এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বোল্ট, ভিভ এবং গেইলস - ক্যারিবিয়ান পুরুষত্বের সন্ধানে

    bip
    অন্যান্য | ২৩ আগস্ট ২০১৬ | ১১৫৪৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • যাব্বাবা | 200.10.8.70 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১২:১৯719633
  • ওয়ার্ন গ্রেট বোলার হবে কি করে ? ও তো সেহবাগকে বল করেছে, রিচার্ডসকে করেনি ।
  • | 213.132.214.85 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১২:২০719634
  • সর্ব কালের সেরা টেস্ট খেলিয়ে দলের মধ্যে গাভাসকার কে চাই। না হলে খেল বুনি। ঃ)
  • dc | 132.164.214.16 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১২:২৬719636
  • souvik এর সাথে একমত।
  • একক | 53.224.129.51 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১২:২৭719637
  • "যেখানে নারী, বিয়ার খাওয়ার মতোই রিলাক্সেশান"

    তাতে সমস্যা কী ? সমস্ত রিলেশন কমিটেড হতে যাবে কোন দুঃখে ? আর সমস্ত কমিটমেন্টই বা দ্বিপাক্ষিক হতে যাবে ক্যানো ?? কী অদ্ভূত সব জাজমেন্টাল ভাট !!

    "সমস্যা " একমাত্র হতে পারে যখন কন্ট্রাক্ট ব্রেক হচ্ছে । আপনি একজনের কাছে কমিট করছেন যে আপনি তার সঙ্গে ছাড়া আর কারো সঙ্গে যৌন সম্পর্ক করবেননা অথচ করছেন । সেক্ষেত্রে সম্পর্ক ভাঙ্গার রাস্তা তো খোলা রয়েছে দুপক্ষেই । কিন্তু কোনো কারণেই একজনকে দোষারোপ করা যায়না যে অমুক কমিটমেন্ট আশা করে কিন্তু নিজে কমিটেড নয় । যা আশা করে পরিস্কার জানিয়ে দেয় , পোষালে সম্পর্কে যাও নইলে পাতি ফুটে যাও মিটে গ্যালো । সিঙ্গল সাইড ওপেন -বোথ সাইড ওপেন দুরকম রিলেশনশিপ চলতে পারে ।

    যার যা পেটে সয় করুন । কেও ক্লান্তি কাটাতে বিয়ার খাবেন কেও নতুন নতুন সঙ্গী খুঁজে সেক্স করবেন । তা দিয়ে এত নর -নারী হাবিজাবি হিসেবে যাওয়ার কী আছে !
  • ধুর ধুর | 200.10.8.70 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১২:২৮719638
  • " নানান সময়ে নানান জার্নালিস্ট বা প্লেয়ার, নানান দেশের লোকজন এইসব তালিকা বার করে। " মানে এগুলো স্রেফ সাবজেক্টিভ । যার যা বিশ্বাস । আমি জার্নালিস্ট হলে তেন্ডুলকরের আগে গাভাসকর বা সেওয়াগকে নিতাম ।
  • dc | 132.164.214.16 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩১719639
  • অবশ্যই সাবজেক্টিভ। তবে কিনা উইজডেন বা রিচি বেনো এরা বোধায় ক্রিকেটটা অল্প একটু বোঝে (এটাও আমার সবজেক্টিভ ওপিনিয়ন, আমার ভুল হতেই পারে)।
  • cb | 208.147.160.75 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩৯719641
  • সর্বকালের সেরা একাদশ যদি বাছতে হয়, তবে একটি কমপ্লিট টিম তৈরি করতে হবে আর সেখানেই সবাইকে নেওয়া যাবে না। মানে ১১ টি ব্যাটসম্যান নিয়ে টিমটা খেলবে কি করে?

    সানি - ১
    ?? - ২
    ডন - ৩
    সচিন - ৪
    ভিভ -৫
    স্যার গ্যারি - ৬
    গিলি - ৭

    এখন সানির পার্টনার ছাড়া প্রথম ৭ তো পুরো ব্লকড, সে যতই ৪, ৫, ৬ ওঠানামা করুক নিজেদের মধ্যে।

    অসাধারণ সব প্লেয়ার, কিন্তু ধরুন গ্রেম পোলককে খেলাবেন কোথায়? এইকটাই তো ভ্যাকেন্সি। সেরা ১০ ব্যাটসম্যান, বোলার ইত্যাদি র লিস্টে আরও লোকজন ঢুকতে পারেন
  • dc | 132.164.214.16 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪৪719643
  • বাঃ এইত্তো একটা লিস্ট পাওয়া গেছে যেখানে ফ্যানেরা নির্বাচন করে একটা লিস্ট বানিয়েছেন ঃ)
  • cb | 208.147.160.75 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪৬719644
  • এনারা র লিং টা নিয়ে একটা বক্তব্য ছিল। এটা মনে হয় এক্সপার্টদের তৈরি দল নয়। এটা আসলে সমর্থকদের তৈরি টিম। স্বাভাবিকভাবেই ইন্ডিয়ানদের পছন্দ গুরুত্ব পেয়েছে :)

    যারা ইন্টারনেট ফলো করে ভোট দিয়েছে, অধিকাংশই লাইভ ক্রিকেট বলতে দেখেছে বীরু ইত্যাদির খেলা, তাই এদেরকেই ভোট
  • dc | 132.164.214.16 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪৮719645
  • cb, লিস্ট ইত্যাদির মধ্যে না গিয়েও বলা যায় যে ডন, সোবার্স আর ভিভ ছাড়া ক্রিকেট ব্যাটিং অসম্পূর্ন। মানে উইজডেন টুইজডেন টাইপের কিছু সংস্থা বা প্লেয়ার এরকম মনে করে, এদিক ওদিক নানান লেখা বা ইন্টারভিউতে সেরকমই বলেছে, এই আর কি।
  • dc | 132.164.214.16 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪৯719646
  • সরি।

    বাঃ এইত্তো একটা লিস্ট পাওয়া গেছে যেখানে ফ্যানেরা নির্বাচন করে একটা টিম বানিয়েছেন ঃ)
  • sch | 132.160.114.140 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৩:০৭719647
  • dc - crickinfo আমার বাপের সম্পত্তি না - কাজেই "আপনার ক্রিকইনফো" কেন বললেন বুঝলাম না। ওকানে সন স্টাটিস্টিক্স আর প্যারামিটার পাওয়া যায় তাই রেফার করা - ওদের তৈরী কিছু ইন্দেক্স আছে যেগুলো across the era comparison এ হেল্প করে সেই হিসেবে বললাম।

    আমি কোনো ওয়ার্ল্ড ইলেভেন নিয়ে কিছু বলেছি কি?
    ক্রিকইনফোর ওয়ার্ল্ড ইলেভেন উইসডেনের থেকে কপি পেস্ত। উইসডেনের ইলেভেনের লিঙ্ক এখানে
    http://www.telegraph.co.uk/sport/cricket/picturegalleries/10401305/Wisdens-all-time-Test-XI-in-pictures.html?frame=2712047

    একটা ওয়ার্ল্ড ইলেভেনে প্লেয়ার সিলেক্ট হয় পজিশানের বেসিসে। এই ইলেভেন তোইরি করার সময় প্রতি পজিশানে কিছু প্লেয়ারের নাম সর্ট লিস্ত করা হয়েছিল। সেখানে ওপেনার হিসেবে সেহওয়াগ কোনোভাবেই হবস, হাটন, সানি, এদের সাথে এক ব্রাকেটে আসতে পারে না। কিন্তু ভিভ রিচার্ডস ৪বা ৫ এ auotmatic choice. এনি ডে গ্রেগ
    ওই লিস্টটা ২০০২ তে তৈরী (সেহওয়াগের ডেবু ২০০১ এ, তবে আগে হলেও আসত নামনে হয়) - http://www.espncricinfo.com/wisdenalmanack/content/story/153387.html

    কোনো প্যারামেট্রিক ইন্ডেক্স দিয়ে তৈরী না - ১০০ জনের ভোটে নির্বাচিত। সেই ১০০ জনে অস্ট্রেলিয়া ইঙ্গল্যান্ডের ৪৮ জন। ওঃইঃ এর ১১ জন। তারা ভিভকে খেলতে দেখেছেন কাউন্টিতে অনেক অনেক বেশী। কাজেই বায়াস থাকা অসম্ভব না।

    আর পেনিসের ইউস নিয়ে যে গল্পটা দিয়ে টই শুরু হয়েছে সেটাই যথেষট না কি? ওটার লিঙ্ক এক্ষুণি দিতে পারব না।
  • sch | 132.160.114.140 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৩:০৮719648
  • *এনি ডে গ্রেগ এর থেকে ঢের ভালো
  • হায়রে | 95.25.103.119 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৩:০৯719649
  • কে কি মনে করে দিয়েই যদি সব হিসেব হয়ে যেত ! কত কত বোদ্ধা মঞ্জরেকরের টেকনিক নিয়ে উচ্ছ্বসিত ছিল ।
  • dc | 132.164.214.16 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৩:১০719650
  • যাগ্গে, ভিভকে নিয়ে অনেক তর্ক হয়েছে। আমার দিক দিয়ে ইতি।

    "আপনার ক্রিকইনফো" টা একটু খোঁচা ছিল। কিছু মনে করে থাকলে দুঃখিত ঃ)
  • cb | 208.147.160.75 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৩:১৪719651
  • ক্রিকেটের গল্প হোক না । কোন আলাদা টই কি ছিল?

    লিখতাম মাঝে মাঝে
  • | 213.132.214.88 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৩:২১719652
  • ইয়েস সেরা ইলেভেন নিয়ে এক পিস টই খুলেছিলাম মনে হচ্ছে..

    cb ক্রিকেট টা আমার ও প্যাশান । ভাবো এই বুড়ো বয়েসে ওয়েষ্ট ইন্ডিজ র সাথে এক পেশে সিরিজ সেই টি অবধি দেখতাম। পরের দিন বাকি টা দেখতাম। আর ঘুমের ঘোরে ক্রিক-ইনফো চালিয়ে স্কোরের আপডেট নিতাম ঃ)
  • Ranjan Roy | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৩:২৩719654
  • একক,
    ফেয়ার এনাফ। কন্ট্র্যাক্ট, আন্ডারস্ট্যান্ডিং।
    পজিটিভিস্ট অ্যাপ্রোচ, নো নর্মাটিভ ওপিনিয়ন।
    কিন্তু বিপ যেই এতে "ক্যারিবিয়ন পৌরুষ " বলে নালে ঝোলে হলেন তাতে ভ্যালু জাজমেন্ট গোড়া থেকেই রয়েছে।
    তাই!
  • রোবু | 124.29.225.189 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৪২719655
  • বিপের কথাকে গুরুত্ব দিয়ে তর্ক করতে এলে এই হয়।
  • Ekak | 53.224.129.51 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৪৬719656
  • বিপের ক্রাইসিস নিয়ে আমার কোনো বক্তব্য নাই । সেক্ষেত্রে তো আগেই মন্তব্য করতুম এই বিষয়ে । শ্চ এর "লাগিয়ে বেড়ানো " মন্তব্যগুলো উদ্ভট লাগলো তাই বললুম । আবারো বলছি , কেও নিজের মরাল স্টিক নিয়ে বসে থাকতেই পারেন নো প্রব্লেম কিন্তু সেটা দিয়ে লোকজনকে মাপতে গেলে সমস্যা আছে ।
  • রোবু | 124.29.225.189 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৫০719657
  • সত্যি কথা। স্টিক নিয়ে বসে থাকতেই পারেন।
  • Ekak | 53.224.129.51 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৫৪719658
  • :):):))))):)
  • sch | 132.160.114.140 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৫৭719659
  • "লাগিয়ে বেড়ানো" শব্দবন্ধ নিয়ে এককের সমস্যা কি হল। কেউ নানা হোটেলে খেয়ে বেড়ান, কেউ নানা জায়গায় ঘুরে বেড়ান, কেউ দিনের শেষে বিয়ারের সাথে মেয়ে খোঁজেন রিল্যাক্সেশানের জন্য। তো সেই মেয়েটিকে নিয়ে তিনি গল্পগুজব করেন বলতে চাইছেন? তা হবে

    মানে এতে মরালিটির ইস্যু এলো কোত্থেকে - বলেছিলাম এই ধরণের ইন্সপিরিশান ছাড়াও ওই লেভেলে পারফর্ম করা যায়
  • Ekak | 53.224.129.51 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৪:০০719660
  • সমস্যা আমার নয় , আপনার । এইযে লিখে বসে আছেন :

    " একজন নোংরা মানসিকতার সফল পুরুষ আর সুস্থ মানসিকতার not-so-successful পুরুষ কে বেশী অভিপ্রেত সমাজের পক্ষে সেটা ঠিক করে নিন।"

    কমিটেড না হয়ে কমিটমেন্ট আশা করা কোনো নোংরা মানসিকতা নয় । এই দিয়ে কেও নোংরা হয়ে যায় ইত্যাদিও আপনার জাজমেন্ট । আমার নয় :)
  • লাও | 173.172.211.135 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৪:০২719661
  • "কমিটেড না হয়ে কমিটমেন্ট আশা করা কোনো নোংরা মানসিকতা নয় । "
    হেইডা কার জাজমেন্ট ?
  • Ekak | 53.224.129.51 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৪:০৫719662
  • দরজা খোলা রাখাকে নেগেটিভি অফ দরজা বন্ধ করা বলা যেতেই পারে

    বা অন্যের ওপর নিজের জাজমেন্ট চাপাতে ব্যারন করাকে । আসলে জাজমেন্ট না চাপানোর জাজমেন্ট চাপিয়ে দেওয়া :):)

    তবে এগুলো এতটাই ঘিলুবিহীন যে পোস্ট করতে নাম লুকোতে হয় সেটা প্রশ্নকর্তারাও জানেন এই আর কী :)
  • sch | 132.160.114.140 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৪:০৮719663
  • একক আপনি কিন্তু আগে এতটা ছড়াতেন না - কি লিখেছি গোটাটা পড়ে কোট করুন

    " আর বোল্টকে যেহেতু এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে তার মানসিকতার কথা বলা হল। একজন নোংরা মানসিকতার সফল পুরুষ আর সুস্থ মানসিকতার not-so-successful পুরুষ কে বেশী অভিপ্রেত সমাজের পক্ষে সেটা ঠিক করে নিন।"

    নোংরা মানসিকতা কথাটা বোল্ট সম্পর্কে বলেছি - ভিভ সম্বন্ধে না। আর লাগিয়ে বেড়ান কথাটা ভিভ সম্বন্ধে বলেছি।

    আর বোল্ট সম্বন্ধে কেন "নোংরা মানসিকতা" বলেছি, সেটা আগেই বলেছি

    "ডিলার্ডই জ্যামাইকান কিংবদন্তির জীবনে প্রথম মার্কিন মহিলা। ডিলার্ড ন’টি সোনার পদকের মালিকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনে বলছেন, ‘‘বোল্ট চায় ওর প্রেমিকারা বিশ্বাসী হবে। আর ও নিজে অন্য মহিলাকে ফ্লার্ট করবে।’’

    এটা কি আপনার সুস্থ মানসিকতা বলে মনে হচ্ছে।

    আবারও বলছি একটু পড়ে শুনে তক্ক করুন - আমি খুব একটা লুজ বালবাজি এখানে করি না
  • Ekak | 53.224.129.51 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৪:১৬719665
  • ""ডিলার্ডই জ্যামাইকান কিংবদন্তির জীবনে প্রথম মার্কিন মহিলা। ডিলার্ড ন’টি সোনার পদকের মালিকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনে বলছেন, ‘‘বোল্ট চায় ওর প্রেমিকারা বিশ্বাসী হবে। আর ও নিজে অন্য মহিলাকে ফ্লার্ট করবে।’’

    এটা কি আপনার সুস্থ মানসিকতা বলে মনে হচ্ছে।

    আবারও বলছি একটু পড়ে শুনে তক্ক করুন - আমি খুব একটা লুজ বালবাজি এখানে করি না"

    দেখুন আপনি কনফিডেন্টলি রেগুলার নিজে কী করেন না করেন না এসব বলে থাকেন আমিও বলি । কারটা বালবাজি কারটা নয় সেটা অন্যদের ঠিক করতে দিন :)

    আর না , বোল্ট এর মানসিকতায় কোনোরকম অসুস্থ্যতা পাইনি । আপনার মানসিকতায় পেয়েছি । বোল্ট নিজে কমিটেড নন কিন্তু কমিটমেন্ট আশা করেন । এটাই আমি বলেছি যে সিঙ্গল সাইড ওপেন রিলেশনশিপ হয় এবং সম্ভব । দুজন মেনে নিলেই সম্ভব । না পোষালে রিলেশন মানবে না ব্যাস । বোল্ট বা ভিভের মতো লোকরা সারাদিন কবর হাগে কার সঙ্গে শোয় সবকিছু মিডিয়াতে খবর হয় । কাজেই ওনাদের যাঁরা গার্লফ্রেন্ড হন তাঁরাও বিলক্ষণ জেনেই হন যে মানুষটার রিলেশন থেকে এক্সপেক্টেশন কী । তিনি নিজে কমিটেড নন কিন্তু কমিটমেন্ট চান তাতে প্রব্লেম টা কী ? সেরকম ওপেন-ক্লোস রিলেশন যাঁদের পোষাবে তাঁরা ওনার সঙ্গে যাবেন। না পোষালে যাবেন না । সেটাকে "নোংরা " বলার মানে কী ? ! হতেই পারে আপনার এরকম ওপেন-ক্লোস রিলেশন পোষায় না । তো নিজে করবেন না মিটে গ্যালো । এটা দিয়ে কোন ধরণের সুস্থ্যতা মাপছেন আপনি ?? কোথায় কোন মানসিক স্বাস্থ্যের বইতে আছে যে এটা অসুস্থ্যতা ? যাহোক একটা ট্যাগ লাগাবেন লোকের গায়ে আর তারপর দাবি করবেন আপনি বালবাজি করেননা সেটা শুনে চুপ থাকতে হবে নাকি :):)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন