এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Guruchandali | 12.217.30.133 | ২৩ মার্চ ২০০৯ ০৪:৫৯672947
  • -----------------------------------
    নতুন কূটকচা৯: খবর্নয়? (২৩শে মার্চ)
    -----------------------------------
  • santanu | 82.112.6.2 | ২৪ মার্চ ২০০৯ ০৭:৫৯672948
  • কারখানা বন্ধ হয়ে যাওয়া বুঝি, বন্ধ কারখানার জমি তে বাড়ি হওয়াও বুঝি, কিন্তু বন্ধ কারখানার শ্রমিক দের বকেয়া, PF এগুলো মেরে দেওয়াটা কিছুতেই বুঝতে পারিনা। কলকাতার বুকে, একটা বন্ধ কারখানার জমিতে হাউসিং হওয়াটা অন্তত ১০০-১৫০ কোটি টাকার প্রোজেক্ট। সেইখানে ঐ শ্রমিকের বকেয়া ৩, ৫ কোটি টাকাটা কেন দেয়না!

    আর বিকাশবাবু একটা দুলাইনের ল পাশ করে নিতে পারে তো, যে জমিতে আগে কারখানা ছিল, তার সমস্ত পাওনা গন্ডা মিটিয়ে No Objection না আনলে, CMC তে ঐ Plan Sanction হবে না।
  • y | 203.99.212.224 | ২৪ মার্চ ২০০৯ ১০:৩৮672949
  • বন্ধ হয়ে যাওয়া যুগান্তরের পি এফ এর টাকা বার করতে লোকজনের অবস্থা টাইট হয়ে গেছে।

    পি এফ এর টাকা মেরে দেওয়া হয় অতি রেগুলার। এর বিরুদ্ধেই আন্দোলন করে শিল্প বিরোধী নাম কিনেছিল প:বঙ্গ। এখন পরিস্থিতি পাল্টে গেছে, এই প্রতিরোধের মরাল এবং পোলিটিকাল ভয়েস মারা গেছে, কারণ লিগাল মেরুদন্ড শেষ। এই হেজেমোনিক ব্যবস্থাটাই রাজ্য সরকারের শিল্পবন্ধু পরিচয়ের মূল চাবিকাঠ তথা বুদ্ধদেবের ২৩৫ আমলের কাগুজে জনপ্রিয়তার কারণ। একটু খারাপ শোনালেও সরাসরি বলছি, আমাদের এইখানে এখনো শ্রমিক মরলে, তার বিন্দুমাত্র সোশাল সিকিওরিটি না থাকলে কোনো হই চই হবে না। কারণ সিঙ্গুর-নন্দীগ্রাম আগে পর্যন্ত ক্যাপিটলিজমের মূল শত্রু এই রাজ্যে ছিল শ্রমিক ইউনিয়ন। স্থানীয় রাজনৈতিক দল গুলোর পক্ষে এই উন্নয়ন/কর্‌ম্‌সংস্থান বনাম কল্যান এর ডিবেট রিজলভ করা সম্ভব নয়। তাদের সদিচ্ছা বা ভিসন শুধু নেই তা নয়, আদৌ কোনো ক্ষমতা নেই। পিরিয়ড। গোটা টাকে চ্যালেঞ্জ করার মত, কোনো জায়গা কেউ নিজেরাই রাখে নি। পোলিটিকাল সেকটারিয়ানিজম যতই থাক, কারোর কাছে কোনো অল্টারনেটিভ নেই। লোকাল ভার্সাস গ্লোবাল এ লোকাল হারবে। ন্যাশনাল ভার্সাস গ্লোবাল এ তবু কিসু করা যেত, এখন যা পরিস্থিতি, কিসু করা যাবে না।

    এখনো অব্দি ওভারল, স্ট্রাকচারাল রিফর্ম এটাকেই বলে। এটাই মনমোহন ও শাইনিং ইন্ডিয়ার মিডিয়ার দান। পরিবেশ নিয়ে এত, পোলিটিকাল কোরাপশন নিয়ে জুডিশিয়াল অ্যাকটিভিজম দেখি, এনজিও দের লাফালাফি দেখি, পাতি লেবার রাইটস নিয়ে দেখি না। অ্যাট অল।

    এই যে রিসেশনের বাজারে, প্রচুর সেকটরে শয়ে শয়ে হাজারে হাজারে লোকের চাগরি যাচ্ছে, কোনো প্রতিবাদ আছে? টিসিএসের লোকে চাগরি গেলে টেক্সটাইল শ্রমিক প্রতিবাদ করবে না, কারণ টা সিম্পল, টেক্‌স্‌টাইল শ্রমিকের চাগরি গেলে , বিশেষত: সেই নিয়ে আন্দোলন হলে, সার্ভিস সেক্টর ভাবে, ওমা এরা কেউ আবাপ না পড়ে পড়ে কিরকম পিছিয়ে যাচ্ছে দেখো।

    কভারেজেও পলিটিক্স আছে। জেট এয়ারওয়েজের লোকের চাগ্রি গেলো, আপনারা সুন্দরী হোস্টেস দের টিভিতে কাঁদতে দেখলেন, যুবাদের ক্রোধে আগুন হয়ে যেতে দেখলেন। পরের দিন মালিক দাদু, লোক ফিরিয়ে পজ্জন্ত নিল। টেস্‌ক্‌স্‌টাইলে সোয়েট শপে, এখনো অব্দি সরকারি হিসেবে বিশ লাখ চাকরি গেছে। কজনকে কাঁদতে দেখেছেন টিভিতে।

    বলক্স। ফাকিং বলক্স।
  • rokeyaa | 203.110.246.230 | ২৪ মার্চ ২০০৯ ১২:৪৯672950
  • y-কে ডিট্টো।
  • I | 59.93.201.209 | ২৪ মার্চ ২০০৯ ১৩:১০672951
  • এবারের কূটকচালী খুব জরুরী লেখা।
  • Guruchandali | 117.195.41.50 | ০৫ এপ্রিল ২০০৯ ১৯:২০672952
  • -------------------------------------
    নতুন কূটকচা৯: খবর্নয়? (৫ই এপ্রিল)
    -------------------------------------
  • Guruchandali | 117.195.37.179 | ১২ এপ্রিল ২০০৯ ১২:১৫672954
  • ---------------------------------------
    নতুন কূটকচা৯: খবর্নয়? (১২ই এপ্রিল)
    ---------------------------------------
  • kc | 213.132.250.2 | ১২ এপ্রিল ২০০৯ ১২:৫০672955
  • খ্‌বর্নয় এর পাতাটা ভচ'কিয়ে গেছে।
  • a x | 99.152.72.73 | ১২ এপ্রিল ২০০৯ ১২:৫৪672957
  • :-))
  • pinaki | 131.151.102.250 | ১২ এপ্রিল ২০০৯ ১৩:৫৬672958
  • লক্ষীর উল্টোদিকে মণিকুমার সুব্বা, যাঁর ভারতীয়ত্ব না বয়েস কি একটা নিয়ে ঝামেলা আছে, তিনি কংগ্রেসের ক্যন্ডিডেট, সিপিএমের নন। যে অরিজিনাল লেখার লিংক দেওয়া আছে সেখানেও সেরকমই আছে। একটু শুধরে নিলে ভালো হয়।
  • Arpan | 122.252.231.12 | ১২ এপ্রিল ২০০৯ ১৪:২৪672959
  • দুটি সংশোধন প্রয়োজন:

    ১) মণিকুমার সুব্বা কংগ্রেস প্রার্থী।

    ২) শেষ খবরটিতে কোন exodus শব্দটি ন:ষধয়ড় হয়ে রয়েছে।
  • arjo | 168.26.215.13 | ২১ এপ্রিল ২০০৯ ১৮:২৮672960
  • হিউম্যান ডেভলপমেন্ট ইন্ডেক্স একটা গুরুত্বপূর্ণ মাপকাঠি। আমরা অনেক সময়েই রেফার করে থাকি। মাপা হয়, লাইফ এক্সপেকটেন্সি, পার ক্যাপিটা জিডিপি এবং লিটারেসি। কিন্তু এই ইন্ডেক্সের বেশ কিছু লিমিটেশন আছে। ওয়েলফেয়ারের সমস্ত দিকগুলো একটা ইন্ডেক্সে ধরা গেলে ভালোই, হত কিন্তু যায় নি। যেমন, পরিবেশ বা নারীশিক্ষা কিম্বা আইন ও সুরক্ষা, ডেমোক্রেসি ইত্যাদির মান এই ইন্ডেক্সে ধরা যায় না। প্রফেসর সেন, বলেছেন এইচডিআই একটি ভালগার ইন্ডেক্স তার মূল কারণ এই যে এতে ওয়েলফেয়ারের সমস্ত দিকটা ধরা যায় না। যেটা বলার তাহল এইচ ডি আই ডেভলপমেন্টের মেজারমেন্টে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ অন্তত জিএনপির থেকে অনেক বেশি কিছু ধরা যায়। কিন্তু মনে রাখা উচিত

    The evolution, criticism and confrontations of HDI with other indicators and information available permit us to conclude that HDI is an evolution in relation to previous unidimensional indicators. However, it still does not reflect proper human development. The main proposition, in which Human Development is based, especially the ones related to the promotion of people’s capability to act and live as full human beings are not contemplated and/or measured.

    The weakness of the HDI can be seen in all block of variables, such as education, longevity and income. At the same time, it seems reasonable to agree that HDI is useful as a deprivation measure at a very aggregate level. But, the overvaluation and
    enthusiastic uses of the index as a public policy guide can be biased and dangerous.


    তাই এইচডিআই মেজারে পিছিয়ে গেলে বলাই যায় কিছু একটা খারাপ হচ্ছে। কিন্তু এগিয়ে গেলে বলা যায় না। যেমন কিউবা এইচডিআই ইন্ডেক্সে ৫০ সেটা খুব কিছু মিন করে না। কিন্তু ভারত দুই তিন ধাপ পিছিয়ে গেছে সেটা অবশ্যই অবনতি।

    যদি খুব বেশি ইন্টারেস্টেড হন তাহলে এই পেপারটা পড়ে দেখতে পারেন।

    বেশ কিছুদিন ধরে গুরুর পাতায় এইচডিআই ব্যবহৃত হচ্ছে তাই ভাবলাম লিখি। কোথায় লিখব বুঝে না পেয়ে এখানেই লিখে দিলাম।
  • Guruchandali | 12.163.39.254 | ২৭ এপ্রিল ২০০৯ ২২:০৪672961
  • একটি ছোট্টো আপডেট। এবারের "খবর্নয়?' প্রকাশে নানা কারণে দেরি হচ্ছে। আশা করা যাচ্ছে, আজকেই প্রকাশিত হবে।
  • d | 59.161.46.71 | ২৭ এপ্রিল ২০০৯ ২২:৫৬672962
  • পুণেতে বৃহস্পতিবার ভোট ছিল। মাত্র ৪০% ভোট পড়েছে। কারণস্বরূপ জানা গেল, বহু লোকের নাম ভোটারতালিকা থেক বাদ চলে গেছে। হাউসিং কে হাউসিং ... এমনকি গোটা পাড়া ধরেও বাদ চলে গেছে।
  • a x | 143.111.22.23 | ২৭ এপ্রিল ২০০৯ ২৩:২০672963
  • কূটকচা৯র পাতাটা ঘেঁটে গেছে। আর লক্ষ্মী ওরাংএর কথা কদিন আগেরই একটা খবর্ণয়ে ছিল না?
  • Guruchandali | 12.163.39.254 | ২৮ এপ্রিল ২০০৯ ২৩:৩৬672964
  • ---------------------------------------
    নতুন কূটকচা৯: খবর্নয়(২৮শে এপ্রিল)
    ---------------------------------------
  • Samik | 122.160.41.29 | ২৯ এপ্রিল ২০০৯ ২১:২৯672965
  • এবারের কূটকচা৯ সত্যিই ভালো হয়েছে। তবে কয়েক জায়গায় NGO হয়ে গেছে গঋঘ।
  • pi | 69.255.233.93 | ২৯ এপ্রিল ২০০৯ ২২:৫৬672966
  • দমদি, পুণের ভোট কম পড়ার জন্য তালিকা থেকে নাম বাদ যাওয়া কি লোকাল কাগজে বেরিয়েছে ?
    আমি খুঁজছিলাম , তো এই পেলাম ।

    http://tinyurl.com/dmdo5e

    no voting না uraban youth trend ইত্যাদি যুক্তি।

    আর অক্ষদা, হ্যাঁ, লক্ষ্মী ওরাং এর কথা ছিল তো, বারো ই এপ্রিলের আগের খবর্নয়(?) তে ।

  • d | 121.245.187.46 | ২৯ এপ্রিল ২০০৯ ২৩:১৩672968
  • না: কোন কাগজে দেখিনি। মানে ইংরিজি কাগজে আর কি। ঐজন্যই তোমাদের লিঙ্ক পাঠাতে পারিনি।

    এগুলো একেবারে শোনা কথা। লোকে ভোট দিতে গিয়ে ফুঁসতে ফুঁসতে ফেরত এসেছে। লোকে বলাবলি করছিল যে শরদ পাওয়ার সব "সেটিং' (এইটে দিল্লীর "যুগাড়'এর প্রতিশব্দ ) করে রেখেছে। আমাকে আবার একজন বললো "তুমহারি পচ্চিম বংগালকি সিপিএম সে ইনহোনে KT লিয়া হোগা' :))

    আরেকটা মজার ব্যপার হয়েছে, অনেকের নাম কম্পিউটারে টাইপ করবার পর সেটার মারাঠী ইক্যুইভ্যালেন্ট খুঁজতে গিয়ে অনেকসময় খুঁজে পায় নি বলেও অনেকে ভোট দিতে পারেনি।
  • Guruchandali | 59.161.56.108 | ০৩ মে ২০০৯ ১০:৪৪672969
  • -------------------------------------------
    নতুন কূটকচা৯: খবর্নয়? (৩রা মে)
    -------------------------------------------
  • Guruchandali | 173.26.17.106 | ১১ মে ২০০৯ ০৩:১৫672970
  • ------------------------------------
    নতুন কূটকচা৯: ভোটের গরম(২)
    ------------------------------------

  • dipu | 121.243.161.234 | ১১ মে ২০০৯ ০৮:০৫672971
  • ভোটের গরম আবারও ঝিংচ্যাক হয়েছে।

    তবে কি এই ব্যানারটি ইন্দোদার চোখ এড়িয়ে গেল?
    http://tinyurl.com/oct5py
  • arjo | 24.42.203.194 | ১১ মে ২০০৯ ০৮:৩১672972
  • জ্জিও। খাসা হচ্ছে।
  • Arpan | 122.252.231.12 | ১১ মে ২০০৯ ০৮:৫০672973
  • কী বলি, কী যে বলি! ডাক্তারের সোনার কলম অক্ষয় হউক।
  • shrabani | 124.30.233.101 | ১২ মে ২০০৯ ১২:২১672974
  • অনেককাল পরে ভোটের আগে আগে কলকাতা। চাপান উতোর, ছড়ায় কবিতায় পথসভা, নাটিকা সব মিলে জমজমাট ভোটের আসর!
    এদেশে বসে তো টিভি না খুললে বোঝাই যায়না ভোট। তবু ভোটের দিনে আমাদের সোস্যাইটীর প্রায় সিক্সটী পারসেন্ট লোকেদের নাম ভোটার তালিকা থেকে উধাও। সবারই কার্ড আছে, তবুও।

    লেখাগুলো দারুন হয়েছে। কলকাতায় রোজ বিভিন্ন কাগজে সবচেয়ে আলোচিত "পরিবর্তন" পোস্টারটির উল্লেখ নেই কেন?
  • Guruchandali | 173.26.17.106 | ২৪ মে ২০০৯ ১০:৩৮672975
  • ------------------------------------
    নতুন কূটকচা৯: দিল্লীওয়ালার চুনাও প্রক্রিয়া
    ------------------------------------
  • Guruchandali | 173.26.17.106 | ০৮ জুন ২০০৯ ০৮:৫৭672976
  • ------------------------------------
    নতুন কূটকচা৯: তোষক আশগুপ্ত বিরচিত অনৃতভাষণ -- সতর্ক থাকুন
    ------------------------------------
  • dipu | 207.179.11.216 | ০৮ জুন ২০০৯ ০৯:৩৮672977
  • অসা! যাতা! পেট ফেটে যাচ্ছে :-))))))))
  • pi | 128.231.22.89 | ০৮ জুন ২০০৯ ০৯:৪৯672979
  • জাস্ট কোনো কথা হবেনা :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন