এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 24.139.221.129 (*) | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৪৮72270
  • অগ্নীশ্বরের সাথে কথা হল। বললো, ১৪৪ নিয়ে ঠিক জানে না, কিন্তু হয়ে থাকতে পারে।
    ঐ চত্বরে প্রচুর তৃণমূলী লোক জড়ো হয়েছে কিছুক্ষণ আগে থেকে। সেইজন্য আবার ঝামেলা আশঙ্কা করে, র‌্যাফ নামিয়ে মারতে পারে এই ভেবে ক্যাম্পাস থেকে ছাত্রছাত্রীদের চলে যেতে বলা হয়। এখন অবশ্য ৬০-৭০ জন আছে। মিছিল করছে। ওরা ভয় পাচ্ছে, যে হোস্টেলে আক্রমণ হতে পারে। এই কথাগুলো চারিদিকে ছড়িয়ে দিতে বললো। যতটা সম্ভব।

    এদিকে আজ হাজার দশেক ছাত্রছাত্রীর স্বতঃস্ফূর্ত মিছিল হয়েছিল। আবার ওদিকে খড়গ্পুরে মিছিল হতে বাধা দিল। রাজাবাজার সায়েন্স কলেজে একটি ছাত্রী সাইন ক্যাম্পেন করছিল, তাকে নাকি বাধা দিয়ে অন্য একটি ঘরে আটকে রাখা হয়েছে বলে শুনলাম। মানে, ওরাও তাই শুনেছে।

    আরো একটা কেস হয়েছে। মানে সত্যি সত্যিই কেস। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের নামেই নাকি কেস ঠোকা হয়েছে যে তারাই ঐ ছাত্রীকে নিগ্রহ করেছিল !!
  • he he | 132.177.248.97 (*) | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৫৭72220
  • আজ আমাদের ছাত্র ধর্মঘট। আমাদের কচি প্রাণে আঘাত লেগেছে। আমাদের IQ আবার বেশি বেশি কি না তাই বাথায় বেশি বেশি কাতর হয়ে pori। আজ কোনো ক্লাস নয়। ওই ক্লাস না করা নিয়ে কিছু হলে পরীক্ষার আগে আগে একটা ঘেরাও করে নিলেই হবে। আজ ফুল্তু IQ masti। যারা ক্লাস করতে চেও পারছে না তাদের বাবা মা রা bujuk। হু হু বাওয়া আমরা হলাম সমাজের উচ্চ I Q র lokjon। ওসব average IQ দের কথা আমরা ভাবব? আমাদের জন্য নিউস চ্যানেল আছে যারা বাইত নেবার আগে আমাদের নম্বর জিজ্ঞেস kore। আমাদের জন্য কিছু আঁতেল achen। তাদের মধে কেউ কেউ আবার প্রফেস্অর আর কার্টুন আঁকিয়ে , উনি ক্লাস কম করেন আর মিটিং মিছিল বেসি koren।
    যাই বন্ধুদের ফোন করি । আজ ভাবছি সাউথ সিটি তা ঘুরে asi।
    " মা খেতে দাও আজ আবার অনেক ক্লাস আছে
  • he he | 132.177.193.51 (*) | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৫৮72271
  • ছাত্র রা এত মাথা না ঘামিয়ে যে স্টুডেন্ট গুলো করেছে তাদের expulsion দাবি করছে না কেন। তাহলে তো ঝামেলা মিটে যায়। শুনেছি তো একজন কে identify করা গেছে।তার এগেইনস্ট এ কোনো আন্দোলন হছে কি।নাকি কোনো issue থেকে নজর ঘোরানোর চেষ্টা করতে আন্দোলন আন্দোলন খেলা চলছে। সব ই হাই I Q র ব্যাপার।
  • | 183.17.193.253 (*) | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৪:০০72221
  • মোটর সাইকেল টা নিয়ে বেরোবেন। আজ আবার ট্যাক্সি ধর্মঘট কিনা! সাউথ সিটি থেকে ফিরতে কষ্ট হবে।
  • ঈশান | 183.17.193.253 (*) | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৪:০১72222
  • ধুর আইকিউ টাইকিউ এর কী আছে। যে মেয়েটিকে নিয়ে এত কান্ড, সেই তো টিএমসি করত। যাদবপুরের ছাত্রীও।

    শ্চ রেগে গিয়ে বেফাঁস কমেন করেছেন।
  • | 24.97.11.30 (*) | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৪:০৫72273
  • টি এম সি পি ছাত্র ইউনিয়ন প্রচুর বহিরাগত নিয়ে রাজাবাজার সায়েন্স কলেজে ভাঙচুর চালিয়েছে।
  • pi | 24.139.221.129 (*) | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৪:০৫72272
  • ভিডিওতে ৫ঃ০২ এর পোস্টারটা পড়লেন হে হেহে ?
  • Arpan | 125.118.147.214 (*) | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৪:০৫72223
  • তা শঙ্কু পাণ্ডার চ্যালা চামুণ্ডারা কি অন্যত্র শিক্ষক উপাচার্য ঘেরা করে না? (তিনোর পোস্টার প্রসঙ্গে বললাম)
  • সিকি | 131.241.127.1 (*) | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৪:০৮72224
  • হ্যাঁ, স্চ রেগে গিয়ে কমেন করেছেন ঠিকই, তবে বুকে হাত রেখে এই কথাটা বলতে পারব না যে, আমি মনে করি না, এই দুহাজার চোদ্দ সালের সেপ্টেম্বর মাসে দাঁড়িয়ে, কেউ যদি তৃণমূলের রাজনীতিতে বিশ্বাস রাখে, তার মাথায় আইকিউ বলে কোনও জিনিস আছে।

    যাগ্গে, আমি কিন্তু রেগে নেই। ধূলো থিতিয়ে যাবার অপেক্ষায় আছি, কটি কথা বলব তার পরে।
  • lcm | 118.91.116.131 (*) | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৪:১০72225
  • আইকিউ-এর বিশ্বরেকর্ড ছিল কোরিয়ার এক চাষীর। (যদ্দুর মনে পড়ছে)
  • হংসধ্বজ হালদার | 172.136.192.1 (*) | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৪:১১72274
  • ছাত্ররা এক্সপালশন দাবী কেন করবে, বিনা তদন্তে? ছাত্ররা চাইছে আইনসঙ্গত তদন্ত হোক, সেটা ভুল কেন?

    অবশ্য এসব প্রশ্নের কোন মানে নেই, যাউগ্গা।
  • | 183.17.193.253 (*) | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৪:১৬72226
  • চাষীভাই কে অপমান করলে খুব রেগে যাবো।
  • h | 127.194.252.163 (*) | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৪:৪৯72275
  • ছাত্রদের এক্সপালশন চাই, কিন্তু ভিসি বেটা কেও যেতে হবে।
  • sch | 192.71.182.106 (*) | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৪:৫৯72227
  • আই কিউ আর নম্বরে কোনো যোগ আছে নাকি? জানতাম না।

    ঈশান দু 'চারটে এক্সেপশান থাকতেই পারে - তাতে হাইপোথেসিস বসলাবে নাকি। আমি তো বলিনি এটা এক্সাক্ট হাইপোথেসিস - ইন এক্সাক্ট হাইপোথেসিস বলে কিছু আছে মনে হয় তাতে +/- সিগমা বলেও
    কিছু নেওয়া যায় তো নাকি সেগুলো আপনারা ধরেন না

    মুস্কিল হচ্ছে এই পোস্টার যারা লিখছে তাদের সো কলড ছাত্র নেতা গুন্ডাদেব লণ্ডা থুড়ি পাণ্ডা ক'দিন আগে
    কতগুলো কলেজে ভি সিকে ঘেরাও করেছেন, কতোগুলো কলেজে তালা ঝুলিয়েছেন সেটা ওই "." আর হেহে টাইপের বলদগুলো জানে? নাকি লিঙ্ক দেব?

    শিক্ষা মন্ত্রী তো নিজের লোকজনকেই ক'দিন আগে ওই গুন্ডাদেব লণ্ডাকে সাবধান করেছেম

    ১৯৮৭-৮৮ সালে যাদবপুরের দু'টি ছাত্রকে ড্রাগ রাখা বা ওই জাতীয় অভিযোগে যাদবপুর থানা গ্রেফতার করে। ছাত্ররা প্রতিবাদ জানায় যে পুলিশ অনায্য ভাবে গ্রেফতার করেছে। তারা মিছিল করে থানায় যাবার সিদ্ধান্ত নেয় এবং তৎকালীন ভিসি শঙ্কর সেনকে দেখা করে সেটা জানায়। শঙ্কর সেন থানায় ফোন করে অনুরোধ করেন পুলিশ যেন কোনো ভাবে ছাত্রদের সাথে রাফ ব্যবহার না করে। ঊত্তরে থানা যে সব কথা বলেন তাতে উনি বুঝতে পারেন ছাত্ররা থানায় গেলে খুব ভালো ব্যবহার পাবে না।

    উনি একটাই কাজ করেছিলেন - নিজে মিছিলের পুরোভাগে ছিলেন। লিড করেছিলেন। এটাকে বলে লিডারশিপ কোয়ালিটি।

    শুয়োর অভিজিৎ কি এটা জানে? না হলে ওকে কেউ বলে দিক
  • :-X | 125.112.74.130 (*) | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৫:০৩72228
  • অযথা গালাগাল দিয়ে কি নিজেকে একটু বেশি সৎ বা বিপ্লবী বা সমাজসুচিন্তক ইত্যাদি প্রভৃতি প্রমাণ করা যায়? এই একই কথাগুলো অকারণ খিস্তি বাদ দিয়েও বলা সম্ভব। খিস্তিগুলো রাজনৈতিক চিন্তার দেউলিয়াপনার বেশি কিছু প্রমাণ করে না।
  • sch | 192.71.182.106 (*) | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৫:০৫72229
  • যেহেতু এখানে প্রত্যকেই নিকে লেখে, কারো কাছে কারো কিছু প্রমাণ করার আছে বলে মনে হয় না। আর যারা খিস্তর উপযুক্ত তাদের ভদ্র নামে ডাকতে ঘেন্না করে - তাই খিস্তিই ব্যবহার করি
  • সিকি | 131.241.127.1 (*) | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৫:০৭72230
  • কেমন ঘেবড়ে গেলাম। ড্রাগ রেখেছি বলে আমাকে পুলিশ অ্যারেস্ট করে থানায় নিয়ে যেতে পারে না, জাস্ট বিকজ আমি যাদপ্পুরের ছাত্র? থানায় নিয়ে গেলে ছাড়িয়ে আনার জন্য ভিসিকে মিছিল করে থানায় যেতে হয়?

    এর পরে আমি এক্সপেক্ট করব কেউ আমার সাথে ন্যায়বিচার করুক? ঘেঁটে গেল। নাকি ড্রাগ রাখাটা কোনও গ্রেফতারযোগ্য অপরাধই নয়?
  • sch | 192.71.182.106 (*) | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৫:১০72233
  • সিকি - ড্রাগ রেখেছে পুলিশের বক্তব্য - ছাত্রদের বক্তব্য এটা মিথ্যে অভিযোগ। সে তো এখন ভিসি বলছেন ওনার ওপর হামলা হয়েছিল আর পুলিশকে ছাত্ররা মেরেছে।

    এই লিঙ্কটা দেখেছেন? এখানে তো কলকাতা পুলিশ মনের মতো গল্প লিখেছে

    https://www.facebook.com/KolkataTrafficPolice/posts/713470545367889?fref=nf

    আপনি এটা বিশ্বাস করবেন?
  • ন্যাড়া | 172.233.205.42 (*) | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৫:১০72232
  • "খিস্তি রানৈতিক চিন্তার দেউলিয়াপনা" - এসব হল আনন্দবাজারী ভাষ্য। লাগসই খিস্তি ব্যবহার করতে পারা একটা আর্ট আর সময় সময়ে একদম ঠিক জায়গায় গিয়ে লাগে। তবে লাগসই খিস্তি ব্যবহার করতে খুব কম লোককেই দেখেছি। স্চ মোটামুটি ভালই করেন, তবে মাঝে মাঝে মাথা গরম করে খিস্তি করে ফেলেন।
  • :-X | 125.112.74.130 (*) | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৫:১০72231
  • সেল্ফ রাইটিয়াসনেস ভালো হয়তো, তবে কোনোকিছুই বেশি হলে ভালো থাকে না। প্রসঙ্গান্তরে যাওয়ার জন্যে দুঃখিত। আপনারা কথা বলুন।
  • সিকি | 131.241.127.1 (*) | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৫:১৪72234
  • অফিসে আছি, এখন ফেসবুক খুলবে না।

    তো স্চ, ভিসির কথা মিথ্যে বলে মনে হতে পারে, পুলিশের দাবি মিথ্যে বলে মনে হতে পারে, ছাত্রদের দাবি মিথ্যে বলে মনে হতে পারে না? ছাত্ররা কি সব ধর্মপুত্র?
  • সিকি | 135.19.34.86 (*) | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৫:১৮72235
  • স্চ, আমরা বোধ হয় সমবয়েসী হবো, আপনি টাপনি করার দরকার নেই। শোনো, হস্টেলে আমিও থেকেছি, কী কী ধরণের খচরামি এবং তৎপরবর্তী হস্টেল ইউনিটি ছেলেদের মধ্যে কাজ করে সেটা আমিও জানি। অভিজ্ঞতা থেকেই বলছি, ড্রাগ রাখাটা এমন কিছু আনন্যাচারাল ব্যাপার নয় হস্টেলের ছাত্রদের কাছে, আর তাকে বাঁচাবার জন্য বাকি ছাত্রদের "ও তো ড্রাগ রাখে নি, পুলিশ ওকে মিথ্যে অভিযোগে ফাঁসাচ্ছে" বলা - কোনওটাই আনন্যাচারাল নয়। দুটোই দিব্যি হয়। দুটোই অন্যায়, ড্রাগ রাখাও অন্যায়, অভিযুক্তকে বাঁচাবার জন্য মিথ্যে কথা বলাটাও অন্যায়, মাঝখান দিয়ে অভিযুক্তকে পুলিশ থানায় তুলে নিয়ে গেলে একমাত্র সেটাই ন্যায় - লিগাল। বন্ধুকে ছাড়াতে হলে লিগালি ছাড়াক। মিছিল করে চাপ ক্রিয়েট করে ছাড়ালে সেটাও অনৈতিক কাজই হয়, সে যতই লিডারশিপের কোয়ালিটিওলা ভিসি তার নেতৃত্ব দিন না কেন।
  • He He | 30.139.67.50 (*) | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৫:২০72236
  • যাক প্রমান হলো খিস্তি খেউর হলো উচ্চ I Q র লক্ষণ। আমি আমার নিম্ন I Q নিয়ে খুশি । যাই হোক আমার কাছে এই জ্ঞান তা আছে । কাউকে অকারণ গালি দিলে নিজের shikhya র দীনতাই প্রকাশ হয়ে পরে।
  • sch | 192.71.182.106 (*) | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৫:২১72237
  • হ্যাঁ হতেই পারে। হবে না কেন। কিন্তু ছাত্ররা থানা আক্রমণ করে তাদের ছাড়িয়ে আনতে যায় নি - তারা মিছিল করে প্রতিবাদপত্র দিতে চেয়েছিল । তৎকালীন ভি সি নিশ্চয় কথা বলে বুঝেছিলেন ছাত্রদের বক্তব্যে যুক্তি আছে - সে কারণেই তিনি এগিয়ে এসেছিলেন। যদ্দুর জানি শঙ্কর সেনের সব দিক দিয়ে যোগ্যতা বর্তমান ভিসির থেকে বেশী ছিল
  • ন্যাড়া | 172.233.205.42 (*) | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৫:২৩72238
  • কিচুই প্রমান হল না। সুদু ওপিনিওন দেওয়া হল।
  • pi | 24.139.221.129 (*) | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৫:২৭72276
  • আজকের মিছিল নিয়ে। বাউ ভট্টাচার্য। অনুমতি নিয়ে শেয়ার করলাম।

    The sight was awesome.....10,000 young men and women marching in the face of police and government brutality. Slogans thundering, most people stuck in traffic were not complaining. Although it is the least of the qualifying criterion, the JU Students' Movement has struck a chord with people, gaining a kind of legitimacy. I saw people donating money to sustain the movement on their own. Remembered the Nandigram March and the bandh which even the IT sector did not deride. There will always be hope and all is never lost. Baba must have enjoyed his bird eye view from the top. The people, united, will always be victorious.
  • pi | 24.139.221.129 (*) | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৫:৩৪72277
  • কাল মহামিছিল।
  • de | 69.185.236.53 (*) | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৫:৩৪72239
  • মুলো ছাত্তরনেতার নামটা বড়ো পছন্দ হোলো!
  • de | 69.185.236.53 (*) | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৫:৩৫72240
  • "শিখ্যা" টা কি?
  • সিকি | 131.241.127.1 (*) | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৫:৩৬72241
  • এটা আমারও প্রশ্ন। :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন