এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ৮২৩২০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বাঙাল | 342323.176.1289.145 | ২৩ মে ২০১৯ ১০:০৯715705
  • যাক অবশেষে ছাগলের পালের বোধোদয় হয়েছে। ধোঁয়ার সাথে লড়াই সম্ভব নয়, প্রথমে তাকে আকার দিতে হবে।
  • PM | 018912.210.012323.15 | ২৩ মে ২০১৯ ১১:৫১715706
  • এটার মানে কি ?
  • pp | 3423.241.342312.17 | ২৩ মে ২০১৯ ১৪:১৩715707
  • বিকার!
  • a | 238912.77.67.31 | ২৩ মে ২০১৯ ১৫:০৫715708
  • এবার একটু একদা এক সি পি ম ছিল নামে ও টই হোক।
  • কল্লোল | 232312.163.340112.180 | ২৩ মে ২০১৯ ১৫:০৮715709
  • ফেবুতে অনির্বাণ মাইতির পোস্ট।
    ২০০৪ এর পর মমতা ব্যানার্জির মুখে আশঙ্কার ছায়া দেখলাম। রাজ্য জুড়ে জয়শ্রীরাম ধ্বনি। ট্রেন্ড বলছে বামফ্রন্টের ভোটের একটা বিশাল অংশে থাবা বসিয়েছে বিজেপি। তৃণমূলের একাংশও ভরসা করেছে বিজেপিকে। যে রাজ্য পরিচিত ছিল তার অসাম্প্রদায়িক ভাবমূর্তির জন্য। সেই রাজ্যে এই প্রবল হিন্দু হাওয়ার কারণ অবশ্যই আলোচনায় আসবে। আলোচনায় নানা মত উঠে আসবে, আমাদের সকলের মনের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা সাম্প্রদায়িকতার বাঘটা নড়েচড়ে উঠেছে এবার। হিন্দুভোট পোলারাইজড হয়ে গেছে। যা লক্ষ্য ছিল বিজেপির, সেই লক্ষ্যে ওরা একশো শতাংশ সফল।

    নির্বাচনটা আমরা আজকে হারি নি, হেরে গেছি বেশ কয়েকবছর আগেই।একটা গোটা নির্বাচন হল বিজেপির পছন্দের ন্যারেটিভে। ওরা যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা চেয়েছিল আমরা সেইগুলোই করে চললাম। মানুষের মৌলিক চাহিদা, দাবীদাওয়া কোন কিছুই উঠে আসে নি। একটা পোলারাইজড রাজ্যে বিজেপিকে যতবার আমরা সাম্প্রদায়িক বলে দেগেছি, তত বেশি হিন্দু ভোট ওদের পক্ষে চলে গেছে। পোলারাইজেশন সম্পন্ন করে বিজেপি চেয়েছিল এটাই, আমরা ওদের সাম্প্রদায়িক বলে গাল পাড়ি।

    সিপিএমের কথা বলতে গেলে এদের একাংশ সংগঠন টিকিয়ে রাখতে ক্ষমতায় আসতে চায় খুব দ্রুত। এরা বিশ্বাস করে ভোটে হারলে প্রায় গোটা টিএমসি টাই বিজেপি তে বিলীন হবে, আর যুযুধমান হবে বিজেপি এবং সিপিএম। এই বিশ্বাসের অনিবার্য ফলশ্রুতি ৪৫+৩৮ = ৮৩% বামবিরোধী ভোট। হায় রে সিপিএম।

    তৃণমূল এর দায় ও মারাত্মক, একটা চূড়ান্ত ফিউডাল মানসিকতার দল এরা ভেবেছিল ক্ষমতায় থেকে মানুষের ওপর চাপ সৃষ্টি করা যায়। তাই দলের সাথে যুক্ত নয় এরকম মানুষদের প্রায় কোনঠাসা করে রেখেছিল। দীর্ঘ আটবছর ধরে যারা তৃণমূল এ যায় নি এরকম আঞ্চলিক ছোট ব্যবসায়ীরা বা সাধারণ রোজগেরে মানুষ অর্থনৈতিক ভাবে চরম অনিশ্চয়তার শিকার হয়েছেন। তাদের জীবন জীবিকা বিপর্যস্ত হয়েছে। তারা যদি খড়কুটোর মত বিজেপি কে আঁকড়ে ধরে আমি তাদের দোষ দেই না, তাদের সাম্প্রদায়িক হলে দেগে দেব না। এরকম অনেক মুসলমান ও আছেন যারা বিজেপিকেই ভরসা করেছেন। কারণ বিজেপির থেকে এটা ভালো কেউ জানে না যে জীবনের কাছে ধর্মের চেয়ে রুটি বেশি বাস্তবসম্মত চাহিদা।

    অন্যান্য বাম দলগুলোর অবস্থা তথৈবচ। এই দেশে বাম রাজনীতিক এবং তাদের মেধার ওপর ভরসা বহুদিনই চলে গেছে। এদের একসাথে কোথাও নেমন্তন্ন করলে সেখানেও এদের হাতাহাতি লেগে যাবে। এরা একে অপরকে ঠিক এতটাই ঘেন্না করে। এরা সবাই মনে প্রাণে বিশ্বাস করে ফ্যাসিস্ত বিরোধী গনসংগ্রামের এক এবং অদ্বিতীয় সেনানী এরাই, আর কেউ না। এই বিশ্বাস থেকে এরা নিজের দলের অবয়ব বাড়াতে ব্যস্ত থাকে, আর যত এই চেষ্টা হয় ততবার ফ্যাসিস্ত বিরোধী লড়াই দূর্বল হয়।

    যাক আমি সাধারণ একজন নাগরিক হিসাবে নিজের অবজার্ভেশন রেখে গেলাম, সবাই সবার নিজস্ব মতামত রাখবেন। আমি দুঃখিত নই হতাশ নই, সবাই বাংলার মানুষকে গাল পাড়ছেন আমি সেই দলেও থাকতে চাই না। আমি বরং একট পজিটিভ নোট খুঁজে নিতে চাই এখান থেকে। একটা মাল্টি পার্টি সিস্টেমে শাসক সব সময়ে চেষ্ট করে বিরোধীদের দ্বিধাবিভক্ত করে রাখতে, সেখানে বাংলার মানুষ ভোট ভাগ করেন নি। একটা জায়গাতেই ভোট জমা করে, তার শাসকের বিরুদ্ধে অনাস্থা দেখিয়েছেন। আমার পছন্দের পার্টি সেই বিশ্বাস এবং ভরসার জায়গা অর্জন করতে পারে নি সেটা আমার পার্টির দোষ, সেই দোষ বা দায় কোনটাই মানুষের নয়।
  • ব্যাখ্যা | 342323.176.1289.241 | ২৩ মে ২০১৯ ১৮:৪১715710
  • তৃণমূল হল ধোঁয়া, আকার পেলে বিজেপির মত দেখাবে।
  • ব্যাখ্যা | 8956.153.231212.2 | ২৩ মে ২০১৯ ১৯:০৫715711
  • আর বাম হল পরম শূন্য। জোটসঙ্গী বিজেপির স্বার্থে আত্মত্যাগের মহান নজির গড়ে গেল। কে বলে আজ রাজনীতি স্বার্থসর্বস্ব?
  • sm | 2345.110.124512.203 | ২৩ মে ২০১৯ ১৯:১৬715712
  • এক্ষুনি পোস্ট পড়তে শুরু করলো বলে।কেন এমন বাম ব্যাশিং?সবকিছুর জন্য কি বামেদের দায়িত্ব নিতে হবে?
    আমরা আত্মত্যাগ করেছি দেশের ও দশের স্বার্থে।
    পব এর জনগণ দেখুক,আমাদের ভোটার দের ভোটের মূল্য কতো?আমরা একটুখানি আউট সুইং দিলে ,সারা দেশ কেঁপে যায়।
    এতো দিন আমাদের কেন হেলাফেলা করা হয়েছে?
    আমরা ভোটে যোগ্য জবাব দিয়েছি, কমরেড।
    এখন তোমরা খেলা শেষ করো।
  • b | 236712.158.891212.13 | ২২ জুলাই ২০১৯ ১৮:৫০715713
  • উঠো জোয়ান হেইঁয়ো।
  • | 236712.158.9007812.99 | ২২ জুলাই ২০১৯ ১৯:১৬715714
  • উফ্ফ এটাকে পিনড টই করে দেওয়া হউউউউউক ।
  • S | 237812.69.453412.170 | ২২ জুলাই ২০১৯ ১৯:৪৪715716
  • কোন দল ছেড়ে দলে দলে কাউন্সিলাররা বিজেপিতে নাম লেখাচ্ছে?
  • sm | 236712.158.455612.210 | ২২ জুলাই ২০১৯ ২০:২৫715717
  • এতো সব্বাই জানে।কেউ অস্বীকার করেনি তো!খালি ফেক প্রচারক চেষ্টা চালিয়ে যাচ্ছে ,বামের ভোট রামে যায় নি।
  • মানিক | 237812.68.9008912.150 | ২২ জুলাই ২০১৯ ২০:২৯715718
  • তবে পিসী কিন্তু মিটিংয়ে বলেই দিয়েছেন যে উনি কিন্তু তৃণমূল ছেড়ে কোথায় যাবেন না। ওরকম বলুক তো দেখি ইয়েচুরি, বুঝি বাপের ব্যাটা (চাষার ব্যাটা নয় কিন্তু)।
  • sm | 236712.158.455612.210 | ২২ জুলাই ২০১৯ ২০:৩৬715719
  • ইয়ে চুরি আবার কি বলবে?জীবনে ভোটে দাঁড়িয়ে কবার জিতেছে?
    খালি তো পরস্মইপদী হয়ে রাজ্যসভায় টিকিটের জন্য বসে থাকা জনতা।
    ওকে তো অন্য কোন দল অফার করলে ই ,রাজ্যসভায় যাবার জন্য হাত পা তুলে রেডি থাকবেন।
    ওঁর আবার কি ইম্পোর্টযান্স?
  • মানিক | 237812.68.9008912.150 | ২২ জুলাই ২০১৯ ২০:৪০715720
  • ঠিক ঠিক। দুকোটি টাকার ছবি আঁকতে পারে না, কথাঞ্জলি লিখতে পারে না, পুলিশ কমিশনার নিয়ে ধর্ণা দিতে পারে না, অনশন করে ওজন বাড়াতে পারে না, ভাইপো নেই, মালপো নেই, সোনাবৌমা নেই, ওর আবার কি গুরুত্ব????
  • PT | 236712.158.897812.156 | ২২ জুলাই ২০১৯ ২২:১২715722
  • যাদের পার্টিতে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট তারা "আলোচনা" শব্দের মানে বুঝবে কি করে?
  • sm | 124512.101.780112.71 | ২২ জুলাই ২০১৯ ২২:৪৫715723
  • যাঁদের পার্টিটাই সাইন পোস্ট,তাঁদের সঙ্গে আবার কি আলোচনা।?
    এখন ভিজিটিং কার্ড হয়ে বিজেপির আপিসে লটকে আছে।
  • S | 237812.69.563412.105 | ২৩ জুলাই ২০১৯ ০০:১৮715724
  • তাহলে কি দাঁড়ালো? একটা সাইনবোর্ড হয়ে যাওয়া পার্টির এতো ক্ষমতা যে অন্য পার্টিকে ক্ষমতায় নিয়ে আসছে। ডিম-ভাত হজম হয়নি এখনও।
  • sm | 236712.158.455612.186 | ২৩ জুলাই ২০১৯ ০০:৪৩715725
  • সেতো ধর্মসেনার একটা ভুল ডিসিশন ইংল্যান্ড কে বিশ্বকাপ পাইয়ে দিলো।
    একটা পচা আপেল ঝুড়ি কে নষ্ট করে দেয়।
    বলি,আর কিছু ফেক ছাড়ার মতলব আছে নাকি?ভুল ধরিয়ে দেবো কিন্তু।
  • PT | 237812.68.345623.202 | ২৩ জুলাই ২০১৯ ১২:৩৯715727
  • কে কাকে ক্ষমতায় নিয়ে আসছে?
    "তৃণমূল-বিজেপির সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ ৩ বছরের শিশু, খেজুরিতে উত্তেজনা"
  • sm | 124512.101.89900.123 | ২৩ জুলাই ২০১৯ ১৩:২৩715728
  • বিজেপি কে কাঁধে করে ক্ষমতায় আনছে ,বামেরা।
  • মানিক | 237812.69.8967.172 | ২৩ জুলাই ২০১৯ ১৭:৪৪715729
  • বেশ তো। বিজেপি নিয়ে তিনোদের তো সমস্যা থাকার কথা না। যখন গোধরার ঘটনা হচ্ছিল পিসী তখন বাজপেয়ীর মন্ত্রিসভার সদস্য, সম্ভবতঃ দপ্তরহীন মন্ত্রী। সেই মন্ত্রিসভার উপ প্রধানমন্ত্রী রামমন্দির খ্যাত আদবানী।

    কাজেই বামেরা যদি বিজেপিকে সাহায্য করেই থাকে (অপারেটিং ওয়ার্ড যদি), তাতে তৃণদের অসুবিধা কি?

    https://en.m.wikipedia.org/wiki/Third_Vajpayee_ministry

    https://en.m.wikipedia.org/wiki/2002_Gujarat_riots
  • sm | 124512.101.89900.123 | ২৩ জুলাই ২০১৯ ২১:৩২715730
  • তিনো দের কোন অসুবিধে নেই।
    অসুবিধে বামেদের।যাঁরা বিজেপি কে সাষ্টাঙ্গ প্রনিপাত হয়ে সাহায্য করছে কিন্তু মুখে প্রকাশ করতে পারছে না।কেউ কেউ আবার প্রচারে নেমেছে,বামের ভোট রামে যায় নি বলে।
  • মানিক | 237812.69.8967.146 | ২৩ জুলাই ২০১৯ ২২:১৬715731
  • তিনোদের অসুবিধা নেই। তাই বিজেপিকে/সাম্প্রদায়িকতাকে রোখার জন্য তিনোকে ভোট দেওয়া যায় না।

    এটাই পয়েন্ট।
  • sm | 236712.158.8978.99 | ২৩ জুলাই ২০১৯ ২২:২১715732
  • মানে বোঝা গেলো না।পরিষ্কার বাংলায় লিখুন।
  • Du | 237812.68.6745.10 | ২৩ জুলাই ২০১৯ ২৩:৩৮715733
  • তিনৌকিলরা জাজের এজলাশ বয়কট করছে ওনার রায় বিরুদ্ধে গেছে বলে। এদেরকে তো রক্ষা করতেই হবে।
  • S | 236712.158.90078.208 | ২৩ জুলাই ২০১৯ ২৩:৪১715734
  • কালকে বয়কট করেছিলো, আজকে আবার বাঢ় কাউন্সিলের ভোটে ভড়াডুবি হওয়ার পর সেই বয়কট তুলেও নিয়েছে। তিনোমুল এখন দল হিসাবে ভোটারদের থেকেও তাড়াতাড়ি মত বদল করছে।
  • Du | 890112.162.561223.51 | ২৪ জুলাই ২০১৯ ০০:১৫715735
  • আর মহারানী? বচন শুনে শিখি বিনয় কাকে বলে।শিক্ষকেরা কেন্দ্রীয় হাতে বেতন চাইলে চলে যান উনি কিছু মনে করবেন না। আমরা সবাই কাজের মাসি আমাদের রানীর রাজত্বে। অন্য বাড়ি যেতে বাড়ি যেতেই পারি বিনা আপত্তিতে।
  • Amit | 237812.69.8967.142 | ২৪ জুলাই ২০১৯ ০৪:৪৮715736
  • বাস ভাড়া হোক বা বেতন বৃদ্ধি, সবেতেই গুচ্ছ গুচ্ছ কমিটি বসে টাইম পাস করছে। কিন্তু সব শেষে সেই একজনের মর্জিতে চলছে সব কিছু, যেন ট্যাক্সের পয়সাটা ওনার নিজের বাপের জমিদারি। ওনার যেভাবে, যেখানে খয়রাতি করার ইচ্ছে , সেভাবেই চলবে সব। গণতন্ত্রের পরাকাষ্ঠা আর কি।

    আবার কিছু কিছু প্রাজ্ঞ বুজিদের মতে তিনি নাকি বিজেপির বিরুদ্ধে একাই দশ হাতে লড়াই করছেন। সেই লড়াইতে পুরো রাজ্য জিজিতে গেলে যাক, ওনার আর ওনার আদরের ভাইপোর গদি বাচঁলেই হল।

    এদিকে দিদির দামাল ভাই দের হাতে যে জেলাশাসক মার খেয়েছিলেন, তাদের কাউকে নাকি ধরা যায়নি, মমব্যানের পুলিশ খুব এফিসিয়েন্ট কিনা। কিন্তু সেই মার খাওয়া জেলাশাসক কে বদলি করে দেওয়া হয়েছে। সাবাস।

    https://www.anandabazar.com/state/nabanna-releases-transfer-order-of-sandeshkhali-2-block-bdo-who-was-harassed-earlier-1.1019979

    NRS এ ডাক্তার পেটানো দিদির দামাল ছেলেদের ১৫০-২০০ জনের মধ্যে পুলিশ কষ্ট করে মাত্র পাঁচ জন কে খুঁজে পেয়েছিলো, তারাও জামিন পেয়ে গেছে। বাকি ১৫০-২০০ জনের একজনের ও ধরা পড়ার খবর জানা আছে কারো -? অবশ্য কয়েকটা ডাক্তার এর থেকে মমব্যান র ভোটের দাম বেশি।

    সেই ডাক্তার ছেলেটি কেমন আছে জানা নেই, আশা করি সুস্থ হয়ে উঠেছে পুরোপুরি। পরের ডাক্তার পেটানো আবার কবে হবে, দেখা যাক। এখন কদিন শান্ত আছে। সেটার কারণ ও বোঝা যায়।

    এদিকে হেলমেট না পড়ে পুলিশ বাইক আরোহীদের ধরতে গেলে কিছু কিছু অঞ্চলে সেই আরোহীরাই পুলিশ ধরে পিটিয়ে দিচ্ছে। মন্তব্য নিষ্প্রয়োজন। দিদির ভোটের দরকারে লুম্পেনরাজ চলছে, চলবে। তাতে সাধারণ মানুষ বলির পাঠা হলে হোক।

    https://www.anandabazar.com/calcutta/police-attacked-for-stopping-speeding-bike-1.1021847
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন