এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • MJAL (মনে যা আসে লেখো )

    একক
    অন্যান্য | ০৮ মে ২০১৫ | ২৪২১৭ বার পঠিত | রেটিং ৫ (৩ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • avi | 113.24.86.24 | ১৭ জুন ২০১৬ ০৪:৪১677832
  • ভোরের কুয়াশায় আজ ভেজা বকুলফুল,
    ঘুম যাচ্ছে, ঘুম যেও না শৈশব।
  • | ২৪ জুলাই ২০১৬ ১৫:৫৬677833
  • এবিটা! এবিটা!
    তোমার স্যাটিসফ্যাকশান নাই কুসুম?
  • san | 113.245.14.101 | ২৬ জুলাই ২০১৬ ১৯:৩০677834
  • চক্রবৎ। পরিবর্তন্তে। চক্রবৎ -
  • কেঁদো বাঘ | 60.180.243.60 | ২৭ জানুয়ারি ২০১৭ ০৪:০৪677835
  • "...ধাক্কা খাইল বইখানার পান্ডুলিপি হাতে দোকানে দোকানে ঘুরিয়া। অজ্ঞাতনামা লেখকের বই কেহ লওয়া দূরে থাকুন, ভালো করিয়া কথাও বলে না। একটা দোকানে খাতা রাখিয়া যাইতে বলিল। দিন পাঁচেক পরে তাহাদের একখানা পোস্টকার্ড পাইয়া অপু ভাল কাপড় পরিয়া, জুতা বুরুশ করিয়া বন্ধুর চশমা ধার করিয়া দুরু দুরু বক্ষে সেখানে গিয়া হাজির হইল। অত ভাল বই তাহার - পড়িয়া হয়ত উহারা অবাক হইয়া গিয়াছে।
    দোকানে মালিক প্রথমে তাহাকেচিনিতে পারিল না, পরে চিনিয়া বলিল - ও! ওহে সতীশ, এঁর সেই খাতাখানাএঁকে দিয়ে দাও তো - বড় আলমারির দেরাজে দেখো।
    অপুর কপাল ঘামিয়া উঠিল। খাতা ফেরত দিতে চায় কেন? ..."
  • একক | 53.224.129.59 | ২৭ জানুয়ারি ২০১৭ ০৮:৪১677836
  • লোতু
  • cb | 208.240.130.75 | ২৭ জানুয়ারি ২০১৭ ২০:০৭677837
  • দিনকাল বদলে যাচ্ছে। মন ভীষণই খারাপ থাকে আজকাল। শেষের সেদিন আসছে বুঝতে পারছি কিন্তু কিচ্ছু করতে পারছি না
  • avi | 57.15.79.20 | ২৭ জানুয়ারি ২০১৭ ২০:৪৬677838
  • লেঝবু কখন সমাসরাই? আই আই।
  • একক | ২৮ জানুয়ারি ২০১৭ ১৭:৫৪677839
  • তিস সো তয়র্সাম তু সী পীপল ওফ্য়্ন মিক্সিঙ্গ বিতুইন ওব্জেক্তিভ এন্দ সাব্কেক্তিভ পার্সেপ্শোন্স
    । দ্য হোল নাইন্তিন্থ সেন্চুরি ইস অল এবাউত দিস বুল্শিইত । ওর তু বী প্রিসইস্দ ইত স্তর্ত্স ফ্রোম দ্য নোশোন ওফ ঃ নোলেজ ইস পাওঅর । দিস আন্স্ক্রপুলাস বুল্শিত ওয়ান লাইনর কোন্ভর্তেদ দ্য হোল ইরোতিক জার্নি ওফ নৈঙ্গ তু আ পর্ভর্ত নোশোন ওফ গেইনিঙ্গ নোলেজ। এন্দ নাও দীস কান্ত্স ওফ কান্ত তোক এবাউত , ফ্রি এক্সেস । মদর ফকিঙ্গ ফকর্স , স্লোতার্দাইক উদ হ্যাভ স্পিত ওন দ্যার গ্রেভ ।
  • নির | 52.110.128.6 | ২৮ জানুয়ারি ২০১৭ ২৩:৫৪677840
  • জ্বর এসেছে। কেউ নেই।
    কেন থাকবে?
  • নির | 52.110.176.215 | ৩১ জানুয়ারি ২০১৭ ০৭:৫৭677842
  • ন্যাকা।মাইরি।
    -সুস্হ নির
  • haldar | 106.95.19.165 | ১৪ মার্চ ২০১৭ ০৫:০৭677843
  • জরা ব্যাধি মৃত্যুর একটা সমাধানের নামে তো লবডঙ্কা, খামোখা অহিংসা টহিংসা চৌষট্টি ফৈজৎ।
  • Atoz | 161.141.85.8 | ১৪ মার্চ ২০১৭ ০৫:১২677844
  • ও তো সমাধান হয়েই আছে। জরার পরে ব্যাধি, ব্যাধির পরেই মৃত্যু । খেল খতম । যাত্রাপালা শেষ। চাটিবাটি গুটিয়ে ফোটো।
  • একক | 53.224.129.41 | ১৭ মার্চ ২০১৭ ০৪:৪২677845
  • না না না বিয়ন্সে যতই পছন্দের হোক , টিনা টার্নারের পাশে না হচ্ছেনা হচ্ছেনা হচ্ছেনা নাইস বাট রাফ ব্যাপারটা আসেনা বাপু অত সহজ না !
  • San | 113.245.14.101 | ২৩ মার্চ ২০১৭ ০২:৫১677846
  • শব্দ লাগে না আসলে। সম থেকে সমে আসতে একটা আবর্তন , ব্যস এইটুকুই তো।
  • Rabaahuta | 233.186.7.178 | ২৮ এপ্রিল ২০১৭ ২০:৪৫677847
  • বেঙ্গালুরুর দিন

    লেফ্ট নিয়ে ধুলোবালি ঘিজিমিজি গাড়িঘোড়া দোকানপাটের পাশে পুরাতন বাড়িঘরদোর, পেছনে ছায়ায় ছায়া যেন সেই বাগান শহর যেমন বলে পুরনো পর্যটক, ঝাপসা আগাছা ঝোপ। আধো অন্ধকার কত লোক উড়ালপুলের মজুর সফটওয়ারের লোক, ছাত্র, ছাপোষা, খাটিয়ে, অলস রাস্তার ধারে তাদের পেরিয়ে চলে গাড়ি। লেফ্ট রাইট লেফ্ট রাইট গোলচক্কর খানা খন্দ পল্লীগ্রামের অবশেষ, পেরোতে পেরোতে ঘ্রান আসে কি দারুন তেলেভাজা, ভাজাভুজি রাস্তার ধারে খাবারের ঠেলা, ভীড়, মনে হই নিশচই ধারে কাছে দেশীয় মদের ঠেক, না হলে কি এরকম ডালবথা পকোড়া ফুলুরি এগ ভুর্জির রমরমা বাস। দোকান পাট নার্সারী গাছের চারারা, দোকানে দোকানে রুই মাছ, শাক সব্জী মদ ধোসা আলুর পরোটা দেখতে দেখতে
    হাওয়া দেয়, বেগুর লেকের পাশে ট্যক্সি ঢোকে, না দেখেও চেনা যায় জলের গন্ধ যেমন। লেক দেখা যায়, আলোর প্রতিফলন, নানাবিধ জলেদের ঘ্রাণ, তেচোখো মাছ, আমায় তুই আনলি কেন ফিরিয়ে নে এইসব পদ্য মনে পড়ে, ট্যক্সি চলে বেগুর মেন রোড ধরে হেলে দুলে খানা খন্দ পেরিয়ে জলের ঘ্রান নিয়ে।
  • san | 113.245.14.101 | ০৩ মে ২০১৭ ১৭:১৫677848
  • दिल भी इक ज़िद पे अड़ा है किसी बच्चे की तरह
    या तो सब कुछ ही इसे चाहिये या कुछ भी नहीं
  • Ekak | 52.109.134.202 | ২৩ মে ২০১৭ ২১:০৫677849
  • রাত্তির আট্টা বেজে গেলে আর লাল কানকো ওয়ালা কাতলা মাছ পাওআ যায় না এ কোন দেশে আচি ঃ/ ঃ/
  • ফরিদা | ২৩ মে ২০১৭ ২১:৩০677850
  • ঘুম আসে। বাঘ। লাল নীল আলো। ঘুড়ি। থুত্থুরে ঝালমুড়ি ঠোঙা চাটে চটপটে আরশোলা।

    কখন যে এত বেলা হল- কবে শেষ এ যাত্রাপালা?
  • dd | 116.51.30.198 | ২৩ মে ২০১৭ ২৩:৫৭677851
  • ভালো করে টেরই পেলাম না। অথচ বিপ্লব এসে চলেও গ্যালো।

    আবার পরের বছর।
  • dd | 116.51.30.198 | ২৪ মে ২০১৭ ০০:১০677853
  • কতকগুলো বিষয়ে আলোচনা হওয়া জরুরী।

    যেমন, আপনেদের মধ্যে উগ্র ছোঁয়াছুঁয়ির বাতিক। ক্যানো, মাঝে মধ্যে অ্যাকাদটু প্রলয় টলয় হলে মন্দ কিসে? বুঝি না বাপু।

    বাবুই পাখীরা বাসা বেঁধে, তাতে গোবর ঠেসে জ্যান্ত জোনকী পাখীদের চিপকে রাখে। ওতে নাকি ইন্টিরিয়র ডেকরেশন হয়। এই জেনে বাবুই পাখীদের বুদ্ধি নিয়ে আপনেদের আদিখ্যেতা দেখে আমার গা জ্বলে যায়। জোনাকির কথা কখনও ভেবেছেন ? একবারো ?
  • dd | 116.51.30.198 | ২৪ মে ২০১৭ ০০:১৬677854
  • সরি,সরি। জোনাকি পাখী তো নয়। জোনাকি পোকা। তবে আপনেরা হচ্ছেন নাগরিক। আপনেরা কি আর জোনাকি দেখেছেন যে পাখী আর পোকার মধ্যে তফাৎ বুঝবেন। তাহোক। ফ্যাক্ট ইজ ফ্যাক্ট।

    এ কথায় মনে পড়লো, অনেক অনেকদিন আগে X file বলে একটি উৎকৃষ্ট সাই ফাই সিরিয়াল হতো। আপনেরা, অনেকেই তখনো কথা বলতে শেখেন নি।

    তার একটি এপিসোডে একটি খুব রূপসী মেমসাহেবকে দেখিয়েছিলো যিনি ছিলেন আরশুলোঅন্ত প্রাণ। সত্যি। আরশুলো নিয়ে রিসার্চ করেন। ঐ নিয়েই থাকেন। এইরকম।

    আমার খুব মন খারাব হয়ে গেছিলো। এখনো মাঝে মধ্যে সেই এপিসোড মন পড়লে দু চোখ জলে ভরে আসে।
  • Atoz | 161.141.85.8 | ২৪ মে ২০১৭ ০১:০৬677855
  • হয়তো তিনি উর্সুলা। ঃ-)
  • pi | 57.29.131.65 | ২৪ মে ২০১৭ ০৬:২৮677856
  • জোনাকিদের হয়তো ওখানে থাকতে ভালই লাগে। গোবর মানেই কারুর ভাল লাগবেনা, সে ধারণা করে নেওয়াও বাপু আপনাদের রিভার আদিখ্যেতা। তাছাড়া চাড্ডি জোনাকি হলে তো ভাল লাগারই কথা।
  • b | 135.20.82.164 | ৩০ জুন ২০১৭ ১২:০৭677857
  • দাঁত নখ পড়ে গেলে করে দান ধ্যান
    জানাডুতে ঘর বাঁধে কুবলাই খান।
  • Ekak | 52.109.128.157 | ০৩ জুলাই ২০১৭ ০৬:০৪677858
  • নাঘুম্পায়।
  • একক | 53.224.129.62 | ১০ অক্টোবর ২০১৭ ০৪:২০677859
  • একটা পাঁচশো টক দই এর প্যাকেট কিনে টেবিলে ফেলে রাখুন । ফেলেই রাখুন । ফাটবে ।
  • dd | 59.207.61.30 | ১০ অক্টোবর ২০১৭ ০৮:২৯677860
  • এই জবুথবু এঁদো জীবন লইয়া কী করিবো?

    সেই থেকে ইস্টিশনে বসে আছি তো আছিই। এক্কেবারে নিল্লজ্জের মতম। ধুর।

    সম্বলের মধ্যে আদ টিন ঘি, আর একটা লাল গামছা। মশারি নেই,আর থাকলেও পেরেক কোথায়? আর কুড়িয়ে বাড়িয়ে একটা পেরেক যোগাড় হলে দেখি দেয়াল বলতে কিছুই পড়ে নেই।

    বসে থেকে থেকে ...................
  • pi | 57.29.219.144 | ১০ অক্টোবর ২০১৭ ০৮:৫০677861
  • একটা পাঁচশো মিষ্টি দই এর প্যাকেট কিনে টেবিলে ফেলে রাখুন । ফেলেই রাখুন । পিঁপড়ে হবে। হবেই।

    মাথায়ও মাখতে পারেন। তাতেও পিঁপড়ে হবে। হবেই।
  • কান্তবাবু | 116.206.77.81 | ২৩ মে ২০১৮ ০১:২১677862
  • ছোট শহরের বাজারে রাত
    ——-

    হলুদ সবুজ রাতের আলো একলা মাতাল বন্ধ ঝাঁপের পাশে
    রিক্সা ঠেলা মাছের কানকো মজুর মুটে বস্তা টানা লোহার কাঁটা
    পানের দোকান, এফেম বাজবে, মন্দ আলো
    বৃষ্টি কদিন কিংবা গ্রীষ্ম হলুদ আলোয় পুজোর সময়
    দুইচাকাতে একলা সওয়ার কৃতজ্ঞতায় সঙ্গী বৃদ্ধ করুণ চোখের বাতিল কুকুর।
  • dd | 59.205.218.9 | ২৩ মে ২০১৮ ০৮:৫৬677865
  • ওঃ। সে যে কী ভয়ানক দুঃস্বপ্ন দেখে উঠলেম। আপনেরাও শুনুন, তবে ভীতু টাইপের হলে একা একা পড়বেন না।

    দেখি এক ভয়নক প্রান্তর আর হিংস্র একদল সজারু আমায় তাড়া করে আসছে। বাপরে বাপ, কী তাদের বডি ল্যাংগুয়েজ।

    ছুটতে ছুটতে দেখি একটা বাড়ী, সামনে বড় করে লেখা "ইটি শ্বশুরবাড়ী নহে"দরজায় ধাক্কা দিতেই পাশের ছোটো জালনা দিয়ে অনুকূল ঠাকুর মুখ বাড়িয়ে বললেন, "আর কিছু করার নেই। পুরো বর্ণ সংকর হয়ে গ্যাছে। মেডুলা অবলংগটায় পুরো বাইনোমিয়াল থিওরেম ঢুকে পড়েছে। এখন যাও যাও রসাতলে যাও" বলে ঠক জালনা বন্ধ করে পুরো বাড়ী বগলে হাওয়া গেলেন।

    আমি ছুটতে ছুটতে দেখি একটা আখাম্বা গাছ। ধড়ফড় করে উঠতেই দেখি মগডালে মেগাফোন হতে এক রাগী লোক। আমাকে দেখেই কইলেন "এই সেই দেশ। ২০১১ পজ্জন্তো ঘরে ঘরে ঘরে কদবেল আর কামরাঙা হতো, পুকুরে ত্থাকতো গুঁপো চিংড়ী, দেশে শুধু উদবেড়াল আর উটপাখী ছিলো। কোনো সজারু ছিলো না।কিন্তু আপনেরা এসে শাট করে দেশটাকে পাল্টে দিলেন" এইটা বলেই একটা জোরে শ্বাস নিয়ে বললেন "এঃ, মানুষ সেজে আসা হয়েছে বুঝি। গায়ে তো রামছাগোলের গন্ধ ভুর ভুর করছে" বলে আমাকে ধাক্কা মেরে ফেলে দিলেন আর মেগাফোনে একই কথা বলেই যেতে লাগলেন একটানা নামতার সুরে। আমি সেই নামতার ভয়ে আরো জোরে ছুটে গেলাম।

    ওম্মা, দেখি একজন দেড়েল লোক হাসি হাসি মুখে এক হাতে মোমবাতি অন্য হাতে একটা পিয়ানো নিয়ে দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে খুব খুসী হয়ে বললেন " চিন্তার কি? যে আসে আসুক, ক্যাঙারু আসলেই হোলো। টাইপো হওয়ায় ওটা সজারু হয়ে গেছে। আমি এখনই আবার উল্টে দিচ্ছি। তখন খুব মজারু হবে" বলে একা একাই মিছিল করে চলে গেলেন ।

    আর পরিত্রাণ নেই , সজারুরাও ঘাড়ের উপর। তখনই দেখি সামনে এক মহাপুরুষ। আমাকে আশ্বাস দিয়ে বললে "কিসের চিন্তা দাদুভাই ? এই ত্তো আমি আছি"। আমি সহর্ষে চিৎকার কইলাম "আরে এ যে লরেন বাবু"।

    তাতেই ঘুমটা ভেঙে গ্যালো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন