এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • MJAL (মনে যা আসে লেখো )

    একক
    অন্যান্য | ০৮ মে ২০১৫ | ২৪৩০২ বার পঠিত | রেটিং ৫ (৩ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • !! | 134.123.214.139 | ২১ জুলাই ২০১৫ ২২:০৫677699
  • একটা জীবনে এত ভুল করেছি বুঝতেই পারি নি
  • | 77.98.72.126 | ২৩ জুলাই ২০১৫ ১৮:১১677700
  • জীবনে যদি একটা Rewind বাটন থাকতো..সব ভুল গুলো শুধরে নেওয়া যেত!! ঃ))
  • de | 24.139.119.175 | ২৩ জুলাই ২০১৫ ১৮:২২677701
  • কোন ভুল শুধরাতে চাই না - বেশ করেছি ভুল করেছি!
  • | 77.98.72.126 | ২৩ জুলাই ২০১৫ ১৮:২৩677702
  • তাও মন্দ নয় দে!! ঃ))
  • Atoz | 161.141.84.176 | ২৩ জুলাই ২০১৫ ২৩:৫২677703
  • অব তেরা কেয়া হোগা রে কালিয়া।
  • dd | 116.51.137.121 | ২৪ জুলাই ২০১৫ ০৯:০৮677704
  • খুব অহংকারী হবো এরকম একটা সখ ছিলো মনে। বেশ কেউকেটা গোছের লোক। লোকে মান্যি গন্যি করবে। রাস্তা ঘাটে হাঁ করে চে' দ্যাখে, "ঐ জ্জে,ঐ জ্জে" করে ফিস ফাস করে আমাকে দ্যাখায়। এরকম।

    কিন্তু সেরকম কিছু ঘটলো না। ফ্যা ফ্যা করাটা যে এক সুক্ষ আর্ট ফর্ম সেটা বুঝবার সময় এখনো আসে নি। লস ইজ এনটায়ারলি ইয়োর্স।

    কিন্তু কোনো নামজাদা লোকের আত্মীয় বন্ধু ও তো হতে পাত্তেম? দুনিয়াকাঁপানো কোনো লোকের নাম উঠলেই খুব নিস্পৃহ গলায় বলতেম "ও, আমার ভ্যাবলাদার কথা কইছেন বুঝি?" বা সেন্টারের ডাক সাইটে মিনিস্টারের কথা উঠলে হেসে গড়িয়ে পত্তেম "ওঃ। গবুর কথা আর কইয়েন্না। ও তো আমার গিন্নীর পিসতুতো ভাই। দ্যাখা হলেই পিঠে গদাম করে এক কিল মেরে ,'ক্ষিরেঃ শালা" বলে থাকি"। কিন্তু সেরম ও কিসু হোলো না।

    টেনে টুনে কইতে পারি "সৌরভ গাংগুলি? আরে ব্যায়লায় ওর তিন চাট্টে বাড়ীর পরেই একজন থাকতো। সে এখন লুরুতে থাকে। আমার বিশেষ বন্ধু"। ব্যাস। এর বেশী কিছু নয়।

    তো আপ্নেরাই এখোন আমার ভরসা। একটু উঠে পরে লাগুন। লিখুন টিখুন। পুরষ্কার পান। ম্যাগাছেছে,বুকার। অ্যাট লিস্ট। অংকো করে ফাটিয়ে দিন। কেমিস্ট্রিও চলবে। কিছু একটা করে দ্যাখান। বেজায় বিখ্যাতো হন।

    আমি ও বলতে পারবো "ওঃসে আবার সর্ব জন শ্রদ্ধেয় হোলো কবের থেকে? ওকে তো পেঁচো বলে ডাকতাম। খাতির করে প্রতি বিজয়ায় অমাকে একটা লাইক পাঠাতো"। ইঃ ইঃ। কলার তুলে হাঁটতাম। খুব গব্বো হোতো।

    দেখুন, বেশী টাইম নেই। একটু জলদি করুন।
  • sosen | 50.128.208.34 | ২৪ জুলাই ২০১৫ ১০:০৪677705
  • প্রতিবারই। একঘেয়ে। আর কতোদিন?
  • !! | 133.242.242.16 | ২৪ জুলাই ২০১৫ ১৬:০৯677706
  • সেকি মেনে নেবে, আর তো পারি না এই ভাবে চলতে...
  • rabaahuta | 215.174.22.27 | ২৪ জুলাই ২০১৫ ২৩:৩৭677707
  • আমিই ছিলাম হাতের কাছে, যশের কাঙালী। কিন্তু ডিডিদাও কোন সে অজ্ঞাতকূলশীল পেঁচোর খোঁজ করেন খ্যাতির ব্যাপারে। কেন, পেঁচোর থেকে হুতো মন্দ হল কিসে।

    নানা, কথপোকথন করছিনা, এই কথাটাই মনে এল, সিরিয়াসলি।
  • Atoz | 161.141.84.176 | ২৫ জুলাই ২০১৫ ০০:০৬677709
  • যশের কাঙালী শুনেই কেন জানি মনে হল রসের বাঙালী।
    ঃ-)
  • rabaahuta | 114.179.72.200 | ২৫ জুলাই ২০১৫ ০৯:০৮677710
  • কলকাতা তো অন্য লোকের।
    আমার শহর গুটিশুটি লোডশেডিঙের চাদর মোড়া রিক্সা প্রধান
    রেলগাড়িটা দিনের মধ্যে দুয়েকবারই ঘাই মেরে যায়
    উপকন্ঠে। আবোলতাবোল দালানকোঠা মঠ্মসজিদ মর্চে পড়া কামান
    এদিক ওদিক সবুজ সবুজ রাত্রিবেলা বেজায় রাত্রি।
    লম্ফ জ্বেলে গ্রামীন লোকের হাট বসে ফাঁক ফোকর খুঁজে
    মাংসের চাট, ঝাল ছুঁয়ে যায় ব্রহ্মতালু।
    বাড়ি ফিরছে ট্রাফিক পুলিশ, অন্ধকারে
    পানের দোকান। গঙ্গা কিংবা পদ্মা নদী
    এই দিকে নেই। বুঢ়া লুঈয়ের আশীর্বাদী।
    বাঁধের বাঁধন এদিক ওদিক। ঠিক ধরেছো, রবীন্দ্রনাথ
    শহরজোড়া একের থেকে অন্যরকম সকল ঠাকুর
    মুর্তি গড়ার কারিগরে খেয়াল মত, শালপ্রাংশু
    ততটা নন, বেঁটেখাটো, মানুষ যেমন।
    শহর বাড়ছে। উপকন্ঠে, কিনার ঘেঁষে।
    উড়ালসেতু, ঝকঝকে মল, বাড়ছে এবং
    অপর হচ্ছে।
    কলকাতা তো তোমার শহর। আমার কিসে
    উচ্চারনের আড়ষ্টতা, কফি হাউস।
    একটু তবু কিনার ঘেঁষে বসি আরকি
    ঠেলেঠুলে সাইড দিন না, এই যে লোকটা দাঁড়িয়ে আছে।
    আস্তিনে তার গোপন কথা। এই শহরটা আমার নয় তো।
    তোমার শহর। একটু আমি বসে পড়ছি
    আড়ষ্টতা চাপছি আরকি,
    উপকন্ঠে ঘাই মারছে শহর থেকে শহর বদল।
    ফিরছে না কেউ বাড়ির দিকে।
    আলো জ্বলছে সন্ধ্যেবেলা।
  • san | 11.39.34.114 | ২৫ জুলাই ২০১৫ ১০:১৩677711
  • আহা এবং আহা !
  • সিকি | ২৫ জুলাই ২০১৫ ১০:৪৩677712
  • আবৃত্তি করলাম বসে বসে। অপূর্ব!
  • san | 11.39.34.114 | ২৫ জুলাই ২০১৫ ১২:৪৬677713
  • পক্ষীরাজ যদি হবে , তাহলে ন্যাজ নেই ক্যানো ? ক্যানো ? ক্যানো ? :-(
  • dd | 116.51.136.109 | ২৫ জুলাই ২০১৫ ১৭:৪৯677714
  • আপনেরা উত্তেষ্ঠিতো হয়ে যান, জাগ্রতো হন। তারপরে প্রাপ্য বরাণদের ধরে ধরে নিবেদিতো করে ফেলুন।

    আর কতোক্ষণ ? ব্যালা যে বয়ে যায় ল্যালাবাবু।
  • I | 192.66.28.194 | ২৫ জুলাই ২০১৫ ২১:৪০677715
  • আমারে আর চোদ্দ বছর টেইম দ্যান স্যার।
  • dd | 116.51.24.188 | ২৬ জুলাই ২০১৫ ০০:২৭677716
  • বনবাস বনবাস। লম্বা এক দীর্ঘশ্বাস।

    কুসুম,কুসুম, তোমার এলবুমেন নাই কুসুম।
  • Abhyu | 118.85.88.75 | ০২ আগস্ট ২০১৫ ১১:৩৫677717
  • রূপসাগরের অরূপরতন বলে চারটে ক্যাসেটের একটা সেট ছিল, সুচিত্রা মিত্র - সাদার উপরে - একটু নীলচে ছবি - অনেকদিন পরে মনে পড়ল। আরেকটা সেট ছিল আমারে তুমি অশেষ করেছ, সেটাও চারটে ক্যাসেটের। দুটো ক্যাসেটের একটা মাত্র সেট ছিল - আমার মুক্তি আলোয় আলোয়। দেশে সমালোচনা পড়ে বাবাকে বলেছিলাম, সিম্ফোনি থেকে কিনে এনে দিয়েছিল। সেখানেই শুনেছিলাম নৃত্যের তালে তালে। গানের মিসকে শেখাতে বলায় আমাদের পুরো গ্রুপকে শিখিয়েছিলেন গানটা। বাকিরা সবাই বড়ো দিদি, আমি বাচ্চা ছেলে - বললেন অভ্যুদয়ের ঝোঁকের গান।
  • Abhyu | 118.85.88.75 | ০২ আগস্ট ২০১৫ ১১:৪২677718
  • এটা গানের টই নয়, নিজের জন্যেই লিংক দি। ক্যাসেটের ছবিগুলোর জন্যে


  • dd | ২৬ সেপ্টেম্বর ২০১৫ ০৯:১৮677720
  • তো মহতী তর্কসভা থেকে পোদো ঘরে ফিরলে ঠাকুর ব্যাস্ত হয়ে পরেন। "হ্যাঁরে, আমার কথা কেউ কইলো? সবাই খুবসে গালি দিলো বুঝি?"
    পোদো ঠোঁট উল্টে বলে "মোট্টে না। "
    ঠাকুর ছল ছল করে বলেন "কিন্তু বিপুল? বিপুল তো সবাইরে গালি দেয়?'
    "এইবার ও দিসে"পোদো জানায় "তিন চাট্টে ভাষায় গালি দিসে ব্যাবাক লোকেরে। একজনকে তো অংক কষে গালি দিলো। কিন্তু তোমার নাম ই নেয় নাই"।

    "আর পাচু " খুব ল্যাখে ট্যাখে? তোরে তো কইলাম একটু আলাপ করবি।"
    "করিচি তো। তোমার নাম নিতে একেবারে আশ্চয্যি হয়ে কইলেন,আরে উনি ই বছর তিনেক আগে একবার মারা গেছিলেন না?বলেই হন হন করে চলে গেলেন"

    "কিন্তু খাইয়েছে ভালো।" পোদো জানায়। ছোটো ঢেঁকুর তোলে।

    বিমর্ষ ঠাকুর বলেন "দেখবি, তুই দেখবি। একদিন ঘরে ঘরে লোকে আমায় নিন্দে মান্দো করবে। বাংলার ঘরে ঘরে আমার নামে শাপ শাপান্ত হবে।" তখন সাঁঝের বেলা। তাই উড়ন্ত দুটি বাদুর দেখেই তিনি এলিয়ে পরলেন।
  • i | 134.171.13.42 | ২৬ সেপ্টেম্বর ২০১৫ ১১:১৫677721
  • সেই মুহূর্তে বিপুল ও পাচু র আত্মাদ্বয় বাদুড় রূপ ধারণপূর্বক উড়ে যাচ্ছিল। মহতী তর্কসভার শেষে খাদ্যে বিষক্রিয়া। ঠাকুরের কৃপায় পোদো বেঁচে গিয়েছিল। তদন্ত চলছে।
  • 00. | 176.216.165.91 | ২৬ সেপ্টেম্বর ২০১৫ ২০:০৭677722
  • আচ্ছা, দুরাদয় ইত্যাদি তে একটা ত্বণ্ণী ছিল কি কোথাও?
    কোথায় যে পাই!
    স্বগতোক্তি।
  • dd | ২৬ সেপ্টেম্বর ২০১৫ ২১:২১677723
  • হ্যাঁ হ্যাঁ`, তাল তমাল এরা তখন তন্বী ছিলেন।

    অনেকদিন আগের কথা। কিন্তু আমি সাক্ষী আছি।
  • TB | 118.171.131.187 | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ০২:৪০677724
  • ঠিকই তো।
    নিভস্যতন্বীতমাল
  • Atoz | 161.141.84.176 | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ০৪:০৮677725
  • বনরাজিনীলার সঙ্গে তাল আর তমাল এই দু'জনেরই গভীর প্রেম ছিল। কিন্তু কোত্থেকে ঝড়ের মতন লবণাম্বুবাবু এসে বনরাজিনীলাকে হাইজ্যাক করে নিয়ে যান।
    ঃ-)
  • TB | 118.171.131.189 | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ০৪:৪৮677726
  • ইনটারেস্টিং।
    তন্বী তো ফেমিনিন শব্দ, না কি! চিন্তায় আছি।
  • TB | 118.171.131.189 | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ০৪:৫২677727
  • মানে, ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গ এঙ্গেল দিয়ে ব্যপারটা ভাবা হয় নি আগে!
  • dd | ২৮ সেপ্টেম্বর ২০১৫ ১১:১১677728
  • একজন লোক মানে এক ব্যক্তি জঁগলে বেড়াতে গেছিলেন ক্যামেরা ট্যামেরা নিয়ে। কিন্তু একটু উদাস প্রকৃতির মানুষ হওয়ার ফলে বেমালুম রাস্তা ভুলে একেবারে বেধড়ক হারিয়ে গেলেন।

    সেই বনটির দুর্নাম ছিলো। সামান্য পাখ পাখালি ও দু একটি গুবড়ে পোকা ছাড়া বিশেষ ওয়াইল্ড লাইফ নেই কিন্তু প্রচুর ভুত আছে। এইরকমই লোকে বলতো। উক্ত ব্যাক্তি অতঃপর রাস্তা হাড়িয়ে ক্লান্ত ঘর্মাক্ত ও বিপুল ক্ষুধার্ত্ত হয়ে এক গাছের নীচে বসে পরেন।তার ইচ্ছা করছিলো কেমেরার চামড়ার কেসটাই চিবিয়ে খেয়ে ফলতে।

    ইদিকে হু হু করে সন্ধ্যা নেমে আসলো। ঘুট ঘাট অন্ধকার। মিট মিটে চাঁদের আলোয় আরো আরো সব আবছায়া কুয়াসা কুয়াসা।

    চাদ্দিক থেকে ভুতেরা তাকে ঘিড়ে ধরলো। দুটি নিঃশব্দ অশরীরি বাদুর উড়ে বেড়াতে লাগলো। একটি উল্লুকের ভুত গাছ থেকে মুখ বাড়িয়ে ভেংচে দিলো। একটি প্যাঁচার প্রতে হুঃ হুঃ করে অপার্থিব ডাকতে লাগলো। চারদিকে সর সর খর খর করে ভুতালো শব্দ।

    ব্যক্তিটি ব্রহ্মা,বিষ্ণু স্মরণ করতে গিয়ে টের পেলো যে সে মোটেই সংস্কৃত জানে না। অগত্যা কিছু লোকাল দেবতা যেমন ইতু ঘেঁটু ওলাইচন্ডী রাধে মাকে প্রানপনে ডাকতে লাগলো।

    ঠিক এইক্ষনেই এক দমকা হাওয়ার সাথে এক বেজায় বেঘো ভুত সামনে এলো। ডোরাকাটা। ল্যাজ ফর ফর করছে। দাঁতের থেকে আলো ছিটকাচ্ছে। বিরাট হলদেটে চোখ দুটো দপ দপ করছে মেগা জোনাকীর মতন। এক ভয়ংকর দৃশ্য।

    সে সময়েই তার (সেই ব্যক্তিটির)হার্টফেল হয়ে ভুতের দলে মিশে যাওয়ার কথা। কিন্তু এক টেকটিকাল ব্লান্ডার ঘটে গেলো। আরেক ভুত বন মোরোগ সেজে তার সামনে খট মট করে হেঁটে গেলে উক্ত ব্যাক্তিটি ক্ষিদের চোটে বাকী সব ভুলে গিয়ে লালে ঝোলে একসা হয়ে গেলো। ঠাকুরের নাম না জপে নানান রেসিপির কথা ভাবতে লাগলো। তার জামা লালে একেবারে ভিজে গেলো।

    ভুতেরা অত্যন্ত অপমানিত বোধ করে তাকে ছেড়ে চলে গেলো। সকাল হলে লোকটি সেই ব্যাক্তিটি ডিম ভাজার গন্ধ শুঁকতে শুঁকতে বেস ক্যাম্পে পৌঁছে গেলো। বাব্বা।
  • নেতাই | 169.245.48.100 | ২৮ সেপ্টেম্বর ২০১৫ ১১:২৬677729
  • ঃ))
  • TB | 118.171.130.186 | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ০২:৫৫677731
  • যত্তোসব গাঁজাখুড়ি গপ্পো!
    ভূতেরা মোটও অতো বোকা নয়! তারা ককখোনো চরম মূহুর্তে ওরোম মিস্টেক করে না! কি হি ই যে বলেন আপনারা সব! জেবনে ভূত দেখেন নি না কি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন