এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমেরিকান প্রেশিডেনশিয়াল ইলেকশান ২০১৬

    Abhyu
    অন্যান্য | ১০ মার্চ ২০১৬ | ৬৯২৩৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SS | 160.148.14.2 | ২৩ নভেম্বর ২০১৬ ১৯:৪৬699747
  • এই টম ফ্রিডম্যানকে কিরকম যেন ওভারহাইপড মনে হয়। এম্পটি ভেসেলস প্রবাদের মত।

    এনিওয়ে, ইলেকশানের রেজাল্ট ভুলে গিয়ে লোকে ব্যাপকহারে ট্র্যাভেল করছে। তবে এইবার সব থ্যাঙ্কসগিভিং টেবিলেই প্রবল বিপর্যয়ের সম্ভাবনা। সব ফ্যামিলিতেই দু চারজন রেনিগেড ভোটার পাওয়া যাবে। টার্কি শেষ হলে তারপর মুখ খোলাই ভাল।
    সবাইকে হ্যাপি থ্যাঙ্কসগিভিং।
  • রোবু | 213.132.214.85 | ২৯ নভেম্বর ২০১৬ ১৪:২৫699750
  • করতেই পারে। আজকাল লোকে এসব খায় ভালো।
  • একক | 53.224.129.45 | ২৯ নভেম্বর ২০১৬ ১৪:২৭699752
  • অত সোজা নয় । ফেডারেল রিসার্ভ এবলিশ করা একটা বিশাল ধাক্কা , এবং যদি সাকসেসফুল হয় তাহলে হি ইস গোয়িং টু বি দ্য বেস্ট আমেরিকান প্রেসিডেন্ট ফর নেক্সট ফিউ টার্মস ।
  • robu | 213.132.214.88 | ২৯ নভেম্বর ২০১৬ ১৪:৩১699753
  • অত সোজা নয় । পুরোনো নোট এবলিশ করা একটা বিশাল ধাক্কা , এবং 'যদি সাকসেসফুল' হয় তাহলে হি ইস গোয়িং টু বি দ্য বেস্ট ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার ফর নেক্সট ফিউ টার্মস ।
  • Ekak | 53.224.129.45 | ২৯ নভেম্বর ২০১৬ ১৪:৩৬699754
  • আরে নোট এবলিশ কে যে চোখেই দেখো এতে ইন্ডিয়ান ছাড়া কারো কিছু যায় আসে না । ফেডারেল রিসার্ভ এবলিশ তা নয় । আমেরিকার সঙ্গে অনেকে জড়িয়ে ।
  • Rit | 213.110.242.24 | ২৯ নভেম্বর ২০১৬ ২১:৩৪699755
  • গদ্দাফি তো গোল্ড ফেরত আনতে চেয়েছিলেন। তাই না?
  • দ্রি | 119.163.234.2 | ৩০ নভেম্বর ২০১৬ ১৫:২৯699757
  • ট্রাম্প বলেছেন ফরেন কান্ট্রিজদের ক্লিন্টন ফাউন্ডেশানকে ইনভেস্টিগেট করতে এনকারেজ করবেন।

    এবার দেখা যাচ্ছে, জার্মানীও তাদের ট্যাক্সপেয়ার মানি ক্লিন্টন ফাউন্ডেশানকে দিয়েছিল। জার্মান অপোজিশান পার্টি মেম্বারের বক্তব্যঃ

    RT: What’s your take on the Trump’s actions in order to encourage foreign governments to investigate the Clinton Foundation’s finances?

    Petr Bystron: Well, this is for us a great scandal. It is absolutely unbelievable. We see that the political establishment, how far it is from the sorrows of ordinary people. We see also the second point – how sure the political establishment was the whole time that Hillary Clinton will win the elections. We have proofs that, for example, the Minister of Defense, [Ursula] von der Leyen, said one day after the election that they have absolutely no contacts to the Trump teams. So all was focused on Hillary Clinton – the whole German government was expecting Hillary Clinton to win the election, and it explains how it was possible that the German ministry was spending money for Clinton.

    RT: According to some reports, Clinton’s charity received the cash to develop a number of projects in several African countries. Could you comment on that?

    PB: The ministry said that the money was for forest and re-cultivation projects in Kenya and in Ethiopia. This is a joke. Why should the money go around the world from Germany to the US just to arrive back in Africa then? There are many German organizations who could do it better than The Clinton Foundation.
  • SS | 160.148.14.2 | ৩০ নভেম্বর ২০১৬ ২০:১০699758
  • ট্রাম্প আগে নিজের পিঠ বাঁচালে ভাল করবেন। আমেরিকান প্রেসিডেন্টের ফরেন ব্যাংক অ্যাকাউন্ট বা ফরেন প্রপার্টিতে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ইমপিচেবল অফেন্স।

    http://www.nytimes.com/2016/11/26/us/politics/donald-trump-international-business.html?_r=0

    কালকের খবর, ট্রাম্প ট্রেজারি সেক্রেটারি হিসাবে নমিনেট করছে একজন এক্স গোল্ডম্যান স্যাকসকে, জিনি আবার ২০০৮ এর ফোরক্লোজার ক্রাইসিসের সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত। আবার কমার্স সেক্রেটারি নমিনেশন পেয়েছেন একজন বিলিওনেয়ার, জিনি ২০০৬ এ ওয়েস্ট ভার্জিনিয়ার কোল মাইন অ্যাক্সিডেন্টের সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত। ক্যাম্পেন করার সময় ট্রাম্প ডিসির সোয়াম্প ড্রেন করার কথা বলতেন। কোথায় একটা দেখলাম ট্রাম্পকে শ্রেক বলছে। দিস ইজ মাই সোয়াম্প!
  • SS | 160.148.14.2 | ০২ ডিসেম্বর ২০১৬ ০১:০৪699761
  • কনস্পিরেসি সাইট গুলো বন্ধ করুক। তাহলে নাহয় নাক টিপে ট্রাম্পের সমর্থনে দু এক লাইন লিখেও ফেলতে পারি।
    দ্রি কোথায় গেলেন? স্টিভ মনুশেনকে নিয়ে কিছু লেখা আসবে না? স্টিভ তো বটেই, এমনকি স্টিভের বাবাও গোল্ডম্যান স্যাকস জানেন তো? জব্বর একজন ট্রেজারি সেক্রেটারি বের করেছে বটে। শুধু বংশানুক্রমে গোল্ডম্যান স্যাকসই নয়, স্টিভ মানুশেন আবার জর্জ সোরোসের হয়ে কাজ করেছেন। আমি তো ভাবলাম এইবার পরপর আরটি আর স্পুটনিক নিউজের লিংক আসবে। ট্রাম্পের মুখ চেয়ে এইরকম ফুলটস বল ছেড়ে দিচ্ছেন ? আর উইলবার রস?
  • ঈশান | ০২ ডিসেম্বর ২০১৬ ০৮:১৩699762
  • আগে লেখা হয়নি। ফ্রিডম্যান (টম) একজন পাক্কা গ্লোবালাইজেশন সমর্থক। এই বইটা পড়িনি এখনও, কিন্তু 'ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাট' পড়েছিলাম। বইটায় নানা সমালোচনাযোগ্য ব্যাপার আছে। যেমন ওয়ার্ল্ড অর্ডার নিয়ে তেমন কোনো প্রশ্ন তোলা হয়নি। যেমন ২০০৫ এও উনি সোশাল মিডিয়ার উত্থান বুঝতে পারেননি।

    কিন্তু এর পরেও বইটাতে দুখানা মোক্ষম জিনিস আছে।

    ১। পৃথিবী যে ফ্ল্যাট হয়ে যাচ্ছে, সেটা মূলত পুঁজির কারবার, এটা সর্বপ্রথম মার্কস বলেছিলেন, এবং ব্যাপারটা এরকমই হবে বলেছিলেন, সেটা উনি স্বীকার করেছেন, এবং বিশদে লিখেছেন। বিপ্লব-বিপর্যয় মার্কসকথিত পন্থায় হবে কিনা, সে বিষয়ে অবশ্য উনি জানেননা বলেছেন। সেটা ঠিকই আছে।

    ২। এইটা একেবারে মোক্ষম। উনি বলেছিলেন, আমেরিকায় ডেমোক্রাটিক আর রিপাবলিকান পার্টি ২০০৫ এর ফর্ম্যাটে আর থাকবেনা। ডেমোক্র্যাটিক লিবারালরা পূর্ব পশ্চিমের গ্লোবালাইজেশন-ফ্রি মার্কেট সমর্থক নতুন জেনারেশনের(এরা রিপাবলিকান অর্থনীতির সমর্থক) সঙ্গে হাত মেলাবেন। আর পুরোনো ডেমোক্রাটিক শ্রমিক বেস কনজারভেটিভ ডানপন্থীদের সঙ্গে হাত মেলাবে। নতুন যুগের আমেরিকান রাজনীতি এইরকমই হবে।

    এইটা, একেবারে মোক্ষম। ১০০% মিলে গেছে। :-)
  • দ্রি | 74.137.177.237 | ০২ ডিসেম্বর ২০১৬ ০৯:১২699763
  • ট্রাম্প বন্ধ করবে ইন্টারনেট? আগে ট্রাম্প নিজের পিঠ বাঁচাক। টুইটার তো অনেক অল্ট-রাইট অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। রেডিটও অনেক ট্রাম্প সাপোর্টারের অ্যাকাউন্ট ডিসেব্‌ল করে দিয়েছে। টুইটার বলেছে দরকারে ট্রাম্পের অ্যাকাউন্টও ডিসেব্‌ল করে দিতে পারে।,
  • দ্রি | 186.10.107.180 | ০২ ডিসেম্বর ২০১৬ ০৯:২২699764
  • এসেসদি, আমি তো ভাবলাম ট্রাম্পের সাইডটা আপনি দেখছেন, যাতে হিলারীর দিকে আমি মন দিতে পারি?

    হেল্প চাই? এই যেমন ধরুন, ট্রান্সপোর্ট সেক্রেটারী এলেন চাও। এনার বাপের বাড়ির জাহাজে মাদক্দ্রব্য ধরা পড়েছিল।

    হিলারীর কেচ্ছা কিন্তু এখনও শেষ হয় নি। প্লিজ স্ট্যান্ড বায়।
  • দ্রি | 186.10.107.180 | ০২ ডিসেম্বর ২০১৬ ০৯:২৮699765
  • ঈশেন, বুলস আই।

    পুরোনো লেফট রাইটের এখন আর কোন মানে নেই। এখন দুটো ক্যাম্প। গ্লোবালিস্ট আর ন্যাশানালিস্ট।ইউ হ্যাভ টু চুজ ওয়ান অর দি আদার।

    ইইউতে হুহু করে ন্যাশানালিস্টরা বাড়ছে। নেদারল্যান্ডে প্রোজেক্টেড ওরাই জিতবে। তখন নেক্সিট হোয়ার চান্স। ফ্রান্সে লেফট তো ওয়াইপ্‌ড আউট হবে। অস্ট্রিয়া, ইতালীতে টেন্স সিচুয়েশান। এর মেইন রিজ্‌ন হল গ্লোবালাইজেশান ভীষনভাবে আনপপুলার হয়েছে।
  • pi | 174.100.177.10 | ০২ ডিসেম্বর ২০১৬ ১৩:৩৪699766
  • বামেরা তাহলে কোন পক্ষে ? এই গ্লোবালিস্ট আর ন্যাশানালিস্টদের মধ্যে ? আমেরিকায় ডানপন্হীদের সাথে আর অন্যত্র ?
  • দ্রি | 202.42.116.16 | ০২ ডিসেম্বর ২০১৬ ১৪:৫০699768
  • লীডারশিপ যদি দেখেন বামের মধ্যে গ্লোবালিস্ট, ন্যাশানালিস্ট দুইই পাবেন। আবার রাইটের মধ্যেও দুইই পাবেন। এবং দুই পার্টির মাথা যদি দেখেন, দুটোই গ্লোবালিস্ট। ওবামা। হিলারী এরা ঘোরতর গ্লোবালিস্ট। তাই এদের ব্যাঙ্কগুলো ফাইন্যান্স করে। সিমিলারলি রাইটের টপ ব্রাসও গ্লোবালিস্ট। এইটা হয়ে গিয়েছিল মুস্কিল। যে পার্টিই পাওয়ারে আসুক গ্লোবালাইজেশান হি গ্লোবালাইজেশান। কিন্তু দুই পার্টির মধ্যেই ন্যাশানালিস্টিক ভয়েস আছে। এই যেমন ধরুন, স্যান্ডার্স টিপিপির বিরুদ্ধে বলেছিলেন। কিন্তু এইসবের জন্য মানুষের কাছে প্রিয় হলেও ডিএনসি লীডারশিপের কাছে হতে পারেন নি। আর ট্রাম্প। হু ইজ ট্রাম্প? ওনার দাদু আমেরিকায় মাইগ্রেট করে প্রস্টিটিউশানের বিজনেস করে টাকা করেছিলেন। নিজে যিনি ক্যাসিনো, নাইটক্লাব ইত্যাদির বিজনেস করে টাকা করেছেন। সেই হেন ট্রাম্পও যখন রাস্ট বেল্টে দাঁড়িয়ে বলেন, আমি তোমাদের জব ফিরিয়ে আনব, মেক্সিকো থেকে গাড়ির ওপর ট্যারিফ বসাব, মানুষ ভোট দিয়েছে। এই কথা তো আমরা ডেমোক্র্যাটের মুখ থেকে এক্সপেক্ট করি। কিন্তু আনফরচুনেটলি সেটা হয় বি। মিডিয়া ভেবেছিল রেগুলার ইন্টারভেলে হিলারীর জয়ধ্বনি দিলে, আর ট্রাম্পকে রেসিস্ট, মেগ্যালোম্যানিয়াক আর হোমোফোব বললেই কেল্লা ফতে হয়ে যাবে। অন দা গ্রাউন্ড মানুষের মধ্যে গ্লোবালাইজেশান রিভার্সালের একটা ডিম্যান্ড আছে। সে গ্লোবালাইজেশানের চিয়ারলীডাররা যাই বলুন না কেন।

    স্যাডলি ইওরোপেও এক কেস। সব লেফট পার্টিগুলোই গ্লোবালিস্টরা ইউসার্প করে নিয়েছে। এই ওলোন্দ, মেরকেল সব গ্লোবালিস্ট। আর ইইউর লীডারশিপ তো নাটের গুরু। এখন লেফট লিবারাল বলে একটা কাল্ট তোরী হয়েছে। তারা মনে করে একটু ফেমিনিজ্‌ম, গ্লোবাল ওয়ার্মিং আর এলজিবিটির ফ্লেভার দিয়ে গ্লোবালাইজেশান চালিয়ে দেওয়া যাবে অনন্তকাল ধরে।

    আসছে। ইলেকশান আসছে। সবকটা হারবে।
  • aka | 79.73.9.37 | ০২ ডিসেম্বর ২০১৬ ১৭:১৮699769
  • একটা কথা বারবার বলার চেষ্টা করছি যে রাস্ট বেল্ট দিয়ে রিপাবলিকান পার্টি, ভোট এসব মেপে যদি বলেন ঐ দ্যাখো রাজনীতি পরিবর্তিত এ তার কথা ভাবছে সে এর কথা। তাহলে বোধহয় ক্ষন্ডিত হস্তীদর্শন হচ্ছে। রাস্ট বেল্ট ইলেকশনে হ্যাভক ইম্প্যাক্ট ফেলেছ কারণ অ্যাবসলিউটলি ফ্লড ২৫০ বছরের সিস্টেম। সুইঙ্গ স্টেটের বেশি পাওয়ার।

    ঐতিহাসিক ভাবে যখন ডেমোক্র্যাটরা বার্ণি বর্ণিত ডেমোক্র্যাট ছিল তখনও পুওর ও সাদারা দলে দলে রিপাবলিকানদের ভোট দিয়েছে। উদা হল আমার ঘরের পাশের অ্যালাবামা। কেন?

    আর গ্লোবালাইলেজশন নিয়ে এত কথা তাও ঐ রাস্ট বেল্ট ও ফ্লড সিস্টেম। আসলে চাকরিই চলে যাচ্ছে অতোমেশনের হাত ধরে। গুটি বসন্তের মতন সারফেসড হচ্ছে জ্বর, গা ব্যাথা দিয়ে যখন গুটি বেরবে কিস্যু করার থাকবে না।

    কোর্সেরা তে রেজিস্টার করেছি যদি এআই শেখা জায়।
  • ছোটোলোক | 72.2.128.34 | ০২ ডিসেম্বর ২০১৬ ১৮:২১699770
  • টূ লেট।
  • Ekak | 53.224.129.43 | ০২ ডিসেম্বর ২০১৬ ১৯:২২699771
  • ধন্যি মেয়ে দেখছিলুম । শুরুই হচ্ছে অটোমেশন দিয়ে । ভট্চাজ পুরুত তার চোদ্দপুরুষের চাকরি খোয়াতে খোঁয়াতেও খোয়ালো না । কারণ এবার থেকে সে আর পুজো করবে না কিন্তু মন্ত্রের রেকর্ড বাছার দায়িত্ব তার । অর্থাৎ কিউরেটর শ্রেণীতে উত্তীর্ণ হলো ।
  • হুঁ | 114.207.136.16 | ০২ ডিসেম্বর ২০১৬ ১৯:২৮699772
  • অটোমেশন চাকরি খাবে, কিন্তু সব চাকরি খেতে পারবে না। এটা একটা মিথ যেটা এস্টাবলিশমেন্ট ম্নিওলিব ডেমোক্র্যাট (এবং নিওকন রিপাবলিকানরা) পন্ডিতরা, যেমন ক্রুগম্যান চালানোর চেষ্টা করে, দোজ জবস উড নেভার রিটার্ন। ১০০ % না হোক কিছু পার্সেন্ট অবশ্যই ফিরবে।

    জাপান-কোরিয়া, স্ক্যান্ডিনেভিয়া, ওয়েস্ট ইউরোপ, বিশেষ করে জার্মানি প্রমণ করছে যে,গভর্মেন্ট যদি অ্যাক্টিভলি, অ্যগ্রেসিভলি দেশে কিছু ব্যাপারে স্মার্ট প্রটেনাকশনিস্ট মেজার নেয়, অর্থাত সব হাট করে খুলে দিয়ে আউটসোর্স না করে দিয়ে কিছু সেক্টর দেশে ম্যানুফাক্চার করতে বাধ্য করে। জেনারেল এজুকেশন, টেকনিক্যাল এজুকেশন, হায়ার এজুকেশন, আর আরএন্ডডিতে প্রচুর পয়সা ঢালে, তাহলে অটোমেশন, কম্পুটর, রোবট সব থাবা বসালেও দিনের শেষে বেশ কিছু হাই পেইং ম্যানুফাকচারিং জব থেকে যায়। ম্যাকডিতে বার্গার ফ্লিপার, বা ওয়ালমার্টে ঠেলাগাড়িতে মাল ঠেলার চাকরিই শুধু পড়ে থাকে না।

    হ্যাঁ, কোলমাইন, আয়রন স্টিল ইন্ডাস্ট্রির হে ডে ফিরে আসবে না, এটা প্রায় শিউর। (যদি না সরকার শিপবিল্ডিং, বা সোলার থার্মাল প্যানেল বা ওইরকম কিছুতে ম্যাসিভ ইনভেস্ট করে)
  • Ekak | 53.224.129.43 | ০২ ডিসেম্বর ২০১৬ ১৯:৩৩699773
  • জবের নেচার চেঞ্জ করে । ওরকম সব জব কোনোদিন যায়না । অটোমেশন -রোবোটিক্স নিয়ে ছড়ানো ভীতিটা প্যাট্রিয়ার্কাল সায়েন্স ফিকশনের অবদান । টিপিক্যাল কমপ্লেক্স । ওল্ড নেচার জব থাকবেনা মানে জব থাকবেনা এরকম আদৌ নয় ।
  • Rit | 213.110.242.7 | ০২ ডিসেম্বর ২০১৬ ২০:০৪699774
  • শুধু কিউরেশন না, একটু রেফারিগিরি শিখে নিলে আরো ভালো। ঠিক্ঠাক পেনাল্টি দিতে হবে।
  • SS | 160.148.14.2 | ০২ ডিসেম্বর ২০১৬ ২০:১৫699775
  • দ্রি,
    এলেন চাও এর ফ্যামিলি ড্রাগ ডিলার? উফ, খুঁজে খুঁজে কিছু লোক আনছেন বটে। এক কাজ করুন, মিচ ম্যাকোনেলকে অ্যাডিক্ট বানাতে বলুন। তাহলে একটা কাজের কাজ হবে। আর আপনার প্রেসিডেন্ট তো পুরো গোল্ডম্যান স্যাকসকে গভর্নমেন্টে নিয়ে আসছেন। আমি তো ভাবতাম আপনি বা আপনারা গোল্ডম্যান স্যকসের এগেন্স্টে।
    আর একটা খবর দেখলাম, সুইডেনের প্রসিকিউটর নাকি অ্যাসঞ্জের ডিএনএ স্যাম্পল নিয়েছে। সুইডেনে রেপিস্টের শাস্তি কি জানেন তো ?
  • aka | 79.73.9.37 | ০২ ডিসেম্বর ২০১৬ ২০:২৪699776
  • আমার বক্তব্য হল এটাই যে কতিপয় ভোটার তারা রাস্ট বেল্টে থাকে তারাই রাজনীতি ডিফাইন করছে যে সিস্টেম একটা সেট অফ লোকের হাতে পাওয়ার দেয় সেই সিস্টেমকেই প্রশ্ন করা উচিত। তাদের দাবী দাওয়া কতটা ভ্যালিড সে অন্য প্রশ্ন।

    কিন্তু অ্যালাবামার গরীবদের কথা কে ভাবছে? সেখানে কোনদিন ইন্ডাস্ট্রীও ছিল না, জবও ছিল না। যদি আমাদের গ্রামে কোনদিন আসেন তাহলে দেখাব, ফিনিক্স সিটির কিছু অংশ, কি হতদরিদ্র অবস্থা। কে শুনছে তাদের কথা? কেউ না, কারণ ইলেকটোরাল কলেজের কাউন্টিংয়ে তাদের ভোটিং ওয়েট প্রায় শূন্যের কাছাকাছি।

    কিন্তু এতদসত্ব্বেও অ্যালাবামা চিরকাল রিপাবলিকানদের সে বুশ হোক আর ট্রাম্পই হোক। কেন?

    যদি রাজনীতির পর্যালোচনা করতেই হয় সেসব বাদ দিয়ে করলে কমরেড হাতে থাকবে ট্রাম্প ব্যাশিং বা হিলারী ব্যাশিং। সেটাও ভ্যালিড, চলতেই পারে। সেক্ষেত্রে এটা প্রমাণ করা খুব শক্ত নয় যে হিলারী ওয়াজ এ লেসার এভিল।
  • SS | 160.148.14.2 | ০২ ডিসেম্বর ২০১৬ ২০:৫০699777
  • এই যে, কুইন্টিসেন্শিয়াল ট্রাম্প সাপোর্টার। এদের দেখে ন্যাফটা বিরোধি, চাকরি চলে গেছে, অর্থনৈতিক কারণে ট্রাম্পকে ভোট দিয়েছে বলে মনে হচ্ছে?

  • দ্রি | 59.248.174.67 | ০২ ডিসেম্বর ২০১৬ ২০:৫৯699779
  • অ্যাবসলিউটলি ফ্লড ২৫০ বছরের সিস্টেম তো আগের বছরও ছিল, তার আগের বছরও ছিল। সুইং স্টেটে ডেমোক্র্যাটরা জিতলেই সব ঠিকঠাক, আর ট্রাম্প জিতলেই সিস্টেম, এই করে লাভ নেই। আমেরিকার মোট ৩১৪১ কাউন্টিতে ট্রাম্প জিতেছে ৩০৮৪টায়, আর ক্লিন্টন জিতেছে ৫৭টায়। জিওগ্রাফিকাল ম্যাপ দেখা গেলে ট্রাম্প সুইপ করেছে। ক্লিন্টনের টোটাল পপুলার ভোটে লীড ১.৫ মিলিয়ান মত। পুরো লীডটাই নিউ ইয়র্ক সিটির চারটে কাউন্টি থেকে। ব্রুকলিন, ব্রংস, ম্যানহাটান, কুইনস। এই চারটে কাউন্টিতেই ক্লিনটনের লীড ২ মিলিয়ান। অর্থাৎ বাকি দেশে ক্লিন্টন বেশ ছড়িয়েছে। ক্লিন্টনের লীডের কোন জিওগ্রাফিকাল ব্যাপ্তি নেই।

    অটোমেশনের হাত ধরে চাকরী চলে গেলেও যারা চাকরী হারচ্ছে, তাদের সাথে তো পলিটিকাল পার্টিকে থাকতে হবে। মানে তুমি যদি বল, দেখ গুরু ও জব যাবেই, কিচ্ছু করার নেই, তুমি মর, তাহলে তোমায় কেউ ভোট দেবেনা। না দিয়ে ঠিকই করবে। বরং যে আশা দেখাবে তাকেই ভোট দেবে। সে যদি আশাপূরণ না করতে পারে তবে পরের বার ফুটে যাবে। ফেয়ার এনাফ। প্রথমটা যদি হয় ইকনমিক ইনেভিটিবিলিটি, পরেরটা হল পলিটিকাল ইনেভিটিবিলিটি। এই নিয়ে কেঁদে লাভ নেই।

    আর কোনোদিনও ফিরবে না একথা বলা যায় না। কারেন্সি ডিভ্যাল্যুয়েশান হলে ফিরতেও পারে।

    রবিবার, ৪ঠা ডিসেম্বর ইতালীতে রেফারেন্ডাম। ইয়েস হলে রেনৎসী থেকে গেলেন, নো হলে বিদায়। এম ফাইভ এস বলে একটা নতুন পার্টি উঠে এসেছে, অ্যান্টি গ্লোবালাইজেশান, অ্যান্টি অয়েরো। তুমুল সাপোর্ট পাচ্ছে বোথ প্রম লেফট অ্যান্ড রাইট। ওরা পাওয়রে এলে ইতালেক্সিটও হয়ে যেতে পারে। দেখতে থাকুন নাটক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন