এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • MJAL (মনে যা আসে লেখো )

    একক
    অন্যান্য | ০৮ মে ২০১৫ | ২৪২০৯ বার পঠিত | রেটিং ৫ (৩ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sinfaut | 11.39.60.115 | ২২ মে ২০১৫ ০৯:৩৭677599
  • এমজাল যা করতে পারলোনা বিলো দ্য বেল্ট তা করে দেখাল।
  • - | 109.133.152.163 | ২২ মে ২০১৫ ১১:০০677600
  • মন নাভির নীচে মানে বিলো দ্য বেল্ট থাকলে যা হয় আর্কি ঃ-)
  • achintyarup | 233.176.46.187 | ২২ মে ২০১৫ ১৪:১০677601
  • ২১ বছর বয়েস। অন্যদের মতো নয়। অটিস্টিক, তাই ওর কোনো বন্ধু নেই। হাউসিং কমপ্লেক্সের চত্বরে দৌড়োদৌড়ি খেলাধুলো হয়, ওরও খেলতে ইচ্ছে করে। ছেলেমেয়েরা ওকে নিয়ে টিটকিরি দেয়। তারপর কারও মাথায় একটা বুদ্ধি আসে। পাশে রাখা ছিল সাইকেল, বলে তুমি এই সাইকেলে চড়ে কতবার পুরো কমপ্লেক্সটায় চক্কর মারতে পারো দেখি, তারপর ঠিক করব তোমায় খেলতে নেব কিনা। প্রচণ্ড রোদের মধ্যে ও সাইকেল চালাতে থাকে। ঘণ্টা পেরিয়ে যায়, তাও। চালাতেই থাকে। তারপর প্রচণ্ড খিঁচুনি হতে হতে। অজ্ঞান হয়ে পড়ে যায় এক সময়। অন্যেরা চলে যায়
  • kumu | 69.178.40.90 | ২২ মে ২০১৫ ১৬:১০677602
  • কেউ বা তোমায় ভালোবাসে
    কেউ বা বাসতে পারে না যে,
    কেউ বিকিয়ে আছে, কেউ বা
    সিকি পয়সা ধারে না যে,
    কতকটা যে স্বভাব তাদের
    কতকটা বা তোমারো ভাই,
    কতকটা এ ভবের গতিক—
    সবার তরে নহে সবাই।
    তোমায় কতক ফাঁকি দেবে
    তুমিও কতক দেবে ফাঁকি,
    তোমার ভোগে কতক পড়বে
    পরের ভোগে থাকবে বাকি,
    মান্ধাতারই আমল থেকে
    চলে আসছে এমনি রকম

    তোমারি কি এমন ভাগ্য
    বাঁচিয়ে যাবে সকল জখম!
    মনেরে আজ কহ যে,
    ভালো মন্দ যাহাই আসুক
    সত্যেরে লও সহজে।
  • achintyarup | 233.176.46.187 | ২২ মে ২০১৫ ১৬:২৩677603
  • কুমুদিটা ভারি মিট্টি
  • a x | 138.249.1.202 | ২২ মে ২০১৫ ১৯:২৭677605
  • আজ সকালে দেখলাম, এতদিনে সূর্যটা ঘুরতে ঘুরতে আমার ঐ কোনার জানলার খড়খড়ির ফাঁক দিয়ে মেঝেতে পড়ছে গোল গোল আলোর বৃত্তে। সেই ঠিক যেমন আমাদের বাড়িতে বাবা-মার ঘরের দেওয়ালে পড়ত, ঘুলঘুলির ফাঁক দিয়ে।
    বাবা বলত ঐ দেখ সিনেমা।
    আমি হাঁ করে দেখতাম, মাঝে মাঝে বাইরে গাছের পাতা নড়লে, আবছা কোনো ছায়া মত সরে গেল যেন। আস্তে আস্তে আলোর দিক বদলালে, আলোর আকার বদলে যেত। সিনেমা।
    আমি মেয়েকে ডেকে বললাম, ঐ দেখ, সিনেমা।
    সিনেমা? ওয়াট'স সিনেমা? আরে মুভি! মুভি? দেয়ার'স নো মুভি। ইউ মিন গ্লিটার্স?
  • | ২২ মে ২০১৫ ২২:৩৭677606
  • লোকে কিনা ভাল ভেবে পরিস্কার করার জন্য বাক্স খোলে, বাক্সের ডালা সরায়, আর অমনি তার ভেতর থেকে ঝাঁকে ঝাঁকে পোকা ইঁদুর বেরিয়ে এসে হুটোপাটি লাগিয়ে দেয়।
    নোংরায় ভরে যায় ঘরদোর উঠোন বারান্দা
  • Abhyu | 118.85.88.75 | ২২ মে ২০১৫ ২২:৩৯677607
  • খোলা বারান্দায় ইঁদুর থাকতে পারে না, আবার লুকোনোর অন্য জায়গা খুঁজে নেয়।
  • - | 109.133.152.163 | ২২ মে ২০১৫ ২৩:০২677609
  • এই মনে আসা কথাগুলির দ্বিতীয় অর্থ সাব আইকিউ লোকেরা বুঝতেই পারবে না ঃ-)
  • mumu | 219.20.111.1 | ২২ মে ২০১৫ ২৩:৪৫677610
  • তাদের বোঝাবার জন্নই এক্ষ্প্লনেসান এর টই খোলা হোয়েচে তো
  • I | 120.224.203.139 | ২৩ মে ২০১৫ ০০:০৯677611
  • ভদ্রমহিলা আই এ এস প্রিলিমস্‌- এ বসেছিলেন। সাব আই কিউ কি? তাঁর মেয়ের অ্যানিমিয়া হয়েছে বলে আয়রন সিরাপ না খাইয়ে লোহার তালা-চাবি চোষাচ্ছেন। অন্যদেরও এতে উৎসাহ দেন। তাই শুনে খুব খ্যাক খ্যাক করে হেসেছিলাম। অলক্ষ্যে যে রাম শন্নাও হাসছেন, টের পাইনি। পালাতে চাই।
  • anandab | 60.46.163.198 | ২৩ মে ২০১৫ ০৬:১৯677612
  • বেশ কিছুদিন আগে এখানে শুদ্ধসত্ত (নামটা মনেহয় ঠিকই বলছি) মহাভারত নিয়ে একটা লেখা শুরু করেছিলেন, খুব আগ্রহ নিয়ে পড়ছিলাম কিন্তু সেটা আর শেষ হল না, কে জানে উনি আর লিখবেন কিনা
    যদি কোথাও বই হিসেবে পাওয়া যেত তাহলেও বেশ হত
  • | ২৩ মে ২০১৫ ১৬:০৫677613
  • ড্যাননের মিষ্টি দইটা তো দিব্বি খেতে
  • সিকি | ২৩ মে ২০১৫ ২০:০৬677614
  • খুব সহজ তোমার সঙ্গে আচমকা দেখা হওয়া
    দু'-দণ্ড দাঁড়িয়ে কথা, তোমার আমার কথা, দূঃখসুখ
    অর্ধেক না শুনে, আরও যা সহজ, নিছক সান্ত্বনা দেওয়া
    বিষণ্ন দুচোখে চোখ, বিধ্বস্ত দু কাঁধে হাত রেখে অকৃত্রিম ছোঁয়া
    যদিও দুজনে জানি কিছুই হবে না ঠিক, বরং সহজ ভাবা
    এর চেয়ে আরও বেশি দুর্দিন সামনে আছে, আগামীর দিনে।

    যা খুব সহজ নয়, এই যে ক্রমশ ডুবে যাচ্ছি, খাচ্ছি হাবুডুবু
    বাইরে সমুদ্র-ঢেউ, ভিরতেও অস্থিরতা, এলোমেলো ধাক্কা দেয় বুকে
    আমরা সান্ত্বনা দিই পরস্পর, চোখে চোখ, কাঁধ ছুঁয়ে যাই
    অথচ বুঝি না, জল বোকা করে রাখে আমাদের, রেখেছে এভাবে
    যখন হাত-পা ছুঁড়ি হয়ে যাই একা, কেউ কারু হাত ধরি না কখনও --
    জানলার ঘষা কাঁচে ওপাশে কুয়াশা, ভোররাতে টেলিফোন ডাকে
    বেয়ারিং হয় চিঠি, রাস্তা থেকে উড়ে আসে আর্ত চিৎকার ...
    সমস্ত মিলিয়ে শুধু শুনি নিজের গলার স্বর, আর্তনাদ
    নাভি থেকে উঠে আসা শব্দের তরঙ্গ, ভয়, চেনা ও অচেনা।

    খুব সহজ তোমার সঙ্গে আচমকা রাস্তায় দেখা হওয়া
    ভাল নেই, তবু দ্যাখো পরস্পর সহজেই বলতে পারি না, ভাল নেই।

    (ভাল আছি / প্রদীপচন্দ্র বসু / দেশ / ৩ এপ্রিল ১৯৯৯)
  • 4z | 79.157.80.175 | ২৩ মে ২০১৫ ২০:৫৩677615
  • সিস্টেমকে যদি ম্যানিপুলেট না করতে পারলাম তাহলে আর সিস্টেমে থেকে লাভ কী?
  • I | 120.224.203.159 | ২৩ মে ২০১৫ ২১:৩৭677616
  • গ্রাম থেকে আসা ফ্রেশ বেশ্যাদের শরীর গাটাপার্চা দিয়ে তৈরী। অস্থিসন্ধিদের যেমন খুশী বাঁকানো যায়।এরিক নিউবি ভারতবর্ষ নামের দেশ নিয়ে লিখতে গিয়ে খালি খালি মেলানকলি শব্দটির ব্যবহার করেন।
  • I | 120.224.203.159 | ২৩ মে ২০১৫ ২২:২৬677617
  • আরো শান্ত হতে হবে। নত হতে হবে।
  • | ২৩ মে ২০১৫ ২২:৪১677618
  • মেয়েটা রোজ দুপুরে আসে, চুলে একটা সাদা ফিতে দিয়ে ফুল করা, শ্যাওলা রঙের মোটা কাপড়ের কোট হাঁটু পর্যন্ত, তার নীচে তুঁতে রঙের থান শাড়ী, ছোট্ট এইটুকু মুখ, কপালের বেশীটাই ঢাকা লালচে সোনালীমত চুলে, নীচে একটা ছোট টিপ, সোয়েটের নয়। বড় একটা সবুজ রঙের চল্লিশ লিটারের প্লাস্টিকের বালতি নিয়ে ঘুরে ঘুরে ডেস্কের তলার ছোট বিনগুলো থেকে উপুড় করে ময়লা, কাগজের টুকরো বিস্কুটের চিপসের খালি প্যাকেট ঢেলে নিয়ে যায়। একই আইল দিয়ে বারবার ঘুরেঘুরে আসে, বারবার ময়লা নিতে চায় ---- যতবার বলি এইমাত্তর নিয়ে গেলে যে! ---- কেমন অবাক বিস্ময়ে আমার দিকে তাকায় ---- ভাব দেখায় সদ্য এইতো এল্তো এলো এখানে! --- আবার বলি , আবার তাকায়, ওপরে এসির ডাক্টের দিকে তাকিয়ে কী যেন দেখে ---- আচ্ছা ও কি ঐ ক্ষুদে ক্ষুদে করে লেখা এসির নাম্বারটা পড়তে পারে? ও কি পড়তে পারে? অবাক মুখে পাশের ক'মিনিট আগে ঘুরে যাওয়া পাশের আইলটায় চলে যায় ---- আবার কেউ বলে 'আব্‌ভি তো ---' পরের কথাগুলো শোনা যায় না -----

    এখন তো এইরকম ফিতে দিয়ে চুলবাঁধা দেখা যায় না! একদিন ওকে জিগ্যেস করব ফিতের কথা।
  • I | 233.176.60.218 | ২৪ মে ২০১৫ ০০:০১677620
  • কেউ আর আসে না এখানে। শুকনো খরখরে হয়ে আছে । চিট ধরা ময়লা। কারো কোনো অনুতাপ নেই অবশ্য। বটগাছের গায়ে আটকানো কাঠের বেঞ্চিটা শুধু রয়ে গেছে। ভুলো কুকুরটা লেড়ো বিস্কুটের লোভে লোভে দু এক চক্কর ঘুরে যায়।অভ্যেসও হতে পারে।
  • I | 233.176.60.218 | ২৪ মে ২০১৫ ০০:০৮677621
  • সিকির কবিতাটা!
  • kumu | 11.39.34.121 | ২৪ মে ২০১৫ ০৮:২০677622
  • রোব্বারের সকাল।
    বারান্দার টবে একটা ছোট্ট সাদা ফুল লাজুক মুখে মিটিমিটি হাসে।ওর নাম দিলাম মধুরা।
  • sosen | 212.142.69.19 | ২৪ মে ২০১৫ ১৩:১৮677623
  • বড্ড চিন্তা হয়।
  • I | 192.66.62.152 | ২৪ মে ২০১৫ ১৩:২৩677624
  • এদিকে প্রীতি জিন্তা আর হয় না। মাঝবয়সও পেরিয়ে গেল নাকি?
  • | ২৪ মে ২০১৫ ২০:৫৭677625
  • কাসারসাই লেকের জলের লেভেল নেমে গেছে তাই জলের ট্যাঙ্কার অনিয়মিত। লেকের পাশে বসবাসকারী জায়ান্ট টিকিগুলোর খবর অবশ্য কাগজে ছিল না। এক্সিট গেটের মহিলা গার্ড কলিং বেল বাজিয়ে ফ্রীজের জল চায়, জল ভরে দিলে ইতস্তত করে জানতে চায় একবার একটু বাথরুমে যেতে পারে কিনা, ঠান্ডা জলে খলবলিয়ে হাত পা ধোয়ার তেষ্টা ওর হাতে পায়ে মুখে গলায়।
    গরমটা বেশীই পড়েছে।
  • dd | 132.171.64.103 | ২৪ মে ২০১৫ ২২:৫১677626
  • নেভার। মানে কক্ষনো না।
  • sosen | 212.142.69.19 | ২৪ মে ২০১৫ ২২:৫৮677627
  • সেই সব পেপারওয়েটগুলো আর হয়না। কাঁচের মধ্যে বাড়ি, মেঘ, হাত ধরাধরি। কাঁচের মধ্যে দিয়ে একটা এস্ক্যালেটর উঠে যায়। তখন কলকাতা ইন্টারন্যাশনালে চারটে গেট, দুটোতে লাগানোর সিঁড়ি নেই। পানের পিক। সুটকেস তুলে দিয়ে ডলারের জন্য হাত বাড়ায়। কাঁচের মধ্যে এখন ঐসব। বুদবুদ। মাথায় জমতে থাকা সাদা আঠালো প্রোটিন।
  • Ekak | 24.96.20.120 | ২৫ মে ২০১৫ ০৫:৪৮677628
  • ধুর্ধুর্ধুর
  • I | 120.224.200.88 | ২৫ মে ২০১৫ ২১:৫০677629
  • হেলায় ফেলায় একটা কুমড়ো চারা হয়েছে। জানাডু'র টবে। টব ট্রান্সফার করাতে দু-তিনদিন ঝিমিয়ে ছিল। ভেবেছিলাম মরে যাবে। আজ দেখি নতুন পাতা টরটরে সবুজ হয়ে জেগে আছে। কড়া জান। ছাইগাদায় বড় হয় !
  • dd | 132.172.50.208 | ২৫ মে ২০১৫ ২২:২৬677631
  • প্রদীপ চন্দ্র বসুর আরেকটি কবিতা

    "আমি ডাল ভেঙে ফুল তুলতে গেলে
    সে বলে"আঃ, হাত ছাড়ো
    আচার্য্য জগদীশচন্দ্র দুঃখ পাবেন"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন