এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাঙর - আরেকটা নন্দীগ্রাম?

    s
    অন্যান্য | ১৮ জানুয়ারি ২০১৭ | ৪৬২৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | 116.51.30.198 | ২১ জানুয়ারি ২০১৭ ১০:৪৩726810
  • পিটি - অ্যাতো পুরোনো তথ্য দ্যান কেনো? ও তো ২০০২ সালের হিসেব। গত পনেরো বছরে অনেক লিস্টিই ওলোট পালোট হয়ে গ্যাছে।

    এখানে প্রায়ই দেখি - লোকে হুড়মুড় করে লিং দিয়ে দ্যান। নিজেরাই দ্যাখেন না কী দিলেম।
  • PT | 213.110.242.4 | ২১ জানুয়ারি ২০১৭ ১১:০৭726812
  • বিশেষ কিছু ওলোট-পালোট হয়নিঃ
    "Currently, India produces 106.19 million tonnes of rice a year from 44 million hectares of land. That’s a yield rate of 2.4 tonnes per hectare, placing India at 27th place out of 47 countries. China and Brazil have yield rates of 4.7 t/ha and 3.6 t/ha, respectively. As the graph shows, if Indian agricultural productivity was at these rates, we could produce 205.52 million tonnes and 160.01 million tonnes of rice, respectively."
    অথবাঃ
    `Although the overall numbers are impressive, the productivity of Indian agriculture is low. On average, acreage devoted to paddy cultivation declined by 6 million hectares between 1970-1979 and 2000-2009 in China while it increased by 4.6 million hectares over the same period in India. In fact, India has had more land under paddy cultivation than China every year since 1960. Yet, China out-produces India by a wide margin. Although the production disparity has decreased over time, paddy yield continues to be significantly higher in China than in India.

    কেউ খুব লেটেস্ট সংখ্যাতত্ব দিলে খুশী হব। তবে মনে হয় না তাতে মূল বক্তব্যে খুব কিছু অদলবদ্ল হবে।
  • | ২১ জানুয়ারি ২০১৭ ১৩:০৬726813
  • self sustainable village economy এইটা নিয়ে গত বছর দুই এম এন এস উৎসাহ দেখাচ্ছে। একেবারে কাজ করছে না এমনও বলা যাবে না। খুব ছোট পকেট, ধরুন ৫টা কি ৬টা গ্রামে একসাথে ৮ থেকে ১০ রকমের আইটেম ফলাচ্ছে, অতিরিক্ত উদ্বৃত্ত কাছের শহরে এনে বিক্রী করছে ফার্মার্স মার্কেট টাইপের জায়গায়। বুধবার করে বসে সেগুলো। মোটামুটি সেই টক দিয়েই নাকি ঐ গ্রামগুলোর বাকী চাহিদা মিটছে।
  • | ২১ জানুয়ারি ২০১৭ ১৩:০৭726814
  • উফ! টক নয় টাকা
  • sch | 55.250.245.195 | ২১ জানুয়ারি ২০১৭ ১৫:০৬726815
  • কাগজে যা লিখেছে তাতে বোঝা যাচ্ছে যে সমস্যা জমি অধিগ্রহন নিয়ে না - পাওয়ার ট্রান্সমিশান লাইন নিয়ে না - সমস্যা আরাবুলকে নিয়ে। তা আরাবুলকে শ্রীনু কায়দাতে টপকে দিলেই হয়
  • h | 212.142.75.90 | ২১ জানুয়ারি ২০১৭ ১৮:৪০726816
  • এমনকি অধিগৃহিত জমির উপরে ডিস্ট্রিবিউশন টাও হয়নি। তবে স্চ এর এই এতো বীর রস কিসে বুঝিনা। ঃ-))))))
  • ranjan roy | 24.99.207.164 | ২১ জানুয়ারি ২০১৭ ১৯:২৯726817
  • কম্পুটার ফ্যান বোধহয় গেছে; গরম হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। ঃ(( তবু যতটা বকবক করতে পারি।ঃ))
    self-sustained economyঃ
    আমার চোখে দেখা একটি জেলা। ওড়িষ্যার রায়গড়া জেলায় কাশীপুর ব্লক। সেখানে অগ্রগামী নামের একটি এনজিও গত চল্লিশবছর ধরে মাটি কামড়ে কাজ করে যাচ্ছে। নিয়মগিরি থেকে ২০০ কিমি দূরে। নবীন পট্টনায়েক এদের মাওবাদী আখ্যা দিয়ে কোমর ভেঙে দিতে চেষ্টা করেছিলেন। কারণ এরা কমিউনিটিকে এড়িয়ে তাদের উৎখাত করে খনি মাফিয়ার অধিগ্রহণের বিরোধিতা করছিলেন। এখন "অগ্রগামী"র কাজ রাষ্ট্রীয় পুরষ্কার পেয়েছে। ডকুমেন্টেশন শর্ট ফিল্ম ইত্যাদি তৈরি হয়েছে।
    এখানে স্থানীয় অধিবাসীরা হলেন খোন্দ নামের একটি অতি-প্রান্তিক পিছিয়ে পড়া কমিউনিটি। এই পাহাড় জঙ্গলে ঘেরা ব্লকে এঁদের অধিকাংশই নিরক্ষর। কৃষির উৎপাদন কৌশল আদিম। শুরুতে এরা জঙ্গলের ফলমূল খেয়ে বেঁচে থাকতেন। কারিগরী কৃৎকৌশল ইত্যাদি প্রিমিটিভ। ফলে ট্রেডিং এর খালি জায়গাটা দখল করে নিল বহিরাগত বানিয়াঅ কমিউনিটি। সূদের ব্যব্সা ও লুট চলতে লাগল। রাস্তাঘাট বিজলী প্রায় ছিলই না। পেট্রল পাম্প আগে ৫০ কিমি দূরে ছিল।
    এঁরা যা করেছেনঃ
    খোন্দ উপজাতির মধ্যে ট্রেনিং দিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিস ও চাল-ডাল-তেল-চিনি-নুন-গামছা-মোটা কাপড় এবং এর দোকানদার স্থানীয়দের মধ্যে হবে। প্রোডাকশনের লক্ষ্য হবে কনসাম্প্শন, প্রফিট বা অ্যাকুমূলেশন অফ ক্যাপিটাল নয়। প্রফিট মার্জিন বা লেন্ডিং এর সূদের হার হবে নমিনাল--শুধু সার্কুলেশন ও মেইন্তেন্যাঅন্সের মত।
    জার্মান সহায়তয় আধুনিক কৃষি প্রযুক্তির ট্রেনিং সেন্টার খোলায় হয়েছে। হর্টিকালচার ইত্যাদিকে উৎসাহ দেওয়া হচ্ছে।
    এদের বক্তব্য উৎপাদন ততটুকুই করা যতটুকু এই ব্লকের কমিউনিটির কাজে লাগে। আদৌ রাউরকেল্লার মর্কেটে বিক্রির জন্যে নয়।

    কিন্তু এই মোটিভেশন, এই অ্যান্টি প্রফিট সিস্টেম ভবিষয়েতে কতদিন টিঁকে থাকবে, কবে এর বাউন্ডারি ভেনেগে যাবে--আমি জানি না। ডকু সঙ্গে আছে। ডেটা লাগলে দিতে পারি। কিন্তু এখন কম্প্যু গরম হচ্ছে। তাই বিরত ।
  • Ekak | 53.224.129.52 | ২১ জানুয়ারি ২০১৭ ২৩:২৭726818
  • মিশনের কিছু সেন্টারে এরকম আছে । সবজি থেকে ধান চাল ডিম্ দুধ সব নিজেদের এরিয়াতেই । সোলার প্যানেল এনে নিজেরাই পুরো ছেয়ে নিয়েছে। সে বেশ পিকনিক পিকনিক ব্যাপার । তো আমরা ফাজলামি করে বলতুম বাচ্চাগুলো তো বাইরের , সেইটে এখানে পয়দা করলে বুঝতুম হান্ড্রেড পার্সেন্ট সেলফ সাস্টেইন্ড :):)
  • Ekak | 53.224.129.52 | ২১ জানুয়ারি ২০১৭ ২৩:৪২726820
  • অন আ সিরিয়াস নোট আমি ছুটোব্যালায় নো প্রফিট সিস্টেম এ খুব ভরসা করতুম । নো প্রফিট নো লস ইত্যাদি । তাপ্পর কম্পিউটার গেম্স্ খেলতে গিয়ে আমার ভুল টা ভাঙে । ওরকম আইল্যান্ড লজিক একদম ভুলভাল । ধরুন আমি একটা ভিলেজ কে সেলফ সাস্টেইন করলুম নো প্রফিট নো লস মডেলে । এবার সেখানে সমস্ত আলুতে ধ্বসা রোগ হলো , বা মুরগিদের হৃৎকম্প বা জনতার বেরিবেরি । তখন ? এক্সট্রা পুঁজি না থাকলে কে বাঁচাবে ? যদি কন্টিনজেন্সি হিসেবে কিছু প্রফিট কে তুলেও রেখে দি প্রফিট না দেখিয়ে , তারপরেও তো যে কোনো সময়ে বহিঃশত্রু আক্রমণ করতে পারে ! পালাদিন বা প্রিস্ট এসে ঘঙ ঘঙ করে কনভার্ট করার চেষ্টা করতে পারে । তাকে ত্রেবিষ্যু ছুঁড়ে তাড়াতে হবে না ? আলকেমি রিসার্চ করতে হবে না ? অতএব , যেহেতু কোনো অবস্থাতেই আমি বা আমার গ্রাম একটি বহির্জগৎ বিচ্ছিন্ন দ্বীপ নয় তাই আমাকে সর্বদাই প্রফিট করে যেতে হবে যাতে সারভাইভাল নিশ্চিত হয় । অনেকবার অনেকরকম করে খেলে -আঁক কষে -স্ট্রাটেজি পাল্টে এ আমি বুঝিছি যে নো প্রফিট মডেল আসলে কিছু মানুশকে একটা সীমার মধ্যে আটকে রাখার ধাপ্পা । যতটা পারো নিজেরা ম্যানুফ্যাকচারিং করো যদি কাঁচামাল থাকে , সাস্টেইন্যান্স বাড়াও সেসব ঠিক আছে । বাট প্রফিট ইস মাস্ট । ওটাই বাফার দেবে । এসব কেলাস নাইন তাইনের কথা । তাপ্পর থেকে আর ওসবে ভরসা করিনা ।
  • Ekak | 53.224.129.52 | ২১ জানুয়ারি ২০১৭ ২৩:৫৩726821
  • আমার এখন যেটা মনে হয় যে সেলফ সাস্টেইন্যান্স মানে ওরকম আজগুবি আইল্যান্ড বানানো নয় ।কোনো অঞ্চলের সেলফ সাস্টেইন্যান্স মানে চোখ কান খোলা রেখে মার্কেট কন্ডিশনকে প্রেডিক্ট করার চেষটা করা যে কালকেই আমি কী বিপদে পড়তে পারি , আমার দেশে কোন কাঁচামাল ফুরিয়ে যেতে পারে সেখান থেকে কী অসুবিধে হতে পারে , কেন ধুতির কাচ্চা খোলা হয়ে সবকিছু ইম্পোর্ট করতে শুরু করবোনা ইত্যদি ইত্যদি । গ্রামের ক্ষেত্রে ভাবতে পারি যে লাল বাঁধাকপির চাষ করলে লাভ বেশি তাই কী মেজর নেওয়া দরকার বা লোকজন ছড়িয়ে ছিটিয়ে থেকে বড্ডো স্পেস অকুপাই হচ্ছে এদের ভার্টিকালি তুলে দিলে ফার্ম ল্যান্ড কতটা বেরিয়ে আসবে সেখান থেকে যে এক্সট্রা রোজগার হবে তাই দিয়ে পোকা ধরা ফিঙে পাখির ইনকিউবেশন সেন্টার বানানো যায় কিনা তাতে পেস্টিসাইড ব্যবহার কমবে ইত্যাদি । অর্থাৎ ফল্ট লাইন্স এন্ড ফিউচার নিড গুলো ডিটেক্ট করা এবং ব্যবস্থা নেওয়া । এটাই রাত্রদিন চালিয়ে যাওয়া । মোটেই কোনো আইল্যান্ড আইল্যান্ড খেলা নয় ।
  • cm | 127.247.97.102 | ২২ জানুয়ারি ২০১৭ ০৮:২৬726822
  • আপত্তি কি আইল্যান্ডের সাইজ নিয়ে, নাকি বলা হচ্ছে আবশ্যিকভাবে সমগ্র মানবজাতিকে একটি ছাতার তলায় আনতেই হবে?
  • Ekak | 53.224.129.52 | ২২ জানুয়ারি ২০১৭ ০৮:৪৬726823
  • আনা সম্ভব নয় সেটাই বলা হচ্ছে :) কারন ওরকম কোনো আইল্যান্ড ভৌগোলিক -সামাজিক -অর্থনৈতিক কোনোভাবেই এক্সিস্ট করেনা । এইযে আমরা এখন অবধি ভেবে নিচ্ছি যে আর্থ প্ল্যানেট একটা ভৌগোলিক আইল্যান্ড , ইন্টারপ্ল্যাটরি লাইফ শুরু হলে এটাও থাকবেনা । একে অন্যকে প্রভাবিত করবেই । এবার এই প্রভাবের কতটা গ্রহণ করবেন কতটা বর্জন সেটা নিগোশিয়েট করার ক্ষমতা আসে প্রফিট থেকে । নইলে জাস্ট একতরফা প্রভাবিত হতে হয় । নিগোশিয়েটর হওয়া যায়না ।
  • s | 60.158.182.25 | ২২ জানুয়ারি ২০১৭ ০৯:০৯726824
  • যাক ফিশফ্রাই থেকে ডালরুটিতে এসেছে সিপিয়ুম।
  • s | 60.158.182.25 | ২২ জানুয়ারি ২০১৭ ০৯:১৩726825
  • এই যে, পিটিদার ও পিএমের বুকের জ্বালা জুড়াবে।
  • PT | 160.129.67.49 | ২২ জানুয়ারি ২০১৭ ০৯:২২726826
  • ভাল খবরঃ পোতুল তাহলে আবার প্রতুল হলেন!!
  • cm | 127.247.97.102 | ২২ জানুয়ারি ২০১৭ ০৯:২৯726827
  • আচ্ছা, ইন্টারপ্ল্যানেটরি লাইফ না আসা অব্দি তাহলে বিশ্বজুড়ে একটিই আইল্যান্ড।
  • dc | 132.178.19.35 | ২২ জানুয়ারি ২০১৭ ০৯:৩৩726828
  • সেই আইল্যান্ডের মধ্যে ট্রেড চালু থাকলেই আমরা ক্যাপিটালিস্টরা খুশী।
  • Ekak | 53.224.129.52 | ২২ জানুয়ারি ২০১৭ ০৯:৩৮726829
  • ভৌগোলিকভাবে কথাটা গুলে মেরে দিলে কিছু করার নেই :):) অবস্যই ভৌগোলিকভাবে আর্থ একটা আইল্যান্ড । সেইজন্যেই উত্তর মেরুতে আকাশে ছ্যাঁদা হলে উত্তরপাড়ার লোক মাথা ঘামায় ।
  • cm | 127.247.97.102 | ২২ জানুয়ারি ২০১৭ ১০:১৬726831
  • এখানে তো আমরা ভৌগোলিক আইল্যান্ড নিয়ে মাথা ঘামাচ্ছিনা। ধরে নেওয়া হচ্ছে সোশিও ইকোনোমিকালি সেল্ফসাস্টেনেবল ক্লোজড সাবসিস্টেমের কথা হচ্ছে।
  • cm | 127.247.97.102 | ২২ জানুয়ারি ২০১৭ ১০:১৮726832
  • dc ট্রেডের কোন প্রশ্নই নেই, এয়ারটাইট জারে গ্যাস হল সঠিক অ্যানালজি।
  • Ekak | 53.224.129.52 | ২২ জানুয়ারি ২০১৭ ১০:২০726833
  • "সোশিও ইকোনোমিকালি সেল্ফসাস্টেনেবল ক্লোজড সাবসিস্টেমের"

    স্ববিরোধী ফ্রেজ । নিজে পড়ে দেখুন । "সাব" হলে আবার বাকিটা হয় নাকি । "ক্লোস্ড " কে ক্লোস্ড রাখা একটা ফোর্সফুল প্রসেস যেটা করতে গেলে উদ্বৃত্ত লাগে । জাস্ট ক্লোস ধরে নিলেই হয়না । সবই ফোর্স , ফ্রিডম ইমপ্লিমেন্ট করা ফোর্স । ক্লোস্ড ব্যারিয়ার মেন্টেন করা ফোর্স । কোত্থেকে আসবে এই ফোর্স যদি উদ্বৃত্ত না বানাই ? ওরকম মনোকলা মনে মনেই খাওয়া যায় শুধু ।
  • dc | 132.178.19.35 | ২২ জানুয়ারি ২০১৭ ১০:২৩726834
  • হ্যাঁ আমারও মনে হচ্ছে "সাব" কে ক্লোজ করতে গেলে ব্যারিয়ার লাগবে। যেমন ধরুন আপনার গ্যাস জার, ওটা ক্লোজড সিস্টেম করতে গেলে তো গ্লাস ব্যারিয়ারটা থাকতে হবে। ওটা না থাকলে তো দুদিকে মাইগ্রেশান শুরু হবে।
  • cm | 127.247.97.102 | ২২ জানুয়ারি ২০১৭ ১০:২৫726835
  • অবশ্যই হয়, একটা বড় এয়ারটাইট জারের ভেতরে আর একটা জারে গ্যাস রাখুন।
  • cm | 127.247.97.102 | ২২ জানুয়ারি ২০১৭ ১০:২৬726836
  • ব্যারিয়ার রাখা হবেতো, সেজন্যই ট্রেড নাই।
  • Ekak | 53.224.129.52 | ২২ জানুয়ারি ২০১৭ ১০:৩১726837
  • আরে আপনি নিজেই বারবার "এয়ারটাইট " লিখছেন আর ভুলে যাচ্ছেন যে ওটা একটা ফোর্স ব্যালান্সড বাই থার্ড পার্টি :):):) আপনি বানান একখানা ওরকম সোশালিস্ট এয়ারটাইট "ভেতরের " আরেকটা জার , আমি আর ডিসি গিয়ে তার এন মাইনাস ওয়ান তম আউটার লেয়ারের এয়ার প্রেসার নিয়ে একটু হালকা খেলাধুলো করবো । আপনার ভেতরের জার হয় চুপসে যাবে নইলে দুম করে ফেটে যাবে :):) দিস হ্যাস ক্যাপিটালিজম অলয়েস ডান উইথ সোশালিস্টস থ্রুআউট দ্য হিস্ট্রি ..... আউটার লেয়ারের প্রেসার নিয়ে চুলকে দিলেই বোঝা যায় যে এয়ারটাইট কে এয়ারটাইট রাখাটাও আসলে বাইরের সিস্টেমের সঙ্গে ভেতরের প্রেসারের ব্যালান্স এর খেলা যেটা কিনা ভেতরের লেয়ারের ফোর্স এন্ড পাওয়ার ছাড়া সম্ভব না । তার জন্যেই উদ্বৃত্ত জেনারেট করতে হয় । জার টা লোহার বা প্ল্যাটিনামের বানাতে হয় বা ভেতরেও অর্থনৈতিক উন্নয়ন - অর্থমূল্য নিয়ন্ত্রণ ইত্যাদি করে বাইরের সঙ্গে প্রেসার ব্যালান্স মেন্টেন করতে হয় যাতে জার্ টা ফুস বা দুম ফটাস না হয়ে যায় :) জারের ভেতরে জার্ তার ভেতর জার যতই ভাবুন গল্পটা একই :):)
  • cm | 127.247.97.102 | ২২ জানুয়ারি ২০১৭ ১০:৫০726838
  • বেশ, তাহলে বলা হচ্ছে, সোশালিস্ট মডেল নিজে নিজে বেশ স্থিতিশীল মডেল শুধুমাত্র বাইরে থেকে ক্যাপিটালিস্টরা খোঁচায় বলে ভেঙ্গে পড়ে।
  • PT | 160.129.67.49 | ২২ জানুয়ারি ২০১৭ ১০:৫৩726840
  • হাঃ, হাঃ .....!!
  • Ekak | 53.224.129.52 | ২২ জানুয়ারি ২০১৭ ১০:৫৩726839
  • যেভাবে সদ্যজাত শিশু মাত্রেই প্রতিভাৱান কিন্তু বাইরে থেকে জালিম দুনিয়া নানান কিছু শেখায় বলে তারা পরবর্তীতে গবেট হয়ে যায় :):):)
  • Ekak | 53.224.129.52 | ২২ জানুয়ারি ২০১৭ ১০:৫৬726842
  • শোশালিজম এর ধারণাটা তো ক্যাথলিক মোরালিটির উদ্বর্তন । একটা ক্লোস্ড গার্ডেন অফ ইডেন যেকাহেন সবকিছু পারফেক্ট । যতক্ষণ না স্যাটান এসে তাকে নলেজ ট্রান্সফার করছে । তাই তো টিভি -মিডিয়া ব্যান করতে োর অটো তৎপর । সেই গার্ডেন অফ ইডেন কে রক্ষা করার ক্যাথলিক মরালিটি ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন