এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বোল্ট, ভিভ এবং গেইলস - ক্যারিবিয়ান পুরুষত্বের সন্ধানে

    bip
    অন্যান্য | ২৩ আগস্ট ২০১৬ | ১১৪৮২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ২৪ আগস্ট ২০১৬ ০২:২২719735
  • দাদু দিদার বাড়ি যদি শুগার বেবি আসে, তখন? দাদু দিদার পার্টনারশিপের মোডুস অপেরাণ্ডিটা কীরকম হবে? নাতি নাতনিরা সেখানেই ব্যাটারি রিচার্জ করবে বলছেন?
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ২৪ আগস্ট ২০১৬ ০২:২৫719736
  • আরেকটা প্রশ্নঃ- ছেলেমেয়ে "মানুষ" করবার ব্যাপারটা এত ইম্পরট্যান্ট কেন, "মানুষ" না করলেও তো হয়, লেনিন ফার্মে বড়ো হলে ক্ষতি কেথায়?
  • Atoz | 161.141.85.8 | ২৪ আগস্ট ২০১৬ ০২:৫০719737
  • ইদিক-ওদিক ফুত্তি করবেন, মাঝে মাঝে ছানাপোনা পাড়বেন, লেলিন ফার্মে দিয়ে দেবেন । ব্যস, খেল খতম, পয়সা হজম ।
    ঃ-)
  • bip | 183.67.3.44 | ২৪ আগস্ট ২০১৬ ০৫:২৬719738
  • লেনিন ফার্মে মাত্র সাত বছরে পাঁচ লাখ শিশুর মৃত্যু হয়। যার ভয়াভয়তা দেখে স্টালিন এইসব বালবিচি এক্সপেরিমেন্ট বাতিল করে পার্টি লাইনে লিখিয়ে নেন, শিশু মানুষ করা নারী জাতির অবশ্য কর্তব্য। শিশুর অবহেলা করে নারীর প্রগতি সম্ভব না কারন তাতে রাষ্ট্রের প্রচুর ক্ষতি। এতেব নারী জাতিকে ভাল মা হতে হবে রাষ্ট্রের সেবায়।
  • Atoz | 161.141.85.8 | ২৪ আগস্ট ২০১৬ ০৫:২৮719739
  • আহা, আপনাদের কাউকম ফার্মে তো আর এইসব আজেবাজে ব্যাপার হবে না। সেখানে ছানাপোনারা দিব্যি দুধেভাতে বড় হবে।
  • avi | 125.187.34.132 | ২৪ আগস্ট ২০১৬ ০৮:১২719740
  • কৃপাসিন্ধু খাণ্ডারীর কথা মনে পড়ছে। এই আলোচনা খুব সুন্দর হচ্ছে। চলুক চলুক।
  • dc | 132.164.214.155 | ২৪ আগস্ট ২০১৬ ০৮:২১719741
  • কিন্তু ক্যারিবিয়ান পুরুষত্বও ঘুরেফিরে লেনিনের ফার্মে ঢুকে পড়লো? বাংলার লেনিনপন্থীরা কি এখানেও কোন ষড়যন্ত্র করে রেখেছে? স্যার বীরেন কি রিচার্ডদের সাথে শেষ দেখা করে যেতে পারেনি?
  • bip | 183.67.3.44 | ২৪ আগস্ট ২০১৬ ০৯:২০719742
  • @Atoz
    Second experiment with community upbringing started with Osho after Soviet. Even that one was failure. Osho also wanted freedom from monigamous relation and he too realised that would need community upbringing of kids. But his mission also failed miserably.
  • π | ২৪ আগস্ট ২০১৬ ০৯:২৭719743
  • কিন্তু এই আপনিই যে এতদিন বিয়ে করা , ছেলে মেয়ে করা , এই নিয়ে এত লেকচার ঝেড়ে যেতেন সর্বত্র ! মেয়েরা সেসব না করলে কর অনাচার , ফেমিনিজ্ম মুর্দাবাদ বলে স্লোগান তুলে টুলে তো গলা ভেঙে ফেললেন ! কোট করবো নাকি ?
    নিজের ছেলেমেয়ে হতেই হবে, তাদের নিজেদের মানুষ করতে হবে, তাতেই মনুষ্য জীবনের আসল সার্থকতা, যারাই তা করেনা তাদের জীবনের ষোলোআনাই ফাঁকি , এসব বুকুনি কম দিন ধরে শুনছিনা।
  • Rit | 213.110.242.20 | ২৪ আগস্ট ২০১৬ ০৯:৩২719745
  • কিউবা ও তো ক্যারাবিয়ান ই। এতো অবাক হবার কি আছে?

    পাই দি,
    হেহে।
  • Bratin | 11.39.38.152 | ২৪ আগস্ট ২০১৬ ০৯:৩৮719746
  • আমার বিপ কে একটা প্রশ্ন
    আছে ২ নাম্বারের।

    বিপ ভারতবাসী হিসাবে বেশী লজ্জিত নাকি বাঙালী হিসাবে? ( ২)
  • সিকি | ২৪ আগস্ট ২০১৬ ০৯:৩৯719747
  • বুঝতে পারছি না বিপ বড় হলে কোনদিকে কান্নিক খাবে! প্ররাচৌ নাকি মোহন ভাগবত।
  • dc | 132.164.214.155 | ২৪ আগস্ট ২০১৬ ০৯:৪২719748
  • নাহ লেনিনপন্থীরা এই টইতেও ষড়যন্ত্র শুরু করেছে।
  • সিকি | ২৪ আগস্ট ২০১৬ ০৯:৪৬719749
  • উরিন্না! কালকের পোস্টগুলো তো না পড়েই লিখে ফেলিচি। পার্টনার সোয়্যাপিং, শুগার বেবি, রক্ষিতা-টয়লেট - এ তো বাঁধিয়ে রাখার মতন পোস্ট। না না, আমি আন্ডারএস্টিমেট করেছি। বিপ তো একাধারে ওশোরজনীশ, ইমানুয়েল (পুং), চার্লস শোভরাজ ... (দাঁড়ান, পরেরগুলো ভেবে নিই)। উফ, এই মহাপুরুষ এতদিন আমাদের মধ্যে রয়েছেন, আমরা কিনা চিনতেই পারি নি!
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ২৪ আগস্ট ২০১৬ ১১:৫৯719750
  • ভেবে দেখলাম তাহলে লেনিন ফার্মই আল্টিমেট সলিউশান। জিডিপির দশ পার্সেন্টও যদি তাতে ইনভেস্ট করা যায় তবে বাকি কাজগুলো হুহা করে হয়ে যাবে। দাদুদিদার জন্য শুগারবেবিও হবে, "মানুষ" করবার ঝামেলা জিরো, অ্যাডাল্ট ভেকেশান থেকে শুরু করে সোয়্যাপিং বলুন কি রক্ষিতা, সমস্তই তখন ইজি টাস্ক। পাবলিক টয়লেটের কনসেপ্টও উঠে যাবে। সেই খাতে বরাদ্দ অর্থও তখন লেনিন ফার্ম দাবী করতে পারে। সবই প্রফিটেবল বিজনেস, কিছুতেই লসে রান করবে না, গ্যারান্টি।
  • হু | 172.244.25.249 | ২৪ আগস্ট ২০১৬ ১২:০১719751
  • লেলিন খামারে আশা করি 'লেলিনের হেগো পোঁদ' বিষয়েও ঠিকঠাক পড়ানো হবে।
  • PT | 213.110.242.4 | ২৪ আগস্ট ২০১৬ ১২:১৪719752
  • "লেনিন ফার্মে মাত্র সাত বছরে পাঁচ লাখ শিশুর মৃত্যু হয়।"
    প্রায় ২০১৭ সালে পৌঁছে কেউ কেউ এখনো লেনিন নিয়ে হেদিয়ে মরছে। নিজের ঘরের কোণের খপর রাখে কিনা সন্দেহ। এটা ২০১৩-র খবর।
    "In UP, diarrhoea kills 50,000 kids every year"
    .......4.8 lakh children in Uttar Pradesh die before they turn five.
    http://timesofindia.indiatimes.com/city/lucknow/In-UP-diarrhoea-kills-50000-kids-every-year/articleshow/26871180.cms

    আর এটা গোটা ভারতের ছবি, ২০১৬ সালেঃ
    13 Children Die Of Diarrhoea Every Hour In India: Health Ministry
    http://www.huffingtonpost.in/2016/07/11/13-children-die-of-diarrhoea-every-hour-in-india-health-ministr/

    এবারে বিপ গুণ-টুণ করে জানান যে কোন তাত্বিক অবস্থানের কারণে ভারতের মত মুক্ত অর্থনীতির দেশে এত বাচ্চা ঘন্টায় ঘন্টায় মরছে!!
  • রসময় গুপ্ত | 190.179.142.19 | ২৪ আগস্ট ২০১৬ ১৩:২৪719753
  • হ্যাঁ কথা হচ্ছিলো ওপেন সেক্স , পার্টনার সোয়াপিং , সুগার বেবি নিয়ে । তা বিপ শুধু বলা নয় একটু করেও তো দেখাতে পারেন ।
  • cb | 208.147.160.75 | ২৪ আগস্ট ২০১৬ ১৩:২৫719754
  • পারছে না বলেই তো হাহুতাশ করছে
  • পুপে | 131.241.184.237 | ২৪ আগস্ট ২০১৬ ১৩:২৯719756
  • হ্যাঁ হ্যাঁ, একদম ঐ পাইদি যা বললো। আহা ফেবুগুরুর সেইসব মণিমুক্ত!
  • Atoz | 161.141.85.8 | ২৫ আগস্ট ২০১৬ ০১:০৮719757
  • বিপ,
    ওশো মানে ঐ রজনীশ ? আহা, ওরা কী করে পারবে? আপনারা কাউকমে সফলভাবে করে দেখান, তবে না!
    ;-)
  • bip | 183.67.3.44 | ২৫ আগস্ট ২০১৬ ০১:৪১719758
  • রজনীশের ওরেগাও আশ্রমে আমেরিকাতে এমন একটা ওশো কমিউনিটি তৈরী হয়। ১২০০ একর জমির ওপরে। অনেক শিষ্য শিষ্যা ছিল। যাদের মধ্যে ছিল না কোন বৈবাহিক বন্ধন। বা কোন স্থায়ী যৌন সম্পর্ক। যে রাতে তুমি যাকে পেলে। যাকে ভাল লাগল। মিউচুয়াল ভাল লাগার ব্যাপার। সন্তানদের দেখা শোনা করার জন্য ছিল কমিনিউটি ক্রেশ। পেশাদার গর্ভনেন্স।

    তবে পরীক্ষা নিরিক্ষা বেশী চলে নি। শিষ্যত দূরের কথা শিষ্যারা রজনীশের সাথে শোয়ার জন্য, একে ওকে বিষ খাওয়াতে লাগল। সেই যে মেয়েদের জে-ফ্যাক্টর। জেলাসি। সবকিছু নষ্টের মূল।

    ইন্সিডেন্টালি আমার এক আমেরিকান কলিগ, তার বৌ সোয়াপিং এর অভিজ্ঞতা শুনিয়েছিল বহুদিন আগে। এই লোকটা এম আই টির ড্রপ আউট। তার দ্বিতীয় স্ত্রী । তার বউ এর বান্ধবীর সাথে সোয়াপিং করত। আইডিয়া চ্ছিল ওর বৌ এরই। ওর স্ত্রী এবং তার বান্ধবী মিলে ঠিক করে-যৌন জীবনের একঘেঁইয়েমি কাটাতে, তারা হাজবেন্ড সোয়াপিং করবে।

    বররা কি এই সুযোগ ছাড়ে? তারাত ২০০% রাজী!!

    প্রথম ছমাস চলেছে ভাল। লোকটা বলে অহ সে-কি দিনকাল। জীবনের সব শ্লেষ, একেবারে নিঃস্বেশ। খুশিই খুশবু জীবনে।

    গেরোটা হল আস্তে আস্তে বৌ এর বান্ধবীর সাথে আসক্তি বাড়তে থাকে। ফলে এলাঊড কোটার বাইরেও যৌন মিলন হতে থাকে। সেটা ক্রমশ তার বৌ এর নজরে আসে। তার বৌও সেই জে ফ্যাক্টরে ভুগে আরেকটা বয় ফ্রেইন্ড জুটিয়ে পরকিয়া করতে থাকে। ক্রমশ বিয়েটাই ভোগে যায়।

    পুনঃ আমার কোটায় এত গল্প আছ-এগুলো ঠিক দশ লাইনে লেখার গপ্পো না। মধ্যে অনেক কিছু আরো রসালো মশালা আছে। সোয়াপিং মানে যাস্ট এর ওর বৌকে নিয়ে শুয়ে পড়ল-অত প্লেইন ভ্যানিলা না। চকলেট কেস ও আছে! দুঃখ একটাই এটা নিয়ে একটা আস্ত গল্প লেখা ইচ্ছা ছিল । এখন গুরুতে কয়েক লাইনে শেষ করতে হচ্ছে। জানি না কোনদ্দিন লেখার জন্য নিস্তরঙ্গ সময় পাব না।
  • aka | 34.96.86.249 | ২৫ আগস্ট ২০১৬ ০১:৪৩719759
  • তত্ত্ব ছেড়ে সেইসব গপ্পোগুলিই হোক না কেন। মানে বলছিলাম আর কি।
  • Atoz | 161.141.85.8 | ২৫ আগস্ট ২০১৬ ০২:৪৩719760
  • হাজব্যান্ডগুলোকে ষাঁড়ের মতন দিয়ে আসতো পরের গোয়ালে? ঃ-)
  • কুমড়ো | 198.155.168.109 | ২৫ আগস্ট ২০১৬ ০২:৪৬719761
  • সোয়্যাপিং পরকিয়া নয়???
  • aka | 34.96.86.249 | ২৫ আগস্ট ২০১৬ ০৪:১৬719762
  • না, পরকীয়ায় লুকোছাপা আছে কিন্তু সোয়াপিংয়ে নেই।
  • Atoz | 161.141.84.108 | ২৫ আগস্ট ২০১৬ ০৪:৩০719763
  • আর, ওশোর শিষ্যরা? তেনাদের ওশোর সঙ্গে শুতে পরান আঁকুবাঁকু করতো না? উনি তো পরম প্রেমময় ঠাকুর, হোমো হেটেরো তফাৎ করলে চলবে? সেই ক্ষেত্রে আপনের ঐ জে-ফ্যাকটর তো ইউনিভার্সাল হবে। খামোখা একদলকে দোষ দিয়ে কী হবে?
  • ranjan roy | 192.69.74.122 | ২৫ আগস্ট ২০১৬ ০৬:০৪719764
  • আমেরিকার ওরেগন আর পুণের পাশে কোরেগাঁও।
    রজনীশ কমিউনিটি।
    পুণের রিজার্ভ ব্যাংকের অ্যাগ্রো-ব্যাংকিং ট্রেনিং সেন্টারে দু সপ্তাহ থাকার সময় উইক এন্ডে দু' দুবার দর্শন করতে গেছি- নব্বইয়ের দশকে। ঘটনাচক্রে। স্থানীয় পুণে টাইমসে রোজ চিঠিপত্র বেরোত যে এই রজনীশ কমিউনিটির ভক্তদের উদ্দাম জীবনযাপনে ওদের মহারাষ্ট্রিয়ান ভদ্র সুশীল নিস্তরঙ্গ জীবনে অশন্তির ঢেউ উঠছে। ওদের ব্যান করা হোক।
    গিয়ে দেখি ওদের আশ্রমের উল্টোদিকে একটা হাসপাতাল। সেখান থেকে কয়েকশ টাকা ফি দিয়ে দর্শককে ' এইচ আই ভি মুক্ত' সার্টিফিকেট নিয়ে আসতে হবে। নইলে ওরা ওদের আশ্রমে একগ্লাস জলও খেতে দেবে না।
    আর চোখে পড়ল ভক্তকুলের ৯০% বিদেশি। ওদের একটি লালচে রঙের আলখাল্লা পরে থাকতে হয়, স্ত্রী -পুরুষ নির্বিশিষে। তখন রজনীশ গত হয়েছেন। আমাদের মত পাতি দর্শকদের লাইনদিয়ে মাত্র একটি গেট দিয়ে ঢুকতে হয়। অন্য গেটগুলো ভক্তদের। প্রত্যেক গেটে কড়া সিকিউরিটি। আমি চেষ্টা করেও অন্য গেটের এন্ট্রি পেলাম না। সবার আইডি কার্ড আছে। মেন গেটে প্রায় রজনীশের মত দেখতে একজনকে বসিয়ে রাখা হয়েছে-- অমনি বোকা বোকা হাসি শুদ্ধু।
    ভেতরে একজায়গায় আঙিনার মধ্যে একটা বিরাট সি-থ্রু মশারি। ওতে নাকি ৫০০ লোগ একসঙ্গে ধ্যান করতে পারে, লিমকা এবং গিনেস বুকে নাম উঠেছে নাকি, গাইড বলল।
    সেসব যাকগে। বিদেশি ভকতদের কারও সঙ্গে আলাপ করা গেল না। টাইট-লিপড্‌, বারণ করা আছে।
    কিন্তু ওদের পাড়ায় আশ্রমের ভেতরে রাস্তাঘাটে যার যখন যাকে ইচ্ছে "আমোরে আমোরে" বলে জড়িয়ে ধরছে আর কষে চুমু খাচ্ছে! কখনও কখনও কয়েক মিনিট ধরে।
    এর মধ্যে একজন বিবাহিত বাঙালী মহিলাও চোখে পড়ল। ওদের তন্ত্রে দীক্ষিত হয়েছেন, ওই আলখাল্লা পরেছেন--- কিন্তু হাতের শাঁখা-নোয়া-পলা ঠিকই রয়েছে। ওনাকেও গুরুভাইরা কেউ কেউ "আমোরে" মন্ত্র বলে জড়িয়ে ধরছে। উনি না-হ্যাঁ কোনটাতেই এখনও সুস্থির হননি। তাই কাঠপুতুলের মত সহ্য করলেন। সেটা দেখে কষ্ট হল।
    শেষে যেই দেখলাম একজন মহিলাকে দুজন পুরুষ দুদিক থেকে চুমো খাচ্ছে আমার কেমন গা-গুলিয়ে উঠল। দর্শন শেষ, কেটে পড়লাম।
    PSঃ এইসব দেখে কেউ কেউ উৎসাহিত হয়ে জিগ্যেস করছিল যে কি করে এই আশ্রমের সভ্য হওয়া যায়? কতদিন থাকা যায়? কত প্রণামী?
    উত্তরে ওঁদের অবধূত কড়া চোখে জানালেন --আগে আপনার নিজের শহরে রজনীশ কমিউনিটির আশ্রমে যোগাযোগ করুন। সেখানে গিয়ে নিয়মিত ধ্যান করুন। তারপর--স্টেপ বাই স্টেপ সাধনা।
  • | 213.132.214.84 | ২৫ আগস্ট ২০১৬ ১১:৩৪719765
  • ওরে বাবা।

    এত সব ব্যাপার নাকি? ওজো র নাম শুনেছি। ও ই অবধি ।এত কিছু জানতাম না।
  • ranjan roy | 192.69.74.122 | ২৫ আগস্ট ২০১৬ ১২:০১719767
  • ওশো!
    কিন্তু রজনীশ অবতারে লেখা প্রথম বইটি পড়ে দেখ--"সম্ভোগ সে সমাধি তক", ওনার দর্শন। উনি আগে জবলপুর কলেজে ফিলজফির অধ্যাপক ছিলেন। তখন থেকেই improptu প্রবচন দিতেন। বাগ্মীতার জোরে ভিড় জমত।
    একটা গল্প বলিঃ
    আমাদের এক কলিগ ওশোতন্ত্রে দীক্ষিত হয়ে লাল আলখাল্লা পরেই ব্যাংক ম্যানেজারের ডিউটি করত আর ওর একটা গৃহী সন্ন্যাসী নামও জুটেছিল। বিয়ের পরে ও নিজের স্ত্রীকেও ওশো মন্ত্রে দীক্ষিত করে গেরুয়া পরিয়ে প্রথামত মা- অমুক বলে ডাকতে থাকে। ওর সবচেয়ে ভাল গুণ হল ওর সেন্স অফ হিউমার। কত খেপাতাম, ও খালি হাসত আর বলত-- আপনারা যেমন ভাবছেন ব্যাপারটা অত লিনিয়র নয়। অনেক বোঝা ও পড়াশুনো করতে হয়। ওশো সাহিত্যের প্রথম দুটো বই ওই আমাকে পড়তে দিয়েছিল। দ্বিতীয় বইয়ের আদ্দেকটার পর উৎসাহ হারিয়ে ফেললাম।
    একবার আমাদের ব্যাংকের রিক্রুটমেন্টের পরীক্ষার একটি কেন্দ্রে দায়িত্ব আমার উপরে এল। গভঃ গার্ল্স ডিগ্রি কলেজ। আগের দিন বিকেলে সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখতে ওশোশিষ্য কলিগকে নিয়ে গেছি। ফিরে আসার সময় গেট অব্দি পৌঁছাইনি , এমন সময় সমবেত বামাকন্ঠে আহ্বান-- " এ সম্ভোগ সে সমাধি'! জরা ইধর তো আও!"
    পেছনে ফিরে দেখি দোতলার ব্যালকনি থেকে দশজনের মত কলেজছাত্রী, হেসে গড়িয়ে পড়ছে।
    শেষে র‌্যাগিং??
    আমি কিছু বোঝার আগেই ওশোশিষ্যটি চার হাতপায়ে দৌড়ে পালাল। আমিও মহাজনপদাংক অনুসরণ করলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন