বিপদের কথা । 

    ঘটনার সূত্রপাত …… 

    ২০০৯ -২০১০ সালে সি.বি.আই গোপন খবরের ভিত্তিতে ভারত নেপাল সীমান্তে বিভিন্ন ব্যাংকের প্রায় ৭০ টি ব্র্যাঞ্চে আচমকা হানা দিয়ে বিপুল পরিমান ফেক ভারতীয় মুদ্রা উদ্ধার করে এবং এক সংগঠিত র‍্যাকেটের অস্ত্বিত্ব প্রমাণ করে ।পাকিস্তান নেপাল ভারত খোলা বর্ডারের সুবিধা নিয়ে ফেক কারেন্সি ভারতে ঢোকাতো এই খবর থাকলেও  সি বি আই কে এই সমস্ত ব্রাঞ্চের অফিসাররা জানান যে সমস্ত ফেক ভারতীয় টাকা তাঁরা রিজার্ভ ব্যাংক থেকেই পেয়েছেন । খবরের সত্যতা বিষয়ে নিশ্চিত হয়ে সি.বি.আই রিজার্ভ ব্যাংকের ভল্ট রেড করে । অভুতপুর্ব ভাবে ভারতের রিজার্ভ ব্যাংকের ভল্টে বিপুল পরিমান জালি ৫০০-১০০০ এর ভারতীয় টাকা  পাওয়া যায় ।  ঠিক একই ধরনের জালি টাকা  পাকিস্তানের গোয়েন্দা বাহিনী আইএস আই বিভিন্ন রুটে ক্রমাগত ভারতের বাজারে প্রবেশ করিয়ে চলছিল । এখন প্রশ্ন হোল বিপুল পরিমান ফেক ৫০০-১০০০ এর ভারতীয় টাকা রিজার্ভ ব্যাংকের ভল্টে এলো কি করে ? 

    ২০১০ সালের শেষের দিকে কমিটি অফ পাবলিক আন্ডারটেকিং ( COPU) ভারতের অন্যতম সংসদীয় কমিটি স্তম্ভিত হয়ে আবিষ্কার করে যে দেশের অর্থনৈতিক সার্বভৌমতা’র সঙ্গে চূড়ান্ত অবহেলা করে ভারতের সরকার ১ লাখ কোটি টাকার ৫০০-১০০০ টাকার নোট জার্মানি ,আমেরিকা এবং ব্রিটেনের তিনটে কোম্পানিকে আউটসোর্স করে ছাপিয়ে আনছে । যে তিনটে কোম্পানিকে এই টাকা ছাপার অধিকার দেওয়া হয়েছিল তাঁরা যথাক্রমে American Bank Note Company (USA ),Thomas De La Rue (UK) এবং Giesecke and Devrient Consortium (Germany ) । তাঁদের রিপোর্টে  COPU লেখে “India’s currency being printed in three different countries is alarming and during that particular fateful period our entire economic sovereignty was at stake.” The value of the currency notes given for printing was in “all amounting to a sum of Rs 1,00,000 crore.” It was further revealed that

    “2,000 million pieces of 100 rupee denomination and 1,600 million pieces of 500 rupee denomination of notes were outsourced for printing at American Banknote Company(USA) – 635 million pieces, Thomas De La Rue-UK – 1,365 million pieces (100 rupee denomination) and Giesecke and Devrient Consortium (Germany) – 1,600 million pieces (500 rupee denomination).” রিজার্ভ ব্যাংকের ভল্টে বিপুল পরিমান ফেক কারেন্সি ,সংসদীয় কমিটির রিপোর্ট এবং এই মারাত্মক স্ক্যান্ডালের অবশেষে সত্য কি জানবার উদ্দেশ্যে রিজার্ভ ব্যাংক তাঁদের সিনিয়র অফিসার কে De La Rue’র ইউ.কে’র হ্যাম্পশায়ারের ছাপাখানায় পাঠায় । এখন ভারতীয় রিজার্ভ ব্যাংকের সিকিউরিটি পেপার ,নোট ছাপার কাগজের ৯৫% সাপ্লাই করত এই  De La Rue কোম্পানি । De La Rue কোম্পানি’র লাভের এক তৃতীয়াংশ আসত আমাদের দেশের রিজার্ভ ব্যাংক কে নোট ছাপার কাগজ বেচে আর কিছুটা নোট ছেপে । গড়বড় ধরা পড়ে ,প্রমাণ পাওয়া যায় যে হ্যাঁ একই কাগজ পাকিস্তান ফেক ভারতীয় কারেন্সি ছাপাতেও ব্যবহার করছে । De La Rue কোম্পানিকে  তাঁদের বিভিন্ন গুদামে ২০০০ টনের অধিক হাই সিকিউরিটি নোটের কাগজ মজুত থাকা অবস্থায় ভারত সরকার ব্ল্যাক লিস্টেড  করে । De La Rue কোম্পানি’র সিইও James Hussey ( God son of the Queen of England ) রহস্যজনক ভাবে পদত্যাগ করেন । কোম্পানির শেয়ার তলানিতে এসে ঠেকে এবং অন্যতম প্রধান কাস্টমার (RBI) কে হারিয়ে কোম্পানি প্রায় দেউলিয়া অবস্থায় পৌঁছায় । এই সময়ে De La Rue এর প্রতিদ্বন্দ্বী ফরাসী কোম্পানি 'Oberthur’  সমস্ত দেনা সমেত De La Rue কে কিনে নেওয়ার প্রস্তাব ,বিড ইত্যাদি দিলেও De La Rue বিভিন্ন উপায়ে নিজেদের মালিকানা কোনরকমে টিকিয়ে রাখে । 

    ইত্যবসরে ভারতীয় অর্থমন্ত্রকের কোন সিনিয়র অফিসার নিজের নাম গোপন করে ,বিভিন্ন তথ্য সমেত বাকি কোম্পানি গুলির বিরুদ্ধে একই ধরনের কাজের অপরাধের প্রমাণ দিয়ে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের কাছে অভিযোগ পাঠান । এই কোম্পানিগুলি কারা ? ফরাসী সংস্থা  Arjo Wiggins, আমেরিকান সংস্থা Crane AB এবং জার্মানির Louisenthal। ২০১৫ সালে আমাদের সরকার আবিষ্কার করে এর মধ্যে জার্মানির Louisenthal পাকিস্তানকেও ব্যাংক নোটের কাগজ সরবরাহ করে । এই সত্য আবিষ্কারের পরে ২০১৫ সাল থেকে ভারত সরকারকে ব্যাংক নোটের কাগজ সরবরাহকারী হিসাবে জার্মানির Louisenthal নাম বাদ গেছে । 

    কিন্তু এই টাকা ছাপার কোম্পানিগুলি কার ?  কে  ? কোথায় ? এবং কি ভাবেইবা তাঁরা আমাদের হাই ভ্যালু নোট ছাপবার দ্বায়িত্ব পাচ্ছেন -পেয়েছেন ? কিভাবে একটা প্রায় দেউলিয়া এবং ভারত সরকারের কালো তালিকায় থাকা কোম্পানি পুনরায় ভারতের নোট ছাপার বাজারে প্রবেশ করছে ? নূতন ২০০০- ৫০০ টাকার নোট ছাপা নিয়ন্ত্রণ করছে এবং কেন ভারতের আপমর জনতা এই বিপদজনক ভয়ানক তথ্য বিষয়ে সম্পুর্ন অন্ধকারে ?   

      

    টাকার কারিগরদের গোপন দুনিয়া 

    মূলত সারা পৃথিবীর হাই সিকিউরিটি কারেন্সি প্রিন্টিং এবং টাকা ছাপানোর নিত্য নূতন টেকনোলোজির ব্যবসা কতিপয় পশ্চিম ইউরোপিয়ান কোম্পানির কুক্ষিগত । এই মুষ্টিমেয় কতিপয় অতি উচ্চ যোগাযোগ সম্পন্ন ব্যবসায়ী এবং তাঁদের মোডাস অপারেন্ডি বিষয়ে Klaus Bender এর একটি বই আছে Money Makers-The Secret World of Banknote Printing।  এই বই থেকে মোটামুটি এই ইন্ডাস্ট্রি বিষয়ে অনেক কিছু জানা গেলেও মূল সূত্র গোপনীয়তার নেটওয়ার্ক বিষয়ে লেখক সুচতুর ভাবে হয়ত ইচ্ছাকৃত প্রায় কিছুই বলেননি । ১৯৮৩ সালে আমেরিকান লেখক Terry Bloom এই বিষয়ে গবেষণা করে একটি বই লেখেন  “The Brotherhood of Money – The Secret World of Banknote Printers”. আশ্চর্যের কথা এই বইএর সমস্ত কপি  সিধা প্রকাশকের ঘর থেকে ,ছাপাখানা থেকে নোট ছাপানোর কোম্পানির প্রতিনিধিরা কিনে নেয় যাতে বাইরের দুনিয়া তাঁদের গোপনীয়তার নেটওয়ার্ক বিষয়ে বিন্দুবিসর্গ না জানতে পারে । অ্যামাজনে স্টক নেই,কিছু লাইব্রেরিতে পাওয়া যেতে পারে । 

    আমরা যদি কারেন্সি ব্যবসার কথা ধরি তো মোটামুটি তার চারটি মূল স্তম্ভ । যথাক্রমে - হাই সিকিউরিটি কাগজ , হাই সিকিউরিটি ছাপাখানা, বিশেষ ধরনের কালি  এবং অন্তিমে ডিজাইন থেকে পুর্ন নোট হিসাবে ছেপে বিভিন্ন দেশের সরকারকে সরবরাহ । এই চূড়ান্ত গোপনীয় এবং হাই ভ্যালুর ব্যবসা সারা পৃথিবীতে মাত্র ডজন খানেক কোম্পানির মৌরুসিপাট্টা । যেমন Arjo Wiggins, Giesecke & Devrient, Hologram.Industries, Hueck Folien, KBA-Giori S.A., Leonhard Kurz GmbH & Co. KG, Orell Füssli ইত্যাদি এঁদের মধ্যে প্রায় প্রত্যকেই পঞ্চদশ শতাব্দী থেকে ব্যবসা করছে আর আমাদের রাষ্ট্রের কালো তালিকায় থাকা De la Rue  প্রায় দুশো বছরের পুরানো । 

    এখন এই কালো তালিকায় থাকা কোম্পানিটি কে ? De la Rue একদা ব্রিটিশ সাম্রাজ্যের ক্রাউন এজেন্ট ছিল , এমনকি আজকের দিনেও এনারাই ব্যাংক অফ ইংল্যান্ডের ব্যাংক নোট ছাপেন । ক্রাউন এজেন্ট কারা ? যারা স্ট্যাম্প ,কোর্ট পেপার থেকে শুরু করে ব্যাংক নোট পর্যন্ত ছাপত । টেকনিক্যাল ,ইঞ্জিনিয়ারিং এবং অর্থনৈতিক সার্ভিস সরবরাহ করত । বিভিন্ন কলোনির প্রাইভেট ব্যাংকার হিসাবে কাজ করত । সাম্রাজ্যের সেনাবাহিনীকে অস্ত্র সরবরাহ ,অস্ত্র সংগ্রহ থেকে শুরু করে সেনাবাহিনীর মাইনে দেওয়ারও ব্যবস্থা করত -এক কথায় ক্রাউন এজেন্ট পুরো ব্রিটিশ সাম্রাজ্য এবং তার সমস্ত কলোনির নিয়ন্ত্রকের ভূমিকা পালন করত । পরবর্তিতে ১৮৩১ সালে “ Secretary of State for the Colonies” এর অধীনে ক্রাউন এজেন্টদের অফিস স্থাপিত হওয়া শুরু হয় । বিভিন্ন ক্রাউন এজেন্টদের ভূমিকা সংগবদ্ধ করে একটা সংগঠিত রূপ দেওয়া শুরু হয় ।  ভারতের চিরাচরিত অর্থব্যবস্থা ধ্বংস করে ব্রিটিশ সাম্রাজ্যের নিয়ন্ত্রণে আনা শুরু হয় । ভারতের মার্কেট শিল্পবিপ্লবের বিপুল পণ্যে ঢেকে যেতে শুরু করে -সেই নিয়ন্ত্রণের ক্রমাগত প্রয়াস এবং গ্রামীণ ভারতের ক্রমাগত প্রতিরোধে আজও অব্যাহত । 

    ১৮৪৯ সালে প্রথম কলোনি হিসাবে মরিশাসের স্থানীয় সরকারকে রুপি নোট বিতরণের অধিকার দেওয়া হয় ,কিন্তু ১৮৮৪ সাল পর্যন্ত বাকি ব্রিটিশ কলোনিগুলিকে রুপি নোট ছাপবার অধিকার দেওয়া হয়নি । কলোনি গুলি তাঁদের স্থানীয় রুপি নোট সরকার নির্দিষ্ট এজেন্টদের কাছ থেকে সংগ্রহ করত আর এজেন্ট’রা এই রুপি নোট পেত সাম্রাজ্যের ক্রাউন এজেন্ট De la Rue ‘র ছাপাখানা থেকে । ১৯২৮ সালে নাসিকে ভারত সরকার নোট ছাপার প্রথম কারখানা  স্থাপনা করেন ,নাসিক প্রেস চালু হওয়ার আগের দিন পর্যন্ত ভারতের সমস্ত টাকা ছাপত এই “ Thomas De La Rue Giori” কোম্পানি । এমনকি ভারতের স্বাধীনতার ৫০ বছর পরেও ভারতের সমস্ত টাকা ছাপার মেশিন এবং টেকনোলজি সরবরাহকারি কোম্পানি ছিল সেই De La Rue। এই কিছুকাল পুর্বেও ভারতের এবং পৃথিবীর ৯০% টাকা ছাপার ব্যবসার নিয়ন্ত্রণ ছিল এই Thomas De La Rue Giori কোম্পানির হাতে -মালিক সুইজারল্যান্ডের Giori পরিবার । কিন্তু বিংশ শতাব্দীর শেষের দিকে বিজেপি সরকার ( NDA ) ক্ষমতায় থাকবার সময় এমন একটা ঘটনা ঘটল যা পাল্টে দিল অনেক কিছু । 

    ইন্ডিয়ান এয়ারলাইন্স Flight 814 হাইজ্যাক এবং …

    ১৯৯৯ সালের ২৪সে ডিসেম্বর ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ৮১৪ ভারতীয় বায়ুসীমায় প্রবেশ করবার সাথে সাথে কতিপয় অস্ত্রধারী বিমানের দখল নিল । বিভিন্ন বিমানবন্দরে ঘোরাঘুরির অবশেষে বিমান পৌছাল তালিবান নিয়ন্ত্রিত কান্দাহারে । হাইজ্যাক হওয়া এই বিমানে ছিলেন এক সুপার ভি আই পি । এই রহস্যজনক ব্যক্তি পৃথিবীর কারেন্সি প্রিন্টিং বিজনেস এর ৯০% এর নিয়ন্ত্রক Thomas De La Rue Giori কোম্পানির মালিক Roberto Giori । ভারতে ব্যাবসার কাজে আসা Roberto Giori  তার সঙ্গী Cristina Calabresi কে নিয়ে স্বল্পকালীন ছুটিতে কাঠমান্ড গিয়েছিলেন , ফেরার পথে প্লেন হাইজ্যাক ।  সুইজারল্যান্ড এবং ইতালির দ্বৈত নাগরিকত্বের অধিকারী  বছর পঞ্চাশেকের Roberto Giori সুইজারল্যান্ড এবং পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি । কারেন্সি প্রিন্টিং ব্যবসার রাজা এবং অভাবনীয় উচ্চ যোগাযোগের অধিকারি। ওনার মুক্তি এবং চুক্তির জন্য সুইজারল্যান্ড কান্দাহার বিমান বন্দরে এক স্পেশাল এনভয় পাঠায় । যে লোক পৃথিবীর প্রায় সমস্ত দেশের টাকা ছাপে তার যোগাযোগের বহর আন্দাজ করতে পারছেন। পৃথিবীর বিভিন্ন লবি ভারত সরকার কে যে কোন শর্তে Roberto Giori ‘র নিরাপত্তা এবং মুক্তির জন্য অপহরণকারীদের সঙ্গে চুক্তি করবার জন্য চাপ দিতে থাকে । অপহরণের দু দিন পরে ২৬সে ডিসেম্বর সুইজারল্যান্ডের বিদেশ মন্ত্রী Mr. Joseph Deiss আমাদের তৎকালীন বিদেশ মন্ত্রী যশবন্ত সিং এর সাথে দীর্ঘ টেলিফোন আলাপচারিতা করেন । সুইস সরকার Mr. Hans Stalder কে বিশেষ দূত হিসাবে কান্দাহারে পাঠায় ,তিনি প্রতিটি মুহূর্তের গ্রাউন্ড রিপোর্ট পাঠাতে থাকেন এবং বিশ্বের শক্তিশালী লবি কারেন্সি কিং Roberto Giori ‘র মুক্তির দাবীতে দিল্লীকে চাপ দিতে থাকেন । আমরা সকলেই জানি ঘটনার সাতদিন পরে  ভারত সরকার অপহরণকারীদের দাবী মেনে নিয়ে মৌলানা মাসুদ আজহার সমেত তিন সন্ত্রাসবাদীকে মুক্তি দিয়ে এই সমস্যার সমাধান ঘটান কিন্তু যা জানিনা তা হল কত কোটি টাকা ভারত সরকার Roberto Giori ‘র মুক্তিপণ হিসাবে দিয়েছিলেন, অপহরণকারীদের দাবী ছিল ২০০ মিলিওন ডলার  । প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো এইচ কে আদবানী (এল কে আদবানী’র ভাই ) হায়দ্রাবাদ ট্যাঁকশালের আধুনিকীকরণের সময়ে De La Rue’র ভারতীয় এজেন্ট হিসাবে নিযুক্ত ছিলেন আর কান্দাহার কাণ্ডের সময়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন ...........। ভারত সরকার যে মুক্তিপণ দিয়েছিলেন তা বিভিন্ন রাজনৈতিক নেতা এবং গোয়েন্দা বাহিনী পরবর্তিতে উল্লেখ করলেও সকলেই  নিজেদের স্বার্থে চেপে যায় । Roberto Giori  কোন সাধারণ ভি আই পি নন । তিনি এমন একটি কোম্পানির মালিক যার পরিবার বিগত এক শতাব্দী ধরে পৃথিবীর প্রায় ১৫০ দেশের টাকা ছেপে চলেছেন । যে কেন দেশের প্রধানমন্ত্রী তার ঘনিষ্ঠ যোগাযোগের আওতায় এবং প্রায় প্রয়েক দেশেই তার কোম্পানির ইতিহাসের সাথে বিভিন্ন গভীর কালো গোপনীয় সম্পর্ক জড়িত । 

    আপনাদের মনে আছে মুয়াম্মার গদ্দাফিকে গদি থেকে বলপুর্বক হটানোর আগে তার কাছে সেনাবাহিনীকে মাইনে দেওয়ার মত ব্যাংক নোট ছিলোনা । লিবিয়ার ব্যাংক নোট ছাপানোর দ্বায়িত্ব ছিল এই “ Thomas De La Rue Giori” ‘র হাতে । ইচ্ছাকৃত ভাবে পশ্চিমের চক্রান্তে সেই নোট ডেলিভারি দিতে Roberto Giori দেরী করেন । সময়ে মাইনে না পাওয়ায় গদ্দাফির বিরুদ্ধে সেনাবাহিনীর নীচের তলায় আস্থার অভাব ঘটে বাকি আপনারা জানেন । সোভিয়েত রাশিয়া ভেঙ্গে যাওয়ার পরে রাতারাতি যখন বিভিন্ন দেশ গজিয়ে ওঠে তাঁদের পাসপোর্ট এবং ব্যাংক নোট ছাপানোর লোভনীয় চুক্তি হাতাতে থাকে De La Rue। রাশিয়া কে না জানিয়ে এইরকমই এক গোপনীয় চুক্তি স্বাক্ষর হয় চেচনিয়া এবং De La Rue এর মধ্যে । বিপুল গোপন লেনদেনের মাধ্যমে চেচনিয়ার পাসপোর্ট এবং ব্যাংক নোট ছাপানোর দ্বায়িত্ব নেয় এই De La Rue কোম্পানি । কিন্তু Roberto Giori কেজিবি কে এই গোপনীয় চুক্তির বিষয়ে খবর দেন । চেচনিয়ার পক্ষে চুক্তি ফাইনাল করতে পৌঁছান Ruslan এবং Nazerbeg Utsiev । দুজনেই কেজিবির পাঠানো আততায়ীর হাতে মারা যান । ডিলের মৃত্যু ঘটে কিন্তু ডিলের টাকার কি হোল সে প্রশ্ন করবার কেউ ছিলনা । 

    ২০১০ সাল পর্যন্ত বেশ ভালোই চলছিল । কিন্তু নেপাল ভারত সীমান্তের বিভিন্ন ব্যাংকে সিবিআই রেড । কেঁচো খুঁড়তে গিয়ে রিজার্ভ ব্যাংকের ভল্টে ফেক কারেন্সি । পার্লামেন্ট কমিটির অনুসন্ধান । রিজার্ভ ব্যাংকের উচ্চ পর্যায়ের অধিকারীদের De La Rue এর ইংল্যান্ডের নোট ছাপার কারখানা পরিদর্শন এবং বিরুদ্ধ তথ্য প্রমাণ এতোই জোরালো ছিল যে ভারত সরকার তার ৯৫ % টাকার হাই সিকিউরিটি কাগজ সরবরাহকারীকে কালো তালিকাভুক্ত করতে বাধ্য হয় । রিজার্ভ ব্যাংকের বিপুল অর্ডার হারিয়ে “ Thomas De La Rue Giori” প্রায় দেউলিয়া অবস্থায় পৌঁছায় । আর বর্তমানে এই প্রায় দেউলিয়া ,পাকিস্তান কে ভারতের কারেন্সি নোটের কাগজ সরবরাহের অভিযোগে কালো তালিকা ভুক্ত  De La Rue ভারতের নূতন ৫০০- ২০০০ টাকার নোট ছাপার অধিকারী । কিন্তু কেন ? কার  স্বার্থে ?

     Economic Times,এর বর্তমান এক  রিপোর্ট অনুযায়ী ঃ-

    [The notes]were largely printed at Mysuru under utmost secrecy while the paper note on which the printing was done came from Italy, Germany and London.

    The printing, according to officials, began in August-September and nearly 480 million notes of Rs 2,000 denomination and an equal number of Rs 500 denomination were printed. The printing facility at Bharatiya Reserve Bank Note Mudran Private Ltd. (BRBNMPL) in Mysuru under Reserve Bank of India was set up with the De La Rue Giori, now KBA Giori, Switzerland. । 

    আমরা যদি BRBNMPL এর ওয়েবসাইট দেখি তো দেখবো “ Both the presses have installed the latest "state of the art" Technology in bank note printing. The machinery at Mysore Site has been supplied by M/s. De La Rue Giori, now KBA Giori, Switzerland” এখন একটি প্রায় দেউলিয়া  কালো তালিকাভুক্ত কোম্পানির মেশিন ভারতের হাই ভ্যালু কারেন্সি ছাপতে ব্যবহার করা হবে কেন ? 

    অন্যদিকে The Hindu’র প্রতিবেদন অনুযায়ী ঃ- 

     India imports bank note papers from European companies like Louisenthal in Germany, De la Rue in United Kingdom, Crane in Sweden and Arjo Wiggins in France and Netherlands.India had blacklisted two European firms in 2014 amid reports by security agencies that the security features, which come embossed on bank note paper, were compromised and given away to Pakistan.But the ban was lifted and the companies were removed from the blacklist. Why? Here is the reason given for the lifting of the ban.

     “These companies are in the business for 150 years? they will not hamper their trade by passing on information of one country to another. Some of these firms even print currency notes for smaller countries. After the investigations, it was found that the two firms had not compromised the security features and the ban was lifted,” said the official. অর্থাৎ এই সমস্ত কোম্পানির দীর্ঘ অভিজ্ঞতা আছে তাই কালো তালিকা ভুক্তি তুলে নেওয়া হল । কিন্তু সত্য কি ? 

     আপনেরা অনেকেই পানামা পেপার বিষয়ে শুনেছেন ।  সেই পানামা পেপার উদ্ধৃত করে ইন্ডিয়ান এক্সপ্রেস লিখছে  De la Rue paid out a 15% commission to a New Delhi businessmen to secure contracts from Reserve Bank of India.(ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এপ্রিল ০৭ .২০১৬ ) আরও প্রকাশিত  De la Rue paid £40m in settlement to the RBI ( প্রিন্ট উইক এ প্রকাশিত ২৮সে এপ্রিল ২০১৬ ) সুতরাং বুঝতেই পারছেন ঠিক কি রাস্তায় একটি ব্ল্যাকলিস্টেড কোম্পানি মোদীর সন্ত্রাসবাদি কার্যকলাপ রুদ্ধ করে দেওয়ার সব থেকে গুরুত্বপুর্ন কাজ ভারতের কারেন্সি ছাপানোর কাজে যুক্ত হতে পারে ? শুধু তাই নয় এই বিশ্বকুখ্যাত কোম্পানিটি বিজেপির সহায়তায় মেক ইন ইন্ডিয়া কে সামনে রেখে মধ্যপ্রদেশে টাকা ছাপানোর হাই সিকিউরিটি পেপার মিল এবং রিসার্চ সেন্টার স্থাপন করবার প্রস্তুতি নিচ্ছে । বিজেপি একদা এই কোম্পানির মালিক কে কান্দাহার থেকে ছাড়ানোর জন্য বিপুল পরিমান অর্থ গোপনে বিনিময় করেছে ,আমাদের পুর্বতন স্বরাষ্ট্র মন্ত্রীর ভাই এই কোম্পানি যাতে হায়দ্রাবাদ ট্যাঁকশালের চুক্তি পায় তার জন্য ভারতীয় এজেন্ট হিসাবে কাহ করেছে , বাকি আরও কি কি করেছে অজানা। 

     ২০১০ সালে পাকিস্তান কে ফেক কারেন্সি ছাপানোর কাগজ সরবরাহের অভিযোগে যে কোম্পানিকে কালো তালিকা ভুক্ত করা হয়েছিল সেই ব্ল্যাক লিস্টেড কোম্পানিকে সরকার আমাদের উচ্চ মূল্যের টাকা ছাপানোর দ্বায়িত্ব দিচ্ছে । যেই কোম্পানি রিজার্ভ ব্যাংক দ্বারা কালো তালিকাভুক্ত হওয়ার সাথে সাথে প্রায় দেউলিয়া হওয়ার পথে পৌঁছেছিল ,ভারতে পুনরায় টাকা ছাপার গেমে অংশীদার হওয়ার খবরে গত ৬ মাসে De la Rue তার শেয়ার ৩৪% এর অধিক  বৃদ্ধি পেয়েছে । 

    যে কোম্পানি ,কালো তালিকাভুক্ত , একদা কলোনিয়াল ক্রাউন এজেন্ট হিসাবে ভারতের গ্রামীণ অর্থনীতি ধ্বংস করার পরিকল্পনা রচেছে ,পাকিস্তান কে জালি ভারতীয় টাকা ছাপানোর কাগজ থেকে টেকনোলোজি সরবরাহ করেছে সেই কোম্পানিকে জাতীয় আর্থিক নিরাপত্তার অতি গুরুত্বপুর্ন কাজে সরকার কেন কাজে লাগাচ্ছে । কার এবং কি স্বার্থ ? প্রশ্ন করুন।


    মূল রচনাঃ

    লেখাটি মূলতঃ অনিরুধ শেঠি ব্লগের ভিত্তিতে রচিত । (http://www.anirudhsethireport.com/secret-world-indian-currency-printers/)

     সূত্রসমূহ ঃ

    ইণ্ডিয়ান এক্সপ্রেস - 07.4.2016। প্রিন্ট উইক 28.04.2016 । হিন্দু 12.11.2016 । ইকনোমিক টাইমস 11.11.2016 । The fake money saga এপ্রিল ৪ ,২০১১ দা আফটারনুন,  House panel pulls up govt for outsourcing printing of currency notes টাইমস অফ ইন্ডিয়া মে ১ , ২০১০ । RBI official to visit bank note supplier's plant in UK আগস্ট ১৭ ২০১০ জি নিউজ । CVC takes up complaint blaming many suppliers ইন্ডিয়ান এক্সপ্রেস জানুয়ারি ১৯ ২০১২ । De La Rue excluded from new India contracts - রয়টার জানুয়ারি ৫ ২০১১ ।  Who Was That Special Passenger?  টাইম  জানুয়ারি  ১৭ , ২০০০  ইত্যাদি । 

     

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • আলোচনা | ২৭ নভেম্বর ২০১৬ | ৬৭২০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দ্রি | 45.0.127.52 (*) | ২৭ নভেম্বর ২০১৬ ০৮:১২80777
  • এই লেখা ইংরিজিতে? আছে তো।

    http://www.zerohedge.com/news/2016-11-15/secret-world-indian-currency-printers

    টুকটাক রেফারেন্স এই লেখাতেই পাবেন। মানে কিছু খবরের সোর্স। এছাড়া দুটো বইয়ের রেফারেন্স আছে।
  • দ্রি | 159.202.98.160 (*) | ২৭ নভেম্বর ২০১৬ ০৮:১২80778
  • এই লেখা ইংরিজিতে? আছে তো।

    http://www.zerohedge.com/news/2016-11-15/secret-world-indian-currency-printers

    টুকটাক রেফারেন্স এই লেখাতেই পাবেন। মানে কিছু খবরের সোর্স। এছাড়া দুটো বইয়ের রেফারেন্স আছে।
  • ছোটোলোক | 198.155.168.109 (*) | ২৭ নভেম্বর ২০১৬ ০৯:৪৯80779
  • ইংরিজি লেখাটার তলায় যে কমেন্টগুলো আছে সেগুলো বাঁধিয়ে রাখার মত।
  • h | 52.110.133.18 (*) | ২৭ নভেম্বর ২০১৬ ১২:১৯80780
  • সম্প্রতি সবরঙ্গ ইন্ডিয়া র সাইটেও এরকম পোস্ট দেখেছি তবে সেটায় আর বি আই এর কিছু কমিউনিকের উল্লেখ ও ছিলো। এটা যদি ষড়যন্ত্র নাও হয় কলোসাল স্টুপিডিটি তো বটেই। ঊল যে যুক্তি টা নিরাপত্তা র অভাব নোটে তো তার আরো প্গোরেনসিকেভিডেন্স লাগবে, সময় সাপেক্ষ, আর নাম পরিবর্তন কোঙ্গ যেটা সেটাতেও আরো কোম্পনী রেগিস্ট্রি র এভিডেন্স কিছু আসা অবদি অপেক্ষা করতে হতে পারে, তবে সুপ্রেমে কোর্টে কেস টার অ্যাম্বিট কদ্দূর হয় সেটা দেখা যাক।
  • h | 52.110.133.18 (*) | ২৭ নভেম্বর ২০১৬ ১২:২০80781
  • মূল
  • h | 52.110.133.18 (*) | ২৭ নভেম্বর ২০১৬ ১২:২১80782
  • ফোরেনসিক
  • h | 212.142.75.57 (*) | ২৮ নভেম্বর ২০১৬ ০১:১১80808
  • I am sorry about the horrible typing last night, the fingers and the phone seem to have minds of their own. I did not mean to be careless or disrespectful. here's what I want to say.
    the business of currency and general secured printing seems to be over verticalised, like businesses of credit cards and forex trading for example mainly it seems for reasons of technology. I was wondering if indeed that is the case, and if it is, then it must be commonplace for governments of the world to get stuff done in this area by these companies, so is this particular organisation unique in any way, apart from their alleged relationship with the BJP? Need some stories about the other companies in the same business and also if possible, the rules/regulations/protocols of trade in this business, as it sounds like commonplace for various countries to be dependent on them.
    The other thing is there are two main accusations, one is getting the currency printed offshore, or getting technology and consumables from abroad. now this article seems to claim both are illegal and the quote from the parliamentary committee is used to that effect, so my question was, is it possible to know what exactly is the legal position for RBI and GOI/MOF and whether it is formally illegal to get both or whether there has been any dilusion of rules over the years, since independence lets say or is it just a case of increasing gap between technology and what is available in India.
  • দেবব্রত | 57.15.191.163 (*) | ২৮ নভেম্বর ২০১৬ ০১:৩৮80817
  • ডে লা রু কাহিনী ঃ-
    New Delhi, Nov. 20: After demonetising Rs 500 and Rs 1,000 notes, the government plans to circulate plastic or semi-plastic Rs 10 notes in place of the paper ones.
    The secretive Bharatiya Reserve Bank Note Mudra Private Limited, a wholly owned subsidiary of the RBI, that prints notes has selected four entities - UK-based De La Rue, Australia's Innovia, Munich-based Giesecke & Devrient and Swiss company Landquart - to supply three kinds of plastic notes…………………………………………….
    The initial tender for pre-qualification issued to half a dozen global companies was brought out in April this year. The four companies were shortlisted after being cleared by the country's security agencies.
    De La Rue already supplies paper notes to India but has been rattled by the controversy over the recent Panama leaks. It has recently been contracted to supply polymer note making technology to China and plans to make pure polymer notes for India too. Plastic Rs 10 to lift cash misery http://www.telegraphindia.com/1161121/jsp/business/story_120411.jsp#.WDw0RGIR0Re.twitter
  • h | 212.142.75.57 (*) | ২৮ নভেম্বর ২০১৬ ০১:৪৬80809
  • now let me come to the other issues I had with this article. the alleged connection between BJP, kandahar hijacking and the current fiasco for me seems to point to an issue that is by far more destabililsing and worrying for citizens of india, that is the alleged/implied criminal involvement of RBI and GOI/MOF staffers in this over the years. was that the intent of the article, it is fine if it is, then we just need to understand more clearly, the role of governments/government agencies in between in order to find out if there were any actions taken to unearth this clearly criminal activities.
    the point is, the biggest accusation against the government until now since november 8th has been its systemic taking over of operations of the RBI, undermining its independence, but here what is being suggested that, the findings of investigations in 2010, seems to find out criminal actions within the rbi, now , now that is serious, we need to find out more. if it is found congress/UPA govt never bothered to press the case simply because it found it could worsen confidence in RBI, then I would like to know if the author of this article find this omission prudent or criminal?
    the other thing is, yes, many financial institutions in the world have tainted past. for example, natwest was thought to be involved in slavery trade so even before it was part of the Royal bank of scotland group, and RBS needed GBP 24billion in help from government during 2008 or being involved in libor trading scandal later, it was a tainted organisation, now at least it can be said, libor trading practices had nothing to do with involvement in slavery financing through bristol port. my point remains, that historical taints in many organisation may or may not have to do with current corrupt practices in an organisation. now there is one thing I will concede, it is bit sad for former colonies like us or kenya. for reasons of cultural familiarity and old connections, we tend to depend on british organisations for various things which we do not need to. I am sure one remembers the case of didi trying to speak to the dubious prince andrew i order to bring business to bengal, this guy was the same guy who was involved in arms trade and a coup in central africa apparently. typically governments and their self styled agents find it difficult to reach the posh boys of investment management in modern world and they end up having connections of these organisations or individuals. need to understand if the current government is completely in this trap just in order to do something bright and different than UPA governments of the past just by switiching currency technology or consumables vendor, as it is common to switch vendors when regimes change.
    finally, I guess there may be an arguement in modi trying to bring the currency printing in india, he can sell this as a step towards more governmental control, but then we need to understand what is exactly permissible and what is not and what is the extent of external dependence and we need to find out if outsourcing within shores is permissible by current law or will it need further dilusion of rules.
    overall I guess we need more evidence in linking all incidents here. Rahul Gandhi made one rare good point on the day when the dharna of the members was going on outside the parliament , that there seems to be a 'scam' behind this announcement, and he said he supported the case for JPC. My point is, unless the ambit of the supreme court case is increased or unless the case for JPC or a parliamentary investigation is strengthened, these accusations will remain claims, as all of following is not clear, even beyond colossal stupidity in terms of economics,
    a- does the rbi or the government have legal power to control rightful claim of withdrawals of one's own money.
    b- what exactly is legally permissible in terms of outsourcing in currency printing by current law or have we had any dilusion in the recent past.
    integrity of RBI is by far a more complex and critical issue than involvement of BJP in all of this.
  • h | 212.142.75.57 (*) | ২৮ নভেম্বর ২০১৬ ০১:৫১80810
  • personally, I am curious if dri sees all of this as an attempt to privatise the RBI, like say the federal reserve by changing its charter.
  • lcm | 83.162.22.190 (*) | ২৮ নভেম্বর ২০১৬ ০২:৪৬80811
  • The USA Federal Reserve is not exactly a private enterprise, nor a public one. It is kind of a hybrid.

    Structure

    Congress set up the Federal Reserve System to make it autonomous and to isolate it from day-to-day political pressures. For example, the members of the Board of Governors are appointed to serve 14-year terms that do not coincide with presidential terms. Key components of the Federal Reserve System are:

    1) The Board of Governors—Located in Washington, D.C., Board members are appointed by the U.S. President and confirmed by the U.S. Senate. Board members and staff are civil service employees.

    2) The 12 regional Reserve Banks—Located around the country, the 12 Federal Reserve Banks are chartered as private corporations. Employees are not civil service.

    3) The Federal Open Market Committee (FOMC)—Composed of the Federal Reserve Governors and the Federal Reserve Bank presidents, the FOMC is charged with conducting monetary policy.

    The 12 Federal Reserve Banks operate like other businesses; each has its own board of directors that selects the Reserve Bank president and first vice president, with approval from the Board of Governors. Each Branch of a Reserve Bank has its own board of directors. A majority of these directors are appointed by the Branch’s Reserve Bank; the others are appointed by the Board of Governors.

    Boards of directors of the Reserve Banks and their Branches provide the Federal Reserve System with a wealth of information on economic conditions in every corner of the nation. The information, along with other sources, is used by the FOMC and the Board of Governors when reaching decisions about monetary policy.
  • h | 213.132.214.84 (*) | ২৮ নভেম্বর ২০১৬ ০২:৫৯80818
  • তাইলে চায়নার কাউকেও পয়সা খাইয়েছে, এই যা স্বান্তনা ঃ-))))
  • দ্রি | 105.85.10.71 (*) | ২৮ নভেম্বর ২০১৬ ০৩:৩৬80819
  • "I was wondering if indeed that is the case, and if it is, then it must be commonplace for governments of the world to get stuff done in this area by these companies, so is this particular organisation unique in any way, apart from their alleged relationship with the BJP? ...
    The other thing is there are two main accusations, one is getting the currency printed offshore, or getting technology and consumables from abroad. now this article seems to claim both are illegal and the quote from the parliamentary committee is used to that effect, so my question was, is it possible to know what exactly is the legal position for RBI and GOI/MOF..."

    হ্যাঁ, মার্কেটপ্লেস মনোপলিস্টিক (অল্প কিছু কম্পিটিটার)। দে লা র‌্যু অন্যদের থেকে ভীষণ কিছু আলাদা কিনা সেটা ইনভেস্টিগেট করা একটা খুব বড় আন্ডারটেকিং। এবং এই কনটেকস্টে একেবারেই আননেসেসারি। রেলিভ্যান্ট হল, দে লা র‌্যু ফেক কারেন্সি আরবিআইকে প্রোভাইড করেছে কিনা। একাজ আরবিআইএর জ্ঞানত হয়েছে কিনা। গভর্মেন্টের সজ্ঞানে হয়েছে কিনা। দে লা র‌্যুকে এই কন্ট্র্যাক্ট দেওয়ার প্রোসেস্নিয়ম মাফিক এবং ক্লীন ছিল কিনা। ঘুষ ইনভলভড ছিল কিনা। এইসব।

    লীগাল ব্যাপার ল এক্সপার্ট বলুক। জাস্ট আউটসোর্সিং করতে পারার লীগাল অধিকার থাকাই উচিত। কিন্তু লীগালিটিই সব নয়। আর বি আই অ্যাক্টের প্রিঅ্যাম্বলে বলা আছে,

    "Whereas it is expedient to constitute a Reserve Bank for India to regulate the issue of Bank notes and the keeping of reserves with a view to securing monetary stability in India and generally to operate the currency any credit system of the country to its advantage;"

    ভারতের মনিটারী স্টেবিলিটি বিঘ্নিত হবে এমন কিছু করা আরবিআইয়ের পক্ষে অনুচিত। আমেরিকার ফরচুন ৫০০ কোম্পানীরা যখন ট্যাক্স ফাঁকি দেয়, সেটা লীগালিই দেয়। সিচুয়েশানভিত্তিক নৈতিকতা আর লেটার অফ দা ল সবসময় ম্যাচ করে না।
  • দ্রি | 105.85.10.71 (*) | ২৮ নভেম্বর ২০১৬ ০৩:৪৫80820
  • আমার মনে হয়, অনুবাদে গল্পের একটা ছোট্ট কিন্তু ক্রুশিয়াল পার্ট বাদ চলে গেছে। সেটা এইটা।

    In order to understand the origin of counterfeits we need to first understand the racket as it has been running in UP and Bihar. Actually ISI produced counterfeits were nabbed on the Nepal border and were produced in courts. The lawyers arguing the case naively, were ignorant of the deep roots of this racket and asked the court to first ascertain the veracity of the allegation that they were counterfeit. It was argued so only to buy time and nothing else. But matters turned gruesome when the Indian labs turned back the notes saying that they were real. Now the baffled CBI thought that if they were real how and
    why they were being sold for half the price or amount of their denomination. Actually, the counterfeits have been printed so very close to the genuine that it was impossible for the Indian labs to discriminate.

    This is another reason to get more worried. The CBI sent the notes to labs in Japan and Hong Kong. They also returned the same answer. Thereafter they were sent to America for testing. It was here that the lab discovered that they were counterfeit. The lab told that so striking were the similarities with the genuine that it was nearly impossible to tell the difference and the dissimilarities were also injected on purpose only. It could be the work of some state of the art international company dealing with printing currency. The lab also told the CBI how to differentiate the counterfeit from the genuine. Actually only
    a small path on the notes has been altered. It was this information that triggered the CBI raids on the banks bordering Nepal. Now coming to the question as to how these ISI proffered notes landed in the RBI.

    Experts are of the opinion that Indian currency notes are printed in such a way which cannot be faked easily and that Pakistan does not have the technology to support such counterfeiting. This means that currency notes of ISI and RBI have the same source. This can mean only two things, that either some officials of RBI are complicit in this conspiracy or that our entire economy has been hijacked by international mafia.

    http://www.afternoondc.in/nation/the-fake-money-saga/article_21556

    এটা যদি সত্যি হয়, তবে নিম্নলিখিত সিনারিওর প্রোব্যাবিলিটি খুব হাই। দে লা র‌্যু নিজেই আসল নোটের সাথে একটা ফ্র্যাকশান জাল নোট মিক্স করে দিত। এর পিঠে যেকথা আসে সেটা হল এই কথা আরবিআই বা গভর্মেন্টের কেউ জানে কিনা।
  • দেবব্রত | 212.142.91.84 (*) | ২৮ নভেম্বর ২০১৬ ০৪:১০80821
  • নোট আউটসোর্স কেন করা হয়েছিল ,সেই বিষয়ে সরকারী জবাব পার্লামেন্ট কমিটিকে সন্তুষ্ট করতে পারেনি । রেকোমেন্ডেসন ১৪ পড়ুন :-

    Recommendation Sl. No. 14 Outsourcing of Printing of Currency নোটস

    The Committee is aghast to note that the RBI had outsourced the printing of notes to three foreign countries in the year 1997-98. The Committee was informed that 2000 million pieces of 100 rupee denomination and 1600 million pieces of 500 Rupee denomination of notes were outsourced for printing at (i) American Banknote Company (USA) – 635 million pieces; (ii) Thomas De La Rue, UK – 1365 million pieces (100 rupee denomination), and Giesecke & Devrient Consortium (Germany) – 1600 million pieces (500 rupee denomination), amounting to a sum of Rs. One lakh crores. On further inquiry the Committee was also given to understand that such outsourcing of the printing of notes was not done either prior to 1996 or after that. The reasons such as (a) the bad conditions of the notes and (b) the ‘soilage’ factor etc. mentioned by টি representatives of the RBI are far from convincing. The RBI system of a assessment with respect to the demands of the bank notes in the country has been off the mark resulting in a gap between the demand and supply of bank notes, but this is a factor that was constant prior to and after 1996. The Committee rejects the reasons that have been forwarded for this extraordinary decision which is unprecedented.

    The Committee also find it pertinent to point out that during printing of currency notes worth 1 lakh crores in three different countries, there was always a grave risk of unauthorized printing of excess currency notes, which would have been unaccounted money. The Committee simply wonder how come a decision was taken to have the currency notes printed by above mentioned companies in three different countries. Logically speaking since all the said three countries are well developed, each country certainly had the capability of undertaking the entire printing assignment. In any case the very thought of India’s currency being printed in three different countries is alarming to say the least. During that particular fateful period our entire economic sovereignty was at stake.

    The Committee is concerned of the grave implications of such a move as it has wider ramifications in a multi faceted angle. The danger of destabilizing the economy by the agencies of authorities who could have misused our security parameters vis-à-vis printing of currency notes, the use of such notes which could have been printed in excess could easily have fallen in the hands of unscrupulous elements such as terrorists, extremists and other economic offenders, looms large in our minds. The Committee expresses its strong resentment over such an unprecedented, unconventional and uncalled for measure. The Committee while recommending that SPMCIL be strengthened to undertake the printing and minting of the required currency notes/coins fervently emphasise that outsourcing of printing of currency notes/minting coins should never be resorted to in the future.”
    http://164.100.47.134/lsscommittee/Public%20Undertakings/15_Public%20Undertakings_19.pdf
  • দ্রি | 188.17.171.43 (*) | ২৮ নভেম্বর ২০১৬ ০৪:১২80822
  • "for example, natwest was thought to be involved in slavery trade so even before it was part of the Royal bank of scotland group, and RBS needed GBP 24billion in help from government during 2008 or being involved in libor trading scandal later, it was a tainted organisation, now at least it can be said, libor trading practices had nothing to do with involvement in slavery financing through bristol port. my point remains, that historical taints in many organisation may or may not have to do with current corrupt practices in an organisation."

    রিপিটিং প্যাটার্ন অফ মিসডীডস টেলস আ স্টোরি। আর সেটা আমি জানতে চাইব। তাই আরবিএস, কিংবা এইচেসবিসি (যারা ছিল হংকংএ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর ওপিয়াম ট্রেডের ক্লিয়ারিং হাউস, অধুনা লাইবর স্ক্যান্ডাল, মেক্সিকান ড্রাগ ট্রেডের ক্লিয়ারিং হাউস ইত্যাদি) এদের মর্নিং শোজ দা ডে। নেক্সট ফাইনান্সিয়াল কেলেঙ্কারীতে এরা থাকবে এটা খুব সেফ বেট।

    পাস্ট আর প্রেজেন্ট কেলেঙ্কারীতে ডাইরেক্ট যোগ না থাকতেই পারে। সে মানে ইরাক আক্রমণ আর লিবিয়া আক্রমণেই বা কতটুকু যোগ আছে?
  • দ্রি | 95.248.227.163 (*) | ২৮ নভেম্বর ২০১৬ ০৪:৫৮80823
  • ছোট্ট নোটঃ মূল রচনাটা সম্ভবত গ্রেটগেমইন্ডিয়ার শেলি কাসলির,

    http://greatgameindia.com/secret-world-indian-currency-printers-de-la-rue/#disqus_thread

    অনিরুধ শেঠির নয়। লেখক/সম্পাদক একবার চেক করুন তো।
  • h | 52.110.129.95 (*) | ২৮ নভেম্বর ২০১৬ ০৫:২২80812
  • বাই দ্য ওয়ে একটু ক্লিয়ারলি বলে দেইঃ
    -ইঙ্গ্রেজি তে লিখেছি বিদেশে এক সময় থেকে চি এটা দেখাতে চাই বলে,
    লিখেছি ক্লায়েন্ট বা কাজেই বলে, আর সন্ক্ষেপে বললাম না কারণ বলতে পারি না বলে আর আর বি আই, মিনিস্ট্রি অফ ফাইনান্স এরা কেউ মহিলা নয় বলে মহিলাদের কথা লিখতে পারিনি। নিজ গুণে নোট করে নেবেন;-) ডিঃ মঃ।
  • h | 52.110.129.95 (*) | ২৮ নভেম্বর ২০১৬ ০৫:২৩80813
  • *ক্লায়েন্ট বা কাজ নেই বলে
  • h | 52.110.129.95 (*) | ২৮ নভেম্বর ২০১৬ ০৮:৫৪80816
  • শোন না, অ্যালেগেশন দিয়ে কি হবে আইনটা র রেফারেন্স দে না যেটাতে বলা আছে আর বি আই নোট প্রিন্টিঙ্গ এ কি করতে পারবে ন।
  • দেবব্রত | 212.142.91.84 (*) | ২৯ নভেম্বর ২০১৬ ০১:১০80824
  • অনিরুধ শেঠি /গ্রেটগেমইন্ডিয়া হুবহু এক - তবে যেই আসল লেখা লিখুন তাঁরা লেখার কাঠামো এবং সাম্প্রতিক ঘটনা বাদ দিলে লেখাটি নিয়েছেন ২০১৩ সালে idp.world এ প্রকাশিত " The labyrinth of fake currency " এই শিরোনামে প্রকাশিত লেখা থেকে ( হ্যাঁ ঋণ স্বীকার ছাড়াই ) ২০১৩ সালে প্রকাশিত সেই লেখা থেকে “ Can Pakistan actually print fake Indian currency? It can’t, unless supplied with inks, printing machines and security paper by government regulated companies. Then how it is happening?

    Curiously, the story of first attempt to reveal international conspiracy of faking notes was published in 1983 by an American author, Terry Bloom, (The Brotherhood of Money: The Secret World of Banknote Printers). Shocking as it is, the entire edition of that book was bought up straight from the printing presses by two prominent representatives of the industry to prevent the public from getting an inside view of the business. Bloom’s book is impossible to find today.

    Most of the twelve established companies in currency printing business operate from the EU. The four major segments are: paper (Arjo Wiggins, Crane & Co.etc.), printing presses (KBA-Giori S.A), note accessories like the security thread, holograms, etc. (Giesecke & Devrient) and lastly inks (e.g. SICPA). Then there are integrators (like Orell Füssli, etc.) who provide total, end-to-end currency printing services.

    Something of our interest may be said about the person/company in the business of currency printing at No. 2 above, viz. KBA-Giori. One day in 1997, a gentleman called up a courier office in Hyderabad (India) and introduced himself as H.K Advani (brother of LK Advani). He was (supposed) to be representing the Swiss company De La Rue (before it was merged to become KBA Giori). He was checking with the status of a quotation from De La Rue for the Hyderabad Mint modernization.

    In 1997, one of India’s non-British mints, the Hyderabad Mint was moved from the old premises to a new complex. Tenders were floated for equipment for the modernization of this mint. Some two years later, on 24th December, 1999 Kashmiri terrorists hijacked IC 814 originating in Kathmandu. It was brought to Kandahar in Taliban Afghanistan. Terrorists demanded US$200 million. মিল পাচ্ছেন ? ২০১৩ সালে লেখাটার লিংক ঃ-

    http://idp.world-citizenship.org/wp-archive/1109
  • h | 213.132.214.83 (*) | ২৯ নভেম্বর ২০১৬ ০৮:০৫80825
  • Comment from দ্রি on 28 November 2016 21:42:43 IST 188.17.171.43 (*) #

    "রিপিটিং প্যাটার্ন অফ মিসডীডস টেলস আ স্টোরি। আর সেটা আমি জানতে চাইব। তাই আরবিএস, কিংবা এইচেসবিসি (যারা ছিল হংকংএ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর ওপিয়াম ট্রেডের ক্লিয়ারিং হাউস, অধুনা লাইবর স্ক্যান্ডাল, মেক্সিকান ড্রাগ ট্রেডের ক্লিয়ারিং হাউস ইত্যাদি) এদের মর্নিং শোজ দা ডে। নেক্সট ফাইনান্সিয়াল কেলেঙ্কারীতে এরা থাকবে এটা খুব সেফ বেট।

    পাস্ট আর প্রেজেন্ট কেলেঙ্কারীতে ডাইরেক্ট যোগ না থাকতেই পারে। সে মানে ইরাক আক্রমণ আর লিবিয়া আক্রমণেই বা কতটুকু যোগ আছে?"

    =====

    ইরাক আক্রমণ আর লিবিয়া আক্রমণ এর মধ্যে যোগাযোগ খুব ই ঘোরতর, এটা কি ডেলিবারেটলি বললেন, মানে খেয়াল করিনি ভেবে নাকি যে কোনো ঐতিহাসিক ঘটনার মধ্যে যোগাযোগ স্থাপন করা উচিত ভেবে নাকি একটা বিজনেস অর্গানাইজেশন, বিশেষত ব্যাংক এর ক্ষেত্রে এই যোগাযোগ সবসময়েই প্রযোজ্য এটা প্রমাণ করার জন্য?

    আমার কোন থিয়োরী নেই এই বিষয়ে, কারণ ফাইনান্শিয়াল লেজিসলেশন শুধু না, যে কোনো লেগিসলেশন ই ইন্সিডেন্ট ভিত্তিক, রিপিট অফেন্স এর স্থান ফৌজদারী মাললায় যত আছে, কোম্পানী অ্যাফেয়ার্স আইনে অত নেই। এবার কেন নেই সেটা জুরিস্প্রুডেন্সের সমস্যা। মানে বার্কলেস বা আর বি এস, বা জে পি এম সি, ১৯৯১ এর পর থেকে যতবার বড় বড় ফাইন দিয়েছে, তাতে রিপিট অফেন্স এর বিষয় টি থাকলে , এদ্দিনে তাদের ব্যাংক ভেঙ্গে দেওয়া উচিত এবং বেসিকালি তুলে দেওয়া উচিত, এবং একই অফিসিয়াল কে নতুন ব্যাং শুরু করতে দেওয়া উচিত না, কিন্তু কর্পোরেট অ্যাফেয়ার্স আইন এভাবে নেই, প্লাস , বিশ্বজুড়ে এক আইন নেই, তার কিছু সুবিধে কিছু অসুবিধে আছে, অসুবিধের সংখ্যা কম নয়, সেটা সিংগল কারেন্সি প্রচেষ্টা সম্পর্কে অবহিত আপনাকে আমার বোঝাতে যাওয়ার প্রয়োজন নেই।

    প্রথমতঃ অনেক কাছাকাছি সময়, দ্বিতীয়ত ইরাক তোমার হলে, লিবিয়া আমার গোছের আমেরিকা ব্রিটেনের মধ্যে ভাগ, দ্বিতীয়তঃ ব্লেয়ারের আমলেই এটার লিবিয়ার ছকের শুরু। কিন্তু কতগুলো পার্থক্য ও আছে, আনলাইক সাদ্দাম, গদ্দাফি লকারবি প্লেন ক্র্যাশ টার সঙ্গে জড়িয়েছিল, আবার তেল এবং নানা ইকুয়েশনে, গদ্দাফির সঙ্গে ব্লেয়ারের হাত দিয়েই আবার ডিপ্লোম্যাটিক সম্পর্ক ব্রিটেনের রেস্টোর হয়। হ্যাঁ বলা যেতে পারে, ইরান ইরাক যুদ্ধের সময়ে ইরানের রিভোলিউশনের পরে, ডোনাল্ড রাম্সফিল্ড দের সঙ্গে সাদ্দামের মাখো মাখো ছিল, কিন্তু কুর্দ দের উপরে যত অত্যাচার ই করে থাকুক, বা ক্ল্যান অনুযায়ী মানুষকে তুলে বা নামিয়ে থাকুক, সাদ্দামের নামে পশ্চিমের মাটিতে কোন ঘটনার সঙ্গে জড়িয়ে যায় নি। ইত্যাদি। তো মিল ও অমিল দুটো ই আছে।
    হ্যাঁ গোদা করে বললে, তেল এর প্রয়োজন্যে ডিকটেটর পোষার নীতির অংগ দুজনেই ছিলেন, আবার ফ্র্যাকিং , নিয়ার শোর এক্সপ্লোরেশন ইত্যাদি হয়ে, নিজের দেশের ম্যানুফ্যাকচারিং জব্স আনার রাজনৈতিক প্রয়োজনে ডিকটেটর দের প্রয়োজন ফুরোচ্ছে হয়্তো, এটুকুই যা আশা। বা বলা যেতে পারে , নিজেদের দেশে ডিকটেটর এর প্রয়োজন বাড়ছে ;-)
    ধরুন নেসলে, অ্যাপারথাইড এর আমলে দক্ষিন আফ্রিকায় গাঁতিয়ে ব্যাবসা করেছে, পরে আবার ম্যান্ডেলার আমলেও সুসম্পর্ক তৈরী করেছে। তাই বলে ম্যান্ডেলা কে চোর বলা যায় না, নেসলে কেও নির্দোশ বলা যায় না। ন্যাটওয়েস্ট যখন স্লেভারিতে পয়সা করেছে তখন স্লেভারি ওয়াজ অ ট্রেড, এবং ব্রিটেনে এবং ইউরোপে ভিন্ন ভিন্ন সময়ে স্লেভারি বে আইনি হয়েছে বলে, আর বে আইনি হওয়ার পরে মানুষের অভিবাসন ব্যাবসার প্রয়োজনেই করানো হয়েছে বলে, এটা বলা যায় না, ব্যাংকিং আইনের পরিবর্তন হয় নি, ট্রান্সপেরেন্সির ওঠা নামা হয় নি, ১৯৯১ এর পর থেকে যদি ট্রান্সপেরেন্সি কমে থাকে ওভারাল প্রথম বিশ্বে, অন্য সময়ে বেড়েও ছে। ১৯২৯ এর পর থেকে ১৯৮০ র দশক পর্যন্ত আন্তর্জাতিক ব্যাংকিং স্টেবল অনশোর বিল্ড আপ এ ইনভেস্ট করেছে, যখন বাইরের পৃথিবীতে গ্রোথ তৈরী করে গ্রোথ বাড়ানোর প্রয়োজন হয়েছে, সেটাই হয়েছে। লেট ক্যাপিটালিজম এর এটাই গল্প। ক্যাপিটালিজম এর প্রয়োজনের সঙ্গে ব্যাংকিং রুল বদলেছে, আবার , সব দেশে সমান ভাবে বদলায় নি, আবার প্রোগ্রেসিভ মতাদর্শ যখন রাজনৈতিক মেন্সস্ট্রীমে আসার মত ক্ষমতা অর্জন করেছে, তখন ব্যাংক কেও সেই নিয়ম মানতে হয়েছে। ক্যাপিটাল কনসোলিডেশনের প্রয়োজনে, একেক সময়ে একেকটা জিনিস হয়েছে। আর যখন যেটা লুক্রেটিভ হাই রিস্ক ব্যাবসা সেখানে ব্যাংক গুলো ইনভেস্ট করেছে।

    হ্যাঁ আপনার যদি বক্তব্য হয় সব দেশের সব বড় ব্যাংক ভেঙ্গে দিতে হবে, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট অপারেশন আর রিটেল ব্যাংক অপারেশন ভার্টিকালি আলাদা করতে হবে, তাহলে সেই মডেলে আমাদের এস বি আই নাই পড়তে পারে। তো এই সব ইসু আছে।

    বিশ্বযুড়ে সমস্ত ক্ষেত্রে চক্রান্তের একসুত্র গাঁথা ইতিহাসের বড় স্প্যানে বিশেষত এটা ঠিক এভিডেন্স দিয়ে দাঁড়ায় না। কারণ তাহলে আনইকুয়াল গ্রোথ অফ ক্যাপিটালিজম এবং ইনইকুইভ্যালেন্ট জুরিস প্রুডেন্স এর ট্রান্সফর্মেশন এর ইতিহাস কে , নানা ধরণের রাজনৈতিক ব্যবস্থার নানা রকম বিবর্তন কে অস্বীকার করতে হয়।

    এইবার একটা কথা বলতে পারেন, মালটিন্যাশনাল ব্যাংকিং ব্যাপারটাই তুলে দেওয়া উচিত, তাইলে বড় ফিনানশিয়াল মনোপোলির বারোটা বাজে, সেটা অন্য প্রসঙ্গ।

    আমার মূল প্রশ্ন/ইসু গুলো এখনো বদলানোর কোন কারণ দেখছি এখনো দেখছি না।নতুন কোন ফ্যাক্ট আসে নি, শুধু একটি হারিয়ে যাওয়া বই থেকে অনেকে টুকেছে এটা ছাড়া।
    সত্যি কথা বলতে কি, সারা পৃথিবীর সমস্ত বড় ব্যাংক ভেঙ্গে লোকজন ভেঙ্গে দিয়ে ছোটো ক্রেডিট সাপ্লাই চেন নতুন করে শুরু হলে খুশি ই হবো, সম্ভাবনা কতটুকু সেটা সম্পর্কে নতুন স্পেকুলেশন এও স্বাদ বদলানো যেতে পারে, তবে তার সঙ্গে আমাদের দেশের আর বি আই এর অপারেটিভ বেসিস এর ব্যাপারে আরো খবর চাওয়ার, তার স্টাফার রাই এই স্ক্যান্ডালে জড়িত কিনা এটা জানতে চাওয়ার অবস্থানের সম্পর্ক নাই। আর এই উত্তরটাও পাই নি, ডে লা রু ছাড়া হাতে গোনা কারেন্সি আর সিকিওর্ড ডকুমেন্ট প্রিন্টিং এর যে দুনিয়া তার আইন কানুন কি কি, আর ওভার মোনোপোলাইজ্ড এই বিজনেসে ডেটা শত্রু দেশের মধ্যে ডেটা শেয়ারের অন্যান্য উদা কি কি আছে, ডে লা রু তো চেচেন/রাশিয়া, ব্রিটেন/লিবিয়া, ভারত/পাকিস্তানে জড়িত বোঝা গেল, বাকিরা কোথায় জড়িত তার কি খবর রয়েছে জানতে আগ্রহী রইলাম, মানলে খবর থাকলে বলবেন। কারণ আমার বাংলা পয়েন্ট হল, ওভার ভার্টিকালাইজ্ড বিজনেসে এই প্যাটার্ন রিপিট হতে বাধ্য, কারণ পৃথিবীতে বহু যুদ্ধই চলছে। এবং এক ই কারণে জানা জরুরী ১৯৪৭ এর পর থেকে আর বি আই এর সিকিওর্ড কারেন্সি প্রিন্টিং এর ব্যবস্থায় কি কি ডাইলিউশন এসছে, ১৯৯৮-২০০০ এর মধ্যে ছাড়া আর কখনো বিদেশে কারেন্সি প্রিন্টিং হয়েছে কিনা, দেশের মধ্যেও প্রাইভেট অর্গানাইজেশনের কারেন্সি প্রিন্টিং করা সম্ভব কিনা, আর প্রিন্টিং মেশিনারি, আর কনসিউমেবল আর ডিজাইন এর কম্প্রোমাইজের মধ্যে তো পার্থক্য থাকার কথা, প্রতিটা আলাদা বিষয়, তো ১৯৯৮ আর ২০১৬ র অভিযোগের তাতে কোন পার্থক্য হয় কিনা, সেটাও পরিষ্কার কিছু উত্তর এই মুহুর্তে পাই নি।
  • দ্রি | 227.170.201.106 (*) | ৩০ নভেম্বর ২০১৬ ০৬:৫৩80827
  • "বিশ্বযুড়ে সমস্ত ক্ষেত্রে চক্রান্তের একসুত্র গাঁথা ইতিহাসের বড় স্প্যানে বিশেষত এটা ঠিক এভিডেন্স দিয়ে দাঁড়ায় না।"

    আমি কি ধরে নিতে পারি, এই সুদীর্ঘ র‌্যামব্লিংএর এইটাই মেন পয়েন্ট? ঃ-))

    দেখুন, বিশ্বজুড়ে সমস্ত ক্ষেত্রে কি হচ্ছে সে তো সমস্ত ক্ষেত্র ইনভেস্টিগেট না করে বলা যাবে না। কিন্তু এটা খুবই অ্যাপারেন্ট যে ভারতে নোট প্রিন্টিংএ একটা 'চক্রান্ত' আছে। যে কারনে এতবড় একটা স্ক্যান্ডাল মিডিয়া থেকে বেসিকালি ব্ল্যাকড আউট ছিল। দিস শুড হ্যাভ বীন দা ফ্রান্ট পেজ স্টোরি লং এগো।

    আবার এই দেখুন চতুর্দিকে বিভিন্ন দেশ ক্যাশলেস হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। অস্ট্রেলিয়ায় হচ্ছে, স্পেনে হচ্ছে, সুইডেনে হচ্ছে। ভারতের ক্যাশলেস হতে অনেক বাকি আছে। কিন্তু এটা হল ঐদিকে একটা পুশ। মানুষকে ক্যাশলেস হতে অভ্যস্ত করা। কিন্তু এই যে হঠাৎ এত দেশে একই ব্যাপার শুরু হল, আপনি কি মনে করেন এগুলো জাস্ট মার্কেট ফোর্স আর ক্যাপিট্যালিজ্‌মের জন্য? আমি মনে করি না। আমি মনে করি দেয়ার ইজ সামওয়ান পুশিং ফর দিস অ্যাট দা গ্লোবাল লেভেল। গ্লোবালিস্টস আর ট্রায়িং টু ইনফ্লুয়েন্স ন্যাশানাল পলিসিজ অফ ভেরিয়াস নেশানস। পুরো 'চক্রান্তটা জানতে গেলে অ্যারন রুশোর ইন্টারভিউ দেখুন।

    কিংবা ধরুন গ্লোবাল ওয়ার্মিং এর ধারনা। আ গ্রুপ অফ পীপ্‌ল হ্যাভ পুশড ফর দিস নোশান, হুইচ হ্যাজ বিকাম ভেরি পারভেসিভ ইন পীপলস মাইন্ড।

    এছাড়া চক্রান্ত যে রিয়েল, সেটা লীকড পোডেস্টা ইমেল থেকে একদম স্পষ্ট। হাউ পীপল হ্যাভ কলিউডেড বিহাইন্ড দা সীন টো ইনফ্লুয়েন্স দা আউটকাম অফ দা ইলেকশান। আর এই ক্ষেত্রে এভিডেন্স একদম হাতেনাতে।

    "ন্যাটওয়েস্ট যখন স্লেভারিতে পয়সা করেছে তখন স্লেভারি ওয়াজ অ ট্রেড, এবং ব্রিটেনে এবং ইউরোপে ভিন্ন ভিন্ন সময়ে স্লেভারি বে আইনি হয়েছে বলে, আর বে আইনি হওয়ার পরে মানুষের অভিবাসন ব্যাবসার প্রয়োজনেই করানো হয়েছে বলে, এটা বলা যায় না, ব্যাংকিং আইনের পরিবর্তন হয় নি, ট্রান্সপেরেন্সির ওঠা নামা হয় নি, ..."

    স্লেভারি ওয়াজ আ ট্রেড হলে কি হবে স্লেভারি ট্রেডের বেনিফিশিয়ারি খুব অল্প কিছু লোকই ছিলো। এটা এমন মার্কেট ছিল না যেখানে যে কেউ যখন খুশি ঢুকতে পারবে আর বেরোতে পারবে। স্লেভ ট্রেড থেকে যারা পয়সা করেছিল তাদের সংখ্যা খুবই অল্প। এটা ঠিক জেরক্সের দোকান চালানোর মত ব্যাপার নয়। এবং স্লেভ ট্রেড কেন বন্ধ হয়েছিল তার ডিটেল্‌ড মূল্যায়ণ করলে দেখা যাবে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে এলিটের একাংশ স্লেভ ট্রেড অ্যাবলিশ করার জন্য লাইন আপ করেছিল। এনিওয়ে, ইন শর্ট, 'পৃথিবীতে যা কিছু 'খারাপ' হয়েছিল সেগুলো মার্কেট ফোর্সের জন্য, আর যা কিছু 'ভালো' হয়েছিল সেগুলো মানুষের শুভবুদ্ধি আর সংগ্রামের জন্য', এই নোশানের শর্টকামিং হল ইট টার্নস আ ব্লাইন্ড আই টু অল দা স্ট্রিংপুলিং দ্যাট গোজ অন বিহাইন্ড দা সীন। তবে, ওটা ভাবতে খুব ভালো লাগে, এটা ঠিক।

    আসলে কি জানেন, কেউ যদি এমন একটা থিওরি আমায় প্রেজেন্ট করে যেটা আমার প্রিএগ্‌জিস্টিং ওয়ার্ল্ডভিউয়ের সাথে মেলে তাহলে আমি সেটা সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নি (ইনস্টেড অফ ক্রিটিকালি লুকিং অ্যাট ইট)। কিন্তু উল্টোতা হলে অনেক প্রশ্ন করি। এটা হিউম্যান নেচার।
  • দ্রি | 203.111.136.162 (*) | ৩০ নভেম্বর ২০১৬ ০৭:৪১80828
  • "হ্যাঁ আপনার যদি বক্তব্য হয় সব দেশের সব বড় ব্যাংক ভেঙ্গে দিতে হবে, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট অপারেশন আর রিটেল ব্যাংক অপারেশন ভার্টিকালি আলাদা করতে হবে, তাহলে সেই মডেলে আমাদের এস বি আই নাই পড়তে পারে। তো এই সব ইসু আছে।"

    স্ট্যান্ডার্ড অয়েলকে যখন ভেঙ্গে তিন টুকরো করা হল, এক্সন, মোবিল ও শেভরন, তখন দেখা গেল, স্ট্যান্ডার্ড অয়েলের মালিক রকাফেলার তিনটে কোম্পানীরই মেইন শেয়ারহোল্ডার হলেন। রকাফেলারের ইনফ্লুয়েন্স কিন্তু কমল না।

    সলিউশান এত সহজ নয়।
  • দ্রি | 104.142.242.84 (*) | ৩০ নভেম্বর ২০১৬ ০৭:৫৮80829
  • "personally, I am curious if dri sees all of this as an attempt to privatise the RBI, like say the federal reserve by changing its charter."

    পার্সোনালি আমার তা মনে হয় না (মানে গাট ফীলিং)। কিন্তু ঐদিকে সামান্যতম পুশ হলেই সিটিজেনস ভিজিল্যান্সের প্রয়োজন। গভর্মেন্টটা সমস্যা নয়। গভর্মেন্ট খুব নিয়মিত প্রাইভেট এনটিটির কুক্ষিগত হয়, সেটাই সমস্যা। দে লা র‌্যুর মত কোম্পানী এসে ঘুষ দিলে গভর্মেন্ট আর 'ফর দা পীপল' থাকে না। ভারতের ক্ষেত্রে তো এটা স্পেকুলেশান মাত্র, কিন্তু কেনিয়ায় যে এটা হয়েছে সেটা সেটা ওদের পার্লামেন্টারিয়ানরা নিজমুখে বলেছেন।

    লুক অ্যাট ক্লিন্টন ক্যাম্পেন। লুক অ্যাট ইটস ফাইনান্সিং। প্রাইভেট পার্টির থেকে এত পয়সা নিলে কি আর ইলেক্টেড হওয়ার পর 'ফর দা পীপল' থাকা সম্ভব? 'ফর দা ডোনার্স' হওয়া ছাড়া উপায় নেই।
  • ছোটোলোক | 72.2.128.34 (*) | ০১ ডিসেম্বর ২০১৬ ০১:০৭80838
  • সিকি | 132.177.167.55 (*) | ০১ ডিসেম্বর ২০১৬ ০২:৪৫80839
  • জিনিসের দাম যেটুকু পড়ছে, সেটা ঐ যারা ক্যাশ নিতেন, পাড়ার মুদী, সব্জিওলা - এঁদের নিজেদের ক্ষতি করে, বিজনেস ধরে রাখার তাগিদে। আদতে কিন্তু বাড়ছে।

    সোনার দাম কমার কারণ অন্য। নেসেসারি কমোডিটি আর লাক্সারি কমোডিটির নিয়ম মেনে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন