এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  আলোচনা  বিবিধ

  • ভোট পর্যালোচনা- ২০১৯, পশ্চিমবঙ্গ

    সোমনাথ রায় লেখকের গ্রাহক হোন
    আলোচনা | বিবিধ | ২৯ মে ২০১৯ | ১৬৫০০ বার পঠিত
  • ক) ঐতিহাসিক ভুল


    আমরা যে পরিমন্ডলে বড়ো হয়েছি, সেখানে এমন একটি দল আছে, যাকে আমরা বেশ কিছুদিন গিলতেও পারি না এবং ওগড়াতেও পারিনা। সেই দলটি ঐতিহাসিক ভুল করে থাকে। প্রধানমন্ত্রিত্ব বিতর্ক থেকে নাগেরবাজার প্যাক্ট বিভিন্ন নিদর্শন তার। তবে দলের মাথারা আত্মসমালোচনা করেন। নিজের সমালোচনা নিজে করার একটা সুবিধের দিক হল তাঁদের অন্যের সমালোচনা স্বীকার  করতে হয় না। ফলে এই দলটির ব্যাপারে আমাদের আর কিছু তেমন এখন বিশেষ লিখে লাভ নেই। তাও শুরুতে গণেশপুজোর মতন রাখা রইল। বাকি উপাচারে এতদাধিপতয়ে শ্রীবিষ্ণবের মতন ফুল দেব মাঝে মাঝে।


    খ) সংঘ নাকি সংগঠন


    যেহেতু আলোচনা পশ্চিমবঙ্গ নিয়ে আর এই বক্তব্য লোকসভা ভোটের শোকসভায় পাঠের জন্য পাঠানো হচ্ছে, ফলতঃ সুরতহালে কী এল জানতে চাইব বৈ কী! প্রথমে দেখার এই ১৮র ৪২ কি সংঘের কেরামতিতে হতে পারে? সংঘ পরিবার, হিন্দুত্ববাদী এই গোষ্ঠীটি বাংলায় বহুবছর ক্রিয়াশীল, বাকি ভারতের মতন। তবে মধ্যিখানে বাম আন্দোলনের ঘনঘটায় এদের টার্গেট অডিয়েন্স অন্য রেখায় প্রতিসৃত হয়েছিল। কিন্তু কলকাতাকেন্দ্রিকতা থেকে অফ ফোকাস বিভিন্ন অংশে গোকুলে বেড়েছে অবশ্যই। আর, দুম করে ভোটে জেতার থেকে বেশি কিছু তাদের লক্ষ্য থাকায় সামাজিক কাজকর্মে অংশীদার হওয়ার কাজ চালিয়ে গেছে। বিশ্বায়নের আগে আমরা মণিমেলা দেখেছি, বিজ্ঞান জাঠা দেখেছি, এমন কী পাড়ার ক্লাবগুলোর সক্রিয়তা দেখেছি। এখন সেই জায়গায় পোটেনশিয়াল অর্গানাইজাররা অর্কুট-ফেসবুক-টিন্ডার-হোয়াটস অ্যাপ করেন। ফলে সামাজিক পরিসরে সংগঠন ডুবে গেছে, সংঘের আলো উজ্জ্বল হয়েছে। হালে সরস্বতী বিদ্যামন্দির লোকের চোখে টোখে পড়ছে, কিন্তু সক্রিয়তা এক মাত্রায় বহুবছর ধরে থেকেছে। এই দিয়ে ভোটে জেতার সবটা হয়েছে মনে হয় না, কিন্তু কিছুটা হয় নি এমন নিশ্চয়ই নয়। সঙ্ঘারামে নিশ্চিতভাবে সংগঠনের ভিতপুজো হয়েছে। তাহলে বাকি থাকে সংগঠন। একটি সংগঠন ভালো চললে তার ভোট বাড়ে। বিশেষতঃ নতুন খেলতে নামা দল জেতে আর পুরোনো দল হারে ডিফেন্স-মিডফিল্ড-ফরওয়ার্ডের অর্গানাইজেশনের তারতম্য ঘটিয়েই। তার মানে ২ থেকে ১৮য় হেভি অফেন্স। ৩৪ থেকে ২২ এ ডিফেন্স ঝুলেছে, যতই ভোটভাগ বাড়ুক টাড়ুক না কেন। বল পজেশন তখনই কাজের যখন তা গোলে বাড়ে।  মনে রাখা দরকার, আমরা ২৩৫, ওরা ৩০ এর ভোটেও ৩৫% এর বেশি ভোট ওদের ভাগে ছিল।  ভোটকে সিটে পরিণত করার মধ্যে সাংগঠনিক কেরামতি থাকে।


    সিপিএমের ভাগে ২ থেকে শূন্য নিয়ে বেশি কিছু বলব না। তবে প্রকৃতি শূন্যস্থান পূরণ করে বলে শিশুবিজ্ঞানে লেখা ছিল। এটুকু খেয়াল করা অবশ্য যেতেই পারে যে ২০০৯এ বামশক্তি যে ১৬টি আসনে জিতেছিল, তার ১১টি এবার বিজেপির ভাগে পড়েছে। উল্টোদিকে দেখি  ২০০৯এ পাওয়া আসন, যা বিজেপি তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছে ২০১৯এ, তা হল হুগলি, ব্যারাকপুর, বনগাঁ আর রানাঘাট। এর মধ্যে ব্যারাকপুর আসনটা দ্রষ্টব্য, সেখানে তৃণমূলের সংগঠনের মূল লোকটি বিজেপিতে গিয়ে জিতেছেন। বনগাঁ আর রানাঘাটে নাগরিকত্ব বিলের ইস্যু ছিল, যা নিয়ে আমরা পরের পর্বগুলিতে আলোচনা করছি। ফলে বিজেপির ভোট এবং আসন দুইই বেড়ে যাওয়া, স্থানীয় সরকারে ক্ষমতাসীন দলের নাকের ডগা থেকে মার্জিনাল ভোটে একাধিক লোকসভা আসন বের করা, প্রার্থী প্রচার করতে পারেন নি, এমন জায়গাতেও ফল উলটে দেওয়া- এইসবই সাংগঠনিক কৃতিত্ব হিসেবে দেখা উচিত।


    গ) আইটি সেলের ভাইটি


    তিনি আমাদের হোয়্যাটস অ্যাপ করে গেছেন। আমরা প্রথমে পড়ি নি, তারপর খুলে দেখেছি মমতা ব্যানার্জির কার্টুন, তারপর স্কুলমেটদের গ্রুপে ফরওয়ার্ড করেছি। তারপর একদিন ট্রেনের তাসের আড্ডায় বিশরপাড়ার রবি বলেছে মেটিয়াবুরুজে অপহরণ নিয়ে একটা হেভি প্রতিবেদন এসেছে, সব কাগজ চেপে যাচ্ছে। বলেছি ফরওয়ার্ড করে দে তো। এই ভাবে বিছন থেকে দই জমেছে। কিছুক্ষণ আগে, আমার অফিসের এক সুইপার দেখলাম আরেকজনকে তার ফোন থেকে রাজনৈতিক খবর পড়ে শোনাচ্ছেন। দ্বিতীয়জনের কাছে স্মার্টফোন নেই মনে হল। তো হোয়াটস অ্যাপের ফরওয়ার্ড আমরা কাকে পাঠাচ্ছি আর কার থেকেই বা পাচ্ছি? কার থেকে নয়? পিসতুতো দিদি-সহকর্মী-মুদির দোকানমেট-স্কুলের বন্ধু ইত্যাদি, প্রভৃতি। আমাদের চেনা লোকজনই এগুলো পাঠাচ্ছে, যাদের রাজনৈতিক আনুগত্য-টত্যও নেই, মিডিয়াওলাদের মতন খবর বেচে খাবার জোটানোর দায় নেই। টিভিতে এক বিশেষ-অজ্ঞ এসে গাঁক গাঁক করে বলে গ্যালো- এন আর সি হওয়ায় নাকি আসামে হিন্দুরাই ক্যাম্পে ঢুকছে, তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সে নিশ্চয়ই তৃণমূলের কমিটিতে আছে, আমি হোয়াটস অ্যাপ পেয়েছি সীমান্ত থেকে যে সব লস্কররা ঢুকে আশেপাশের বস্তিতে থাকছে, এন আর সি হলে তাদের চুন চুনকে তিহার জেলে পোড়া হবে। আমার ভায়রা আমাকে পাঠিয়েছে, সে তৃণমূল বা বিজেপি নয় বরং বামমনস্ক। এইভাবে সাইবার স্পেসে, আমাদের নিজস্ব আলাপচারিতায় এমন এক সংগঠন গড়ে উঠেছে যেখানে নম্বর দিলে বিজেপি ৯৫ তৃণমূল -২০ আর মমতা ব্যানার্জির মিম বানিয়ে সিপিএম সেখানেও বিজেপির খাতায় বাকি ৫ নম্বর উঠিয়ে দিয়েছে। কিন্তু, কথা হল হোয়াটস অ্যাপ কার থেকে পাই? কাকে পাঠাই? আইটির ভাইটি কে বা কারা আমি জানিনা, কিন্তু তাঁর কাজ ভাইরাল হয়ে আমার কাছে আসে আমার চেনাশুনো লোকের থেকেই, পাঠাই ও তাদেরকেই। চেনাশুনো লোক আমাদের জন্য তারাই যাদের সাথে দেখাশোনা হয়। আশেপাশের লোক, এই শহর বা গঞ্জের, নইলে ট্রেনে একটা দুটো স্টেশন, বাসে কুড়ি মিনিট দূরে থাকে এরকম। ফলে এক ভৌগোলিক পরিসরে এই সাইবার স্পেস ক্রিয়ারত থাকে। হোয়্যাটস অ্যাপের সাংগঠনিক ক্ষমতাও ভৌগোলিক। মাটিতে চলা সংগঠন তার কর্মীদের হাত ধরে বুথ-ওয়ার্ড-পঞ্চায়েত-ব্লক ধরে গড়ে ওঠে, শক্তিশালী হয়, শক্তি ক্ষয়ও করে। মেসেঞ্জার-হোয়্যাটস অ্যাপের স্মার্ট সংগঠন, স্থানীয় কর্মীর ভূমি ঊর্ধ্বে ভোটের প্রচার চালিয়ে গেছে সেই ভৌগোলিক পরিসরেই, মূলতঃ।


    ঘ) ভৌগোলিক ঠিক




    চিত্র ১- বিধানসভা ভিত্তিক এগিয়ে থাকার হিসেব (লাল- বিজেপি, নীল- তৃণমূল)


    চিত্র ১ -এ রাজ্যের লোকসভা ভোটের ফল রাখা রইল।  একটু অন্যরকম দেখাচ্ছে, তার মূল কারণ বিধানসভা কেন্দ্রে কে এগিয়ে সেই হিসেব ধরে এই ম্যাপপয়েন্টিং করা হয়েছে। এছাড়া কংগ্রেসের এগিয়ে থাকা বা  কংগ্রেস সিগিনিফিকেন্ট এই এলাকাগুলি আমরা ম্যাপে সাদা রেখে গেছি ধরিনি ( নির্দিষ্ট করে- মালদার দুটো লোকসভা আর বহরমপুর), আর মূল ম্যাপে গা ঘেঁষাঘেঁষি ব্যারাকপুর আর হুগলি কেন্দ্রের বিধানসভাগুলি ভালো করে বোঝা যাচ্ছিল না (এই অঞ্চল জনগনত্বে পৃথিবীর সামনের সারিতে)। মোটের ওপর নীল রঙে তৃণমূলের জেতা আর লাল রঙে বিজেপির জেতা বিধানসভা দেওয়া আছে। যেটা দেখার, উত্তরবঙ্গে দুটো আর দক্ষিণবঙ্গে দুটো নীল প্যাচ ছাড়া, বাকি সমস্ত লাল বা নীল দাগ দলাবেঁধে আছে , মানে বিস্তীর্ণ অঞ্চল ধরে হয় টানা বিজেপি এগিয়ে, নতুবা তৃণমূল। এই চারটে বিচ্ছিন্ন হয়ে পড়া জায়গা নিয়ে আমরা পরে কথা বলব।


    কিন্তু মূল ট্রেন্ড যেটা বিজেপি যেখানে এগোচ্ছে সেখানে আশেপাশের বেশ বড়ো অঞ্চল ধরে বিজেপি এগোচ্ছে, অঞ্চলগুলো এত বড়ো যে তার মধ্যে বিভিন্ন জনগোষ্ঠী, বিভিন্ন ধর্মগোষ্ঠী শহর-গ্রাম ইত্যাদি পড়ছে, মানে ধরুন দেড়খানা বা তিনখানা জেলা ধরে একটা বিজেপি জেতা পরিসর। আবার তৃণমূলও তাই। এই জেতার পরিসরটা একাধিক লোকসভাকে কাটছে। ধরুন ব্যারাকপুরের মধ্যে আমডাঙা তৃণমূল এগিয়ে তার পাশে খড়দা, অশোকনগর, বারাসত অন্য লোকসভাতে হলেও তৃণমূল জিতছে। দমদম আর বারাসতের দুটো বিজেপি বিধানসভা যথাক্রমে রাজারহাট গোপালপুর আর বিধাননগর- গায়ে গায়ে। আবার ঘাটালের ডেবরাতে বিজেপি এগিয়ে তার পাশেই তো পাঁশকুড়া পশ্চিম আর মেদিনীপুর বিজেপির থাকছে। এই ধারাটা গোটা রাজ্য জুড়েই প্রায়। এর উত্তর অধীর চৌধুরীর পকেট দিয়ে হয়। সেখানে কংগ্রেসের খুব ভালো ভোট সব বিধানসভায়, সাতটার চারটেতে এগিয়ে, বাকিগুলোতেও এত ভালো যে কংগ্রেসের ভোট বলে মনেই হয় না, আর তার কারণ কংগ্রেসের অসাধারণ সংগঠন আছে ঐ অঞ্চলে। অধীরবাবুর নিজস্ব সংগঠন। অর্থাৎ, সংগঠন, যা অঞ্চল ভেদে শক্তিশালী হয়, তা যেখানে প্রতিপক্ষের তুলনায় মজবুত, সেখানে মোদি হাওয়া, সারদা দুর্নীতি, টাকা খাটানো সব তুচ্ছ করে জয় এনেছে। নইলে পুরো দক্ষিণ চব্বিশ পরগণা জুড়ে তৃণমূল সব বিধানসভায় এগিয়ে, আর সারদায় ক্ষতি তো ঐ জেলাতে প্রচুর। দক্ষিণ চব্বিশে তৃণমূলের এমন সংগঠন যে ডিএ পেকমিশন ব্যর্থতার পরেও ডায়মন্ড হারবারে পোস্টাল ব্যালটে তৃণমূল এগিয়ে থাকে! তৃণমূল যেখানে ভালো রকম পিছিয়ে সেখানে ১০ বছর আগের ভোটেও সেই অবস্থায় ছিল। বাঁকুড়ায় ২০০৯এ ৩৬% ভোট ছিল, মেদিনীপুরে ৪২%। এখনও কিমাশ্চর্য তাই হয়ে গেছে। অনুরূপ হিসেব বালুরঘাট, বিষ্ণুপুর কিম্বা আসানসোলেও। বামপন্থীদের সংগঠন প্রবলতর ছিল ২০০৯-এ (তখন ভাঙন শুরু হয়ে গেছে), এখন একদমই অনুরূপ প্রাবল্য বিজেপির। তৃণমূলের সংগঠন যেখানে ২০১১র পরে গড়ে উঠেছে সেখানে সেখানে সেটি দুর্বল এবং বিজেপি সম্ভবতঃ পূর্বতন শক্তিশালী অন্য একটি সংগঠনের কাঠামো ধরে এগিয়েছে। ফলে সেখানে তৃণমূলের ভোট ২০০৯-এর হিসেবে প্রায় আটকে আছে এবং বিজেপির ভোট ২০০৯-এ বামদলের ভোটের সমান হয়ে গেছে। আর, আগে যা বলেছি, ২০০৯-এ বামশক্তির জেতা লোকসভা আসনের ১৫র ১১ টিতে এবার বিজেপি জিতেছে। বাকি ৪টি আসন যা তৃণমূল এবার পেয়েছে সেগুলি হল- আরামবাগ (১০০০+ ভোটে কোনও ক্রমে জেতা), পূর্ববর্ধমান, ঘাটাল ও বোলপুর।  তৃণমূলের সংগঠন বীরভূমে অনুব্রত মন্ডলের হাতে শক্তিশালী হয়েছে। ঘাটালে নির্ণায়ক হয়েছে কেশপুর বিধানসভা, ৭৮০০০ ভোটে এগিয়ে দিয়ে। কেশপুরে তৃণমূলের সংগঠন নিয়ে আমরা গত দুদশক ধরে শুনে আসছি। তাছাড়া সংগঠন তো শুধু একটা ব্লকে আটকে থাকে না, আশেপাশের ব্লকেও ছড়ায়। তাই, আশেপাশের বিধানসভাতেও যথাক্রমে লাল বা নীল রঙ ধরছে।


    এই যে বিন্যাসটা, যেখানে তৃণমূল এগিয়ে সেটা এবং তার আশেপাশের বিস্তীর্ণ অঞ্চল নীল আর যেখানে বিজেপি এগিয়ে, আশেপাশের অঞ্চল লাল, যাদের জ্যামিতির পরিভাষায় হয়ত বা ম্যানিফোল্ড হিসেবে দেখা যাবে, সেটা এই নির্বাচনের মূল ধারা। একটা মাপক হিসেবে এখানে ভোটে জেতাকে ধরা হয়েছে, শুধু জেতা হারা দিয়ে অবশ্য সবটা ব্যাখ্যা হয় না। কিন্তু, লক্ষ্যণীয় বিষয় যেখানে একটি ম্যানিফোল্ডের সীমানা আর আরেকটি শুরু, তার কাছাকাছি দিয়ে একদলের ভোট শেয়ার কমে আসছে আরেকজনের বাড়ছে এরকম। অর্থাৎ একটা ভূমিগত বিন্যাসের ধারা মেনে ভোট ভাগ হচ্ছে, বিশেষতঃ বিজেপি আর তৃণমূলের মধ্যে। লোকসভা কেন্দ্রের বদলে বিধানসভা কেন্দ্রের নিরিখে ম্যাপ দেওয়া এইটা বুঝতেই যে এই ম্যানিফোল্ড-গুলি স্থানীয় সাংগঠনিক শক্তির হেরফেরে ভোটের ফলাফলের পরিণতির ইংগিতই দিচ্ছে। আমাদের হাতে বুথ ভিত্তিক তথ্য নেই, কেউ পেলে করে দেখতে পারেন সেইখানেও এই বিন্যাস দেখা যাচ্ছে কী না!


    ঙ) মিথ-মিথ্যে-মিথোজীবিতা


    বলা হচ্ছে এস সি ও এস টি রা তৃণমূলের দিক থেকে সরে গেছে। আমরা মালদা মুর্শিদাবাদ বাদে ৬৪টির মত এস সি সংরক্ষিত বিধানসসভা দেখলাম, তার ৩১টিতে তৃণমূল এগিয়ে।  যে এস সি বিধানসভাগুলি বনগাঁ রানাঘাট বা আলিপুরদুয়ারে গায়ে গায়ে লেগে আছে, সেইগুলির প্রায় সবকটিতেই বিজেপি এগিয়ে। তার আশেপাশের অসংরক্ষিত বিধানসভার ট্রেন্ড রঙ ও কিন্তু অনুরূপ। আবার যে সংরক্ষিত আসনগুলি দক্ষিণ চব্বিশ পরগণায়, তার সবগুলিতে তৃণমূল এগিয়ে। অর্থাৎ তপশিলি জাতিভুক্ত মানুষের আধিক্য সংশ্লিষ্ট বিধানসভাগুলিতে আলাদা করে ফলের তারতম্য ঘটাচ্ছে না, এবং সারা বাংলা জুড়ে তপশিলি জাতির আলাদা করে বিজেপিকে বেছে নেওয়ার সাধারণ কোনও রীতি এই ভোটে উঠে আসেনি। তবে, একথা অনস্বীকার্য যে রাণাঘাট আর বনগাঁয় বেশিরভাগ বিধানসভাই তপশিলি সংরক্ষিত। এবং গত দুটি লোকসভা এবং বিধানসভা ভোটে তৃণমূলকে বিপুল সমর্থনের পরে এইখানকার মানুষ এবার বিপুলভাবে বিজেপির সঙ্গে গিয়েছেন। তার পিছনে একটা বড় ফ্যাক্টর অবশ্যই নাগরিকত্ব বিলের প্রতিশ্রুতি। আসামের এর আর সি-র উদাহরণ হাতের সামনে থাকলেও সেখানে বিজেপির প্রচারকে কাউন্টার করতে পারে নি বাকি দলগুলি। এছাড়াও আগে আলোচনা করা সংগঠনের শক্তির তারতম্যের ব্যাপারটা এসেই যাবে। রাণাঘাটের কৃষ্ণগঞ্জে একটি বিধানসভা উপনির্বাচন হয়েছিল এইবারই। সেখানে পূর্বের তৃণমূল এম এল এ-কে হত্যা করা হয়, সন্দেহের তীর বিজেপির দিকে থাকে। প্রায় সমস্ত প্রিসিডেন্স সরিয়ে রেখে সেই আসনে বিজেপি জেতে! দলিত এম এল এ হত্যা যেখানে জাতীয় রাজনীতিতে নির্ধারক পয়েন্ট হতে পারত, সেখানে সেই আসনের উপনির্বাচনেই সেই এম এল এ-র দল হেরে যায়, এ সাংগঠনিক বিচ্যুতি ছাড়া হতেই পারে না।


    যাই হোক, আমাদের চিত্র-১ এ চারটে পকেট আছে, যা তৃণমূলের দিকে থাকা বিধানসভা, চারদিক থেকে বিজেপি দিয়ে ঘেরা। উত্তরবঙ্গে সিতাই ও রাজগঞ্জ, দুটোই এস সি। দক্ষিণে মানবাজার ও বিনপুর, দুটিই এস টি। এর কাছাকাছি দুটো বিজেপির জেতা এস টি বিধানসভা রায়পুর ও রানিবাঁধ, যেখানে তৃণমূলের পিছিয়ে থাকা এবং সিপিএমের প্রাপ্ত ভোটের হিসেব মিলে যায়।


    এবার, তপশিলি উপজাতি সংরক্ষিত সিটের হিসেব যদি দেখি- ১৫ টির ৩ টি তৃণমূল পেয়েছে। অর্থাৎ এখানে একটা শক্তিশালী ট্রেন্ড দেখা যাচ্ছে যে তপশিলি উপজাতির মানুষজন বিজেপিকে বেছে নিচ্ছেন। তবে এর মধ্যে লক্ষ্যণীয়, ঐ পূর্বোল্লিখিত দুটি পকেট বাদ দিয়ে আর যে এস টি আসনে  তৃণমূল এগিয়েছে, সেই সন্দেশখালির আশেপাশের সব আসনই কিন্তু তৃণমূলের। আবার বাঁকুড়া-পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রামের এস টি আসনগুলির আশেপাশে সব আসন প্রায় বিজেপির। তবে, এই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না যে তপশিলি উপজাতির মানুষ তো আর শুধু সংশ্লিষ্ট বিধানসভাতেই থাকেন না, আশেপাশে ছড়িয়ে থাকেন আর তাঁদের ভোট অঞ্চলের অন্যান্য বিধানসভাতেও প্রভাব ফেলেছে।


    এইখানে একটা মিথোজীবিতার তত্ত্ব আনা যায়। মানুষ একে অন্যের ওপর নির্ভরশীল। সম্প্রদায়, পেশা ব্যতিরেকে একে অন্যের সঙ্গে আদানপ্রদান করে। আমার প্রতিবেশী কী ভাবছে, বাজারের সবজিওলা কী বলছেন, ছেলের গৃহশিক্ষক কী চাইছেন এইসব আমার সিদ্ধান্তকে প্রভাবিত করে। আর, এই হাইপোথিসিসকে আমরা রাখছি আরেকটা হাইপোথিসিসের প্রতিতুলনায়। সেটা হল যে- মুসলিম ভোট প্রায় সর্বাংশে তৃণমূলে গেছে এবং সেইটাই তৃণমূলকে যেটুকু অক্সিজেন দেওয়ার দিয়েছে। বাংলার মুসলিম জনশতাংশ সবচেয়ে বেশি, দুটি জেলায়- মালদা আর মুর্শিদাবাদ। জনবসতির ৫০% এর বেশি মুসলমান। তার মধ্যে মালদায় একটিও আসন তৃণমূল পায় নি, মুর্শিদাবাদে তিনটির দুটি আসন পেয়েছে। আরও একটি মুসলিম সংখ্যাগুরু জেলা উত্তর দিনাজপুর। এখানে মুসলিম ৪৯% এর বেশি। এই জেলার ৯টি বিধানসভার ৫ টিতে তৃণমূল এগিয়ে, চারটিতে বিজেপি। এবং কোনও আসনেই ৪৯% এর কাছাকাছি ভোট তৃণমূলের নেই বরং কয়েকটি আসনে কংগ্রেস-সিপিএম ভালো ভোট পেয়েছে। অর্থাৎ, মুসলিমরা সংখ্যাগুরু এমন অঞ্চলে তৃণমূলকে তাঁরা সম্প্রদায় বেঁধে ভোট দিয়েছেন এরকম মোটেই নয়। এরপরে যে দুটি জেলায় মুসলিম বসতি বেশি, মানে ১/৩ এর বেশি, দক্ষিণ চব্বিশ পরগণা এবং বীরভূম, দুটিতেই লোকসভার সব আসন তৃণমূলের, বিধানসভার প্রায় সব আসনও। দক্ষিণ চব্বিশের প্রায় সমস্ত বিধানসভায় ৫০% এর বেশি ভোট তৃণমূলের, কোথাও কোথাও তা ৭০-৮০ ছুঁয়েছে। এর মধ্যে তপশিলি জাতি অধ্যুষিত বিশাল এলাকাও রয়েছে। সিপিএম কংগ্রেসের ভোট অনেক কম, এস ইউ সি আইয়ের গড় যে দুটি কেন্দ্র, সেখানে উল্লেখযোগ্য ভাবে বিজেপির ভোট বেশ কিছুটা বেশি। বীরভূমেরও বহু কেন্দ্রে ৫০%এর বেশি ভোট তৃণমূলের। অর্থাৎ এই সমস্ত কেন্দ্রে ভোটের সোজা ধর্মীয় বিভাজন হয় নি, মুসলিম ভোট তৃণমূল আর হিন্দু ভোট বিজেপি এমন ভাবে ভোট ভাঙে নি। বরং উলটো ইংগিত পাওয়া যাচ্ছে। এছাড়াও দেখা যাচ্ছে সেখানে ২০-২৫% মুসলমান, যেমন বর্ধমান হাওড়ার বিধানসভাগুলি, তার অনেকগুলিতে তৃণমূলের ভোট বেশ ভালো এসেছে, ৫০%এর কাছাকাছি। আবার উত্তরবঙ্গে ঐধরণের মুসলমান বিন্যাসে তৃণমূলের ভোট অত ভালো হয়ও নি। উত্তর চব্বিশ ও নদীয়ায় মিশ্র ফল, বিভিন্ন অঞ্চলে। এর মধ্যে যেখানে তৃণমূলের ভোট ভালো, সেখানে তপশিলিপ্রধান আসনেও তৃণমূল অনেকটা এগিয়ে। আবার সেটা হচ্ছে না বলে উত্তর চব্বিশ পরগণা ও নদীয়ার কিছু এলাকায় ফল ততটা ভালো হচ্ছে না। পশ্চিম মেদিনীপুরে ১০% মুসলিম, সেখানে একটি আসন তৃণমূল পাচ্ছে। একদমই পাচ্ছে না বাঁকুড়া পুরুলিয়া দার্জিলিং এ, সেখানে মুসলিম জনশতাংশ দশের নিচে।


    বিজেপির গ্রহণযোগ্যতা মুসলিমদের কাছে ভালো নয়, এখন অবধি এটা প্রতিষ্ঠিত। ফলে মুসলিম ভোট বিজেপির বিরুদ্ধেই যাওয়ার সম্ভাবনা। যে অঞ্চলে মুসলিমরা সংখ্যাগুরু, তাঁরা একাধিক দলকে বিজেপির বিরুদ্ধে বেছে নিচ্ছেন। যে অঞ্চলে সংখ্যালঘু কিন্তু উল্লেখযোগ্য পরিমাণে আছেন, সেখানে সম্ভবতঃ তৃণমূলকে বেছে নিচ্ছেন এবং মুসলিমদের বিজেপিজনিত আশংকা একভাবে তাঁদের প্রতিবেশী হিন্দুকে প্রভাবিত করছে, তাঁদের ভোট একতরফা বিজেপিতে যাচ্ছে না। বরং তৃণমূল আরও কিছুটা এগিয়ে যাচ্ছে। তপশিলি জাতির ভোটেও সেই প্রভাব আসছে। ব্যতিক্রম মতুয়া অঞ্চলগুলি, সেখানে নাগরিকত্ব ইস্যুতে তপশিলি ভোট একধারে বিজেপিতে গিয়েছে, হিন্দু-মুসলিম মিথোজীবিতার তত্ত্ব টেঁকে নি। যেখানে মুসলিম নেই, সেখানে বিজেপির মুসলিম-বিরোধিতার অভিযোগ তার ভোট হিন্দুদের কাছেও কমায় নি, কারণ হিন্দু জনগণ প্রতিবেশীর সহমর্মী হতে পারে নি।


    এর উল্টোদিকে আসছে তৃণমূলের মুসলিম তোষণ, ইমামভাতা প্রভৃতি 'পশ্চাদপট' জনগণের মধ্যে তার ভোট বাড়িয়েছে, কদিন বাদে সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি তৈরি হবে রাজ্যে। মুসলিম ধর্মীয় রাজনৈতিক দল এসে এই ভোট নিয়ে তৃণমূলকে অপ্রাসঙ্গিক করে দেবে এই সব বক্তব্য। বিজেপির পাশাপাশি বাম-লিবারেলরাও যার প্রচারে নেমেছেন। কমরেড নরেন্দ্র মোদী তো বলেইছেন, মানুষ দুধরণের- যাঁরা ওনাকে সমর্থন করেছেন আর যাঁরা ওনাকে সমর্থন করবেন। কিন্তু ধর্মীয় ভোট বিভাজনের জনপ্রিয় হয়ে ওঠা তত্ত্ব ১০-৩৫% মুসলিম জনবহুল এলাকায় বহুলাংশে তৃণমূলের ৫০% বা তার বেশি ভোটের হিসেব মেলায় না। হিন্দু-মুসমিল সম্পর্ককে শুধুমাত্র বৈরিতার আলোয় দেখলে হিসেবে অনেকটা ফাঁক থেকে যাবে।


    চ) নটেগাছ


    নোটের গাছি ছাগলে খেয়েছিল কিন্তু তা সত্তেও দেশব্যাপী বিরোধী হাতে পেনসিলও প্রায় রইল না। আরবান এলিট নোটাবিপ্লবীরাও উড়ে গেলেন মোদি হাওয়ায় আর গ্রামে বন্দরে তো কথাই নেই। পশ্চিমবঙ্গে আরও অনেক কিছুর সাথে ঝামরে পরল সেই হাওয়া। কিছু রাজনৈতিক সমীকরণ পাল্টালো। একমাত্র যে সব জায়গায় (দাগ দিয়ে আবার বলা, জায়গা, অঞ্চল, ভৌগোলিক বিভাজন) তৃণমূলের সংগঠন শক্তিশালী, হাওয়া বাঁক নিল সেখানে এসে। চলে গেল সেইসব জায়গায়, যেখানে তৃণমূলের সংগঠন শক্তিশালী নয়, নতুন এবং বামপন্থীদের সংগঠন যেখানে কদিন আগেও শক্তিশালী ছিল। এর পাশাপাশি এল সংঘের হাতে গড়ে ওঠে বিজেপির সংগঠন, যা আদিবাসী অঞ্চলে শক্তিশালী হয়ে উঠেছে। বিজেপির সংগঠন সম্ভবতঃ বাম সংগঠনের জীর্ণানি বাসাংসিতে পুনঃ প্রাণিত হল। এই লেখাটির সংশোধনপর্বে বন্ধুরা বললেন তৃণমূলের দুর্নীতি, অগণতন্ত্র, বিরোধীদের উপর অত্যাচার এই বিষয়গুলি পর্যালোচনা করতে। কিন্তু, আমরা দেখতে পাচ্ছি, সারদা উপদ্রুত দক্ষিণ চব্বিশ পরগণায় একাধারে তৃণমূল জিতছে, অনুব্রত মন্ডলের পাঁচনবাড়ির হুমকি সত্তেও বীরভূমে জিতছে, আবার উন্নয়ন হয়েছে লোকে মেনে নিলেও ঝাড়গ্রাম-বাঁকুড়ায় হারছে। মুকুল রায়ের হাত ধরে মমতার সরকারের থেকে অধিক উন্নয়ন হবে, সৌমিত্র খাঁ বা অর্জুন সিংহ দল বদলানোয় তাঁদের পারফরমেন্স পালটে যাবে, এ মনে হয় সাধারণ ভোটাররা বিশ্বাস করেন না। তবে যেখানে বিজেপির সংগঠন বেশি সক্রিয় হয়েছে সেখানে তৃণমূলের বিরুদ্ধে জনমত ভোটবাক্সে পড়ার বন্দোবস্ত করা গেছে। অন্যত্র, যেখানে তৃণমূল শক্তিশালী, স্থানীয় মানূষের অভাব অভিযোগকে ভোটে নির্ণায়ক হতে দেয় নি। এ কথা অনস্বীকার্য, ছোট স্তরের নেতার দুর্নীতি অত্যাচার সারদা বা রাফালের থেকে কম প্রভাব ফেলে না মানুষের তাৎক্ষণিক সিদ্ধান্তে, কিন্তু সংগঠনের স্ট্রাকচারটি ক্রিয়াশীল থাকলে, সেইগুলিকে অ্যাড্রেস করা বা তার প্রতিশ্রুতি দেওয়া সহজ হয়ে যায়।


    তাই, ধর্ম নয়, মতাদর্শ নয়, উন্নয়নও নয়,  ম্যাচ শেষে দেখা গেল জিতল সংগঠনই, কারণ ভোট হয়ে যায় না, ভোট করানো হয়- যুদ্ধের মতনই।


    ছ) কী করিতে হইবে


    আমাদের কথা কেউ শোনে না। তাও এত কিছু লেখার পর একটু উপদেশ-সার ও লিখে যাই। এমনিই তৃণমূলকে আজকাল সকলেই বলে যাচ্ছে কী কী করা উচিত। আমরা বরং বলব, তৃণমূলের কী করিতে হইবে না! যেটা ২০০৯ এ সিপিএম করেছিল, সেইটা না করলেই মনে হয় হবে। স্থানীয় স্তরে সংগঠনকে ধরে রাখা আর মজবুত করা ছাড়া আর খুব কিছু করার নেই। আত্মসমালোচনার বদলে অন্যের সমালোচনা বিচার করে সেই অনুসারে কাজ করা, স্থানীয় রাজনীতির সুবিধা ভেবে রাজ্য রাজনীতি চালানো, ইত্যাদি। সব দোষ নিচুতলার কর্মীদের একাংশের নামে না চালিয়ে, নিচুতলার কর্মীদের পাশে উঁচুতলার দাঁড়ানো। কিছু নেতা বিজেপিতে যাবে, কিছু জেলেও হয়তো বা যাবে। কিন্তু অঞ্চল ধরে রাখার কাজে সরকারের সাহায্য এক্সটেন্ড করতেই হবে, অন্ততঃ ২০২১ অবধি। একচুয়ালি  মমতা ব্যানার্জি সরকারের বদলে পার্টিতে মন বেশি দিলে ভালোই হবে। ভোট শুধু সরকারি প্রকল্প দিয়ে আসে না। ডিএ মাইনর ইস্যু, তবে সরকারি চাকরিতে, স্কুল কলেজে নিয়োগ দরকার। সংগঠনের সার ওখানে জমে।


    আর বিজেপিকে? ২০০৯ এর পর তৃণমূল যা করেছিল, তাই। লোকের সঙ্গে ভালো সম্পর্ক রাখা। কেন্দ্রীয় সরকারের প্রকল্প ইত্যাদি পাওয়ানো। বাংলা থেকে মন্ত্রী। বুদ্ধিজীবীদের চাকরি দেওয়া থাকলে কিছু উটকো ঝামেলা কম হয়, সেইসব।


    আমাদের? গ্যালারি আসলে খেলারই অঙ্গ। ইমোশনাল অ্যাটাচমেন্ট কাটিয়ে খোরাক নিন। সব কিছুই আসলে ঘণ্টাখানেক সঙ্গে সুমন। আর, নাহলে মাঠে নেমে ইস্যুভিত্তিক লড়াই করুন, কিম্বা আইটি সেলের মতন ব্যক্তিগত মেসেজ ভাইরাল করার উপায় করুন। আমার মতন আত্মপ্রসাদ পেতে চাইলে আলাদা কথা, নতুবা ফেসবুকে বেশি লিখবেন না, ও কেউ সিরিয়াসলি নেয় না।


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • আলোচনা | ২৯ মে ২০১৯ | ১৬৫০০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | 125612.141.5689.8 (*) | ০২ জুন ২০১৯ ০৭:১২78284
  • উলু জুড়ে গেছে হয়তো শুরুতে।
  • এলেবেলে | 230123.142.9001212.181 (*) | ০২ জুন ২০১৯ ০৭:২৭78285
  • আর্ধুর, ভালো সুরে কথা বললে কথা বলি। চমকালে ইগনোর করি। অভিমান? তাও আপনার ওপর? সিপিএম না লিজ্জত পাঁপড়? ফুস।
  • sm | 2345.110.123412.57 (*) | ০২ জুন ২০১৯ ০৭:৩৬78267
  • জ্যোতি বসু মহান নেতা প্রচার,সিঙ্গুর,নন্দীগ্রামে শিল্পের হয়ে প্রচার,ব্র্যান্ড বুদ্ধ প্রচার,2016 তে জোটের প্রচার,
    এতো সবের পরেও অবপ খালি বদনাম পেয়ে গেল,বামেদের হয়ে প্রচার করে নি, দুস্টু মিডিয়া বলে।
    পাথরের দেওয়ালও মাকুদের থেকে কম নিরেট।
  • T | 342323.191.2356.162 (*) | ০২ জুন ২০১৯ ০৭:৪৫78286
  • উঁহু, খাগড়াগড় এখনও জোড়াফুলই আছে মনে হয়।
  • এলেবেলে | 230123.142.0189.6 (*) | ০২ জুন ২০১৯ ০৭:৪৬78268
  • আরে হাহুতাশ কে করছে।

    ১. ভোটের আগের ২/৩ মাসে টিভিতে কোন বাম নেতার সাক্ষাৎকার দেখেছি বলে মনে করতে পারিনা। এমনকি ব্রিগেডের জমায়েতের খবরও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সুকৌশলে চেপে দিয়েছিল।

    ২. দুহাজার সাত অনওয়ার্ডস আবাপ, বর্তমান, প্রতিদিন, সকালবেলা, কলম, ভোরের কাগজ, স্টেটসম্যান (বাংলা), এখন খবর না কী একটা, তারা নিউজ, চ্যানেল টেন, তারানন্দ ইত্যাদি নিয়ম করে ধারাবাহিক ভাবে প্রচার চালিয়ে গেছে। অবশ্যই লেফটের বিরুদ্ধে। সুদীপ্ত সেন প্রায় পনেরোশো জার্নালিস্ট মাঠে নামিয়েছিলেন। এরা সারদার কাগজগুলোতে রাদ্দিন খিস্তোতো, এখন য্যামন খবর ৩৬৫ দিন করে থাকে। অচিন রায় না কোন মহাপুরুষ স্টেটসম্যানে ছাগলামো করতেন। এখন য্যামন পূষণ গুপ্ত বা দূষণ পুত্র করে থাকেন। তুলনামূলক উঁচুদরের হনু য্যামন শুভাপ্রসন্ন ইত্যাদিরা আবাপতে (নাকি প্রতিদিনে) শিং ও দাঁতে রক্ত বুদ্ধদেবের ছপি আঁকতেন। কুমীর এবং শিশুদের চিরে ফেলার কাহিনী ইত্যাদি নিয়ম করে তখন বেরোত। অ্যামনকি গুরুতেও বেরিয়েচে ঃ)))) একটা ফোরটোয়েন্টি মাল, মানে নুঙ্কুদেব, জালি স্টিং অপারেশন অবদি করে ফেলেছিল। একেবারে কপিবুক বিজেপির আইটি সেল। এইসবই হয়েছে এবং একতরফা। একতরফাই কারণ উল্টোদিকে ছিল শুদু আজকাল এবং চব্বিশঘন্টা।

    কিন্তু দেকুন, পঞ্চাশহাজার হোয়াটসঅ্যাপ গ্রুপের সম্মিলিত প্রচারের এফেক্টকে স্বীকার করা মানেই কিন্তু পাবলিক যে ফেক নিউজ বিশ্বাস করতে শুরু করেছে সেইটে স্বীকার করা।

    সেটা আজ থেকে করতে শুরু করল বুঝি? নন্দীগ্রামে একজন মাত্র সাংবাদিক গিয়েছিলেন মানে যেতে দেওয়া হয়েছিল। স্টেট স্পনসর্ড সাংবাদিক। অনিন্দিতা সর্বাধিকারী। কমরেডরা তাঁকে ভগবান জ্ঞানে পুজো করেছেন এবং বিরোধীদের দেদার খিস্তিয়েছেন। তখন বুদ্ধিজীবী ছিলেন সুবোধ-অরিন্দম। শালা অরিন্দম শীলও তখন 'বুদ্ধিজীবী' হিসেবে সিপিমের চোখের মণি! সঙ্গে হঠাৎ হাওয়ায় উড়ে আসা ধন পাপিয়া অধিকারী।

    সেই তো হাহুতাশ আর কে করে!!!
  • T | 342323.191.0156.184 (*) | ০২ জুন ২০১৯ ০৮:০১78269
  • আরে হা হুতাশ একেবারেই করছি না। নন্দীগ্রাম সংক্রান্ত ফেক নিউজ চলেছে প্রচুর। তার মোকাবিলা করা যায় নি। আর এইবারে হোয়াটসঅ্যাপের গুজবের মোকাবিলাও করা যায় নি।

    কিন্তু কতাটা সেটা না। হোয়াগুজবে বিশ্বাস সংক্রান্ত ব্যাপারে পাবলিককে ছাগল ধরা হবে কী হবে না সেই হ'ল প্রশ্ন। ঃ)))
  • তাতিন | 340123.110.234523.20 (*) | ০২ জুন ২০১৯ ১০:৩১78270
  • পাব্লিক তো ডিম খেলে কোলেস্টেরল বাড়ে বিশ্বাস করে এসেছে গত পঞ্চাশবছর। তাকে বিশ্বাস করানো গেলেই হল। কথাটা হচ্ছে, আমরা পারছি না, ওরা পারছে না কিন্তু তারা বিশ্বাস করাতে পারছে।
  • PT | 561212.187.4545.134 (*) | ০২ জুন ২০১৯ ১১:০৮78271
  • এলেবেলে
    আপনার যুক্তিঅগুলো কেমন পেন্ডুলামের মত শুনতে লাগছে। মিডিয়া গত ১০ বছরে অনেক বেশী শক্তিশালী হয়েছে। কাজেই মিডিয়া কিছু চেপে দিলে সেই খবর সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয়। ৭৭-এর আগে কাগজ বনাম দলের প্রচারে মোটামুটি একটা সাযুজ্য ছিল। বিজেপি বিপুল পরিমাণ অর্থ দিয়ে সেই প্রচারটাকে নিজের দিকে নিয়ে যেতে পেরেছে। কাজেই এবারের ভোটে প্রচারের শক্তিতে ছেঁড়া অবশ্যই গিয়েছে।

    সাধারন মানুষের কাছে এক সাংবাদিক কুণাল ঘোষ প্রতিষ্ঠিত চিটিংবাজ আর অন্য এক সাংবাদিক সুমন চাটুজ্জে সেরেফ হাওয়ায় মিলিয়ে গিয়েছে। অথচ দুজনকেই প্রায় একই কারণে সিবিআই-এর হেফাজতে নেয়। আমরাই কি জানি যে সুমন চাটুজ্জে এখন ঠিক কোথায় ও কি অবস্থায় আছে? পব-র সমস্ত মিডিয়া সুমনের খবর চেপে দিয়েছে-তাই আমরা এ ব্যাপারে অন্ধকারে।

    আর সুভাষ চক্কোত্তি কি বলেছে বা বলেনি এটা কেন তুলে আনলেন? আবাপ নাহয় ঘরের ছেলেরা চালাচ্ছে বলে মাফ করলাম, রিপাব্লিক টিভি দেখলে কি আপনার সাংবাদিকদের প্রণাম করতে ইচ্ছে করে?
  • Amit | 9003412.218.0145.104 (*) | ০২ জুন ২০১৯ ১২:০৭78249
  • হেইডা কিন্তু জব্বর হয়েছে।

    ‘জয় শ্রীরাম’-এর ফায়দা তুলল সিপিএম!
    ওই ধ্বনি নিয়ে বিজেপির সঙ্গে রাজ্যের শাসক দলের কাজিয়া তুঙ্গে উঠেছে। সেই ফাঁকে স্রেফ ওই ধ্বনি দিয়ে খানাকুলের ছত্রশাল বাজারের একটি দলীয় কার্যালয় আট বছর পরে তৃণমূলের হাত থেকে পুনরুদ্ধার করলেন স্থানীয় সিপিএম নেতা-কর্মীরা!"

    https://www.anandabazar.com/state/cpm-recovered-their-party-office-in-khanakul-after-eight-years-1.1000064

    সব বামের ভোট রাম এ নিয়ে এতো চিন্তায় আছেন কে জানে । যা হচ্ছে হোক। দিদি যেমন কর্ম করেছেন এতো বছর , তার একটু ফল পাবেন না ?
  • S | 458912.167.34.76 (*) | ০২ জুন ২০১৯ ১২:০৯78250
  • "সিপিএম কর্মী-সমর্থকদের একাংশের দাবি, গত বুধবার বিকেলে ওই কার্যালয়ের সামনে দলের কয়েক জন কর্মী-সমর্থক মজা করে ‘জয় শ্রীরাম’ বলে পালিয়েছিলেন। তাতেই ভয়ে কার্যালয় ছেড়ে পালান তৃণমূলের লোকজন। মাঝে বৃহস্পতিবার সেখানে কেউ আসেননি। শুক্রবার বিকেলে বিনা বাধায় তালা ভেঙে কার্যালয়ে ঢোকেন সিপিএম কর্মীরা।"
  • এলেবেলে | 230123.142.0189.72 (*) | ০৩ জুন ২০১৯ ০১:৫৫78300
  • বলেছিলাম আর আসব না কিন্তু 'কৃতি মানুষদের রাজনৈতিক বোধের' (এলেবেলে যদিও 'কৃতি' নয়) প্রসঙ্গটা দেখে এই লিংকটা রেখে গেলাম। এলেবেলে যেহেতু এই টইতে চার নম্বর পাতায় এসে ঢোকে তাই ওটাই থাকল। আগ্রহীরা আগুপিছু করে বাকি মন্তব্যগুলো পড়ে নেবেন। ওখানে "Buddhadeb Bhattacharjee is as guilty as Narendra Modi. On the other hand, Mamata’s secular credential are perfect."-এর থেকে কিঞ্চিৎ বেশিই এই অধম লিখেছিল। বেশ কিছু প্রশ্নও করেছিল। উত্তর? মেলে নাই! কৃতি মানুষদের রাজনৈতিক বোধের কারণেই কি? হবে বোধ হয়!!

    http://www.guruchandali.com/blog/2016/09/04/1472933780006.html?commentPage=4#comments
  • PT | 561212.187.4545.134 (*) | ০৩ জুন ২০১৯ ০৪:০৯78288
  • বামের ভোট কং-এ গেলে কোন শিহরণ নেই, তাই আলোচনাও নেই। কিন্তু বামেদের এগোলেও বিপদ, পিছোলেও। তাই এবারে গাল দিচ্ছে বিজেপি!!

  • তন্বী হালদার | 7845.15.8990012.180 (*) | ০৩ জুন ২০১৯ ০৪:১৫78289
  • শিয়রে শমন এলে মির্জাপুরের মতো মানুষ ও কপালে শ্বরবাদী মন্দিরের চরণ আমৃত্যু পান করেছিল। বাম রাম শ্যাম দিদি যোগী এভাবেই সেই ট্রাডিশন চলছে। ইমাম ভাতার থেকে অনেক জরুরি একটি লেখা পড়া জানা ছেলে মেয়ের কাজের ব্যবস্থা। কিন্তু সুর সুরি দিলে কার না চোখ বুজে আসে।
  • PT | 671212.193.563412.84 (*) | ০৩ জুন ২০১৯ ০৫:০৬78301
  • রাত কত হল? উত্তর মেলে না। অবিশ্যি তার আগে প্রশ্নটা খুব স্বচ্ছভাবে করার প্রয়োজন।

    রাতের খবর বলছে যে মায়াবতী অখিলেশ গাঁটবন্ধন শেষ কেননা পুরো যাদব ভোট বিজেপির বিরুদ্ধে ট্রান্সফার হয়নি। অর্থাত কিনা যাদবের ভোট মাধবে গিয়েছে। কিন্তু এই যাওয়াটা যেহেতু বামের ভোট রামের মত শিহরণ জাগানো ঘটনা নয় তাই এটা নিয়ে আলোচনা হবে না।
  • এলেবেলে | 230123.142.67900.198 (*) | ০৩ জুন ২০১৯ ০৫:৪৩78290
  • এই টইতে এটাই আমার শেষ মন্তব্য।

    ১. সুশান্ত ঘোষের কঙ্কালকাণ্ড আমার কাছে বিশ্বাসযোগ্য নয়। তাই বলে তিনি সাধুপুরুষ হয়ে যান না, সুশান্ত ঘোষই থাকেন। তিনি আমার অ্যাপিল টু অথরিটি নন। স্রেফ একটা নাম আর তাঁর নিজস্ব মত মাত্র। উনি এসব না বললেও কিস্যু এসে যেত না। ভোট পার্সেন্টেজ যা বলার বলে দিয়েছে। পিরিয়ড।

    ২. অনিন্দিতা সর্বাধিকারী এতই দানাদার পরিচালক যে তাঁর তথ্যচিত্রটি দেখার কষ্টটুকু অবধি করিনি। তিনি কার পছন্দের লোক বা কার নয় সে নিয়ে কোনও মস্তিস্কপ্রসূত গবেষণাও করিনি। তিনিও স্রেফ একটা নাম। উনি এসব না করলেও কিস্যু এসে যায় না আমার। কিন্তু নন্দীগ্রামে পুলিশের গুলিতে মৃত্যুটা সমর্থন করি না। হলদি নদী, স্তনবৃন্ত এবং আরও চোদ্দ গণ্ডা ক্যালরব্যালরে আমি নেই। পিরিয়ড।

    ৩. 25 May 2016 -- 08:57 PM গুরুর একটি টইতে যা লিখেছিলাম, এখনও সেই মতেই অবিচল আছি।

    আমার কাছে সিপিয়েম-তিনো-কং-বজপ ( সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি টাইপ করতে পারি কিন্তু ) সব শালা গুয়ের এপিঠ-ওপিঠ যারা নিজের নিজের ধান্দায় গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, দুর্নীতি, জাতীয়তাবাদ, ফ্রিবি ইত্যাদি প্রভৃতি নিয়ে লোফালুফি খেলে এবং ফাইন্যালি যে ক্যাচটা ধরতে পারে তাকে বিজয়ী মানতে বাধ্য হয়। ‘বীভৎস মজা’ তখনই লাগে যখন তাদের খেলা দেখতে দাঁড়িয়ে যাওয়া দর্শক তাঁর প্রিয় দলের পরাজয় না মানতে পেরে তোরা ব্যাটা ওঁচা গু আর আমরা আগমার্কা গসাগু (লসাগুও বলা যেত কিন্তু lcm গুরুর পাতায় লেখেন এবং তাঁকে ছোট করার বিন্দুমাত্র অভিপ্রায় নেই) বলে হাহুতাশ করে বা বেমক্কা চিল্লায়। এটা একঘেয়ে, অশালীন বা মোটা দাগের লাগলে ‘আমরা ভালো লক্ষ্মী সবাই তোমরা ভারি বিশ্রী / তোমরা খাবে নিমের পাঁচন, আমরা খাব মিশ্রী’ টাও বিকল্পে চলতে পারে।

    সবাইকে ধন্যবাদ।
  • dc | 232312.174.017812.238 (*) | ০৩ জুন ২০১৯ ০৫:৫৪78291
  • "আমার কাছে সিপিয়েম-তিনো-কং-বজপ ( সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি টাইপ করতে পারি কিন্তু ) সব শালা গুয়ের এপিঠ-ওপিঠ যারা নিজের নিজের ধান্দায় গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, দুর্নীতি, জাতীয়তাবাদ, ফ্রিবি ইত্যাদি প্রভৃতি নিয়ে লোফালুফি খেলে এবং ফাইন্যালি যে ক্যাচটা ধরতে পারে তাকে বিজয়ী মানতে বাধ্য হয়"

    এইটা এক্কেবারে আমার মনে কথা। এইজন্য আমি কোন পার্টিকেই সাপোর্ট করিনা।
  • sm | 785612.40.90056.165 (*) | ০৩ জুন ২০১৯ ০৬:১৬78292
  • এর বিকল্প উপায় টা কি?সমস্যা এড্রেস করা উচিত কাজ কিন্তু সমাধানের পথ কি?
  • dc | 232312.174.017812.238 (*) | ০৩ জুন ২০১৯ ০৬:৩৬78293
  • একটাই উপায়, একটাই সমাধানঃ বিপ্লব।
  • sm | 2345.110.785612.244 (*) | ০৩ জুন ২০১৯ ০৭:০০78294
  • উনি রওনা দিয়েছেন।
  • রর | 9000112.70.010112.21 (*) | ০৩ জুন ২০১৯ ০৭:০৩78295
  • বিপ্পালের বক্তব্যের কপিপেস্ট করা যাবে? আমাদের যাদের ফেসবুক নেই তাদের জন্য।
  • PT | 561212.187.4545.134 (*) | ০৩ জুন ২০১৯ ০৯:৪৫78296
  • "সিপিয়েম-তিনো-কং-বজপ .... সব শালা গুয়ের এপিঠ-ওপিঠ" পড়ে কৃতি মানুষদের রাজনৈতিক বোধের কথা মনে এল আবার। সাধরণ মানুষকে আর দোষ দিয়ে লাভ কি?

    ২০০৭
    "Buddhadeb Bhattacharjee is as guilty as Narendra Modi. On the other hand, Mamata’s secular credential are perfect."
    http://www.mainstreamweekly.net/article498.html
  • sei | 456712.100.6723.65 (*) | ০৩ জুন ২০১৯ ১০:১১78297
  • খাগড়াগড় থেকে রওনা হয়ে বিপ্লব কলেজ স্ট্রিট ক্যাম্পাস পর্যন্ত পৌঁছেছিল বিশিষ্ট প্রতিবাদী হালদার মহাশয়ের সৌজন্যে।তারপর কি হইলো জানে শ্যামলাল।
  • sm | 2345.110.344512.32 (*) | ০৩ জুন ২০১৯ ১০:১৯78298
  • এই হালদার টি কে?
  • sei | 456712.100.6723.66 (*) | ০৩ জুন ২০১৯ ১০:৪৫78299
  • আই এস আই এর প্রাক্তন ছাত্র।একসময় ইউক্যাল ডেভিস এ ছিলেন।বিশিষ্ট প্রতিবাদী।
  • তাতিন | 340123.110.234523.10 (*) | ০৩ জুন ২০১৯ ১২:৪৬78287
  • মঙ্গলকোট বিধানসভা, যেখানে খাগড়াগড়, তৃণমূল স্বস্তিদায়ক ব্যবধানে এগিয়ে আছে।
  • PT | 671212.193.563412.84 (*) | ০৪ জুন ২০১৯ ০৪:১২78307
  • ১। সব কিছুই যখন ঠিকঠাক ছিল তো নিরুপম সেন ‘there was no possibility of altering the land map’ –এর গোঁ ধরে থাকলেন না কেন ?

    এটার উত্তর নিরুপমবাবু আর বুদ্ধবাবু দিতে পরবেন।

    ২। হঠাৎ গোপাল গান্ধীর চরণে প্রণিপাত করতে হল কেন ?

    “প্রণিপাত” শব্দচয়্ন আপনার। সেরকম কিছু হয়্নি। একজন কন্সটিট্যুশনাল হেডের কাছে যাওয়াটা অস্বাভাবিক নয়। তবে যাওয়া হয়েছিল সমাধানের আশায়। কে না জানত গোপালবাবু বেশ ভাল রকমের বাম-বিরোধী ব্যক্তিত্ব।

    ৩। ধ্বংসাত্মক আন্দোলনের নেত্রীটিকে তো মাননীয় সাংসদ প্রদর্শিত রাস্তায় চুলের মুঠি ধরে কালীঘাটে পাঠানো যেত । তা না করে প্রথমে ধর্না আন্দোলনের নৌটঙ্কিবাজি সহ্য করা এবং পরে রাজভবনে তাঁকে ডাকা হল কেন ?

    এই সময়্টা খুব যুক্তিবাদী ছিলনা। এরকম কিছু করলে হিংসা আরো বাড়ত বলেই মনে হয়। আনেক নৌট্ঙকিবাজই ইতিহাসে জানা আছে যারা পরে ক্ষমতারোহন করেছে।

    ৪। “After two rounds of discussion between chief minister Buddhadeb Bhattcharjee and Trinamool Congress chairperson Mamata Banerjee, the government late on Sunday evening agreed to return land to some 2,200 farmers who had not sold their land willingly for the project and have not collected compensation.” যে ইচ্ছুক-অনিচ্ছুক নিয়ে সিপিয়েমের ব্যঙ্গের অন্ত ছিলনা তারা হঠাৎ ২২০০ অনিচ্ছুক চাষির কথা মেনে নিল কেন ?

    সমাধান সূত্র খুঁজে কারখানাটা হওয়াটাই মুখ্য উদ্দেশ্য ছিল বলে মনে হয়।

    ৫। ২২০০ চাষি গড়ে মোটামুটি ১০-১১ কাঠা জমি দিলে জমির পরিমাণ ৪০০ একর হয় । সেটা খোদ সরকার মেনে নিচ্ছে আর মমতা সেই একই পরিমাণ জমি ফেরত চাইলে তা কারখানা বিরোধী হবে কেন ?

    এই হিসেবটা বোধহয় সমাপতন মাত্র। ৪০০ একরের অনেক মালিককেই খুঁজে পাওয়া যায় নি। এ ব্যাপারে সব চাইতে নির্ভরযোগ্য তথ্য অরুণাভ ঘোষের কাছে আছে।

    ৬। ‘মমতা সমাধান সূত্র হিসেবে কারখানার উল্টোদিকের জমিতে অ্যান্সিলারি ইউনিট সরানোর প্রস্তাব দেন’ । সেটা মেনে নিয়ে তো কারখানা করা যেত, সেটা হল না কেন ?

    এটা নিয়ে স্টার আনন্দে একটা মজাদার শো হয়েছিল।। সেখানে তিনোপ্রিয় শাঁওলী মিত্র গাড়ির কারখানার এক্ষপার্ট হয়ে এসেছিলেন। হাইওয়ের তলা দিয়ে টানেল করে গাড়ির যন্ত্রাংশ এদিক ওদিক নেওয়া অথবা অন্য কে যেন অল্প জমিতে বহুতল গাড়ির কারখানার প্রস্তাব দিয়েছিলেন। এ ব্যাপারে আমার এক্ষ মাইনাস ৯৯৯। কিন্তু তিনোরা কেন কোন গাড়ি এক্ষপার্টকে হাজির করতে পারেনি তা নিয়ে সন্দেহ রয়েই যায়। য্তদূর মনে আছে সুদীপ ব্যানার্জী একটি সর্বদলীয় কমিটিতে থেকে ঐ জমির পরিমাণ নিয়ে আগে সম্মতি পত্রে সই করেছিলেন (লিং পাচ্ছিনা)।

    ৭। রাজভবনে সিধান্ত হয় — “The government has taken the decision to respond to the demands of those farmers who have not received compensation, by means of land to be provided ‘maximum’ within the project area and the rest in adjacent area as early as possible”. প্রোজেক্ট এরিয়া থেকে যে ম্যাক্সিমাম জমি ফেরতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সে জমি তো কারও না কারও নামে বরাদ্দ হত । তারা কোথায় যেত ? সেক্ষেত্রে মমতা কী এমন ফালতু প্রস্তাব দিয়েছিলেন ?

    এতদিনে বুঝেছেন আশা করি যে যেকোন ভাবেই কারখানাটা হতে না দেওয়াটাই মুখ্য উদ্দেশ্য ছিল। আবিশ্যি সেই সময়ে তিনো ও অতিবদ অতিবামেরা কে কাকে ব্যবহার করছিল সেট বলা মুশকিল। তাই এই প্রসঙ্গে বহুবার দেওয়া লিংটা আরেকবার দিই।
    Why is Mamata Banerjee so inflexible in her opposition to the Tata project? If one answer lies in her playing opposition politics, another has to do with the 21 groups which have jumped onto her stage...........
    .......... “Even if Mamata Banerjee opts out of the agitation, we will continue it,”
    http://expressindia.indianexpress.com/karnatakapoll08/story_page.php?i
    d=356805
    সিঙ্গুরের ব্যাপারটা ঈশপবাবু আগেই জানতেন। এইজন্যে ছাগলের পিঠে চড়ে শেয়ালের কুয়ো থেকে উঠে আসার গপ্পটা লিখেছিলেন। তবে আমার বিশ্বাস অতিবদ অতিবামেরা প্রথমে নিজেদের শিয়াল ভেবেছিল কিন্তু তারা জানত না যে তারা আসলে ছাগল। (সেই থেকেই রাজনীতির আলোচনায় ঐ অবলা প্রাণিটি আমার লিং-এ ঘুরে ঘুরে আসে)।

    ৮। ‘ম্যাক্সিমাম’ শব্দটা নিয়ে এত জলঘোলা করা হল কেন ? ঠিক কতটা জমি কারখানা থেকে দেওয়া যাবে তা স্পষ্ট করে বলা হল না কেন ?
    ৯। রবি ভট্চাযরা বেঁধে দেওয়া সময়ের মধ্যে যে রিপোর্ট পেশ করলেন তাকে পাত্তা দেওয়া হল না কেন ?
    ১০। আপনি আমাকে ডাকবেন, নির্দিষ্ট প্রতিশ্রুতির বিনিময়ে আন্দোলন প্রত্যাহার করিয়ে নেবেন এবং তারপর কাঁচকলা দেখাবেন আর আমি এক্কাদোক্কা খেলব ?

    ৮-১০ঃ ঐ ৭ নম্বর উত্তর। (এক্চুয়ালি সিঙ্গুর প্র্সঙ্গে উচ্চারিত সব প্রশ্নের ঐ একটাই উত্তর হয়ঃ কারখানাটা হতে না দেওয়াটাই মুখ্য উদ্দেশ্য ছিল।)

    ১১। ক্ষতিপূরণ দেওয়ার যদি এতই সদিচ্ছা ছিল তো সেটা ২০০৮ এর সেপ্টেম্বরে না দিয়ে দু’বছর আগে দিলেই তো ল্যাঠা চুকে যেত । টাটারা চলে যাওয়ার দিন পনেরো আগে এ দরদ উথলে উঠল কেন ?

    সেটাও বলা মুস্কিল আমার পক্ষে। তাহলে অবশ্যই কন্স্পিরেসি থিওরির অবতারণা করতে হয়। যার কোনো প্রমাণ আমার কাছে নেই। কিন্তু একটি প্রস্তাব ছিল প্রিয়রঞ্জনের। তাতে বোধহয় ক্ষতিপূরণের মাত্রা অনেকটাই বেড়ে যেত (লিং পাচ্ছিনা)। কিন্তু সিঙ্গুরের সব প্রশ্নের উত্তর যখন একটাই তখন অন্যকিছুর পেছনে সময় ব্যয় করার কোন মানে হয়না।

    তবে আপনার শব্দচয়ন, বাক্যগঠন ও প্রশ্নসৃজন দেখে মনে হচ্ছে যে আপনি তিনো নেতৃত্বের মধ্যে সিঙ্গুরের চষীদের স্বার্থরক্ষর একটা ভাবনা-চিন্তা দেখতে পেয়েছেন। (আমার বোঝার ভুল হলে এই লাইনটা বাদ)। আমার প্রথম থেকেই মনে হয়েছে যে তিনোরা সিঙ্গুরকে শুধুমাত্র ক্ষমতারোহনের মাধ্যম হিসেবেই ব্যবহার করেছে। তাই এতদিন পরেও আমার মত বদলানোর বা পালটি খাওয়ার কোন কারণ ঘটেনি।

    (বাপরে! হেঁপ্যে গিয়েছি!!)
  • এলেবেলে | 230123.142.67900.116 (*) | ০৪ জুন ২০১৯ ০৪:৩৬78308
  • বালাই ষাট! হাঁপাবেন কেন? তাও আমার প্রশ্নের উত্তর দিতে গিয়ে!

    আর যাতে কষ্ট করে লিংক না পড়তে হয় তাই ওই টইতে শেষ মন্তব্যটা আগে কপি-পেস্ট করে দিই। তারপরে ব্যক্তিগত কথা বলব দু-চারটে।

    14 September 2016 21:47:38 IST 11.39.39.196 (*) #
    আজ্ঞে না, মৃতপ্রায় টইকে বাঁচিয়ে বা ভাসিয়ে তোলার তেমন ইচ্ছা নেই । তবে হাজার হাজার হাজরা ... থুড়ি চাকরির টোপ বা স্বপ্ন দেখানো গুজরাতের অবস্থাটা কী হয়েছিল দেখা যাক — “… the state government in Gujarat would lend Rs. 97,500 million virtually interest free (at the interest rate of Re 1 per Rs 1,000) repayable over 20 years. Public land worth Rs 11,000 million would be handed over to them free of any stamp duty and other transfer charges. Payment for the land was to be made in 8 installments at 8% interest. Many knowledgeable people … have claimed that the Modi government incurred a loss of Rs 180,000 million in its effort to attract the Tata-Nano project worth Rs 150,00 million to Rs 200,000 million”. কী কী শর্তে টাটাদের জমি দেওয়া হচ্ছে সে ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করলেই নিরুপম সেন বেদজ্ঞ ঋষির মত নিমীলিত নেত্রে ‘ট্রেড সিক্রেট’ এই কারণেই বলতেন নাকি ? ওঁর দলেরই একদা মন্ত্রী অশোক মিত্র এ ব্যাপারে ৮৫০ কোটির ঘাপলা না কীসব উল্টোপাল্টা যেন বলেছিলেন না ?

    সিঙ্গুর ছেড়ে যাবার সময় টাটা বলেন (নাকি লেখেন?) “Unfortunately, the confrontation by Trinamool Congress led by Mamata Bannerjee and supported by vested interests and certain political parties, opposing the acquisition of land by the state government, have caused serious disruptions to the progress of the Nano plant”. আগের প্যারাটা পড়লে গন্ধটা খুব সন্দেহজনক মনে হচ্ছেনা ?

    এহ বাহ্য ! ওঁর প্রশ্ন — “Would they (people and youth of WB) like to support the present government of Buddhadeb Bhattacharjee to build a prosperous state with the rule of law, modern infrastructure and industrial growth, or would they like to see the state consumed by a destructive political environment of confrontation, agitation, violence and lawlessness?” কিষেণজির মমতা-বন্দনা এর পরে না ? আর এই সব বলার কিছুদিন বাদেই উনি ওঁর বহুপ্রার্থিত গুড এম-কে পেয়ে গিয়েছিলেন না ? আর টাটা স্টিলের এম ডি না কে যেন সদ্য মিউনিখে গিয়ে মমতার হয়ে দাঁত কেলিয়ে এলেন না ? আর হর্ষ নেওটিয়া এবং সঞ্জীব গোয়েঙ্কা এখন পাল্টি খেয়েছেন না ? আর ...

    আসলে বয়সের কারণে সব কিছু ছাতা মনেও থাকে না !!!

    এইবারে আমার নিপাট ব্যক্তিগত কথা শুনুন। আমি তিনোকে কোনও দিন বিজেপির থেকে আলাদা ভাবিনি। ২০০৭এর সিঙ্গুরের পর যা-ও বা একটু সিপিএমে ভাব ছিল, তা নন্দীগ্রামের পর পুরো চটকে যায়। তার পর থেকে নিয়ম করে আমি প্রতিটা ভোট পরিচালনা করতে চলে যাই কিন্তু পোস্টাল ব্যালট-ফ্যালটের ধারই ধারি না। পঞ্চায়েতে আমার ভোট নেই কাজেই সমস্যাও নেই। পুরসভার ভোট আছে কিন্তু ভোটের ডিউটি থাকে না। সেখানে কী পদ্ধতি অবলম্বন করি সে আর বিশদে না-ই বললাম। দিনহাটায় যারা নিজেদের লোকের ওপর গুলি চালায় তাদের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি আমার নেই নেই এবং নেই।
  • PT | 671212.193.563412.84 (*) | ০৪ জুন ২০১৯ ০৫:০৪78309
  • দেখুন ভাই এত বড় বড় মাপের মানুষ নিয়ে আপনি বক্তব্য রাখছেন যাদের ছায়ার আগাও আমি মাড়াইনি কোনদিন। কাজেই তাদের মধ্যে কি মিনিময় হয়েছিল তা নিয়ে কোন কথা বলা আমার নির্বুদ্ধিতা হবে। আর তক্ক যেহেতু কাগজ পড়ে, তাতে কোন অংশটা রিপোর্টেড হচ্ছে আর কোনটা হচ্ছে না এটা আমার আজকাল আর বোধগম্য হয় না।

    " কী কী শর্তে টাটাদের জমি দেওয়া হচ্ছে সে ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করলেই নিরুপম সেন বেদজ্ঞ ঋষির মত নিমীলিত নেত্রে ‘ট্রেড সিক্রেট’ এই কারণেই বলতেন নাকি "
    সেটাতো তিনোরা ক্ষমতায় আসার ২৪ ঘন্টার মধ্যে প্রকাশ করে দেবে বলেছিল। তো আমি এখনো প্রতিক্ষায় আছি।

    আর নন্দীগ্রামে সত্যি কি হয়েছিল সেটা কে জানে? সিবিআই-কে তদন্ত করতে না দেওয়ার কারণে আমি মোটামুটি একটা সিদ্ধান্তে এসেছি যে ঐ তদন্তের ফলে যাদের হাতে হাতকড়া পড়ত তারা আসলে তিনোদের তল্পিবাহক ছিল।

    নন্দীগ্রাম থেকে শুরু করে আজ পর্যন্ত কতজন পুলিশের গুলিতে মারা গিয়েছে সেটা তো পোটমর্টম হলেই ধরা যায়। সে খবরটাই বা কোথায় পাওয়া যায় আজকাল ?
  • এলেবেলে | 230123.142.9001212.193 (*) | ০৪ জুন ২০১৯ ০৬:০৯78302
  • রাত কত হল? উত্তর মেলে না। অবিশ্যি তার আগে প্রশ্নটা খুব স্বচ্ছভাবে করার প্রয়োজন।

    প্রশ্নগুলো ('টা' নয়) খুব স্বচ্ছভাবেই করা হয়েছিল। সেখানে ২০০৭-বুদ্ধ-মমতা সবই ছিল। নিজে তো দেখি লিংক সাঁটান একধারসে, অক্লান্তভাবে। তো অন্যের সাঁটানো লিংক পড়েন না নাকি পড়ার প্রয়োজন বোধ করেন না?একটু পড়ে নিয়ে তিন বছর বাদে যদি উত্তরগুলো দ্যান। ওখানে ন্যানো-বুদ্ধ-মমতা সব আছে। আপনার বড্ড প্রিয় বিষয়!
  • PT | 671212.193.563412.84 (*) | ০৪ জুন ২০১৯ ০৭:১৩78303
  • তক্কে ফেরার জন্য ধন্যবাদ! এই গানটি আপনাকে উপহার দিলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন