এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বোল্ট, ভিভ এবং গেইলস - ক্যারিবিয়ান পুরুষত্বের সন্ধানে

    bip
    অন্যান্য | ২৩ আগস্ট ২০১৬ | ১১৪৮৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | 53.224.129.47 | ২৮ আগস্ট ২০১৬ ১৮:১৭719533
  • আরে খাড়াও :):) আগে এই ধাঁধা টা সল্ভ হোক যে কাম যেখানে ইমমেটেরিয়াল সেখানে জেন্ডারের প্রসংগ আসছেই বা কেন :)
  • ranjan roy | 192.69.167.171 | ২৮ আগস্ট ২০১৬ ১৯:০৫719534
  • মানে গালে চুমো খেলে ঠিকাচে; লিপ-লক বিশ্বাসভঙ্গ।
    কিন্তু ব্রতীন বোধহয় বলছে গালে ,asexual চুমো খাওয়াও বিশ্বাসভঙ্গ? তাই না?
  • অভি | 37.63.178.227 | ২৮ আগস্ট ২০১৬ ১৯:১৯719535
  • ইয়ে, গালে চুমু খাওয়ার মধ্যে সেক্ষুয়ালিটি নেই নাকি? কবিগুরু চোন্দিল যে গেয়ে গেলেন, "যদি ভাবো খাবে তার গালে চুমু খাবে,/ স্বপ্নের মেয়েটিকে বাসস্টপে তুমি..."!
  • | 213.132.214.87 | ২৯ আগস্ট ২০১৬ ১৩:৪৬719536
  • একদম। রঞ্জন দা। আপনার যদি বিবাহিত পত্নী থাকে আর আপনি যদি কোন প্রাপ্ত বা অপ্রাপ্ত বয়স্কা মহিলা র সাথে ( তার সন্মতি অনুযায়ী বা ছাড়া) চুমু টুমু খান। সেটা বিশ্বাসভঙ্গ। আপনার বিয়ে করা বৌ র কাছে।

    আমি এই ভাবে ভাবি।

    asexual চুমু মানে কেমন, আপনি আপনার মেয়ে /ভাইঝি/ভাগ্নী ইত্যাদি কারোর গালে বা ঠোঁটে খাচ্ছেন? সেখানে আপনার মনে যদি কোন "পাপ" না থাকে সেটা কে বিশ্বাসভঙ্গের লিস্টি থেকে বাদ দেওয়া যেতে পারে।
  • | 213.132.214.87 | ২৯ আগস্ট ২০১৬ ১৩:৫১719537
  • "এখানে জেন্ডারের ব্যপার টা আসছে কেন?" - একক।

    আমি নর্ম্যাল প্র্যাকটিসের কথা ই বলছি। একটি ছেলে আর মেয়ে র মধ্যে বিয়ে হচ্ছে ধরে নিয়ে।

    ডিঃ-
    ১। অন্য যেকোন সম্পর্ক ( য্থাঃ- ছেলে ছেলে, মেয়ে মেয়ে বা অন্য কিছু কে এখানে স্কোপ র বাইরে রাখা হয়েছে।)

    ঃ)))
  • Abhyu | 212.78.239.31 | ২৯ আগস্ট ২০১৬ ১৪:৫৮719538
  • আচ্ছা আপনারা কেউ কুকুরের মুখে চুমু খেয়েছেন?
    (সাপের মুখে চুমুর কথা জিজ্ঞেস করতে সাহস হয় না, হয়তো একক বলে বসল একবারই খেয়েছিলাম, গোখরো সাপের মুখে!)
  • dc | 181.49.184.183 | ২৯ আগস্ট ২০১৬ ১৫:০২719540
  • অনেক খেয়েছি। কুকুর আর বেড়াল।
  • পাপ | 69.160.210.3 | ২৯ আগস্ট ২০১৬ ১৫:০২719539
  • ব্রতীন বলতে চেয়েছেন তিনি শুধু বিবাহ বহির্ভূত সহবাস নয়, বিবাহ বহির্ভূত প্রেমকেও পরকীয়া বলে মনে করেন।

    বক্তব্যটা না বোঝার মত কিছু নয়, যদিও ডুগডুগি বাজানো বেশি আনন্দের।

    বক্তব্যকে কাউন্টার করা বোধহয় শালীনতর।

    সহবাস একটি কঠিন প্রমাণসাপেক্ষ শব্দ। দৈহিক মিলনে যথেষ্ট গোপনীয়তা বজায় রাখলে সহবাস প্রমাণ করা সোজা নয়। মেডিকাল চেক চাইলেই করা সম্ভব নয়, ইচ্ছুক ব্যক্তিমানুষের ক্ষেত্রে এভিডেন্স পাওয়ারও সম্ভাবনা নেই। সুতরাং অ্যাডাল্টারির অভিযোগ প্রমাণ করে আইনি পথে শাস্তিবিধান একটু রেয়ার।

    কিন্তু বিবাহ বহির্ভূত প্রেম সম্ভবত সত্যই বিশ্বাসভঙ্গের অভিযোগে ডিভোর্সের একটি ভ্যালিড গ্রাউন্ড। তাকে পরকীয়া বলতে চাইলে কে আটকাবে জানি না, কারণ ভারতীয় দণ্ডবিধি ইংরিজিতে লেখা, তাতে অ্যাডাল্টারি মানে পরকীয়া এবং পরকীয়া মানে শুধুই অ্যাডাল্টারী এই মর্মে কোনো বিজ্ঞপ্তি নেই।
  • Ekak | 53.224.129.42 | ২৯ আগস্ট ২০১৬ ১৫:১২719541


  • আমিও হোমোসেক্সুয়ালিটি নিয়ে কিছু বলছিলুম না । সেক্স নেই কিন্তু প্রেম আছে সেতো সেই গল্পে পড়া প্লেটোনিক ফটোনিক ব্যাপার । সেটাকে পরকীয়া বলছো নাকি ? ওরকম ভুতুড়ে জিনিষে বিশ্বাস ই করিনা কাজেই মাথামুন্ডু কিছুই বুঝছিনা । মাঝকাহেন যিনি পোস্ট করলেন তিনিও প্রেম আছে সহবাস নেই বলতে হাতির মাথা কী বুঝিয়েছেন তিনিই জানেন ।

    অবশ্য আমি দেখেছি বটে কাওকে কাওকে এরকম জিজ্ঞেস করতে .....প্রেম আছে জানার পরেও "কনফার্ম " করে সেক্সুয়াল রিলেশন আচেহ কিনা । ব্যাপারটা এতো গাড়োল লেগেছে যে এটা নিয়ে আর ভাবিনি :) যাগ্গে বললুম তো বাদ্দাও ।
  • avi | 233.191.54.15 | ২৯ আগস্ট ২০১৬ ১৫:৩০719543
  • এ বাবা, একক শোনেননি, আমাদের ছানাপোনাদের প্রেমে পড়ার পর একটা কমন ছোঁকছোঁকানি ছিল পার্টনার আগে প্রেম করেছে কিনা, আর করে থাকলে সেসবে শারীরিক আদানপ্রদান ছিল কিনা, আর থাকলে কতটা ছিল। প্রতিটি আলাদা এনটিটি হিসেবে ধরা হত।
  • Ekak | 53.224.129.42 | ২৯ আগস্ট ২০১৬ ১৫:৩৩719544
  • শুনবনা কেন ওই বয়েসে ওরকমই মনে হতো । তারপর গঙ্গা দিয়ে কত জল গেলো কত বেডকভার চেঞ্জ হলো :) এখানে তো সিনিয়র বয়েসের লোকজন কথা কৈছে :):)
  • Bratin | 11.39.39.225 | ২৯ আগস্ট ২০১৬ ১৮:৪৭719545
  • তাই?

    ঈয়ে মনে গোখরো টি কি তার পরে বেঁচে যায়?

    জাস্ট কিউরিয়াস ঃ)))
  • avi | 37.63.190.240 | ২৯ আগস্ট ২০১৬ ১৯:১১719546
  • গোখরোটির গ্ল্যান্ডুলার ফিভার হয় তারপর। :-))
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ২৯ আগস্ট ২০১৬ ১৯:৩৯719547
  • জেরিমি কাইল শো দেখুন। সেক্শুয়াল কন্ট্যাক্ট মানেই ইন্টারকোর্স নয়। সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয়।
  • অভি | 37.63.190.240 | ২৯ আগস্ট ২০১৬ ২০:২২719548
  • হুঁ, এটা ডুয়াল সেক্স থেরাপিতেও শেখানো হয়। সেক্সুয়াল কনট্যাক্ট মানেই ইন্টারকোর্স নয়।
  • bip | 183.67.3.44 | ৩০ আগস্ট ২০১৬ ০১:৪৫719549
  • অন্যের সাথে সেক্সে লিপ্ত হলে পাপবোধ আসবে কেন?

    সেক্সুয়াল প্লেজার, খাওয়ার মতন। বৌএর হাতের রান্না খেলেন না রেস্টুরেন্টে খেলেন-তাতে কি যায় আসে?

    পাপবোধ জাগে তখনই যখন আপনি অন্যের সাথে শুচ্ছেন বলে বৌকে বা বাচ্চাদের সময় দিতে পাচ্ছেন না-বা গার্লফ্রেন্ডের পেছনে সংসারের প্রাপ্য টাকা ঢেলে দিচ্ছেন।

    নইলে হোয়াট ইজ দেয়ার ইন প্লেজার?
  • Atoz | 161.141.85.8 | ৩০ আগস্ট ২০১৬ ০২:১১719550
  • শ্রীঘরে যান, সেখানে বহুৎ প্লেজার। ক্যারিবিয়ান শ্রীঘর হলে তো আরও ভালো।
    ঃ-)
  • Bratin | 11.39.37.152 | ৩০ আগস্ট ২০১৬ ০৮:৫১719551
  • তার সিম্পল কারণ সবাই তো আর বিপ নয়।
  • bip | 183.67.3.44 | ৩০ আগস্ট ২০১৬ ১৬:১৪719552
  • আটোজের গা থেকে বাঙালী গন্ধ যায় নি।

    আজ থেকে দুহাজার বছর আগে রোম বা চীন-যেদিকেই তাকায়-কেউই মেরিটাল ফিডালিটির মধ্যে সেক্সটাকে রাখত না।
    রোমান অভিজাতদের একাধিক যৌন দাস এবং দাসী থাকত। রোমান স্ত্রীরাও যেমন যৌন দাসেদের সহায়তা নিতেন, তেমন পুরুষদেরো যৌন দাসি থাকত। যৌনতা ওয়াজ আউট অব ম্যারিটাল কনফাইনমেন্ট।

    কিন্ত এই একবিংশ শতকে এসে, আমরা যৌনতাকে শুধু বিবাহিত জীবনের মধ্যেই বাঁধতে চাইছি। যা হচ্ছে ইতিহাসের চাকাকে উলটো দিকে ঘোরানো।
  • ranjan roy | 192.69.167.171 | ৩০ আগস্ট ২০১৬ ১৯:০২719554
  • বিপ,
    অন্ততঃ পঞ্চাশ বছর আগেও বাঙালী মধ্যবিত্তের স্ত্রী বাপের বাড়ি গেলে , তার অবর্তমানে কাজের মহিলা, রান্নার মাসি এদের হাত ধরে টানাটানি খুব আনকমন ছিল না।
    সেটা কি ইতিহাসের চাকার সঠিক আবর্তন ধরব।

    মানুষের মন কে নিয়মের নিগড়ে বাঁধা কঠিন। নানান কারণে বিবাবাহ বহির্ভুত সম্পর্ক, প্রেমে-অপ্রেমে, গড়ে ওঠে। এর টানাপোড়েন জীবনের ধর্ম। কিন্তু তার কোন একটা রূপকে খামোকা জাস্টিফাই করা? কেউ পাপবোধে ভুগবে কেউ ভুগবে না। কেউ পাপবোধে ভুগেও "পাপ" করে যাবে।
  • Bratin | 11.39.56.131 | ৩০ আগস্ট ২০১৬ ২২:০০719555
  • ওহ ইয়েস একদম রঞ্জন দা।

    লোকে যেমন ভাবে জিনিস টাকে দেখে।

    যেমন রা কৃ মানে আপানার করছে হোমোসেক্স র জায়গা। আমার কাছে এরা প্রচুর ভালো কাজ করা একটা সংস্থা।

    এটা সেই অনেক টা "আঁখরী রাস্তা" সিনেমা তে বাবা অমিতাভ এবং ` ছেলে অমিতাভ ডায়লগের মতো

    বাবার হাতে আঁকা ৬ কে উল্টো দিক থেকে ছেলে ৯ দেখছে।

    কিন্তু তাদের দুজনের দেখাতে টা ই ঠিক।

    আশা করি বোঝতে পারলাম ঃ))
  • Atoz | 161.141.85.8 | ৩১ আগস্ট ২০১৬ ০০:০৯719556
  • বিপ আবার বাঙালি কোথায় দেখলেন? ক্যারিবিয়ান শ্রীঘর কইলাম তো!
    ঃ-)
  • bip | 183.67.3.44 | ৩১ আগস্ট ২০১৬ ০৫:৫৯719557
  • রঞ্জন বাবু
    বাকী বামপন্থিদের মতন আপনার লজিক ও কিন্ত সেই গোল গোল।

    ভেবে দেখুন ঝ্যাকস ( মানে আমাদের আই আই টি কেজিপির লিঙ্গো ফর ঝি এর সাথে কেস ) কিন্ত সমাজের চোখে অবৈধ পরকীয়া। আর রোমান এবং চীনে যা ছিল, যৌনদাসী মানে প্লেজার কনসর্ট। তারা নানান যৌন ক্রীড়া আয়োজন করে বাবুর যৌন জীবন একঘেঁইয়ে হতে দিত না। সেটা সামাজিক ভাবে স্বীকৃত যৌন সম্পর্ক সেকালে।

    তবে একটা প্রসঙ্গ আনা ভাল। আমরা যাদেরকে ছোটলোক বলে মনে করি-যৌনতার ব্যপারে তাদের সমাজ বাঙালী মধ্যবিত্তর চেয়ে অনেক উদার। আমার বাড়িতে এক মাসী বহু বছর কাজ করেছিল। শুনতাম তার নাকি তৃতীয় স্বামী চলছে।

    ঝ্যাকসের তত্বটা এই বয়স বাড়লে বাঙালী বৌদের মেদ বারে। ফ;লে বয়স্ক বাঙালী পুরুষ টান টান শরীরের কাজের মেয়েদের প্রতি আকর্ষন স্বাভাবিক।
  • Robu | 11.39.57.189 | ৩১ আগস্ট ২০১৬ ০৮:২০719558
  • পোবোন্ধো আচে কি?
  • তত্ব | 69.160.210.3 | ৩১ আগস্ট ২০১৬ ১৩:০০719559
  • মিলাক্রা-র ক্রিয়েটিভিটি কোশেন্ট খেয়াল করুন। থিয়োরি এবং সপোর্টিং প্রবন্ধ সমান তালে ছুটছে।
  • Zephyros | 125.112.74.130 | ৩১ আগস্ট ২০১৬ ১৩:০৭719560
  • কিন্তু মিলাক্রা কতদিন চলে? দশ বছর হতে চল্ল যে!
  • sch | 132.160.114.140 | ৩১ আগস্ট ২০১৬ ১৪:০৮719561
  • এবার বোল্ট সম্বন্ধে একটা চমৎকার বক্তব্য চোখে পড়ল

    "ডিলার্ডই জ্যামাইকান কিংবদন্তির জীবনে প্রথম মার্কিন মহিলা। ডিলার্ড ন’টি সোনার পদকের মালিকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনে বলছেন, ‘‘বোল্ট চায় ওর প্রেমিকারা বিশ্বাসী হবে। আর ও নিজে অন্য মহিলাকে ফ্লার্ট করবে।’’
    (http://ebela.in/sports/usain-bolt-s-secret-ex-girlfriend-revealed-unknown-facts-on-jamaican-legend-dgtl-1.467602)

    আর বাংলা না বুঝলে ইংরেজীতেও দিলাম

    “He’s the type of person who wants his woman to be faithful, but he wants to be open with other women."

    "He asked for a threesome, but she turned him down flat. She added: “I thought it was an odd and cheeky thing to ask.”"

    (https://www.thesun.co.uk/news/1692775/usain-bolts-secret-lover-reveals-how-she-rejected-sprint-stars-kinky-threesome-demands/)

    তা ক্রিয়েটিভ হলে/ট্যালেন্টেড বলে এই ধরণের পুরুষকে সম্মান করতে হবে? শুধু প্রতিভা আছে বলে? যিনি মেয়েদের কমোডিটির মতো দেখেন?
    তো যারা রবীন্দ্রনাথ শীর্ষেন্দুর লেখায় মিসোজিনির গন্ধ খুঁজে বেড়ান তাদের এটাতে কোনো সমস্যা নেই তো? এই আমি মাড়িয়ে বেড়াব কিন্তু আমার পার্টনার মাড়ালে সহ্য করব না ?এরকম আরো দু ' এক পিশ মাল গুরুতে দেখেছি। কথার ফুলঝুড়ি

    বিপের মেয়ে আছে কি না জানি না কিন্তু থাকলে তাকে বোল্টের মতো কোন প্রতিভাবান পুরুষ এরকক করে চলে গেলে সেই পুরুষের প্রতিভার প্রশংশা করবেন তো তো বা তার পুরুষত্ব ধুয়ে মুখে ঢালবেন তো?

    যত বালবাজারী লেখা। একদিন বউ এসব পড়ে বিচিতে ঠাটিয়ে লাথ কসাবে - বিচি চেপে সারাদিন শুধু বলবে - "আর বলব না - আর বলব না"
  • bip | 183.67.3.44 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ২০:০৯719562
  • আমি কিন্ত পুরুষত্ব এবং নারীত্বর বিকাশের জন্য একাধিক সম্পর্কের কথা লিখেছি। নারীদের বঞ্চিত করি নাই ভগিনী।
  • Ranjan Roy | ০১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:২১719563
  • sch,
    সম্বর সম্বর ক্রোধ!!!

    "ক্রোধে পাপ, ক্রোধে তাপ, ক্রোধে কুলক্ষয়,
    ক্রোধে সর্বনাশ হয়, ক্রোধে অপচয়।
    ক্রোধ সম পাপ দেবি নাহিক সংসারে,
    অবক্তব্য কথা লোকে ক্রোধ হইলে বলে।।"
    ( দ্রৌপদীকে যুধিষ্ঠির; কাশীদাসী মহাভারত)
  • Atoz | 161.141.85.8 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ০৩:১৩719565
  • হ্যাঁ, তা আর হবে না? এসব তো যুধিবাবুকেই মানায়। ঠান্ডা হয়ে বসে থেকে দ্রৌপদীকে তুলে দিল ভরা সভায় দুর্যোধন দুঃশাসনদের হাতে যা খুশি তাই করার জন্য। নিজেদের আর কী এলো গেল? কাজিনরা একটু ফুটবল খেলেছে বই তো নয়! রাগ করলে চলে? স্ট্র্যাটেজিক ঠান্ডামো! সবার আগে এদের ধরে ধুরধুড়ি উপড়ে দিলে অনেক যুদ্ধ হতোই না।
    এই জিনিস ঘটোৎকচের মামারা করতে এলে তাদের একটা কেশাগ্রও খুঁজে পাওয়া যেতো? তখন যুধিদাদার সেই "পবিত্র ক্রোধ" নিয়ে বক্তৃতারও অন্ত পাওয়া যেত?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন