এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কীভাবে নাস্তিক হলাম

    সিকি লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৩ মে ২০১৫ | ১০৩২৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | 161.141.84.175 | ১৪ মে ২০১৫ ০১:৪৬677070
  • ডিসি, কৌতূহল হচ্ছে। লাইবনিজ সাহেব কী কাউন্টার আর্গুমেন্ট দিয়েছেন?
  • cm | 116.208.215.165 | ১৪ মে ২০১৫ ০১:৪৯677081
  • প্রবল সন্দেহ হতিছে আস্তিক=পৌত্তলিক হাইপোথেসিসে খেলা চলছে।
  • Tim | 101.185.15.121 | ১৪ মে ২০১৫ ০১:৫৪677092
  • এতজের প্রশ্নটা আমারো।
    আর, আস্তিকেরা একটু লিখতে পারে তো, কেন আস্তিক। কনট্রাডিকশনগুলো কেন বয়ে বেড়াতে হচ্ছে একটু শুনি।
  • Atoz | 161.141.84.175 | ১৪ মে ২০১৫ ০১:৫৫677103
  • পুজোআচ্চা পেন্নাম টেন্নাম নমাজকালাম করলেই যে আস্তিক, তা নাও হতে পারে। এইসব করেও কোনো লোক বলতে পারে, এইগুলো করি করতে ইচ্ছে করে বা ভালো লাগে বলে অথবা সমাজের অন্যেরা করে বলে।
    আবার এইসব না করেও কেউ আস্তিক হতে পারে।
    কিন্তু কীরকম আস্তিক?
    আস্তিকেরও নানা ক্যাটেগোরি আছে।
    এই ধরুন যেমন, দ্বৈতবাদী, অদ্বৈতবাদী, দ্বৈতাদ্বৈতবাদী, ভক্তিযোগী, জ্ঞানযোগী, কর্মযোগী ইত্যাদি ইত্যাদি আরো অনেক।
  • hu | 101.185.15.121 | ১৪ মে ২০১৫ ০১:৫৭677114
  • ভক্তিকে নয় বাদই দে। ঈশ্বরের সাথে সম্পর্ক শুধুই ভক্তির নাও হতে পারে।

    কত-যে গিরি কত-যে নদী -তীরে
    বেড়ালে বহি ছোটো এ বাঁশিটিরে,
    কত-যে তান বাজালে ফিরে ফিরে
    কাহারে তাহা কব।।

    এই জায়গাটায় ঠিক ভক্তির অনুভূতি তো হয়না, বিস্ময় হয়। এই বিস্ময়টা এত প্রচন্ড... একে কোন দৈনন্দিন অনুভূতির সাথে মেলাতে পারি না। তখন মনে হয় মানুষ যাকে ঈশ্বর বলে একি সেই?

    এটা ঐ এক্সিস্টেনশিয়াল হাহাকারই হবে। অরগানাইজড রিলিজিয়নের ভগবানের সাথে খুব একটা সম্পর্ক নেই।
  • hu | 101.185.15.121 | ১৪ মে ২০১৫ ০২:০০677125
  • আস্তিক = পৌত্তলিক মনে হওয়ার কারন এখানে যারা লিখেছেন তাদের বেশির ভাগ হিন্দু পৌত্তলিক ঘরে বড় হয়েছেন। নিজেদের কথা যখন লিখতে বলা হয়ছে তখন তো নিজেদের কথাই লিখবেন, নাকি?
  • dc | 116.208.165.75 | ১৪ মে ২০১৫ ০২:০২677147
  • Atoz, এক লাইনে লিখতে হলে, লাইবনিজ সাহেব বলেছিলেন যে ঈশ্বর মানুষের জন্য অপ্টিমাম এক্সিস্টেন্স চান। তাই উনি জেনে বুঝেই ইভিলের ব্যবস্থা করে রেখেছেন যাতে মানুষ নিজে স্বাধীনভাবে বুঝতে পারে কোনটা ভালো আর কোনটা মন্দ আর সেই মতো জীবন যাপন করে। আসলে লাইবনিজ মানুষের ফ্রি উইলে বিশ্বাস করতেন, সেখান থেকে এই আর্গুমেন্ট করেছিলেন। আরো কিছু বলেছিলেন, সেগুলো আর্গুমেন্ট অফ ইভিলের খুঁটিনাটি সংক্রান্ত। এই ইভিল আর্গুমেন্টের প্রবক্তা ছিলেন গ্রিক এপিকিউরাস। পরে কান্ট সাহেব লাইবনিজের বক্তব্য খন্ডন করেছিলেন।
  • Atoz | 161.141.84.175 | ১৪ মে ২০১৫ ০২:০২677136
  • চিরকাল একটা কৌতূহল হয়। এই "পৌত্তলিক" নামটা দিয়েছিল কারা?
  • Atoz | 161.141.84.175 | ১৪ মে ২০১৫ ০২:০৭677158
  • থ্যাংকু ডিসি।
    কয়েকটা প্রশ্ন,
    ১। মানুষের নিজের প্ল্যান করে করা ইভিলগুলো নিয়ে কী বলেছিলেন লাইবনিজ? এই যেমন খুন, গণহত্যা, যুদ্ধ ইত্যাদি?
    ২। কান্ট পরে খন্ডন করে কী বলেছিলেন?
  • san | 113.245.12.108 | ১৪ মে ২০১৫ ০২:১০676094
  • না না , সি এমের কথাটা জরুরি। আসল কথা হল কে কিভাবে ডিফাইন করে। কেউ যদি বলে আমি জীবনের অপার রহস্যময়তাকে নাম দিলাম ঈশ্বর বলে - তার ক্ষেত্রে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নটাই অনর্থক। আস্তিক নাস্তিক ট্যাগও অবান্তর। এখন পয়েন হল আপনি ঈশ্বরে বিশ্বাস করেন কিনা এ প্রশ্নের মানে বেশিরভাগ সময়েই "আপনি অমুককে পুজো দিলে অমুক আপনার ভাল করবেন এই জাতীয় ঈশ্বরে বিশ্বাস করেন কিনা"। আমরা সেইমত উত্তর দি। আসলে প্রশ্নটা আরো বিস্তৃত ম্যাগনিটিউডের হতে পারে , তার উত্তর ওভাবে হবেই না।
  • Ekak | 24.99.59.33 | ১৪ মে ২০১৫ ০২:১১676105
  • দাস স্পেক পড়চেন কেসি ? ভালো বই :)
  • hu | 101.185.15.121 | ১৪ মে ২০১৫ ০২:১৩676116
  • ইশ! স্যান যদি শুরুতেই এসে কোশ্নটা এমন জলের মত করে বুঝিয়ে দিতি তাহালে আমিও কেমন সোজা-সাপ্টা উত্তর দিতে পারতাম। না বিশ্বাস করি না। নমস্কার ঃ-))
  • Atoz | 161.141.84.175 | ১৪ মে ২০১৫ ০২:১৫676127
  • হু,
    ঃ-)
    নমস্কার জানালে কাকে? ঃ-)
  • hu | 101.185.15.121 | ১৪ মে ২০১৫ ০২:১৬676149
  • উপস্থিত দর্শকমন্ডলীকে ঃ-)
  • san | 113.245.12.108 | ১৪ মে ২০১৫ ০২:১৬676138
  • সব শূন্যতা যিনি ভরিয়ে দেন তাঁকে ঈশ্বর নাম দিলাম - এতে তো বিশ্বাস অবিশ্বাসের কিছু নেই। ক্যাটেগরি তৈরি হল এই মাত্র। এর সাপেক্ষে আবার আস্তিক নাস্তিক কি ? গানই আমার ঈশ্বর একথা কোনো শিল্পী বললে তিনিও একটা ক্যাটেগরির কথা বলছেন , অন্য কিছু তো না।
  • san | 113.245.12.108 | ১৪ মে ২০১৫ ০২:২১676160
  • আর হুচি রবি ঠাকুর নিয়েও আমায় আর প্রশ্ন করতনা ,কারণ রবি ঠাকুরের 'তুমি' হাইলি মানত করলে পুত্রসন্তান বর দেবার ঈশ্বর ছিলেন না :-)
  • dc | 116.208.165.75 | ১৪ মে ২০১৫ ০২:২২676171
  • ১। ওটাই মানুষের ফ্রি উইল। ঈশ্বর মানুষকে এই স্বাধীনতা দিয়েছে, এবার মানুষ বেছে নেয় সে কি চায়। নাহলে তো মানুষের নিজের কোন এক্সিস্টেন্স থাকবেনা। আসলে ঈশ্বর আছে কি নেই, এই ডিবেটটা বহু পুরনো আর এর সাথে জড়িয়ে গেছে ফ্রি উইল আছে কি নেই সেই ডিবেট। স্টোইক পন্ডিতরা প্রথম বলেন যে ফ্রি উইল বলে কিছু হয় না, মানুষেরো নেই, ঈশ্বরেরও নেই। তারপর বহু বাদানুবাদ, সে এখনো চলছে।

    ২। কাল দিনের বেলা লিখব, এখন ঘুমোতে হবে।
  • dc | 116.208.165.75 | ১৪ মে ২০১৫ ০২:২৭676180
  • ঈশ্বরের ডেফিনিশন ঃ এক ওমনিপোটেন্ট এন্টিটি যা এই মহাবিশ্ব আর তার মধ্যের সবকিছু সৃষ্টি করেছে। এই ডেফিনিশনে সবচেয়ে বেশী গন্ডগুলে আর তর্কসাপেক্ষ হলো ওমনিপোটেন্ট ব্যাপারটা।
  • cm | 116.208.211.119 | ১৪ মে ২০১৫ ০২:৪০676181
  • আস্তিকের ও রকমফের আছে। আস্তিক মানে বন্ধ ঘর না হয়ে ভুবনপ্রসারী খোলা আকাশের বাসিন্দাও হতে পারেন। যারা ভগবানের ছাতা অসীমে বাড়িয়ে তার তলায় সবাইকে আনতে চান।
  • Atoz | 161.141.84.84 | ১৪ মে ২০১৫ ০৩:১৪676183
  • বাড়িয়ে দিন আরো। মাত্র একটা ব্রহ্মান্ডই বা কেন? অনন্তকোটি ব্রহ্মান্ড করে দিন।
  • r2h | 149.72.158.28 | ১৪ মে ২০১৫ ০৩:১৫676184
  • ওরে বাবা কত নাস্তিক।

    হু লিখেছে 'আমার নিজেকে নাস্তিক বলতে ভালো লাগে না।' এইটা খুব মনমত কথা হলো। এমনিতে আমি ঠাকুরদেবতাঈশ্বর`আল্লাসর্বশক্তিমান এইসব বিশ্বাস করিনা। চার্দিকে যা খুনোখুনি চলছে ধর্ম ব্যাপারটা উবে গেলে খুশি হবো। আবার মহালয়ার ভোর সরস্বতী পুজো অঞ্জলি ভোগের প্রসাদ বড়দিনের উৎসব পাশের বাড়ির প্রীচার বিকেলের আজান গীর্জার ঘন্টা খুবই মর্মস্পর্শ করে একেক সময়। তো এইসব চলে গেলে একটা বড়সড় শূণ্যতা। কিন্তু ঐ, চতুর্দিকে যা খুনোখুনি...

    ধর্ম চলে গেলে হয়তো খুনোখুনির অন্য বাহানা বের করবে মানুষ।
  • r2h | 149.72.158.28 | ১৪ মে ২০১৫ ০৩:২৫676185
  • উফ, হু আবার বিস্ময়ের কথা লিখেছে। অনেককাল আগে একবার অমাবস্যা টাইপের কোন একটা সময় কোন রকম মানুষের তৈরী আলো নেই এরকম রাস্তা দিয়ে অনেক রাতে একা হেঁটে যাচ্ছিলাম, আকাশে শুধুই তারার আলো, আর রাস্তার দুপাশের জংলায় অসংখ্য জোনাকি। তো তখন মনে হচ্ছিল এইরকম পরিবেশে কোন কল্পনাপ্রবন মানুষের মনে অতিপ্রাকৃতের কথা মনে না হওয়াটাই তো ঠিক কাজের কথা না।

    মনে হচ্ছে একটু পথের পাঁচালি পড়ে ফেলি। এই মারপিটের ব্যাপারগুলো না থাকলে আমি নিশ্চয় ধার্মিক হতাম।
  • S | 139.115.2.75 | ১৪ মে ২০১৫ ০৩:৪১676186
  • আচ্ছা এখানে আলোচনাটা একেবারেই এলিটিস্ট ইন্ডিয়ান (বা বলা ভালো বাঙ্গালী) হিন্দু ধর্মের আধারে আলোচনা হচ্ছে। আমি বলছি না তাতে কোনো দোষ রয়েছে - বলছি যে বাউন্ডারির মধ্যে আলোচনাটা হচ্ছে সেইটা জানা থাকা ভালো। আসলে এই "এলিটিস্ট বাঙ্গালী হিন্দু" জাতটার একটা অদ্ভুত ব্যাপার আছে। এই জাতটা একইসাথে বিবেকানন্দ, রামকৃষ্ণ দেব, রবি ঠাকুর, নেতাজি, ক্ষুদিরাম, বামপন্থা, কোল্ডওয়ার, কফি হাউস, গ্লোবালাইজেশন ইত্যাদির দ্বারা প্রভাবিত। ফলে একটা অদ্ভুত জগা খিচুরি পূর্ণ ফিলসফির মধ্যে বাস করে - অন্তত আমাদের ও আমাদের আগের প্রজন্ম অবধি। সেখানে ভাব ও ভক্তির প্রেজেন্সটাও একটু অদ্ভুত। ফলে কেউই মনে হয়না বলতে পারেন যে কিসুই বিশ্বাস করিনা বা সবকিছু বিশ্বাস করি।

    অন্য ধর্মের মধ্যে একটা ব্যাপার থেকে যায় সেটা হোলো কার ভগবান বড় - ঐ টেন কমান্ডমেন্ডসেও যেটা আছে। সেইটা হিন্দু ধর্মের ক্ষেত্রে একেবারেই নেই। কারণ হিন্দু ধর্মের কোনো জন্ম নেই - মানে এমন কেউ নেই যিনি ধর্মটি শুরু করেছিলেন। ফলে আপনি নাস্তিক হয়েও হিন্দু হতে পারেন। কোথাও লেখা নেই হিন্দু হতে গেলে কি কি করতে হবে? কিন্তু অন্য ধর্মের ক্ষেত্রে সেইটা হয়না - সেখানে একেবারে ডাইরেক্ট রিলেশন। এই ধর্মগ্রন্থে বলা ঈশ্বরকে মানলে তবেই তুমি অমুক ধর্মের অংশ। তাই মনে হয় ধর্মের আসল ব্যবহার হোলো গোষ্ঠি তইরী করা - এবং সেই গোষ্ঠির মধ্যে দিয়ে ক্ষমতা অর্জন করা বা বজায় রাখা।

    লেখাটা মনে হয় এম্জালে যাওয়া উচিত ছিলো।
  • Abhyu | 179.237.46.240 | ১৪ মে ২০১৫ ০৩:৫২676187
  • "আপনি অমুককে পুজো দিলে অমুক আপনার ভাল করবেন এই জাতীয় ঈশ্বরে বিশ্বাস করেন কিনা" - সম্ভব্তঃ রামকৃষ্ণ মিশনেই বেশ কিছু সন্ন্যাসী পাওয়া যাবে যাঁরা এই জাতীয় ঈশ্বরে বিশ্বাস করেন না :)
  • S | 139.115.2.75 | ১৪ মে ২০১৫ ০৩:৫৭676188
  • একটা গল্প লিখি - যদিও আমি গল্প লেখাতে একেবারেই ভালো নই। এক্জনের সাহেবের কাছে শুনেছিলাম, তার বন্ধুর সম্বন্ধে।

    সেই বন্ধু কোনো একটি ক্রিস্চান চার্চের পাদরী হওয়ার ট্রেনিঙ্গ নিচ্ছিলেন। সেই ট্রেনিঙ্গের অংশ হিসেবে তাকে পাঠানো হয় কোনো এক অতি দুঃস্থ কমিউনিটিতে। সেখানে দারিদ্র্য, ব্যাধি, অনাহার, হাহাকার। সেইখানে কিছুদিন কাজ করার পরে সেই বন্ধু আমার পরিচিত সাহেবকে বলছেন/চিঠিতে জানাচ্ছেন যে এইখানে আর কিছুদিন কাজ করলে ঈস্বরের উপরে তার বিশ্বাস আর থাকবেনা।
  • Atoz | 161.141.84.84 | ১৪ মে ২০১৫ ০৫:২৭676189
  • এইবারে এক মিশনারীর গল্প শোনাই আমিও। অতি দরিদ্র একটি গ্রামে কাজ করতেন তিনি, ছোটো ছোটো ছেলেমেয়েদের একটা স্কুল চালাতেন। তো, ক্রীসমাসের কিছুদিন আগে অনেক নতুন খেলনা পুতুল এইসব ছেলেমেয়েদের দিলেন। তারা খুব খুশী, প্রতিবারই পায়। ক্রীসমাসের ঠিক আগে আগে উনি আরো একটা দূরের কোথায় যাবেন, আরো দরিদ্র একটা অঞ্চলে। সেখানের ছেলেমেয়েদের জন্য গিফট নিয়ে যাবেন, এই ছেলেমেয়েদের বললেন ওদের আগের পুরনো খেলনা পুতুল ব্যাট বল এইসব যদি থাকে ওনাকে এনে দিতে। নির্দিষ্ট দিনে দ্যাখেন ওরা সবাই ঐ ঝকঝকে নতুনগুলো ওনার ঝুড়িতে দিচ্ছে। উনি বললেন, তোমরা কি বুঝতে পারো নি? আমি বলেছিলাম পুরনো দিতে। ওরা মাথা নেড়ে বললো বুঝছিলো, তাহলে ? উনি জানতে চাইলেন ব্যাপারটা কী। ঐ ছেলেমেয়েদের মধ্য থেকে একটি মেয়ে, সবার প্রতিনিধি হয়ে এগিয়ে এসে বললো, আমরা জানি তুমি পুরানোগুলো দিতে বলেছিলে। কিন্তু কী করে সেই জিনিস দেবো যা আমার সবচেয়ে ভালোটা নয় ? তুমি যে বলেছিলে ঈশ্বর আমাদের জন্য তাঁর এক এবং একমাত্র সন্তানকে দিয়েছিলেন? তাহলে? আমরা মানুষ হয়ে তাহলে নিজের সবচেয়ে ভালোটার চেয়ে কমটা কেমন করে দেবো?
  • - | 109.133.152.163 | ১৪ মে ২০১৫ ০৬:১৯676190
  • @ এস 03:57 AM, এইটেই ঊপনিষদের ধর্মের সঙ্গে অন্যগুলির পার্থক্য। আবাল্য উপনিষদ পড়েছেন যিনি, তিনি দেখতে পানঃ
    "যেথায় থাকে সবার অধম দীনের হতে দীন
    সেইখানে যে চরণ তোমার রাজে
    সবার পিছে , সবার নীচে ,
    সব-হারাদের মাঝে"।
  • r2h | 81.204.11.15 | ১৪ মে ২০১৫ ০৬:২৮676191
  • আর উপনিষদ যে পড়েনি সে দেখে সেই 'তুমি' কোন সর্বশক্তিমান টাইপ কিছু নন, হলে এত সবহারা লোকজন থাকতোনা।
  • Atoz | 161.141.84.84 | ১৪ মে ২০১৫ ০৬:৩৯676192
  • মার্ক্স তো সেইটাই কইলেন। ঠিকঠাক মতন সব কিছু হলে পারলে এসব দরিদ্র টরিদ্র থাকতো না। তাই ঐসব সর্বশক্তিমান কিছু নেই।
    তারপরে কী কেলো হল দেখুন, লোকে তখন "মার্ক্সবাদ সর্বশক্তিমান কারণ ইহা বিজ্ঞান" বলে দেয়াল টেয়াল ভরে ফেললো। হুহু বাবা, সর্বশক্তিমান নেই বল্লেই হলো আরকি! ঃ-)
    পুরানো ধারণার গন্ডগোলটা ধরে ফেলামাত্র নতুন এক সর্বশক্তিমান এসে হাজির! যাবে কোথা?
    ঃ-)
  • lcm | 60.242.74.27 | ১৪ মে ২০১৫ ০৬:৪৯676194
  • ওহো, কীভাবে নাস্তিক হোলুম?
    বেজায় ধর্মীয় গান বাজনা শুনে, মন্দির/মসজিদ/গির্জা দর্শন করে, ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে গান্ডেপিন্ডে গাঁতিয়ে খাওয়া দাওয়া করে, ভগোমানের ওপর গুছিয়ে ভরসা রেখেই নাস্তিক হলুম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন