এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কীভাবে নাস্তিক হলাম

    সিকি লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৩ মে ২০১৫ | ১০৩১৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 131.245.139.90 | ১৪ মে ২০১৫ ১৫:১৫676328
  • ছোটবেলায় থাকতাম, ঘুমোতাম দাদুর সাথে।
    তাই শুনতাম এক সর্বশক্তিমান স্রষ্টার কথা, যাঁর ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না। যিনি কল্পকালে ওঁকার এর উচ্চারণের মাধ্যমে আবার ব্রহ্মান্ড সৃষ্টি করেন। যিনি সমস্ত নৈতিক নিয়মের আধার।
    রোজ সকালে নিয়ম করে দাদুর সাথে গীতা ও চন্ডীপাঠ করতাম। একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শনযোগ বেশ আকৃষ্ট করেছিল।
    " দ্রংস্ট্রাকরালানি চ তে মুখানি,
    দৃষ্টৈব্কালানলসন্নিভানি,
    দিশো ন জানে ন লভে চ শর্ম,
    প্রসীদ দেবেশ জগন্নিবাস।"
    বা,
    দশম অধ্যায়ে বিভুতিযোগে বিভিন্ন ক্যাটেগরিতে ভগবানের বিশেষ অধিষ্ঠানের স্থানের বর্ণনাঃ
    "মাসানাং মার্গশীর্ষোহং ঋতুনাংকুসুমাকরঃ।"
    কিন্তু ক্লাস থ্রির বালকের মনে সাংখ্যযোগের অবিনশ্বর আত্মার বর্ণনা" নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ,
    ন চৈনং ক্লেদয়ন্তাপোঃ ন শোষয়তি মারুতঃ" কোন দাগ কাটেনি।
    কিন্তু শ্রীচন্ডীর সুরথরাজার ভাগ্যবিপর্যয় ও দেবীর কৃপায় সব ফিরে পাওয়া, অর্গলাস্তোত্র, দেবীকবচ দারুণ আকর্ষণ করত। দাদুর সাথে পার্কসার্কাসের ঘোষাল বাড়িতে ভাগবত পাঠ শুনতে যেতাম। আকাশবাণীতে জন্মাষ্টমী ও মহালয়া শুনে বড় আনন্দ হত।
    বামপন্থী কাকারা বালকের পশ্চাতপক্কতায় প্রশ্রয়ের হাসি হাসতেন। কিন্তু একদিন ছোটকাকাকে বিশ্বরূপ দর্শন বোঝাতে গেলে উনি আমার জুলপি টেনে শূন্যে উঠিয়ে বললেন-- এইবার কৃষ্ণের কাকা কৃষ্ণকে বিশ্বরূপ দেখাবে।
    দাদুর কাছে নালিশ করায় বললেন-- যেখানে কৃষ্ণনিন্দা হবে সেই স্থান ত্যাগ করাই বিধেয়।
    ( বাকিটা খেয়ে নিয়ে)।ঃ))
  • sm | 53.251.90.30 | ১৪ মে ২০১৫ ১৫:২৪676329
  • সিকি কে প্রশ্ন।আপনি নাস্তিক; আপনি কি নিজেকে একটু উঁচুদরের মানুষ বলে মনে করেন? আপনি কি dc র মতন ভাবেন, যেহেতু ইশ্বরের কোনো জ্যান্ত বৈজ্ঞানিক প্রমান পাইনি তাই ঈশ্বর নেই। যারা ডাকে তারা বোকা নয়তো অবিজ্ঞান মনস্ক।
    আপনি কি আইন বাঁচিয়ে যেকোনো কাজ করতে পারেন যাতে আপনার আর্থিক লাভ হয়?
    আপনি কি প্রকাশ্যে ছাগল, মুগী কাটা কে সমর্থন করেন? যদি না করেন কি জন্য করেন না? খালি দৃশ্য টি বিবমিষা জাগায় বলে না, অপেক্ষারত আর একটি ছাগল বা মুরগি দৃশ্যটি দেখছে এই ক্রুএলটি আপনাকে নাড়া দেয়?
  • dc | 132.164.235.136 | ১৪ মে ২০১৫ ১৫:৩৬676330
  • "যারা ডাকে তারা বোকা নয়তো অবিজ্ঞান মনস্ক।"

    এ বাবা এটা কিন্তু এক্কেবারে আমার অবস্থান না! আমি আস্তিকদের যথেষ্ট শ্রদ্ধা করি। তাছাড়া বারবার বলছি যে নাস্তিকতা বনাম আস্তিকতার তর্কের একেবারেই নিরসন হয়নি,তাবড় দার্শনিকরা এখনো তর্ক করে চলেছেন। কাজেই আস্তিকদের ওরকম কেন ভাববো? আমি নিজে নাস্তিক, এটুকুই।
  • সিকি | ১৪ মে ২০১৫ ১৫:৩৯676331
  • অনেকগুলো প্রশ্ন। কে কীভাবে রিলেটেড বুঝলাম না।

    ১) আপনি নাস্তিক; আপনি কি নিজেকে একটু উঁচুদরের মানুষ বলে মনে করেন?
    -- উঁচু নিচু বোধ একটা আপেক্ষিক বোধ। না, নাস্তিক হবার কারণে আমি আস্তিকদের থেকে নিজেকে উঁচু বলে মনে করি না। নিচুও মনে করি না। নিজেকে উঁচু মনে করার জন্য আস্তিক্য বা নাস্তিক্য কোনও অ্যাবসোলিউট প্যারামিটার নয়।

    ২) আপনি কি dc র মতন ভাবেন, যেহেতু ইশ্বরের কোনো জ্যান্ত বৈজ্ঞানিক প্রমান পাইনি তাই ঈশ্বর নেই। যারা ডাকে তারা বোকা নয়তো অবিজ্ঞান মনস্ক।

    -- আগেও লিখলাম তো, বানানটা ঈশ্বর, দীর্ঘ ঈ। DC কী ভাবেন জানি না, আমি তাই মনে করি, প্রত্যক্ষ প্রমাণ পাই নি ঈশ্বর বলে কোনও এনটিটির, তাই তাকে মানবার কোনও দরকার অনুভব করি নি। যারা ডাকে তারা বোকা কিনা জানি না, তবে অবিজ্ঞানমনস্ক তো বটেই। একটি গাঁজাখুরি জিনিসে বিশ্বাস করে গেলে সেটাকে আর যাই হোক বিজ্ঞানমনস্কতা বলা চলে না।

    ৩) আপনি কি আইন বাঁচিয়ে যেকোনো কাজ করতে পারেন যাতে আপনার আর্থিক লাভ হয়?

    -- না। নিজের কাছে ভালোমন্দের একটা আপেক্ষিক বোধ আছে, ভ্যালু সিস্টেম যাকে বলে। আমি চাইলে আইন বাঁচিয়ে কাউকে মেরে ফেলে তার সমস্ত টাকা নিয়ে বড়লোক হয়ে যেতে পারি না। আইন বাঁচানোটা ফ্যাক্টর নয়, আইন বাঁচিয়ে অন্য খুচখাচ বেআইনি কাজ আমি করি, যেমন রেডলাইট জাম্পিং, ইত্যাদি। কিন্তু দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রাখতে পারাটা আমার কাছে আরও বেশি ইমপর্ট্যান্ট ফ্যাক্টর।

    ৪) আপনি কি প্রকাশ্যে ছাগল, মুগী কাটা কে সমর্থন করেন? যদি না করেন কি জন্য করেন না? খালি দৃশ্য টি বিবমিষা জাগায় বলে না, অপেক্ষারত আর একটি ছাগল বা মুরগি দৃশ্যটি দেখছে এই ক্রুএলটি আপনাকে নাড়া দেয়?

    -- সমর্থন বা অসমর্থন কিছুই করি না, আমি এ ব্যাপারে উদাসীন। একদম চোখের সামনেই মাছ, মুরগি, ছাগল কাটিয়ে আনি, গরু কাটতেও দেখেছি। প্রাণীটা যত বড় হয় তার মৃত্যুদৃশ্যের ইমপ্যাক্ট তত বেশি হয় এ কথা ঠিক, তবে মরতে দেখেছি বলে তার মাংস খেতে পারি নি, এমন ফীলিং আমার কখনও হয় নি।
  • সিকি | ১৪ মে ২০১৫ ১৫:৪২676332
  • আরেকটা কথা - ক্রুয়েলটির সংজ্ঞা আমরা যেভাবে তৈরি করি প্রাণীদের ঠিক সেভাবে ফীলিং আসে বলে মনে হয় না। যে মুরগি কাটে সে বাকি মুরগিদের সামনেই কাটে - এমনকি আমি অন্য একটি মুরগিকে আগের নিহত মুরগির নাড়িভুঁড়ি ঠোঁট দিয়ে ঠোকরাতেও দেখেছি। এর পরে আমার পালা - এই রকম ভাবার মত উন্নত এই সব প্রাণী নয়। মুরগির খাঁচা বেশির ভাগ সময়ে খোলাই রাখা থাকে। কোনও মুরগি পালিয়ে যায় না। বসে বসে হত্যাদৃশ্য দ্যাখে আর দানা খায়।
  • dc | 132.164.235.136 | ১৪ মে ২০১৫ ১৫:৪৭676333
  • sm এটা পড়ে দেখতে পারেন। তবে আগেই বলে রাখি,কনক্লুশনটা মন দিয়ে পড়বেন।

    http://plato.stanford.edu/entries/moral-arguments-god/
  • Tim | 101.185.15.121 | ১৪ মে ২০১৫ ১৫:৫০676334
  • সেম গোজ উইথ মানুষ, মানুষের নাড়িভুঁড়ির মোবাইল আপলোড দেখিস নি? সেও একরকম ঠোকরানোই তো হলো, এরপর আমার পালা বেশিরভাগই ভাবেনা।
  • sm | 53.251.90.30 | ১৪ মে ২০১৫ ১৬:০৫676335
  • বহু বৈজ্ঞানিক, ভগবান বা ঐরূপ সুপার নেচারাল ফোর্সে বিশ্বাস করে।তাঁরা কি সব্বাই অবিজ্ঞান মনস্ক বা গাঞ্জা খুরি কল্পনায় বুঁদ থাকতে ভালবাসে?পদার্থ পদার্থ কে টানে; অভিকর্ষ বলের জন্য আমরা ছিটকে যাই না, এটা কে গাঞ্জা খুরি মনে হয় না?
    আপনি আইন বাঁচিয়ে অনৈতিক কাজ করলে কেন দিনে শেষে চোখে চোখ রাখতে পারবেন না? আইন তো ভগবান নয়? আপনার আর্থিক লাভ হয়েছে, এটুকুই তো দিন শেষে পাওনা।
    আপনার ধারণা মনুষ্যেতর প্রানীদের এখনো বোধ তৈরী হয় নি। মানে সেই জন্যই ছাগল টা আরেক টা ছাগল কে কাটতে দেখলেও, মনের আনন্দে পাতা খেতে পারে।
    পাশ্চাত্য দেশে, কোনো পেট কে যদি অকারণে হত্যা করা হয় বা অনাহারে রাখা হয়, তাহলে ক্রুএলটির চার্জে কয়েক বছরের জেল পর্যন্ত হতে পারে। যদি বোধ ই না থাকে তাহলে, শাস্তির ব্যাপার টা আসে কি করে?
  • ranjan roy | 131.245.139.90 | ১৪ মে ২০১৫ ১৬:০৯676336
  • আমার কাছে সর্বশক্তিমান ঈশ্বরের চেয়েও ন্যায়পরায়ণ ঈশ্বরের আকর্ষণ বেশি ছিল। তাই প্রথম ধাক্কা লাগল আকাশবাণীতে শ্যামাসঙ্গীত গায়ক হীরালাল সরখেলের একটি গান শুনেঃ
    " ভগবান তুমি এখনও কেন যে
    নীরব রয়েছ তাই,
    তোমার সৃষ্টি তোমার বিধান
    কিছু না মানিতে চাই।
    দুখে-সুখে যারা চিরদিন ধরে
    করে তব জয়গান,
    তারা তো পেল না করুণা তোমার
    পেল যারা ধনবান।"

    তারপর থেকে কোথাও করুণাময় ঈশ্বরের অস্তিত্ব চোখে পড়ে নি। যদি উনি এই বিশাল পৃথিবী বা দুনিয়ার আর্কিটেক্ট হন, তবে মনে হয় ভেরি ব্যাড আর্কিটেক্ট। আর ন্যায়পরায়ণতা?
    এমন ঘুষখোর বিচারক? ভোগ চড়ালেই প্রাপ্তি? এমন ব্যাখ্যা হজম হয় নি। আর ঈশ্বরের লীলা বোঝা আমাদের মত ক্ষুদ্র জীবের অসাধ্য! তো থাক গে, যা বুঝব সেটাই করব।
    পুরাণক্থায় রামের শম্বুক তপস্বী হত্যা, বালিবধ, মেঘনাদ হত্যা, সীতাবিসর্জন পোষায় নি। তেমনি কানহাইয়ার বস্ত্রহরণ, কপটনিদ্রা , দুর্যোধনের ঊরুভঙ্গ ।
    ভারতীয় দর্শনে প্রিয় বৌদ্ধধর্ম ও কুমারিল ভট্টের পূর্বমীমাংসা। কুমারিলের মত কার্যকারণ সম্বন্ধ আছে। কোন দেবতা নেই, ঈশ্বর নেই। সমগ্র ব্রহ্মান্ড কখনও একবারে ধ্বংস হয় না, একেবারে সৃষ্টি হয় না। সদা গতিশীল, এর কোন অংশ ক্ষয় হচ্ছে, কোন অংশ জন্ম নিচ্ছে। তার পরেই ন্যায়-বৈশেষিক, শেষে সাংখ্য।
    কুমারিলের এই বক্তব্যও দারুণ লেগেছে যে সমস্ত ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করে ধ্যানের মাধ্যমে জ্ঞানপ্রাপ্তির আশা বন্ধ্যানারীর সঙ্গে সঙ্গমে সন্তানপ্রাপ্তির সমতুল্য।
    দুঃখ-দৈন্য -ভয়-আশংকা সবই জীবনে এসেছে। অল্পবয়সে বাড়ি থেকে পালিয়ে টিবি হয়ে বিছানা নিয়েছিলাম।বাবা অন্যকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় মারা যান। ক্যান্সার আক্রান্ত ছোটভাই আমার কোলে রক্তবমি করতে করতে মারা গেছে। ঘরে গুন্ডার আক্রমণে উচ্ছেদ হয়ে উদ্বাস্তু হয়েছি। কিন্তু কোন অজ্ঞাতশক্তির কাছে প্রার্থনা করি নি, নিজের ও অন্য মানুষের বন্ধুবান্ধবের কাছেই সাহায্যের আশা করেছি। এতেই যা হবার হবে, এই বিশ্বাসেই শক্তি পেয়েছি।
    বেসিক্যালি ঝামেলা এড়িয়ে চলা ভীতু লোক আমি। এক ধরণের সীনিক ও বটে, সেটাই শক্তি।
  • b | 135.20.82.164 | ১৪ মে ২০১৫ ১৬:১৩676338
  • বিশ্বাস করতে চাইলে অভিকর্ষ বল কেন, পায়খানার মগ দেখলেও ভগবানে ভক্তি আসে।

    আবার, এটা যখন বিশ্বাসের-ই ব্যাপার, তখন এটা নিয়ে লড়াই ঝগড়া চালিয়ে যাওয়া অনর্থক। কট্টর মোহনবাগানী কোনোদিন পাঁড় ইস্টবেঙ্গলকে নিজের দলে টানতে পারবে না এবং ভাইসি ভার্সা। সবাই নিজের নিজের কাজ করুনগে যান, চাপাতি নিয়ে না ঘুরলেই হল।
  • ranjan roy | 131.245.139.90 | ১৪ মে ২০১৫ ১৬:২৬676339

  • একদম ঠিক।

    ,
    " ডাকার মত ডাকলে পরে পাষাণেরও অশ্রু ঝরে"।

    যে পরিমাণ চেষ্টার ফলে ভগবৎপ্রাপ্তি হয় তাহাই "আন্তরিক চেষ্টা"।
    তাই আপনি যখন ঈশ্বরের দেখা পান নি, তার মানে "আন্তরিক ভাবে চেষ্টা" করেন নি। ড।
    এই সার্কুলার আর্গুমেন্ট পাবলিক খায়।
  • ranjan roy | 131.245.139.90 | ১৪ মে ২০১৫ ১৬:২৭676340
  • সরি! ওটি ডিসিকে বালা।
  • d | 144.159.168.72 | ১৪ মে ২০১৫ ১৬:৩৭676341
  • মগটা বাদ দিয়ে বাকীটুকু দেখলে ভক্তি আসবে না বলছেন বি?
  • hu | 101.185.15.121 | ১৪ মে ২০১৫ ১৬:৪৮676342
  • sm এর পোস্টগুলো খুব সুইট লাগছে। চালিয়ে যান ঃ-))
  • ঊমেশ | 118.171.128.168 | ১৪ মে ২০১৫ ১৭:০৩676343
  • আমি যে কবে থেকে নাস্তিক হলাম, আমার নিজেরই মনে পড়ে না।
    যতদুর ছোটোবেলা মনে করা যায়, আমার মনে পড়লো না কবে ঠিক মনের ভক্তি আর বিশ্বাস থেকে ভগবানের পুজো করেছি।
    ছোটোবেলা মায়ের চাপে সরস্বতী পুজো'র পুষ্পান্জলি দিতে হতো, কিন্তু নিজের বিশ্বাস থেকে কোনোদিন দিয়েছি বলে এখন মনে করতে পারি না।
    তারপর ক্লাস নাইন থেকে পুষ্পান্জলি দেয়া পুরো বন্ধ করে দিলাম।

    ক্লাস টেন এ বাবা মারা যাবার পর, আমার ইচ্ছে ছিল না কাঁছা নেবার বা অন্য কোনো ধর্মীয় অনুষ্টানে অংশ নেবার, কিন্তু মা/দাদাদের চাপে করেছিলাম।

    আবার বিয়ের সময়, মা/হবু বউ/প্রতিবেশী দের চাপে আগুনের সামনে বসেছি, কিন্তু একটা মন্ত্রও বলিনি।

    বউ শুরুতে গৃহপ্রবেশ/সরস্বতী পুজা ইত্যাদি তে অংশ নেবার জন্যে বলতো, পরে নিজেই বলা বন্ধ করে দিয়েছে। (প্রসঙ্গত, আমার বউ ধর্মীয় বিশ্বাসে আমার অন্য পিঠ, সব কিছুতেই বিশ্বাস)
  • sm | 233.223.159.253 | ১৪ মে ২০১৫ ১৭:০৬676344
  • রঞ্জন বাবু, অজ্ঞাত শক্তির কাছে তো কেউ প্রার্থনা করতে বাধ্য করছে না।আপনি না ডাকলেও, ভগবানের কৃপা দৃষ্টি থেকে বঞ্চিত হবেন; একথাও অন্তত হিন্দু শাস্ত্র বলছে না।
    সুতরাং ভগবান ঘুষ খোর , এটা ঠিক যুতসই হলো না। প্রত্যেক ঈশ্বর বিশ্বাসী মানুষ, তাঁর মতন করে ঈশ্বর কে ডাকেন। কেউ ডালা সাজিয়ে,কেউ পাঁঠা বলি দিয়ে,কেউ বা খঞ্জনি বাজিয়ে। পসন্দ আপনা আপনা।

    তা, হু আরো কিছু লিখুন। আপনার পোস্ট গুলো সত্যিই খুব ইনফরমেটিভ ও মনোগ্রাহী।
  • sm | 233.223.159.253 | ১৪ মে ২০১৫ ১৭:০৯676345
  • এতক্ষণে একজন মনের মতন কাপল পাওয়া গিয়েছে। তা উমেশ, আপনার যদি সন্তানাদি থাকে, তাঁকে কি ভাবে আপনারা দুজন ; আস্তিকতা, নাস্তিকতা, পাপ পুণ্য এগুলো বোঝান বা বোঝাবেন?
  • ranjan roy | 131.245.139.90 | ১৪ মে ২০১৫ ১৭:১৯676346
  • SM,
    আরে ডেকেও কৃপাদৃষ্টি জোটে না তো না ডেকেঃ))
    হিন্দুরাষ্ট্র নেপালের ৮০০০ লোক কী পাপ করেছিল? আমার কথা ছাড়ুন। আমার কারো "কৃপা" চাই না, হ্যাঁ-ভালোবাসা চাই।
    যাঁদের দরকার, (নেপালের ৮০০০ লোকের মত বা শ্রীলংকার তামিল বা সিরিয়ার নিহত সাধারণ মানুষ) তাঁরা পেলেই আমি ধন্য।
  • ranjan roy | 131.245.139.90 | ১৪ মে ২০১৫ ১৭:২২676347
  • আর পাপ-পুণ্য নিয়ে অন্যদের করা প্রশ্নের থেকে মনে হচ্ছে যে আপনি নৈতিকতা আর ঈশ্বরবিশ্বাসের মধ্যে যোগসূত্র মেনে নিয়েছেন।
    আমার কাছে যাতে বেশির ভাগ মানুষের কল্যাণ হয় তাই নৈতিক বা ভালো কাজ। যাতে মানুষের ক্ষতি হয় তাই পাপ।
  • ঊমেশ | 118.171.128.168 | ১৪ মে ২০১৫ ১৭:২৬676349
  • sm, আমার মেয়েকে (১২) এখনো কিছু বোঝানোর চেষ্টা করিনি। শুধু আমি ভ্গবানে বিশ্বাস করি না সেটা পরিষ্কার করে দিয়েছি।
    মেয়ে খুব ভালো জানে, বাবা নাস্তিক আর মা আস্তিক।
    মেয়ের নিজের ধারণা এখনো ঠিক গড়ে ঊঠেনি, তবে ওর মা ধর্মীয় কিছু বললেই তার পেছনে যুক্তি টা জানতে চাই, এটা আমার বেশ ভালো লাগে।
    পাপ-পুণ্য এসব নিয়ে ভাবে বলে আমার মনে হয় না।
  • hu | 101.185.15.121 | ১৪ মে ২০১৫ ১৭:৩১676351
  • আচ্ছা, আপনারা নাস্তিক বউ আর আস্তিক বর দেখেছেন? আমি এরকম একটি কাপলকেই জানতাম। কিন্তু বিয়েটা টেকে নি। বাকি যা দেখি হয় দুজনেই আস্তিক বা দুজনেই নাস্তিক অথবা বর নাস্তিক, বৌ আস্তিক। এখানে আস্তিক বলতে পুজো-আচ্চা করা চার্চে যাওয়া নামাজ পড়া লোক বোঝাচ্ছি। আর নাস্তিক বলতে যে এগুলো করে না। দার্শনিক ব্যাপারস্যাপার আনছি না। অথবা অন্য ভাবে বললে রিলিজিয়াস ভার্সেস নন-রিলিজিয়াস।
  • d | 24.97.247.111 | ১৪ মে ২০১৫ ১৭:৩১676350
  • এইটা তারেক অণু একবার ফেবুতে শেয়ার করেছিল। অণু নিজে নাস্তিক। ফিনল্যান্ডে ওর পরিচিত (বেশ কিছু বছর ও ওখানেই ছিল, এখনও যায় মাঝেমধ্যে) লোকজন সকলেই নাস্তিক। কোনও চার্চ ফার্চ কোনও কিছুতেই যায় না তো বটেই, কিছু বিশ্বাসও করে না তো, সেখানে এমনি রাস্তায় চলতে চলতে একজনের ব্যাগ থেকে আর একটা পার্স পড়ে গেছে, সেইটে দেখতে পেয়ে আরেকজন কুড়িয়ে পেছন পেছন ছুটছে সেটা ফেরত দিতে, প্রথমজন শুনতে পায় নি, দ্বিতীয়জন ছুটে গিয়ে কোনও একটা প্ল্যাতফর্মে ঢুকে তার হাতে ধরিয়ে দিয়ে তবে নিজের কাজে গেল। তো, অণুর বক্তব্য ছিল যে ওর দেশের ভয়ানক ধাম্মিক লোকজনও রাস্তায় দেখলে হয় স্যাট করে কুড়িয়ে নিয়ে ঝেপে দেয়, নয়ত খুব বেশী হলে না-দেখি না দেখি করে চলে যায়। আর যারা চলে যায় আমরা তাদেরই বেশ 'সৎ ধার্মিক' ইত্যাদি বলি।

    তো এটা ভারতের ক্ষেত্রেও ভরপুর সত্যি।
  • ঊমেশ | 118.171.128.168 | ১৪ মে ২০১৫ ১৭:৩৮676352
  • আমি এরকম একটা কাপল কে ব্যক্তিগত ভাবে চিনি।
    বউ নাস্তিক আর বর আস্তিক।
    ১৪-১৫ বছর বিয়ে টিকে আছে।
  • sm | 233.223.153.95 | ১৪ মে ২০১৫ ১৭:৪০676353
  • আরে ভগমান তো সৃষ্টি, স্থিতি আর লয় তিনেরই রিমোট কন্ট্রোলার। সৃষ্টি হলে ধ্বংস হবে, এটাই তো চালু মডেল।
    বিজ্ঞান তো যত দিয়েছে তাঁর চেয়ে বেশি প্রাণ কেড়েছে। তা বলে কি বিজ্ঞানের ভালবাসা থেকে বঞ্চিত হয়েছেন?
    গরমে এসির হওয়া, ফ্রিজের ঠান্ডা জল, মোটর গাড়িতে ভ্রমন,শীতে গরম চা; বিজ্ঞানের ভালবাসার অত্যাচার কি কম পড়েছে কখনো ?
    আমার এক নিকট আত্মীয় লিভার (গল্ ব্লাডারের) ক্যান্সারে আক্রান্ত হলেন ২০০০ সাল নাগাদ। ডাক্তারেরা কয়েক সপ্তাহ বলেছিলেন।ওনার লিভারের বড় অপারেশন হয়।সঠিক সময়ে সঠিক যোগাযোগ ও হয়, এক্সপার্ট সার্জেন এর সঙ্গে। এখনো বহাল তবিয়তে বেঁচে আছেন। হয়তো ভগবানের কৃপায়।
    কলকাতার রাস্তায় ফুটপাতে এক পঙ্গু, রোগে ভুগে জীর্ণ শরীরের ভিখারীকে, ধোপ দুরস্ত এক ব্যক্তিকে থালায় করে ভাত মাখিয়ে খাওয়াতে দেখেছিলাম। কিসের থেকে এমন মমত্ব বোধ আসে কে জানে?

    আমার কাছে, সারা পৃথিবী তে এত অনাচার কেন? আর সেই জন্য ঈশ্বর থাকতেই পারেনা, এমন থিওরি তে বিশ্বাসী নই। আবার বিজ্ঞান চাক্ষুষ প্রমান দিতে পারেনি বলে , ঈশ্বর নেই এমন টাও মনে করি না। বিপদে পড়লে এখনো ভগাই রাম ভরসা।
  • sosen | 122.79.38.113 | ১৪ মে ২০১৫ ১৭:৪৭676354
  • সেই নীতিশ ভরদ্বাজকে দেখে আমি হাপ আস্তিক হয়েছিলুম। তারপর আবার ভাগী এক বেশ হ্যান্ডসাম শিব দেখালো, হিন্দি সিরিয়ালের। কদিনের মদ্দেই পুরো আস্তিক হয়ে যাবো। তাছাড়া চাপাতি ভয় পাই। উটিও আস্তিকতার লক্ষণ।
  • sinfaut | 11.39.63.169 | ১৪ মে ২০১৫ ১৭:৪৯676355
  • মাত্র রিমোট কন্ট্রোলার? টেপে কে?
  • hu | 101.185.15.121 | ১৪ মে ২০১৫ ১৭:৫১676357
  • ম্যাগো! সোসেন আর লোক পায় না! হ্যান্ড্সাম শিব কোনটি? ফোটো মেলে না?
  • sm | 233.223.153.95 | ১৪ মে ২০১৫ ১৭:৫১676356
  • উমেশ, স্ট্রেট কাট উত্তর দেবার জন্য ধন্যবাদ। কিন্তু ধমীয় ব্যাপারে যুক্তি চান কেন? এটা তো ওনার বিশ্বাস।
    বিশ্বাস কিভাবে যুক্তি দিয়ে বোঝাবেন?
    পাপ পুন্যের বোধতো ৮-৯ বছর থেকেই চলে আসে।
  • b | 135.20.82.164 | ১৪ মে ২০১৫ ১৭:৫৩676358
  • পাপ পুণ্যের সাথে আস্তিকতা নাস্তিকতার সম্পক্ক কোথায়?
  • san | 11.39.32.81 | ১৪ মে ২০১৫ ১৮:০২676360
  • হু , হামনে দেখা হ্যায় । বিয়েগুলি ভি টিকা হ্যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন