এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমেরিকান প্রেশিডেনশিয়াল ইলেকশান ২০১৬

    Abhyu
    অন্যান্য | ১০ মার্চ ২০১৬ | ৬৯২৯৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | 53.224.129.41 | ১৭ নভেম্বর ২০১৬ ০৮:২৩699712
  • কী করবো । একটা সহজবোধ্য এক লাইনের উত্তর জনতা না বুঝলে :/ ঠাকুর বলেছেন দরকারে লোকশিক্ষে দিতে ।
  • ঈশান | ১৭ নভেম্বর ২০১৬ ০৯:০৮699713
  • এই তো রাশিয়া জুজুর প্রত্যক্ষ প্রমাণ। এটা ঠিকঠাক সেল হয়নি। ট্রাম্পের জুজুটা হয়েছে, কারণ, লোকের প্রত্যক্ষ অভিজ্ঞতা, রুটিরুজির সঙ্গে তার সম্পর্ক আছে। :-)

    তবে মধ্যপ্রাচ্য নিয়ে ব্যথা আছে। বুশ আর হিলারি মিলে যা ঘ্যাঁট পাকিয়ে রেখেছেন। কুর্দ, শিয়া ইরান, আধা-শিয়া ইরাক, সুন্নি আইসিস, সুন্নি সৌদি-কাতার। কুর্দ বামপন্থী আরব গেরিলারা, সুন্নি এক্সট্রিমিস্ট আইসিস, সুন্নি মৌলবাদী সৌদি-কাতার, রাশিয়া-সিরিয়া-ইরান অক্ষ, উফ কত ইকুয়েশন, কত প্লেয়ার। ভাবতেই শিহরণ জাগে। বুশ আর হিলারির এটা ওন-আপ করা উচিত।
  • aka | 79.73.9.37 | ১৭ নভেম্বর ২০১৬ ০৯:৩৫699714
  • সিলেক্টিভলি প্ড়লে শুনলে দেখলে ওপর ওপর নীচে নীচে কোনটাই হবে না তো।

    http://www.wsj.com/articles/u-s-blames-russia-for-recent-hacks-1475870371

    ওটা হিলারী বলেছে, কিন্তু হিলারীর ফাইন্ডিঙ্গ নয়। ন্যাশনাল সিলিউরিটির ফাইন্ডিঙ্গ।
  • ঈশান | ১৭ নভেম্বর ২০১৬ ০৯:৩৭699715
  • সেই ন্যাশানাল সিকিউরিটি, যারা বলেছিল ইরাকে ওয়েপনস অফ মাস ডেস্ট্রাকশন আছে। :-)
  • aka | 79.73.9.37 | ১৭ নভেম্বর ২০১৬ ০৯:৪১699716
  • হ্যা তারাই কিন্তু অন্য লোক সম্ভবত। কিন্তু আর কে বলবে পুতিন নিজে কানে কানে? ঃ)
  • ঈশান | ১৭ নভেম্বর ২০১৬ ০৯:৪৯699717
  • ইললিগাল ইমিগ্রেশন কি আর বানানো গপ্পো? নয়। কিন্তু জুজুটা বানানো।

    মেল হ্যাকিং কি বানানো গপ্পো? নয়। উইকিলিকসের কি রাশিয়ান কানেকশন থাকতে পারেনা? পারে। কিন্তু জুজুটা বানানো। নিজেদের বদকম্মো ঢাকার জন্য। এসব নিয়ে ইলেকশনের আগে প্রচুর কচলানো হয়েছে। রাশিয়ান হস্তক্ষেপটা 'সন্দেহ' মাত্র। সেটাকে জুজু বানানো টা পলিটিকাল।

    এই আর কি।
  • aka | 79.73.9.37 | ১৭ নভেম্বর ২০১৬ ০৯:৫৮699718
  • জুজু হলেই ভালো। তাই আমিও আধা কন্সপিরেসি বলেছি।

    আর জুজু না হলে ওয়ার্স্ত কেস সিনারিও। যেমন বার্ণি বলেছে ওয়ার্স্ট কেসে রিপাবলিকানরা সব ল এমন করে নেবে যে ডেমরা জীবনে কোনদিন পাওয়ারে আসতে পারবে না। জুজু দেখানোর জন্য নয়, ওয়ার্স্ট কেস বোঝার জন্য।
  • দেব | 57.11.186.144 | ১৮ নভেম্বর ২০১৬ ০৮:২৬699719
  • এটা থাকুক -

  • ঈশান | ১৯ নভেম্বর ২০১৬ ০৮:৩১699722
  • বার্নি যদ্দুর মনে পড়ছে, অতটা টেনে লম্বা করে বলেননি। বলেছিলেন, এইভাবে চললে রিপাবলিকানরা সব দখল করে নেবে, সুপ্রিম কোর্টও। তারপর এমন হাল হবে যে, ডেমরা আর ক্ষমতায় আসতে পারবেনা। সেটা তো ডেমোক্রাটিক পার্টির সমালোচনা। জুজু না।

    অবশ্য আমি সব স্পিচ শুনেছি এমন না।

    আর তারিক আলি ভালো লাগল। (যদিও বড্ডো বুড়ো হয়ে গেছেন। ডিডিদার সময়েরই লোক, অথচ ডিডিদা এখনও কী ইয়ং।) এই লাইনেই বলছিলাম। আমেরিকায় জব মার্কেটে হেবি অনিশ্চয়তা, হোয়াইট-ব্লু সর্বত্র, এটা চোখ বুজে না থাকলে কিছুতেই না দেখে থাকা যায়না। জব, এডুকেশন, হেলথ-কেয়ার সব অ্যাজ ইট ইজ রেখে স্রেফ জেন্ডার আর রেস করে জেতা যায়না। এমনকি পেটোয়া অসৎ দুনম্বরী মিডিয়া এবং এস্টাবলিশমেন্ট সঙ্গে থাকলেও না। এমনকি ট্রাম্পের মতো একজন অতি-নচ্ছার লোক উল্টো দিকে থাকলেও না, এইটা লিবারালদের বোঝার সময় হয়েছে। না বুঝলে নিজেরই ডুববেন, আমার আর কী। :-)
  • Ekak | 53.224.129.50 | ১৯ নভেম্বর ২০১৬ ১৬:২১699723
  • উইকিলিকস টা কম্প্রোমাইস্ড হয়ে গ্যালো :|

  • SS | 160.148.14.2 | ২১ নভেম্বর ২০১৬ ০৮:৪০699725
  • একক,
    উইকিলিকস এর দশা হচ্ছে খাচ্ছিল তাঁতি তাঁত বুনের মত। টুকটাক স্টেট ডিপার্টমেন্টের কেবল ইত্যাদি পাবলিশ করে চলছিল, এখন রাশিয়ার উস্কানিতে গেল প্রেসিডেনশিয়াল ইলেকশানের আউটকাম চেন্ঞ্জ করতে। আগুন নিয়ে খেলতে গেলে হাত তো পুড়বেই। এখন হাত পুড়ছে বললে হবে?
    অবশ্য একদিকে ভাল। এই উইকিলিকস ইত্যাদিরা কনস্পিরেসি থিওরিকে রসদ যোগায়। আর কনস্পিরেসি থিওরি মানেই সেখানে সত্যি মিথ্যের মাঝের লাইনটা ব্লার হয়ে যায়। এই যেমন আপনার উইকিলিকসের খবরটা সত্যিও হতে পারে, মিথ্যেও হতে পারে।
  • Ekak | 53.224.129.53 | ২১ নভেম্বর ২০১৬ ০৮:৪৭699726
  • এখন যা অবস্থা তাতে জুলিয়ান বেঁচে আছে কিনা সেই খবরই পাওয়া জাচ্চেনা । হয় চৈ চলছে ফোরাম গুলোতে ।

    আমি উইকিলিকস কে কোনো সত্য বা কন্সপিরেসি কিছুই ধরিনা । একটা অল্টারনেট ভার্সন পাওয়া যায় । অল্টারনেট ভার্সন কখনো কারো আশা জাগাবে কখনো সেই লোকেরই গোঁসা । এখানে কৌশল হলো সময় বুঝে সর্বদা একটা পাওয়াফুল এলাই রাখা এবং দরকারমতো পা সরিয়ে নেওয়া । এটা রিস্কি গেম । ডুবে যাবার হাই চান্স ।
  • ঈশান | ২১ নভেম্বর ২০১৬ ১০:২৫699727
  • এখন নতুন জুজু হতে চলেছে এই রাশিয়া। :-)

    জানিনা, রাশিয়া সত্যিই উইকিলিক্সকে সাহায্য করেছে কিনা। তবে, এই "রাশিয়া আভ্যন্তরীন ব্যাপারে নাক গলাচ্ছে" এইটা টোটাল আমোদের উপকরণ। লিবিয়ায় গদ্দাফি ওল্টানোর সময়, হন্ডুরাসে ক্যু করার সময়, ইরাকে হামলা করার সময় মনে ছিলনা, অন্যের দেশের আভ্যন্তরীন ব্যাপারে নাক গলানো খারাপ ব্যাপার। এখন নাকে কাঁদলে হবে?

    আরও একটা ইন্টারেস্টিং জিনিস হল, উইকিইক্স যেমন ডেমোক্রাটিক পার্টিকে ফেলতে জান লড়িয়ে দিয়েছিল, তেমনই আস্ত আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট অ্যাসাঞ্জকে শেষ করে দিতে উঠে পড়ে লেগেছিল। ব্যক্তিগত আন্দাজ, অ্যাসাঞ্জের বেঁচে থাকার সম্ভাবনা বেশ কম। বেশ আতঙ্কজনক ব্যাপার।
  • ঈশান | ২১ নভেম্বর ২০১৬ ১০:৩৪699728
  • তবে আতঙ্কের দিন আসছে। এই গ্লোবালাইজেশন একটা বিপর্যয়ের কৌটো খুলে দিয়েছে। অনেককাল আগে, এই গুরু উল্টে দেখুন, লিখেছিলাম, পৃথিবীর কিছু দেশ শুধু কনসিউমার, আর কিছু দেশ প্রডিউসার, এই নড়বড়ে মডেলটা বেশিদিন নেই। সম্ভবত জীবদ্দশাতেই নানা বিপর্যয় দেখে যাব। স্থিতাবস্থা থাকবেনা।

    সেই বিপর্যয়ের শুরু হল আর কি। এস্টাবলিশমেন্ট নিজেকে কনসলিডেট করতে শুরু করেছে। গে রাইট, ওয়ার্কার্স রাইট, আরও গাদা-গাদা রাইট থাকল কিনা সে নিয়ে এদের বিশেষ মাথাব্যথা নেই। অনেক রাইট আগেই গেছে, পেট্রিয়ট অ্যাক্ট ইত্যাদি। আরও যাবে। ট্রাম্প এবং বাকিদের সেসব ব্যাপারে কোনো দ্বিমত নেই। একটাই দ্বিমত, ট্রেড পলিসি। ট্রাম্পকে মনে হয়না নিজের ট্রেড পলিসি ইমপ্লিমেন্ট করতে সুযোগ দেওয়া হবে। হয় গ্লোবালাইজেহনকে একটু এদিক-ওদিক করে মেনে নাও, নচেৎ গোল্লায় যাও, এরকম একটা ব্যাপার দাঁড়াবে। সবচেয়ে ভালো হয় অবশ্য ট্রাম্প এই বাজারে টুক করে হার্ট অ্যাটাকে মরে-টরে গেলে। ভাইস প্রেসিডেন্টটি একেবারে রত্ন। যেমন ভদ্রলোক, মৃদুভাষী, তেমনই বদের বাসা। বুশের চতুর্গুণ প্রলয় ঘটিয়ে ছাড়বে। উফ।
  • d | 144.159.168.72 | ২১ নভেম্বর ২০১৬ ১০:৩৫699729
  • এটা এখানেই থাক।

  • de | 24.139.119.173 | ২১ নভেম্বর ২০১৬ ১১:৩২699730
  • ফক্কুড়ি-

  • SS | 160.148.14.2 | ২১ নভেম্বর ২০১৬ ১৯:১২699731
  • রাশিয়া সাহায্য করেছে কিনা আমি জানতাম না, কিন্তু সব সিকিওরিটি এজেন্সি সেই রকমই বলেছে, এমনকি টেস্টিফাই করেছে। তাই এখন জেনেছি। এই যে রাশিয়া সাহায্য করেছে কিনা জানিনা ব্যাপারটা রিপাব্লিকানদের ক্লাইমেট চেঞ্জের মত, হাজার প্রুফ বা ডেটা থাকলেও তারা বিশ্বাস করে না ক্লাইমেট চেঞ্জ ম্যান মেড।
    আর উইকিলিকস স্টেট ডিপার্টমেন্টের পিছনে লেগেছিল, তাই স্টেট ডিপার্টমেন্টও উইকিলিকসের পিছনে লেগেছে। সহজ ইকুয়েশান। আর অ্যাসাঞ্জের জীবনের যেমন দাম আছে, সেই রকম স্টেট ডিপার্টমেন্টের অফিশিয়াল বা সিআইএ অফিশিয়ালদের জীবনের ও দাম আছে। উইকিলিকসের জন্যে কতজনের কভার চলে গেছে বা কতজন মারা গেছে সে খবর কি জানেন?
    আর এখন আতংকের দিন আসছে বলে কি লাভ? এতদিন তো হিলারি ক্লিনটন ট্রাম্পের থেকেও খারাপ, কোরাপশান, এসেই তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে দেবে এইসব বলতেন। এবার মজা বুঝুন। ট্রাম্পের ছেলে মেয়েরা, যারা এখন বিজনেস চালাবের তারা সব দেশের প্রেসিডেন্ট কি প্রাইম মিনিস্টারের সাথে মিটিং এ থাকছে। একেবারে ডেফিনিশন অফ কোরাপশান।
    তবে মজার আরো বাকি আছে। ট্রাম্প ডিএইচএসের সেক্রেটারির পোস্টের জন্যে কাল কাকে ইনটারভিউ করেছে জানেন? কানসাসের সেক্রেটারি অফ স্টেট ক্রিস কোবাক। ইনি রিসেন্ট সব কটা অ্যান্টি ইমিগ্রান্ট আর মাইনরিটি লিখেছেন আর ইম্প্লিমেন্ট করার চেষ্টা করেছেন। প্রায় সব কটাই কোর্টে আটকে গেছে। ইনি আবার মুসলিম ইমিগ্র্যান্ট্দের জন্যে রেজিস্ট্রিও বানাতে চান।
    আমি যেরকম পড়ছি আর বুঝছি, ট্রাম্প রিপাবলিকানদের পেট ইস্যু যেমন কর্পোরেট ট্যাক্স স্ল্যাশ করা, মেডিকেয়ার কি সোশাল সিকিওরিটি প্রাইভেটাইজ করা ইত্যাদি নিয়ে মাথা ঘামাবে না। বদলে রিপাবলিকান কংগ্রেস ইমিগ্রেশান ইস্যুতে ট্রাম্পকে ছাড় দেবে। কারণ এই ইস্যুটাই ছিল ট্রাম্প ক্যাম্পেনের মেনে পিলার। আপনি যা ভেবেছেন, সেই ব্লু কলার ওয়ার্কিং ক্লাস ইকনমি নয়। জেফ সেসনস এমনকি লিগাল ইমিগ্রেশানেরও বিরুদ্ধে। কালকেই বোধহয় আইবিএমের সিইও ওপেন লেটার পাঠিয়েছে ট্রাম্পকে।
    যাকগে, সব মিলিয়ে এই হোয়াইট ওয়ার্কিং ক্লাস বোধহয় আরো তাড়াতাড়ি খরচের খাতায় যাবে। ২০৪৫ যত তাড়াতাড়ি আসে ততই ভাল।
  • SS | 160.148.14.2 | ২১ নভেম্বর ২০১৬ ১৯:১৩699735
  • অ্যান্টি মানরিটি ল লিখেছেন
  • SS | 160.148.14.2 | ২১ নভেম্বর ২০১৬ ২১:৩৪699736
  • A scramble to assess the dangers of President-elect Donald Trump’s global business empire

    https://www.washingtonpost.com/business/economy/a-scramble-to-assess-the-dangers-of-president-elects-global-business-empire/2016/11/20/1bbdc2a2-ad18-11e6-a31b-4b6397e625d0_story.html?hpid=hp_rhp-top-table-main_trump-global-806pm%3Ahomepage%2Fstory

    এই রিপোর্ট থেকে -
    rump has refused calls to sell or give his business interests to an independent manager or “blind trust,” a long-held presidential tradition designed to combat conflicts of interest. Now, policy and ethics experts are scrambling to assess the potential dangers of public rule by a leader with a vast web of private business deals.
    “There are so many diplomatic, political, even national security risks in having the president own a whole bunch of properties all over the world,” said Richard Painter, chief White House ethics lawyer under President George W. Bush.
    “If we’ve got to talk to a foreign government about their behavior, or negotiate a treaty, or some country asks us to send our troops in to defend someone else, we’ve got to make a decision. And the question becomes: Are we going in out of our national interest or because there’s a Trump casino around?” Painter added.
    এই রিপোর্টে দেখলাম ইন্ডিয়ায় ট্রাম্পের ১৬ খানা বিজনেস আছে। আমেরিকার বাইরে হায়েস্ট নাম্বার। সাধে কি আর ট্রাম্পের ছেলে আর ছেলের বৌ মন্দিরে পুজো দিতে যায় !
  • ঈশান | ২২ নভেম্বর ২০১৬ ০১:০৭699737
  • হিলারি ক্লিন্টনের ট্র্যাক রেকর্ডই তাঁর সম্পর্কে সাক্ষ্য দেবে। আমি বলে আর কী করব। :-)

    আর আপনি তো শত্তুর ঠাউরেই রেখেছেন। হোয়াটি মেন হল শত্তুর ইত্যাদি। তা, এই লাইনের ঠেলা আমি বুঝব কেন, আপনি বুঝুন। :-)
  • bip | 183.67.5.178 | ২৩ নভেম্বর ২০১৬ ১৩:৩৩699740
  • পৃথিবী খুব ভয়ংকর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। অটোমেশন, গ্লোবালাইজেশনের ফলে লোকের জীবনে পেশাতে স্থিরতা নেই। সেই বিক্ষোভ এবং ভয় কাজে লাগিয়ে উত্থান হচ্ছে লিবারাল বলদ এবং কট্টর পন্থীদের। যাদের সবার কাছেই নাকি আলাদিনের সমাধান আছে। আসলে কারুর কাছেই কিছুই নেই। যে যত বেশী পাবলিককে বোকা বানাতে পারবে-মসনদ তার। ডেমোক্রাসি আজ ইডিওক্রাসি।
  • pi | 233.176.77.145 | ২৩ নভেম্বর ২০১৬ ১৮:০৪699742
  • পৃথিবীর একমাত্র নন-বলদ মানুষ মনে হয় আপনি।
  • aka | 79.73.9.37 | ২৩ নভেম্বর ২০১৬ ১৯:২৮699743
  • আমেরিকার সব চাকরি ভারতে ও চায়নায় চলে যাচ্ছে এটা একটা পলিটিকাল মিথ।

    আমেরিকার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রী এখনও সর্ববৃহৎ। কিন্তু যেকোন একটি কারখানায় দুইজন কর্মী - একটি মানুষ ও তার কুকুর। মানুষটির কাজ হল কুকুরটিকে খাওয়ানো আর কুকুরটির কাজ হল মানুষটিকে মেশিনের কাছে না যেতে দেওয়া। বাকি কাজ মেশিনে হয়।

    অটোমেশনে চলে গেছে সব কাজ। আজগের আইটি গাইজ মানে আমি ও আমরা, তাদের দিনও এল বলে। নতুন করে এআই প্রোগ্রামিং শেখার চেষ্টা করতে পারি, কদ্দুর কি হবে কে জানে। মূলত অটোমেশন থেকে রিভার্স করে তো আর লেবার ইন্টেন্সিভ করা সম্ভব নয়।
  • Ekak | 53.224.129.50 | ২৩ নভেম্বর ২০১৬ ১৯:৪০699746
  • অল্ট রাইট দের থেকে সাবধান । এ এক অদ্ভুত খিচুড়ি পাকানো অস্তিত্ব । রীতিমতো ম্যানিফেস্টো ইত্যাদি বানিয়েছে । কিন্তু এন ক্যাপ জিনিস ও ঢুকিয়েছে । যদিও কোনো সম্পর্ক নেই এন-ক্যাপের সঙ্গে । বেসিকালি একদল হোয়াইট সুপ্রিমেসিস্ট । আম্রিকার বুকে দাঁড়িয়ে জার্মান জার্গন ইউস করে বক্তৃতা দিচ্ছে । হিটলার নাকি এদের নায়ক ।

    প্যানিকের কিছু নেই । আমেরিকান সিস্টেমকে ভেঙে রাতারাতি কিছু করার ক্ষমতা ট্রাম্পের ও নেই । কিন্তু অল্ট রাইটরা যেটা পারে তা হলো রেসিস্ট ঝামেলা পাকাতে সর্বত্র এবং সাদাদের বিরুদ্ধে কিছু বললেই সেটা ঢাল হিসেবে ইউস করতে । কাজেই ভবিষ্যৎ বেশ টগবগে ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন