এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাঙর - আরেকটা নন্দীগ্রাম?

    s
    অন্যান্য | ১৮ জানুয়ারি ২০১৭ | ৪৬২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • s | 108.209.202.160 | ১৮ জানুয়ারি ২০১৭ ০৯:৩৩726752
  • টইটা খুল্লাম। কেননা যা শুনছি এই গোলমাল সহজে মেটার নয়।
    আপাতত হাতেগরম লিং থাক।


    <
  • s | 108.209.202.160 | ১৮ জানুয়ারি ২০১৭ ০৯:৩৫726917
  • s | 108.209.202.160 | ১৮ জানুয়ারি ২০১৭ ০৯:৩৫726906
  • dc | 132.174.114.220 | ১৮ জানুয়ারি ২০১৭ ০৯:৩৭726928
  • হেডিং এরকমও হতে পারতো - "পশ্চিমবঙ্গ আছে পশ্চিমবঙ্গতেই"।
  • s | 108.209.202.160 | ১৮ জানুয়ারি ২০১৭ ০৯:৪৩726939
  • অতিবামেরা মাঠে নেমে পড়েছেন।
  • b | 135.20.82.164 | ১৮ জানুয়ারি ২০১৭ ১০:০৬726961
  • এই শবদেহর ছবি কাগজে না দিলেই পারে।

    যাগ্গে।
  • PM | 59.14.110.207 | ১৮ জানুয়ারি ২০১৭ ১৩:৪৪726972
  • বুজি মিছিল কৈ ??? !!! ঃ) ওহ তো সব জেলে--তাও তো ঠিক
  • pi | 174.100.177.10 | ১৮ জানুয়ারি ২০১৭ ১৪:৩১726753
  • আজ মিছিল আছে তো।

    আপনি যাচ্ছেন ?
  • sm | 57.11.29.126 | ১৮ জানুয়ারি ২০১৭ ১৫:৩৮726764
  • এবার টোটাল হি নী।
  • sch | 52.110.177.192 | ১৮ জানুয়ারি ২০১৭ ১৫:৪৪726786
  • কেউ এক্টু বুঝিয়ে দেবেন ভাঙ্গড়ের আন্দোলন কি নিয়ে?

    এই মুহূর্তে সরকারের একটি দপ্তরের water supply এর একটি প্রজেক্টের জলাধার তৈরীর জন্য জমি অধিগ্রহণের পদ্ধতি কাছ থেকে দেখার সুযোগ হয়েছে এই ভাঙ্গর অঞ্চলে। যা দেখেছি তাতে মনে হয়েছে ইচ্ছুক ক্রেতার কাছ থেকে জমিটি কেনা হয় আলাপ আলোচনা করে, মার্কেট রেট বিচার করে ।পদ্ধতিটি negotiated land purchase policy হিসেবে উল্লেখ করা হয় (সরকারের memorandum 3145-LP/1A-03/14, dtd 24.11.2014, গুওল করলে সবটা পেয়ে যাবেন)

    সে রকম দরকার পড়লে নিরপেক্ষ তৃতীয় পক্ষকে দিয়ে যাচাই করে নেওয়া হয় জমিটি স্বেচ্ছায় দিচ্ছে কি না এই তথ্যটি। এই প্রজেক্টটি যেহেতু আন্তর্জাতিক একটি ব্যাঙ্কের ঋণে সাধারণতঃ ওই তারা কোন বিশ্ববিদেয়ালয় বা নামী শিক্ষা প্রতিষ্ঠানের অধাপককে রেকমেন্ড করেন।
    পব'র আরো কয়েকটি জায়গায় দেখেছি এই পদ্ধতিতে জমি নেওয়া হয় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের জন্য।
    উপরোক্ত পদ্ধতিতে দাম-পত্র ঠিক হয়ে যাবার পর দেখেছি হঠাৎ জমি মালিক, পরিবারের দুজনের চাকরির দাবী করেন। অবশ্যই সে বায়না রাখা হয়নি - কিন্তু ঠিক মতো মদত থাকলে সেটাকে নিয়ে আন্দোলন করে ফেলা যেত।

    ভাঙ্গড়ে বিদ্যুৎ সাব স্টেশানের জন্য যে জমি নেওয়া হয়েছে সেখানে এই পদ্ধতি মানা হয় নি কারণ সেটি এই পদ্ধতি প্রণয়ণের আগেই নেওয়া (২০১৩ তে)। যদি তখন কোন আপত্তি না হয়ে থাকে তাহলে এখন আপত্তি কিসের?? বড়োজোর দাবি করতে পারে এখনকার পদ্ধতিতে জমির যা দাম হয় সেই দাম দিতে হবে। যদিও সেটা লজিক্যাল না

    যদি হাই ভোল্টেজ লাইনের জন্য পরিবেশ এবং জনস্বাস্থের ক্ষতি হয় - এই জাতীয় কোনো তথ্য কি who বা কোনো আন্তর্জাতিক সংস্থার রিপোর্টে আছে?
  • h | 213.99.211.134 | ১৮ জানুয়ারি ২০১৭ ১৫:৪৪726775
  • এখনো অব্দি ----এই বিতর্কে দুটা তিনটা জিনিস ই কম বেশি ইন্টারেস্টিং, আর সবটাই চর্বিত চর্বন। মানে মানুষ মরা, অধিগ্রহণে পার্টির ইনভল্ভমেন্ট টা শুদ্ধ।
    ক - হাই টেনসন লাইনে র প্রভাবে 'হাইব্রিড'। এই সময়ের খবর অনুযায়ী অ্যাপারেন্টলি পাওয়ারগ্রিড প্রোজেক্ট এর এই বিচিত্র সম্ভাব্য প্রভাবের কথা বলেন রেজ্জাক মোল্লা। এখন জীবন জীবিকা জমিরক্ষা কমিটি এক্ষেত্রে (অন্য কয়েকটা সীমিত ক্ষেত্র ছাড়া দেখিনি) বাস্তুতন্ত্র রক্ষা টাকে নামের ভেতরে রেখেছে। তো সেটা সুইট ওয়াটার বডি অব্দি ছিল, ঐ অঞ্চলে। এখন এই ইনপুট টা রেজ্জাক কোথা থেকে পেলেন সেটা আমি সিরিয়াসলি জানতে আগ্রহী। আর কি ইনপুট ছিল এগজ্যাক্টলি সেটাও জানতে আগ্রহী। যদি সিভিল সোসাইটি বৈজ্ঞানিক রাও ইনভল্ভড থাকেন, তাঁরা এটা বলবেন, তো কি বললে তার চীনে হুইস্পার এটা হয় সেটা আমি জানতে আগ্রহী।
    খ - পার্থ চট্টো, অ্যাপারেন্টলি আরাবুলের সুগার ড্যাড, তিনি বলেছেন স্বার্থান্স্বেষী রা জমি কিনে রেখেছেন হাড়োয়া রোডের পাশে। সেটা অন্যতম সমস্যা। তো তারা কারা একটু জানতে আগ্রহী।
    গ - আর পাওয়ার গ্রিড ইনফ্রাস্ট্রাকচারের পার্ট সেটা নিয়ে আগে শুনেছিলাম প্রতিবাদী দের গাড়ি সহ ভোগ্যপন্যের মত আপত্তি নেই, বা অপেক্ষাকৃত আপত্তি কম। এবারে ঘটনাটা কি এটা জানা দরকার। কয়েকটা ইনটারভিউ মিডিয়া তে দেখে মনে হয়েছে, যে তাদের চাকরির আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু সেটা আদৌ দেওয়া হয়েছিল কিনা, নাকি অন্য কোনো কথা ছিল সেটাও জানতে আগ্রহী।
  • h | 213.99.211.134 | ১৮ জানুয়ারি ২০১৭ ১৫:৪৬726808
  • *তাঁরা এটা বলবেন না।

    টুশে, স্চ।
  • sch | 52.110.177.192 | ১৮ জানুয়ারি ২০১৭ ১৫:৫০726819
  • অনেক সময়ই শুনি ফেসবুকে বা সোস্যাল মিডিয়ায় বসে আন্দোলন হয় না। মিছিলে হাঁটতে হয়। মিছিলে হেঁটে এই আন্দোলনের কারণ জানা যাবে? যারা মিছিলে হাঁটছেন তারা বর্তমানের land acquisition and resettlement এর স্বীকৃত গাইডলাইনগুলো জানেন নিশ্চয়ই। তাহলে একটু জানতে চাই জমি নেওয়া হল যখন তখন আন্দোলন করলেন না কেন?
  • hattimatimtim | 174.100.41.2 | ১৮ জানুয়ারি ২০১৭ ১৬:০২726830
  • আপনি নকু, প্রেসি-যদুর আলোকপ্রাপ্ত সর্বহারা ও comrade অলীকের থেকে বেশি জানেন?? বিদ্যুতের হাই টেনশন লাইন কাছেপিঠে থাকলে আমাশা হয়, ইন্দ্রলুপ্ত হয়, কালাজ্বর, পালাজ্বর, ওলাওঠা, রাজরোগ সব হয়।
  • h | 213.99.211.134 | ১৮ জানুয়ারি ২০১৭ ১৬:১৫726841
  • আর আরেকটা কেস অবশ্য ইন্টারেস্টিং, সেটা হল, এত কম জমি যখন, এতো লোক আন্দোলনে জড়ালো কি করে। হাজার লোক আজ ও মিছিল করছে। তো এটা কি আরাবুল বা অন্য টি এম সি র ওপরে অনেকদিন ধরে খচে আছে বলে লোক আন্দোলন করছে নাকি অন্য কোন কারণ, কারণ অধিগৃহিত জমিতে তো এতো লোক অ্যাফেকটেড হবার কথা না।

    কদিন না গেলে বোঝা যাচ্ছে না। তার মধ্যে যদি মস্তান দের অ্যারেস্ট না করে ছাত্র দের অ্যারেস্ট করে, তাহলে সমস্যা বাড়বে। অবশ্য লোকেশন টা সরে যেতে পারে।
  • sch | 52.110.177.192 | ১৮ জানুয়ারি ২০১৭ ১৬:১৬726852
  • দুর্ভাগ্যবশতঃ আমি যাদবপুরে বছর ছয়েক পড়াশোনা করেছি এবং ওখানে যেটুকু শিখেছি (ইন্ডাস্ট্রিতে প্রায় বছর কুড়ি কাজ করার পর মনে হয় না আদৌ বিশেষ কিছু শেখানোর চেষ্টা ছিল) তাতে কোন ইরেশানাল চিন্তা ভাবনার খোরাক পাই নি। ব্যক্তি বিশেষে একদমই আগ্রহী না - কিন্তু এই আন্দোলনের পেছনে যারা রয়েছেন তাদের চিন্তা ভাবনা জানতে ইচ্ছে করে। তারা কেন এই গুরুর পাতায় লেখেন না?
  • ক্যাম্পা কোলা | 131.241.218.132 | ১৮ জানুয়ারি ২০১৭ ১৬:১৭726864
  • এই সময় তো সেইদিকেই ইন্ডিকেট করছে। আরাবুল ভার্সাস এট অল।
  • cm | 127.247.96.178 | ১৮ জানুয়ারি ২০১৭ ১৬:২৯726875
  • বহুকাল কোন কলরব নাই, ধুর এই কি জীবন! হোক বিপ্লব। তমোঘ্নর খবর আছে?
  • PT | 213.110.242.7 | ১৮ জানুয়ারি ২০১৭ ২০:১৫726886
  • হকিস্টিক দিয়ে টাটা-সেন্টার না কোথাকার যেন কাঁচ ভেঙ্গেছিল যে, সে এখন কোথায়? কিংবা সেই মাতঙ্গিনী........?
  • PT | 213.110.242.7 | ১৮ জানুয়ারি ২০১৭ ২০:২৬726897
  • তবে হার্মাদদের ক্যাম্প থেকে শুরু করে পাওয়ার গ্রীড, সব ব্যাপারেই সংহতিই শেষ কথা বলে। শুধু এবারে ওদের তথ্যগুলো তিনোরা টুকে পরীক্ষা দিতে রাজী হয়নি।

    "The Fear of Bhangar: A case against Power Grid and High voltage Transmission Line"
    http://sanhati.com/excerpted/18237/

    ভাঙ্গরের আগে পৃথিবীর আর কোথাও পাওয়ার গ্রীড বসানো হয়নি?
  • cm | 127.247.96.178 | ১৮ জানুয়ারি ২০১৭ ২০:৪৪726900
  • এবিপি আনন্দে নতুন গল্প জানা গেল। ওখানে হাউসিং প্রোজেক্টের জন্য বিল্ডারেরা জমি নিয়েছে আর তার গেলে জমির চরিত্র বদলানো যাবেনা। তবে সিঙ্গুরে যদি জমি নিয়ে চাষার মতই শেষ কথা ধরি তাহলে এখানেই বা নয় কেন?
  • sch | 55.250.245.195 | ১৮ জানুয়ারি ২০১৭ ২০:৫১726901
  • চিরকাল তো দেখে এসেছি হাই ভোল্টেজ লাইন চাষের জমির মধ্যে দিয়েই যায়। তাতে কি ফসলের বাড় বন্ধ হয় - এরকম তো কোথায় হয় নি।
    ১৬ একর = ৬.৪৭ হেক্টার = ৬৪৭০০ স্কোয়ার মিটার = ২৫৫ মি x ২৫৫ মি
    এইটুকু জায়গা নিয়ে আন্দোলন!!! তাতে দুটো মানুষের প্রাণ চলে গেল?
  • cm | 127.247.96.178 | ১৮ জানুয়ারি ২০১৭ ২০:৫৪726902
  • ফসল নয়, তার গেলে আর হাইরাইজের পারমিশন হবে কি করে? নইলে ঐটুকু জমিতে অত লোক আসে।
  • sch | 55.250.245.195 | ১৮ জানুয়ারি ২০১৭ ২০:৫৫726903
  • তাহলে কি ধরে নেব এই সব প্রেসিডেন্সি যাদবপুরের ছাত্রেরা আন্দোলন করছে প্রমোটারদের মদত দিতে?!!!!
  • dc | 132.174.114.220 | ১৮ জানুয়ারি ২০১৭ ২১:০১726904
  • তা কেন? ওখানে কৃষকরা জমি দিতে অনিচ্ছুক। তাই পাওয়ার গ্রিড হবেনা। ব্যস, সিম্পুল ব্যপার।
  • avi | 57.15.144.212 | ১৮ জানুয়ারি ২০১৭ ২১:১০726905
  • আজ এক ভদ্রলোক আউটডোরে দেখাতে এসেছিলেন, বাড়ি ভাঙ্গর অঞ্চলে। সেটা শুনেই আমার পাশে বসা থেরাপিস্ট জিজ্ঞেস করলেন, ওখানে কী নিয়ে সমস্যা হল বলুন তো। তাতে তিনি বললেন কী একটা যেন মেশিন বসানো হচ্ছে তাতে পেটের বাচ্চাদের নাকি গ্রোথ কমে যাবে, বুদ্ধি কম হয়ে যাবে, আরো নানান সমস্যা হবে মানুষের। তাই সবাই আপত্তি করেছে। ভিড় ছিল, বেশি কথা হল না আর তেমন এই নিয়ে। প্রসঙ্গত, ভদ্রলোক সাইকোটিক নন, এমনিতে জাজমেন্ট ইত্যাদি সব ঠিকঠাক।
  • PT | 213.110.242.4 | ১৮ জানুয়ারি ২০১৭ ২১:১২726907
  • কিন্তু এতদিন ধরে "অসাধু ব্যব্সায়ীরা" আর "মাওবাদীরা" ওখানে জড় হচ্ছিল সেটা বিরোধীশূন্য ভাঙ্গরের তিনো নেতারা জানত না? রেজ্জাক মোল্লা জানতেন না? মাত্র ৩০/৩৫ কিমি দূরে বসে কলকাতার তিনো নেতারা জানত না? ঐ অলীকবাবু ওখানে সংগঠন বানাচ্ছিলেন তিনো নেতাদের অন্ধকারে রেখে?
    ন্যাক্কা নাকি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন