এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • | 340112.94.563412.137 (*) | ১৮ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৩৮62107
  • ‘নিস্তব্ধতা হিরন্ময়’ যে মূর্খ বলেছে তাকে যেন মরার পুর্বে একবার একলা-একলি পাই।
  • b | 562312.20.2389.164 (*) | ১৮ সেপ্টেম্বর ২০১৮ ০৬:৫২62106
  • চাটগাঁইয়া না, সিলেটি। সিলেটিদের নাবিক হবার খুব পুরনো ইতিহাস। মুজতবা নিজেও সিলেটের লোক।
  • বিপ্লব রহমান | 340112.231.126712.74 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০২:২৩62127
  • এপারেও মুজতবার পন্ডিত মশাইয়ের গল্পটি আমাদের স্কুল পাঠ্যে ছিল।

    ট্রাজেডিকে ব্যালান্স করার জন্যই কি না জানি না, স্কুল পাঠ্যে আরেকটি গল্প ছিল "রসপোল্লা", সেরাম কমেডি, হাস্যরসে টইটুম্বুর।

    কলেজে থাকতেই " শবনম" পড়ার চেষ্টা করেছি, দু চার পাতা পড়ে আর এগোতে পারিনি। খুব নিরস ঠেকেছিল। অকাল কুষ্মাণ্ড!
  • ন্যাড়া | 890112.217.782323.153 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৩:১২62109
  • ভবদুলালবাবু, ঠিকই বলেছেন। সিলেট্যাই হবে। চৌতলি পরগণা বা ধলাইছড়া - এসব নাম শুনে গুণীজনরা নিশ্চয়ই বোঝেন চাটগাঁ না সিলেট। আমি বুঝিনা। তবে ভাষা সিলেটের। এক জায়গায় লিখেছেনও 'সিলেটের ভাষা' শুনলাম।

    মাইমাকেও ধন্যবাদ। আমি না ওপর-ওপর দেখে গল্পটা খুঁজেই পেলাম না। কোন বইতে ছিল, নাম কী - কিচ্ছু মনে পড়ল না।
  • i | 783412.157.89.253 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৩:২০62110
  • পন্ডিতমশাইয়ের গল্পটির নাম পাদটীকা। চাচা কাহিনীতে ছিল, না?
  • b | 562312.20.2389.164 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৪৯62111
  • ন্যাড়াদার দেওয়া নামটা আমার পচুন্দো হৈলো। অন্যতম প্রিয় ক্যারেক্টার।
  • ন্যাড়া | 0156.204.9003412.114 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৪:১৩62128
  • একই সেন্টেন্সে আমাকে আর খনুকে আঁতেল বলা দেখে খনু এক গাছা দড়ি হাতে ডিবেটিং ফ্রেমওয়ার্কের কাছে গিয়েছিল একা একা। নেহাত ফ্রেমওয়ার্কটা খনুর প্রজ্ঞার ভার সইতে পারবে কিনা তা নির্ধারিত না হওয়ায় জীবনানন্দ বেঁচে গেলেন এবারের মতন। তবে দ-বাবুর নাম খতম তালিকায় উঠে গেছে। শবনম যে একটি খাজা উপন্যাস, দ-বাবুর সঙ্গে আমার একমত হওয়াও ওনাকে খনুর রোষ থেকে বাঁচাতে পারবে কিনা বোঝা যাচ্ছেনা।
  • dd | 90045.207.90045.179 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৪৪62129
  • শবনম তো ? পড়িচি। সে তো নিমাই ভশচাযের মেমসাহেব ও পড়িচি। অথচো তখন আমার ভরা যৌবন, নিপাট নিশ্ছিদ্র আঁতেল , এমন কি কুটকুটে দাড়িও ছিলো, বিধিসম্মত । কিন্তু কীকরে জানি অসাড়ে ঐ দুটো আকাট ন্যাকা উপন্যাস পড়া হয়ে গেছিলো।

    এখন , মনে পড়লে, শিউড়ে শিউড়ে উঠি।
  • I | 3445.239.2389.218 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৪৫62130
  • শবনম যে খাজা উপইন্যাস, সুনীল গাঙ্গুলি ছাড়া তা কে না জানে!
  • কল্লোল | 238912.66.90056.96 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৫:০৮62131
  • শবনমে এট্টা গান ছিলো। এক বৃদ্ধ সেতার বাজিয়ে গাইছিলেন -
    শব-ই অগর শব-ই অগর শব-ই অগর
    অজ লবে য়ার বসোয়ে তবলম
    জওয়ান শওম
    জসেরো জিন্দগী দুবারা কুনম

    এরকমই কিছু হবে।

    আজি এ নিশীথে আজি এ নিশীথে আজি এ নিশীথে
    প্রিয়া অধরেতে চুম্বন যদি পাই
    জোয়ান হই
    এ জীবন আবার দোহরাই।

    অ ন্যাড়া সুর করবা নাকি?
  • ন্যাড়া | 0156.204.9003412.114 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৫:২৮62132
  • কল্লোলদা, এইটা দেশে-বিদেশেতেও ছিল। করে ফেল সুর। সারেঙ্গি আর সেতার লাগবে। পিড়িং পিড়িং। মুজতবা যেমন বলেছেন।

    ডিডিদা যেগুলো বলল, সেগুলো তো পড়েইছি, এ ছাড়া আশুতোষ মুখুজ্জে ও প্রতিভা বসুও দেড়েমুশে। বুদ্ধু গুহও। বলাকার মন, বাবলি আরও কত কী। আঁতলামির কম্পিটিশনে ডিডিদাকে তেরোশো দুয়ো।
  • সিকি | 894512.168.0145.123 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৫:২৯62112
  • মামী পোস্ট করেছে? আমি কি ঠিক দেকচি?
  • Entorhinal Cortex | 891212.185.5678.71 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৫:৪২62113
  • "নিস্তব্ধতা হিরণ্ময়, silnece is golden, যে মূর্খ বলেছে, তাকে যেন মরার পূর্বে একবার একলা একলি পাই।"

    হ্যাঁ, পাদটীকা, চাচাকাহিনী।
  • ন্যাড়া | 890112.217.782323.153 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৫:৫৯62114
  • হাপনারা সব সহিই বলিয়েছেন। চাচাকাহিনী, পাদটীকা। হামার বইতে ভি ওই নামেই আছে।
  • lcm | 900900.0.0189.158 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৬:১২62115
  • আলি সাহেবের ঐ নাবিকের গপ্পোগুলো দারুণ। আর একটা গপ্পো মনে আছে, গান্ধিজী এক জাহাজে করে ইতালি থেকে কোথায় যেন গিয়েছিলেন, মুসোলিনি আদেশ দিয়েছিলেন গান্ধিজীর দেখভালের যেন কোনো ত্রুটি না হয়, সেই নিয়ে ভারি মনোরম কাহিনি।

    একটা লেখা ছিল "সুখী হবার উপায়" বা এরকম কিছু নাম। তাতে এক ক্ষ্যাপা ক্রমাগত মাথায় হাতুড়ি ঠুকছে। আলি সাহেব তাকে জিগ্গেস করলেন, ওরে পাগল মাথায় এমন হাতুড়ি ঠুকছিস ক্যানো? এক গাল হেসে পাগল বলেছিল - যখন ঠুকি না তখন কি আরাম, কি সুখ!
  • | 453412.159.896712.72 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৬:১৪62116
  • শবনম একটি অতি অখাইদ্য ওভারহাইপড গাছন্যাকা লেখা।
  • | 2345.110.014512.203 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৬:২৪62117
  • অরিজিৎ অপমানে গর্জে না উঠবে না এব‍্যাপারে প‍রের প্লেনারি সেশন অব্দি ওয়েট করবে, অধীর আগ্রহে অপেক্ষা করছে রাজনৈতিক মহল‌।
  • Entorhinal Cortex | 342323.176.781212.122 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৬:৫৯62118
  • জৈবনে শবনম খুবই ভাল্লাগতো, স্পেশ্যালি দিল্লীতে একা একা থাকার সময়।

    এখন বার্ধক্যের দোরগোড়ায় এসে প্রেফারেন্স বদলেছে।
  • সৈকত | 340112.99.675612.98 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৭:০২62119
  • পণ্ডিতমশাইয়ের গল্পটা স্কুলে কোনও একটা ক্লাসের বইতে ছিল। সিলেবাসে ছিল কিনা মনে নেই।

    আর শবনম পুরো ঢপ। ঃ-)
  • Tim | 89900.228.0167.253 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৭:১১62120
  • এইজন্য ক্লাসিক গপ্প-উপন্যাস ২৫ বছর বয়সের আগে পড়ে নেওয়া উচিত। এবং কদাচ ফিরে পড়া উচিত না। ;-)
  • Entorhinal Cortex | 342323.176.781212.122 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৭:২৯62121
  • ক্লাস এইট। সিলেবাসে ছিলো।
  • | 340123.99.121223.133 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৭:২৯62122
  • মিডিয়ার তাৎক্ষনিকতার সঙ্গে পাল্লা রাখতে নিজেদের বক্তব্য জানানোর আধুনিকতম পন্থা গুলি গ্রহণ করেছে আলিমুদ্দিন কিন্তু তাতে কি খুশি অকৃত্রিম, লাল পতাকা র সাবেক সমর্থকেরা? লক্ষ্য রাখছে রাজনৈতিক মহল ;-) খ
  • | 340123.99.121223.133 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৭:৩০62123
  • এ বাবা সিপিএম এর পক্ষ থেকে ন্যাড়া কে এইট পাশ বলা হচ্ছে। খুশি নয় রাজনৈতিক মহল। ;-)
  • | 453412.159.896712.72 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৭:৫৩62124
  • আচ্ছা এই ন্যাড়াদা, খনু, ইশান, সইকত ইত্যাদিরা নাহয় জন্মে থেকেই আঁতেল। কিন্তু আমার বা অজ্জিতের মত লেসার মর্টালসদের তো ছোট থেকে পড়তে পড়তে অনেক পছন্দের বদল ঘটেছে। সেই নিয়ে একটা টইফই ব্লগটগ হলে বেশ হোতো কিন্তু।
  • pi | 4512.139.122323.129 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৮:০০62125
  • এটা হোক দমদি! একটা টইতে পড়েওছিলাম বোধহয়, সেই শৈলেন ঘোষ,স চ এঁদের লেখা ভাল লাগা থেকে খারাপ লাগা, সেই নিয়ে খরাপ লাগা ইঃ মিনিময়!
  • | 340123.99.121223.133 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৯:২২62126
  • ই বাবা সুদূর কাবুলিস্তানে, তোরা বোরা পর্বতশ্রেণী তে শুধুই তালিবান থাকা সত্ত্বেও , একটিও গাছ না থাকা সত্ত্বেও , পৌনে বারো টা নাগাদ মুজতবা সৃষ্ট কাবুলি সুন্দরী শবনম চরিত্রের প্রেমে নিমজ্জিত বাঙালি যবনের পো কে গাছ ন্যাকা বলা সত্ত্বেও, নিজহাতে সদ্য প্রতিষ্ঠিত আঁতেল মহল থেকে দেড়টা বাজার আগেই বেরিয়ে এলেন ফাউন্ডার মহল এর একাংশ। আম আদমি পার্টি ছাড়া আর কোথাও এই ত্বরান্বিত গতায়ত সাম্প্রতিক কালে দ্যাকা যায় নি। এখন ২০১৯ এর সাধারণ নির্বাচনকে সামনে রেখে এই নতুন তৃতীয় ফ্রন্টে রাজনৈতিক মহলের বিক্ষুব্ধ কোটা নাকি বিক্ষুব্ধ মহলের রাজনৈতিক মহল কোটা কোন অংশটি গুরুত্ত্ব পূর্ণ হয়ে ওঠে তার দিকে অধীর আগ্রহে কিন্তু তাকিয়ে কিন্তু প্রস্তাবিত আঁতেল মহলের অপর এক অংশ। এদিকে দ্বিতীয় কোন ফ্রন্ট নেই, অথচ তৃতীয় ফ্রন্ট কোথা থেকে এল এই ধন্ধে রয়ে গেছে, শিশুদের বিধান ভবন ও ঢাকুরিয়ার অবন মহল। খ
  • বিপ্লব রহমান | 340112.231.126712.74 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১২:১৩62108
  • তার লেখনি, পর্যবেক্ষণ, দেশ্চার, রসবোধ ও পরিমিতি বিস্ময়কর! স্তম্ভিত করে দেয়।
  • | 2345.106.451223.54 (*) | ২০ সেপ্টেম্বর ২০১৮ ০৬:১৫62133
  • :-)))
  • aranya | 3478.160.342312.238 (*) | ২১ সেপ্টেম্বর ২০১৮ ০১:৩৬62134
  • কৈশোরে দিব্য লেগেছিল শবনম। সেই স্মৃতি থেকে কন্যার নাম শবনম রাখার প্রস্তাব দিয়েছিলাম, গ্রাহ্য হয় নি
  • কল্লোল | 342323.176.8978.34 (*) | ২১ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৩৪62135
  • শবনম তো দেশে বিদেশের উপন্যাস সংস্করণ।
    তবে মুজতবা আর যাই হোন উপন্যাসকার নন। ছোটগল্প ভালো, সবচে ভালো প্রবন্ধ আর নাম না করা স্মৃতিকথা। ওগুলোকে লোকে কেমং রম্যোরচনা বলে। ধুস।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন