এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • MJAL (মনে যা আসে লেখো )

    একক
    অন্যান্য | ০৮ মে ২০১৫ | ২৪১৭০ বার পঠিত | রেটিং ৫ (৩ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.96.62.9 | ১০ মে ২০১৫ ০৬:৪৬677950
  • ছুরি গাঁয়ের থেকে কাটঘোরাগামী বাসটি ছেড়েছে। সামনের দিকে বসার জায়গা পেয়েছি।
    ড্রাইভারের গীয়ারের পাশে একটা বড় মতন চটের বস্তা দেখে কন্ডাক্টরের ভুরু কুঁচকে গেলঃ এটা কার?
    কেউ উত্তর দেয় না।
    ও বলেঃ এই সব মাল বাসের ছাদের উপরে তোলার কথা , এখানে রাখা চলবে না। আর এক্স্ট্রা ভাড়া দিতে হবে।
    কেউ উত্তর দেয় না।
    চটে গিয়ে ড্রাইভারকে বলে -গাড়ি থামাও। এই বেওয়ারিশ মালটা রাস্তায় ছুঁড়ে ফেলে দেব।
    অমনি একেবারে পেছনের সীট থেকে একটি ফাটা কাঁসির মত গলা চেঁচিয়ে ওঠে-- আরে, ওটা আমার, আমার!
    -- এতক্ষণ চুপ করে বসেছিলে কেন? কী আছে এটার ভেতর?
    -- দো থালি, এক কটছুল, চাকি-বেলন, মশালে কী কটোরা পাঁচ, এক হান্ডি, এক জনতা স্টোভ, তিন চাম্মচ, এক সেন্সি, এক শিল-বট্টা , এক--
    কন্ডাকটর দুকান চেপে ধরে।
    -- ব্যস, ব্যস! আমার ঘাট হয়েছে। কহাঁ সে ইয়ে সব বেওড়ালোগ চলে আতে হ্যায়?
    সবার কৌতুহলের পাত্র ছেলেটিকে আমি চিনি।
    সমবায় ব্যাংকের কর্মচারী। ওর গর্ব যে সম্ভাগস্তরীয় কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে। জ্ঞানসম্রাট -২ উপাধি পেয়েছে। ও লেডি চ্যাটারলি'জ লাভার উপন্যাসের লেখকের নাম জানে, যদিও বইটি পড়ে নি।
  • sosen | 212.142.68.130 | ১০ মে ২০১৫ ০৯:০৯677951
  • বিরক্তিকর আত্মীয়স্বজন বাড়িতে এলে অসম্ভব রাগ হয়। আজকাল সব ফ্যামিলি টাই-ই বিরক্তিকর। অসম্ভব ভালো একটা সিনেমা দেখতে দেখতে পাশের সিটে চকাস চকাস আওয়াজের মতো, কিংবা, ও-ই -ই দেখেছিস, বাহা শাড়ি পরেছে। ধুসস ভাল্লাগে না
  • Abhyu | 85.137.13.237 | ১০ মে ২০১৫ ০৯:১২677952
  • সোসেনের এদেশে আসতে আর কত দেরী?
  • Abhyu | 85.137.13.237 | ১০ মে ২০১৫ ০৯:১৮677953
  • একবার এখানে ঘুরে গেলেই দেখবে সব আবার ঠিক হয়ে যাবে।
  • | ১০ মে ২০১৫ ০৯:৫৫677954
  • রাতের হুড়ুম দুড়ুম ঝড়ে কোকিলটার কিছু হয় নি, সকাল থেকেই মনে আনন্দে ডেকে চলেছে। কোকিলটার গল যত চড়ছে সুর্যের ভোল্টেজও একটু করে বেড়ে যাচ্ছে
  • | ১০ মে ২০১৫ ০৯:৫৭677955
  • এক একটা টইয়ের নাম দেখেই মনে হয় নামের পাশে গদাম করে 'গাধাটে' স্ট্যাম্প লাগিয়ে দিই
    এক একটা টইয়ের আপডেটাকারীর নাম দেখেও ঐ ঐ ইচ্ছে হয়
  • a x | 60.171.26.111 | ১০ মে ২০১৫ ১২:২৯677956
  • আজকাল খুব মাতালের উপদ্রব হয়েছে। আচ্ছা মাতালরা কি খোঁয়াড়ি কাটলে বুঝতে পারে আগেরদিনের মাতলামি গুলো? এই যে এরা দুজন সারাটা বিকেলবেলা কাল মাদার্স ডেতে কী পাবে তা নিয়ে এত জল্পনা কল্পনা চালাল? একজনের পায়ের নখ থেকে গাঢ় লাল চুঁইয়ে পড়ে, অন্যজনের গাঢ় গোলাপী, লাশিয়াস পিংক। ওর বর ট্রাক চালায়, মাঝে মাঝে দু তিনদিন আসে না বাড়ি। অন্যজন ঐ টাউনহাউসটা না কেনা অবধি তৃতীয় সন্তান ধারণে অস্বীকার করেছে। ওরা? ওরাও কি বুঝতে পারবে, এই মাদার্স ডে শেষ হলেই?
  • I | 120.224.201.114 | ১০ মে ২০১৫ ১৩:৪৮677957
  • বছরকার মতই বিক্কিরি হয়। মায়েরা সে সব কিছু জানে-ফানেও না, চুপচাপ শুয়ে থাকে বিছানায়। হাসপাতালে ফুল আনা বারণ।
  • একক | 24.99.99.143 | ১০ মে ২০১৫ ১৪:১১677958
  • এক ডজন আন্ডা কিনতে গিয়ে দশ বা তেরটা কিনবার কথা মনে হলো । কেনো এক পাও পেয়াঁজ । আধা কিলো আলু । গলির শেষে একটা দোকানে অবশ্য মেট্রিক্স মিটার আছে । ও একশো বত্তিরিশ গ্রাম আদাও বেচে । তবে আন্ডা এক ডজন । বার্টার এর অভ্যেস । ফিক্সড প্যাকেজিং । এক ডজন আন্ডা দিলে দশ কুনকে চাল । মুসলমান পাড়ার বৌ রা হাজির । ওরা অবশ্য নিমফল ও কুড়িয়ে নিয়ে যেত । বিনিময়ে গাছতলা ঝাঁট ।
  • san | 113.252.218.147 | ১০ মে ২০১৫ ১৪:১৩677310
  • হাসপাতাল বললেই কিসব স্মৃতি চলে আসে। মায়া, কষ্ট , ভয়। বাড়ি ফেরা হয়নি । কিছু রিসার্চের কাগজপত্র গুছিয়ে রাখা ছিল । ফিরে এসে বাকিটা শেষ হবে। ল্যাব এক্সপেরিমেন্টগুলো কি অন্য কেউ শেষ করেছিল ? কোনো রিসার্চ-স্কলার ? আমি ইন্সটিটিউটে দেখা করতে গেছিলাম। কিন্তু জিজ্ঞেস করিনি। লোকে পাগল ভাবত।
  • san | 113.252.218.147 | ১০ মে ২০১৫ ১৪:২৯677311
  • দুনিয়া কানায় কানায় ফেসবুকে ভরে গ্যাছে। হোয়াটস অন ইওর মাইন্ড ? হোয়াট ইউ আর ফিলিং ? উফ উফ উফ।
    নাথিং । নোহোয়্যার । নো ওয়ান।
  • sm | 233.223.159.56 | ১০ মে ২০১৫ ১৬:৪৮677312
  • এত বড় দেশ! এত রাজনৈতিক দল। এত বড় বড় নেত্রী। সারা দেশ জুড়ে কোথাও লেডিস টয়লেট নেই?কেউ উচ্চ বাচ্চও করে না।কিছু শপিং মলই যা ভরসা ।
    এই দেশ ২-৩ দশক পর নাকি অর্থনীতিতে জামানি, ব্রিটেন কে ছাড়িয়ে যাবে; আমেরিকা কে টক্কর দেবে!
    কুঁজোরও সাধ হয় , ইত্যাদি।।।
  • 4z | 79.157.80.175 | ১০ মে ২০১৫ ১৮:৩৬677313
  • টিক টক টিক টক টিক টক… ধুঃ শাঃ
  • dc | 132.164.30.203 | ১০ মে ২০১৫ ১৮:৪৫677314
  • আটা ম্যাগির থেকে ভালো খাবার কি মানুষ আবিষ্কার করতে পেরেছে? দু প্যাকেট আটা ম্যাগি আর একটা ব্রিটানিয়া চিজ কিউব। ঝোলটা একটু বেশী রাখলে স্বর্গ একেবারে।
  • sm | 233.223.159.253 | ১০ মে ২০১৫ ১৮:৪৯677315
  • চিনের এক বিজনেস টাইকুন, তা ৬০০০ কর্মচারীকে একসঙ্গে প্যারিস ঘুরিয়ে নিয়ে এলো।
  • সিকি | ১০ মে ২০১৫ ১৮:৫৩677316
  • একটা মিথ্যে জীবন কাটাচ্ছি।
  • শ্রী সদা | 113.19.212.22 | ১০ মে ২০১৫ ১৮:৫৫677317
  • sm, কোলকাতায় থাকার সময় মনে আছে, আমরা উইকেন্ডে বন্ধুবান্ধব মিলে সল্লেক সিটি সেন্টার থেকে বীয়ার কিনে, পাশের মাঠে বা গলিতে ঢুকে সেবন করে, এন্তার ভাটিয়ে, সিটি সেন্টারের টয়লেটেই চাপমুক্ত হয়ে বাড়ি ফিরতাম ঃ)
  • Abhyu | 85.137.13.237 | ১০ মে ২০১৫ ২০:২১677318
  • ইস বেচারীদের প্যারিস ঘুরতে গিয়েও কোলীগদের মুখ দেখতে হল?
  • Abhyu | 85.137.13.237 | ১০ মে ২০১৫ ২১:০২677319
  • দমুদি, আরেকটা টই খোলা হয়েছে - সিপিএম কী ২০১৬ এর মধ্যে বিজেপির কোলে উঠতে পারবে?
  • একক | 24.96.17.110 | ১০ মে ২০১৫ ২১:২৭677321
  • কুকুর্টার কতগুলো দাঁত
  • | ১০ মে ২০১৫ ২১:৫২677322
  • রাত্তির ন'টায় একটা লোক ক্যাম্পাসের মধ্যে চক্কর মারে -- সাইডপার্কিঙের চারচাকাগুলোর গায়ে আলতো করে হাত বুলিয়ে যায় বাইকগুলোকে কিছু করে না কেউ তাকাচ্ছে বুঝলে গতি মন্থর করে অপেক্ষা করে কখন দৃষ্টিপাতকারী চলে যায় তারপর ও গাড়ী ছুঁয়ে যাবে।

    ও কি কিছু বলে গাড়ীগুলোকে?
  • Abhyu | 138.192.7.51 | ১০ মে ২০১৫ ২১:৫৭677323
  • হয়তো বলে - আহা এ যদি আমার হত।
  • Tim | 101.185.15.202 | ১০ মে ২০১৫ ২২:১০677324
  • ঘুরে ফিরে সেই লোকেদের দেখতে পাই যারা সবাইকে নিজের মত ভাবে, চোখে তাদের পছন্দসই রঙীন চশমা। এমন কোন কারেকটিভ অপটিক্স হয়্না, যাতে এই দোষ কাটানো যায়? এর চেয়ে হয়ত ছানিও ভালো ছিলো।
    এই বলতে মনে পড়লো একজনের ছোটবেলাতেই ছানি পড়ে যাওয়ায় তার নাম হয়েছিলো ছানিবাবু। ছানি সেরে গেলেও নামটা রয়েই গেল।
  • Bhagidaar | 218.107.71.70 | ১০ মে ২০১৫ ২২:১৩677325
  • MJAL -এ কথোপকথন না হলেই ভালো। সেটাই ভাটিয়ালির সঙ্গে তফাত। একটু মনে রাখবেন পারলে ।
  • ranjan roy | 24.96.63.177 | ১০ মে ২০১৫ ২২:৩৭677326
  • তিনমাসের জন্যে দিল্লি যাব বলে আজ কাজের মাসিকে মাস মাইনে দিয়ে তিনমাস পরে ফোন করলে এসো বলে দিলাম। খুশি হয়ে চলে গেল। ফোন নং দিয়ে গেল।
    কিন্তু কী অসম্ভব খাটুনি ওর। সারাক্ষণ ঘামে গা চক চক করে। পাখার নীচে বসে জিরিয়ে নাও বা এই চা টা খাও বললেও রাজি হয় না। বলে অনেক তাড়া আছে, বেশ কয়টি বাড়ি যেতে হবে।
    সেই বারুইপুরের কাছে গোচারণ গ্রাম থেকে ওরা কাকভোরে বেরিয়ে আসে নাকতলা। সামনের ফ্ল্যাটে আটটায় ঢুকে যায়, আমার ঘরে সাড়ে আটটা।
    আচ্ছা, আমি কি চাকরিতে এতটা পাংচুয়াল ছিলাম? ওকে মন দিয়ে দেখি, অপুষ্টির ছাপে ভোগা মাঝবয়সী কৃষকঘরের মেয়ে। কেমন যেন ক্ষয়রোগের ছাপ। কিন্তু ও তো কাশে না। হয়ত অমনই গড়ন।
    আগামী সেপ্টেম্বরে এসে কি ওকে দেখতে পাব? হে ভগবান! কি সব অলুক্ষুণে কথা ভাবছি। আমি বোধহয় খুব স্বার্থপর আত্মসুখী মানুষ।
  • dd | 132.172.65.151 | ১০ মে ২০১৫ ২৩:৪৪677327
  • Ekak | 24.99.219.74 | ১১ মে ২০১৫ ০২:৩৫677328
  • প্রচুর বেলুন !
  • - | 109.133.152.163 | ১১ মে ২০১৫ ০৪:২৩677329
  • সোজা করে সকলকে শুয়ার, গোরু, ভেড়া বলে সম্বোধন কল্লেই হয়। ঘুরিয়ে লিং দেবার কি দর্কার! ঃ-)
  • sosen | 212.142.68.130 | ১১ মে ২০১৫ ০৮:০৫677330
  • কেউ খুশি না। কোনো খুশি নেই। বৃষ্টিও নেই। পাতার উপর সিমেন্টের গুঁড়ো। শ্বাস আটকে যায়।
  • Abhyu | 109.172.117.250 | ১১ মে ২০১৫ ০৮:০৬677332
  • একবার একটা মশা বোরোলীনে আটকে গিয়েছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন