এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  আলোচনা  বিবিধ

  • ভোট পর্যালোচনা- ২০১৯, পশ্চিমবঙ্গ

    সোমনাথ রায় লেখকের গ্রাহক হোন
    আলোচনা | বিবিধ | ২৯ মে ২০১৯ | ১৬৪৯৫ বার পঠিত
  • ক) ঐতিহাসিক ভুল


    আমরা যে পরিমন্ডলে বড়ো হয়েছি, সেখানে এমন একটি দল আছে, যাকে আমরা বেশ কিছুদিন গিলতেও পারি না এবং ওগড়াতেও পারিনা। সেই দলটি ঐতিহাসিক ভুল করে থাকে। প্রধানমন্ত্রিত্ব বিতর্ক থেকে নাগেরবাজার প্যাক্ট বিভিন্ন নিদর্শন তার। তবে দলের মাথারা আত্মসমালোচনা করেন। নিজের সমালোচনা নিজে করার একটা সুবিধের দিক হল তাঁদের অন্যের সমালোচনা স্বীকার  করতে হয় না। ফলে এই দলটির ব্যাপারে আমাদের আর কিছু তেমন এখন বিশেষ লিখে লাভ নেই। তাও শুরুতে গণেশপুজোর মতন রাখা রইল। বাকি উপাচারে এতদাধিপতয়ে শ্রীবিষ্ণবের মতন ফুল দেব মাঝে মাঝে।


    খ) সংঘ নাকি সংগঠন


    যেহেতু আলোচনা পশ্চিমবঙ্গ নিয়ে আর এই বক্তব্য লোকসভা ভোটের শোকসভায় পাঠের জন্য পাঠানো হচ্ছে, ফলতঃ সুরতহালে কী এল জানতে চাইব বৈ কী! প্রথমে দেখার এই ১৮র ৪২ কি সংঘের কেরামতিতে হতে পারে? সংঘ পরিবার, হিন্দুত্ববাদী এই গোষ্ঠীটি বাংলায় বহুবছর ক্রিয়াশীল, বাকি ভারতের মতন। তবে মধ্যিখানে বাম আন্দোলনের ঘনঘটায় এদের টার্গেট অডিয়েন্স অন্য রেখায় প্রতিসৃত হয়েছিল। কিন্তু কলকাতাকেন্দ্রিকতা থেকে অফ ফোকাস বিভিন্ন অংশে গোকুলে বেড়েছে অবশ্যই। আর, দুম করে ভোটে জেতার থেকে বেশি কিছু তাদের লক্ষ্য থাকায় সামাজিক কাজকর্মে অংশীদার হওয়ার কাজ চালিয়ে গেছে। বিশ্বায়নের আগে আমরা মণিমেলা দেখেছি, বিজ্ঞান জাঠা দেখেছি, এমন কী পাড়ার ক্লাবগুলোর সক্রিয়তা দেখেছি। এখন সেই জায়গায় পোটেনশিয়াল অর্গানাইজাররা অর্কুট-ফেসবুক-টিন্ডার-হোয়াটস অ্যাপ করেন। ফলে সামাজিক পরিসরে সংগঠন ডুবে গেছে, সংঘের আলো উজ্জ্বল হয়েছে। হালে সরস্বতী বিদ্যামন্দির লোকের চোখে টোখে পড়ছে, কিন্তু সক্রিয়তা এক মাত্রায় বহুবছর ধরে থেকেছে। এই দিয়ে ভোটে জেতার সবটা হয়েছে মনে হয় না, কিন্তু কিছুটা হয় নি এমন নিশ্চয়ই নয়। সঙ্ঘারামে নিশ্চিতভাবে সংগঠনের ভিতপুজো হয়েছে। তাহলে বাকি থাকে সংগঠন। একটি সংগঠন ভালো চললে তার ভোট বাড়ে। বিশেষতঃ নতুন খেলতে নামা দল জেতে আর পুরোনো দল হারে ডিফেন্স-মিডফিল্ড-ফরওয়ার্ডের অর্গানাইজেশনের তারতম্য ঘটিয়েই। তার মানে ২ থেকে ১৮য় হেভি অফেন্স। ৩৪ থেকে ২২ এ ডিফেন্স ঝুলেছে, যতই ভোটভাগ বাড়ুক টাড়ুক না কেন। বল পজেশন তখনই কাজের যখন তা গোলে বাড়ে।  মনে রাখা দরকার, আমরা ২৩৫, ওরা ৩০ এর ভোটেও ৩৫% এর বেশি ভোট ওদের ভাগে ছিল।  ভোটকে সিটে পরিণত করার মধ্যে সাংগঠনিক কেরামতি থাকে।


    সিপিএমের ভাগে ২ থেকে শূন্য নিয়ে বেশি কিছু বলব না। তবে প্রকৃতি শূন্যস্থান পূরণ করে বলে শিশুবিজ্ঞানে লেখা ছিল। এটুকু খেয়াল করা অবশ্য যেতেই পারে যে ২০০৯এ বামশক্তি যে ১৬টি আসনে জিতেছিল, তার ১১টি এবার বিজেপির ভাগে পড়েছে। উল্টোদিকে দেখি  ২০০৯এ পাওয়া আসন, যা বিজেপি তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছে ২০১৯এ, তা হল হুগলি, ব্যারাকপুর, বনগাঁ আর রানাঘাট। এর মধ্যে ব্যারাকপুর আসনটা দ্রষ্টব্য, সেখানে তৃণমূলের সংগঠনের মূল লোকটি বিজেপিতে গিয়ে জিতেছেন। বনগাঁ আর রানাঘাটে নাগরিকত্ব বিলের ইস্যু ছিল, যা নিয়ে আমরা পরের পর্বগুলিতে আলোচনা করছি। ফলে বিজেপির ভোট এবং আসন দুইই বেড়ে যাওয়া, স্থানীয় সরকারে ক্ষমতাসীন দলের নাকের ডগা থেকে মার্জিনাল ভোটে একাধিক লোকসভা আসন বের করা, প্রার্থী প্রচার করতে পারেন নি, এমন জায়গাতেও ফল উলটে দেওয়া- এইসবই সাংগঠনিক কৃতিত্ব হিসেবে দেখা উচিত।


    গ) আইটি সেলের ভাইটি


    তিনি আমাদের হোয়্যাটস অ্যাপ করে গেছেন। আমরা প্রথমে পড়ি নি, তারপর খুলে দেখেছি মমতা ব্যানার্জির কার্টুন, তারপর স্কুলমেটদের গ্রুপে ফরওয়ার্ড করেছি। তারপর একদিন ট্রেনের তাসের আড্ডায় বিশরপাড়ার রবি বলেছে মেটিয়াবুরুজে অপহরণ নিয়ে একটা হেভি প্রতিবেদন এসেছে, সব কাগজ চেপে যাচ্ছে। বলেছি ফরওয়ার্ড করে দে তো। এই ভাবে বিছন থেকে দই জমেছে। কিছুক্ষণ আগে, আমার অফিসের এক সুইপার দেখলাম আরেকজনকে তার ফোন থেকে রাজনৈতিক খবর পড়ে শোনাচ্ছেন। দ্বিতীয়জনের কাছে স্মার্টফোন নেই মনে হল। তো হোয়াটস অ্যাপের ফরওয়ার্ড আমরা কাকে পাঠাচ্ছি আর কার থেকেই বা পাচ্ছি? কার থেকে নয়? পিসতুতো দিদি-সহকর্মী-মুদির দোকানমেট-স্কুলের বন্ধু ইত্যাদি, প্রভৃতি। আমাদের চেনা লোকজনই এগুলো পাঠাচ্ছে, যাদের রাজনৈতিক আনুগত্য-টত্যও নেই, মিডিয়াওলাদের মতন খবর বেচে খাবার জোটানোর দায় নেই। টিভিতে এক বিশেষ-অজ্ঞ এসে গাঁক গাঁক করে বলে গ্যালো- এন আর সি হওয়ায় নাকি আসামে হিন্দুরাই ক্যাম্পে ঢুকছে, তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সে নিশ্চয়ই তৃণমূলের কমিটিতে আছে, আমি হোয়াটস অ্যাপ পেয়েছি সীমান্ত থেকে যে সব লস্কররা ঢুকে আশেপাশের বস্তিতে থাকছে, এন আর সি হলে তাদের চুন চুনকে তিহার জেলে পোড়া হবে। আমার ভায়রা আমাকে পাঠিয়েছে, সে তৃণমূল বা বিজেপি নয় বরং বামমনস্ক। এইভাবে সাইবার স্পেসে, আমাদের নিজস্ব আলাপচারিতায় এমন এক সংগঠন গড়ে উঠেছে যেখানে নম্বর দিলে বিজেপি ৯৫ তৃণমূল -২০ আর মমতা ব্যানার্জির মিম বানিয়ে সিপিএম সেখানেও বিজেপির খাতায় বাকি ৫ নম্বর উঠিয়ে দিয়েছে। কিন্তু, কথা হল হোয়াটস অ্যাপ কার থেকে পাই? কাকে পাঠাই? আইটির ভাইটি কে বা কারা আমি জানিনা, কিন্তু তাঁর কাজ ভাইরাল হয়ে আমার কাছে আসে আমার চেনাশুনো লোকের থেকেই, পাঠাই ও তাদেরকেই। চেনাশুনো লোক আমাদের জন্য তারাই যাদের সাথে দেখাশোনা হয়। আশেপাশের লোক, এই শহর বা গঞ্জের, নইলে ট্রেনে একটা দুটো স্টেশন, বাসে কুড়ি মিনিট দূরে থাকে এরকম। ফলে এক ভৌগোলিক পরিসরে এই সাইবার স্পেস ক্রিয়ারত থাকে। হোয়্যাটস অ্যাপের সাংগঠনিক ক্ষমতাও ভৌগোলিক। মাটিতে চলা সংগঠন তার কর্মীদের হাত ধরে বুথ-ওয়ার্ড-পঞ্চায়েত-ব্লক ধরে গড়ে ওঠে, শক্তিশালী হয়, শক্তি ক্ষয়ও করে। মেসেঞ্জার-হোয়্যাটস অ্যাপের স্মার্ট সংগঠন, স্থানীয় কর্মীর ভূমি ঊর্ধ্বে ভোটের প্রচার চালিয়ে গেছে সেই ভৌগোলিক পরিসরেই, মূলতঃ।


    ঘ) ভৌগোলিক ঠিক




    চিত্র ১- বিধানসভা ভিত্তিক এগিয়ে থাকার হিসেব (লাল- বিজেপি, নীল- তৃণমূল)


    চিত্র ১ -এ রাজ্যের লোকসভা ভোটের ফল রাখা রইল।  একটু অন্যরকম দেখাচ্ছে, তার মূল কারণ বিধানসভা কেন্দ্রে কে এগিয়ে সেই হিসেব ধরে এই ম্যাপপয়েন্টিং করা হয়েছে। এছাড়া কংগ্রেসের এগিয়ে থাকা বা  কংগ্রেস সিগিনিফিকেন্ট এই এলাকাগুলি আমরা ম্যাপে সাদা রেখে গেছি ধরিনি ( নির্দিষ্ট করে- মালদার দুটো লোকসভা আর বহরমপুর), আর মূল ম্যাপে গা ঘেঁষাঘেঁষি ব্যারাকপুর আর হুগলি কেন্দ্রের বিধানসভাগুলি ভালো করে বোঝা যাচ্ছিল না (এই অঞ্চল জনগনত্বে পৃথিবীর সামনের সারিতে)। মোটের ওপর নীল রঙে তৃণমূলের জেতা আর লাল রঙে বিজেপির জেতা বিধানসভা দেওয়া আছে। যেটা দেখার, উত্তরবঙ্গে দুটো আর দক্ষিণবঙ্গে দুটো নীল প্যাচ ছাড়া, বাকি সমস্ত লাল বা নীল দাগ দলাবেঁধে আছে , মানে বিস্তীর্ণ অঞ্চল ধরে হয় টানা বিজেপি এগিয়ে, নতুবা তৃণমূল। এই চারটে বিচ্ছিন্ন হয়ে পড়া জায়গা নিয়ে আমরা পরে কথা বলব।


    কিন্তু মূল ট্রেন্ড যেটা বিজেপি যেখানে এগোচ্ছে সেখানে আশেপাশের বেশ বড়ো অঞ্চল ধরে বিজেপি এগোচ্ছে, অঞ্চলগুলো এত বড়ো যে তার মধ্যে বিভিন্ন জনগোষ্ঠী, বিভিন্ন ধর্মগোষ্ঠী শহর-গ্রাম ইত্যাদি পড়ছে, মানে ধরুন দেড়খানা বা তিনখানা জেলা ধরে একটা বিজেপি জেতা পরিসর। আবার তৃণমূলও তাই। এই জেতার পরিসরটা একাধিক লোকসভাকে কাটছে। ধরুন ব্যারাকপুরের মধ্যে আমডাঙা তৃণমূল এগিয়ে তার পাশে খড়দা, অশোকনগর, বারাসত অন্য লোকসভাতে হলেও তৃণমূল জিতছে। দমদম আর বারাসতের দুটো বিজেপি বিধানসভা যথাক্রমে রাজারহাট গোপালপুর আর বিধাননগর- গায়ে গায়ে। আবার ঘাটালের ডেবরাতে বিজেপি এগিয়ে তার পাশেই তো পাঁশকুড়া পশ্চিম আর মেদিনীপুর বিজেপির থাকছে। এই ধারাটা গোটা রাজ্য জুড়েই প্রায়। এর উত্তর অধীর চৌধুরীর পকেট দিয়ে হয়। সেখানে কংগ্রেসের খুব ভালো ভোট সব বিধানসভায়, সাতটার চারটেতে এগিয়ে, বাকিগুলোতেও এত ভালো যে কংগ্রেসের ভোট বলে মনেই হয় না, আর তার কারণ কংগ্রেসের অসাধারণ সংগঠন আছে ঐ অঞ্চলে। অধীরবাবুর নিজস্ব সংগঠন। অর্থাৎ, সংগঠন, যা অঞ্চল ভেদে শক্তিশালী হয়, তা যেখানে প্রতিপক্ষের তুলনায় মজবুত, সেখানে মোদি হাওয়া, সারদা দুর্নীতি, টাকা খাটানো সব তুচ্ছ করে জয় এনেছে। নইলে পুরো দক্ষিণ চব্বিশ পরগণা জুড়ে তৃণমূল সব বিধানসভায় এগিয়ে, আর সারদায় ক্ষতি তো ঐ জেলাতে প্রচুর। দক্ষিণ চব্বিশে তৃণমূলের এমন সংগঠন যে ডিএ পেকমিশন ব্যর্থতার পরেও ডায়মন্ড হারবারে পোস্টাল ব্যালটে তৃণমূল এগিয়ে থাকে! তৃণমূল যেখানে ভালো রকম পিছিয়ে সেখানে ১০ বছর আগের ভোটেও সেই অবস্থায় ছিল। বাঁকুড়ায় ২০০৯এ ৩৬% ভোট ছিল, মেদিনীপুরে ৪২%। এখনও কিমাশ্চর্য তাই হয়ে গেছে। অনুরূপ হিসেব বালুরঘাট, বিষ্ণুপুর কিম্বা আসানসোলেও। বামপন্থীদের সংগঠন প্রবলতর ছিল ২০০৯-এ (তখন ভাঙন শুরু হয়ে গেছে), এখন একদমই অনুরূপ প্রাবল্য বিজেপির। তৃণমূলের সংগঠন যেখানে ২০১১র পরে গড়ে উঠেছে সেখানে সেখানে সেটি দুর্বল এবং বিজেপি সম্ভবতঃ পূর্বতন শক্তিশালী অন্য একটি সংগঠনের কাঠামো ধরে এগিয়েছে। ফলে সেখানে তৃণমূলের ভোট ২০০৯-এর হিসেবে প্রায় আটকে আছে এবং বিজেপির ভোট ২০০৯-এ বামদলের ভোটের সমান হয়ে গেছে। আর, আগে যা বলেছি, ২০০৯-এ বামশক্তির জেতা লোকসভা আসনের ১৫র ১১ টিতে এবার বিজেপি জিতেছে। বাকি ৪টি আসন যা তৃণমূল এবার পেয়েছে সেগুলি হল- আরামবাগ (১০০০+ ভোটে কোনও ক্রমে জেতা), পূর্ববর্ধমান, ঘাটাল ও বোলপুর।  তৃণমূলের সংগঠন বীরভূমে অনুব্রত মন্ডলের হাতে শক্তিশালী হয়েছে। ঘাটালে নির্ণায়ক হয়েছে কেশপুর বিধানসভা, ৭৮০০০ ভোটে এগিয়ে দিয়ে। কেশপুরে তৃণমূলের সংগঠন নিয়ে আমরা গত দুদশক ধরে শুনে আসছি। তাছাড়া সংগঠন তো শুধু একটা ব্লকে আটকে থাকে না, আশেপাশের ব্লকেও ছড়ায়। তাই, আশেপাশের বিধানসভাতেও যথাক্রমে লাল বা নীল রঙ ধরছে।


    এই যে বিন্যাসটা, যেখানে তৃণমূল এগিয়ে সেটা এবং তার আশেপাশের বিস্তীর্ণ অঞ্চল নীল আর যেখানে বিজেপি এগিয়ে, আশেপাশের অঞ্চল লাল, যাদের জ্যামিতির পরিভাষায় হয়ত বা ম্যানিফোল্ড হিসেবে দেখা যাবে, সেটা এই নির্বাচনের মূল ধারা। একটা মাপক হিসেবে এখানে ভোটে জেতাকে ধরা হয়েছে, শুধু জেতা হারা দিয়ে অবশ্য সবটা ব্যাখ্যা হয় না। কিন্তু, লক্ষ্যণীয় বিষয় যেখানে একটি ম্যানিফোল্ডের সীমানা আর আরেকটি শুরু, তার কাছাকাছি দিয়ে একদলের ভোট শেয়ার কমে আসছে আরেকজনের বাড়ছে এরকম। অর্থাৎ একটা ভূমিগত বিন্যাসের ধারা মেনে ভোট ভাগ হচ্ছে, বিশেষতঃ বিজেপি আর তৃণমূলের মধ্যে। লোকসভা কেন্দ্রের বদলে বিধানসভা কেন্দ্রের নিরিখে ম্যাপ দেওয়া এইটা বুঝতেই যে এই ম্যানিফোল্ড-গুলি স্থানীয় সাংগঠনিক শক্তির হেরফেরে ভোটের ফলাফলের পরিণতির ইংগিতই দিচ্ছে। আমাদের হাতে বুথ ভিত্তিক তথ্য নেই, কেউ পেলে করে দেখতে পারেন সেইখানেও এই বিন্যাস দেখা যাচ্ছে কী না!


    ঙ) মিথ-মিথ্যে-মিথোজীবিতা


    বলা হচ্ছে এস সি ও এস টি রা তৃণমূলের দিক থেকে সরে গেছে। আমরা মালদা মুর্শিদাবাদ বাদে ৬৪টির মত এস সি সংরক্ষিত বিধানসসভা দেখলাম, তার ৩১টিতে তৃণমূল এগিয়ে।  যে এস সি বিধানসভাগুলি বনগাঁ রানাঘাট বা আলিপুরদুয়ারে গায়ে গায়ে লেগে আছে, সেইগুলির প্রায় সবকটিতেই বিজেপি এগিয়ে। তার আশেপাশের অসংরক্ষিত বিধানসভার ট্রেন্ড রঙ ও কিন্তু অনুরূপ। আবার যে সংরক্ষিত আসনগুলি দক্ষিণ চব্বিশ পরগণায়, তার সবগুলিতে তৃণমূল এগিয়ে। অর্থাৎ তপশিলি জাতিভুক্ত মানুষের আধিক্য সংশ্লিষ্ট বিধানসভাগুলিতে আলাদা করে ফলের তারতম্য ঘটাচ্ছে না, এবং সারা বাংলা জুড়ে তপশিলি জাতির আলাদা করে বিজেপিকে বেছে নেওয়ার সাধারণ কোনও রীতি এই ভোটে উঠে আসেনি। তবে, একথা অনস্বীকার্য যে রাণাঘাট আর বনগাঁয় বেশিরভাগ বিধানসভাই তপশিলি সংরক্ষিত। এবং গত দুটি লোকসভা এবং বিধানসভা ভোটে তৃণমূলকে বিপুল সমর্থনের পরে এইখানকার মানুষ এবার বিপুলভাবে বিজেপির সঙ্গে গিয়েছেন। তার পিছনে একটা বড় ফ্যাক্টর অবশ্যই নাগরিকত্ব বিলের প্রতিশ্রুতি। আসামের এর আর সি-র উদাহরণ হাতের সামনে থাকলেও সেখানে বিজেপির প্রচারকে কাউন্টার করতে পারে নি বাকি দলগুলি। এছাড়াও আগে আলোচনা করা সংগঠনের শক্তির তারতম্যের ব্যাপারটা এসেই যাবে। রাণাঘাটের কৃষ্ণগঞ্জে একটি বিধানসভা উপনির্বাচন হয়েছিল এইবারই। সেখানে পূর্বের তৃণমূল এম এল এ-কে হত্যা করা হয়, সন্দেহের তীর বিজেপির দিকে থাকে। প্রায় সমস্ত প্রিসিডেন্স সরিয়ে রেখে সেই আসনে বিজেপি জেতে! দলিত এম এল এ হত্যা যেখানে জাতীয় রাজনীতিতে নির্ধারক পয়েন্ট হতে পারত, সেখানে সেই আসনের উপনির্বাচনেই সেই এম এল এ-র দল হেরে যায়, এ সাংগঠনিক বিচ্যুতি ছাড়া হতেই পারে না।


    যাই হোক, আমাদের চিত্র-১ এ চারটে পকেট আছে, যা তৃণমূলের দিকে থাকা বিধানসভা, চারদিক থেকে বিজেপি দিয়ে ঘেরা। উত্তরবঙ্গে সিতাই ও রাজগঞ্জ, দুটোই এস সি। দক্ষিণে মানবাজার ও বিনপুর, দুটিই এস টি। এর কাছাকাছি দুটো বিজেপির জেতা এস টি বিধানসভা রায়পুর ও রানিবাঁধ, যেখানে তৃণমূলের পিছিয়ে থাকা এবং সিপিএমের প্রাপ্ত ভোটের হিসেব মিলে যায়।


    এবার, তপশিলি উপজাতি সংরক্ষিত সিটের হিসেব যদি দেখি- ১৫ টির ৩ টি তৃণমূল পেয়েছে। অর্থাৎ এখানে একটা শক্তিশালী ট্রেন্ড দেখা যাচ্ছে যে তপশিলি উপজাতির মানুষজন বিজেপিকে বেছে নিচ্ছেন। তবে এর মধ্যে লক্ষ্যণীয়, ঐ পূর্বোল্লিখিত দুটি পকেট বাদ দিয়ে আর যে এস টি আসনে  তৃণমূল এগিয়েছে, সেই সন্দেশখালির আশেপাশের সব আসনই কিন্তু তৃণমূলের। আবার বাঁকুড়া-পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রামের এস টি আসনগুলির আশেপাশে সব আসন প্রায় বিজেপির। তবে, এই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না যে তপশিলি উপজাতির মানুষ তো আর শুধু সংশ্লিষ্ট বিধানসভাতেই থাকেন না, আশেপাশে ছড়িয়ে থাকেন আর তাঁদের ভোট অঞ্চলের অন্যান্য বিধানসভাতেও প্রভাব ফেলেছে।


    এইখানে একটা মিথোজীবিতার তত্ত্ব আনা যায়। মানুষ একে অন্যের ওপর নির্ভরশীল। সম্প্রদায়, পেশা ব্যতিরেকে একে অন্যের সঙ্গে আদানপ্রদান করে। আমার প্রতিবেশী কী ভাবছে, বাজারের সবজিওলা কী বলছেন, ছেলের গৃহশিক্ষক কী চাইছেন এইসব আমার সিদ্ধান্তকে প্রভাবিত করে। আর, এই হাইপোথিসিসকে আমরা রাখছি আরেকটা হাইপোথিসিসের প্রতিতুলনায়। সেটা হল যে- মুসলিম ভোট প্রায় সর্বাংশে তৃণমূলে গেছে এবং সেইটাই তৃণমূলকে যেটুকু অক্সিজেন দেওয়ার দিয়েছে। বাংলার মুসলিম জনশতাংশ সবচেয়ে বেশি, দুটি জেলায়- মালদা আর মুর্শিদাবাদ। জনবসতির ৫০% এর বেশি মুসলমান। তার মধ্যে মালদায় একটিও আসন তৃণমূল পায় নি, মুর্শিদাবাদে তিনটির দুটি আসন পেয়েছে। আরও একটি মুসলিম সংখ্যাগুরু জেলা উত্তর দিনাজপুর। এখানে মুসলিম ৪৯% এর বেশি। এই জেলার ৯টি বিধানসভার ৫ টিতে তৃণমূল এগিয়ে, চারটিতে বিজেপি। এবং কোনও আসনেই ৪৯% এর কাছাকাছি ভোট তৃণমূলের নেই বরং কয়েকটি আসনে কংগ্রেস-সিপিএম ভালো ভোট পেয়েছে। অর্থাৎ, মুসলিমরা সংখ্যাগুরু এমন অঞ্চলে তৃণমূলকে তাঁরা সম্প্রদায় বেঁধে ভোট দিয়েছেন এরকম মোটেই নয়। এরপরে যে দুটি জেলায় মুসলিম বসতি বেশি, মানে ১/৩ এর বেশি, দক্ষিণ চব্বিশ পরগণা এবং বীরভূম, দুটিতেই লোকসভার সব আসন তৃণমূলের, বিধানসভার প্রায় সব আসনও। দক্ষিণ চব্বিশের প্রায় সমস্ত বিধানসভায় ৫০% এর বেশি ভোট তৃণমূলের, কোথাও কোথাও তা ৭০-৮০ ছুঁয়েছে। এর মধ্যে তপশিলি জাতি অধ্যুষিত বিশাল এলাকাও রয়েছে। সিপিএম কংগ্রেসের ভোট অনেক কম, এস ইউ সি আইয়ের গড় যে দুটি কেন্দ্র, সেখানে উল্লেখযোগ্য ভাবে বিজেপির ভোট বেশ কিছুটা বেশি। বীরভূমেরও বহু কেন্দ্রে ৫০%এর বেশি ভোট তৃণমূলের। অর্থাৎ এই সমস্ত কেন্দ্রে ভোটের সোজা ধর্মীয় বিভাজন হয় নি, মুসলিম ভোট তৃণমূল আর হিন্দু ভোট বিজেপি এমন ভাবে ভোট ভাঙে নি। বরং উলটো ইংগিত পাওয়া যাচ্ছে। এছাড়াও দেখা যাচ্ছে সেখানে ২০-২৫% মুসলমান, যেমন বর্ধমান হাওড়ার বিধানসভাগুলি, তার অনেকগুলিতে তৃণমূলের ভোট বেশ ভালো এসেছে, ৫০%এর কাছাকাছি। আবার উত্তরবঙ্গে ঐধরণের মুসলমান বিন্যাসে তৃণমূলের ভোট অত ভালো হয়ও নি। উত্তর চব্বিশ ও নদীয়ায় মিশ্র ফল, বিভিন্ন অঞ্চলে। এর মধ্যে যেখানে তৃণমূলের ভোট ভালো, সেখানে তপশিলিপ্রধান আসনেও তৃণমূল অনেকটা এগিয়ে। আবার সেটা হচ্ছে না বলে উত্তর চব্বিশ পরগণা ও নদীয়ার কিছু এলাকায় ফল ততটা ভালো হচ্ছে না। পশ্চিম মেদিনীপুরে ১০% মুসলিম, সেখানে একটি আসন তৃণমূল পাচ্ছে। একদমই পাচ্ছে না বাঁকুড়া পুরুলিয়া দার্জিলিং এ, সেখানে মুসলিম জনশতাংশ দশের নিচে।


    বিজেপির গ্রহণযোগ্যতা মুসলিমদের কাছে ভালো নয়, এখন অবধি এটা প্রতিষ্ঠিত। ফলে মুসলিম ভোট বিজেপির বিরুদ্ধেই যাওয়ার সম্ভাবনা। যে অঞ্চলে মুসলিমরা সংখ্যাগুরু, তাঁরা একাধিক দলকে বিজেপির বিরুদ্ধে বেছে নিচ্ছেন। যে অঞ্চলে সংখ্যালঘু কিন্তু উল্লেখযোগ্য পরিমাণে আছেন, সেখানে সম্ভবতঃ তৃণমূলকে বেছে নিচ্ছেন এবং মুসলিমদের বিজেপিজনিত আশংকা একভাবে তাঁদের প্রতিবেশী হিন্দুকে প্রভাবিত করছে, তাঁদের ভোট একতরফা বিজেপিতে যাচ্ছে না। বরং তৃণমূল আরও কিছুটা এগিয়ে যাচ্ছে। তপশিলি জাতির ভোটেও সেই প্রভাব আসছে। ব্যতিক্রম মতুয়া অঞ্চলগুলি, সেখানে নাগরিকত্ব ইস্যুতে তপশিলি ভোট একধারে বিজেপিতে গিয়েছে, হিন্দু-মুসলিম মিথোজীবিতার তত্ত্ব টেঁকে নি। যেখানে মুসলিম নেই, সেখানে বিজেপির মুসলিম-বিরোধিতার অভিযোগ তার ভোট হিন্দুদের কাছেও কমায় নি, কারণ হিন্দু জনগণ প্রতিবেশীর সহমর্মী হতে পারে নি।


    এর উল্টোদিকে আসছে তৃণমূলের মুসলিম তোষণ, ইমামভাতা প্রভৃতি 'পশ্চাদপট' জনগণের মধ্যে তার ভোট বাড়িয়েছে, কদিন বাদে সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি তৈরি হবে রাজ্যে। মুসলিম ধর্মীয় রাজনৈতিক দল এসে এই ভোট নিয়ে তৃণমূলকে অপ্রাসঙ্গিক করে দেবে এই সব বক্তব্য। বিজেপির পাশাপাশি বাম-লিবারেলরাও যার প্রচারে নেমেছেন। কমরেড নরেন্দ্র মোদী তো বলেইছেন, মানুষ দুধরণের- যাঁরা ওনাকে সমর্থন করেছেন আর যাঁরা ওনাকে সমর্থন করবেন। কিন্তু ধর্মীয় ভোট বিভাজনের জনপ্রিয় হয়ে ওঠা তত্ত্ব ১০-৩৫% মুসলিম জনবহুল এলাকায় বহুলাংশে তৃণমূলের ৫০% বা তার বেশি ভোটের হিসেব মেলায় না। হিন্দু-মুসমিল সম্পর্ককে শুধুমাত্র বৈরিতার আলোয় দেখলে হিসেবে অনেকটা ফাঁক থেকে যাবে।


    চ) নটেগাছ


    নোটের গাছি ছাগলে খেয়েছিল কিন্তু তা সত্তেও দেশব্যাপী বিরোধী হাতে পেনসিলও প্রায় রইল না। আরবান এলিট নোটাবিপ্লবীরাও উড়ে গেলেন মোদি হাওয়ায় আর গ্রামে বন্দরে তো কথাই নেই। পশ্চিমবঙ্গে আরও অনেক কিছুর সাথে ঝামরে পরল সেই হাওয়া। কিছু রাজনৈতিক সমীকরণ পাল্টালো। একমাত্র যে সব জায়গায় (দাগ দিয়ে আবার বলা, জায়গা, অঞ্চল, ভৌগোলিক বিভাজন) তৃণমূলের সংগঠন শক্তিশালী, হাওয়া বাঁক নিল সেখানে এসে। চলে গেল সেইসব জায়গায়, যেখানে তৃণমূলের সংগঠন শক্তিশালী নয়, নতুন এবং বামপন্থীদের সংগঠন যেখানে কদিন আগেও শক্তিশালী ছিল। এর পাশাপাশি এল সংঘের হাতে গড়ে ওঠে বিজেপির সংগঠন, যা আদিবাসী অঞ্চলে শক্তিশালী হয়ে উঠেছে। বিজেপির সংগঠন সম্ভবতঃ বাম সংগঠনের জীর্ণানি বাসাংসিতে পুনঃ প্রাণিত হল। এই লেখাটির সংশোধনপর্বে বন্ধুরা বললেন তৃণমূলের দুর্নীতি, অগণতন্ত্র, বিরোধীদের উপর অত্যাচার এই বিষয়গুলি পর্যালোচনা করতে। কিন্তু, আমরা দেখতে পাচ্ছি, সারদা উপদ্রুত দক্ষিণ চব্বিশ পরগণায় একাধারে তৃণমূল জিতছে, অনুব্রত মন্ডলের পাঁচনবাড়ির হুমকি সত্তেও বীরভূমে জিতছে, আবার উন্নয়ন হয়েছে লোকে মেনে নিলেও ঝাড়গ্রাম-বাঁকুড়ায় হারছে। মুকুল রায়ের হাত ধরে মমতার সরকারের থেকে অধিক উন্নয়ন হবে, সৌমিত্র খাঁ বা অর্জুন সিংহ দল বদলানোয় তাঁদের পারফরমেন্স পালটে যাবে, এ মনে হয় সাধারণ ভোটাররা বিশ্বাস করেন না। তবে যেখানে বিজেপির সংগঠন বেশি সক্রিয় হয়েছে সেখানে তৃণমূলের বিরুদ্ধে জনমত ভোটবাক্সে পড়ার বন্দোবস্ত করা গেছে। অন্যত্র, যেখানে তৃণমূল শক্তিশালী, স্থানীয় মানূষের অভাব অভিযোগকে ভোটে নির্ণায়ক হতে দেয় নি। এ কথা অনস্বীকার্য, ছোট স্তরের নেতার দুর্নীতি অত্যাচার সারদা বা রাফালের থেকে কম প্রভাব ফেলে না মানুষের তাৎক্ষণিক সিদ্ধান্তে, কিন্তু সংগঠনের স্ট্রাকচারটি ক্রিয়াশীল থাকলে, সেইগুলিকে অ্যাড্রেস করা বা তার প্রতিশ্রুতি দেওয়া সহজ হয়ে যায়।


    তাই, ধর্ম নয়, মতাদর্শ নয়, উন্নয়নও নয়,  ম্যাচ শেষে দেখা গেল জিতল সংগঠনই, কারণ ভোট হয়ে যায় না, ভোট করানো হয়- যুদ্ধের মতনই।


    ছ) কী করিতে হইবে


    আমাদের কথা কেউ শোনে না। তাও এত কিছু লেখার পর একটু উপদেশ-সার ও লিখে যাই। এমনিই তৃণমূলকে আজকাল সকলেই বলে যাচ্ছে কী কী করা উচিত। আমরা বরং বলব, তৃণমূলের কী করিতে হইবে না! যেটা ২০০৯ এ সিপিএম করেছিল, সেইটা না করলেই মনে হয় হবে। স্থানীয় স্তরে সংগঠনকে ধরে রাখা আর মজবুত করা ছাড়া আর খুব কিছু করার নেই। আত্মসমালোচনার বদলে অন্যের সমালোচনা বিচার করে সেই অনুসারে কাজ করা, স্থানীয় রাজনীতির সুবিধা ভেবে রাজ্য রাজনীতি চালানো, ইত্যাদি। সব দোষ নিচুতলার কর্মীদের একাংশের নামে না চালিয়ে, নিচুতলার কর্মীদের পাশে উঁচুতলার দাঁড়ানো। কিছু নেতা বিজেপিতে যাবে, কিছু জেলেও হয়তো বা যাবে। কিন্তু অঞ্চল ধরে রাখার কাজে সরকারের সাহায্য এক্সটেন্ড করতেই হবে, অন্ততঃ ২০২১ অবধি। একচুয়ালি  মমতা ব্যানার্জি সরকারের বদলে পার্টিতে মন বেশি দিলে ভালোই হবে। ভোট শুধু সরকারি প্রকল্প দিয়ে আসে না। ডিএ মাইনর ইস্যু, তবে সরকারি চাকরিতে, স্কুল কলেজে নিয়োগ দরকার। সংগঠনের সার ওখানে জমে।


    আর বিজেপিকে? ২০০৯ এর পর তৃণমূল যা করেছিল, তাই। লোকের সঙ্গে ভালো সম্পর্ক রাখা। কেন্দ্রীয় সরকারের প্রকল্প ইত্যাদি পাওয়ানো। বাংলা থেকে মন্ত্রী। বুদ্ধিজীবীদের চাকরি দেওয়া থাকলে কিছু উটকো ঝামেলা কম হয়, সেইসব।


    আমাদের? গ্যালারি আসলে খেলারই অঙ্গ। ইমোশনাল অ্যাটাচমেন্ট কাটিয়ে খোরাক নিন। সব কিছুই আসলে ঘণ্টাখানেক সঙ্গে সুমন। আর, নাহলে মাঠে নেমে ইস্যুভিত্তিক লড়াই করুন, কিম্বা আইটি সেলের মতন ব্যক্তিগত মেসেজ ভাইরাল করার উপায় করুন। আমার মতন আত্মপ্রসাদ পেতে চাইলে আলাদা কথা, নতুবা ফেসবুকে বেশি লিখবেন না, ও কেউ সিরিয়াসলি নেয় না।


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • আলোচনা | ২৯ মে ২০১৯ | ১৬৪৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 2345.110.783412.36 (*) | ০৭ জুন ২০১৯ ০৫:১৬78417
  • টাটা আগে নিজের সাম্রাজ্য রক্ষা করুক।বাংলা তার নিজের পথে চলবে।
    আচ্ছা উড়িষ্যার কি খবর বলুন তো?সেই পঞ্চাশ হাজার কোটি টাকার সেই পস্ক ইস্পাত কারখানা?
    টাটাও বোধ হয় কিছু খুলবে বলেছিল।
  • Du | 127812.159.6767.11 (*) | ০৭ জুন ২০১৯ ০৫:২৬78418
  • টাটা হসপিটাল সিঙ্গুরের আগেই হয়ে গিয়েছিল।
  • Du | 127812.159.6767.11 (*) | ০৭ জুন ২০১৯ ০৫:২৮78419
  • শুধুই প্রসঙ্গত বললাম।
  • PT | 340123.110.234523.4 (*) | ০৭ জুন ২০১৯ ০৫:৩১78420
  • এটা কি টাটা সাম্রাজ্যের পক্ষে খারাপ খবর?
    "In the first full financial year under Chairman N Chandrasekaran, the adjusted net profit of listed Tata group companies rose 35 per cent in 2017-18 against a 0.5 per cent decline in the previous year."

    "বাংলা তার নিজের পথে চলবে।"
    সেটা কোন দিকে যাচ্ছে?

    (এখানে বোধহয় কেউই টাটাকে নিয়ে খুব একটা intersested নয়। সবাই চাইছে একটা বড় ধরণের শিল্প-সেটা যে কেউ করতে পারে।)
  • sei | 456712.100.6723.65 (*) | ০৭ জুন ২০১৯ ০৫:৩১78324
  • সিঙ্গুর প্রসঙ্গে বিশ্ববন্দিত কৃষিবিজ্ঞানী শ্রী বেচারাম মান্না,সুনন্দ সান্যাল, স্থবির কুমন,কাকদাদু,পল্লব কীর্তনিয়া এবং দলবল সমেত কুচো অতিবামেদের ভুলে গেলে চলবে না।এরা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে রোজ বিপ্লব করতেন সেই সময়।গাড়ির শোরুমের কাঁচ ভেঙে দেওয়ার মতো বৈপ্লবিক পদক্ষেপ দেখেছে বঙ্গবাসী সিঙ্গুর পর্বে।
  • sm | 2345.110.783412.36 (*) | ০৭ জুন ২০১৯ ০৬:০০78421
  • সিঙ্গুর 2006 থেকে শুরু আর টাটা হসপিটাল বোধ হয় 2010 থেকে চালু হয়েছে।
  • sm | 2345.110.783412.56 (*) | ০৭ জুন ২০১৯ ০৬:১৮78325
  • রতন টাটা একজন ফালতু ব্যবসায়ী ।
    কতকগুলো পয়েন্ট তুলে ধরছি।
    প্রথমত,খড়গপুরএ 600 একরে যে কারখানা স্থাপন করা যেতো, সিঙ্গুরে সেটা হাজার একর হলো কেন?খড়গপুর কারখানায় এনসিলিয়ারী কারখানা লাগতো না?
    দুই,সিঙ্গুর থেকে কারখানা গোটানোর সিদ্ধান্ত উনি একতরফা নিয়েছেন।রাজ্য সরকার বা কোর্টের অনুমতির অপেক্ষা করেন নি।
    তিন, সিঙ্গুর কারখানা থেকে উইড্রো করার সঙ্গে সঙ্গে সানন্দে আরো হাজার একর এর অফার পান।উনি ওই জমিতেও কব্জা করতে চেয়েছেন।
    চার,সানন্দে কারখানা গোটানোর পর,উনি সিঙ্গুরের জমি ছাড়েন নি।ধান্দা ছিল, কোর্ট থেকে, হাজার কোটি খানেক কম্পেনসেশন নিয়ে তবে ল্যান্ড হ্যান্ড ওভার করবেন।
    অর্থাৎ গাছের ও খাবেন তলারও কুড়োবেন।
    পাঁচ,ফালতু শিল্পপতি,কারণ কোরাস অধিগ্রহণে প্রচুর লস খেয়েছেন।
    আর একটা উদাহরণ দেই।রতন টাটা নুনথেকে,হোটেল থেকে,গাড়ি থেকে,ওষুধ থেকে,আই টি সব শিল্পই করে থাকেন।উনি এমন কিছু এক্সট্রা গুণের অধিকারী নন যে কোন বিষয়ে সমালোচনা করাই যাবে না।
    ওনার ই মতন একজন এম বি এ ডিগ্রী ধারী, বহুমুখী শিল্পপতি জন্মসূত্রে হাজার পঞ্চাশেক কোটি টাকার মালিক হয়েও, আজ বাজারে এক লাখ কোটি টাকার ওপর দেনা করে ফেলেছেন।অনিল ভাই।
    সুতরাং শিল্পপতি বলেই লালা ঝরানোর কিছু নেই।
  • Atoz | 125612.141.5689.8 (*) | ০৭ জুন ২০১৯ ০৬:৪৯78326
  • ঐ হাজার পঞ্চাশেক কোটি ক্রোক করে নিয়ে লাথি মেরে দূর করে দিলেই হয়। অন্তত অর্ধেক তো ফেরৎ পাওয়া গেল! তাই বা কম কী?
  • এলেবেলে | 230123.142.0189.221 (*) | ০৭ জুন ২০১৯ ০৬:৫০78327
  • অমিত

    "বিস্বাসঘাতকতা করতে হলে টাটারা অনেক আগেই করতে পারতো মনে হয়। কারখানাটা ৮০% কনস্ট্রাকশন হয়ে যাওয়ার পরে কেন করতে হবে ? করে তাদের কি ঘন্টা লাভ হলো ?"

    সেই লাভের গুড়ের গপ্পোটা এইখানে আছে - ''… the state government in Gujarat would lend Rs. 97,500 million virtually interest free (at the interest rate of Re 1 per Rs 1,000) repayable over 20 years. Public land worth Rs 11,000 million would be handed over to them free of any stamp duty and other transfer charges. Payment for the land was to be made in 8 installments at 8% interest. Many knowledgeable people … have claimed that the Modi government incurred a loss of Rs 180,000 million in its effort to attract the Tata-Nano project worth Rs 150,00 million to Rs 200,000 million”. দু-চারটে শব্দ গুগল করুন, লিংক পেয়ে যাবেন। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার।

    "এতো টেইট বাজেট এ তো সামান্য কস্ট সেভিংস ও অনেক লার্জ স্কেল এ"

    টাইট বাজেট আপনার। বাজেট টাইট কারণ নাফা করবেন আপনি। তার জন্য আমি কেন আমার স্বার্থ জলাঞ্জলি দেব? যেখানে অ্যান্সিলিয়ারি ইউনিট অন্যত্র করা যায়? সিঙ্গুরেই বা তার আশেপাশে পতিত জমিতে? সেই জমি ছিল না? কেন হয়নি? তার কারণ অপরিসীম ঔদ্ধত্য। নিরূপম সেন তখন পার্টির খেঁচো কমরেডদের কাছে এতটাই 'হিরো' যে তাঁকে কমরেডরা 'রাঢ়ের বুদ্ধ' নাম দিয়েছিল, আর অশোক ভটচাজকে 'উত্তরের বুদ্ধ'। ওই নিরূপম সেন সপাট বলে দেন ‘there was no possibility of altering the land map’। স্রেফ ইগোর লড়াইতে সব শেষ হয়। বুদ্ধবাবু 'ভিলেন' হন। আর ওসব শাঁওলি-ফাঁওলি কিসুই না, আপনারা মূল লোকটার কথা একবারও বলছেন না। পূর্ণেন্দু চট্টোপাধ্যায়। সঙ্গে দোসর সমীর পুততূণ্ড।
  • Atoz | 125612.141.5689.8 (*) | ০৭ জুন ২০১৯ ০৬:৫৬78329
  • ও বাবা!!!!! ইনিই তিনি? ঃ-)
  • এলেবেলে | 230123.142.0189.221 (*) | ০৭ জুন ২০১৯ ০৭:০১78330
  • ধ্যাত, এ তো গুরুর টইয়ের লিংক! কাগজের লিংক দেখুন। আতোজ, না আমিই আমি, তিনি নই!!
  • S | 458912.167.34.76 (*) | ০৭ জুন ২০১৯ ০৭:০২78331
  • "have claimed that the Modi government incurred a loss of Rs 180,000 million in its effort to attract the Tata-Nano project worth Rs 150,00 million to Rs 200,000 million"

    এটা দিয়ে সার্চ করলে শুধু একটাই রেজাল্ট দিচ্ছে। অন্য টইতে আপনার নিজের লেখা।
  • S | 458912.167.34.76 (*) | ০৭ জুন ২০১৯ ০৭:০৩78332
  • আপনি সার্চ করে লিন্ক দিন না।
  • S | 458912.167.34.76 (*) | ০৭ জুন ২০১৯ ০৭:১৯78333
  • চপ শিল্পের পক্ষে একটি বয়ান।

    ১) চপশিল্পপতিরা সবাই তুখোড় ব্যবসায়ী।
    ২) চপশিল্পের জন্য কোন জমি অধিগ্রহণ করতে হয়্না।
    ৩) চপশিল্পপতিরা তিনোদলকে নিয়মিত চাঁদা দেয়।
    ৪) চপশিল্প ন্যাকা ন্যাকা অতিবামেদের আঁতলামো করতে সাহায্য করে।
    ৫) চায়ের সাথে চপ খেলে তবেই সিরিয়াল অভিনেতার মাথা থেকেও গাড়ি কারখানার পোবোন্ধো নামে।
    ৬) চপশিল্পের অ্যানসিলিয়ারি হিসাবে পবে ঢপশিল্প গঠন করা গেছে।
    ৭) চপশিল্পের জন্য পবের চিকিৎসকদের বেশ আয় বেড়েছে।
    ৮) চপশিল্পের বাইপ্রোডাক্ট হিসাবে যে হাওয়া (বায়ু) নির্গত হয়, সেখানেই অন্যান্য শিল্প গঠন করা যেতে পারে।
    ৯) চপশিল্পপতিরা নিরামিষ প্রোডাক্ট বানালেই তাহা পদ্মফুলের মতন সুন্দর। তখন দুই ফুল একসাথে হতেও অসুবিধে নেই।
    ১০) চপশিল্পের বর্জনীয় তেলই ব্যাগরাকারিরা মহারাণীর পাদদেশে মাখায়।
    ১১) বেড টির সাথে চপ খাওয়া যেতে পারে। তবে হাতে দস্তানা পড়ে নেবেন। নইলে আবার হাত চপচপ করবে।
  • S | 458912.167.34.76 (*) | ০৭ জুন ২০১৯ ০৭:৩৯78335
  • দেখলাম। আনপাবলিশড পেপার।
  • dc | 232312.174.230112.184 (*) | ০৭ জুন ২০১৯ ০৭:৪৮78337
  • "টাইট বাজেট আপনার। বাজেট টাইট কারণ নাফা করবেন আপনি। তার জন্য আমি কেন আমার স্বার্থ জলাঞ্জলি দেব? যেখানে অ্যান্সিলিয়ারি ইউনিট অন্যত্র করা যায়? সিঙ্গুরেই বা তার আশেপাশে পতিত জমিতে? সেই জমি ছিল না?"

    এলেবেলে, আমার মনে হয় এটা এতো সহজে এক কথায় বলে দেওয়া যায়না। ফেসিলিটি লোকেশান নামে একটা সাবজেক্ট আছে, তাতে অনেক প্যারামিটার ধরে একটা প্ল্যান্ট বা ওঅ্যারহাউস বা যেকোন ফেসিলিটিকে অপ্টিমালি লোকেট করার উপায় শেখানো হয়। হয়তো শাঁওলি মিত্র এব্যাপারে এক্সপার্ট ছিলেন, তবে আমার মনে হয়েছিল যে এই ডিসিশানটা টাটাদের হাতেই ছেড়ে দেওয়া উচিত ছিল। টাটারাই ভালো বলতে পারতো মেন প্ল্যান্ট আর তাদের অ্যান্সিলিয়ারি কোথায় বসালে অপ্টিমাল ইউটিলাইজেশান হবে। টাটাবাবুর ইঞ্জিনিয়ারদের হাতে যেসব তথ্য ছিলো সেসব না দেখে বোধায় আমরা অতো সহজে বলে দিতে পারতামনা অ্যান্সিলারি কোথায় হবে।
  • sm | 2345.110.783412.56 (*) | ০৭ জুন ২০১৯ ০৭:৪৮78336
  • এই সব শিল্পপতি ভীতি,চাকুরে মধ্যবিত্ত দের নেতানো মুড়ি করে তুলেছে।
    প্রথমে মিডিয়া হাইপ তুলবে।শিল্প চাই,নয়তো মধ্যবিত্ত চাকুরে রা না খেয়ে মরবে ।শ্মশান তৈরী হবে।
    ওমনি রাজনৈতিক নেতারা বাহ্য জ্ঞান ভুলে শিল্পপতিদের পেছনে দৌড়বে।
    ভাবুন একবার,হাজার একর বহুফসলি কৃষি জমি কেড়ে নিয়ে, প্রায় মুফতে দিয়ে দেওয়া হবে।
    শিল্পপতি হেলিকপ্টারে চড়ে আঙুল দিয়ে দেখাবেন এই গ্রামগুলো নয়, ঐগ্রামগুলো চাই।পাশে বসে থাকা মুখ্যমন্ত্রী সায় দেবেন।
    ব্যাংক থেকে সফট লোনের ব্যবস্থা হবে।
    তারপর শিল্পপতি যে দিন চাইবেন ভাগবেন।
    তারপরই ,আর এক স্টেট এর মুখ্যমন্ত্রী খোলা চিঠি দেবেন।দেখুন আমি আরো কত সহজ শর্তে প্রকল্পটি বাগালাম।
    এটা কোন গণতান্ত্রিক দেশে হয়!
    এতো সরাসরি কৃষক দের ,প্রান্তিক মানুষ দের অধিকার নিয়ে ছিনি মিনি।
    এটা মেনে নিলেই সুবোধ বালক।না মানলেই, বাপের কু পুত্তুর!
  • S | 458912.167.34.76 (*) | ০৭ জুন ২০১৯ ০৭:৪৯78338
  • "Tata-Nano project worth Rs 150,00 million to Rs 200,000 million"
    এটা কোনো ইনভেস্টমেন্টের এস্টিমেট হলো? ১,৫০০ কোটি থেকে ২০,০০০ কোটি?

    সানন্দ গুজরাতে ন্যানো কারখানার পর কিধরনের ইনভেস্টমেন্ট হয়েছে সেখবর কেউ রাখে? রাখেনা। সেই নিয়ে আবাপ আনন্দে ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়? হয়্না। কারণ দিদিকে মুখ্যমন্ত্রী বানানোর লাভজনক প্রজেক্টটি সম্পন্ন হয়ে গেছে।
  • dc | 232312.174.230112.184 (*) | ০৭ জুন ২০১৯ ০৭:৫৫78340
  • বাই দি ওয়ে, টাটাবাবু সানন্দে যে প্ল্যান্ট বসিয়েছেন সেখানেও দেখছি ৭২৫ একরের জমিতে মেন প্ল্যান্ট আর পাশে সাড়ে তিনশো একর জমিতে ভেন্ডর পার্ক বানানো হয়েছে (নাকি হচ্ছে? কাজ শেষ হয়েছে কিনা জানিনা)। যদ্দুর মনে হয় টাটাবাবু প্রথম থেকেই ইন্টিগ্রেটেড প্রূজেক্ট বানাতে চেয়েছেন। উইকি থেকেঃ

    https://en.wikipedia.org/wiki/Sanand_Plant_(Tata_Motors)

    Built in a record time of 14 months starting November 2008, the integrated facility comprises Tata Motors’ own plant, spread over 725 acres, and an adjacent vendor park, spread over 375 acres, to house key component manufacturers for the Tata Nano

    আর সানন্দেও কিছু অসন্তোষ দেখা দিয়েছিল বা দিয়েছে, তবে সরকার বোধায় সেটা সামলে নিতে পেরেছে (এই উইকিতেই অসন্তোষের ব্যাপার আছে)।

    খবরে যা পড়ছি, সানন্দ প্ল্যান্ট রমরম করে চলছে, ১০০% ক্যাপাসিটি ইউটিলাইজেশানে পৌঁছে গেছেঃ

    https://auto.ndtv.com/news/tata-motors-sanand-plant-reaches-100-capacity-with-tiago-and-tigor-1896390

    https://auto.ndtv.com/news/tatas-sanand-plant-to-cross-500-000-production-mark-by-october-2018-1896453
  • S | 458912.167.34.76 (*) | ০৭ জুন ২০১৯ ০৭:৫৫78339
  • সিঙ্গুর নিয়ে এখনও আলোচনা হচ্ছে কেন?

    কারণ সক্কলে জানে যে বিগত ৮ বছরে শিল্পের নামে তিনোসরকার কিরকম অষ্টরম্ভাটি পেড়েছে। কিন্তু সেটি যে সিঙ্গুরের জন্য নয়, সেটি প্রমাণ করার জন্য সক্কলে একেবারে উঠে পরে লেগেছে।
  • dc | 232312.174.230112.184 (*) | ০৭ জুন ২০১৯ ০৭:৫৮78341
  • আফশোষ যে শাঁওলি মিত্র গুজরাটে গিয়ে উঠতে পারেননি, তাহলে নিশ্চয়ই ওখানেও মেন প্ল্যান্ট কোথায় হবে আর অ্যান্সিলারি কোথায় হবে সেসব নিয়ে বিশেষ টিপ্পনি দিতে পারেননি। আরও আফশোষ অনুরাধা তলোয়ার সানন্দে কারখানার গেটে দাঁড়িয়ে টাটাবাবুকে হুমকি দিতে পারেননি। ওনাদের জন্য চার্টার্ড প্লেনের বন্দোবস্ত করা যায়নি বোধয়।
  • sm | 2345.110.783412.56 (*) | ০৭ জুন ২০১৯ ০৮:০১78343
  • যদ্দুর শুনেছিলাম টাটা হাজার কোটি টাকা মতন ইনভেস্ট করতে চায়।
    এখন দেখতে হবে ওই প্রকল্প রূপায়ণ করতে গিয়ে ডিরেক্টলি বা ইন্ডাইরেক্টলি পব সরকার হাজার কোটির বেশি গচ্চা দিয়ে ফেলছিলো কি না!
  • S | 458912.167.34.76 (*) | ০৭ জুন ২০১৯ ০৮:০৩78345
  • dc | 232312.174.230112.184 (*) | ০৭ জুন ২০১৯ ০৮:১০78346
  • sm, আমি যা বুঝেছিলাম, বুদ্ধবাবু বড়ো ইন্ডাস্ট্রি করতে চেয়েছিলেন আর তার জন্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট দের ডেকেছিলেন। আর বড়ো ইনভেস্টমেন্ট যাতে হয় তার জন্য ইনসেনটিভও দিয়েছিলেন, যেটা ন্যাচারাল। এবার বেনি সান্তোস টান্তোসা কিছু জালি মাল এসেছিল ঠিকই, কিন্তু কিছু সলিড ভালো প্রোপোসালও এসেছিল। তার মধ্যে একটা ছিলো টাটা, যেটা রূপায়িত হলে পবতে বিরাট ডেভেলপমেন্ট হতে পারতো। আর কারখানা কোথায় হবে তাতে তো ইনভেস্টরের মতামত অবশ্যই নিতে হবে। যিনি হাজার কোটি টাকা ইনভেস্ট করবেন তিনি বলতে পারবেন না কোথায় প্ল্যান্ট লোকেট করা হবে? অবশ্যই পারবেন।
  • dc | 232312.174.230112.184 (*) | ০৭ জুন ২০১৯ ০৮:১৫78347
  • তবে একটা ব্যাপার আছে, যেসব রাজ্যে অলরেডি বড়ো ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে সেখানে আগে থেকেই কিছু কিচু ইন্ডাস্ট্রিয়াল হাব বানানো হয়েছে। যেমন তামিল নাড়ুতে সরকারের তরফ থেকে শ্রীপেরুম্বুদুর, ওরাগরম, আভাডি আর আরও দুয়েকটা জায়গা ইন্দাস্ট্রিয়াল এস্টেট বা পার্ক হিসেবে ডেভেলপ করা হয়্ছে, ফলে নতুন ইন্ডাস্ট্রি এলে সহজেই এই সব জায়গায় লোকেট করা যায়। বুদ্ধবাবু সেটা পারেননি কারন তার আগে পবতে বড়ো ইন্ডাস্ট্রি প্রায় কিছুই গড়ে ওঠে নি, উল্টে জ্যোতিবাবুর ট্রেড ইউনিয়ন আন্দোলনের চোটে কেউ পবতে যেতেই ভয় পেত। কাজেই বুদ্ধবাবুকে স্ক্র্যাচ থেকে শুরু করতে হয়েছিল। সিঙ্গুর আর নন্দীগ্রামে সফল হলে হয়তো ওগুলোই পবর ইন্ডাস্ট্রিয়াল হাব হয়ে যেত।
  • sei | 456712.100.6723.66 (*) | ০৭ জুন ২০১৯ ০৮:৪৪78348
  • বিজনবাবুর সাথে যুক্তি দিয়ে আলোচনা করে কোনো লাভ নেই।উনিও দিদির মতোই সর্ববিদ্যা বিশারদ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন