এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • মুখ ও মুখোশ | 237812.69.453412.128 (*) | ০৭ জানুয়ারি ২০২০ ১০:৩১79974
  • Amit | 236712.158.23.201 (*) | ০৭ জানুয়ারি ২০২০ ১০:৫৩79984
  • অন্তত এবার অনেকেই নিজে সামনে এগিয়ে এসে বিবৃতি দিচ্ছেন, বিশেষ করে কিছু শিল্পপতি আর প্রায় গোটা বলিউড আগে যারা মোদির সামনে প্রায় সাষ্টাঙ্গে শুয়ে প্রণাম করতো। বদল আসবে, আসবেই।

    অর্জুন কে বাহবা দিতে হয়, আমরা মায়াপাতায় নিজের রাগ ঝাড়ছি শুধু আর কিছু না পেরে। আপনি নিজে করে দেখাচ্ছেন মিছিলে হেঁটে।

    দিল্লি ইলেকশন এ সব বিরোধী দের আপ এর পেছনে এক কাট্টা হওয়া উচিত, কংগ্রেস নিজের ইগো ছেড়ে, বেকার কিছু ভোট না কেটে বরং কেজরিওয়াল কে সাপোর্ট দিক। দিল্লিতে বিজেপিকে দেড়েমুশে হারাতে পারলে গোটা দেশের কাছে একটা পসিটিভ মেসেজ যাবে।
  • | 236712.158.676712.252 (*) | ০৭ জানুয়ারি ২০২০ ১২:০৯79975
  • স্বীকারোক্তি

    https://m.facebook.com/home.php
  • সিএস | 236712.158.676712.104 (*) | ০৭ জানুয়ারি ২০২০ ১২:১৮79977
  • দিল্লী পুলিশ গাঁতিয়ে ক্লু খুঁজছে, মুখোমুখোশ ছবিগুলো পাঠিয়ে দিক।
  • আহা | 236712.158.786712.185 (*) | ০৮ জানুয়ারি ২০২০ ০১:৪৭79992
  • aiimsকে পাকিস্তানে পাঠিয়ে দাও। দেশদ্রোহি।
  • রঞ্জন | 236712.158.895612.224 (*) | ০৮ জানুয়ারি ২০২০ ০২:০৯79994
  • 'পুরানো সঞ্চয় নিয়ে ফিরে ফিরে যত বেচাকেনা,
    আর চলিবে না'।
  • | 236712.158.786712.163 (*) | ০৮ জানুয়ারি ২০২০ ০২:২৭79995
  • সিএস | 237812.69.563412.237 (*) | ০৮ জানুয়ারি ২০২০ ০৩:১৮79996
  • https://m.huffingtonpost.in/entry/up-caa-protest-police-uttar-pradesh_in_5e15934ec5b66361cb5cd3ec

    মাদ্রাসায় ঢুকে ছেলেদের পিটিয়েছিল, ইউপির বীর পুলিশরা, তারপর যে সব কেস দিয়েছিল সেসব তুলে নিচ্ছে এখন। জানে প্রমাণ কিছু করতে পারবে না, তার ওপর কোর্টের হাতে পড়ে উল্টে নিজেরা কেস খেতে পারে।

    পড়ে দেখতে পারেন। অবশ্য এখানে তো দেখছি হিন্দি পোস্ট টোকা হচ্ছে, তাদের আবার এত বড় ইংরেজী লেখা বোঝার পড়াশোনা আছে কিনা সন্দেহ। আইটি সেল, যোগী, মোদী আর আ**বালভিপি তাদের নাচাবে আর তারা ল্যাজ নাড়িয়ে নেচে নেচেই খুশী।
  • S | 236712.158.676712.186 (*) | ০৮ জানুয়ারি ২০২০ ০৭:০৭79997
  • শেষে হিন্দি পোস্ট দিতে হচ্ছে। কেন তোদের মালিকের আইটিসেল এখনও বাংলায় মিথ্যা তৈরী করেনি? নাকি তোদের মতন দাঙ্গাবাজ বাঙালী খুনেদের পাত্তা দেয় না? বাই দ্য ওয়ে মীমের ঐটা অস্কার না। তোদের হিন্দিভাষী মালিকদের সেটা আগে বলে দে।

    আর গালাগল দেওয়ার ব্যাপারে অন্তত আরেকটু ইনোভেটিভ হ। নাকি সেটাও শিখিয়ে দিতে হবে? ব্যাটারা একটা কাজও ঠিক করে করতে পারেনা।
  • S | 236712.158.676712.186 (*) | ০৮ জানুয়ারি ২০২০ ০৭:০৯79998
  • এরাই ডিমনির পর বলে বেড়াত যে নতুন নোটে চিপ লাগানো আছে।
  • S | 236712.158.676712.186 (*) | ০৮ জানুয়ারি ২০২০ ০৭:১৪79999
  • বাই দ্য ওয়ে এইটা ফেক ছবি। ফেসবুক ট্যাগ করেছে "False Information"।

  • রঞ্জন | 124512.101.89900.231 (*) | ০৮ জানুয়ারি ২০২০ ০৭:১৯80000
  • মনে হচ্ছে এদের মিথ্যের ভাড়ার ফুরিয়ে গেছে।
    এতদিন বিবিসির সার্ভেতে এঁদের মহাপুরুষ দুনিয়ার সবচেয়ে 'অনেস্ট' রাষ্ট্রনেতা এবং সেই সার্ভে নাকি প্রতি বছর হচ্ছে। জনগণমন ইউ এন ও তে শ্রেষ্ঠ জাতীয় সঙ্গীত (!) হিসেবে স্বীকৃত। ইউকে, ইউ এস এ, রাশিয়া সবাই ভারতের ভয়ে কাঁপছে। ভারত এই বছরই দুনিয়ার একনম্বর ইকনমি হয়ে যাবে । এখনও ১৫ লাখই পেলাম না ।
    এদিকে বরুণ গ্রোভারের 'সেক্রেড গেম' সুপার হিট আর উনি লিখলেন প্রতিবাদের গান-- কাগজ নহী দিখায়েঙ্গে।
    আজ এন ডি এর আসামে পার্টনার আসু'র প্রতিবাদে মোদীর আসাম ভিজিট এবং স্পোর্টস উদ্বোধন ক্যানসেল!!
    হরি হে তুমিই সত্যি!
    এখন গালাগালই এদের গতি!!
  • অর্জুন | 237812.69.453412.236 (*) | ০৮ জানুয়ারি ২০২০ ০৮:৫৬80001
  • এখানে অদ্ভুত অদ্ভুত সব মন্তব্য পড়ছে। ছবিগুলো সিরিয়াসলি আপত্তিজনক।

    একদমই রঞ্জন-দা। AIIMS তো ভারত সরকারের, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর পরিচালনায়। ঐশী ঘোষ, সুচরিতা সেন মিথ্যে বললে তারাই ধরিয়ে দিক। আর মাথায় স্টিচ পড়লে দাঁড়ানো যায় না?
  • Amit | 236712.158.23.207 (*) | ০৮ জানুয়ারি ২০২০ ১০:২৭80002
  • এই ফেকুর ট্রল আর্মি কে একদম পাত্তা দেবেন না। শালা রা গত ১০ বছর ধরে পুরো সোশ্যাল মিডিয়াকে ডাস্টবিন বানিয়ে দিয়েছে জাস্ট ফেক মেসেজ আর ট্রলিং করে করে। সাধে কি বিজেপি ভিক্ষে দিয়ে পুষেছে এতগুলো ভিখিরিকে ?

    এই জানোয়ার গুলোকে বিন্দুমাত্র ইম্পর্টেন্স না দিয়ে নিজেরা লিখে যান। পাল্টা সোশ্যাল মিডিয়া স্পেস তৈরী করতে হবে সুস্থ বুদ্ধির লোকেদের জন্যে। এতদিন চুপচাপ থেকে এটাই দেখছি যে এরা মশা মাছির মতো বেড়ে যাচ্ছে আর নোংরা ছড়াচ্ছে। পাল্টা দিন।
  • ঐশী | 237812.69.563412.51 (*) | ০৮ জানুয়ারি ২০২০ ১০:৫৫79985
  • অর্জুন | 236712.158.676712.160 (*) | ০৮ জানুয়ারি ২০২০ ১১:৫৭79987
  • অমিত বাবু, থ্যাংক ইউ। মিছিলে হাঁটাটা কোনো অ্যাচিভমেন্ট নয়। দেশের এত গুলো শহরে দলে দলে সবাই বেরিয়ে এসেছে। বিজেপি রাজ্যগুলোতে স্ত্রাইকিং পার্টিসিপেশন দেখা গেছে।

    এই মিছিলগুলোয় যেটা দেখলাম people from all quarters of life joined. মুসলিম সংগঠন থেকে যেমন এসেছেন অনেক নারী, পুরুষ এমনকি শিশু পর্যন্ত তেমনি সেদিন দেখলাম Amity University থেকে একটি মাড়োয়ারি ছাত্র রীতিমত স্লোগানে নেতৃত্ব দিচ্ছে। ছিল Heritage র কিছু ছাত্র, ছাত্রী।

    আমি মনে করি এটাই প্রতিবাদের strength।

    আর বিরোধিতা রাজনৈতিক দলগুলোর থেকে আশা করবেন না। বিরোধীর ভূমিকা এখন জন সাধারণের ।
  • S | 236712.158.676712.186 (*) | ০৮ জানুয়ারি ২০২০ ১১:৫৭79986
  • ওসব মাদুলি তোদের বাপ মোদি ব্যভার করে। আর তোদের আরেক বাপ বাবুল তো একটু ধাক্কাতেই ওরে আমায় মেরে ফেললে গো বলে রাজ্যপালের কোলে উঠে পরেছিল।
  • S | 236712.158.676712.186 (*) | ০৮ জানুয়ারি ২০২০ ১২:০১79988
  • আমি গড়িয়াতেও এইটা খেয়াল করলাম। সিপিএমের মিছিল। তবুও আশেপাশে দাঁড়িয়ে থাকা অনেকেই, বিশেষ করে ইয়ং জেনারেশনের অনেকেই দেখলাম প্রত্যক্ষ-পরোক্ষ সমর্থন করছে। তবে বয়স্ক লোকেদের মধ্যে বিজেপির মারাত্মক সাবস্ক্রিপশান।
  • S এর বাপ কি এই ডাক্তার? | 236712.158.676712.146 (*) | ০৮ জানুয়ারি ২০২০ ১২:১৮79989
  • অর্জুন | 236712.158.786712.53 (*) | ০৮ জানুয়ারি ২০২০ ১২:২১79990
  • সেদিন দুজন বয়স্ক ব্যক্তিই তো ছাত্রদের পিটিয়ে মারার কথা বললেন।
  • রঞ্জন | 236712.158.455612.192 (*) | ০৮ জানুয়ারি ২০২০ ১২:৩০79991
  • আমার মত গোমুখ্যু প্রশ্নটা বুঝতে পারছে না ।
    ঐশী ঘোষএর ট্রিটমেন্ট ত বাড়িতে বা পাড়ার ডাক্তার করেনি, এইমস এর ডাক্তার করেছে। স্টিচের ব্যাপারটা ওদের মেডিক্যাল বুলেটিনই বলছে।
    আর আন্দোলনে বা খেলার মাঠে স্টিচ করিয়ে আবার আসা কোন নতুন নয় । আশা করি আলতা এবং রক্তের তফাৎ বুঝতে এইমস এর ডাক্তারদের কোন বাবাজির কাছে পাঠ নিতে হবে না ।
  • হুঁ হুঁ বাওয়া | 237812.68.674512.79 (*) | ০৯ জানুয়ারি ২০২০ ০১:১৩80003
  • হুঁ-হুঁ, বাবা, ওরা কিন্তু খুউউব মেধাবী
    ______________________________

    কী যা-তা প্রশ্ন করেন আপনারা! জেএনইউ, যাদবপুর, প্রেসিডেন্সির মতো হাতে গোনা কয়েকটা বিশ্ববিদ্যালয়েই কেন ঝামেলা লেগে থাকে? অন্য অধিকাংশ প্রতিষ্ঠান স্বাভাবিক ভাবে কেন চলে? এগুলো কোনও প্রশ্ন হল!
    আরে বাবা, জেএনইউ, যাদবপুর, প্রেসিডেন্সিতে মেধাবীরা পড়েন। দেশ-রাজনীতি-সমাজ নিয়ে ওঁরাই তো ভাববেন!
    অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড… ও সব বিশ্ববিদ্যালয়েও মেধাবীরাই পড়েন বলেই জানি। কিন্তু কখনওই আন্দোলনে অচল হয়ে যেতে দেখি না। তাই মাঝেমধ্যে একটু ধন্দই জাগে। ওই বিশ্ববিদ্যালয়গুলোর পড়ুয়ারা সম্ভবত জেএনইউ-যাদবপুর-প্রেসিডেন্সির বামপন্থীদের মতো মেধাবী নন।
    ব্রেক্সিটের মতো এত বড় ইস্যু! গোটা ব্রিটেন, গোটা ইউরোপ শুধু নয়, গোটা পৃথিবী ভাবিত বিষয়টা নিয়ে। কিন্তু অক্সফোর্ড-কেমব্রিজ অচল হয়ে যেতে দেখলাম না! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো একের পর এক ইস্যু দিয়ে চলেছেন বিরোধী শিবিরকে। পরিস্থিতি এমন হয়েছে যে, ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু হয়ে গেল। আমেরিকার ইতিহাসে ক’বার এমন হয়েছে, হাতে গুনে বলে দেওয়া যায়। কিন্তু পড়ুয়া বিক্ষোভে হার্ভার্ড অচল হয়ে গিয়েছে— এমন কোনও শিরোনাম চোখে পড়ল না।
    ও সব বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা সব কেমন যেন ম্যাদামারা-অগামার্কা! মেধাবী ছাত্রছাত্রীরাই যে রাষ্ট্রচালনা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রশ্নে সর্বোচ্চ কর্তৃপক্ষ, সে কথাটা বোঝেই না। মাসের পর মাস বি‌শ্ববিদ্যালয় চত্বর উত্তাল থাকবে, উপাচার্যরা ঘেরাও হয়ে থাকবেন, পড়াশোনা অনেক পিছনের সারিতে চলে যাবে, মাঝেমধ্যেই সংঘর্ষ-নৈরাজ্য গ্রাস করে নেবে গোটা বিশ্ববিদ্যালয়কে, কেউ সার্ভার বিকল করে দেবেন, কেউ ওয়াইফাই রুম বন্ধ করে দেবেন, কেউ রেজিস্ট্রেশন করাতে আগ্রহী পড়ুয়াদের ধরে ধরে বেধড়ক পেটাবেন, কেউ বিশ্ববিদ্যালয় চত্বরে মন্ত্রীর চুলের মুঠি ধরে নাড়াবেন, কেউ আচার্যকে ঢুকতে দেবেন না, কেউ হস্টেল ভাঙচুর করবেন, কেউ সহপাঠীদের মাথা ফাটিয়ে দেবেন— এ সব ছাড়া কি কোনও বিশ্ববিদ্যালয় মেধার পীঠস্থান হিসেবে চিহ্নিত হতে পারে? কেন যে লোকে অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড, এমআইটি-কে মাথায় তুলে নাচে, বুঝি না!

    বিশ্ববিদ্যালয়ে অগ্রাধিকার পাওয়া উচিত পড়াশোনারই, তার পরে আসবে রাজনীতি-সমাজ ভাবনা— এ সব কথা কারা বলে? আশ্চর্য! আগে রাজনীতি জরুরি, আগে ক্যাম্পাসে একচ্ছত্র আধিপত্য কায়েম করা দরকার। রাষ্ট্রকে ছাত্ররাই চালাবেন, সরকার নয়— এ কথা আগে সকলকে বুঝিয়ে দেওয়া দরকার। তার পরে সময় যেটুকু বাঁচবে, পড়াশোনা তাতেই হবে।
    জেএনইউ, যাদবপুর বা প্রেসিডেন্সির কাছ থেকে ওই বিশ্ববিদ্যালয়গুলো কিছু শেখে না কেন কে জানে! জেএনইউ বা প্রেসিডেন্সির অনেক প্রাক্তনী তো ওই সব বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ দিন ধরে পড়াচ্ছেন। তাঁরা তো খুব নামী শিক্ষকও। তাঁরা কি নিজেদের ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করতে পারছেন না? ভারত যে ভুল পথে চলছে বা ভারত যে নাৎসিদের পথে এগোচ্ছে, এ কথা তো জেএনইউ বা প্রেসিডেন্সির ওই স্বনামধন্য প্রাক্তনীরা দারুণ ভাবে ব্যাখ্যা করছেন। পুঁজির পীঠস্থানে এবং পুঁজির ঘেরাটোপে বসে থেকে, পুঁজির বৈভবে ভাসতে ভাসতেও তাঁরা নিজেদের বামপন্থী ‘নৈতিকতা’য় অবিচল রয়েছেন। সাত সমুদ্দুর-তের নদীর পারে বসেও তাঁরা জেএনইউ-যাদবপুর-প্রেসিডেন্সির আন্দোলকে নিরন্তর অনুপ্রেরণা জুগিয়ে চলেছেন। এমন সাংঘাতিক শিক্ষকদের কাছ থেকে রোজ সরাসরি অনুপ্রেরণা নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও অক্সফোর্ড-কেমব্রিজ-হার্ভার্ডের পড়ুয়ারা যে কেন নির্বিষ ঢোঁড়া সাপের মতো বইতে মুখ গুঁজে পড়ে থাকে বুঝি না!

    ও অক্সফোর্ড, ও কেমব্রিজ, ও হার্ভার্ড— শুনতে পাচ্ছেন? আরে কিছু শিখুন আমাদের দেশের এই মেধাবীদের কাছ থেকে। জেএনইউ, যাদবপুর, প্রেসিডেন্সিতে মেধাবীরা পড়েন ভাই। দেশ-রাজনীতি-সমাজ নিয়ে ওঁরা খুব সিরিয়াসলি ভাবেন। আপনারাও এ বার একটু ভাবুন! ভাবা প্র্যাকটিস করুন!
  • Amit | 236712.158.23.201 (*) | ০৯ জানুয়ারি ২০২০ ০১:২২80004
  • এই তো এসে গেছে দিলুর ভাইপো জ্ঞান দিতে। সেই তো, এনাদের গালে হাত দিয়ে ভাবতে দিন, আর আমরা সংঘী রা ভাড়াটে ঠ্যাঙাড়ে বাহিনী নিয়ে আসছি তাদের মাথা ফাটাতে।

    শোন্ রে- এরা মার্ খেতে পারে, পাল্টা দিতেও পারে মাথা উঁচু করে। তোদের বাবুলের মতো একটু কলার ধরে টানলেই রাজ্যপালের কোলে উঠে কাঁদে না। আবাল যত।
  • অরিন | 8990012.41.893423.121 (*) | ০৯ জানুয়ারি ২০২০ ০২:০২80005
  • "এমন সাংঘাতিক শিক্ষকদের কাছ থেকে রোজ সরাসরি অনুপ্রেরণা নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও অক্সফোর্ড-কেমব্রিজ-হার্ভার্ডের পড়ুয়ারা যে কেন নির্বিষ ঢোঁড়া সাপের মতো বইতে মুখ গুঁজে পড়ে থাকে বুঝি না!"

    এ সব লেখার আগে একটু দেখে নিলে ভালো হয়, পৃথিবীর সব দেশে, সব বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা প্রতিবাদ করে।

    অক্সফোর্ড?

    "Oxford University students stripped down to their knickers today in protest of an Irish rape trial in which the alleged victim's underwear was used as evidence against her in court.

    Around 60 students from the prestigious university marched in Oxford wearing lacy underwear over their clothes waving signs that read 'this is not consent'.

    Some members of the group braved the cold and removed their overcoats to reveal their underwear beneath. "
    [https://www.dailymail.co.uk/news/article-6422745/Oxford-University-students-protest-knickers-Irish-rape-trial.html]

    হার্ভার্ড?

    "Anti-war student activists clashed with politicians and University administrators as the nation grappled with one of the most controversial wars in the country’s history. "
    [ https://www.thecrimson.com/article/2017/5/22/vietnam-war-protests-1967/ ]

    কেমব্রিজ?

    Cambridge took to Kings Parade this evening to protest the Muslim Ban imposed by President Trump, as well as Prime Minister Theresa May’s complicity in refusing to condemn the ban.

    [ https://thetab.com/uk/cambridge/2017/01/30/cambridge-takes-to-the-streets-to-protest-trumps-muslim-ban-87814 ]

    ফ্রেঞ্চ?

    "Demonstrations have taken place across French cities in solidarity with a 22-year-old who set himself alight to highlight student poverty. Unrest erupted at universities after the undergraduate, named only as Anas K, set himself on fire in the city of Lyon on Friday to highlight his financial difficulties and protest at the education policies of Emmanuel Macron. The political science student suffered 90% burns and was said to be in a critical condition in hospital. Student protesters also forced the former French president François Hollande to cancel a university conference in Lille.
    (https://www.theguardian.com/world/2019/nov/13/unrest-at-french-universities-after-student-sets-himself-alight-over-debts)
    নভেম্বর ২০১৯ এর খবর।

    হংকং এ:
    "The scenes at Hong Kong Polytechnic University on Monday were a montage of urban warfare and mayhem in the heart of the territory, roiled for nearly six months by pro-democracy protesters. "
    [https://www.nytimes.com/2019/11/18/world/asia/hong-kong-protests-university.html]

    ইয়র্ক ইউনিভার্সিটিতে,
    "At least one person was injured as attempts by an anti-Israel group to shut down an event at York University turned violent Wednesday night.

    Members of York’s Students Against Israeli Apartheid (SAIA) arrived at the university to disrupt a school-sanctioned panel discussion with Reservists on Duty, an organization of former members of the Israeli Defence Force (IDF.)

    Calls to protest the arrival of the IDF members came from across the Internet, including the federal NDP candidate for York Simcoe, Jess McLean, who on Twitter denounced York for hosting the event and urged her followers to attend Wednesday’s SAIA counter-protest."
    [https://torontosun.com/news/local-news/anti-israel-protest-at-york-university-turns-violent]

    বার্কলে র খবর:
    "The 2017 Berkeley protests refer to a series of protests and clashes between organized groups that occurred in the city of Berkeley, California, in the vicinity of the University of California campus. Violence occurred predominantly between protesters opposed to US President Donald Trump, including activists such as socialists, anarchists, and antifa groups;[1][2] and pro-Trump groups such as Republican, alt-lite, alt-right, neo-Nazis, and white nationalists. The majority of the participants on both sides were average people who wanted to listen to the speakers and peaceful students who opposed the speakers.[3][4][5][6][7]

    The first event occurred on February 1, when Trump supporter Milo Yiannopoulos was scheduled to give a speech at the university. Two later incidents on March 4 and April 15, were pro-Trump rallies met by protesters. Another rally occurred on April 27, hosted by Kyle "Based Stickman" Chapman, Brittany Pettibone, Lauren Southern, and others at Martin Luther King Jr. Civic Center Park. This was scheduled after a planned speech by Ann Coulter was cancelled. A "Say No to Marxism" rally planned to be held in the same park on August 27 was officially canceled by the organizers, but still drew both Trump supporters and protesters.

    Protests and clashes continued into the month of September, with a campus visit from conservative radio host Ben Shapiro and the return of Yiannopoulos for "Berkeley Free Speech Week". Security for the September events, though "Free Speech Week" was officially canceled by the organizers, cost the university hundreds of thousands of dollars. "

    একটু উইকিপিডিয়া পরে দেখতে পারেন,
    (https://en.wikipedia.org/wiki/2017_Berkeley_protests)

    কত চাই?
  • একক | 236712.158.895612.224 (*) | ০৯ জানুয়ারি ২০২০ ০২:১৯80006
  • এদের এসব বলে লাভ নেই , এখানে লিংক দিলে আবার অন্য জায়গায় গিয়ে বমি করবে । সারা পৃথিবীতে ছাত্র বিক্ষোভ হয় , কিন্তু এরা হয় সে খবর রাখবেনা নইলে জেনেও শয়তানি করবে ।

    এরা হচ্ছে সেই মাল যারা , পাড়ার মেয়ে জিন্স - টি পরলে , চোখ তাকিয়ে বলে দেশটা আমেরিকা না এখানে ওসব চলে না , আর নিজে বিদেশে গিয়ে ন্যুড বীচে সেলফি তোলার নাম করে , শ্বেতাঙ্গিনীদের আড়াল থেকে ছবি তোলে । এদের যুক্তি দেওয়া কমপ্লিট সময়ের অপচয় ।
  • হা হা | 237812.68.674512.79 (*) | ০৯ জানুয়ারি ২০২০ ০২:৪৩80007
  • কষ্ট করে alternate media থেকে দু একটা ঘটনা খুঁজতে হচ্ছে কোথায় ৬০ জন কি পরে মার্চ করেছিল এইসব খবর।
  • হা হা | 236712.158.566712.199 (*) | ০৯ জানুয়ারি ২০২০ ০৩:০৬80008
  • মেধাবী
  • এহ | 237812.69.563412.171 (*) | ০৯ জানুয়ারি ২০২০ ০৩:১৭80009
  • দু চার পয়সার ফুটো চাড্ডিগুলো হেগেমুতে ভাসিয়ে দিচ্ছে!
    ঐশী একে বাঙালি তায় মহিলা আবার উচ্চশিক্ষিত। তাই ফুটো চাড্ডির দল ওদের ডিগ্রির কাগজ খুজে না পাওয়া বাপেদের ধোন৷ মুখে নিয়ে নেমে পড়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন