এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাঙর - আরেকটা নন্দীগ্রাম?

    s
    অন্যান্য | ১৮ জানুয়ারি ২০১৭ | ৪৬২৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 120.227.242.67 | ১৯ জানুয়ারি ২০১৭ ০৯:০২726941
  • এটা ভালো আইডিয়া, একবার এককের পিঠে চেপে দেখতে হবে :d

    h দা আমি পেটার কাজকম্মো যেটুকু পড়ি সেগুলো সাপোর্টই করি। তৃষা কৃষ্ণান নামে এক অভিনেত্রী পেটার ব্র্যান্ড অ্যাম্বাসাডার, তিনিও এই বাজারে থ্রেট ফেট খেয়ে গেছেন।

    পিটিদা কি অলীক বক্তব্যের লিংক দিছেন? :p
  • Ekak | 53.224.129.48 | ১৯ জানুয়ারি ২০১৭ ০৯:০৪726942
  • ব্যাঙ্গালোরে শিবাজিনগরের ঘটনা নিয়ে লিখেছিলুম সেই রেফারেন্স এ বলছেন তো ? আমার মনে আছে । সেই ঘটনাটা কিন্তু পেটা র ছিলোনা । পুলিশকে ঘেরাও করেছিল এখানকার বেয়াআইনি ট্রেডার রা যারা ন্যাচারাল কট স্পিসিস কে ক্যাপটিভ ব্রীড বলে বেচে , সঙ্গে দিয়েছিলো কংগ্রেসের লীডার । পেটার নিজের ইন্টিগ্রিটি নিয়ে যথেষ্ট সন্দেহের জায়গা আছে । একাধিকবার পেটার সেন্টার থেকে বাজে অবস্থায় পশুদের রাখার ছবি-তথ্য উঠে এসেছে ।আর তাছাড়া ,কোনো মুসলিম বা তামিল পাড়াতে ঢোকার দম নেই ওদের । এহেন একটা সংস্থা দাবি করলো বুল ফাইট আর জল্লিকাট্টু এক জিনিস অমনি বন্ধ হয়ে গেলো এটা কোনো যুক্তিতেই আসেনা । জল্লিকাট্টু তে যেটা হয় সেটা পশুদের ওপর আক্রমণ নয় । বুল ফাইট বন্ধ হবার পরেও বুল দেড় সঙ্গে রেস্ কিন্তু এখনো চলে স্পেনে যেখানে রাস্তায ষাঁড়ে মানুষকে গুঁতিয়ে জায়গা করে নেয় । সর্বোপরি এরা ফার্ম এনিম্যাল । ট্রেইন করে স্পোর্টস এ অসুবিধে কী ? পেটা বহুদিন ধরে ফার্ম স্টক আর ন্যাচারাল এনিম্যাল এর সীমারেখা মুছে দেবার চেষ্টা করছে । আর এটা করছে ভেগান দের পাশে রেখে । ভেগান পলিটিক্স এর বাড়বাড়ন্ত হচ্ছে বায়ো রিএক্টর বিজনেসে ফান্ডিং বাড়ানোর জন্যে । মুসলমান পারে পেটা ঢোকার মতো ব্যাপার নয় এটা ।
  • dc | 120.227.242.67 | ১৯ জানুয়ারি ২০১৭ ০৯:০৫726943
  • কিন্তু ঝুলি থেকে বেড়াল উঁকি মারছে নাকি?

    "যদি ধরেই নেওয়া হয় আমরা বহিরাগত, তাহলে সিঙ্গুর আন্দোলনের সময়ে মমতা কি বহিরাগত ছিলেন না?"

    অ্যাই মেরেছে!
  • dc | 120.227.242.67 | ১৯ জানুয়ারি ২০১৭ ০৯:০৯726944
  • একক, ইন জেনারাল মানুষের স্পোর্ট্সএর জন্য পশুদের ব্যবহার করাটা আমার খারাপ লাগে। বুলফাইট, বুলরেস, ডগফাইট, ককফাইট যাই হোক না কেন। মানে আগে এসব তো হতোই, তবে এখন এগুলো আস্তে আস্তে বন্ধ করা উচিত। তবে এই ভেগান ঢপবাজিটাও আরেক উদ্ভট ব্যাপার।
  • Ekak | 53.224.129.48 | ১৯ জানুয়ারি ২০১৭ ০৯:১২726945
  • আমিও খেলিনা । পাখি মারা ছেড়ে দিয়েছি বহুদিন হলো । কিন্তু পেটাকে জায়গা করে দেওয়ার বিপক্ষে । ওদের ভেগান পলিটিক্স সাংঘাতিক । বিশাল ব্যয় রিএক্টর মনোপোলির গপ্পো আছে এর পেছনে । বায়ো রিএক্টরের খরচ কমুক তখন সমর্থন করবো । সেটা যদ্দিন না হচ্ছে ফোর্সফুলি ফার্ম স্টক মার্কেটকে নষ্ট করার খেলা মেনে নেবোনা ।
  • Abhyu | 85.137.10.223 | ১৯ জানুয়ারি ২০১৭ ০৯:২০726946
  • দেখুন স্পোর্টসের জন্য পশুদের ব্যবহার সব সময় খারাপ না। এখনো আমি বাড়ি গেলে কালুর সাথে খেলি (সেই যে কুকুরটা গাঁদা গাছে হিসি করে বলে মা খেতে দিতে চায় না)।
  • dc | 120.227.242.67 | ১৯ জানুয়ারি ২০১৭ ০৯:২৫726947
  • ইয়ে ওরকম আমিও খেলি। বিশেষ করে মর্নিং ওয়াকে বেরোলে মাঝেমাঝে এক ভদ্রমহিলার সাথে দেখা হয়, তিনি কুকুর নিয়ে বেরোন, তা সেই কুকুরটাকে আদর টাদর করি আরকি। সে অন্য কথা।
  • avi | 57.15.229.5 | ১৯ জানুয়ারি ২০১৭ ০৯:২৬726948
  • একটা গপ্পো ছিল না, একজন তার কুকুরের সাথে দাবা খেলছে। তাই দেখে তার বন্ধু বলে, আরে তোর কুকুর তো হেবি বুদ্ধিমান! তাতে অন্যজন বলে, ধুর কোথায় বুদ্ধি, পাঁচবারের মধ্যে তিনবার হেরেছে।
  • ক্যাম্পা কোলা | 233.191.5.117 | ১৯ জানুয়ারি ২০১৭ ০৯:২৮726949
  • আমি শুধু পেটার সেলেব্রিটি অ্যাডগুলো দেখি - মানে ফার বিরোধী অ্যাডগুলো :-p
  • cm | 127.247.96.214 | ১৯ জানুয়ারি ২০১৭ ০৯:৩৬726951
  • বাঃ ওদের বুঝি আন্দোলন আন্দোলন খেলতে ইচ্ছে হয়না।
  • amit | 213.0.3.2 | ১৯ জানুয়ারি ২০১৭ ০৯:৩৮726952
  • মমতা বহিরাগত হোক আর যাই হোক, ডিসি কালকে যেটা বলেছেন একদম ঠিক। পুরোপুরি সমর্থন করি। বিদ্যুত দিয়ে কি হবে ? ডেঞ্জারাস জিনিস সব।

    পব র কোথাও, যেকোনো প্রজেক্ট এ যদি লাখে এক জন-ও অনিচ্ছুক থাকেন, তিনি অন্তর্গত হন বা বহিরাগত, সেই প্রজেক্ট হওয়া উচিত নয়, এটা একটা সরকারের অ্যাবসলিউট স্ট্যান্ড নেওয়া উচিত। আরাবুল একদম ঠিক কাজ করেছে, এতো দিন এ লোকটার ওপর শ্রদ্ধা হচ্ছে।

    আমার তো মনে হয় দরকার হলে পুরো ধর্মতলা, ডালহৌসি ভেঙে জব চার্ণক যাদের থেকে জমি কেড়েছিলেন, তাদের নাতি পুতিদের গুষ্টিকে বিলানো হোক আলু চাষের জন্য। কলকাতার মাটিতে আলু তে সোনা ফলবে।
  • sm | 57.15.164.241 | ১৯ জানুয়ারি ২০১৭ ০৯:৫৩726954
  • উঁহু অমিত একটি ভুল করলেন।যারা স্বেচ্ছায় জমি দিয়েছে বা জমি বিক্রি করেছে,তাদের জমিতে প্রকল্প করা যেতেই পারে।
    যদি কিছু জমির জন্য বড় প্রকল্প আটকে যায় তবে সেই সামান্য অনিচ্ছুক জমির মালিক কে দ্বিগুন বা তিনগুন কম্পেন্সেশন অথবা প্রকল্পের বাইরে ওই পরিমান চাষ যোগ্য সরকারি জমি ,এক্সচেঞ্জে দেওয়া উচিত।
    এটা একটা জাতীয় সমস্যা।এটাকে রাজ্য স্তর বা কেন্দ্রীয় স্তর দুদিকেই এড্রেস করতে হবে।
    সম্প্রতি কাগজে পড়লাম এস ই জেড এর নাম হাজার হাজার চাষ যোগ্য জমি অনাবাদী পড়ে আছে।
    এটাই বা কেন হবে?
    আমার বাড়ি ,আমার জমি -এটাকে বর্গাদারি,প্রকল্প,এস ই জেড প্রভৃতি বিভিন্ন নাম ও মোড়ক নিয়ে যুগ যুগ ধরে দখল নেওয়া হচ্ছে।এটার ও তো সমাধান দরকার।
  • sm | 57.15.164.241 | ১৯ জানুয়ারি ২০১৭ ০৯:৫৩726953
  • উঁহু অমিত একটি ভুল করলেন।যারা স্বেচ্ছায় জমি দিয়েছে বা জমি বিক্রি করেছে,তাদের জমিতে প্রকল্প করা যেতেই পারে।
    যদি কিছু জমির জন্য বড় প্রকল্প আটকে যায় তবে সেই সামান্য অনিচ্ছুক জমির মালিক কে দ্বিগুন বা তিনগুন কম্পেন্সেশন অথবা প্রকল্পের বাইরে ওই পরিমান চাষ যোগ্য সরকারি জমি ,এক্সচেঞ্জে দেওয়া উচিত।
    এটা একটা জাতীয় সমস্যা।এটাকে রাজ্য স্তর বা কেন্দ্রীয় স্তর দুদিকেই এড্রেস করতে হবে।
    সম্প্রতি কাগজে পড়লাম এস ই জেড এর নাম হাজার হাজার চাষ যোগ্য জমি অনাবাদী পড়ে আছে।
    এটাই বা কেন হবে?
    আমার বাড়ি ,আমার জমি -এটাকে বর্গাদারি,প্রকল্প,এস ই জেড প্রভৃতি বিভিন্ন নাম ও মোড়ক নিয়ে যুগ যুগ ধরে দখল নেওয়া হচ্ছে।এটার ও তো সমাধান দরকার।
  • PT | 213.110.242.8 | ১৯ জানুয়ারি ২০১৭ ০৯:৫৪726955
  • যাঁরা বিদ্যুত ও বিপ্লব দুটো-ই ব্যবহার করছেন তাঁদের অনুরোধ করছিঃ যে কোন একটা বেছে নিন!!
  • d | 144.159.168.72 | ১৯ জানুয়ারি ২০১৭ ০৯:৫৮726956
  • দেওয়ালির সময় অনুষ্কা ট্যুইটারে প্রচন্ড ট্রোলড হল না ঐ পেটার একটা কী যেন প্রচার করায়?

    যাই হোক এই টইটাকে বেলাইন না করলেই হয়।

    আর ইয়ে বলছিলাম কি পাইকে আর গুরুকে গালিগালাজ করার জন্য একটা টই খুলে দেব জনস্বার্থে? একটা জায়গায় ডকুমেন্টেড থাকবে আর কি।
  • PM | 37.97.120.228 | ১৯ জানুয়ারি ২০১৭ ১০:০২726957
  • DC আর অমিতকে পুর্ন সমর্থন। একজনের আপত্তি থাকলেও সে প্রোজেক্ট করা যাবে না। এটাই সিঙ্গুরের ঐতিহ্য---- লড়াই করে অর্জিত এই ঐতিহ্য কোনো মতেই বেহাত হতে দেওয়া উচিত নয়।

    তা ছাড়া কল্লোলদা সেই কব্বে বলে গেছেন-- সভ্যতা পুতিগন্ধময়---দও ফিরে সে অরন্য ইত্যাদি
  • Ekak | 53.224.129.48 | ১৯ জানুয়ারি ২০১৭ ১০:০৪726958
  • না টই বেলাইন করবোনা । আসলে ভাঙ্গর নিয়ে সিরিয়াসলি সিরিয়াস হতে পারছিনা ।এটা তৃণমূলের দলীয় কোন্দল । কিছুদিন অপেক্ষা করুন । খবর চাপা থাকবেনা ।
  • ক্যাম্পা কোলা | 131.241.218.132 | ১৯ জানুয়ারি ২০১৭ ১০:০৬726959
  • পেটা-এর মডেল নিয়ে টই খুল্লেই হয়:-p
  • dc | 120.227.242.67 | ১৯ জানুয়ারি ২০১৭ ১০:০৯726960
  • পেটার তো অনেক মডেল!
  • ক্যাম্পা কোলা | 131.241.218.132 | ১৯ জানুয়ারি ২০১৭ ১০:১২726962
  • ফার-বিরোধী মডেল:-p
  • amit | 213.0.3.2 | ১৯ জানুয়ারি ২০১৭ ১০:১৫726963
  • sm, এই গুলো নিয়ে আগেই বহু বিতর্ক হয়েছে, এবং এর কোনো পোয়েটিক সমাধান নেই, সেটা আপনি, আমি সবাই জানি । যেকোনো প্রজেক্ট এ সর্বদা কয়েক জন পাওয়া যাবে, যাদেরকে ৩ গুন্ কেন, দশ গুন্ দিলেও তারা রাজি হবে না। কারণ বিবিধ হতে পারে, আর তার মধ্যে ঢুকছি না। আর কোন প্রজেক্ট জনস্বার্থে, কোনটা ব্যক্তিস্বার্থে, কোনটা রাজনৈতিক স্বার্থে, সেটা নিয়েও হাজার বিতর্ক হয়েছে আগে, কিন্তু সব কিছুর মধ্যে বড়ো সরু লাইন। "between black & white, there are fifty shades of grey"

    কিন্তু এটাই সত্যি যে আজকে পব তে জমি নিয়ে এমন একটা জায়গা তে এসে দাঁড়ানো গেছে, যে সবাই জানে এখানে কোনো প্রজেক্ট এর ভবিষ্যৎ যেকোনো সময় , যেকোনো স্টেজ এ ঘেটে যেতে পারে। মমতা সেই চক্রবৃহে ঢুকে তো পড়েছেন, কি করে বেরোতে পারেন, সেটাই দেখার । দেখা যাক । আমাদের আর কি, এমনিতেও আমরা আব্বুলিস , বাইরে থেকে ফেরার রাস্তা বন্ধ ,রিং এর বাইরে দাঁড়িয়ে মজা দেখা ছাড়া আর বাদাম খাওয়া ছাড়া আর কিছু করার নেই। ফুট কাটা তো টাইম পাশের জন্য ।
  • ক্যাম্পা কোলা | 131.241.218.132 | ১৯ জানুয়ারি ২০১৭ ১০:১৬726965
  • অন আ সিরিয়াস নোট, ভাঙড়ে গোলমালের মূলে তিনুদের ঝগড়া এইটা আমিও মনে করি। ইলেকশনের পরে কাইজার আর আরাবুল ওপরে ওপরে দোস্তি দেখালেও দুজনের মধ্যে মিলমিশ প্র্যাক্টিক্যালি অসম্ভব। আরো কয়েকজন পাবলিক আছে ওই এরিয়ায়।

    বাইকবাহিনী নেমে গেছে -

    http://abpananda.abplive.in/state/outsiders-giving-threat-to-withdraw-the-movement-started-by-villagers-295933
  • PM | 37.97.120.228 | ১৯ জানুয়ারি ২০১৭ ১০:১৬726964
  • অভ্যু আশা করি আমাকে বলেন নি ? তবু বলি ( যেহেতু কাল পাইয়ের একটা কমেন্ট কোট করে উত্তোর দিয়েছি) -- পাই খুব চমৎকার মানুষ। প্রচুর ভালো কাজ করেন। ওনাঅকে গালি দেবো কোন দুঃখে !!! আমার এক পরিচিতো কে ইন্ফো দিয়ে সাহায্য-ও করেছেন Kঅদিন আগে --- কিন্তু আমি কিছু জিনিষের বিরোধীতা করি আমার রাজ্যের জন্য ক্ষতিকর মনে করে--রাজ্যের বাসিন্দা বলেই , ঘটনা চক্রে পাই সেগুলোর সমর্থক। তাই হয়্তো মনে হচ্ছে আমি ব্যক্তিগত ভাবে ওনার বিরোধীতা করছি--- এরকম মনে হলে দুঃখিত।

    আর গুরু কে গাল? ঃ) আমি একমাত্র এই বাংলা ব্লগ সাইট ই দেখি আর আড্ডা পড়ি / মারি, কোনো ভিত্তি ছাড়াই শুধু ১০ বছরের পুরোনো পাঠক হিসেবেই নিজেকে গুরুর পার্ট হিসেবেই মনে করি তো ঃ)
  • sm | 57.15.145.147 | ১৯ জানুয়ারি ২০১৭ ১০:৩৬726966
  • অমিত ,এস ই জেড এ হাজার হাজার একর জমি কেন পড়ে আছে বা থাকে -সে নিয়ে আপনার কি মত?
    প্রসঙ্গত,সিঙ্গুর আর নন্দীগ্রাম একজন অনিচ্ছুকের জন্য হয় নি। অনিচ্ছুকদের সংখ্যা ছিল প্রচুর। তৎকালীন রাজ্য সরকার থেকে বোঝানোর চেয়ে গা জোয়ারী বেশি ছিল। আর ছিল বিভিন্ন ধরণের মিথ্যাচার। যেমন ওগুলো অনাবাদি /জলা জমি ইত্যাদি। সর্বোপরি ওখানে সরকার জমি নিচ্ছিলো বেসরকারি শিল্পপতি ও শিল্পের স্বার্থে।
    এখানে প্রকল্প হচ্ছে জাতীয় স্বার্থে ও কেন্দ্রীয় সরকারের উদ্যোগে। যদ্দুর শোনা যাচ্ছে জমি অলরেডি বিকৃত।তবু ,সরকারের উচিত স্থানীয় মানুষের কথা খুব ধৈর্য্য ধরে শোনা।
    এক্ষেত্রে রাজনৈতিক দলের থেকে প্রশাসন বেশি কার্যকর হয়।
  • ক্যাম্পা কোলা | 131.241.218.132 | ১৯ জানুয়ারি ২০১৭ ১০:৩৮726967
  • ইয়ে, বিকৃত মানে ডিফেসড। বিক্রীত হবে:-p
  • sm | 57.15.145.147 | ১৯ জানুয়ারি ২০১৭ ১০:৩৯726968
  • #বিক্রীত -বিকৃত নয়।
  • :-D | 188.17.170.179 | ১৯ জানুয়ারি ২০১৭ ১০:৪৭726971
  • দিদি কয়েক্দিন দেখবেন, তারপর ঐ অলীক আর কয়েকটাকে টপকে দেবেন। আন্দোলন শেষ।

    কিষেনজীর চেলাদের এমন অবস্থা, তেমনি অবস্থা হবে।
  • Abhyu | 85.137.10.223 | ১৯ জানুয়ারি ২০১৭ ১০:৪৭726970
  • PM আমি তো আপনাকে কিছু বলি নি।
  • amit | 213.0.3.2 | ১৯ জানুয়ারি ২০১৭ ১০:৪৭726969
  • আবার লিখি, আমি জানিনা এই সবের কোনো পোয়েটিক সমাধান আছে কি না। এস ই জেড এই জমি ফেলে রাখা নিশ্চয় অন্যায়, জোর করে জমি কড়া টাও অন্যায়, কিন্তু কজন অনিচ্ছুক থাকলে সেই প্রজেক্ট আটকানো উচিত তার কোনো আইন আছে কি ? সিঙ্গুর এ 80-% লোক সম্মতি দিয়েছিলো, আজকে যেকোনো সরকার 50-% এই কম ভোট এ জিতে মসনদে বসে, সেই হিসেবে তো সমস্ত সরকার অবৈধ। (মোদী 32-% ভোট পেয়েছে 2014-এ)।

    আমি বাস্তব দুনিয়া র পরিপ্রেক্ষিতে বলছি। আজ অবধি কোনো প্রজেক্ট এ আমি অন্তত দেখি নি সবাই খুশি হয়েছে, কোনো দেশেই নয়। কিন্তু শুরুতে আটকানো আর 80-৯০ % কাজ হয়ে যাওয়ার পরে আটকানো এক জিনিস নয় ।

    যাই হোক, আমার টাইম পাস খাঁচার বাইরে বসে বাদাম ভাজা খাওয়া আর মজা দেখা । সেটাই করছি , বুদ্ধিজীবী হবার সাধ্য বা সাধ নেই ।
  • High Tension | 174.100.41.2 | ১৯ জানুয়ারি ২০১৭ ১১:২১726973
  • PT স্যারের কথা কে পূর্ণ সমর্থন।। পরিযায়ী বিপ্লবীরা বিপ্লব এবং বিদ্যুতের মধ্যে যে কোনো একটাকে choose করুন। গাছেরও খাবো তলারও কুড়োবো জাতীয় ধান্দাবাজি বন্ধ করুন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন