এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • MJAL (মনে যা আসে লেখো )

    একক
    অন্যান্য | ০৮ মে ২০১৫ | ২৬৩৪১ বার পঠিত | রেটিং ৫ (৩ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিপ্লব রহমান | ১৮ ডিসেম্বর ২০২১ ০৭:৫৬735176
  • "তোমার রাইফেল থেকে বেরিয়ে আসছে গোলাপ
    তোমার মেশিনগানের ম্যাগাজিনে ৪৫টি গোলাপের কুঁড়ি
    তুমি ক্যামোফ্লেজ করলেই মরা ঝোপে ফোটে লাল ফুল
    দস্যুরা অস্ত্রকে নয়
    গোলাপকেই ভয় পায় বেশি
    তুমি পা রাখলেই অকস্মাৎ ধ্বংস হয় শত্রুর কংক্রিট বাংকার
    তুমি ট্রিগারে আঙুল রাখতেই মায়াবীর মতো যাদুবলে
    পতন ঘটে শত্রুর দুর্ভেদ্য ঘাঁটি ঢাকা নগরীর"
     
    "তোমার রাইফেল থেকে বেরিয়ে আসছে ভালোবাসা
    সর্বাঙ্গে তোমার প্রেম দাউদাউ জ্বলে
    তুমি পা রাখতেই প্রেমিকার ব্যাকুল দেহের মতো যশোর কুমিল্লা ঢাকা
    অত্যন্ত সহজে আসে তোমার বলিষ্ঠ বাহুপাশে
    তোমাকে দেখলেই উঁচু দালানের শির থেকে
    ছিঁড়ে পড়ে চানতারামার্কা বেইমান পতাকা"
     
    "তোমার রাইফেল থেকে বেরিয়ে আসছে জীবন
    তুমি দাও থরোথরো দীপ্ত প্রাণ বেয়নেটে নিহত লাশকে
    তোমার আগমনে প্রাণ পায় মরা গাছ পোড়া প্রজাপতি
    তোমার পায়ের শব্দে বাঙলাদেশে ঘনায় ফাল্গুন 
    ৫৬,০০০ বর্গমাইলের এই বিধ্বস্ত বাগানে
    এক সুরে গান গেয়ে ওঠে সাত কোটি বিপন্ন কোকিল। "
     
    [মুক্তিবাহিনীর জন্যে/ হুমায়ুন আজাদ, ১৯৭২/ যতোই গভীরে যাই মধু যতোই ওপরে যাই নীল] 
  • বিপ্লব রহমান | ০৪ জানুয়ারি ২০২২ ২৩:৩৮735326
  • কেউ যদি চণ্ডালের পক্ষে ইঁচড়ে অনন্যা  চক্রবর্তীর মাথায় ডজন খানেক ডিম ভেঙে আসতেন! রোদ্দুরের করপোরেট কপি...
     
    "পিরীতের বাজার ভাল না!"  :/
  • একক | ০৫ জানুয়ারি ২০২২ ১০:৪৩735334
  • কোনো চ্যাডবোধ নেই, এতবার বলার পরেও ঃ/
  • বিপ্লব রহমান | ২৩ ফেব্রুয়ারি ২০২২ ২২:৩৯735849
  • "দেখতে যদি হয় বাসনা, চলে যাও ঘড়ির কাছে/ যার ঘড়ি সে তৈয়ার  করে, ঘড়ির ভেতর লুকাইয়েছে..." 
  • jsl | 2405:201:8005:9947:2078:ddc3:7b66:8c71 | ২৭ ফেব্রুয়ারি ২০২২ ১০:৫৬735872
  • আমার মাথার ভিতরর্টা যদি ছবি তুলে দেয়
    হুলুস্থুলু লঙ্ককাণ্ড হাত চোখ ছোটভাই জিভ ঠোঁট
    কেটে ডালকুত্তাদের মাঝে
    বন্ধু পরিজন বিবাহ সমাজ বিচ্ছেদ, দেশনিকালা
    সকলে বলবে গিয়ে থাক তুই শিম্পাঞ্জিদের মাঝে
    ওরা বুঝবে না শিম্পাঞ্জিরা তো আমায় দলে নেবে না,
    খাইয়ে দেবে সিংহ দিয়ে বরং।

    মাথার ভেতরটার ছবি যদি তোলে কেউ
    অন্ধকার অলম্বুষ চতুর্দশপদী মাকড়সার ঝুল
    তেলচোরা খরখরে শুঁড় নিয়ে চেটে খায় পুরাতন তেল

    তবে বলা যায় না, হয়তো নোবেল কমিটি দিয়ে দিল সান্ত্বনা পুরস্কার একপিস,
    চাপড়ে দিলেন পিঠ লালন ফকির এক গাল হেসে,
    আমেরিকার রাষ্ট্রপতি একান্তে পররাষ্ট্রনীতি,
    বলা যায় না কিছু।

    সে সকল যাক। আমি ভাবি কেউ যদি মাথার ভেতরের ছবি তোলে কেউ
    বোমারু বৈমানিকের, হাল্লা ও শুন্ডীর রাজার
    ছাতচরা পুলিশের, সদাহাস্য সাহিত্যিক আমলা

    ভাবি মাথার ভিতর কীরকম জটিল বিচ্ছেদি। 
  • বিপ্লব রহমান | ২৯ মার্চ ২০২২ ১০:৩৮736105
  • চৈতালির পাঠে প্রতিভা সরকারের গল্পে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। ব্রাভো broken heart
  • আত্মঘোষ | 134.238.18.211 | ১৪ জুন ২০২২ ১৭:১৯737491
  • কানের গোড়ায় বাজতে থাকে ভেঁপু
    মাথার মধ্যে ঝনর ঝনর ঝন
    অলকে কলপ দিইনা আমরা কেউ
    কিন্তু তবু ঠোঁটের কোনে নোনা হাওয়ার মত 
    মুচকি করে দুলতে থাকে ঢং।

    জুলপি ঘেঁষে বেরিয়ে গেছে বুলেট
    পড়তে পড়তে পাকড়ে নিয়ে হাতল
    একটা দুটো ক্লিষ্ট মফস্বল
    পেরিয়ে যাচ্ছি সন্ধ্যে স্টেশন ঠিক।

    বাম আঙুলে পদ্য এবং ডান
    হাতের কাছে পিযুষগরল মাখা
    ফ্লাইওভারের নীচে
    সস্তাগন্ডা ফটাশজলের ছিপি।

    বিপদ যখন হেঁতাল বনের হাতায়
    চোখ দেখা যায় অন্ধকারে বাঘ
    থাউকো কড়ি হঠাৎ জুটে গেলে
    যেমন ঠোঁটে আলতো নেভি কাট

    তারপর একটা মিটিং শুরু হয়, একটা ফোন আসে, তিনজন লোক পিং করে, ঘুম পায়।
  • বিপ্লব রহমান | ১৮ জুলাই ২০২২ ০৫:০৭737862
  • বন্ধুর পিরীতি যেন ঢোল কলমীর বিষ! broken heart
  • বিপ্লব রহমান | ১৯ জুলাই ২০২২ ০৫:৪৫737881
  • শক্তি দত্ত রায়, তুমি কেমন করে কাব্য করো হে গুণী? yes
  • Bratin Das | ১৯ জুলাই ২০২২ ০৬:০৭737882
  • আমি অবাবাবাবাক হয়ে শুনি শুধুধুধু শুনি..........
     
    বিপ্লব বাবু কেমন  আছেন? 
  • বিপ্লব রহমান | ২২ জুলাই ২০২২ ১৮:১৪737949
  • গেরুয়া আদিবাসী প্রেসিডেন্ট নিয়ে এতো উল্লাসের কিছু নাই! তারও ঘৃণ্য  শ্লোগান :
    জয় শ্রীরাম!  no
  • বিপ্লব রহমান | ২৬ জুলাই ২০২২ ১৯:৫৪738005
  • গেরুয়া আদিবাসী প্রেসিডেন্ট নিয়ে এপারে খুব নর্তন কুন্দন হচ্ছে; মুর্খের দল জানে না ল্যাঞ্জা ইজ ডিফিকাল্ট টু হাইড! devil
  • ফরিদা | ২৬ জুলাই ২০২২ ২২:৫৩738008
  • কিছু মনে আসে না আর। হাঁটার সময় চোখেমুখে বাতাসের ছিটে লাগে নির্বাক। পথটুকু এবড়োখেবড়ো নয় বলে স্বস্তি এসেছে। 
     
    ওটুকুই। তার বাইরে কিছু নেই। ভিতরও শূন্যতর। চোখেমুখে বাতাসের ছিটে, অবয়বহীন শ্বাস-প্রশ্বাস প্রসূত স্বেদকুঁড়িদের বিন্দু আকাঙখা ছাড়া সবকিছু নির্জীব,  সাবলীল। 
  • একক | ২৮ জুলাই ২০২২ ১১:২২738019
  • কী রোদ!! 
  • বিপ্লব রহমান | ২০ অক্টোবর ২০২২ ০৫:৫৫738631
  • "ব্রুনেই-এর সুলতান ছাগলের কাচ্চি বিরিয়ানি খেয়ে মুগ্ধ হয়ে জ্বালানি তেল ও গ্যাস দিতে রাজি হয়েছেন।কয়েকটা জীবন্ত ছাগলও উপহার দেয়া হয়েছে তাকে। এই গোট ডিপ্লোমেসি লোডশেডিং কমাতে নিশ্চয়ই কাজে দেবে। জাতীয় স্বার্থে ছাগলের এই গভীর আত্মত্যাগের কথা যেন আমরা ভুলে না যাই।"
    -- মাসকাওয়াথ আহসান  
  • বিপ্লব রহমান | ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:২১739540
  • #IamAvijit
      “মৌলবাদের উত্সমুখ যতদিন বন্ধ না হবে, ততোদিন অসির বিরুদ্ধে মসির অসম লড়াই চলতেই থাকবে। অন্যদিকে, আমরাও মুক্তমনার সংগ্রাম এগিয়ে নিতে মরীয়া। মৌলবাদের ছুরির নীচে গলা পেতে দিতে সর্বদাই প্রস্তুত।
    আর নির্মম বাস্তবতা এই যে, শেষ পর্যন্ত হত্যা করে অভিজিতদের শেষ করা যায় না। কারণ আমরা আসলে একেকজন রক্তবীজের ঝাড়। যতোবারই হত্যা করো, ততোবারই আমরা জন্মাবো। অভিজিতের মরণ নাই। আমিই অভিজিৎ।”

    ২৬ ফ্রেব্রুয়ারি অভিজিৎ হত্যা দিবস, ২৬ ফেব্রুয়ারি মুক্তমনা দিবস 
  • বিপ্লব রহমান | ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৪:২৮740729
  • "জওয়ান" নিয়া সেরা রিভিউ,  কলমে @আদনান মুকিত  devil
    ~
    "এই প্রথম শাহরুখ খানের মুভি দেখলাম। তাও হলে গিয়া। এতদিন যে তার কোনো মুভি দেখি নাই, ব্যাপারটা বেশ ভালোই ছিল। মুভি না দেইখা এতদিন বুঝতাম না তার 'ম্যাজিক'টা কী। কেন সে এত জনপ্রিয়। আজকে মুভি দেইখাও বুঝলাম না। তবে হলভর্তি মানুষের চিল্লাচিল্লি, উল্লাস ভালোই লাগসে৷ কত হাস্যকর, তুচ্ছ, আজাইরা কারণে খুশি হইতে পারে মানুষ! শিক্ষনীয় ব্যাপার। মাঝে মাঝে এরকম অভিজ্ঞতার দরকার আছে৷ এমনিতে মুভিটা উচ্চ প্রযুক্তিতে ধারণ করা যাত্রাপালার মতো লাগসে। হাসাহাসি কইরা ভালোই সময় কাটাইসি আমি আর শান্ত। পিওর ফান।" 
  • বিপ্লব রহমান | ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ০৭:২৮742340
  • #iamavijit নয় বছর আগে এই দিনে ফেসবুকে জানিয়েছিলাম সেই দুঃসংবাদ: 
     
    BREAKING (B) 26Feb 2218h: Writer Abhijit Roy and blogger Rafida Ahmed Banna hacked and seriously injured at Dhaka University's TSC, police say.
     
    ~
    ২৬ ফেব্রুয়ারি অভিজিৎ হত্যা দিবস।। ২৬ ফেব্রুয়ারি মুক্তমনা দিবস।। heart
  • র২হ | 2607:fb90:e333:850f:91cb:c7f7:87d6:a2c4 | ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৪৯742384
  • এই টইটা তো এমনিতেই ভোগে গেছে, তো এখানেই থাক। ফেবু পোস্ট আরকি।
    ~~~
     
    সারা পৃথিবীতেই নানান রকম ভয়ানক জিনিসপত্র হয় যা শুনলে মনে হয় এসব আবার হয় নাকি, এ নিশ্চয় রসিকতা। যতদিন এসব দূরের জিনিস থাকে ততদিন গায়েও লাগে না। আস্তে আস্তে এগিয়ে এসে ঘাড়ের ওপর পড়ে, তখন আর কিছু করার থাকে না। নিজের ঘরে হলে চমকে উঠতে হয়, তাও মনে হয় আমার তো কিছু হয়নি।

    আগরতলার পাট চুকেছে বেশ কয়েক দশক হল। তাও নিজেকে আগরতলার লোক বলে পরিচয় দিই। সম্প্রতি আগরতলার ঘটনাবলী দেখে ঐরকম লাগছে - বাস্তব না রসিকতা গুলিয়ে যাচ্ছে।

    কদিন আগে দেখলাম মূর্তি পছন্দ হয়নি বলে আর্ট কলেজের সরস্বতী পুজোয় এবিভিপি এসে ওড়না ও বজরং দল এসে ঠোঙা চাপিয়েছে।
    ধর্মভিত্তিক সংগঠন এসব করবে - এতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু অবাক হলাম, ছাত্রছাত্রীদের কোন বক্তব্য কোথাও চোখে পড়লো না। ত্রিপুরার শিল্পী সাহিত্যিকদের কোন বক্তব্য চোখে পড়লো না কোথাও।
    শিল্পের সংজ্ঞা, ঔচিত্য ও সীমা বিষয়ে একটি ঐতিহ্যবাহী চারুকলা মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাঠ দেবে কোন রাজনৈতিক বাহিনী, এইটা গ্রহণযোগ্য না। আর এইটা বিনা প্রতিবাদে ও প্রতিরোধে মেনে নিতে দেখাটা ভয়ের।
    যারা ঠোঙা পরিয়েছে তাদের থেকে বড় চিন্তা যারা মেনে নিয়েছে তাদের নিয়ে - একটা শিল্পকর্ম নিয়ে তার স্রষ্টার কোন প্রতীতি নেই -  এ কেমন কথা!
    মূর্তি ভালো হয়েছে কি হয়নি, শাস্ত্রসম্মত কিনা, সেসব কথা অপ্রাসঙ্গিক। দুটি রাজনৈতিক সংগঠন একটা কলেজে ঢুকে ছাত্রছাত্রীদের কাজে নাক গলাতে পারে বিনা প্রতিরোধে, এটাই ভয়ের।

    তারপর সিংহ সিংহীর নামকরণ।
    আকবর আর সীতা নামে সিংহ আর সিংহীর নাম নিয়ে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল মামলা করেছে দেখে অনেকের সঙ্গে আমারও হাসি পেয়েছিল। ভেবেছিলাম ভারতীয় আদালতে শুনতে পাই অসংখ্য নিষ্পত্তি না হওয়া বিচারাধীন মামলা, নিশ্চয় এমন অনর্থক জিনিস নিয়ে মামলা করায় মামলাকারীদের বিচারক বকাঝকা করে ভাগিয়ে দেবেন। ক'দিন পর দেখলাম বিচারক কর্তৃপক্ষকে ভর্ৎসনা করেছেন এইসব নামের জন্য। 
    তারপর দেখলাম ত্রিপুরার একজন বরিষ্ঠ বনকর্তা এই কারনে সাসপেন্ড হয়ে গেছেন।

    এবং যথারীতি, কর্ণবিদারী নিস্তব্ধতা। মানুষ যাঁদের মুক্তচিন্তা চর্চার অগ্রদূত ভাবে সাধারনত, সেরকম কারো কন্ঠ কানে পৌঁছয় না।

    হয়তো তাঁরা বলেন, কে জানে, স্থানীয় বৃত্তে, ঘনিষ্ঠ বৃত্তে।
    কিন্তু দূরে বসে সেসব কানে পৌঁছয় না।
    খারাপ খবরগুলি পোঁছয়, তার কাউন্টার কিছু শুনতে পাই না।

    একেক সময় ভয় হয়, হয়তো তাঁদের মধ্যেও একটি বড় অংশ এসব সমর্থন করেন। কে জানে।

    আজ শুনলাম বইমেলায় নীহারিকা প্রকাশনার সুসজ্জিত তোরন ভেঙে দেওয়া হয়েছে।
    হয়তো নিয়ম মেনেই ভাঙা হয়েছে, ছবি দেখেছিলাম, সুন্দর দেখাচ্ছিল, কোন নিয়ম লংঘন হয়েছিল হয়তো।

    এর সঙ্গে রাজনীতির কোন যোগ নেই এমনটা ধরে নেওয়া সমীচিন, কারন ত্রিপুরার মূলধারার সাহিত্যচর্চা ইদানীং সযত্নে 'অরাজনৈতিক', অন্তত দূর থেকে যতটা দেখতে পাই। ব্যতিক্রম আছে, সেই সন্ধান সামান্য পাই। তবে তারা দলছুট, ব্যতিক্রম।

    সে যাই হোক। কিন্তু এই বিষয়েও মোটের ওপর কর্ণবিদারী নিস্তব্ধতা। শিল্প, সাহিত্য, সৃষ্টিশীলতার জগতে শ্মশানের শান্তি পীড়াদায়ক। 
    কোন কিছু নিয়ে অসন্তোষ ব্যক্ত করা, আপত্তি জানানো কি আজকাল উঠে গেছে, নাকি সবাই আসলে ভয়ানক সন্তুষ্ট, এইসবই আদর্শ ব্যাপার স্যাপার? ধন্দ হয়।

    সুমন লিখেছিলেনঃ

    ..."শাসন করে মুর্খ চোখ রাঙায় দলবল
    ...
    সঙের আরশিতে সময় -এর মুখ
    রাংতায় মোড়া যুগের অসুখ
    নির্বোধের দল বলে, সাবাস এই তো চাই
    বিদায় পরিচিতা আকাশ অবাক তার কাছে যাই"...

    কী আর করা যাবে। সৃষ্টিকর্ম হোক অরাজনৈতিক, নিরাপদ ও বিবর্ণ। পেছন দিকে এগিয়ে যাই।
  • প্রত্যয় ভুক্ত | ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ০০:৫২742387
  • পড়াশোনা  বন্ধুত্ব, প্রেম, কথা বলা, খাওয়াদাওয়া, বেঁচে থাকা-কিছুই করতে ভালো লাগেনা......
  • যোষিতা | ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ০১:০২742388
  • ঘুমো
  • r2h | 165.1.200.97 | ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ০৬:১৮742395
  • পড়াশুনো করতে তো আমার কোন কালেই ভালো লাগে না। কথা বলাও এমন কিছু মজার কাজ না। বন্ধুত্ব, প্রেম এসব অবশ্য চমৎকার জিনিস।
    তবে এগুলি ভালো লাগছে কী লাগছে না তা বোঝার জন্যে বেঁচে তো থাকতেই হবে।
  • বিপ্লব রহমান | ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ২২:১৮742406
  • ভালবাসা দিতে পারি, তোমরা কি তা গ্রহণে সক্ষম!? 
  • aranya | 2601:84:4600:5410:2521:7ae:3fdc:4b54 | ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৩৫742407
  • ত্রিপুরা র ঘটনাবলী, ভারতবর্ষের বিবিধ ঘটনা - সুররিয়ালিস্ট ছবি দেখছি যেন 
  • প্রত্যয় ভুক্ত | ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:১৪742408
  • for the world, which seems
    To lie before us like a land of dreams,
    So various, so beautiful, so new,
    Hath really neither joy, nor love, nor light,
    Nor certitude, nor peace, nor help for pain;
    And we are here as on a darkling plain
    Swept with confused alarms of struggle and flight,
    Where ignorant armies clash by night.
  • বিপ্লব রহমান | ০৩ মার্চ ২০২৪ ১৭:০১742452
  • কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে? 
  • বিপ্লব রহমান | ১১ মার্চ ২০২৪ ০৭:১৯742532
  • ২০১৫ সালের ১১ মার্চ ব্লগার বন্যা আহমেদ ফেসবুকে লিখেছিলেন, 
     
    "I truly appreciate the outpouring of support I have received from Bangladeshi and international communities. As we work towards justice, I encourage everyone to share my first formal statement to BBC and Center for Inquiry: 

         My husband, Avijit Roy, wrote about science and rationalism and critiqued religious fundamentalism. Because of this, he was murdered. On February 26, 2015, he and I were attacked in a crowded area on the Dhaka University campus. Avijit was hacked to death by a machete; I survived. As his wife, fellow writer, and a freethinker, I strongly condemn this gruesome act of terror. 
         The Dhaka University campus has historically been a space for progressive movements. It is also where Avijit grew up. Despite the death threat, we could not fathom that such a heinous crime could take place in such an area—a crime not only against a person, but against freedom of speech and humanity. While Avijit and I were being ruthlessly attacked, the local police stood close by and did not act. Now, we demand that the Bangladeshi government do everything in its power to bring the murderers to justice. 
         I do not believe that simply catching the killers will be enough. I urge the government to address terrorism and stop a legal culture of impunity, where writers can be killed without the killers being brought to trial. I urge the world to recognize what has happened and join us in this demand for justice.

    http://www.bbc.com/news/world-asia-31819649 "....
  • বিপ্লব রহমান | ২৫ মার্চ ২০২৪ ১৮:৩৪742614
  • মঙ্গল শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ
  • প্রত্যয় ভুক্ত | ১০ এপ্রিল ২০২৪ ০০:৪৫742741
  • মনখারাপ, কলেজ ফুরিয়ে গেল, ৩ বছরের ১ বছর করোনা খেয়ে নিয়েছিল, বাকি দু বছর অফলাইনে হুশ করে কেটে গেল- এদিকে যুদ্ধ আসছে জগতজুড়ে, ওদিকে একবার কলেজ ফুরোলে কবে কোন ইউনিতে মাস্টার্স এর সুযোগ পাব জানিনা-  ততদিন বাড়িতে বসে থাকতে হবে একাবোকা, কলেজে গেলে তবু দুটো-চারটে মানুষের মুখ দেখতে পাই রাস্তাঘাটে, এদিকে কেউ কেউ আইআইটি যাবে তো কেউ আইএসআই, ভবিষ্যৎ সোনার জলে লেখা হয়ে গেল তাদের- কাল এসসি ম্যামের লাস্ট ক্লাস চিরজীবনের মতো, যদি না আবার কোথাও সুযোগ না পেয়ে কলেজেই ডাটা সায়েন্সে মাথা মুড়োতে ঢুকতে হয়, এসসি ম্যামের ক্লাস আর কোনোদিন করতে পারব না ভেবেই ভালো লাগেনা, কোথাও পাবো আর এসসি, এমডি, পিজি, ডিএস, এসডি র মতো প্রফেসরদের, এতোদিন আগলে রাখলেন যাঁরা, আমার মতো অযোগ্যের চোখেও নেশা ধরিয়ে দিলেন, ভাবিইনি কোনোদিন কোনো অঙ্ক বা অঙ্ক সম্পর্কিত কোনো বিষয় নিয়ে এগোব উচ্চশিক্ষার চৌকাঠে- জানিনা হালভাঙা পালছেঁড়া তরী চলেছে কোন নিরুদ্দেশে, কী আছে শেষে......
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন