এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • আপনি কি আদর্শ তৃণমূলী বুদ্ধিজীবি হতে চান?

    Sakyajit Bhattacharya লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ১৭ মে ২০১৮ | ১৫৪২৭ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মনে রাখবেন, বুদ্ধিজীবি মানে কিন্তু সিরিয়াস বুদ্ধিজীবি। কথাটার ওজন রয়েছে। এই বাংলাতে দেব অথবা দেবশ্রী রায়কে যতজন চেনেন, তার দুশো ভাগের এক ভাগও দীপেশ চক্রবর্তীর নাম শোনেননি। কিন্তু দীপেশ বুদ্ধিজীবি। কবির সুমন বুদ্ধিজীবি। তো, বুদ্ধিজীবি হতে গেলে নিচের কয়েকটা শর্ত আবশ্যিকভাবে পূরণ করতেই হবে।

    ১। আপনার একটা বাম অতীত থাকা আবশ্যিক। সে নক্সাল হোক, অথবা সিপিআই(এম) বা তৃতীয় ধারা। মনে রাখবেন, তৃণমূল অথবা বিজেপি চিন্তার রাজ্যে এতই মেরুদণ্ডহীন যে এরা আনঅ্যাপোলজেটিক ভাবে কোনওই দক্ষিণপন্থী বুদ্ধিজীবির জন্ম দিতে পারে নি। আপনাকে আগে বাম হতে হবে, এবং সেই বামপন্থা ভাঙিয়ে আপনাকে পরের স্টেপগুলো এক এক করে পূরণ করতে হবে।

    ২। হাতে এক মাস সময় নিন। এর মধ্যে প্রাণপণে উইকিপিডিয়া ও গুগল সার্চ এঞ্জিন ব্যবহার করে কয়েকটা জিনিস জেনে নিন। কাকে বলে সাবঅলটার্ণ। কাকে বলে শ্রেণি। কাকে বলে জাতি। নিম্নবর্গের কী কী ধর্ম এই বাংলায় ছিল তার একটা লিস্ট জেনে নিন। ভুলেও যেন সাবঅলটার্ণ তত্ব নিয়ে খুঁটিয়ে জানতে যাবেন না ! তাহলে কিন্তু আপনি তৃণমূল থাকবেন না, শিক্ষিত হয়ে যাবেন ! কাজেই ওই ঝুঁকি নেবেন না একদম। বদলে কয়েকটা জার্গন মুখস্থ করে নিন। 'ভদ্রলোক', 'গ্রাম সমাজ', 'প্রান্ত' (ভাল হয় ইংরেজি হিসেবে 'মার্জিন' বললে, বেশি ওজন পাবে), 'কাল্ট', 'বর্ণহিন্দু', 'রণজিৎ গুহ' ইত্যাদি। আসল বইগুলো যেহেতু আপনি পড়ে বুঝবেন না, তাই কলিম খানের মেড ইজি গুলো পড়ে ফেলুন। মনে রাখবেন, তৃণমূলী ব্যাকরণের জগতে উনিই বামনদেব চক্রবর্তী।

    ৩। এরপর আসবে প্রয়োগের পালা। এই কাজটা অপেক্ষাকৃত সহজ। আপনাকে চোখ বুজে যে কোনও অসভ্যতাকে তাত্বিক ভিত্তি দিতে হবে। সেটা করতে গেলে প্রথমেই দুখানা বাক্য মুখস্থ করে নিন। "গত চৌঁতিরিশ বছরে ভদ্রলোকের দাপট ছিল। সেই উচ্চবর্ণের হিন্দুদের দাপট গুঁড়িয়ে দিয়ে আপাতত অন্ত্যজদের উত্থান ঘটছে"। ব্যাস, এবার এটাকেই ঘুরিয়ে ফিরিয়ে সর্বত্র প্রয়োগ করুন। ভোটের সময়ে বুথ দখল হচ্ছে? বেশ হচ্ছে। দখল করা হচ্ছে গ্রামীণ সাবঅলটার্ণদের স্বার্থে, কারণ এতদিন পঞ্চায়েতে ছিল ভদ্রলোক শ্রেণির প্রাধান্য। বিরোধী প্রার্থীকে ধর্ষণ করে খুন করা হচ্ছে? নিম্নবর্গের জমে থাকা ক্ষোভ যদি এভাবে বার্স্ট করে, আমরা ভদ্রলোকেরা জাজ করবার কে? তিন মাসের শিশুকে তৃণমূলের গুণ্ডাবাহিনী আছড়ে মারল? এই শিশুটি বড় হয়ে উচ্চবর্ণের তল্পিবাহক হত। তাই তাকে খুন করে গ্রামীণ নিম্নবর্গের মাথা উঁচু করে দাঁড়াবার রাস্তা পরিষ্কার করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    ৪। এই প্রয়োগের আবশ্যিক অঙ্গ হিসেবে অতি অবশ্যই শিক্ষা, সভ্যতা, রুচি ইত্যাদি জিনিসগুলিকে আত্বিক আক্রমণ করতেই হবে। মানে, ধরুন শহরের শিক্ষিত মানুষ যদি তৃণমূলী জমানাতে উষ্মা প্রকাশ করেন, তাঁকে অতি অবশ্যই উচ্চবর্ণের আলোকপ্রাপ্ত বাবু শ্রেণি হিসেবে দাগিয়ে দিতে হবে। এটাও প্রমাণ করতে হবে যে তাঁরা ছোটলোকদের ঘৃণা করেন। সভ্যতাকে চিহ্নিত করতে হবে পুঁজিবাদের অভিশাপ হিসেবে। রুচি-কে চিহ্নিত করতে হবে বর্ণহিন্দু মানসিকতা হিসেবে। এবং পাড়ায় পাড়ায় তৃণমূলী জলসা, কলেজ অনুষ্ঠানে মেয়েদের নাচিয়ে পয়সা ছোঁড়া, 'টুনির মা' ইত্যাদিকে সাধারণ গরীব মানুষের প্রকৃত সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। দরকার পড়লে ফোক কালচার, সাংস্কৃতিক আধিপত্য বা এমন কি গ্রামশি ইত্যাদি নেমড্রপ করা যেতে পারে। কিন্তু খবরদার, ভুলেও এসব রেটরিককে খুঁটিয়ে পড়তে যাবেন না। তাহলে কিন্তু আপনি তৃণমূল থাকবেন না, শিক্ষিত হয়ে যাবেন !

    ৫। মমতা বন্দ্যোপাধ্যায়, অনুব্রত মণ্ডল এবং আরাবুল ইসলামকে সহজ সরল গ্রাম সমাজের প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। এটা করবার সেরা উপায় হল বামফ্রন্ট রাজত্বে ভদ্রলোকদের যেভাবে আধিপত্য বেড়েছিল এবং তারা যেভাবে মুসলিম ও নমঃশূদ্র বিরোধী ছিল, সেটাকে প্রচার করা। সকালবেলা উঠেই খালি পেটে বীজমন্ত্রের মত পাঁচবার আওড়াবেন 'মরিচঝাঁপি'। এতে কাজ দিতে পারে। আর সেই সঙ্গে, 'অশিক্ষিত' , 'অমার্জিত', 'অভদ্র', 'রুচিহীন' এসব শব্দবন্ধ শুনলেই আপনার আবেগ যেন ভেতর থেকে উথলে ওঠে। সেই সব মূঢ় ম্লান মূক মুখে ভাষা পৌঁছে দেবার জন্য আপনার শহুরে শিক্ষিত মনন হয়ে উঠুক এ যুগের হোয়াইট সেভিয়ার। মনে রাখবেন, এই তৃণব্যবস্থায় যে যত বেশি পড়াশোনা করে সে তত বেশি বর্ণহিন্দু ভদ্রলোক হয়।

    ৬। এত কঠিন টাস্ক দেখে ঘাবড়াবেন না। বাজারে আপনার কাজ সহজ করে দিতে এসে গেছে আরেক জন। তার নাম বিজেপি। মমতাকে প্রতিষ্ঠা করবার জন্য আপনি বিজেপি-র জুজু দেখিয়ে যান। যেখানে পারবেন দেখান। বিরোধী বাম পার্টির কর্মীদের পুড়িয়ে মারা হয়েছে? তৃণমূলকে সমর্থন করুন নাহলে এক্ষুনি বিজেপি এসে যাবে। পঞ্চায়েতের টাকা, একশো দিনের কাজ, চিটফাণ্ড সমস্ত কিছুর কোটি কোটি টাকা লুটে পুটে খেয়ে অনুব্রত আরাবুল নামক নব্য কুলাক শ্রেণির জন্ম হয়েছে? তৃণমূলকে সমর্থন করুন নাহলে এক্ষুনি বিজেপি এসে যাবে। তৃণমূল কংগ্রেস নিজের ভোটব্যাংক সুরক্ষিত করতে রামনবমীর মিছিল বার করে দাংগা বাধিয়েছে? তৃণমূলকে সমর্থন করুন নাহলে এক্ষুনি বিজেপি এসে যাবে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পর তাদের প্রত্যক্ষ সহায়তায় গ্রামে গঞ্জে আরএসএসের শাখা, স্কুল, হিন্দু সংহতির অফিস হুহু করে বেড়ে গিয়েছে? পার্লামেন্টে বিজেপি-র বিরুদ্ধে আনা নো-কনফিডেন্স মোশন ভেস্তে গিয়েছে তৃণমূল কংগ্রেস ওয়াক আউট করবার ফলে? তৃণমূলকে সমর্থন করুন নাহলে এক্ষুনি বিজেপি এসে যাবে। পঞ্চায়েত ভোটে নির্মমভাবে খুনোখুনি বোমাবাজি আর হত্যা ধর্ষণের মাধ্যমে রাজ্যে গণতন্ত্র নামক ধারণাটিই এই মুহূর্তে কোমাতে চলে গেছে? তৃণমূলকে সমর্থন করেও আর লাভ নেই, কারণ তাদের হাত ধরে বিজেপি অলরেডি এসেই গিয়েছে।

    ৭। আর ওপরের সমস্ত তত্বকে সুগারকোট করবার জন্য আপনার হাতের কাছে রয়েছে মার্ক্সবাদ । সিপিআই(এম) মার্ক্সকে হত্যা করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কমিউনিজমের প্রকৃত প্রয়োগ হচ্ছে। এটাকে আপনি সবথেকে ভাল খাওয়াতে পারেন যদি আপনার নামের পেছনে 'প্রাক্তন নক্সালপন্থী' নামক উপমাটি থাকে। যে কোনও আলোচনার মধ্যে হালকাভাবে গুঁজে দিন 'গোথা প্রোগ্রামের সমালোচনাতে কার্ল মার্ক্স যা যা ইস্যু তুলেছিলেন সেগুলোই যেন নতুন ভাবে অ্যাড্রেসড হচ্ছে কন্যাশ্রী প্রকল্পে"। কিন্তু খবরদার, ভুলেও সেই মার্ক্সের লেখাপত্রের খুঁটিয়ে বিবরণ শোনাতে যাবেন না। ওপর ওপর বলে ছেড়ে দেবেন। না হলেই কিন্তু আপনি তৃণমূল থাকবেন না, শিক্ষিত হয়ে যাবেন !

    ওপরের প্রসেসগুলো ফলো করুন। ফলো করুন। আপণই বিশিষ্ট বুদ্ধিজীবি হিসেবে পরিগণিত হবেন। টিভি চ্যানেলে আসবেন, কমিটির মাথা হবেন, শহীদ মিনারে নেত্রীর চেয়ারের জল মুছিয়ে দেবেন, জয় মমতা স্লোগানে গলা মেলাতে পারবেন। কলাটা মুলোটা যে মিলবে সেসব সকলেই জানে। কিন্তু আরেকটা অদ্ভুত ঘটনা আপনি দেখতে পাবেন। আপনার শারীরিক পরিবর্তন ঘটছে। হ্যাঁ, আপনি রথম প্রথম এগুলোতে একটু অবাক হলেও পরে বুঝতে পারবেন এগুলো খুবই ছোট্ট ও স্বাভাবিক ঘটনা। খুব গরমে আপনি হ্যা হ্যা করে হাঁফাবেন। প্রতিটি নিশুতি রাত্রে আপনার সহমর্মী বুদ্ধিজীবিদের সঙ্গে উচ্চগ্রামে গলা তুলে কারণ ছাড়াই চিৎকার করবার রোগ আপনাকে পেয়ে বসবে। আপনার ঘ্রাণশক্তি খুব তীব্র হয়ে উঠবে। গন্ধ শুঁকে বলে দিতে পারবেন কে মাওবাদী, কে মুসলমান বিদ্বেষী আর কে বিজেপি-র দালাল। এরপর, যেদিন দুপুরবেলা রাস্তার ধারের ল্যাম্পপোস্ট দেখে আপনার ডান পা নিজের অজান্তেই কাঁধের কাছে উঠে যাবে, বুঝবেন আপনি আদর্শ তৃণমূলী বুদ্ধিজীবি হয়ে উঠেছেন। সেই অকুণ্ঠ ভাঁড়ামির নিলাজ কার্নিভালে, কী-ই বা এসে যায়, বিজেপি যদি চলেই আসে? ইয়ে বিজেপি আগার মিল ভি যায়ে তো কেয়া হ্যায়?
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ব্লগ | ১৭ মে ২০১৮ | ১৫৪২৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 181.49.176.225 (*) | ২০ মে ২০১৮ ০১:৫১62613
  • এই সায়েন্স আর ভালো লাগে না ঃ( দিব্যি গুহায় ছিলাম আর আঁকাবুকি করছিলাম, কেন যে বেরোলাম কে জানে! আর কেনই বা চাষ করার বদ মতলব মাথায় এলো তাই বা কে জানে! ঃ(
  • modi | 209.249.223.69 (*) | ২০ মে ২০১৮ ০২:০৪62614
  • আঁকাবুকি কত্তিও ছাইন্ছ লাগে গো কত্তা। রং বানাতি বেসিক কেমিস্ট্রি, গুহার দেয়াল আঁকনের জন্য বানাই নিতি যন্তর বানানের ইঞ্জিনীয়ারিং, পারসপেকটিভের নিয়ম আরো কত্ত কি।
  • T | 129.74.180.59 (*) | ২০ মে ২০১৮ ০২:০৯62615
  • কী বিচিত্র এই দেশ! অথবা, কী বীচিত্র এই দেশ!
  • dc | 181.49.176.225 (*) | ২০ মে ২০১৮ ০২:২৬62616
  • পারস্পেকটিভ বোধায় অনেক পরে এসেছে, সেই রেনেসাঁ না কোন একটা সময়ের অভিশপ্ত সায়েন্সের হাত ধরে। গুহাচিত্রে বোধায় পারস্পেকটিভের ব্যপার ছিলনা। তবে এ ব্যাপারে আমি একেবারেই কম জানি, ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশী।

    তবে হ্যাঁ গুহাচিত্র আঁকার জন্য যে প্রসেস, মানে পর্যবেক্ষন করা, সেটাকে নিজের মনের মধ্যে নাড়াচাড়া করা আর অবসর সময়ে টুল জোগাড় করে সেই টুল ব্যবহার করে একটা সার্ফেসে সেটা ফুটিয়ে তোলা, সেসবের পেছনে যে সায়েন্সের শয়তানি আছে তাতে সন্দেহ নেই।

    গাছ থেকে নামাটাই আসলে ভুল হয়েছিল, তখন থেকেই হাত ধুয়ে সায়েন্স পেছনে পড়েছে।
  • PT | 125.187.44.40 (*) | ২০ মে ২০১৮ ০২:৩২62617
  • এমন অ-বিজ্ঞান চেতনা ২০১৮ তে? তাও মায়াপাতায় লেখার সময়? কত যুগ ধরে বিজ্ঞান করলে মায়াপাতার সৃষ্টি হয়?

    "তৃণমূলের বুদ্ধিজীবী যত সহজে বলে পঞ্চায়েত পার্টিবিহীন ইলেকশন হলে কী হতে পারে আলোচনা করি, মার্ক্সবাদী বলতে পারেন না।"
    পার্টিবিহীন ইলেকশনের কথা এক অ-তিনোমুলী রাজনীতিবিদ প্রফুল্ল সেন বহু আগে বলেছিলেন বলে শোনা যায়।

    "তো আমি দেখছি গ্রামের মেয়েটা কী চাইছে, নাগেরবাজারের ইরিকশাওলা কী চাইছে, এইসব মমতা বুঝে ফেলছেন।"
    সত্যি? এর চাইতে সহজ পাঠ শেষ কবে পড়েছি? এই বুঝে ফেলার কারণেই কি ভোট কেন্দ্র পর্যন্ত গ্রামের মেয়েটা বা নাগেরবাজারের ইরিকশাওলার যাওয়া বন্ধ করতে এই বিপুল হিংসা?

    "আমি স্পিরিটের দিক থেকে অধিকাংশ কর্মসূচীই সমর্থন করি।"
    গভীরে যান! গভীরে যান!! দেখবেন বেশীর ভাগ কর্মসূচীই আগের বাম সরকারের থেকেই নেওয়া। এমনকি কন্যাশ্রীও!! আর সেই কারণেই ভোটের আগে মিটিনে মিটিনে অত ফাইল দেখানোর পরেও নিউটাউন রাজারহাটের এক ছটাক জমিও ফেরৎ দেওয়া হয় না, গৌতম দেবও বারান্দায় বসে থাকেন গ্রেপ্তার হোয়ার জন্য। এবং দেশী-বিদেশী অ-টাটা শিল্পপতিদের তেল মারার সময়ে ঐ জায়গাটাই নয়নের মণির মত কাজ করে। নেহাৎ সিঙ্গুরটাকে না আটকালে ক্ষমতায় যাওয়া যেত না তাই আটকানো।

    তিনোমূলের সমর্থক হতে চাইলে কেই বা আটকাতে পারে!! তাই বলে মার্ক্সীয়-অমার্ক্সীয় প্রলেপ লাগিয়ে এই সব আলফাল মন্তব্য লিখে দেওয়া যায় নাকি?

    তবে দক্ষিণপন্থী বুজী বলতে অন্ততঃ পব-তে যে কিছু হয়না সেটা আরো একবার প্রমাণিত হল।
  • সিকি | 132.177.198.143 (*) | ২০ মে ২০১৮ ০৩:৩০62618
  • সোমনাথের সঙ্গে আলোচনায় সময় নষ্ট করার বিশেষ কারণ দেখি না, কারণ সোমনাথের একটা দীর্ঘকালীন টেনডেন্সিই আছে - যে জিনিসকে কোনওভাবেই ডিফেন্ড করা যায় না সেই জিনিসকে এক্সট্রাপোলেট করে ডিফেন্ড করা। ডেভিলস অ্যাডভোকেসিই বলা হোক বা অন্য কোনও ধরণের মাইন্ডসেট, এ জিনিস স্বনামে বা বিভিন্ন নিকের আড়ালে ও রেগুলার করে থাকে।

    এবং যেটা খুব বিরক্তিকর। সম্ভবত অন্যের বিরক্তি দেখে ওর বেশ আনন্দ হয় টয়।

    মাইন্ডসেটের ব্যাপার আর কি।
  • aranya | 83.160.123.238 (*) | ২০ মে ২০১৮ ০৩:৫৬62619
  • ভয়াবহ সন্ত্রাস, যে কোন বিরোধিতার মুখ বন্ধ করা, গভীর দুর্নীতি (বাংলার নিরিখে, সর্বভারতীয় প্রেক্ষিতে হয়ত এখনও কম) - এসবকে বুদ্ধি খাটিয়ে সমর্থন করা চাপ।

    অথবা হয়ত বুদ্ধি দিয়েই সমর্থন করা যায়, হৃদয় দিয়ে নয় - আখের গোছানোর, মাল কামানোর বুদ্ধি।
  • cm | 37.62.182.73 (*) | ২০ মে ২০১৮ ০৪:২৪62620
  • আমার সামান্য প্রশ্নটাই কাল বোধহয় ভাল করে লেখা হয়নি তাই আবার করি যদি কারু দয়া হয়। তৃণমূলের কোন ব্যক্তি সমর্থকের দর্শনকে কি তৃণমূলের রাজনৈতিক দর্শন বলব? আমি তৃণমূলী দর্শনের সরকারি ভাষ্যটি চাই। যদি তা তাদের কাজ থেকে ডিসাইফার করতে হয়, তাহলে ব্যক্তিগত ধান্ধা ছাড়া কিছু পাচ্ছিনা। বছর বছর শিল্প মেলা, শিল্প ধরার নামে বিদেশ ভরমণ দেখে মনে হয়না এরা নীতিগত ভাবে শিল্পবিরোধী বলে। এদের ক্রিয়াকলাপে ভরসা করে কেউ আসতে চাইছেননা সে অন্য কথা।
  • dc | 181.49.176.225 (*) | ২০ মে ২০১৮ ০৪:২৯62621
  • তিনোরা যদি শিল্পবিরোধী হয় তাহলে এই সাইটটার শতাব্দীর সেরা ট্রোলের পুরষ্কার পাওয়া উচিতঃ https://bengalglobalsummit.com/
  • dd | 59.205.216.252 (*) | ২০ মে ২০১৮ ০৪:৫৭62626
  • অন্তত কিছুক্ষনের জন্যেও এই টইতে বেশ সিরিয়াস আলোচনা চলছিলো .....

    ব্যাস, আবার যে কে সেই।
  • dd | 59.205.216.252 (*) | ২০ মে ২০১৮ ০৪:৫৯62627
  • "ডিসি র পয়েন্ট দেখে মনে পড়লো, আসলে শাক্য এক্ট পয়েন্ট কে অ্যাটাক করেনি, অথচ তৃণমূল পন্থী বুদ্দিজীবি সবচেয়ে বড় দুর্বলতা, হল মমতা কে প্রি মডার্ন একটা 'সেলফ সাসটেইন্ড ভুলে ইকোনোনমি' র মডেলের চাম্পিয়ন হিসেবে প্রোজেক্ট করার চেষ্টা করা এবঙ্গ তার কনজারব্গেটিজম টাকে প্রি মডার্ন শান্তিপূর্ন কমিউনিটি হিসেবে চালানোর চ্র্ষ্টা করা, একজন আদ্যপান্ত ইন্দিরা , সিদ্ধার্থ, সন্জয় গান ধীর বিরোধিহের্ন আদর শে অনুপ্রানিত একেবারেই পাবলিক সেক্টর আমদের রাষ্ট্র ভূমিকা কে আইডোলাইজ করা রাজনৈতিক নেতার জনপ্রিয়তাকে ভর করে কতগুলো ডিসপারেট টেন্টেইভ এজেন্ডার পার্ট হিসেবে দাবী করা, এটা হাস্যকর পদ্ধতি, এটা ব্যক্তি বুদ্ধিজিবি দের উপরে রাগ না করেও বলা যায়।"

    একমাত্র Tই পারে, (যদি চায়) , এর অনুলেখন আর ভাবার্থ লিখে দিতে।
  • h | 212.142.90.243 (*) | ২০ মে ২০১৮ ০৫:২৪62622
  • ডিসি র পয়েন্ট দেখে মনে পড়লো, আসলে শাক্য এক্ট পয়েন্ট কে অ্যাটাক করেনি, অথচ তৃণমূল পন্থী বুদ্দিজীবি সবচেয়ে বড় দুর্বলতা, হল মমতা কে প্রি মডার্ন একটা 'সেলফ সাসটেইন্ড ভুলে ইকোনোনমি' র মডেলের চাম্পিয়ন হিসেবে প্রোজেক্ট করার চেষ্টা করা এবঙ্গ তার কনজারব্গেটিজম টাকে প্রি মডার্ন শান্তিপূর্ন কমিউনিটি হিসেবে চালানোর চ্র্ষ্টা করা, একজন আদ্যপান্ত ইন্দিরা , সিদ্ধার্থ, সন্জয় গান ধীর বিরোধিহের্ন আদর শে অনুপ্রানিত একেবারেই পাবলিক সেক্টর আমদের রাষ্ট্র ভূমিকা কে আইডোলাইজ করা রাজনৈতিক নেতার জনপ্রিয়তাকে ভর করে কতগুলো ডিসপারেট টেন্টেইভ এজেন্ডার পার্ট হিসেবে দাবী করা, এটা হাস্যকর পদ্ধতি, এটা ব্যক্তি বুদ্ধিজিবি দের উপরে রাগ না করেও বলা যায়।
  • h | 212.142.90.243 (*) | ২০ মে ২০১৮ ০৫:২৬62623
  • কলিম খানের লেখার কতগুলো ইমপ্লিকেশন ইন্টারেস্টিঙ্গ সেটা পরে বলছি।
  • sm | 57.15.154.48 (*) | ২০ মে ২০১৮ ০৫:৪১62624
  • দাদা, একটু মেড ইজি করে লিখবেন প্লিজ। ভারী শ্বাসের কষ্ট!
    আর কিছু না, ছোট্ট অনুরোধ।
  • প্যারাসাইট | 181.25.193.20 (*) | ২০ মে ২০১৮ ১০:৩৬62625
  • বুজি আর পার্টির সম্পর্ক, এঁটুলি আর কুকুরের মতোই। সাইকো কুকুররাই অন্যের এঁটুলি দেখে গর্ব করে বলতে পারে ওরাতো আমার এক্স!
  • goggy | 15.254.112.154 (*) | ২১ মে ২০১৮ ০৪:১০62628
  • শুন, সহজ কথা সহজ করে বুঝি। প্রচুর শিল্পবিপ্লবের ইতিহাস পড়ে এসে মমতার দালালি করে যারা, তারা পাতি কথায় ধান্দাবাজ। আমাদের মতো সাধারণ মানুষকে বোকা ভাবার কোনো কারণ নেই। তাতিন শিল্পবিপ্লব নিয়ে বই পড়েছে, তাই ওর লোকে ওর মমতাপন্থী তত্ব শুনবে, এটা যদি ভেবে থাকে, তাহলে গান্ডু। পরিষ্কার বলছি, এই তাতিন গর্গ টাইপের শিল্পবিপ্লব এর ভুল মমতা ঠিক করছেন, এসব তত্ব মাড়ানো মাল, খাল কেটে বিজেপি কে আনছে। বিজেপি যখন আসবে, এই গান্ডু গুলাই তখন প্রথম বিজেপি গিরি করবে, শিল্পবিপ্লব নিয়ে নতুন তত্ব লিখে।
    তাতিন নিজের ফেবু, গুরুর "প্রাক্তন নক্সাল, কিন্তু এখন আই টি দোকানে বগল বাজাই" বন্ধুমহলে নিজের পসিশন রাখার জন্য এইসব বালের তত্ব দিচ্ছে, এটা বুঝে নিতে অসুবিধা হয় না। প্রাক্তন নক্সাল কি জিনিস, চেনা আছে। পুনে বোস, রাজাবাজারে সিন্ডিকেটে চালায়, সেও প্রাক্তন নক্সাল। এদের চেহারা এরকমই। আমাদের পাড়ায় যে ছেলেগুলো লালপার্টি করতো, এখন বসে গেছে, তারা এর চেয়ে একশো গুন্ বেটার। তাতিন গর্গ পুনে বোস রা পাতি কথায় ধান্দাবাজ। নক্সাল আন্দোলন বেচে যদি কিছু কমিয়ে নেওয়া যায়, বন্ধুমহলে কিছু পিঠ চাপড়ানি পাওয়া যায়, এটাই মোটামুটি চাহিদা।
  • S | 194.167.2.96 (*) | ২১ মে ২০১৮ ০৪:২৫62629
  • উচ্চবর্ণ হিন্দু ও উচ্চবিত্ত ঘরের ছেলে, আইটি কোম্পানিতে মোটা মাইনের চাকরি করি, আবার বাম/নক্সাল নিয়ে নেকামো করে প্রবন্ধ লিখি আর একটা অ্যান্টাই এস্টাব্লিশমেন্ট ভাবমুর্তি নিয়ে চলি - এতে বাঙালীর স্টেটাস আর সেক্স অ্যাপিল দুটই বাড়ে।

    মুশকিল হলো এতোদিন সিপিএমের আমলে এসব করে দিব্বি চলে যাচ্ছিলো। দিদির আমলে এসব করতে গেলে মার খাওয়ার ভয় আছে - তাই সব নতুন তত্বের পাহাড় নামছে।
  • sm | 52.110.150.216 (*) | ২১ মে ২০১৮ ০৫:১৩62630
  • সব ই তো হলো। কিন্তু, এ ধান্দাবাজ ও ধান্দাবাজ আর আমি সা মা (সাধারণ মানুষ) এই টা কেমন বিচিত্র লাগছে না কি?
    সব পার্টি চোর, তাদের কর্মীরা গুন্ডা কিন্তু গঙ্গাজল ছিটানো পার্টি একটাই!
  • dc | 181.49.191.5 (*) | ২১ মে ২০১৮ ০৫:৫৫62631
  • পার্সোনাল অ্যাটাক অ্যাভয়েড করা যায় না? তাতিন যা লিখেছেন তার সাথে সহমত না হলে তাতিন নামক ব্যক্তিকে নিয়ে টানাটানি করার কি দরকার? পাল্টা লেখা যায়, বা লেখাটার খিল্লিও করা যায়। তাতিন গর্গ কে, সে কি করে, সেসব নিয়ে আলোচনা করার দরকার নেই মনে হয়।
  • sm | 52.110.129.19 (*) | ২১ মে ২০১৮ ০৬:৩৬62632
  • এটি এঁদের চরিত্র গত গুণ!যেই কেউ কিছু বিরুদ্ধে লিখলো, অমনি সে কি করে, কি পরে,কত মাইনে, কি ভাবে বগল বাজায় -- পুরো বায়ো ডাটা হাজির!
    রেডিমেড এন্টারটেইন্মেন্ট!
  • T | 165.69.191.253 (*) | ২১ মে ২০১৮ ০৬:৪৩62633
  • কিন্তু তথ্যগত ভুল থেকে যাচ্ছে। তাতিন বা গর্গ কেউই তো আইটি ভাইটি নয়।
  • সিকি | 158.168.40.123 (*) | ২১ মে ২০১৮ ০৬:৪৯62634
  • এক, সময়ের দাম আছে।

    দুই, নামটি প্রয়োজনীয়, না হলে অ্যাজেন্ডাটি হিডেন থেকে যায়। নিতান্ত নিষ্পাপ লেখা হিসেবে তাতিনের লেখাটিকে দেখতে আমি রাজি নই। স্পেশালি লোকটি তাতিন বলেই, ওর লেখার প্যাটার্নটা আমার কাছে জরুরি।
  • sm | 52.110.150.216 (*) | ২১ মে ২০১৮ ০৬:৫০62635
  • এ দেহি, হিউম্যান রিসোর্স এর ছেয়ার ম্যান!সব খপর রাখে!
  • T | 165.69.191.253 (*) | ২১ মে ২০১৮ ০৬:৫৬62636
  • হ্যাঁ রে বালটা। খবর রাখি।
  • sm | 52.110.150.216 (*) | ২১ মে ২০১৮ ০৭:১২62637
  • জ্বলেছে, জ্বলেছে! বা: বা:!সব পুড়ে গেলে তো আর ছেঁড়ার কিছু থাকবে না!
  • T | 165.69.191.253 (*) | ২১ মে ২০১৮ ০৭:১৭62638
  • আমার বাল নিয়ে আপনার এত ইন্টারেস্ট ক্যানো। ও ওয়েট, আপনার তো দিনগুজরানই হয় বালবাজারী দরদাম করে। তা বীচিবৃদ্ধ, নেবেন নাকি একটি, দেব? চান, চাইতে থাকুন। ভালো করে চাইলেই দেব।
  • sm | 52.110.150.216 (*) | ২১ মে ২০১৮ ০৭:৩২62639
  • এই রে, এর তো লোশন লাগবে দেখছি।
  • sm | 52.110.150.216 (*) | ২১ মে ২০১৮ ০৭:৩২62640
  • বার্ণল দেবো?
  • T | 165.69.191.253 (*) | ২১ মে ২০১৮ ০৭:৩৬62641
  • ছি ছি, আপনার ডেইলি ও জিনিস লাগে, লোককে দিয়ে ক্যানো নষ্ট করবেন। কিন্তু লুব্রিক্যান্ট হিসেবে আরো ভালো জিনিস তো মার্কেটে আছে। নাকি গোড়ায় উপযুক্ত সেনসেশন না হ'লে ভাল্লাগে না। ;)
  • ফেসবুক থেকে আরও কিছু | 90.254.154.99 (*) | ২১ মে ২০১৮ ১০:১১62642
  • Rouhin Banerjee
    বেশ তো মানলাম আপনার আপত্তি Shamikবাবু - কিন্তু সে ভাঙড়ভূমিই হোক আর ইস্ট কলকাতা - তাতে জলাভূমি বুজিয়ে হাউজিং এস্টেটের যে উন্নয়ন শোভনবাবু করছেন, তাতে ওখানকার মানুষের উন্নয়ন হবে - এটাই কি বলতে চাইছেন? ওই জলাভূমি রামসার সার্টিফায়েড না হয়ে শোভন নোটিফায়েড হোক, এইই কি বক্তব্য? জানাটা দরকার।

    Shamik Sarkar
    Rouhin Banerjee ওখানে কী হবে সেটা আমি বলে দেব বা কেএমসি বলে দেবে - এটা কি আমার কথায় মনে হল? ওখানে কি হবে, প্রাথমিকভাবে তার নিয়ন্তা ওখানকার মানুষ। তারা যদি ঠিক করে যে ওখানে দেশের আইন মেনে (এমনকি) হাউজিং হবে, তাহলে তাই হওয়া উচিত। আমি বা পলিটিক্যাল শোভন তাদের নানা সুবিধা অসুবিধার কথা মনে করিয়ে দিতে পারি মাত্র। ফিশারিজ আইনে জলা বোজানো এমনিতেই বে আইনি।

    Rouhin Banerjee
    Shamik Sarkar যতদূর জানি ধ্রুবজ্যোতিবাবুর আন্দোলন ওখানকার মানুষকে সঙ্গে নিয়েই, কলকাতার মানুষকে নিয়ে নয়। তারা যানওনি, জানেনও না, স্বাভাবিকভাবেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন