এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • MJAL (মনে যা আসে লেখো )

    একক
    অন্যান্য | ০৮ মে ২০১৫ | ২৪৩১০ বার পঠিত | রেটিং ৫ (৩ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | 60.171.26.111 | ১১ মে ২০১৫ ১০:১০677333
  • রোজ বোতলটায় জল ভরে একটু ঠান্ডা করব বলে ফ্রিজারে ঢোকাই আর ভুলে যাই। রোজ বার করি আবার বরফটা গলবে, ঠান্ডা জল খাব। রোজ ভুলে যাই। ফ্রিজারে ঢোকাই।
  • ranjan roy | 24.99.28.54 | ১১ মে ২০১৫ ১২:১০677334
  • পিঠে হাত পৌঁছয় না। যদি কেউ চুলকে দিত! ইস্‌! একটা মশা।
  • একক | 24.99.21.49 | ১১ মে ২০১৫ ১৮:৫০677335
  • খুব চত্ব চত্ব বুদ্বুদ ।
  • a x | 138.249.1.202 | ১১ মে ২০১৫ ১৯:২২677336
  • একজনকে চিনতাম। খুব পোস্ত খেতে ভালোবাসত। আমি তাকে অনেক পোস্তর বড়া খাইয়েছিলাম। ছোটোবেলায় ওদের পয়সা ছিলনা একদম, সারাক্ষণ আলু খেত ওরা। পেটটা সামনের দিকে বড় হয়ে গেছিল অপুষ্টিতে। ওর মা, বাবাকে লুকিয়ে জন্মদিনের দিন পোস্তর বড়া কিম্বা পোস্তবাটা খাওয়াত ওকে। বাবা, জন্মদিন বা পোস্ত কোনোটারই হিসেবের মধ্যে ছিলনা। পাড়ার মুদীর দোকানের ধারে আরেকটু যোগ হত। পোস্তর অনেক দাম। আমার সাথে দেখা হল যখন আমাকে পোস্তর বড়া বানানো শেখালো।
  • dc | 132.164.190.97 | ১১ মে ২০১৫ ১৯:৩৬677337
  • আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে অকুল দরিয়ার বুঝি কুল নাইরে
  • sosen | 122.79.39.1 | ১১ মে ২০১৫ ২০:৫৫677338
  • ঘেন্না বড়ো কষ্টের। চোখের মধ্যে থেকে একটা গরম লাল শিরা উপড়ে তুলে আনে। তার পর তার দুই প্রান্ত দাঁতে ধরে টানতে থাকে। টাগ অফ ওয়ার। কেউ জেতে না। মনে হয় কাঠামোটায় আর না ফিরলেই তো হয়। ভেসে যাক মাটির পিদিম।যাক।
  • Atoz | 161.141.84.175 | ১১ মে ২০১৫ ২১:০৭677339
  • ৩২ টা
    ৩২ টা
    ৩২ টা

    হিলি হাম্পু কিপ্সি জিপ্পুজ জ্জান্বা জিজীবিষা ইন্তি কিন্তি এল্লোহান্নু ধ্বমৎ ধ্বম জ্ব্লজ্বল তোফা তান্তুরি ইটিরিবিটিরি কন্তু ক্ষুন্নি ক্ষু রক্ষরু তরক্ষু মন্তুসি মিন্তি এন্তারা অন্টু ঈম্পা বিমি ঝিম্পা ঝান্তু প্লবঙ্গ কিয়ারাৎ খোয়ান্টু ঘোঘ
  • mumu | 219.20.111.1 | ১২ মে ২০১৫ ০১:১০677340
  • কাজের জায়্গায় কেও কেও নামের সাথে ম্যডাম বলে ডাকে,খুব বিচ্ছিরি লাগে।মনে হয় ব্যাঙ্গ করছে ,বার বার মানা করেও তাদের থামানো যায়্না।

    তাদের ২ তো করে চড় মারতে ই্চ্ছে করে ।আহ্হ্হ!!! বলে ফেলে কি শান্তি!
  • Tim | 101.185.15.202 | ১২ মে ২০১৫ ০১:১৪677341
  • সবাই পরীক্ষা সিলেবাস এইসব ট্রমায় ভোগে, শুনতে পাই। আমার খালি উঁচু থেকে পড়ে যাবার দুঃস্বপ্ন। না ঘুমিয়েই। ন্যাড়া ছাদের ধারে এসে দাঁড়িয়েছি, আর টাল রাখতে পারলাম না এইসব। বা জানলার ধারে এসে নিচে তাকালেই মনে হয় এখুনি পড়ে গেলে কি কেলেংকারি হবে। বিরক্তিকর।
  • Atoz | 161.141.84.175 | ১২ মে ২০১৫ ০১:২১677343
  • ৩২টা করে থাপ্পড় মারতে ইচ্ছে করে।
  • ঈশান | ১২ মে ২০১৫ ০২:০৯677344
  • কত নাম। ম্যাগাজিনের নাম ডুলুং। মলের নাম বর্ণপরিচয়। পাড়ার মেয়ের নাম দীকষা। বাবা মনে রাখতে পারতনা রিকশা বলে রেফার করত। বাবা মারা গেছে। এখন রিকশা শুনলেই আমার বাবার কথা মনে পড়ে।

    সিঙ্গুরে অবশ্য আর রিকশা চলেনা। সব ইঞ্জিন লাগানো গাড়ি। ওদের নাম ভ্যানো। আর একটা গাড়ি আছে ব্যাটারিতে চলে। সারাদিন চলে আর বিকেলে বাড়ি গিয়ে চার্জে বসাতে হয়। প্রণব বলেছে। কারেন্ট না থাকলে কি হয়, প্রণব বলেনি। ওদের নাম জানিনা। প্রণব বলেনি। বললেও সব নাম মনে থাকেনা। গত বছর এ পাড়ায় নতুন কাপল এসেছিল। চলে গেছে। শীতকালে। আমিও নাম ভুলে গেছি। পরে দেখা হলে সমস্যায় পড়ব। এরকম কতবার হয়েছে। এখন আমি একটু কথা বলে নাম বুঝে নেবার চেষ্টা করি। কখনও কাজ করে কখনও করেনা। মুখ ভুলে গেলে অবশ্য এসব কিছুই কাজে লাগেনা। যারা স্মার্ট, তারা বলে চিনতে পারলেনা না? সবাই স্মার্ট নয়। দুঃখ পায়। আমার নাম ভুলে গেলে আমিও দুঃখ পাই। চিনতে না পারলে পাইনা। আমার একটা ডাক নাম আছে, সবাই ক্রমশ ভুলে যাচ্ছে। বাবা ওই নামে ডাকত। কদিন পরে আর কেউ ডাকবেনা। আমি দুঃখ পাব।

    গাছপালাদের নিয়ে অবশ্য এই সমস্যা নেই। বছর-বছর পাতা ঝরে। নতুন পাতা গজায়। ওদের নাম কেউ জানেনা। সে নিয়ে কোনো দুঃখবোধও নেই। এখানে দেখি টানমেরে শীতকালে পুরোনো গাছ ফেলে দেয়। আমার মায়া হয়। পাতা ঝরলে হয়না। হেমন্তে পার্কের বেঞ্চে বসে কখনও কখনও ঝরে যাওয়া পাতা দেখি। লাল আর হলুদ রং। ওকে ফল কালার বলে। আমার এক পড়শী আছে। নিজের বাবার নামে পার্কে বেঞ্চ ডোনেট করেছে। সেখানে রোজ বিকেলে গিয়ে বসে আসে। আমি তাকে চিনিনা। কিন্তু নাম জানি। মিঠু বলেছিল। এখন ভুলে গেছি।

    সিঙ্গুরে কোনো পার্ক নেই। বেঞ্চও নেই। এবার গিয়ে দেখি পুরোনো জমিদার বাড়ি ভেঙে গেছে। ফ্ল্যাট হবে। কতো নতুন নতুন দোকান। সরলতা মিরর হাউস। সাধনের ফ্রুট জুস। প্রোঃ সাধন কুমার দাশ। নাড়ুমামার দোকান নাকি উঠে গেছে। মা বলেছে। আমি নাড়ুমামার ডাকনাম জানি, ভালো নাম জানিনা। দোকানের নাম জানিনা। নাড়ুমামাকে এখনও লোকে ডাকনাম ধরে ডাকে। আমাকে কদিন পরে আর কেউ ডাকবেনা।
  • sinfaut | 69.94.118.100 | ১২ মে ২০১৫ ০৭:৪৮677345
  • আজ সকালের বরাদ্দ হাগু কাল রাতে হেগেছি। এখন ভাবছি কি করি।
  • dd | 132.172.81.62 | ১২ মে ২০১৫ ০৮:১৬677346
  • পিকুর পরে হাগুবাজী কিন্তু জাতে উঠলো।
  • pi | 192.66.51.1 | ১২ মে ২০১৫ ০৯:১৫677347
  • পোস্টটা কোথায় গেল?
  • dd | 132.172.81.62 | ১২ মে ২০১৫ ০৯:২৯677348
  • পোস্ট গিয়াছে চুরি। আ হা হা হা
  • - | 109.133.152.163 | ১২ মে ২০১৫ ০৯:৩৩677349
  • অক্ষের চেয়ার চুরির পর এইবার আস্ত পোস্ট বা পদটাই চুরি হয়ে গেলো। যাঃ!
  • pi | 192.66.51.1 | ১২ মে ২০১৫ ১০:০৩677350
  • সকাল ন টার কোলকাতায় কেউ রাস্তায় বসে থেকেছেন? শশব্যস্ত রাজপথের পাশে ,ব্যস্ততর ফুটপাথে ,পুরো একটা বেন্চি দখল করে? বেন্চিতে এখন কেই বা বসবে?সকলের আপিস যাবার তাড়া। জলখাবারের ঢেকুর উঠলো না, এখন আবার খাওয়াদাওয়া কীসের? অবশ্য আমি জানিইনা এ কীসের স্টল।গোটা খালি টেবিলে রূপা রূপা রূপা লেখা…লেখা ছাতা, ছাতার মাথা জোড়া ছাতার মাথা লেখা। কিন্তু কীসের স্টল কে বলবে? টেবিলে বসে থাকা মাছিদুটো জানলেও জানতে পারে।কিন্তু জিগেশ করতে ইচ্ছে করছেনা।মশা হলে ভেবে দেখতাম। কিম্বা নিজেরাই বলে যেত। রাস্তার ওপারে দেশি যুবা পরম আগ্রহে আটজন বিদেশিনীকে হাত পা নেড়ে কত কী বুঝিয়ে যাচ্ছে হাত নেড়ে কত কী বুঝিয়ে যাচ্ছে। কোলকাতার গাইড। গাইডকে গিয়ে জিগেশ করব এটা কীসের দোকান?নাহ থ্হক। না পারলে আটজন, না না আবার গুণে দেখলাম ন জন তরুণী তায় বিদেশিনী,প্রেস্টিজ পান্গ্চার। কিম্বা কোন হলেও হতে পারতো রোমান্টিক সম্ভাবনার অন্কুরে বিনাশ।গইডরা রোমান্টিক সিনেমার নায়ক এ আমি জানি। পুলিশ হয়না। কেউ করলেও তো পারে। একটু আগে ভিসা আপিসেত একটু এদিকে দাড়িয়ে থাকা যে পুলিশ টা আমাকে বললো ম্যাডাম আমার খুব আমেরিকা যেতে ইচ্ছে করে,আমাকে সঙ্গে নিয়ে যান না,আপনাত বডিগার্ড করে? আপনি তো একা যাচ্ছেন,আপনার বডিগার্ড লাগবে না?
  • pi | 192.66.51.1 | ১২ মে ২০১৫ ১০:৩৬677351
  • দোকানটা কীসের আমি বোঝার কোন চেষ্টা করিনি এমনটাও নয়।আমি পাশের ছাইরঙ্গা বড় টিনের ড্রামটায় উকি মেরেছিলুম।ডাস্টবিন মনে করে। উচ্ছিষ্ট দেখলে হয়তো টের পাবো এটা কীসের দোকান। দেখলুম একটা খালি চটের বস্তা নেড়ি কুত্তার মত পাক খেয়ে ঘুমুচ্ছে। ঘাটালাম না। এখানে কেউ কাউকে ঘাটায় না। খালি টেবিলটার বসে বসে কত ছবি তুললাম।কেউ কিছু বললো না। এমনকি ফুটপাথ দিয়ে হেটে যাওয়া যে লোকগুলোর পায়ের ছায়ার ছবি তুললাম তারাও কিছু বললো না।ছায়াগুলো লম্বা লম্বা পা ফেলে চলে গেলো। কালও ঘাটায়নি।নর্দমার জলে প্রচুর ভাল ভ্হল ছবি জমেছিল।তুলে রাখছিলাম,কেউ ই কিছু বলেনি। সবাই খুব সাবধানে জায়গা ছেড়ে দিয়ে যাচ্ছিলো পাছে ছবিগুলোতে পা লেগে যায়! রাস্তার লোকজন কত্ত স্পেস দ্যায়। কিন্তু মোবাইল দিতে দেয় না।চন্দ্রবিন্দুও না। অথচ আমার এখন খুব স্পেস দরকার ছিল। রূপার ছাতাটা সাদা আর নাঃ নীল নয়। লাল।এশহরে একটুখানি লাল তাহলে আছে এখনো! আমি এই রাস্টা চিনে নেবার চেশ্টা করছি খুব।যদিও আমি কিছুই চিনতে পারিনা,মনে রাখতে পারিনা।কোন কিছু চেনা চেনা মনে হলেও মনে হয় আগের জন্মের।কিন্তু এটা আমি চিনে রাখতে চাছি। যাতে আর কখনো আসতে না পারি। এটা কীসের দোকান আমি অর কোনোদিন জানতে চাইনা।
  • kiki | 53.230.133.43 | ১২ মে ২০১৫ ১৩:১০677352
  • আবার ভূমিকম্প, তাই রাঁধবো না।
  • অরিজিৎ | 192.66.2.216 | ১২ মে ২০১৫ ১৫:২৪677354
  • খিদে পাচ্ছে!
  • sosen | 212.142.69.84 | ১২ মে ২০১৫ ১৮:৫৯677355
  • ইউ পি এসের ইন্ডিয়ায় যাচ্ছেতাই সার্ভিস।
  • sinfaut | 69.94.118.100 | ১২ মে ২০১৫ ১৯:৪৭677356
  • মিস্টার মেকারের জ্বালায় কোনো বাক্সই আর ফেলা যায় না।
  • dc | 132.164.65.203 | ১২ মে ২০১৫ ২০:৩৯677357
  • ক্রিস্পি করে বানানো ধোসা কিন্তু মাখন আর জ্যাম দিয়ে খেতে দারুন ভাল্লাগে। চাটনি ফাটনি লাগে না, খালি এক দলা মাখন আর এক খাবলা জ্যাম।
  • 4z | 208.231.20.20 | ১২ মে ২০১৫ ২০:৪৫677358
  • অর্ণব গোস্বামী আর বিপ পালকে যদি মুখোমুখি বসান যায়?
  • dd | 132.167.175.71 | ১২ মে ২০১৫ ২১:০০677359
  • কয়েকজন আছেন, আমার কোনো ক্ষতি করে নি। পাব্লিক ফিগার ,তো না দেখলেই হয়।

    কিন্তু দেখলেই রাগ হয়। য্যামন সুমন্দে, য্যামোন অরিন্দম চৌধুরী। আরো আছে।

    এটা কি উচিৎ ?
  • সিকি | ১২ মে ২০১৫ ২১:০২677360
  • আমার মতে অর্ণব গোস্বামী আর প্ররাচৌকে মুখোমুখি বসানো উচিত।
  • 4z | 208.231.20.20 | ১২ মে ২০১৫ ২১:১২677361
  • আর বিপ মডারেটর?
  • h | 213.99.211.19 | ১২ মে ২০১৫ ২১:২০677362
  • বিভিন্ন বিষয়ে আমার নানা বক্তব্য আছে।
  • a x | 138.249.1.202 | ১২ মে ২০১৫ ২১:২৩677363
  • অসংখ্য ঝিঁঝিঁ পোকা মাথার ভেতর। লোকে বড্ড বেশি কথা বলে। কুকুরের দাঁত। সারি সারি। পিঁপড়ের কামড়ে মুখ ফুলে গেছে। পিঁপড়ে না মশা? yankee doodle went to town riding on a pony।
  • I | 120.224.202.44 | ১২ মে ২০১৫ ২১:৩৯677365
  • আর জাস্ট নেওয়া যাচ্ছে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন