এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 24.139.221.129 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৪:৫৯71727
  • এসব কিছু নিয়েই কথা বলা যায়, দরকারও , কিন্তু এর সাথে ধর্ষণ , শ্লীলতাহানি জুড়ে দেওয়ার মানে দেখিনা।
  • একক | 24.99.185.16 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৫:০২71729
  • "আর পিরিয়ডের কারণে ঘরের কোনায় বসিয়ে রাখে মেয়েদের, এ আমার নিজের চোখেই দেখা, এর সাথে স্বাস্থ্যবিধির কোনো রকম সম্পর্ক নাই।"

    ঠিক কথা ।কিন্তু এই আন্দোলন যাঁরা করছেন তাঁরা জানেন (জানেন দেখে ভালো লাগলো) এর ব্যাপ্তি একটা শ্রেণীতে সীমাবদ্ধ । তাই এনারা গ্রামে কেন সচেতনতা ক্যাম্পেইন নয় সেই প্রশ্ন আগেই কাটিয়ে গেছেন । তাহলে কী দাঁড়ালো ।যাঁরা আন্দোলন করছেন তাঁদের পরিবারে তাঁদের নিয়ে এরকম "ঘরের কোনায় বসিয়ে রাখা" ট্যাবু আছে ?
    বুঝতে পারছেন ইউস কেস টা কী :) সিকি হারিয়েছে অন্ধকারে নালার কাছে আর খুঁজছেন আলোকিত ল্যাম্পপোস্ট এর তলায় । এরপরেও মনে হয় যাঁরা গ্রামে সচেতনতা বাড়ানো নিয়ে অর্গিউ করছেন তাঁরা ভুল ?
  • কল্লোল | 111.63.75.187 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৫:০৫71730
  • রাস্তায় নেমে প্রতিবাদের খবর আমিও জানি না। নানান চ্যানেল দেখলাম। হোককলরবের কোন খবর নেই। অবশ্য ইচ্ছকৃত চেপে দেওয়াও হতে পারে। দেখি খবর নেই।
  • dc | 132.164.144.63 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৫:০৬71731
  • না একটা ইস্যুর সাথে আরেকটা জুড়ে দেবার কথা আমিও বলছিনা। তবে এই সব ইস্যু নিয়েই আন্দোলন বা জনচেতনা ক্যাম্পেন হওয়া উচিত। চাই কি দুতিনটে আন্দোলন একসাথেও করা যেতে পারে। আমার মনে হয় কোথাও গিয়ে পুরুষতান্ত্রিকতার সাথে এই সব ইস্যুই কোননাকোন ভাবে জড়িয়ে আছে। যে সমাজে মেয়েদের রেপ করা বা ঘরে আটকে রাখা নিয়ে উচ্চবাচ্চ্য হয়না, সেই সমাজেই পিরিয়ডস নিয়ে নানান বিধিনিষেধ থাকে, আবার সেই সমাজেই কড়োয়া চৌত টাইপের বোগাস রিচুয়ালস পালন করা হয়। সব কিছু নিয়েই প্রোটেস্ট করা বা আন্দোলন করা যায়। আলাদা করেও করা যায়।
  • Arpan | 125.118.151.42 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৫:০৭71732
  • এইজন্য মল থেকে কিনি। স্যানিটারি ন্যাপকিন থেকে কন্ডোম সবই ট্রলিতে আর পাঁচটা জিনিসের মত ভরে চেক আউট কর।

    হ্যাঁ, ইন্ডিয়াতে প্রাইভেসি সেন্স ইন জেনেরাল পুওর বলে মল বা ডিপার্টমেন্টাল স্টোর প্রেফার করি।
  • pi | 24.139.221.129 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৫:০৭71733
  • আন্দোলনটা যাদের জন্য সবচেয়ে বেশি দরকার ( ট্যাবু আর স্বাস্থ্য সচেতনতার অভাব যেখানে একে অপরকে রিইনফোর্স করে), তারাই সেখান থেকে বাদ পড়ে গেলে, বা আন্দোলনে তাদের কথা না এলে কথা তো উঠবেই , আর সেই জায়গায় এই আন্দোলনের নামে রেপ, মোলেস্টেশন, যাদবপুরের এই যৌন নিগ্রহের ঘট্না, অভিযুক্ত ও সাক্ষীদের বয়ান দেওয়া .. এইসব ইস্যু এলেও কথা উঠবে।
  • dc | 132.164.144.63 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৫:০৮71734
  • একক এই সব ট্যাবু গুলো কিন্তু শুধু গ্রামে না, শহরেও জাঁকিয়ে বসে আছে। শহরেও আন্দোলন দরকার, গ্রামেও দরকার।

    (আপনার কথা ঠিক বুঝতে পারলাম কি?)
  • একক | 24.99.185.16 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৫:০৯71735
  • আরে আমাদের দেশে অবিবাহিতা কোনো মহিলা গাইনোকলজিস্ট এর কাছে যাওয়াটাই বিশাল চাপের ।হ্যা,এটা শহরেও আছে । গাইনো ছেলে হলে একজন মহিলা এটেন্ডেন্ট ম্যান্দেতরী থাকে ।তার পরেও বাড়ির লোক কেও সঙ্গে না থাকলে ডক্টর বেঁকে বসেন । পরিবার গুলি মারুন , সেখানে হাজার রকম লোক ;ডক্টর কেন ইন্ডিভিজুয়াল কেয়ারসীকার কে এটেন্ড করবেন না ! গ্রামের দিকে তো পরিস্থিতি আরো খারাপ ।
  • Ishan | 202.43.65.245 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৫:১১71736
  • বিটি ডাব্লু, ইয়ে পুরুষতান্ত্রিকতা কেয়া হ্যায়? পিতৃতন্ত্র বলে একটা কথা জানতাম, এখন দেখছি পুরুষতন্ত্র কথাটা হরবখত ব্যবহার করা হচ্ছে। ইহার মানে কি?
  • কল্লোল | 111.63.75.187 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৫:১২71738
  • আজ যাদবপুর ক্যাম্পাসে ও ৮বিতে হোককলরবের বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে।
    সাবাশ যাদবপুর।
  • dc | 132.164.144.63 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৫:১২71737
  • আমার মনে হয় নানান কলেজে যদি এই স্যানিটারি ন্যাপকিন নিয়ে আন্দোলন হয় তো ক্ষতি কিছু নেই। যেভাবেই হোক, শক দিতে পারলে, দুয়েকটা ট্যাবু ভাঙ্গতে পারলে খারাপ কি।

    (তবে যাদবপুরে কি আন্দোলন হয়েছে জানিনা। দেশের নানান কলেজ বা ইউনি তে এরকম আন্দোলন যদি হয় তো আমার খারাপ লাগবে না। শকটা দরকার)।
  • Atoz | 161.141.84.175 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৫:১৩71739
  • ইয়ে মানে ঐ পিতৃতন্ত্রই মনে হয় পুরুষতন্ত্র ঃ-)
  • dc | 132.164.144.63 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৫:১৪71740
  • এইরে সরি পিতৃতন্ত্র লিখতে গিয়ে পুরুষতান্ত্রিকতা লিখে ফেলেছি। কিন্তু এরকম কোন শব্দ নেই? কাগজে তো দেখেছি মনে হচ্ছে!
  • | 131.245.74.217 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৫:১৭71741
  • আচ্ছা যাদবপুরের মেয়েদের বাথরুমগুলোর অবস্থা কেমন? স্বাস্থ্যবিধি মেনে মাসিকের সময় প্যাড বদলানো যায়? আর সেগুলো স্বাস্থ্যবিধি মেনে ডিসাপোসড হয়?
  • | 131.245.74.217 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৫:১৮71742
  • *ডিসপোসড
  • dc | 132.164.144.63 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৫:১৯71743
  • Arpan এর পোস্টে একেবারে একমত :d যে ভুঁড়িওয়ালা দাদাকে উপচে পড়া ট্রলিতে গাবু সাইজের স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট আর কামসূত্রের তিন প্যাকের কন্ডোম নিয়ে নির্মল মুখে চেক আউট করতে দেখছি, সেই দাদাকেই পাড়ার ওষুধের দোকানে কন্ডোম কিনতে গিয়ে খাবি খেতে দেখেছি।
  • Ishan | 202.43.65.245 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৫:২৩71744
  • শ্লীলতাহানির সঙ্গে জোড়ার প্রশ্নটা বাদ দিলাম। ট্যাবু কি সত্যিই ভাঙার কথা ভাবা হচ্ছে? পাবলিক সর্বস্তরে খোলামেলা ভাবে মেয়েদের ব্রা কিংবা রক্তক্ষরণ নিয়ে কথা বলবে? শোভনতার প্রশ্ন আসবেনা? (গুরুতেই এসেছে লক্ষ্য করবেন)

    চাওয়াটা কি হচ্ছে ক্লিয়ার করে বলা উচিত। ওই এনডিটিভির কেস স্টাডিই নেওয়া যাক। ভদ্রলোক কেন 'পিরিয়ড' বলবেন না এই নিয়ে চেপে ধরা হল। সত্যিই কি এক্সপেক্ট করা হচ্ছে, ভদ্রলোক খোলামেলাভাবে সহকর্মিনীদের পিরিয়ড নিয়ে আলোচনা করবেন?

    যদি এটাই প্রত্যাশা হয়, মানে এটাই ট্যাবু ভাঙা হয়, তাহলে সবার আগে "সেক্সুয়ালি কালারড" মন্তব্য করলেই যৌন নিগ্রহ হবে, এই আইনটি পিতৃতান্ত্রিক বলে বর্জন করার ডাক দেওয়া হোক। আর ওইটি থাকলে এ নিয়ে খোলামেলা আলোচনা হবে দাবী করাটা শাঁখের করাত। আপনি পিরিয়ড নিয়ে কথা না বললে ট্যাবু, বললে হাতকড়া। অবভিয়াসলি, প্রথমটাই, প্রথমটা, মানে ট্যাবুবাজ বলে গাল খাওয়াটাই বেশি লোকে প্রেফার করবে। এবং খচে ব্যোম হয়ে যাবে।
  • একক | 24.99.185.16 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৫:২৮71745
  • শক নিয়ে তো কোনকালেই আপত্তি নেই কত্তা :) আমিও চাই চারপাশে বেশ চিত্ত চনমনে ফোর-ফত্তি শকিং ব্যাপার-স্যাপার চলুক ।
    কিন্তু একজন মহিলার মাসিকের রক্ত ভেজা ছবি আমার কাছে শক ততক্ষণ যতক্ষণ তার সঙ্গে ফেমিনিসম কথাটা জুড়ে নেই । ফার্টিলিটি এন্ড রিপ্রডাকটিভ ফিটনেস শো অফ করা ফেমিনিসম হলো কবে থেকে ?? সকাল বেলা ঘুম থেকে উঠে শিবঠাকুর তাঁবু হয়ে থাকেন ,সেটা নিয়ে বাড়িশুদ্ধু লোকের সামনে ছেলেরা ঘুরে বেড়ান কী ? এগুলো শো অফ ফার্টিলিটি /রিপ্রদাক্তিভ ফিটনেস । প্যাত্রিয়ার্কির ভাষা । সেভাবে এলে বেশ শকিং ভাবতুম । প্যাত্রিয়ার্কাল স্কুল ও একটা স্কুল তো । কিন্তু ফেমিনিসম তো ফার্টিলিটি কাল্ট পুজো করা শেখায় না । সেখানে দেখছি.....একজন মহিলা লিখছেন প্রাচীন ভারতে মাসিকের রক্তে পুজো হত (এখনও হয় ,লজ্জা গৌরী মূর্তি দেখুন ।কামাখ্যায়) এবং সেটা দিয়ে ফেমিনিসম প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন এবং এই বক্তব্য আমার নিউস ফিড এ ভেসে উঠছে ......এটা শক নয় ।শক ব্যাপারটাই কিভাবে পারস্পরিক গুলুগুলু করে নিউত্রালায়স হয়ে যেতে পারে সেটাই প্রত্যক্ষ করছি কদিন ধরে । কোনো শক ফক লাগছেনা :( নিও-প্যাত্রিয়ার্কির আড়ালে ফেমিনিসম এর ভোগে যাওয়া দেখে দামী টিকিট কেটে বাজে নাটক দেখার বিরক্তি হচ্ছে ।
  • Ishan | 202.43.65.245 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৫:২৮71746
  • মানে, আমি কর্মস্থলে গিয়ে ট্যাবু ফ্যাবুর ঊর্ধ্বে উঠে "কি ম্যাডাম, মেজাজ এত খিঁচড়ে কেন, মাসিক চলছে নাকি?" জিজ্ঞাসা করতে পারব, অবাধে? আমাকে এই অধিকার দেওয়া হবে? মেয়েরা অশোভন ভাববেন না?
  • একক | 24.99.185.16 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৫:৩৬71747
  • ঈশান ,অনুরূপ প্রশ্ন করে আমি যা রিপ্লাই পেয়েছিলুম তার পর থেকে আর কাওকে করিনা :(( আমার সৌভাগ্য যে সহকর্মিনীর দারুন হিউমার সেন্স ছিলো ।নচেত কেস খেয়ে যেতুম ।
  • pi | 24.139.221.129 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৫:৪০71748
  • এককের এই পোস্টটার সাথে একমত। পিরিয়ডের রক্ত দেখানোটা পিতৃতন্ত্রকে আঘাত করা ঠিক কোন দিক থেকে ?
    একক, ঐ কামাখ্যার পুজো দিয়ে ফেমিনিজম প্রতিষ্ঠা কবিতা কৃষ্ণনের লেখা না ?
  • pi | 24.139.221.129 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৫:৪১71749
  • মানে, কবিতার ঐ থিয়োরিকে মাথায় তুলে নাচলে বেচারা ভাদুড়িবাবু আর এত গাল খাচ্ছেন কেন ? ঃ)
  • dc | 132.164.144.63 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৫:৪৬71750
  • একক আমি ঠিক ফেমিনিজম দিয়েও দেখছি না, বেসিক ট্যাবুগুলৈ ভাঙ্গার কথা বলছি। এগুলো নিয়ে খোলাখুলি আলোচনা চাইছি, ইশান যেমন বল্লেন। একটা ছেলে কটা মেয়েকে নর্মালি বলতে পারবে, আর মেয়েটাও নর্মালি নেবে। তবে আজ জোর ঘুম পেয়েছে, কাল আবার লিখব।
  • একক | 24.99.185.16 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৫:৫১71751
  • আমার এই মুহুর্তে নাম মনে নেই ।লজ্জা গৌরী ভারতের প্রাচীনতম দেবী ,নিজেই পড়েচি এসব নিয়ে। তবে ব্র্যাকেটের বাইরের অংশ টা রুপি কাউর ও দাবি করেছেন এটুকু মনে আছে ।জাস্ট আজকাল অনলাইনে জড়িয়ে পরতে চাইনা বলে ওখানে লিখিনি ।
    মুশকিল টা ঐটাই ।উনি আর্ট ফর্ম কী যা খুশি কারনে বা কারণ ছাড়া মেন্স্ত্রুয়াল ব্লাডের ছবি দিন ।নো প্রবলেম । ফার্টিলিটি এবং তাকে ঘিরে পিতৃতন্ত্র , মণিপদ্ম ,বাউল এসব নিয়ে তো চর্চা চলছেই ।কিন্তু ক্লিয়ারলি জানি এগুলো আসলে প্যাত্রিয়ার্কাল স্কুল । মেয়েদের দেবী বানানোর চেষ্টা যেখানে তার নিজের কোনো "প্লেসার" নেই । এখন এইসব ভিজানো মুড়ি যদি কেও ফেমিনিসম এর নাম করে চিবোয় তাহলে কেমন লাগে :/
  • একক | 24.99.185.16 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৫:৫৪71752
  • ভাদুড়ী বাবু তো সেটাই করেছেন । ওই যুক্তিকেই উল্টো করে সাজিয়ে ছেড়ে দিয়েছেন । প্যাত্রিয়ার্কির কাছে হাত পাতলে এই হবে .....
  • pi | 24.139.221.129 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৫:৫৮71753
  • হ্যাঁ, কবিতার লেখা।
    'But menstruation was notalways considered impure or dirty by human societies. Quite the opposite. Early human societies revered women’s ability to givebirth – and therefore tended to hold the signs of female fertility (includingmenstruation) in high regard. In some such societies, men even rituallymimicked menstruation. Vestiges of such practices prevail in India today – atthe Kamakhya temple in Assam , for instance, the stone image of the femalegoddess is believed to bleed.'
  • একক | 24.99.185.16 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৬:০৬71754
  • "একটা ছেলে কটা মেয়েকে নর্মালি বলতে পারবে, আর মেয়েটাও নর্মালি নেবে। "

    এইখানেই দ্বিমত । যে মেয়ে যেটা পছন্দ করছেনা তার সঙ্গে সেই ব্যবহার করব না । যে ছেলে যা চাইছেনা তার ঘাড়ে উঠে গেলাবোনা । "আমরা মেয়েরা" /"আমরা ছেলেরা" তে বিশ্বাস করিনা । কোনো মেয়ে একসঙ্গে ট্যুর বানাবার সময়েই বলবে অমুক টাইমে রাখিস না এই প্রবলেম ।কেও অতটা সরাসরি বলবেনা ।এটাই দুনিয়া ।নইলে বুকে সাইনবোর্ড বেঁধে ঘুরতে হয় । এই "নর্মালায়সেষণ" প্রসেস কোন নরমাল ফর্ম অবধি দরকারী সেটা কিন্তু আমার নেচার অফ ডেটা বলে দেবে । কোনো কমন এজেন্ডা নয় । এটা যেমন ডেটাবেস ডিসাইন এ সত্য ,মানুষের সামাজিক সম্পর্কের ক্ষেত্রেও । শক দিন ,লাফান ঝাঁপান ঠিকাছে :) কিন্তু সকলেই আমি যা বলব "নর্মালি" নেবে এটা গোলমেলে এক্সপেক্টেশন ।
  • একক | 24.99.185.16 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৬:০৯71755
  • কবিতা কৃষ্ণন কদিন আগে ডকুমেন্টারি কেসে আবার ন্যাশনালিস্ট হয়েছিলেন না ? ফর্ম এ আছেন পুরো :D
  • san | 113.245.14.169 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৬:৪২71756
  • একটা জিনিস ক্লিয়ার করে দিই। জনতাকে বোর করার জন্য দুঃখিত , কিন্তু দরকার মনে হয়েছে।

    দীপিকার ব্রা প্রসঙ্গে এককের একটি মন্তব্যে আমি শোভনতার অভাব দেখেছিলাম , সেটি "ব্রা" বিষয়ক বলেই এক্সক্লুসিভলি অশোভন তা না। এক্সওয়াইজেড যে কেউ ( যিনি আমার কোনো ঘনিষ্ঠ বন্ধু নন ) আমায় গায়ে পড়ে যদি বলতে আসতেন "ম্যাডাম আপনার এক সাইজ ছোটো / বড়ো কুর্তা/জিনস পরা উচিত " আমি সেই মন্তব্যকেও অশোভন ও বিরক্তিকর বলতাম। আশা করি এইটুকু কান্ডজ্ঞান সকলেরই আছে - যে আমার কুর্তা বা জিনস বিষয়ক ট্যাবু আছে এরকম কনক্লুশন হবেনা। এখানে আপত্তির কারণ অপরের প্রাইভেট স্পেসে ঢুকে পড়া , কোনো শব্দের ব্যবহার নয়। অন্তর্বাস স্বাভাবিক ভাবেই আরো বেশিই "প্রাইভেট" । সুতরাং কুর্তা নিয়ে বললেও বিরক্ত হব , ব্রা নিয়ে বললে আরেকটু বেশি। আপত্তিটা প্রাইভেসি নিয়ে। কোনো শব্দ নিয়ে না।

    এই টইতে দেখলাম ঈশান জিগ্যেস করেছে - পিরিয়ডকে পিরিয়ড বলা গেলে র‌্যান্ডম কোনো সহকর্মিণীকে গিয়ে পিরিয়ড চলছে কিনা জিগ্যেস করা যায় কিনা। যায়না , সেটা প্রাইভেসির কারণে। যেমন হিসিকে আমরা হিসিই বলি , খনিত্র বা গোলাপফুল বলিনা - কিন্তু এমনকি তার পরেও র‌্যান্ডম লোককে গিয়ে জিগ্যেস করা যায়না তিনি দিনে কবার হিসি করেন। অন্য টইএর বিষয়টাও আনলাম এই কারণে - সম্পূর্ণ অকারণে "ট্যাবু ভাঙ্গা" ও "অন্যের প্রাইভেট স্পেসে ঢুকে পড়া"কে গুলিয়ে ফেলা হচ্ছে , বা গুলিয়ে দেওয়া হচ্ছে। কোনটা জানিনা।
  • IVVI | 127.194.199.77 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৬:৫৫71757
  • যে কোনো প্রকার ট্যাবুর জন্ম প্রাইভেসির জঠরেই। এটাই বা না বোঝার কী আছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন