এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বোল্ট, ভিভ এবং গেইলস - ক্যারিবিয়ান পুরুষত্বের সন্ধানে

    bip
    অন্যান্য | ২৩ আগস্ট ২০১৬ | ১১৩২৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • মরাল জাজ | 83.162.22.190 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৪:২৫719666
  • IP Address : 83.162.22.190 (*) Date:02 Sep 2016 -- 11:51 AM

    কিন্তু উসেইন বোল্ট-এর দেশে পলিগ্যামি লিগ্যাল নয় - Jamaican law criminalises bigamy and polygamy

    এরকম কিছু বালবাজ বহুবিবাহ তুলে দিয়েছিল । যদিও কুলীন বামুনের কাছে কি এক্সপেক্টেড জেনেই লোকে বে বসত ।
  • avi | 125.187.32.100 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৪:২৭719667
  • cb 1:14 pm, এখানে ক্রিকেটের ভক্তরা দেখেছি অন্যান্য জায়গায় ক্রিকেট নিয়ে গল্প করে বেড়ান। নিখাদ ক্রিকেটের জন্য কোনো টই আছে কিনা জানি না। একটা খোলা দরকার, যাতে মনে হওয়া, অভিজ্ঞতা এসব শেয়ার করা যাবে।
  • sch | 192.71.182.106 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৪:২৮719668
  • এই মানসিকতা যার সে মেয়েদেরকে কমোডিটি মনে করে। এবার বলতেই পারেন যে কমোডিটী মনে করে তো করে - তাতে আপনার কি ? কিছুই না - আমি তাকে নোংরা মনে করি। আপনি মিস-স্টেটমেন্ট দিচ্ছিলেন বলেই আপত্তি জানালাম - আপনার স্টেটমেন্টে মানে দাঁড়িয়েছিল ভিভের লাগিয়ে বেড়ানোটাকে আমি নোংরা মানসিকতা বলেছি। আগে তো এই ধরণের মিস স্টেটমেন্টে প্রচুর লোকের ফালতু জ্ঞান শুনতে হয়েছে তাই ক্লারিফাই করলাম।
    আর বানানটা সুস্থ - সুস্থ্য না
  • sch | 132.160.114.140 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৩০719669
  • অভি খুলুন না - ভালো হবে। আশা করি বিপ টাইপের পাবলিক গুলো সেখানে ঢুকবে না
  • Ekak | 53.224.129.51 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৩১719670
  • আইনে ইল্লিগাল হলে মামলা হবে , দোষী সাব্যস্ত হলে শাস্তি হবে । সেসব ওয়েলকাম ।

    তাতে সেই একটিভিটি "নোংরা " বা "অসুস্থ্য " হয়ে যায়না । লিগালিটি আর মরালিটি এক নয় । মরালিটি নিয়ে জাজমেন্ট দেওয়া হচ্ছে বলেই এতো কথা । লিগালিটি তো দেশে দেশে আলাদা । নরওয়েতে বাচ্চাকে হাত দিয়ে মেখে ভাত খেয়ে শুনেছি পুলুশ ধরে । সেটা আমাদের লিগালিটি নয় । পুরোটার সঙ্গেই আবার মোরালিটির কোনো সম্পর্ক নেই ।

    তবে ঝট করে গুগল সার্চ দিয়ে তো বুধধি ডাউনলোড করা যায়না কী আর করা যাবে ।
  • sm | 53.251.91.253 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৩৫719671
  • এহ হে হে, এটাতো তো কয়েকদিন ধরে ছড়িয়েই চলেছে দেখছি ।
    তা বাপু একটু রেস্ট নিলে হয় না?ক্যাকটাস দেখলেই থাপন গেড়ে বসতে হবে ?
  • Ekak | 53.224.129.51 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৩৭719673
  • না এতে আদৌ কেও কাওকে কমোডিটি মনে করে এরকম মনে হচ্ছেনা । দেখুন আপনি এস ইউসুল নিজের মরাল পুষতেই পারেন , যে কোনো কিছুকে আপনি "নোংরা " বা "খারাপ " মনে করতেই পারেন যেরকম আপনার কোনো বই পড়ে বোগাস লাগে বা কোনো বই ভালো , পূর্ণ অধিকার আছে । কিন্তু আপনি নিজের অধিকারে সীমাবদ্ধ না থেকে বারংবার জুড়ে দিচ্ছেন " মেয়েদের কমোডিটি মনে করে " । কে এসব ভাট স্টেটমেন্ট বিশ্বাস করবে ? একটা রিলেশন কন্ট্রাক্ট হতেই পারে যেখানে একজন ওপেন আরেকজন ক্লোস । সেখানে "কমোডিটি " মনে করার কোনো ব্যাপার নেই । ফটাশ করে একটা "কমোডিটি " ধরণের চালু জার্গন ছুঁড়ে না দিয়ে ব্যাখ্যা করতে পারবেন কেন ইটা কমোডিটিফিকেশন ?

    খারাপ -ভালো মনে করা স্বাধীনতা । সেটার ভুলভাল কারণ খুঁজে থিওরাইস করা সোশ্যাল জ্যাঠামি ।
  • dc | 181.51.238.174 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৩৭719672
  • হ্যাঁ ক্রিকেটের টই খোলা হোক। এই খেলাটা নিয়ে তর্ক করতে ভারি ভাল্লাগে।
  • sinfaut | 11.39.13.249 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৪৫719674
  • কমোডিকরণ এর ভালো উদাহরণঃ "লাগিয়ে বেড়ায়"। স্চ বলুন তো কে কমোডিফয়েড হলো?

    আরও একটা কুইজ করার ইচ্ছে হচ্ছে। কাল দুজনকে জিজ্ঞেস করেছিলাম। ঐ যে একটা ফ্যাম্টম ডায়না মীম ঘুরছে বেশ মজার সেটা না দেখে থাকলে লিখে দিচ্ছিঃ

    ফ্যাঃ চলো ডা আবার করি।
    ডাঃ এই তো রাতে করলে, আবার বেলায়?
    ফ্যাঃ অরণ্যের আবার দিন রাত্রি।

    ঐ অরণ্যের দিনরাত্রির জন্য এটা বেশ মজার জোক। আমি এমনি দু সেকেন্ড কুইজ করছিলাম, এতে সেক্সিজম থাকলে সেটা পিনপয়েন্ট করতে পারবেন?
  • Ekak | 53.224.129.51 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৪৬719676
  • :)
  • Arpan | 101.214.5.87 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৪৮719677
  • কমোডিকরণ? এ কী স্বছ ভারতের প্রচার চলছে নাকি?
  • Arpan | 101.214.5.87 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৪৯719678
  • ডিঃ মঃ
  • Ranjan Roy | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৮:০৮719679
  • পারি না; আর পারি না।ঃ)))
  • sm | 53.251.91.253 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৮:০৯719680
  • তবে প্যাকার সিরিজ এ কয়েকটা বছর, টপ ফর্মে নষ্ট না করলে; ভিভ কে চান না মুমকিন ছিল।
  • bhagidaar | 34.49.119.28 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৫৮719681
  • ভিভও চান করতনা?
  • sm | 53.251.91.253 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৯:২৬719682
  • ছুঁতে পারা হবে।গুগুল বাংলা টাইপানো বড়ো শক্ত।
  • রোবু | 55.123.216.19 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৯:২৭719683
  • গুরু লেয়াউট ইউজ করুন।
  • bip | 183.67.3.44 | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০৮:২৮719684
  • শেহবাগের সাথে ভিভের তুলনা হাস্যকর। যারা করছে তারা ক্রিকেট এবং সংখ্যাতত্ব দুটোরই ভর্তা করেছে।

    ভারতের সবার ব্যাটিং এভারেজ ভাল থাকে। কারন তাদের ৭০% স্কোর ভারতের মাঠে-৮০% ভারত শ্রীলঙ্কা বাংলাদেশের মাঠে।

    কোন ক্রিকেটারের আসল স্টাট বার করতে গেলে হোম বনাম এওয়ে করে আলাদা করে করুন-আসল চিজ বেড়োবে।

    ভীরুর স্কোর সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়াতে দেখুন-টের পাবেন। ভীরুর খেলা আমি আক্রাম ডোনাল্ড ম্যাকগ্রাথের বিরুদ্ধে দেখেছি। বিদেশের মাঠে পেস ব্যাটারির সামনে ভীরু দাঁড়াতেই পারত না। সেখানে ভিভের খেলা ইমরান বা লিলির বিরুদ্ধে দেখুন। কপিলের বিরুদ্ধে দেখুন।

    একদমই হাস্যরসিক তুলনা স্টাট টেনে। ভীরু গ্রিনীজ হেইন্স মানের ও না।
  • dc | 132.164.224.252 | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০৯:১৭719687
  • হেলমেট না পড়ে লিলি-টমসনকে সামলানোর তুলনা করা সত্যই আনফেয়ার।
  • aranya | 83.197.98.233 | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৩২719688
  • হেলমেট ছাড়া এদের ফেস করা এক মারাত্মক ব্যাপার - খুব ভাল টেকনিক দরকার
  • sch | 55.251.235.186 | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৩৮719689
  • @ঢপ আপনি ভাবলেন বিপ লিঙ্ক দেখবেন? ওনার মতো বালগান্ডু তথ্য দিয়ে তর্ক করে নাকি

    এখানে লিখে দিতে হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেহওয়াগের গড় ৬০.৭০ , ১০ টা ৫০+ আর ৩ টে ১০০ শুদ্ধু। এর মধ্যে একটা ১০০ মেলবোর্ণে।
    সাউথ আফ্রিকার বিরুদ্ধে গড় ৫০, ১৫ ম্যাচে আর ৩ টে সেঞ্চুরী, ২ টো ৫০+, আর এক্টা ৩১৯ আছে চেন্নাইতে আর ওই ৩১৯ এর ম্যাচে ডেল স্টেইন আর নটিনি ছিল

    আর ওপেনিং ব্যাটস্মান আর মিডল ওর্ডারের মধ্যে ডিফারেন্স বোঝার ক্ষমতা বিপের নেই
    সেহোয়াগ রেগুলার মুরলী আর ওয়ার্ণকে খেলেছেন। ভিভের যুগে ওই মানের স্পিনার কাউকে এই মুহূর্তে মনে পড়ছে না - আণ্ডারঊড বা কাদির এই র‍্যাঙ্কের না।

    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভিভের গড় ৩৪ ম্যাচে ৪৫ । ৫ টা সেঞ্চুরি আর ১৪ টা হাফ সেঞ্চুরী শুদ্ধু।
    সাউথ আফ্রিকার বিরুদ্ধে খেলেন নি।
  • sm | 53.251.91.253 | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১০:০৬719690
  • বালগাণ্ডু, টার্ম টায় বেশ নতুনত্ত্ব আছে তো। বিপের কথা;তার আবার গুরুত্ব!
  • Ranjan Roy | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১১:৩০719691
  • কিন্তু চেন্নাইয়ের মাঠ ( চিপক স্টেডিয়াম) ? ওটা বোধহয় ভারতের সবচেয়ে স্পিন ফ্রেন্ডলি পিচ। ওখানে ভারত বোধহয় খুব কম ম্যাচে হেরেছে।
  • lcm | 83.162.22.190 | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১১:৪৩719692
  • হোম-অ্যাওয়ে গেমের স্ট্যাট - এই ব্যাপারটা আবার ক্যারিবিয়ানদের এগেইন্‌স্টে যেতে পারে -- সেই যে বলে না যে, ক্লাইভ লয়েড-দের তো আর কোনোদিন জোয়েল গার্নার, কলিন ক্রফ্ট, অ্যান্ডি রবার্ট্‌স্‌, মাইকেল হোল্ডিং, ম্যালকম মার্শাল, ওয়ালশ, অ্যাম্ব্রোজ... -দের খেলতে হয় নি।

    এই একই কথা লোকে ব্র্যাডম্যান সম্বন্ধেও বলে, যে মুর্গি বোলারদের বিরুদ্ধে খেলেছেন।

    আসলে ক্রিকেটে, ডিফারেন্ট টাইম স্প্যানে কম্পেয়ার করা একটু মুশকিল।
  • dc | 132.164.224.252 | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১১:৫৬719693
  • প্রত্যেক এরায় কোন ক্রিকেটার তাঁর কনটেম্পোরারিদের থেকে কতোটা এগিয়ে ছিলেন সেটা অনেক সময়ে দেখা হয়। এর মধ্যে ম্যাচ সিচুয়েশান, অপোনেন্ট ইত্যাদি ফ্যাক্টরও থাকে যেগুলো কার্ডাসের গাধা দেখায় না। আর অল টাইম গ্রেট হিসেবে কোন প্লেয়ারকে তখনই কনসিডার করা হয় যখন দেখা যায় সেই প্লেয়ার পুরো গেমটাকেই কতোটা বদলে দিতে পেরেছে। এইভাবেই ব্র্যাডম্যান, সোবার্স, হবস, ওয়ার্ন আর রিচার্ডস - এই পাঁচজন উইজডেন ক্রিকেটার অফ দ্য সেঞ্চুরির মূল্যায়ন হয়েছে।
  • sch | 55.251.235.186 | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১৩:১৪719694
  • Ranjan -da স্পিন ভালো খেলাটা কোনো ব্যাটসম্যানের কৃতিত্ব না ? শুধু পেস খেলাটাই কৃতিত্ব? ভিভ যে পরিবেশে বড়ো হয়েছেন তাতে পেস ভালো খেলাটা সহজাত প্রতিভা - স্পিন না। সেহওয়াগ যে পরিবেশে বড়ো হয়েছেন সেখানে স্পিন খেলা সহজাত। তা ভিভের spin খেলার টেস্ট কি সেভাবে হয়েছিল?

    ইন্ডীয়া আর পাকিস্তানের বিরুদ্ধে ভিভের গড় ৪৪। below averge.
    ভিভের গড় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৪, শুধু ইংল্যান্ডের বিরুদ্ধে ৬৩ - তার কারণ উনি সারা বছর ইংল্যান্ডে কাউন্তি খেলতেন।

    dc আগে লিখেছহি আবারও লিখছি - ওই উইসডেন ১০০ ব্যাপারটা ২০০২ সালে হয় - আর ভোটিং হয়েছিল - কন স্টাটিস্তিক্যাল ইন্দেক্সিং না। জানি না এখন ওটা হলে ওতে সচীন, সঙ্গক্কারা ধুকে যেত কি না এবং মুরলী
  • dc | 132.164.224.252 | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১৩:১৯719695
  • sch, এক্স্যাক্টলি। কোন কোন ক্ষেত্রে স্ট্যাস্টিকাল ইনডেক্সিং এর থেকে ডেলফি মেথড বেশী কাজে দেয়।

    আমার যদ্দুর মনে হয় উইজডেনের ক্রিকেটার অফ দ্য সেঞ্চুরি লিস্টে সচীন, সঙ্গাকারা আর মুরলি কখনোই ঢুকতে পারবেনা। ওটা অল তাইম গ্রেটেস্টের লিস্ট।
  • sch | 55.251.235.186 | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৫১719696
  • লিস্টটা যখন হয়েছে - তখনো মুরলী ৮০০ উইকেট পায় নি - দেখুন পরের শতাব্দীর লিস্ট বের হোয়া অব্দি যদি আপনি বেঁচে থাকেন, আমি থাকব না অলরেডি জানি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন