এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • দোবরু পান্না | 236712.158.786712.67 (*) | ০৯ নভেম্বর ২০১৯ ০৫:২৮78653
  • হ্যাঁ - লিবারালরা এখনো দেখছেন সুপ্রীম কোর্টের রায় নাকি খুবই "ব্যালান্সড"। ক্ষোভের কোন জায়গাই থাকতে পারে না। ভাবছি শবরীমালা কী দোষ করল
  • জন সংখ্যা | 236712.158.786712.227 (*) | ০৯ নভেম্বর ২০১৯ ০৬:২৬78654
  • এই রায় এর জাস্টিফিকেশনের জিস্ট টা কি? কেন ওখানের জমি হিন্দুদের হাতে তুলে দেওয়া হবে আর মসজিদ গড়ার জন্য অন্যত্র জায়গা দেওয়া হবে? এ ব্যপারে কেউ কিছু ঠিকঠাক জানে?
  • | 236712.158.895612.230 (*) | ০৯ নভেম্বর ২০১৯ ১১:৫২78657
  • কোন ও জাস্টিফিকেশন নেই, কেবলমাত্র ইল্লি।
  • dc | 236712.158.676712.216 (*) | ১০ নভেম্বর ২০১৯ ০১:২৩78671
  • আসলে আপনার মতো নির্লজ্জ, বেহায়া আর ঘ্যানঘেনে টাইপের লোক কমই দেখেছি। সেজন্যই প্রশ্ন করলাম আর কি।
  • PT | 237812.69.453412.8 (*) | ১০ নভেম্বর ২০১৯ ০৩:১৫78658
  • মিডিয়া ঠিক কবে "ব্যালানস্ড" ছিল? কাল টিভি চক্রে অতি চেনা বি. শ. নন্দ জানালেন যে বামপন্থী ঐতিহাসিকদের বিকৃতির থেকে ইতিহাস পরিত্রাণ পেয়েছে। ইনি এক দশকের বেশী সময় ধরে টিভিতে নিরপেক্ষ মন্তব্য করে (পড়ুন বামেদের মুন্ডুপাত) পন্ডিতদের প্রিয় ছিলেন-ইদানিন আরো দক্ষিণমার্গী হয়েছেন।

    এই ফয়সালা অন্ততঃ সকল পন্ডিতদের (এবং রোলের দোকানী বুজিদের) দুকান মুলে দুই গালে থাপ্পর কষিয়ে একটা শিক্ষা দিয়েছে আশা করছি। নরম সাম্প্রদায়িকতা দিয়ে গরম সাম্প্রদায়িকতাকে ঠেকানো যায় না। নরম সাম্প্রদায়িকদের অনশন মঞ্চে ঘৃণ্য সাম্প্রদায়িকদের উপস্থিতির কালে কে কে চুপ করেছিলেন? হরকিষেণ কেন পাগড়ি বাঁধেন, সুভাষ চক্কোতি কেন তারাপীঠে গেলেন ইত্যাদি অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে যারা দিনের পর দিন খিল্লি করেছে আয়নার সামনে দাঁড়িয়ে তাদের ১০০ বছর কাঁদার সময় হয়েছে।
  • ? | 236712.158.23900.201 (*) | ১০ নভেম্বর ২০১৯ ০৩:২৯78659
  • সন্ময় নরম না গরম?
  • dc | 236712.158.566712.199 (*) | ১০ নভেম্বর ২০১৯ ০৩:৩৫78660
  • এঃ পিটিদা সক্কাল সক্কাল উঠে ট্রোলিং শুরু করে দিয়েছে।
  • PT | 236712.158.786712.59 (*) | ১০ নভেম্বর ২০১৯ ০৩:৪০78661
  • এখনো বালখিল্যতা নিয়ে যথেষ্ট লজ্জাবোধ জন্মায়নি মনে হচ্ছে!!
  • :-) | 237812.68.9008912.108 (*) | ১০ নভেম্বর ২০১৯ ০৩:৪১78662
  • এবং সেজন্যই, স্বীকার করতে দ্বিধা নেই, খুব ভালো লাগছে। এদিকে বুলবুল ওদিকে রায়, এমন দম বন্ধ লাগছিল!
    গুরু চেনা ছন্দে ফিরে এলো। পিটি এবং ট্রোলিং নিজ নিজ ধন্যবাদ বুঝিয়া লইবেন।
  • PT | 237812.69.563412.81 (*) | ১০ নভেম্বর ২০১৯ ০৩:৪৯78663
  • পিটিকে নিয়ে চিন্তা কইরেন না। এক দশক আগে আজিজুল হককে নিয়ে যারা দিনের পর দিন খিল্লি/ট্রোলিং করেছিল তাদের নাকে খৎ দেওয়ার সময় হয়েছে।
  • }{ | 236712.158.12900.148 (*) | ১০ নভেম্বর ২০১৯ ০৩:৫৬78664
  • সিবিয়াই চার্জশিট না দিলে আর সুপ্রিমকোর্টে কনভিক্টেড না হলে পিটি কাউকে দোষী মনে করেন না (কাউকে মানে একটি বামপন্থী দল ও তাদের সঙ্গীসাথীদের, টাটা, টোডি, বাজোরিয়া এট আল) এতো জানা কথাই।
  • PT | 236712.158.895612.118 (*) | ১০ নভেম্বর ২০১৯ ০৪:০৪78672
  • আমিও আপনার মত রাজনীতির ব্যাপারে বালখিল্য আর নির্বোধ লোক একেবারেই দেখিনি। অবাক হই যে কোন বাস্তব বোধ ছাড়াই আপনি কোন সাহসে রাজনীতির আলোচনাতে অংশগ্রহণ করেন!!
  • PT | 236712.158.786712.181 (*) | ১০ নভেম্বর ২০১৯ ০৪:০৭78665
  • বালখিল্যতার বাইরে বেরিয়ে আসুন। তারপরে বিনিময় হবে। আজিজুল কোন দলের পক্ষে কিছু বলেননি। আমিও বলছি না।

    অবিশ্যি ক্যামেরার সামনে ঘুষ নেওয়া, কাটমানিতে সংপৃক্ত একটি দলের ব্যানারে যদি গরম সাম্প্রদায়িকদের বিরুদ্ধে লড়ার খোয়াব দেখে থাককেন তাহলে কিছুই বলার নেই।
  • এলেবেলে | 124512.101.900900.190 (*) | ১০ নভেম্বর ২০১৯ ০৪:৪১78673
  • ডিসি এবং পিটি - যদিও এই কথোপকথন একেবারেই আপনাদের নিজস্ব ব্যাপার তবুও আপনাদের দুজনকেই অনুরোধ, অন্তত এই সময়ে এইগুলো এড়িয়ে যান। আমি যতদূর দেখেছি তাতে ডিসি এত আক্রমণাত্মক কথা বলেন না। অকারণে প্ররোচিত করার দরকারই বা কী?
  • সাম্রাজ্যবাদের দাড়ি | 890112.162.674523.148 (*) | ১০ নভেম্বর ২০১৯ ০৫:২১78666
  • অতিবাম অতিবদ আজিজুলকে ট্রোল করা হয়েছিল নন্দীগ্রাম ম্যাসাকারের পরে শাখামৃগের মতো শিপিয়েম-টাটা জুটিকে চারহাতপায়ে ডিফেন্ড করার জন্য। অনেক বছরের জেলখাটা আজিজুল জেল থেকে বেরিয়ে, বউয়ের চাকুরি, সরকারী ফ্ল্যাট আরও কী কী সব পেয়েছিলেন। উনি একা না, এই যেমন বুগু আরও অনেককেই করা হয়েছিল সেসময়। প্লাস ওনার কলামগুলো ছিল জ্যান্ত খোরাক।

    (এক্ষুনি অপর্ণা-শাঁওলি-শুভা, হলদি নদীতে কুমীরের ঝাঁক, শতশত কাটা নিপল, সিবিআই কেন তদন্ত করেনি চলে আসবে। এই গুজবগুলো মানুষ খেয়েছিল, বেশ কিছু মানুষ অবরুব্ধ ক্ষমতাশীল দলের গুন্ডাদের হাতে মরেছিল বলেই। )
  • অযোধ্যা | 237812.68.457812.45 (*) | ১০ নভেম্বর ২০১৯ ০৫:২৫78667
  • আইনের শাসন প্রতিষ্ঠা পেল।
  • S | 236712.158.670112.173 (*) | ১০ নভেম্বর ২০১৯ ০৫:৩২78674
  • অন্তত ভারতে গুড ওল্ড বামপন্থার বিনাশের পরেই চরম দক্ষীনপন্থার রমরমা ঘটলো। যারা তিনিই আসল বামপন্থী বলে দাবী করেছিলেন, তাদের আশা করি ঘুম ভেঙেছে। বা যারা এখনও ভাবছে যে বেশ হয়েছে বিজেপি এসেছে, দ্যাখ কেমন লাগে, তাদের বলবো ব্যা ডাকা অভ্যাস করুন, জবাই করার সময় কাজে লাগবে।
  • sm | 236712.158.895612.190 (*) | ১০ নভেম্বর ২০১৯ ০৫:৪৮78675
  • ব্যা, ব্যা করে বাম ছাগলে,
    ইতি উতি চায় ---
    রামের ঝুলি ভোটে ভরে,
    খঞ্জনি বাজায়।
  • xx | 237812.68.674512.247 (*) | ১০ নভেম্বর ২০১৯ ১০:০৭78676
  • বিজেপি কে খিস্তি করার পরিস্থিতি এলেই পিটি তিনোদের কনটেক্সট টেনে এনে ট্রোল করতে শুরু করবেন। এটা ২০২১ অবধি অন্তত নিরন্তর চলবে। মিলিয়ে নেবেন।

    অন্তত ভারতে গুড ওল্ড বামপন্থা দুটি মাত্র রাজ্যের বাইরে আর কোথায় কবে আদৌ ছিল? বিজেপির নিরিখে অন্তত জাতীয়স্তরে বামপন্থীদের কার্যকলাপ এত্তটাই আণুবীক্ষণিক যে ও নিয়ে শব্দক্ষয়ই প্রকৃত বালখিল্যতা।

    ভারতে একটিমাত্র রাজ্য ছাড়া তিনিই আসল বামপন্থী এমন দাবীই বা কোথায় উঠেছিল?

    যারা এখনও ভাবছে যে বেশ হয়েছে বিজেপি এসেছে, দ্যাখ কেমন লাগে, তারা এখন অযোধ্যা জয়ের খুশিতে নাচছে। তাদের উদ্দেশ্যে এমত বানী নেহাতই লুজারস ফ্রাসট্রেশন ভেন্টিং।

    রাজ্যস্তরেও সিপিএম জমানার শেষ ১৫ বছর ধরে যে মুসলিম তোষন, সংখ্যালঘু ভোটব্যাঙ্ক, ইত্যাদি ক্ষোভ দানা বেঁধেছিল, তিনোরা যে লিগ্যাসী বহন ও পল্লবিতই করেছে মাত্র, তার জবাব নেই। কনজাভেটিভ রাইট উ!ইং কমুনালিজম অন্তত এরাজ্যে বাড়ার পদ্ধতির শুরু সেই ৩৪ বছরেই।
  • S | 890112.162.674523.124 (*) | ১০ নভেম্বর ২০১৯ ১০:২৪78677
  • চাড্ডী স্পটেড।
  • PT | 124512.101.89900.51 (*) | ১০ নভেম্বর ২০১৯ ১০:৩১78668
  • @সাম্রাজ্যবাদের দাড়ি

    আজিজুল "শাখামৃগ" হওয়ার ও নন্দীগ্রামকে ডিফেন্ড করার বহুআগে কাকাবাবু "শাখামৃগ" হয়ে কালিঘাটের ডালে ডালে ঝুলতেছিলেন তিনোদের সঙ্গে "সদরে কামান দাগা"-র আনন্দে। সম্ভব্তঃ তেনার ঘরানার শাখামৃগরাই নন্দীগ্রামের অনেককে পেছন থেকে গুলি করে মেরেছিল।

    তবে নরম সাম্প্রদায়িকরা এইসব নকল শাখামৃগদের বিদায় করে পোকিত শাখামৃগদের ক্ষমতায় উত্তরণে যেরূপ সাহায্য করেছিল তাতে নিশ্চয় আপনি উল্লসিত? আর এখন তো তাদের আইনি জয়ে রাস্তায় গড়াগড়ি খাচ্ছেন বোধহয়?

    কিন্তু নরম সাম্প্রদায়িকদের অনশন মঞ্চে ঘৃণ্য সাম্প্রদায়িকদের উপস্থিতির কালে আপনার অবস্থান কি ছিল?
  • Atoz | 237812.69.4545.147 (*) | ১০ নভেম্বর ২০১৯ ১০:৫১78678
  • পুবের দিকের সবকটা রাজ্য আর দক্ষিণের দিকের কিছু রাজ্য মিলে সংহতি করে ঠেলা দেওয়া দরকার। সাম্প্রদায়িক শক্তিকে। নইলে এরা জনসাধারণকে কৌপীন পরিয়ে রাস্তায় বের করে দেবে।
  • dc | 236712.158.566712.199 (*) | ১০ নভেম্বর ২০১৯ ১২:১৬78669
  • পিটিদা এসব প্রশ্ন করার আপনি কে?
  • PT | 236712.158.895612.230 (*) | ১০ নভেম্বর ২০১৯ ১২:৪১78670
  • আমাকে প্রশ্ন করার আপনিই বা কে?
  • Atoz | 237812.69.4545.151 (*) | ১১ নভেম্বর ২০১৯ ০১:০৬78680
  • দুর্জয় ঘাঁটিটা এরকম ঢোঁড়াদের হাতে থাকলে সাম্প্রদায়িক শক্তির পোয়াবারো। লোকে এখনও যদি ভাবে মুলোগুলো দুর্গরক্ষা করবে, তাহলে হাতে পেনসিলও থাকবে না।
    বামেদের ফিরতে হবে, দরকার হলে নতুন নাম নিয়ে। অনেকের বাম নামে অ্যালার্জী, তাহলে সেটাকে বাইপাস করা যাবে।
    (ভাবুন, তিন তিনটে দশক, বিঘ্ন বিপদ তো কম ছিল না, এইরকম তোষণ ফোষণের ব্যাপার আগে শোনা গেছে? এ তো পরিষ্কার সম্প্রদায়-বিভাজন তোল্লাই দেওয়া! আরে, পড়াশোনা চাকরি খাদ্য বস্ত্র আশ্রয় এসব কি সম্প্রদায়সাপেক্ষ নাকি ? সবাইকে সহনাগরিক হিসেবে সমানভাবে ট্রীট করা হবে না কেন? সম্ভব নয় তা তো না, কারণ বামেরা সেটা তো পারছিল খানিকটা হলেও। )
  • b | 237812.68.454512.114 (*) | ১১ নভেম্বর ২০১৯ ০১:১১78698
  • আচ্ছা, এসেম আর পিটির অপূর্ব যুগলবন্দীতে না হয় যেকোনো গানই কুমীরের শীৎকারে কনভার্জ করে যায় ।

    বাকিরাও ধেই নৃত্য করে তাল দ্যান কেন?
  • PT | 236712.158.895612.216 (*) | ১১ নভেম্বর ২০১৯ ০২:১০78699
  • কুমিরের শীৎকার শুনেছেন এমন একজনকে শেষ পর্যন্ত পাওয়া গেল!!
  • sm | 236712.158.895612.216 (*) | ১১ নভেম্বর ২০১৯ ০৩:০২78681
  • প্রথমেই ভাবা দরকার,ত্রিপুরা তে বিজেপি কিভাবে ক্ষমতায় এলো?
    কেরালা তে বিজেপির শক্তি বৃদ্ধি হচ্ছে কি ভাবে?
    প ব তে বামেদের ভোট প্রায় কুড়ি শতাংশ কমলো আর বিজেপির প্রায় সমপরিমাণ বাড়লো কেন?
    চৌত্রিশ বছর ক্ষমতায় থেকে,বামেরা গদি ছাড়া কিছু বোঝে না।মাঠে নেমে লড়াই করতে ভুলে গেছে। ফোকটাই ক্ষমতা কিভাবে পাবো,সেদিকেই বেশি নজর।
    এর জন্য তলে তোলে বিজেপি সাপোর্ট জারী ও থাকবে।
    এটা রাজনীতির অঙ্গ।খালি আমরা অফসাইড থেকে গোল দেবো আর বাকীরা করলেই, রেফারী কেন বাঁশী বাজাচ্ছে না,সেই নিয়ে ছিল চিৎকার করবো;সেটা ঠিক না।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন