এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • MJAL (মনে যা আসে লেখো )

    একক
    অন্যান্য | ০৮ মে ২০১৫ | ২৪২২৭ বার পঠিত | রেটিং ৫ (৩ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 118.85.88.75 | ২৬ মে ২০১৫ ০০:৫৩677632
  • হে আমার আমেরিকাবাসী ভ্রাতা ও ভগিনীবৃন্দ - কাঁচা লঙ্কা তথা থাই চিলিস নিয়ে ভাববেন না। কোরীয়ান দোকানে ফ্রোজেন থাই চিলিস পাওয়া যায় - দুশো গ্রাম একটাকা ত্রিশ পয়সা।

    আটলান্টায় হোয়া বিন সুপারমীর্কেটে পাবেন https://plus.google.com/118343229277741045446/about?gl=us&hl=en

    স্যাক্রামেন্টোতে গোল্ডস্টার সুপারমার্কেট https://plus.google.com/102285489548604081408/about?gl=us&hl=en

    শিকাগো বা হিউস্টনের লোকেরা তো বাগানেই ফলান, তাঁদের চিন্তা নেই। আমি ফ্রেশ কিনে ডীপ ফ্রিজে ভরতাম, না হয় ওরাই ভরে দিয়েছে :)
  • aka | 81.12.161.48 | ২৬ মে ২০১৫ ২২:৫৮677633
  • সবশেষে বড় ঘুম পায়।
  • Atoz | 161.141.84.175 | ২৭ মে ২০১৫ ০১:০৩677634
  • হোয়া বিন শুনলেই মনে হয় কেউ বাঙাল উচ্চারণে সোয়াবিন বলছে। ঃ-)
  • S | 160.148.14.8 | ২৭ মে ২০১৫ ০১:০৭677635
  • দেশি/থাই কাঁচা লন্ঙ্কার জন্যে অত খাটনি পোষাবে না। বেঁচে থাকুক হ্যালোপিনো আর সেরেনো।
  • Arpan | 125.118.62.169 | ২৭ মে ২০১৫ ০১:১৫677636
  • হায়, হলধরদের দেশে বিগবাস্কেট নাই।
  • S | 160.148.14.8 | ২৭ মে ২০১৫ ০১:২৯677637
  • বিগবাস্কেট কি জানতাম না। দেখে নিলাম। আর হলধরদের দেশ মানে কি আমেরিকা ? আমেরিকায় অনলাইন গ্রসারি নেই???? এতো দেখছি সেই ইন্দ্রনীলের গান - লোকে দূরের বলাকা শুনে বলে ইন্দ্রনীলের গান।
  • 4z | 208.231.20.20 | ২৭ মে ২০১৫ ০১:৩০677638
  • হলধরদের দেশ বলতে কি শুধু আম্রিগাই বোঝানো হচ্ছে? তাইলে ঠিক আছে।
  • Atoz | 161.141.84.175 | ২৭ মে ২০১৫ ০১:৪১677639
  • তবে জলধর? সে কে?
  • | ২৭ মে ২০১৫ ২৩:২০677640
  • লোকে ক্লেন এত ছবি তোলে খচাৎ খচাৎ করে? যে সব ছবি কোনোদিন কোত্থাও দেখা যায় না সেসব ছবি ওঠে কেন?
  • 4z | 208.231.20.20 | ২৭ মে ২০১৫ ২৩:২৫677643
  • আতাক্যালানে কি আতা গাছে হয়?
  • ? | 75.216.222.3 | ২৮ মে ২০১৫ ০০:০৭677644
  • সেকি লোকটাকে নাকচ-ই করে দিল? বাস্তব কি আর সিনেমার মত হয়?
  • | 213.132.214.155 | ২৮ মে ২০১৫ ১৪:২৯677645
  • ঘুম পেলেই ঘুমোবে।

    কারন হচ্ছে কবি বলে গেছেন "sleeping is the beauty of life"
  • | 213.132.214.155 | ২৮ মে ২০১৫ ১৪:৪১677646
  • এই গরমের সময় ছোটবেলার গরমের ছুটি টা বড় মিস করি।

    তখন ছুটি শুরু হলেই আমরা মামার বড়ি যেতাম। আমার মামার বাড়ি ছিল হুগলী জেলার এক প্রত্যন্ত গ্রামে। ট্রেনে তারকেশ্বর অবধি গিয়ে তারপরে বাসে করে যেতে হত।

    মামার বাড়ির অনেক আকর্ষন। প্রথম কথা পড়াশুনার কোন বালাই নেই। মা চেষ্টা করলেও মামা দের ধরে উদ্ধার পাওয়া যায়।দ্বিতীয়্তঃ বাড়ির পুকুরে ঘন্টার পর ঘন্টা কাটনো আর সাঁতার শেখার ব্যর্থ চেষ্টা। তারপরে মাঝে মাঝে বড়মামা বা ছোটমামার সঙ্গে মাছ ধরতে যাওয়া। নিঝুম দুপুরে ফাতনায় চোখ রেখে অনন্ত প্রতীক্ষা। আর মামাদের ছিল বেশ কয়েকটা আমগাছ। পেয়ারফুলি ,ল্যাংড়া ইত্যাদি ছিল। তবে স্মৃতিতে এখন ও তাজা বাড়ির ঠিক পাশে হিমসাগর আমের গাছ টা। তাতে যে কত আম হতো তার ইয়ত্তা নেই। ঝড়ে র সময় কখনো আম কুড়িয়েছেন? আহা কীসব দিন ছিল....
  • Abhyu | 118.85.88.75 | ২৯ মে ২০১৫ ১২:৪৯677647
  • অনেক কিছুর পরেও মনে হয় রবীন্দ্রসঙ্গীতই আমার সবচেয়ে ভালো লাগার জিনিস।
  • d | 144.159.168.72 | ২৯ মে ২০১৫ ১৪:৫২677648
  • ঘ্র্যাঁও ঘ্র্যাঁঅ্যাঁঅ্যাঁও ঘ্র্যাঁঅ্যাঁঅ্যাঁওওও`
  • sosen | 212.142.95.221 | ২৯ মে ২০১৫ ১৮:৪৩677649
  • ভাবি সুতো ছিঁড়ব। ভাবি জীবনে একবারের জন্য ভাবব না কারোর অসুস্থতা, কারোর অসভ্যতা,কারোর অসফলতার জন্য আমি-ই দায়ী। একদিন নিজের খুশির রাস্তায় হেঁটে যাবো পিছুটানহীন।
    পারি না। দায় নিতে নিতে একদিন নিজেই অসফল হই, নিজেই অসুস্থ হই, শেষ অব্দি পালানোর পথ খুঁজে পাই না। অথচ বেঁচে থাকা যে কি ভীষণ দরকার!
  • T | 24.139.128.15 | ২৯ মে ২০১৫ ১৯:৩৮677650
  • পাতা ঢেকে যায় প্রজাপতি
    ছায়া ঢাকে আবছায়া আলো
    শেষ ট্রেনে কেউ হাঁটে একা
    কেউ শেষ ট্রেনটা ফেরালো।
  • Atoz | 161.141.84.175 | ৩০ মে ২০১৫ ০৬:৩৮677651
  • কিছুই লিখতে পারি না। চারিদিকে সাদা দেওয়াল, উঁচু উঁচু দেওয়াল। দেওয়ালের উপরে সান্ত্রীরা ঘোরে, তাদের হাতে বন্দুক, চোখে লোহিতবর্ণ নিষেধাজ্ঞা।
  • kumu | 132.161.244.224 | ৩০ মে ২০১৫ ২০:১৫677652
  • "গাব্বুই গাব্বুর জন্য লিখে যায় গাব্বু-গাব্বু অসংখ্য কবিতা।
    গাব্বুই গাব্বুর সব ভাই-বন্ধু বড় বাবু মাতা কিংবা পিতা।
    গাব্বুর কিছুই নেই শুধু আছে গাব্বু গাব্বু অসংখ্য কবিতা।
    গাব্বুই গাব্বুর জন্যে রেখে যায় গাব্বু-গাব্বু অসংখ্য কবিতা।"

    তারাপদ রায়।
  • Abhyu | 118.85.88.75 | ০১ জুন ২০১৫ ১২:২৭677654
  • ডাঁশা লোকের এই কচি মনে দাগা পড়া আর নেওয়া যাচ্ছে না বাপু।
  • Ekak | 24.99.134.194 | ০১ জুন ২০১৫ ২২:৪১677655
  • খানদুই ল্যাম্পপোস্ট উপ্রে জুড়ে নিলে ভালো ওয়াকিং স্টিক হতে পারে । ট্রান্সফরমার দেখলেই খুঁচিয়ে দাও ।
  • Div0 | 132.172.250.217 | ০২ জুন ২০১৫ ০০:২৪677656
  • "I had to close down everything / I had to close down my mind
    Too many things could cut me / Too much can make me blind
    I've seen so much in so many places
    So many heartaches / So many faces
    So many dirty things / You couldn't even believe
    ...
    I would stand in line for this
    There's always room in life for this"

  • Ishan | 214.54.36.245 | ০২ জুন ২০১৫ ২২:৩৬677657
  • আমাদের পাড়ায় নাকি খুন হয়েছে। কাল সকালেই খবরটা শুনেছিলাম। টিভিতে। ফিরে জানলাম কোনের দিকে একটেরে যে বাড়িটার পাশে একটা লাল বার্ন আছে, সেখানে। বড়ো ভাইকে খুন করেছে ছোটোভাই। ছুরি দিয়েই বলল মনে হয়। হাইস্কুলের ছেলে। শান্ত, পড়াশুনোয় ভালো, বদকম্মের কোনো রেকর্ড নেই। কী হয়েছে কিছুই জানিনা। কিন্তু দিনের শেষে আমি ওদের বাপ-মার কথা ভাবলাম একটু।
  • a x | 138.249.1.198 | ০৮ জুন ২০১৫ ২০:৫৯677658
  • গত দুদিন ধরে কেবলই মাথার ভেতর চলছে "নেই তাই খাচ্ছ, থাকলে কোথায় পেতে?"
  • aranya | 154.160.226.93 | ০৮ জুন ২০১৫ ২১:০২677659
  • জীবনে ভালবাসা ছাড়া কিছু নেই। মানুষের প্রতি ভালবাসা, এই জীবজগৎ, প্রাণী, উদ্ভিদ, প্রকৃতি
  • dc | 116.208.213.66 | ০৮ জুন ২০১৫ ২১:৫৬677660
  • কতো কিছু যে ভুল জানি! যতো দিন যাচ্ছে ততো ভুল আবিষ্কারের সংখ্যা বাড়ছে।
  • Bratin | 122.79.38.149 | ০৮ জুন ২০১৫ ২২:৩৫677661
  • আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো,
    হারিয়ে যাবো আমি তোমার সাথে।
  • dc | 132.164.220.125 | ০৯ জুন ২০১৫ ১৯:২৬677662
  • আজ একটা মি পাওয়ার ব্যাংক কিনলাম Xiaomiর ফ্ল্যাশ সেল থেকে। এই সেলগুলো দশ থেকে কুড়ি সেকেন্ডে শেষ হয়ে যায়, তাই আগে থেকে কিছু প্রস্তুতি নিতে হয়।

    দিন পনেরো আগে এন্ডিটিভি তে সেলটার খবর দিয়েছিল। তখন সাইটে গিয়ে অ্যাকাউন্ট বানিয়ে বাড়ির অ্যাড্রেস দিয়ে রেখেছিলাম।

    আজ দুপুর দুটো থেকে সেল। পৌনে দুটো থেকে মোবাইল অফ করে দিলাম, টিমের ছেলেদেরও বলে দিলাম কেউ কোন কারনেই যেন ডিস্টার্ব না করে। ল্যাপটপে ফায়ারফক্সে সাইটের একটা উইন্ডো খুললাম, ক্রোমে আরেকটা। দুটোতেই লগইন করে অ্যাড্রেস চেক করে নিলাম। স্প্লিট উইন্ডো করে নিলাম।

    ১ঃ৫৫ থেকে লম্বা করে শ্বাস নিয়ে ছাড়তে লাগলাম। মন শান্ত, আঙ্গুল মাউসে। স্নাইপাররা গুলি ছোঁড়ার ঠিক আগে এরকম টেকনিক ইউস করে।

    ১ঃ৫৮ থেকে দুটো উইন্ডো বারবার রিফ্রেশ করতে লাগলাম। মন শান্ত। ঠিক দুটোয় "অর্ডার" বাটন লাইভ হলো, ক্রোমে প্রথম অর্ডার বাটন টিপলাম, তারপরেই ফায়ারফক্সে। ক্রোমে চলে এলাম, পরের স্ক্রিনে গিয়ে অ্যাড্রেসে ক্লিক করে "অর্ডার নাউ"তে চলে গেলাম। একটা ছোট্ট উইন্ডো খুলে গেল, লেখা "ইউ আর ইন কিউ"। ফায়ারফক্সে চলে গেলাম, একইভাবে অ্যাড্রেস সিলেক্ট করে "অর্ডার নাউ"। সঙ্গে সঙ্গে পেমেন্ট অপশানে চলে গেল, COD তে ক্লিক করে "অর্ডার" এ ক্লিক করে দিলাম। দেখলাম কোন রেসপন্স নেই। ক্রোমে ফিরে এলাম, দেখি পেমেন্ট অপশনে চলে গেছে। COD এ ক্লিক করে "অর্ডার" এ ক্লিক করে দিলাম, কারন ফায়ারফক্সে তখনো রেসপন্স আসেনি। ক্রোমে কিন্তু দু সেকেন্ডের মধ্যে পেজ রিফ্রেশ হয়ে গেল, দেখালো অর্ডার কনফার্মড। সাথে সাথে ইমেলও চলে এলো। নিঃশ্বাস ছাড়লাম, ফোন অন করলাম।

    ফায়ারফক্সে এসে উইন্ডোটা ক্যান্সেল করে দিলাম। তারপর আবার ওদের সাইটে গিয়ে লগইন করলাম। দেখি পাওয়ার ব্যাংকের স্টক শেষ। যদ্দুর মনে হলো, অর্ডার করার জন্য তিরিশ সেকেন্ড মতো সময় পাওয়া গেছে।

    এখন আমার অ্যাকাউন্টে দেখাচ্ছে অর্ডার শিপ করার জন্য রেডি। মন শান্ত।
  • | 77.98.72.126 | ০৯ জুন ২০১৫ ১৯:৪২677663
  • জ্জিও dc ঃ))
  • san | 11.39.34.248 | ১০ জুন ২০১৫ ১৮:৫০677665
  • সমস্ত কিছু উড়ে-পুড়ে যায় , খালি ছোটোবেলাটাকে কেউ কেড়ে নিতে পারে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন