এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a | 113.15.250.10 (*) | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০৪:৩৫72405
  • সুকান্তবাবু, লিখলে, দুপক্ষের কথা ঠিক্ঠাক লিখবেন।
    সোজা কথা সোজা করে বলুন তোঃ বেসুর শিক্ষকদের ভিতর পলিটিক্ষ কবে ছিল না? আপনি তার থেকে মুক্ত তো?
    একটা সিম্পুল কোশ্ন করিঃ এই যে বল্লেন "পরে শুনেছিলাম, পার্টির ইচ্ছা বেসুতে এসএফআই ছাত্র ইউনিয়ন দখল করুক।" কোথা থেকে শুনলেন যদি বলেন বড় বাধিত হই।
  • Indranath Sinha | 212.142.71.166 (*) | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০৬:০৪72407
  • সুকান্ত যা বলার বলবে, তার আগে আমিই বলি। বেসুর শিক্ষকদের ভিতর পলিটিক্স ছিল, আছে এবং সম্ভবত থাকবে। কিন্তু শিক্ষক রা একক বা গোষ্ঠীভুক্ত হয়ে চাকরী ক্ষেত্রে রাজনীতি করেন সেটা এক জিনিস আর শিক্ষক বা উপাচার্য ছাত্রদের সঙ্গে পক্ষপাতদুষ্ট আচরণ করেন সেটা অন্য। উপাচার্য বা রেজিস্ট্রারের চেয়ারে বসে ছাত্রদের প্রতি নিরপেক্ষ আচরণ না করলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান চালানো অসম্ভব, এটা আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি। আপনি গান্ধীবাদীই হোন বা মার্ক্সবাদী আপনার মতবাদ আপনাকে পক্ষপাতিত্বের শিক্ষা দেয় না, আপনি পক্ষপাত দেখাবেন যদি আপনি ধান্দাবাজ হন। নিখিল ব্যানার্জি কিছু রাজনৈতিক ব্যক্তির চাটুকারিতা করতে গিয়ে বি ই কলেজের সর্বনাশ করেছেন। আসলে যোগ্যতা থাকলে সে চাটুকার হয় না। উদাহরণ অধ্যাপক শংকর সেন। তিনি মর্যাদার সঙ্গে যাদবপুরের উপাচার্যর কাজ করেছেন। পরবর্তী কালে মন্ত্রীত্বেও সফল। সে মন্ত্রীত্ব স্বেচ্ছায় ছেড়ে এসেছেন। অন্যদিকে নিখিল ব্যানার্জী। কোন ছাত্র কি রঙের জামা পরে সেটাই ছিল তার মুখ্য বিবেচ্য। ফল ছাত্র বিবাদ এবং তার ফলে এক ছাত্রের মৃত্যু।
    একটি উদাহরণ দিই। পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে কোন অপরাধে কি শাস্তি হবে তা বিধিবদ্ধ আছে। এই ভদ্রলোক সেই বিধি ভেঙ্রগেছেন অবহেলায়। সেমিস্টার পরীক্ষায় এক ছাত্র দুটি বিষয়ে অসদুপায় অবলম্বন করতে গিয়ে ধরা পরে। নিয়ম অনুযায়ী সে ফেল (ছটি পেপার ক্যান্সেল)। কিন্তু এই ভদ্রলোক 'মানবতার খাতিরে' সাস্তি কমিয়ে ছেলেটিকে ওই দুটি বিষয়ে সাপ্লিমেন্টারি দিয়ে দিলেন। এরকম কত উদাহরণ চান? জানিয়ে রাখি যে তিনি আয়ারল্যান্ডের এক ভূমাফিয়া (ক্রসবেঞ্চার লর্ড), যার বিদ্যার ঝুলিতে লাহোর বিশ্ববিদ্যালয়ের বি এ ডিগ্রী ছাড়া কিছু নেই, তাকে BESUর DSc (honoris causa) দিয়েছিলেন। আমার ঝুলি উপুর করলে তা অনেকের অস্বস্তির কারণ হবে।
  • Indranath Sinha | 212.142.71.166 (*) | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০৬:০৪72406
  • সুকান্ত যা বলার বলবে, তার আগে আমিই বলি। বেসুর শিক্ষকদের ভিতর পলিটিক্স ছিল, আছে এবং সম্ভবত থাকবে। কিন্তু শিক্ষক রা একক বা গোষ্ঠীভুক্ত হয়ে চাকরী ক্ষেত্রে রাজনীতি করেন সেটা এক জিনিস আর শিক্ষক বা উপাচার্য ছাত্রদের সঙ্গে পক্ষপাতদুষ্ট আচরণ করেন সেটা অন্য। উপাচার্য বা রেজিস্ট্রারের চেয়ারে বসে ছাত্রদের প্রতি নিরপেক্ষ আচরণ না করলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান চালানো অসম্ভব, এটা আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি। আপনি গান্ধীবাদীই হোন বা মার্ক্সবাদী আপনার মতবাদ আপনাকে পক্ষপাতিত্বের শিক্ষা দেয় না, আপনি পক্ষপাত দেখাবেন যদি আপনি ধান্দাবাজ হন। নিখিল ব্যানার্জি কিছু রাজনৈতিক ব্যক্তির চাটুকারিতা করতে গিয়ে বি ই কলেজের সর্বনাশ করেছেন। আসলে যোগ্যতা থাকলে সে চাটুকার হয় না। উদাহরণ অধ্যাপক শংকর সেন। তিনি মর্যাদার সঙ্গে যাদবপুরের উপাচার্যর কাজ করেছেন। পরবর্তী কালে মন্ত্রীত্বেও সফল। সে মন্ত্রীত্ব স্বেচ্ছায় ছেড়ে এসেছেন। অন্যদিকে নিখিল ব্যানার্জী। কোন ছাত্র কি রঙের জামা পরে সেটাই ছিল তার মুখ্য বিবেচ্য। ফল ছাত্র বিবাদ এবং তার ফলে এক ছাত্রের মৃত্যু।
    একটি উদাহরণ দিই। পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে কোন অপরাধে কি শাস্তি হবে তা বিধিবদ্ধ আছে। এই ভদ্রলোক সেই বিধি ভেঙ্রগেছেন অবহেলায়। সেমিস্টার পরীক্ষায় এক ছাত্র দুটি বিষয়ে অসদুপায় অবলম্বন করতে গিয়ে ধরা পরে। নিয়ম অনুযায়ী সে ফেল (ছটি পেপার ক্যান্সেল)। কিন্তু এই ভদ্রলোক 'মানবতার খাতিরে' সাস্তি কমিয়ে ছেলেটিকে ওই দুটি বিষয়ে সাপ্লিমেন্টারি দিয়ে দিলেন। এরকম কত উদাহরণ চান? জানিয়ে রাখি যে তিনি আয়ারল্যান্ডের এক ভূমাফিয়া (ক্রসবেঞ্চার লর্ড), যার বিদ্যার ঝুলিতে লাহোর বিশ্ববিদ্যালয়ের বি এ ডিগ্রী ছাড়া কিছু নেই, তাকে BESUর DSc (honoris causa) দিয়েছিলেন। আমার ঝুলি উপুর করলে তা অনেকের অস্বস্তির কারণ হবে।
  • a | 113.15.250.10 (*) | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০৭:৩৪72408
  • একজনক্কে খিস্তি মেরে গুরুতে পোস্ট করাই জায়, বিশেষত তিনি যখন আত্মপক্ষ সমর্থন করতে আসবেন না। সেটা আপনার রুচির পরিচয়।
    সেকথা থাক। বিক্কলেজে শিক্ষকদের একাংশ পক্ষপাতিত্ব করেছে স্টুডেন্টদের রাজনীতির রং দেখে, এ আমার নিজের চোখ দেখা। সুতরাং এই কমেন্টগুলো জাস্ট মরাল হাইগ্রাউন্ড নেওয়া।
    তবে, ঝুলি উপুড় করুন প্লিজ।
  • anirban | 146.152.5.7 (*) | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০৭:৪৪72409
  • অ-কে। একটি আন্দোলনকে যেমন করে হোক এসে গাল দিয়ে যাওয়া এবং মিথ্যা প্রচার করা (এই সাইটেই আছে ) আপনারও রুচি এবং স্বার্থের পরিচয়। যাদবপুরে গতবার মারার সময় বিমান বসু বলেছিলেন ছাত্ররাই পুলিশকে মেরে্ছে। আজকে যখন শাসকের বিরুদ্ধে প্রতিবাদ - সেই প্রতিবাদে গলা মেলানোর সাহস নেই - শুধু কিছু আনফাউন্ডেড গালাগাল দিয়ে কিছুই করতে পারবেন না। অবশ্য এর মধ্যে দল বদলে আন্দোলনের বিরুদ্ধে বিষোদ্গার করলে সেটা প্রকাশ্যে বললেই সুবিধা হয়। আর যার বিষয়ে এই কথাগুলো বলা তাঁকে ওঁকে আত্মপক্ষ সমর্থন করতে কে বারণ করেছে?

    ইন্দ্রনাথ বাবুকে, অনেক ধন্যবাদ খুব সোজাসুজি এই কথাগুলো বলার জন্য। তখনকার শাসকের / পার্টির কথা এতদিন ধরে শুনেছি। বরং ওঁদের আত্মপক্ষ সমর্থনের কথাটাই শুনেছি। অন্য ভয়েস-গুলোকে উঠে আসতেই দেওয়া হয় নি। এই সরকারও একই রকম নীতি নিয়েছে। আপনি সরাসরি তাঁর বিরুদ্ধে বলছেন। আপনাকে ধন্যবাদ।
  • E না C | 212.142.71.88 (*) | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১২:৩৬72402
  • ধন্যবাদ সুকান্ত। আমিও অন্য একটা থ্রেডে পোস্ট করেছি।
  • Indranath Sinha | 212.142.71.40 (*) | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০২:৪০72410
  • a কে> খিস্তি মারলাম? মাত্র দুটি ঘটনার উল্লেখ করেছি। অস্বীকার করছেন? আর তিনি কেন 'আত্মপক্ষ সমর্থন করতে আসবেন না'। আসতে বলুন। নয়ত আপনারা তাঁর সমর্থনে এগিয়ে আসুন। তবে 'হোককেলানো' গোছের বিরধীতায় নামলে আমি পারবো না। হার স্বীকার করে নেব।
    ভাবছি লিখব। ২০০৫ থেকে ২০০৯ এর ঘটনাগুলো আমার চোখ দিয়ে যা দেখেছি সেভাবে লিখব। একটু সময় চাই।
  • Indranath Sinha | 212.142.71.40 (*) | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০২:৪৭72411
  • আবার a কে> আপনি লিখেছেন 'বিক্কলেজে শিক্ষকদের একাংশ পক্ষপাতিত্ব করেছে স্টুডেন্টদের রাজনীতির রং দেখে, এ আমার নিজের চোখ দেখা'। নিজের চোখে বিক্কলেজ দেখেছেন (সময়কাল?), দু চারটে ঘটনা বলুন।
  • a | 132.172.224.147 (*) | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০৪:২৪72412
  • অনির্বানকেঃ ভাই তোমাদের আন্দোলনকে যেমনভাবে গাল দিয়ে যাওয়া বা তা বিরুদ্ধে প্রচার করার কোন সদুদ্দেশ্য আমার নেই। কিপ ইট আপ।

    প্রসঙ্গত এন আর বিকে কোনভাবে ডিফেন্ড করা আমার দায় নয়। আমি বিন্দুমাত্র উৎসাহী নই উনি কি করেছিলেন বা করেননি তাতে। কিন্তু একজন লোককে ওয়ান সাইডেডলি নিন্দে করে গেলে, এবং উইদাউট প্রুফ, সেটার প্রতিবাদ করতেই হবে।
  • প্রুফ রীডার | 69.93.246.34 (*) | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০৫:০৬72413
  • প্রুফ দেবে কে? প্রুফের যুক্তিগ্রাহ্যতা কে নিরূপিত করবে? গ্রহণীয়তাই বা কে কে করবে, যখন মন্তব্যগুলোই পোলারাইজ্‌ড্‌।
  • Indranath Sinha | 212.142.112.222 (*) | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১০:৫৬72414
  • মহান NRB র পদত্যাগ চেয়ে একটি গণভোট হয়। শতকরা চুরাশি ভাগ শিক্ষক পদত্যাগ চেয়েছিলেন। একটা লিমেরিক শুনেছিলাম

    "শুধু গোটা চোদ্দ
    তোমার বরাদ্দ
    শতকেতে চুরাশি
    চাইছেন কাশীবাসি
    হও তুমি অদ্য"
  • কল্লোল | 125.240.8.33 (*) | ২৭ সেপ্টেম্বর ২০১৪ ০২:২৯72415
  • অগমীকাল, রবিবার ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬.৩০এ ব্যাঙ্গালোর টাউন হল থেকে মিছিল হবে কাব্বন পার্ক পর্যন্ত। সকলে চলে এসো/অসুন/অসিস।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন